নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নোটিশবোর্ড

নোটিশবোর্ড

নোটিশবোর্ড

নোটিশবোর্ড

নোটিশবোর্ড › বিস্তারিত পোস্টঃ

প্রথমবারের মত কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ। অভিনন্দন! টাইগার্স!!

০৯ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:২৩





রুদ্ধশ্বাস এক লড়াইয়ে অসাধারণ পেশাদারি মনোভাব প্রদর্শন করে ইংল্যান্ডকে পরাজিত করে এই প্রথমবারের মত বিশ্বকাপ ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে উঠল বাংলাদেশ। যদিও ২০০৭ সালের বিশ্বকাপে সুপার এইটে খেলেছিল বাংলাদেশ তবে কোয়ার্টার ফাইনাল পর্যায়ে খেলার অভিজ্ঞতা এই প্রথম। এই বিজয়ের মাধ্যমেই অর্জিত হলো বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম এক মাইল ফলক।



কোয়ার্টার-ফাইনালে যাবার এই গুরুত্বপূর্ণ ম্যাচে শুরুটা ভালো না হলেও মাহমুদুল্লাহর শতক আর মুশফিকুর রহিমের অর্ধশতকে শেষ পর্যন্ত ২৭৫ সংগ্রহ করে বাংলাদেশ। ইয়ান বেল ও জস বাটলারের দুই অর্ধশতকে জয়ের আশা বাঁচিয়ে রাখলেও রুবেল হোসেন, মাশরাফি বিন মুর্তজা ও তাসকিন আহমেদের দুর্দান্ত বোলিংয়ে ৯ বল বাকি থাকতেই ২৬০ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড।



সমগ্র জাতিকে এই আনন্দ ও সম্মান উপহার দেয়ার জন্য সামহোয়্যারইন ব্লগের পক্ষ থেকে বাংলাদেশ ক্রিকেট দলের প্রতি রইল অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন।

মন্তব্য ৬৭ টি রেটিং +১১/-০

মন্তব্য (৬৭) মন্তব্য লিখুন

১| ০৯ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:২৯

সেলিম আনোয়ার বলেছেন: অভিনন্দন টাইগারস । অভিনন্দন অভিনন্দন বাংলাদেশের মানুষ ।

২| ০৯ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৩৬

মনিরা সুলতানা বলেছেন: আজকের সবটুকু শুভ কামনা আমার দল কে
অভিনন্দন টাইগার্স ...
লাভ উ অল :)

৩| ০৯ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৪৬

শেখ মফিজ বলেছেন: অভিনন্দন টিম টাইগার্স

৪| ০৯ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:০৩

মাসুদুর রহমান রানা বলেছেন: ১৬ কোটি বাংলাদেশদের গর্ব তোমরা। অভিনন্দন তোমাদের ।


এবং তামিম কে দল থেকে বাদ দেয়ার জন্য তীব্রভাবে অনুরোধ করছি।

৫| ০৯ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:০৯

নিস্পাপ একজন বলেছেন: তামিম পরের ম্যাচে নিশ্চিত ভালো খেলবে।

৬| ০৯ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:২০

ডিজ৪০৩ বলেছেন: এটাই হল বীরের জাতি , আরেকবার প্রমাণ করল ।

৭| ০৯ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:২৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: ১৬ কোটি বাঙালীকে আনন্দে ভাসানোয় অনেক অনেক কৃতজ্ঞতা আল্লাহর প্রতি। এই অবরুদ্ধ সময়ে মনের আবেগ খুশি সব যেন চিপায় পড়ে গেসিল ;)

সে আগল ভেঙ্গে উচ।ছাসে মাতিয়ে দেয়ায় অনেক অনেক ধন্যবাদ টাইগার ১১ কে :)

হাসছে দেশ
খুশিতে ভাসছে দেশ

এই খূশিকে আরও আরও এগিয়ে নিতে পার তোমরাই।

আগামী সাফল্যের শুভকামনা

৮| ০৯ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:২৫

সেলু বলেছেন: ঘন ঘন নিশ্বাস নেওয়া খেলার শেষের দিকে নিশ্বাস বন্ধ করে রাখতে হয়েছে, দারুন এক খেলা উপহার দিলো টাইগাররা, সাবাস টাইগারস, তোমাদের অভিনন্দন।

৯| ০৯ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৩১

হাসান মাহবুব বলেছেন: !:#P

১০| ০৯ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৪৭

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: বাংলাদেশকে হৃদয় নিংড়ানো অভিনন্দন।

১১| ০৯ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৪৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ম্যাচের শেষ দিকে এসে হার্ট ফেইল করার মতো অবস্থা হয়ে গিয়েছিল। মারা গেলে বাংলাদেশের কোয়ার্টার ফাইনাল খেলা দেখা থেকে বঞ্চিত হতে হতো :)

বাংলাদেশের আজ বেশ কয়েকটি রেকর্ড হলোঃ

১. প্রথম বারের মতো বাংলাদেশের কোয়ার্টার ফাইনালে ওঠা।

২. বিশ্বকাপে বাংলাদেশের প্রথম শতক (মাহমুদুল্লাহ)।

আরেকটা আছে, যেটির কথা ভাবেন নি :)

৩. বিশ্বকাপে বাংলাদেশে সর্বাধিক জয়ের রেকর্ড :) এখন পর্যন্ত ৩টা। বাংলাদেশের এখন হারাবার কিছু নেই, কিন্তু টাইগারদের মনোবল এখন আকাশছোঁয়া। নিউজিল্যান্ডকে তুলোধুনো করে ফেললে দয়া করে আমাকে কেউ দোষ দিবেন না।

তো, আরো একটা রেকর্ড ধরলে ধরা যায়.... সর্বোচ্চ ৭ পয়েন্ট অর্জন।

আরো কোনো রেকর্ড আছে কিনা তা ভেবে দেখা যেতে পারে।

সাবাশ টাইগার্স। অভিনন্দন।

১২| ০৯ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৪৮

মোস্তফা কামাল পলাশ বলেছেন: আমরা ক্রিকেট কুলীনদের চূড়ান্ত মুহূর্তে এই ভাবেই হাতে হারিকেন ধরাইয়া দেই। পূর্বে দাদা বাবুদের দিয়েছি; আজকে ফিরঙ্গি বাবুদের দিলাম। =p~ =p~


অভিনন্দন টাইগার্স

১৩| ০৯ ই মার্চ, ২০১৫ রাত ৮:০২

মোঃ মুনাব্বির হোসেন বলেছেন: প্রথমবারের মত না ২০০৭ সালে বাংলাদেশ সুপার এইটে খেলেছিলো। নাম ভিন্ন হলেও সেটা ছিল কোয়ার্টার ফাইনাল।

সে যাই হোক অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট দল। অভিনন্দন মাহমুদুল্লাহ, রুবেল, মুশফিক,

১৪| ০৯ ই মার্চ, ২০১৫ রাত ৮:১৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: মো: মুনাব্বির হোসেন@

অাপনি ঠিকই বলেছেন। গ্রুপ পর্যায়ে শ্রীলংকা ৬, বাংলাদেশ ৪ পয়েন্ট অর্জন করে। ভারত মাত্র ২ পয়েন্ট পেয়ে ১ম রাউন্ডে বাদ পড়ে যায়। বারমুডার ছিল সবগুলো হার। বাংলাদেশ ভারত আর বারমুডাকে হারিয়েছিল। সেটাও খুব গর্বের ছিল।

১৫| ০৯ ই মার্চ, ২০১৫ রাত ৮:২১

বেসিক আলী বলেছেন: অভিনন্দন "রয়েল বেঙ্গল টাইগার্স"
অভিনন্দন বাংলাদেশশশশশশশশশশশশশশশশ

১৬| ০৯ ই মার্চ, ২০১৫ রাত ৮:২৭

মাথা নষ্ট সিপাহি বলেছেন: ধুলোবালিছাই ভাই, আমার মন বলছে আরো একটা রেকর্ড হবে আর তা হল :

বাংলাদেশ সেমি ফাইনাল খেলবে । কারন আজকের ম্যাচের জয়ে টাইগারদের মনোবল বেরে গেছে অনেক হাজার গুন,
শুভকামনা টাইগারদের

১৭| ০৯ ই মার্চ, ২০১৫ রাত ৮:২৯

নাহিদনোমান বলেছেন: অভিনন্দন টাইগারস !!! কোয়ার্টার ফাইনালে আমরা আবার সম্ভাব্য ভারতকে হারামু..। B-) B-)

১৮| ০৯ ই মার্চ, ২০১৫ রাত ৮:৩২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: মাথা নষ্ট সিপাহি @

এটা তো আমার মনে ছিল। আপনি কীভাবে জানলেন?



:) :) :)


বাংলাদেশ অত্যাশ্চর্য কিছু করে ফেললে তার সমস্ত দায়দায়িত্ব আমার :)

১৯| ০৯ ই মার্চ, ২০১৫ রাত ৮:৪১

সেলিম আনোয়ার বলেছেন: মুশফিকের কথা কেউ বলছেনা ১০০ এর উপরে স্ট্রাইকিং রেট নিয়ে ওর অনবদ্য ৮৯ রান বিরাট অবদান রেখেছে আজ । বিশেষ করে শেষদিকে ম্যাচটা যখন ক্লোজ মার্জিন হয়ে যাচ্ছিল তখন মনে হচ্ছিল আর কয়টা রান বেশি হলে ভালো হত । পরে অবশ্য রুবেল আমাদের বিজয় এনে দিলেন বীরের বেশে ।

২০| ০৯ ই মার্চ, ২০১৫ রাত ৮:৫০

মাথা নষ্ট সিপাহি বলেছেন: না ধুলাবালি সাহেব দায় টা আমার , আমি নিলাম

২১| ০৯ ই মার্চ, ২০১৫ রাত ৯:০২

ল্যাটিচুড বলেছেন: সাবাস টাইগারস, তোমাদের অভিনন্দন।

২২| ০৯ ই মার্চ, ২০১৫ রাত ৯:১১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন:


বাংলাদেশ ক্রিকেট দলের প্রতি রইল অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন।

২৩| ০৯ ই মার্চ, ২০১৫ রাত ৯:১৫

সুমন কর বলেছেন: অভিনন্দন ! অভিনন্দন ! অভিনন্দন !

২৪| ০৯ ই মার্চ, ২০১৫ রাত ৯:২১

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: অভিনন্দন টাইগার্স এগিয়ে যাও.........

২৫| ০৯ ই মার্চ, ২০১৫ রাত ৯:৪৮

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: অভিনন্দন টিম টাইগার্স

২৬| ০৯ ই মার্চ, ২০১৫ রাত ৯:৫১

কালো গুপ্তচর বলেছেন: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা । পরবর্তী ম্যাচগুলোর জন্য অনেক অনেক অনেক শুভকামনা রইলো।

love u tigers... :) :) ;)

২৭| ০৯ ই মার্চ, ২০১৫ রাত ৯:৫৩

মাসূদ রানা বলেছেন: অভিনন্দন টাইগার্স B-)

"নারী নির্যাতনকারীটা" বাদে ...........।

২৮| ০৯ ই মার্চ, ২০১৫ রাত ১০:১৪

সৌভিক ঘোষাল বলেছেন: বাংলাদেশের অসামান্য জয় এবং শেষ আটে চলে যাওয়ায় আমরা পশ্চিমবঙ্গের মানুষজনও ভীষণ আনন্দিত। রাস্তা দিয়ে হেঁটে আসার সময় দেখছিলাম লোকজন টিভির সামনে ভীড় করে দাঁড়িয়ে খেলা দেখছেন, বাংলাদেশ জয়ের যত কাছে আসছে ততই আবেগে উচ্ছ্বাসে ভাসছেন। অনেকে দেখলাম ছোট্ট একটা দোকানে রেডিও কানে শনছেন। পাশে আর একজন। হঠাৎ বিরাট উল্লাস। দাঁড়িয়ে বুঝলাম ইংলণ্ডের উইকেট পড়েছে একটা। সত্যি খুব খুব ভালো লেগেছে বাংলাদেশের এই জয়।
বাংলাদেশের এই জয় আরো বেশি আনন্দের কারণ বিপক্ষের খারাপ খেলার বিনিময়ে নয়, নিজেদের অসামান্য ক্রীড়া দক্ষতার পরিচয় দিয়ে এই জয় এসেছে। ব্যাটিং ভালো হয়েছে। প্রথম বাংলাদেশের হয়ে কেউ বিশ্বকাপে শতরান করলেন। ২৭৫ তোলার পর বোলারদের সামনেও চ্যালেঞ্জ ছিল রানটা ডিফেন্ড করার। সেটা তারা ভালোভাবেই করেছেন। ৩৫ থেকে ৪৫ ওভারে ইংলন্ড ম্যাচটা ঘোরানোর চেষ্টা করেছিল, কিন্তু শেষের দিকে মানসিক চাপটা অতিক্রম করে বাংলাদেশ জিততে পেরেছে এটা বড় দিক।
বাংলাদেশ গ্রুপে তৃতীয় হয়ে উঠুক এটা চাইবো। ভারত বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে দেখা হোক এটা চাইবো না। বাংলাদেশ এর সবাইকে অভিনন্দন আনন্দের মুহূর্তে।

২৯| ০৯ ই মার্চ, ২০১৫ রাত ১০:৪৪

নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: অতিরিক্ত রানের একটা পরিসংখ্যানই বলে দিবে আজকে দুই দলের পার্থক্য কেমন ছিল...

অতিরিক্ত রানঃ

ইংল্যান্ড দিয়েছে ১৪
বাই ১, লেগ বাই ৪, ওয়াইড ৮, নো ১

আর আমাদের বাংলাদেশ...
মাত্র ৫
যার মধ্যে লেগ বাই ৪টি যেটা ইংলিশরা ব্যাটে লাগাতে গিয়ে পায়ে লাগায় নিছে :P আর নো মাত্র একটি :) আর এই নো বলটি ছিল একটা বিমার থেকে আসা। আমাদের ছোট্ট তাসকিন (১৯) এতো চাপের ম্যাচে ভুল করেই না হয় একটা বিমার দিয়ে দিয়েছিল। কিন্তু সাথে ২ উইকেট নিয়ে কি সেটা পুষিয়ে দেয়নি???

তোমাদের সাথে আমরা সবাই ছিলাম, আছি, এবং থাকবো... থাকবোই

৩০| ০৯ ই মার্চ, ২০১৫ রাত ১০:৫২

মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: ইংরেজদের বিরুদ্ধে জয় সমসময় বিশেষ কিছু,আর সেটা বিশ্ব কাপ আসরে হওয়ার দরুন একটা ব্যাপার।
আশা করি শেষ আটের লড়াইয়ে এই জয় যাত্রা অব্যাহত থাকবে ।
বিশ্ববাসীকে জানিয়ে দাও বাংলাদেশীরা অবহেলার জাতী না।

৩১| ০৯ ই মার্চ, ২০১৫ রাত ১০:৫৫

আরজু পনি বলেছেন:

!:#P !:#P !:#P

৩২| ০৯ ই মার্চ, ২০১৫ রাত ১১:২১

সাবু ছেেল বলেছেন: মি খুশী।তবে বাংলাদেশ-ফাকিস্তান যদি কোয়ার্টার ফাইনাল হয় তবে এদেশি পাক প্রেমীরা কোথায় যায় সেটাই দেখার বিষয়।আমি নিশ্চিত যে,এই ফাক প্রেমীরা বিসমিল্লাহ করে সেই ১৯৯৯ সালের মতই করবে! অনেক খাঁটি বাংলাদেশীকেও সেদিন দেখেছি ফাকিস্তানের জন্য কাঁদতে।

অথচ জয়ী দলটির নাম ছিল সেদিন আমাদেরই সোনার বাংলাদেশ!!

৩৩| ০৯ ই মার্চ, ২০১৫ রাত ১১:৪৮

মতিউর রহমান মিঠু বলেছেন: @সাবু ছেলে, বিহারী ছারা ফাকিস্তানের সাপোর্ট কোন বাঙালী করবেনা নিশ্চিত থাকেন ভাই।

৩৪| ০৯ ই মার্চ, ২০১৫ রাত ১১:৫৮

পরিবেশ বন্ধু বলেছেন: শাব্বাশ বাংলাদেশ , শুভ অভিনন্দন ।।

৩৫| ১০ ই মার্চ, ২০১৫ রাত ১২:০৫

আমি ব্লগার হইছি! বলেছেন: তামিম কে টিম থেকে বাদ দিলে খুবই ভালো হয়। ও একটা ফালতু প্লেয়ার।

৩৬| ১০ ই মার্চ, ২০১৫ রাত ১২:১২

বোকা মানুষ বলতে চায় বলেছেন: সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ম্যাচের শেষ দিকে এসে হার্ট ফেইল করার মতো অবস্থা হয়ে গিয়েছিল।

আমারও একই অবস্থা ছিল, তামিম শেষের দিকে যখন ক্যাচ মিস করল, আমি বাচ্চাদের মত কেঁদে দিয়েছিলাম :( :P

সাবাস বাংলাদেশ! সাবাস বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল

৩৭| ১০ ই মার্চ, ২০১৫ রাত ১২:৪৮

ইমন জ্যাস বলেছেন: অভিনন্দন অভিনন্দন বাংলাদেশের মানুষ ।

৩৮| ১০ ই মার্চ, ২০১৫ রাত ১:৫৬

ডেড ম্যান ওয়াকিং বলেছেন: বাংলাদেশের রাজনীতিবিদদের মধ্যে যদি ক্রিকেটারদের মত দৃঢ় প্রত্যয় থাকত তবে তারাও সুশাসন উপহার দিতে পারত। অনেক কিছু শেখার আছে রাজনীতিবিদদের এদেশের ক্রিকেটারদের কাছ থেকে। সাবাশ বাংলাদেশ ক্রিকেট - এগীয়ে চল পলিটিক্স ছাড়া। ক্রিকেটকে পঁচা রাজনীতির বাহিরে রাখো-যে কোন মূল্যে।

৩৯| ১০ ই মার্চ, ২০১৫ রাত ২:০৮

আহমেদ বিল্লাল বলেছেন: প্রথমবারের মত কোন ব্লগে লেখা আমার কমেন্ট এটি কিন্তু আনন্দের বিষয় হল আজকে এমন একটা বিষয় নিয়ে আমাকে লিখতে হচ্ছে যেটা আমার প্রানের সাথে জয়িয়ে আছে ।হাঁ আমি ক্রিকেটের কথাই বলছি।আজকের ম্যাচ বিজয়ের মাধ্যমে বাংলাদেশ প্রথমবারের মত কোয়াটার ফাইনালে পদার্পন করল।আমি আমার প্রনের টিমকেঅন্তরের অন্তস্তল থেকে আন্তরিক কৃতজ্ঞতা ওভালবাসা চাড়া আর কিই বা জানাতে পারি।

৪০| ১০ ই মার্চ, ২০১৫ রাত ২:১১

নিউটনিয়ান বলেছেন: বিশ্বকাপ ছিনিয়ে আনার সাহস আমরা দেখাতেই পারি। এখন না হোক, তবে খুব তাড়াতাড়ি।

৪১| ১০ ই মার্চ, ২০১৫ রাত ২:২৩

আহমেদ বিল্লাল বলেছেন: একদফা একদাবি তামিমকে বাদ দিন

৪২| ১০ ই মার্চ, ২০১৫ ভোর ৪:১২

বিদ্রোহী বাঙালি বলেছেন: সাবাস টাইগার্স!

৪৩| ১০ ই মার্চ, ২০১৫ সকাল ৭:০৭

কবি আলমগীর গৌরিপুরী বলেছেন: সেলুট বাংলাদেশ টিমের সবাইকে

৪৪| ১০ ই মার্চ, ২০১৫ সকাল ৭:০৭

কবি আলমগীর গৌরিপুরী বলেছেন: সেলুট বাংলাদেশ টিমের সবাইকে

৪৫| ১০ ই মার্চ, ২০১৫ সকাল ৮:৪৪

সরদার হারুন বলেছেন: সাবাস বাংলার সোনার ছেলেরা ।

সামনে আসছে শুভদিন বল আল্লাহ মুমিন ।

৪৬| ১০ ই মার্চ, ২০১৫ সকাল ৮:৪৭

সাবু ছেেল বলেছেন: ফাকিস্তানের জারজ ক্রিকেটার নাসির জামশেদ বাংলাদেশকে নিয়ে ভয়াবহ কটাক্ষ করেছে!!

৪৭| ১০ ই মার্চ, ২০১৫ সকাল ৯:০৪

জাফরুল মবীন বলেছেন: !:#P !:#P !:#P

অভিনন্দন জানাচ্ছি বাংলাদেশের ক্রিকেট পরিবারকে।

মহান আল্লাহ তা’য়ালার কাছে প্রার্থনা করি আমরা যেন এরকম জয় বার বার দেখতে পাই।

৪৮| ১০ ই মার্চ, ২০১৫ সকাল ৯:৩১

সুমন জেবা বলেছেন: বিজয় নিশান উড়ছে ওই ..

৪৯| ১০ ই মার্চ, ২০১৫ সকাল ৯:৪৮

নীল আকাশ ২০১৪ বলেছেন: একটা কারেকশন আছে। বাংলাদেশ প্রথমবারের মত কোয়ার্টার ফাইনালে উঠেছে - কথাটা ঠিক নয়। ২০০৭ সালে সুপার সিক্সে বাংলাদেশ খেলেছিল। ভারত ও বারমুডাকে হারিয়ে সেবার তারা সুপার সিক্সে ওঠে।

৫০| ১০ ই মার্চ, ২০১৫ সকাল ৯:৫৬

সাদা গোলাপ বলেছেন: অভিনন্দন জানাচ্ছি বাংলাদেশের ক্রিকেট দলকে !

৫১| ১০ ই মার্চ, ২০১৫ সকাল ১০:০৪

ইমতিয়াজ ১৩ বলেছেন: যদিও খেলারই অংশ তারপরেও তামিমের ক্যাচ মিস করাটা মেনে নিতে পারছি না এবং টপ অর্ডারের তিন তিন জন ২ রাটে আউট হয়ে যাওয়াটাও কাকতালীয় হলেও একটু অবাকই লাগছে।


সর্বোপরি বাংলাদেশ দলের সাথে সম্পৃক্ত সংশ্লিষ্ট সকলকে হৃদয় নিংড়ানো শুভেচ্ছা।

৫২| ১০ ই মার্চ, ২০১৫ সকাল ১০:১০

মেহেরুন বলেছেন: বাংলাদেশ ক্রিকেট দল কে অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা। দেশের এই খারাপ পরিস্থিতিতে আমাদের এই জয় যেন খরার পরে এক পশলা বৃষ্টি । !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P

৫৩| ১০ ই মার্চ, ২০১৫ সকাল ১০:৫০

জনাব মাহাবুব বলেছেন: বাংলাদেশ ক্রিকেট দল কে অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা।

বাংলাদেশকে অন্ততপক্ষে সেমিফাইনালে দেখতে চাই। এইটা স্বপ্ন নয় বাস্তবতা। :D

৫৪| ১০ ই মার্চ, ২০১৫ সকাল ১১:২২

আহমেদ রশীদ বলেছেন: এমন কষ্টের সময় এক ঝলক খুশির বাতাস

৫৫| ১০ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:০৯

বিদগ্ধ বলেছেন:



অভিনন্দন টিম টাইগারস....


নিশ্চয়ই তোমাদের মনোবল বৃদ্ধি পেয়েছে...

তোমরা আমাদের প্রত্যাশাও বাড়িয়ে দিলে: কোয়ার্টার ফাইনাল তো পেলামই

কমপক্ষে সেমিফাইনালে খেলতে চাই এবার....

পরের কথা পরে বলবো!

৫৬| ১০ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:১০

টর্চ বলেছেন: অভিনন্দন বাংলাদেশ, এটাতো সুরু আর এই সুরুটা যেন শেষ না হয়, বাংলার টাগারদের গর্জন সারা বিশ্বে গর্জে উঠুক আগামির সমস্ত জয়ের মধ্য দিয়ে, অনেক সুভেচ্ছা অনেক সুভকামনা বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য । :)

৫৭| ১০ ই মার্চ, ২০১৫ দুপুর ২:২২

নবীউল করিম বলেছেন:

৫৮| ১০ ই মার্চ, ২০১৫ দুপুর ২:৪৪

লাতি বলেছেন: বাংলাদেশ প্রথম বারের মত কেয়ার্টার ফাইনাল খেলেছে এটা বললে আমার মনে হয় ভুল হবে,
ব্যাপারটি ব্লগ কর্তৃপক্ষকে আবার ভাল করে বিবেচনা করে দেখার অনুরোধ রইল,
২০০৭ সালেও বাংলাদেশ প্রথম দাপ টপকে ২য় দাপে গিয়েছিল, কিন্তু বর্তমানে আই,সি,সি তারা নতুন নিয়ম করছে, ২য় দাপকে তারা কোর্য়াটার ফাইনাল নাম রেখেছে। ২০০৭ সালে ২ য় দাপের নাম ছিল সুপার এইট।

আমার মনে হয় , শিরোনামটা হবে এই রকম।
বাংলাদেশ বিশ্বকাপ র্টুনামেন্টে ২ য় বারের মত প্রথম দাপটপবে ২ য় দাপে উঠল,

৫৯| ১০ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:০৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সুপার এইট আর কোয়ার্টার ফাইনাল @

২০০৭ সালের ফরম্যাট আর এবারের ফরম্যাট একরকম নয়। ২০০৭ সালে ১৬টি দলকে ৪ ভাগে ভাগ করা হয়েছিল। প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন আর রানার আপ দলকে নিয়ে সুপার এইট স্টেজ করা হয়েছিল। এই স্টেজে প্রতিটি দল বাকি ৬টি দলের সাথে খেলেছিল (নিজ গ্রুপের অন্য দলটি বাদে, যার সাথে গ্রুপ পর্যায়েই খেলা হয়ে গেছে)। রবিন লিগের শীর্ষ ৪ দল সেমি ও ফাইনাল খেলেছিল।

এবারের ফরম্যাট তো সবারই জানা।

ক্রিকেট ওয়ার্ল্ড কাপের ফিকশচার একেক সময় একেক রকম হতে দেখা যায়। সেমি-ফাইনাল ও ফাইনাল কমন থাকলেও আগের স্টেজগুলো বিভিন্ন রকম হতে দেখা যায়।

সুপার এইট আর কোয়ার্টার ফাইনাল এক বিষয় না। মর্যাদাও এক নয়। কোয়ার্টার ফাইনালে উত্তেজনা থাকে অনেক বেশি, কারণ এটি হলো নক-আউট পর্ব। সুপার এইট, সুপার সিক্স বা সুপার-ফোর স্টেজগুলো রাউন্ড-রবিন লিগ ভিত্তিতে খেলা হয় বলে উত্তেজনা একটু কম থাকা স্বাভাবিক, কারণ একটা খেলায় জিতলেই যেমন পরের ধাপে উতরে যাওয়া নিশ্চিত হয় না, তেমন একটা ম্যাচে হেরে গেলেই বিদায়-ঘণ্টা বেজে যায় না।

তবে, সুপার এইট বা কোয়ার্টার ফাইনালে উঠবার জন্য যে চ্যালেঞ্জ ছিল, তা কোনোটার চেয়ে কোনোটা কম ছিল না।

৬০| ১০ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:০৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ইতিহাস

৬১| ১০ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:০০

আরজু পনি বলেছেন:
ঢাবির জিয়া হলের ছাদে প্রায় ২০টার মতো নিজের দেশের পতাকা উড়ছে।

৬২| ১০ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:৪২

যুগল শব্দ বলেছেন:

এ জয় আনন্দের,
এ জয় গর্বের! :D

৬৩| ১০ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:২৩

সংগ্রামী বালক বলেছেন: সাবাস টাইগার,
খেলবে তোমরা ১১ জন,
পিছনে আমরা ১৬ কোটি।

৬৪| ১০ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:৪১

জুলিফকার আলী বলেছেন: অভিনন্দন! বাংলাদেশ ক্রিকেট দলের। যা পাওয়ার এবং পাবে।

৬৫| ১০ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:০৯

সাগরের হাসি বলেছেন: সাবু বাবু সহ সকলের জ্ঞাতার্থে জানাচ্ছি নাসির জামশেদের নামে যে অ্যাকাউন্ট থেকে রুবেল তথা বাংলাদেশকে কটাক্ষ করে পোষ্ট দেয়া হয়েছে সেটা আসলে ভুয়া অ্যাকাউন্ট। এটা সাথে ক্রিকেটার নাসির জামশেদের কোন সম্পর্ক নেই। এই ঘোষণা দিয়ে আসল নাসির জামশেদ বাংলাদেশের জয়ে দলকে অভিনন্দন জানিয়েছেন।

৬৬| ১১ ই মার্চ, ২০১৫ সকাল ৯:১৮

মাসুম মুনাওয়ার বলেছেন: বাংলাদেশ ক্রিকেটের জয় হোক

৬৭| ১১ ই মার্চ, ২০১৫ সকাল ১০:৩৪

ফিলিংস বলেছেন: প্রথমে SC LAND রে খাইছি, তারপর E LAND রে খাইছি, এবার
N LAND রে খামু। HINDU LAND সাবধান...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.