নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নোটিশবোর্ড

নোটিশবোর্ড

নোটিশবোর্ড

নোটিশবোর্ড

নোটিশবোর্ড › বিস্তারিত পোস্টঃ

পোস্টে ছবি সংযুক্তির নতুন সুবিধা সংযোজন প্রসঙ্গে

১১ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:২৯

প্রিয় ব্লগার,

শুভেচ্ছা নিন। ব্লগ পোস্টে ছবি সংযুক্তির বিষয়টিকে আরো সহজ ও ‘ইউজার-ফ্রেন্ডলি’ করার লক্ষ্যে পরীক্ষামূলকভাবে সামহোয়্যারইন ব্লগের বেটা ভার্সনে ‘ড্র্যাগ ড্রপ’ সুবিধাটি সংযোজন করা হয়েছে এবং ছবি সংযোজনের ক্ষেত্রে ‘ফ্ল্যাশের’ ব্যবহার বন্ধ করা হয়েছে। ফলে নতুন কোন ফিচার ব্যবহার করার জন্য ফ্ল্যাশ ইন্সটল করার প্রয়োজন নেই। আশা করি, এই নতুন সুবিধাটি সংযোজনের মাধ্যমে ব্লগে ছবি সংযুক্তিকরণের সকল সমস্যা দূর হবে।





তবে প্রাথমিক ভাবে এই সুবিধাটি শুধু মাত্র বেটা ভার্সনের মন্তব্যের ঘরে ছবি সংযোজনের ক্ষেত্রেই পাওয়া যাবে। আপনারা যারা সামহোয়্যারইন ব্লগ বেটা ভার্সন ব্যবহার করছেন, তারা এই সুবিধাটি ব্যবহার করতে পারবেন। যেহেতু এই সুবিধাটি পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে তাই এই বিষয়টিকে আমরা বিভিন্ন ব্রাউজারে পরীক্ষা করার পাশাপাশি অন্য কোন সমস্যা আছে কিনা তা খুঁজে দেখার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের সাথে চাইলে আপনারাও অংশ নিতে পারেন, জানাতে পারেন আপনার মূল্যবান মতামত ও যে কোন সমস্যার ব্যাপারে বিস্তারিত তথ্য। আমাদেরকে মেইল করার ঠিকানা হলোঃ [email protected]



আপনাদের মতামত পেলে আশা করি খুব দ্রুত আমরা মুল পোস্টেও ছবি সংযোজনের এই নতুন সুবিধাটি সংযোজন করতে পারব।



সবাইকে অনেক ধন্যবাদ।

সামহোয়্যারইন ব্লগ টিম।

মন্তব্য ৭৩ টি রেটিং +৮/-০

মন্তব্য (৭৩) মন্তব্য লিখুন

১| ১১ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:৩১

তোমোদাচি বলেছেন: অনেক ধন্যবাদ !

২| ১১ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:৩৩

শায়মা বলেছেন: হা হা নোটিস বোর্ডের পোস্টও দুইবার আসলো !!!!!!
:P


নোটিস বোর্ডও ভুল করে !!!!!!! :P :P :P :P

৩| ১১ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:৩৭

আলী আকবার লিটন বলেছেন: ধন্যবাদ 8-|

৪| ১১ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:৩৮

শাহ আজিজ বলেছেন: এটাই ভালো। আমরা বাইরের ব্লগে এই সুবিধা ভোগ করতাম। ছবির সাইজ কিন্তু উল্লেখ নাই B:-)

৫| ১১ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:৪০

আরজু পনি বলেছেন:

বেটা ভার্সনে বাড়তি কিছু সুবিধা পাচ্ছি। যদিও এখনও লগডইন অবস্থায় বেটা ভার্সন ব্যবহার করা শুরু করিনি।

ছবির ব্যবহারের জন্যে বেটা থেকে লগইন করে দেখতে হবে।

জানানোর জন্যে অনেক ধন্যবাদ ।

৬| ১১ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:৫২

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: ধন্যবাদ।

৭| ১১ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:৫৩

বিদ্রোহী বাঙালি বলেছেন: ভালো সংযোজন। এগিয়ে যাক সামহোয়্যারইন ব্লগ।

৮| ১১ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:৫৩

আরজু পনি বলেছেন:

বেটা ভার্সনে ছবিসহ মন্তব্য করে এলাম।

খুব সহজেই কাজ হলো। !:#P
অনেক ধন্যবাদ ।

৯| ১১ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:৫৪

আল কাফি বলেছেন: ধন্যবাদ :)

১০| ১১ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:৫৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: @শায়মা আপুঃ আমরা তো দুইবার দেখতে পাচ্ছি না।

১১| ১১ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:৫৯

ইমতিয়াজ ১৩ বলেছেন:

১২| ১১ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:০০

শায়মা বলেছেন: এখন ঠিক আছে। কিন্তু প্রথমে দুইবার স্টিকি পোস্ট এসেছে এবং ততক্ষনে ৬ বার পড়া ছিলো পোস্ট টা! :)

এখন ঠিক আছে

১৩| ১১ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:০০

ইমতিয়াজ ১৩ বলেছেন: এখানেই করে ফেললাম। অগের চেয়ে অনেক সহজ এবং উপভোগ্য হয়েছে। ধন্যপ্রদান প্রিয় সামু।

১৪| ১১ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:০১

অবিবাহিত ছেলে বলেছেন: ভালো উদ্যেগ । ছবি যোগ করা সহজ হবে আশা করি ।

১৫| ১১ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:০৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: @শাহ আজিজ ভাইঃ সর্বোচ্চ ১০ মেগাবাইট সাইজ পর্যন্ত ইমেজ সংযুক্ত করা যাবে।

১৬| ১১ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:২৩

আরজু পনি বলেছেন:
বেটা ভার্সেন লগডইন করে ছবি দিলাম। !:#P

তবে কোন মন্তব্য প্রকাশ করার আগে প্রিভিউ করার ব্যবস্থা করা যায় কি না কর্তৃপক্ষ ভেবে দেখতে পারেন ।

১৭| ১১ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:২৪

আরজু পনি বলেছেন:

এই যে বানান ভুল আসছে :(

ভার্সনে*

১৮| ১১ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:৩৫

সুমন জেবা বলেছেন: ভালো বিষয় সংযোজনের জন্য ধন্যবাদ..

১৯| ১১ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৩৪

গরু গুরু বলেছেন:

২০| ১১ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৩০

শায়মা বলেছেন: ভাইয়া আরেকটা প্রবলেম। অদেখা মন্তব্য আর দেখা যায়না।:(

কাজেই কে কোথায় কমেন্ট করলো বুঝিনা আর রিপ্লাই না পেয়ে তারা রাগ করে।:( ভাবে বেশি বাড় বেড়েছে।:( :( :( :(

২১| ১১ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৪৮

♥কবি♥ বলেছেন:
ভাল হইছে।

২২| ১১ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৫৮

মহামহোপাধ্যায় বলেছেন: নোটিশ বোর্ডকে অনেক ধন্যবাদ :)


২৩| ১১ ই মার্চ, ২০১৫ রাত ৮:০২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ছবি যোগ করতে পারছিন অনেক দিন হয়।

আমি সাফারি ব্যবহার করি।

২৪| ১১ ই মার্চ, ২০১৫ রাত ৮:১৮

শবদাহ বলেছেন: উদ্যোগ প্রশংসার দাবিদার।

পরীক্ষামুলকভাবে বানান পরীক্ষা করার অনুরোধ করছি। :D :)

২৫| ১১ ই মার্চ, ২০১৫ রাত ১১:০৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:





খুবই ভালো সংবাদ।
তা, বেটির দেশে ‘বেটা’ কবে দূর হবে? B-)

২৬| ১২ ই মার্চ, ২০১৫ রাত ১২:০৪

অপু তানভীর বলেছেন: ভালু !!
B-)) B-)) B-)) B-) B-) B-)

২৭| ১২ ই মার্চ, ২০১৫ রাত ১২:০৪

অপু তানভীর বলেছেন:

আমিও একটা ছবি এড করলাম !!
;) B-)) B-))

২৮| ১২ ই মার্চ, ২০১৫ রাত ১:১২

মো: আলমগীর হোসাইন বলেছেন: বেটা ভার্সনটা অনেক ভালো লাগতেছে, পার্মানেন্ট হওয়ার অপেক্ষায়। :)

২৯| ১২ ই মার্চ, ২০১৫ রাত ১:৪৯

স্বাধীনতা_bd বলেছেন: পরিক্ষা করে দেখলাম, ধন্যবাদ।

৩০| ১২ ই মার্চ, ২০১৫ রাত ২:৩১

ব্লগার আয়নাল ভাই ইতি বলেছেন: খুবি চৎমকার পোস্ট দিয়ে ছেন

৩১| ১২ ই মার্চ, ২০১৫ রাত ২:৩৪

ব্লগার আয়নাল ভাই ইতি বলেছেন: চৎমকার

৩২| ১২ ই মার্চ, ২০১৫ রাত ২:৩৬

ব্লগার আয়নাল ভাই ইতি বলেছেন: মজাদান

৩৩| ১২ ই মার্চ, ২০১৫ ভোর ৫:৪৯

শবদাহ বলেছেন: আমি আসলে বুঝতে পারছি না কোন বানানটা ঠিক।
পরীক্ষামুলকভাবে নাকি পরীক্ষামূলকভাবে
কেউ কি বলবেন?

৩৪| ১২ ই মার্চ, ২০১৫ সকাল ৭:১৫

পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ বিষয়টি অবগত করার জন্য ।

৩৫| ১২ ই মার্চ, ২০১৫ সকাল ৮:২৬

জাফরুল মবীন বলেছেন: ধন্যবাদ সামু।

৩৬| ১২ ই মার্চ, ২০১৫ সকাল ৯:৪০

তার ছিড়া আমি বলেছেন: ধন্যবাদ মিয়া ভাই।

৩৭| ১২ ই মার্চ, ২০১৫ সকাল ৯:৪৭

নিজাম১৪৩ বলেছেন: অনেক ধন্যবাদ।

৩৮| ১২ ই মার্চ, ২০১৫ সকাল ৯:৫০

জাকির হায়দার বলেছেন: @মোহাম্মাদ আব্দুলহাক আপনার সাফারির ভারসন কি? আপনি কি নতুন ভারসনে চেস্টা করেছেন?

@শায়মা আপনি পস্ট এর লিঙ্ক সহ [email protected] মেইল করুন।

৩৯| ১২ ই মার্চ, ২০১৫ সকাল ১০:৩১

টর্চ বলেছেন: ধন্যবাদ বিষয়টি অবগত করার জন্য ।

৪০| ১২ ই মার্চ, ২০১৫ সকাল ১১:৫৬

বিদগ্ধ বলেছেন:
@শবদাহ....

আপনার দ্বিতীয় বানানটি সঠিক।

৪১| ১২ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:২৪

প্রামানিক বলেছেন: কোনো লেখা পোষ্ট করলে তার কোনো ক্যাটাগরী নাই, গল্প, উপন্যাস, কবিতা, ছড়া, ভ্রমণ এইসব ক্যাটাগরী করে দিলে ভাল পাঠকদের জন্য খুঁজে পেতে সহজ হতো।

৪২| ১২ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:৪৮

ইস্কান্দার মীর্যা বলেছেন: অনেক ধন্যবাদ #নোটিশবোর্ড :)


৪৩| ১২ ই মার্চ, ২০১৫ দুপুর ২:০৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ তবে আমার কাছে বেটা ভার্সনের গেট আপ
থেকে পুরাতন গেট আপ ভালো লাগে।

৪৪| ১২ ই মার্চ, ২০১৫ দুপুর ২:১৪

শবদাহ বলেছেন: তাহলে ২৪ ও ৩৩ নং মন্তব্যের সাড়া কোথায়?
নোটিশবোর্ড ভুল লিখলে সবাই যে ভুল শিখবে।
@বিদগ্ধ

৪৫| ১২ ই মার্চ, ২০১৫ দুপুর ২:৩৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: @শবদাহঃ ধন্যবাদ। আপনাকে প্রথম অনুচ্ছেদের 'টাইপোটি' র ব্যাপারে দৃষ্টি আকর্ষন করার জন্য।

৪৬| ১২ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:০৮

নাজমুল হাসান মজুমদার বলেছেন: :) :)

৪৭| ১২ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:২৮

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আন্তরিক ধন্যবাদ

৪৮| ১২ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:০১

এম্বিগ্রামিষ্ট জুলিয়ান বলেছেন:

৪৯| ১২ ই মার্চ, ২০১৫ রাত ৮:১৫

আমার বাংলাদেশ স্বাধীন বলেছেন: চমৎকার ডিজিটালাইজড.............আগামীতে আরও নতুন কিছু আশা করছি।

৫০| ১২ ই মার্চ, ২০১৫ রাত ৮:২০

আমার বাংলাদেশ স্বাধীন বলেছেন:

৫১| ১২ ই মার্চ, ২০১৫ রাত ৮:২৬

আমার বাংলাদেশ স্বাধীন বলেছেন: আরজুপনি আপুর সাথে শতভাগ একমত। মন্তব্য পুনরায় কারেকশন এর সুযোগ থাকা উচিত.....................................।

আশা করি সংশ্লিষ্ট কৃর্তপক্ষ মহোদয় বিষয়টা সুনজরে দেখবেন।

৫২| ১৩ ই মার্চ, ২০১৫ সকাল ৯:৪২

ভিটামিন সি বলেছেন: আমি কি বেটা ভার্সণ না মাইয়া ভার্সণ চালাই বুঝি না তো। বেটা ভার্সনে কেমনে যায়?? আমিও ইট্টু টেরাই মাইরা দেখতাম।

৫৩| ১৩ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:৪৯

হামিদ আহসান বলেছেন: নতুন সুবিধার কথা জেনে ভাল লাগছে .....

৫৪| ১৩ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৩৪

সাদা মনের মানুষ বলেছেন:

৫৫| ১৩ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৩৬

সাদা মনের মানুষ বলেছেন: ভালো হয়েছে সিষ্টেমটা

৫৬| ১৩ ই মার্চ, ২০১৫ রাত ১০:০৮

ফা হিম বলেছেন: বেটা ভার্ষণে অনেক সমস্যা হচ্ছে। প্রথম পাতায় ডুকতে গেলে অন্য কোন পেইজে চলে যায়। এর সমাধান কি?

৫৭| ১৩ ই মার্চ, ২০১৫ রাত ১০:৪৯

জাকির হায়দার বলেছেন: @ফা হিম কোন পেইজে চলে যায়? আপনি [email protected] মেইল করুন।

৫৮| ১৪ ই মার্চ, ২০১৫ সকাল ১০:৩৯

শরৎ চৌধুরী বলেছেন: খুব ভালো আপডেট। অভিনন্দন টিম।

৫৯| ১৪ ই মার্চ, ২০১৫ সকাল ১১:৪৩

কাহাফ বলেছেন:
অভিনন্দন ও শুভেচ্ছা অাপনাদের কে!!!

৬০| ১৪ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:৪৩

কাবিল বলেছেন:

৬১| ১৪ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৪৬

হাসান মাহবুব বলেছেন: এই সামান্য একটা বিষয় নিয়ে এতদিন পোস্ট স্টিকি করে রাখার কোন মানে হয় না। নতুন কিছু কর ওহে নোটিশবোর্ড।

৬২| ১৮ ই মার্চ, ২০১৫ সকাল ১১:০৩

কামরুন নাহার বীথি বলেছেন: ধন্যবাদ!

৬৩| ১৮ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:০৬

কিং ফাহিম বলেছেন: কেউ হেল্প করেন প্লিজ, আমাকে সকল পোষ্ট এ পোষ্ট করা থেকে সরিয়ে আনা হয়েছে,আর বলছে ব্লগের ইচ্ছা হলে নিরবাচিত পোষ্ট এ আমার লেখা পোষ্ট করবে কিন্তু এখনও তা করেনি।এখন তালে কি আমি আর কখনই সকল পোষ্ট এ পোষ্ট করতে পারব না?
কেউ জানান প্লিজ
আমার ব্লগঃ

৬৪| ১৯ শে মার্চ, ২০১৫ দুপুর ২:০৯

জাকির হায়দার বলেছেন: @কিং ফাহিম: আপনি [email protected] মেইল করুন।

৬৫| ৩০ শে মার্চ, ২০১৫ বিকাল ৪:৪৯

আবদুর রব শরীফ বলেছেন: মোবাইল থেকে ছবি এড করতে পারছি না... :((

৬৬| ০২ রা এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৪৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অটিজম সংক্রান্ত ব্যানারে বানান ভুলের ব্যাপারে নোটিশবোর্ডের দৃষ্টি আকর্ষণ করছি।


মানষিক> মানসিক (মানস বা মন থেকে, বিশেষণ)
পরিচর্য়াই> পরিচর্যাই

৬৭| ০৭ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৩৮

বাতাস০০০১ বলেছেন: একদিনে সর্বোচ্চ কয়টি পোষ্ট করা যায়...???

৬৮| ০৭ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:১৬

ঘুমখোর বলেছেন:

৬৯| ০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ১:৩৭

ভ্রমরের ডানা বলেছেন: টেস্ট করলাম মশাই :)



৭০| ০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:৫১

মুদ্রা সংগ্রাহক বলেছেন: প্রিয় মডারেটর,

বেটা ভার্সনে গিয়ে পোস্টে নতুন পদ্ধতিতে ড্র্যাগ করে ছবি আপলোড করার চেষ্টা করলাম। কিন্তু ছবিটা ব্রাউজারের পুরোটা জুড়ে আসছে পোস্টের যেখানে রাখতে চাচ্ছি সেখানে আসছে না আর ব্রাউজারে ছবি ছাড়া অন্য কিছু থাকছেও না, পোস্টের বাকী অংশ গায়েব। আমি ক্রোম ব্যবহার করি

আগে ছবি অ্যাড করার জন্য "ফাইল থেকে ছবি যুক্ত করুন" অপশনে গিয়ে একেকবারে ৬-৭ টা করে ছবি সিলেক্ট করে সব ছবি আপলোড হবার পর বেছে বেছে ছবি ইনসার্ট করতাম। কিন্তু এই অপশনটা এখন কাজ করছেনা।
"ফাইল থেকে ছবি যুক্ত করুন" অপশনে ক্লিক করলে নিচে ছবি আপলোড করার যে অপশন সেখানে একটা ছবি সিলেক্ট করার অপশন আছে, কিন্তু তাতে তিনটে সমস্যা -
১. ফোল্ডার থেকে মাত্র ১ টা ছবি সিলেক্ট করা যায়
২. যে ১ টা ছবি সিলেক্ট হচ্ছে সেটা "আপলোডকৃত ছবি" অংশে ঠিকমত আসছে না
৩. পোস্টের যে যায়গায় ছবি রাখতে চাই সেখানে কার্সর রেখে ছবি সিলেক্ট করলও ছবির লিংক আসছে না। শুধুমাত্র পোস্টের একদম উপরে ছবির লিংক আসছে

পুরাতন পদ্ধতি কাজ না করার কোন নির্দিষ্ট কারণ আছে কি? প্লিজ জানান

৭১| ০৩ রা জুলাই, ২০১৫ ভোর ৪:২৮

আহমাদ মাগফুর বলেছেন: হ্যান্ড সেটের জন্য এমন কিছু করুন!
যেন সবাই পিসির কাজগুলোই যে কোন সময় হ্যান্ড সেটে করে নিতে পারে। তাহলে মনে হয় আমাদের অনেকের জন্যই নিয়মিত ব্লগিয়ে সুবিধা হবে।

৭২| ২৮ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:২২

Md Alamgir Hosen বলেছেন: ধন্যবাদ

৭৩| ১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:৫০

সাহাদাত উদরাজী বলেছেন: আজ একটা পোষ্টে ছবি দিতে গিয়ে কিছুতেই পারলাম না! কোন অভিজ্ঞতাই কাজে আস্লো না!
ব্যাপার বুঝতে পারলাম না!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.