নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অভিনন্দন!!! টাইগার্স!
আফগানিস্তানকে হারিয়ে বিশ্বকাপে শুভসূচনা করার পর এবার বাংলাদেশ ওয়ানডেতে নিজেদের সবচেয়ে বড় লক্ষ্য তাড়া করে স্কটল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত এক জয় পেলো বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে হারার পর কোয়ার্টার-ফাইনালে যাবার স্বপ্ন টিকিয়ে রাখার জন্য এই ম্যাচে জয়ের কোন বিকল্প ছিল না। এই ধরনের একটি গুরুত্বপূর্ণ ম্যাচে প্রতিপক্ষ যখন ৩১৯ রানের টার্গেট ছুড়ে দেয় তখন যে কোন দলই চাপে পড়ে যায়। কিন্তু আমাদের টাইগার বাহিনী, খুব ঠাণ্ডা মাথায় পেশাদারিত্বের সাথে নৈপুণ্য প্রদর্শন করে জয় ছিনিয়ে আনে স্কটল্যান্ড থেকে।
প্রথমে কাইল কোয়েটজারের দারুণ ব্যাটিংয়ের উপর ভর করে স্কটল্যান্ড সংগ্রহ করে ৩১৮ রান। তবে তামিম আর মাহমুদুল্লাহ চমৎকার ব্যাটিং এ শুরুটা দারুণ করে বাংলাদেশ। তবে মাত্র ৫ রানের জন্য সেঞ্চুরি পাননি তামিম। জস ডেভির বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ার আগে তামিম ৯টি চার আর একটি ছক্কায় ১০০ বলে ৯৫ রান করেন এই বাঁহাতি ব্যাটসম্যান আর ৬২ বলে ৬২ রান করেন মাহমুদুল্লাহ। পরে মুশফিকুর ও সাকিবের হাফ সেঞ্চুরি সাব্বির রহমানের দারুণ ব্যাটিংয়ে ১১ বল হাতে রেখেই ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। আর বাংলাদেশের পক্ষে ৪৩ রানে ৩ উইকেট নিয়ে তাসকিনই বাংলাদেশের সবচেয়ে সফল বোলার।
আশা করি সামনের ম্যাচগুলোতেও বাংলাদেশ ক্রিকেট দলের এই জয়যাত্রা অব্যাহত থাকবে।
ছবি কৃতজ্ঞতা: espncricinfo.com
২| ০৫ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:৫৫
মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: 318 রান চেজ করায় বাহবা পেতেই পারে ।কিন্তু আইসিসির সহযোগী সদস্য পূর্ণ সদস্য দেশেবিরুদ্ধে 318 রান করল তার জন্য তাদেরই বেশী বাহবা দেয়া উচিত ।
আইসিসির সহযোগি সদস্য দেশের বিরুদ্ধে জিতে লাফালাফি করার কিছুই নাই ।
৩| ০৫ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:৫৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: অভিনন্দন বাংলাদেশ দলকে
জয়ের এই ধারা অব্যহত থাকুক ফাইনাল পর্যন্ত!
৪| ০৫ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:৫৯
মোস্তফা কামাল পলাশ বলেছেন: শেষে আমি তো মনে করলাম সাকিবের ৫০ টা মনে হয় আর হলো না।
আজকের খেলা দেখে মনে হইলো এত দিনে সবার মাঝে এক সাথে দেশ প্রেম জাইগা উঠছে।
৫| ০৫ ই মার্চ, ২০১৫ দুপুর ১:০১
সুমন জেবা বলেছেন: অভিনন্দন বাংলাদেশ দলকে ..
ঠাণ্ডা মাথায় খেলে, জয়ের এই ধারা অব্যহত রাখবে সেই প্রত্যাশায় রইলাম ।
৬| ০৫ ই মার্চ, ২০১৫ দুপুর ১:০৬
ইমতিয়াজ ১৩ বলেছেন: ১১ বল হাতে রেখে টাইগাররা জয় নিশ্চিত করে।
অভিনন্দন টাইগারদের
৭| ০৫ ই মার্চ, ২০১৫ দুপুর ১:০৭
মোস্তফা কামাল পলাশ বলেছেন: শেষে যখন মাত্র ১ রান লাগে জেতার জন্য তখন মনে করলাম ব্যেটারা না আবার ওয়াইড বল করে।
আমি নিশ্চিত স্কটল্যান্ড না হইয়া পাকি ও দাদা বাবুরা হইলে নিশ্চিত ওয়াড বল কইরা সাকিবরে ৫০ করার চান্স দিতো না।
৮| ০৫ ই মার্চ, ২০১৫ দুপুর ১:১৫
সেলিম আনোয়ার বলেছেন: অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট টিম ।অভিনন্দন তামিম মুশফিক,সাকিব মাহমুদুল্লাহ। অভিনন্দন মাশারফি এন্ড কোং । আরও বড় বিজয়ের প্রত্যাশায় ।
৯| ০৫ ই মার্চ, ২০১৫ দুপুর ১:১৫
কাবিল বলেছেন: অভিনন্দন বাংলাদেশ দলকে
১০| ০৫ ই মার্চ, ২০১৫ দুপুর ১:১৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: অভিনন্দন বাংলাদেশ দলকে। শুভ কামনা পরবর্তী ম্যাচগুলোর জন্য।
১১| ০৫ ই মার্চ, ২০১৫ দুপুর ১:২৪
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: অভিনন্দন বাংলাদেশ দলকে
১২| ০৫ ই মার্চ, ২০১৫ দুপুর ১:৩০
সাদী ফেরদৌস বলেছেন: আই সি সির সহযোগী একটি দল হয়েও স্কটল্যান্ড বাংলাদেশের বিপক্ষে যে রান করেছে তাতে ওদের ও অভিনন্দন জানাই।অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট দল কে।১৬ কোটি মানুষের শুভকামনা
১৩| ০৫ ই মার্চ, ২০১৫ দুপুর ২:০৭
মিন্টুর নগর সংবাদ বলেছেন: অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট দলকে ।
১৪| ০৫ ই মার্চ, ২০১৫ দুপুর ২:৫৭
সেলু বলেছেন: বাংলাদেশ দলকে সাধুবা্দ সেই সাথে লেখককেও ধন্যবাদ, শুভ ব্লগি্ং।
১৫| ০৫ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:২১
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আহা কি আনন্দ আকাশে বাতাসে !!
অভিনন্দন বাংলাদেশ টিমকে ---
জয়ের ধারা অব্যাহত থাকুক ---
১৬| ০৫ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:৪২
নতুন বলেছেন: সেলিম আনোয়ার বলেছেন: অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট টিম ।অভিনন্দন তামিম মুশফিক,সাকিব মাহমুদুল্লাহ। অভিনন্দন মাশারফি এন্ড কোং । আরও বড় বিজয়ের প্রত্যাশায় ।
সামনে ইংরজী পরীক্ষায় সেন্চুরী করা চাই...
১৭| ০৫ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:৫১
শেখ মফিজ বলেছেন: অভিনন্দন টিম টাইগার্স ।
১৮| ০৫ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৫০
পরিবেশ বন্ধু বলেছেন: অভিনন্দন বাংলাদেশ , জয় নিয়ে এস শেষ পর্যন্ত ।
১৯| ০৫ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৫১
রিহানা সাবা খান বলেছেন: কি অসাধারণ খেললেন বাংলার টাইগার্স, সাবাস বাংলাদেশ। বড় দল গুলোর বিরুদ্ধেও আমরা এই তাড়া করা জয় চাই। অন্যের মুখাপেক্ষী হয়ে যেন আমরা চেয়ে না থাকি।
২০| ০৫ ই মার্চ, ২০১৫ রাত ৮:০৪
এনামুল রেজা বলেছেন: ভালবাসা। ওদের পাশে ছিলাম, আছি, থাকবো।
২১| ০৫ ই মার্চ, ২০১৫ রাত ১০:১৫
সুমন কর বলেছেন: অভিনন্দন রইলো !!
২২| ০৫ ই মার্চ, ২০১৫ রাত ১০:১৮
এক নিরুদ্দেশ পথিক বলেছেন: অভিনন্দন!!! টাইগার্স!
২৩| ০৫ ই মার্চ, ২০১৫ রাত ১০:২০
প্রেতরাজ বলেছেন: অনেক অনেক শুভকামনা রইল
২৪| ০৬ ই মার্চ, ২০১৫ রাত ৩:০২
মেহেদী_বিএনসিসি বলেছেন: হাসিনা-খালেদা আর রাষ্ট্রপতিরা যেভাবে অভিনন্দনের জোয়ারে ক্রিকেটারদের ভাসিয়েছেন......তাতে তাদের রাজনৈতিক ফায়দা লোটার লোভটা বোধকরি সবাই ধরতে পেরেছে............ সহোযোগী একটা দলের সাথে ৬উইকেটে জেতাটার জন্য এতো উদ্বেলিত হওয়ার দরকার নাই.........ইংল্যান্ড-নিউজিল্যান্ডের সাথে খেলাটাই মানদন্ড হিসাবে নেয়া যেতে পারে......
২৫| ০৬ ই মার্চ, ২০১৫ রাত ৩:১৬
বিদ্রোহী বাঙালি বলেছেন: অভিনন্দন টাইগার্স।
ব্যাটিং যেভাবে জ্বলে উঠেছে, সেভাবে বোলিংও যদি জ্বলে উঠে, তবে অনেক দূর যাবে বাংলাদেশ। শুভ কামনা রইলো টাইগার্স।
২৬| ১৪ ই মার্চ, ২০১৫ রাত ৮:২২
জুবাইদুর আকাশ বলেছেন: অভিনন্দন!!! টাইগার্স!
©somewhere in net ltd.
১| ০৫ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:৫১
নাজমুল হাসান মজুমদার বলেছেন: আজকের খেলা দেখে খুব আশাবাদী হলাম । বড় মাপের টিমের মতন বাংলাদেশ ব্যাটিং করল ।
অভিনন্দন বাংলাদেশ দলকে ।