| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আনন্দ কি লিখে প্রকাশ করা যায়? যুগে যুগে কবি সাহিত্যিকরা হয়ত সেই চেষ্টা করেছেন কিন্তু আজকের এই বিশেষ দিনে এসে জানা গেল বুকের গভীর থেকে উঠে আসা আনন্দের প্রকাশ কোন ভাবেই লিখে প্রকাশ করা যায় না। বড় প্রমান হলো, যে আনন্দ নিয়ে এই পোস্ট লিখছি, তার শতভাগের একভাগও এই লেখাতে প্রকাশিত হয় নি। বাংলাওয়াস আমরা ইতিপূর্বে বেশ কয়েকটি দলকেই করেছি, কিন্তু উপমহাদেশের তিন পরাশক্তির বিপক্ষে এত প্রতাপশালীভাবে এই প্রথম কাউকে করা হলো বাংলাওয়াস। এই ঐতিহাসিক বিজয়ের মাধ্যমেই অর্জিত হলো বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম এক মাইল ফলক।
বিজয়ের এই মুহুর্তে বাংলাদেশ ক্রিকেট দলকে সামহোয়্যারইন ব্লগের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তাদের প্রতি কৃতজ্ঞতা শত সমস্যার মাঝেও ১৬ কোটি মানুষকে একটু নির্ভার হাসির উপলক্ষ করে দেয়ার জন্য।
২|
২২ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:২৪
আশা জাগানিয়া বলেছেন: banglawash ![]()
৩|
২২ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:২৭
বদিউজ্জামান মিলন বলেছেন: সার্ফ এক্সেল আছে নাকি?
৪|
২২ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:২৮
আরণ্যক নীলকণ্ঠ বলেছেন: বাংলাওয়াশ বাংলাওয়াশ বাংলাওয়াশ।
রমিজ রাজার অনুভূতি জানতে চাই..।
৫|
২২ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:৪৩
নাজমুল হাসান মজুমদার বলেছেন:
৬|
২২ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:৪৪
প্রোফেসর শঙ্কু বলেছেন: ইস স্টেডিয়ামে থাকতে পারলে খুব ভাল হইত।
৭|
২২ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:৪৫
গ. ম. ছাকলাইন বলেছেন: অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট দলকে!
- মুশফিক-তামিমরা বাংলাদেশের আফসোস বাড়িয়ে দিল!
৮|
২২ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:৪৯
সাইয়ান মামুন বলেছেন: অভিনন্দন বাংলাদেশকে
৯|
২২ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:৫০
বেসিক আলী বলেছেন: 
১০|
২২ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:২১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: যে দর্পে আজ টাইগাররা খেললো, ক্রিকেটের অন্যতম পরাশক্তিকে একেবারে ম্লান, নিস্প্রভ করে তাদের সমস্ত মহিমা ধুলায় ধূসরিত করে দিল। আজ যে কেউ ওদের সামনে চূর্ণবিচূর্ণ হয়ে যেতো।
এমন আনন্দ প্রকাশ করার কোনো ভাষা নেই। কেবল বিমূঢ়ের মতো তাকিয়ে থেকে দেখতে পারা যায়- কীভাবে চোখের সামনে এক অনবদ্য, অনির্বচনীয় কবিতা রচিত হয়ে যায়।
সাবাশ টাইগার্স। সারা বিশ্ব আজ অবাক তাকিয়ে রয়..।।
১১|
২২ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:৩৯
আমিনুর রহমান বলেছেন:
অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট টিমকে ...
১২|
২৩ শে এপ্রিল, ২০১৫ রাত ১:৩০
সচেতনহ্যাপী বলেছেন: অতীতের প্রতিশোধ।।
১৩|
২৩ শে এপ্রিল, ২০১৫ রাত ১:৫২
ব্লগার মাসুদ বলেছেন: ইস মিস হইয়া গেল সরাসরি ওয়াস করারা দেখতে পেলে আর একটু আনন্দ পেতাম । অভিনন্দণ বাংলাদেশ ক্রিকেট দলকে । একই সাথে সকল সহ ব্লগার ভাই বোনদের বাংলাওয়াসের শুভেচ্ছা ।
১৪|
২৩ শে এপ্রিল, ২০১৫ সকাল ৯:২৮
সুমন কর বলেছেন: বিজয়ের এই মুহুর্তে বাংলাদেশ ক্রিকেট দলকে সামহোয়্যারইন ব্লগের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তাদের প্রতি কৃতজ্ঞতা শত সমস্যার মাঝেও ১৬ কোটি মানুষকে একটু নির্ভার হাসির উপলক্ষ করে দেয়ার জন্য।
১৫|
২৩ শে এপ্রিল, ২০১৫ সকাল ৯:৩৮
আরজু পনি বলেছেন:
মুশফিকের হাতেতো সময় ছিলই । আগে এক বা দুই রান করে ৪৭ কে ৪৮ বা ৪৯ বানিয়ে তারপর বাউন্ডারি হাকাতে পারতো...তাতে দলও জিততো আর নিজের রেকর্ডে আরেকটা হাফ সেঞ্চুরির পালক যোগ হতো ।
তারপরও ভাবতে ভালো লাগছে যে সামনের বিশ্বকাপের জন্যে বাংলাদেশ এগিয়ে রইল ।
সমস্যায় জর্জরিত এই দেশে টাইগাররাই দিচ্ছে স্বস্তি...আনন্দ...।
অসাধারণ !
১৬|
২৩ শে এপ্রিল, ২০১৫ সকাল ৯:৪৭
সানোয়ারুল ইসলাম বলেছেন: বাংলাদেশ বাংলাদেশ !!!!!!!!!!
১৭|
২৩ শে এপ্রিল, ২০১৫ সকাল ৯:৫৭
সাবু ছেেল বলেছেন: বাংলাদেশ বনাম পাকিস্তান ক্রিকেট নিয়ে কিছু কথা এবং কিছু গল্প....
১৮|
২৩ শে এপ্রিল, ২০১৫ সকাল ১০:৩২
দিশেহারা রাজপুত্র বলেছেন: অভিনন্দন টাইগারস
১৯|
২৩ শে এপ্রিল, ২০১৫ সকাল ১১:২৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
অভিনন্দন বাংলাদেশকে
২০|
২৩ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১২:১৯
বিদগ্ধ বলেছেন:
Congratulations, Tigers, for such a big victory against Pakistan...!!
২১|
২৩ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১২:২২
সাদমান রহমান বলেছেন: বাংলাওয়াশ!
![]()
অভিনন্দন টাইগার্স!
![]()
২২|
২৩ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:২০
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: বাংলার বাঘদের অভিনন্দন।
২৩|
২৩ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:৪৯
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: সাবাশ টাইগার্স, অভিনন্দন তোমাদেরকে
সামনের বিশ্বকাপে সাফল্যের ঝলক দেখতে পাচ্ছি ------
এগিয়ে যাও টাইগার্স ------- আমরা তোমাদের সাথে আছি
২৪|
২৩ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:০৩
হাসান বিন নজরুল বলেছেন: অনেক অনেক অভিনন্দন রইল
২৫|
২৩ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:০৩
লাতি বলেছেন: 
২৬|
২৩ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:১১
মোহাম্মদ আব্দুল ফাত্তাহ বলেছেন: বাংলাদেশের জয়ে যেমন সবাই আনন্দ করছেন, তেমনি খারাপ সময়টার কথাও মাথায় রাখবেন। আসুন এই বিজয়ে আমরা শপথ করি বাংলাদের বাজে সময়ে যাতে আমরা ‘শালার বাঙালী’ এই জাতীয় গালি না দেই। সাবাশ বাংলাদেশ - আমি দেশের খারাপ সময়েও দেশের পক্ষে খাকি।
২৭|
২৩ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:১৪
ইমতিয়াজ ১৩ বলেছেন: সিরিজের বাকী খেলাগুলোর জন্য শুভকমনা, পূর্ণাঙ্গ বাংলা ওয়াশের অপেক্ষায় ....
২৮|
২৩ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:১৬
জাতি_ধর্ম_বর্ণ বলেছেন: এখানে একটি বিষয় লক্ষনীয়.................
নোটিশবোর্ড এটাসহ বাংলা-পাক সিরিজ নিয়ে দুটি পোস্ট দিল এবং স্টিকি করল। কিন্তু কোন সাড়া নেই। এই পোস্টে আমার আগে মাত্র ২৬টি মন্তব্য পড়েছে, আর পঠিত হয়েছে মাত্র ৩৮৩ বার।
আর এই সিরিজ চলাকালে ব্লগে তেমন কোন পোস্ট আসেনি।
এটা কি আমাদের পাকিস্তান প্রীতির নমুনা??
ভাইতে ভাইতে কি আর লড়াই হয়??
২৯|
২৩ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:২৬
কাবিল বলেছেন: বাকী খেলাগুলোও জিততে চাই আমরা
শুভেচ্ছা রইল বাংলাদেশ ক্রিকেট তিমকে।
বাকী খেলাগুলোও জিততে চাই আমরা
শুভেচ্ছা রইল বাংলাদেশ ক্রিকেট তিমকে।
৩০|
২৩ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৩৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: আজ আমাদের বাঁধ ভাঙ্গা আনন্দের দিন! উচ্ছাসের! খুশিতে ভাসবার~~
এ বিজয় শুধূ বিজয় নয় অনেক কিছূর জবাব
আজ যদি সামান্য ব্যবধানেও হারত ভারত তাদের কৃত বিশ্বকাপের দুর্নীতিকে আড়াল করার মওকা! পেত! কিন্তু আজ বাঘেরা প্রমাণ করে দিয়েছে বিশ্বকাপে তাদের সার্থে যথার্থই অন্যায় করা হয়েছে!
আই সিসি দেখ! নিজেরা লজ্বা পাও! এবং ক্ষমা চাও!
আসছে বিশ্বকাপে সকল ষড়যন্ত্রের জবাব হবে ব্যাটে বলে- ইনশাল্লাহ!
এই বিজয়ের ধারা অব্যহত থাকুক অবিরাম!!!!!!!!!!!!!
৩১|
২৩ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৪৫
জাতি_ধর্ম_বর্ণ বলেছেন:
@ ভৃগু............. পাকিস্তানের সাথে না জিতলে হতো না?
হাজার হোক আমরা তাদের সমর্থন করি অন্যদের সাথে খেলাম সময়।
দেখেন না পোস্টে তেমন সাড়া নেই। অনেকের হয়তো মনে খারাপ আছে।
৩২|
২৩ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:৪২
সেলিম আনোয়ার বলেছেন: বাংলাওয়াশে অভিনন্দন টাইগারদের ।
৩৩|
২৩ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:৫২
পরিবেশ বন্ধু বলেছেন: অভিনন্দন টাইগার্স , বাংলাওয়াশ
৩৪|
২৪ শে এপ্রিল, ২০১৫ রাত ১:২৫
ইমরান তপু-সরদার বলেছেন: ভালো না লেগে যায় কৈ?
অভিনন্দন বাংলাদেশ!! ভালো না লেগে যায় কৈ?
অভিনন্দন বাংলাদেশ!!
৩৫|
৩০ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:০৯
যুদ্ধরত জাতির সমালোচক বলেছেন: দারুন
৩৬|
১৫ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৭
নিঃসঙ্গ একাকী মানব বলেছেন:
৩৭|
০২ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৫০
পলাশ আবির বলেছেন: বাংলা ধোলাইদিয়েছি..ha..ha..ha.haaaaa
©somewhere in net ltd.
১|
২২ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:২২
অর্বাচীন পথিক বলেছেন: অভিনন্দন বাংলাদেশ কে