নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নোটিশবোর্ড

নোটিশবোর্ড

নোটিশবোর্ড

নোটিশবোর্ড

নোটিশবোর্ড › বিস্তারিত পোস্টঃ

বাঁধ ভাঙার আওয়াজ এর নতুন ভার্সন এ স্বাগতম।

০৭ ই মে, ২০১৫ সকাল ১০:০৩

প্রিয় ব্লগারবৃন্দ,
শুভেচ্ছা নিন। গত ১৫ই ডিসেম্বর ২০১৪, সামহোয়্যারইন ব্লগের নবম জন্মদিন উপলক্ষে ব্লগ ব্যবহারের সুবিধার্থে একটি সুবিধাজনক ও বৈচিত্র্যপূর্ণ নতুন ভার্সন আপনাদের সামনে পরীক্ষামূলক-ভাবে আমরা উপস্থাপন করেছিলাম। ব্যবহারকারী হিসেবে সুবিধা যাচাই এবং অভ্যস্ততার জন্য দুইটি ভার্সনই আপনাদের সামনে আলাদা ভাবে রাখা হয়েছিল। পাশাপাশি সবাইকে অনুরোধ করা হয়েছিল, নতুন ভার্সনের সমস্যা বা ত্রুটি বা যে কোন প্রতিক্রিয়া আমাদেরকে জানানোর জন্য। বিভিন্ন সময়ে আপনাদের পাঠানো প্রতিক্রিয়া, মতামত এবং আমাদের আন্তরিক প্রচেষ্টা ও পরিশ্রমে নতুন ভার্সনটিকে পূর্নাঙ্গরুপে প্রকাশ করার ব্যাপারে আমরা চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করেছি। ফলে আগামী রবিবার ১০ই মে, ২০১৫ থেকে সামহোয়্যারইন ব্লগে নতুন ভার্সনটির পূর্নাঙ্গরুপ সকলের ব্যবহারের জন্য চালু করা হবে। এই কারনে রবিবার দিন সকাল ৮টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত সামহোয়্যার ইন ব্লগ বন্ধ থাকবে।


নতুন ভার্সনটি ব্যবহারের ক্ষেত্রে যা যা লক্ষনীয়ঃ

১) অপ্রয়োজনীয় অনেক সুবিধা পরিমার্জন বা ক্ষেত্র বিশেষে নতুন ভাবে সংযোজিত করে পেজ লোডিং দ্রুততর করা হয়েছে।
২) নেভিগেশনের সুবিধার্থে নতুন একটি হেডার সংযুক্ত করা হয়েছে।
৩) ব্যবহারের সুবিধার্থে নোটিফিকেশনের স্থানটি পরিবর্তন করে হেডারে স্থানান্তরিত করা হয়েছে।
৪) ব্লগের সাথে আরো নিবিড় সম্পর্কের জন্য প্রোফাইল ছবি এখন থেকে ব্লগের হেডিংয়েই দেখতে পাওয়া যাবে।
৫) পোষ্ট পড়ার সুবিধার্থে ক্রমাগত স্ক্রলিং সুবিধাটি সংযুক্ত করা হয়েছে।
৬) নতুন ব্যবহারকারীদের জন্য ব্লগ রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি আগের চাইতে অনেক সহজ করা হয়েছে।
৭) লগইন এবং পাসওয়ার্ড পুনরুদ্ধার পদ্ধতিটি আরো সহজ করা হয়েছে।
৮) ব্লগ পোস্টে ছবি সংযুক্তির বিষয়টিকে আরো সহজ ও ‘ইউজার-ফ্রেন্ডলি’ করার লক্ষ্যে ‘ড্র্যাগ ড্রপ’ পদ্ধতি সংযোজন করা হয়েছে এবং ছবি সংযোজনের ক্ষেত্রে ‘ফ্ল্যাশের’ ব্যবহার বন্ধ করা হয়েছে। ফলে নতুন কোন ফিচার ব্যবহার করার জন্য ফ্ল্যাশ ইন্সটল করার প্রয়োজন নেই। মন্তব্যে/ প্রতিমন্তব্যে ছবি আপলোড করার ক্ষেত্রেও ‘ড্র্যাগ ড্রপ’ পদ্ধতি চালু করা হয়েছে।
৯) প্রতিমন্তব্যের ক্ষেত্রেও এখানে 'ক্রমাগত' ধারাটি সংযোজিত হয়েছে এবং
১০) নতুন ভার্সনে আপলোডকৃত ছবিগুলো প্রথম পাতায় অপেক্ষাকৃত বড় দেখাবে। পুরনো ভার্সনের তুলনায় ফ্রন্ট পেইজে ছবিগুলো আড়াআড়ি এবং লম্বালম্বি ৩ গুণ বড় দেখাবে।
১১) পুরোন ভার্সনে পোস্ট পেইজ তিনটি কলামে ছিল। নতুন ভার্সনে তা কমিয়ে দু'টি কলামে করে লেখা/পোস্টগুলো আরও দৃষ্টিনন্দন করার চেষ্টা করা হয়েছে।


নতুন ভার্সনে আমরা আমাদের লোগো অনুযায়ী যে ভাবনায় রঙের ব্যবহার করছিঃ

বেগুনীঃ এই রঙটি মানুষ এবং ঐক্য বোঝাতে ব্যবহৃত হয়েছে। যেমন ব্লগারের প্রোফাইল, কতজন ব্লগার, আরও পড়ুন এবং কতজন অনলাইন আছেন।

সবুজঃ 'অনুসন্ধান', 'আবিষ্কার', 'আগ্রহ' এবং 'উৎসাহ' এর জায়গাটি বোঝাতে সবুজ রঙটি ব্যবহৃত হয়েছে। যেমন: সকল পোস্ট, আলোচিত ব্লগ, সর্বশেষ মন্তব্য, স্টিকি পোস্ট ইত্যাদি।

কমলাঃ এই রঙটি আমরা 'কৃতিত্ব' ও 'অর্জন' বোঝাতে ব্যবহার করেছি। যেমন: রেজিস্ট্রেশন, লগ ইন, নতুন পোস্ট লিখুন, অনুসরণ করুন, মন্তব্য প্রকাশ করুন অর্থাৎ যা কিছুতে আপনার সক্রিয়তা এবং অংশহণ বোঝায়।


আমাদের পাশে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।

শুভ ব্লগিং!
সামহোয়্যারইন ব্লগ টিম।


মন্তব্য ১৮৭ টি রেটিং +৫০/-০

মন্তব্য (১৮৭) মন্তব্য লিখুন

১| ০৭ ই মে, ২০১৫ সকাল ১০:১৬

ইমতিয়াজ ১৩ বলেছেন: শুভ সংবাদ দেয়ার জন্য ধন্যবাদ ।



(এই কারনে রবিবার দিন সকাল ৮টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত সামহোয়্যার ইন ব্লগ বন্ধ থাকবে। ) এই লাইনটা ছড়া সবই ভাল লেগেছে। কি আর করা, ভাল কিছুর জন্য মেন নিলাম এবং সংশ্লিষ্ট সময়ে মানিয়ে নিব।



যাত্রা শুভ হোক

২| ০৭ ই মে, ২০১৫ সকাল ১০:১৬

ক্রান্তী সৌরভ বলেছেন: নতুন বেটা ভার্সনে লোডিং সময়টা বেশি লাগছে। তবে পূর্বেরটাতে এত সময় লাগত না।
যদি ব্যাপারটা কর্তৃপক্ষ দৃষ্টিগোচর করে, আসু সমাধানে উদ্দ্যোগ গ্রহন করেন।

৩| ০৭ ই মে, ২০১৫ সকাল ১০:২৭

কালের সময় বলেছেন: শুভ হোক নতুন যাত্রা ।

৪| ০৭ ই মে, ২০১৫ সকাল ১০:৪৩

খেয়া ঘাট বলেছেন: কালের সময় বলেছেন: শুভ হোক নতুন যাত্রা ।

৫| ০৭ ই মে, ২০১৫ সকাল ১০:৫৯

জনাব মাহাবুব বলেছেন: অপেক্ষায় রইলাম। দেখি কতটা উপভোগ্য হয় :D

৬| ০৭ ই মে, ২০১৫ সকাল ১১:০৮

লেখোয়াড়. বলেছেন:
ভাল খবর।

৭| ০৭ ই মে, ২০১৫ সকাল ১১:১১

কাবিল বলেছেন: যাত্রা শুভ হোক।

৮| ০৭ ই মে, ২০১৫ দুপুর ১২:৩৫

এন জে শাওন বলেছেন: মোবাইল থেকে ব্লগপোস্টে কিভাবে ছবি সং্যুক্তি করব? মোবাইল দিয়েই ব্লগ যাতে সহজে ব্যবহার করা যায় সেই ব্যবস্থা করার চেস্টা করবেন আশা করি। আমরা মোবাইলে ইউজ করতে অনেক প্রব্লেম হয় এই বেটা ভার্সন।

৯| ০৭ ই মে, ২০১৫ দুপুর ১২:৪২

নিয়ামুলবাসার বলেছেন: দারুন সংবাদ......সামহোয়্যারইন ব্লগ এগিয়ে যাবে আরও বহুদূর... এই শুভকামনা............

১০| ০৭ ই মে, ২০১৫ দুপুর ১:১২

আশা জাগানিয়া বলেছেন:
shuvokamona roilo.

১১| ০৭ ই মে, ২০১৫ দুপুর ১:৫৭

হেলাল উদ্দীন বলেছেন: শুভকামনা রইল

১২| ০৭ ই মে, ২০১৫ দুপুর ২:১০

সাবিহা মাহবুব বলেছেন: নতুন যাত্রায় নতুন প্রতাশা।

১৩| ০৭ ই মে, ২০১৫ দুপুর ২:২৩

ঘনায়মান মেঘ বলেছেন: শুভ কামনা সামহ্যোয়ার ইন ব্লগ টিম কে।

১৪| ০৭ ই মে, ২০১৫ দুপুর ২:৪০

অবিবাহিত ছেলে বলেছেন: আমার কেমন যেন মন খারাপ লাগছে । এই ভার্সনটির প্রতি মায়া জন্মে গেছে । তথাপি শুভ কামনা ।

১৫| ০৭ ই মে, ২০১৫ দুপুর ২:৫৯

সচেতন সাহিত্যি বলেছেন: শুভ হোক নতুন যাত্রা

১৬| ০৭ ই মে, ২০১৫ বিকাল ৩:৩০

তৌফিক মাসুদ বলেছেন: আর যাই হউক মোবাইল থেকে ব্যবহারের সুবিধা বাড়াতে হবে। যদিও এই ব্লগে অনেক সুবিধাই দারুন।

১৭| ০৭ ই মে, ২০১৫ বিকাল ৪:২৩

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: শুভকামনা রইল প্রিয় সামুর জন্য

১৮| ০৭ ই মে, ২০১৫ বিকাল ৪:২৮

সাহাদাত উদরাজী বলেছেন: নূতনকে সব সময়েই আমি অভিনন্দন জানাই। স্বাগতম।

১৯| ০৭ ই মে, ২০১৫ বিকাল ৪:৪২

শিশির উবুন্তু বলেছেন: মাঝে মাঝে মোবাইল দিয়েও কাজ করতে হয় , তাই মোবাইলের ভার্সনটা একটু চ্যাঞ্জ করুন । মোবাইল দিয়ে ফটো আপলোডের ব্যবস্থাটা রাখুন ।

২০| ০৭ ই মে, ২০১৫ বিকাল ৪:৫৭

প্রোফেসর শঙ্কু বলেছেন: মোবাইল ভারসন আরও উন্নত হলে ভাল হত।

২১| ০৭ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:১০

এফ.কে আশিক বলেছেন: শুভ কামনা সামহ্যোয়ার ইন ব্লগ টিম কে, নতুন যাত্রা শুভ হোক.....

২২| ০৭ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:২০

জুলহাস খান বলেছেন: শুভকামনা রইল

২৩| ০৭ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:২৫

নুর ইসলাম রফিক বলেছেন: নূতন ভার্সনের সামু কয়েকদিন চালিয়ে ছিলাম।

কিন্তু পুরাতনটা কেন জানি কিসের মায়া পিছু টানছিল।

তাই আবার ফিরে এলাম পুরাতনের মাঝে।

নূতনে গিয়ে পুরাতন কে খুব মিস করবো।

তবুও নূতনের জন্য শুভ কামনা রইলো।

শুভ হোক ব্লগিং নূতনের মাঝে।

২৪| ০৭ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:৩৯

এস আলভী বলেছেন: অনেক প্রতিক্ষার পর ফ্রন্টপেইজ একসেস দেওয়ায় ব্লগ কর্তৃপক্ষকে গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি।

আপনার লেখায় আমি আজ প্রথম মন্তব্য করার সুযোগ পেয়ে গর্ব বোধ করছি।
নতুন ব্লগার হিসাবে আপনার সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ।

২৫| ০৭ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:৪৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: আহা!!

খুব দুঃখ হচ্ছে। কষ্ট হচ্ছে!

এতদিনের প্রিয় পরিচিত লেআউট ডিজাইন থাকছে না!!!!!!!!!!!!!!!!!!!!

মানিয়ে নিতে হবে ঠেলায় পড়ে :P :-/ =p~ =p~

২৬| ০৭ ই মে, ২০১৫ রাত ৮:৫৬

বোকা মানুষ বলতে চায় বলেছেন: চমৎকার উদ্যোগ, আশা করি সামু ব্লগ এতে করে আরও গতিশীল হবে। এখনো কোন পোস্ট নতুন ভার্সন থেকে পোস্ট করা হয় নাই। দেখি পরবর্তী পোস্ট নতুন ভার্সন দিয়ে পোস্ট দিব।

শুভকামনা রইল এই নতুন পথচলায়। :)

২৭| ০৭ ই মে, ২০১৫ রাত ৯:২৬

আবু জাকারিয়া বলেছেন: শুভ কামনা। তবে অনেকেই আছেন, যেমন আমি, অধিকাংশ সময়ই মোবাইলে ব্লগ ব্যাবহার করি। তাই মোবাইলের প্রতি গুরুত্ব দিলে আরো ভাল হত। এগিয়ে চলুক সামু,,, শুভ হোক নতুনের যাত্রা।

২৮| ০৭ ই মে, ২০১৫ রাত ৯:৫৫

সুমন কর বলেছেন: নতুন ভার্সন ব্যবহার করিনি। তাই বলতে পারছি না, কোন অসুবিধা হবে কিনা?

তবে দেখেছি এবং যা মনে হল,

* সাইজ বড়, ছোট করার দরকার।
* চওড়া বা প্রস্থে সাইজ কমাতে হবে।
* পুরাতন ভার্সনে যারা অনুসরণ করেছিল, তাঁদের সংখ্যা না দেখিয়ে শুধু নতুন ভার্সনে যারা করছে, সে সংখ্যা দেখাচ্ছে। এটা ঠিক করার দরকার। যেমন, আমাকে প্রায় ১৫০এর কাছাকাছি অনুসরণ করেছিল কিন্তু দেখাচ্ছে ১ !

বাকিটা ব্যবহার করার পর বলা যাবে।

শুভকামনা সব সময় থাকবে।

২৯| ০৭ ই মে, ২০১৫ রাত ১০:২২

সোহেল আহমেদ পরান বলেছেন: ভালো লাগলো জেনে।
শুভকামনা রলো পথচলায়

৩০| ০৭ ই মে, ২০১৫ রাত ১০:৩১

মোঃ আব্দুল কাউসার বলেছেন: অপেক্ষাই রইলাম ভাল কিছু দেখার জন্য। :-)

অন্যদের সাথে তাল মিলিয়ে আমাকেও বলতে হচ্ছে, মোবাইল ভার্সনটির দিকে আরেকটু সুনজর দিন (এই মন্তব্যটি মোবাইল থেকে করলাম) :-)

নতুন ওয়েব ভার্সনটি উপরহার নিয়ে আসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি :-)

৩১| ০৮ ই মে, ২০১৫ রাত ১২:২৫

মো: ওবায়দুল্লাহ বলেছেন: অামার প্রোফাইল ছবি যোগ করতে পারছিনা,

৩২| ০৮ ই মে, ২০১৫ রাত ২:০৯

সচেতনহ্যাপী বলেছেন: পুরানোটার মায়ায় পড়ে তাকেই আকঁড়ে ধরে আছি।।

৩৩| ০৮ ই মে, ২০১৫ সকাল ৭:৩৭

বঙ্গতনয় বলেছেন: শুভ সংবাদের জন্য ধন্যবাদ। ব্লগটি দীর্ঘজীবি হোক

৩৪| ০৮ ই মে, ২০১৫ সকাল ৭:৪৪

ব্লগার তয়ন বলেছেন: :-)

৩৫| ০৮ ই মে, ২০১৫ সকাল ১১:৫৭

আজকের বাকের ভাই বলেছেন: এখনো নটিফিকেশনে ক্লিক করলে পুরানো ভার্সনে চলে যায়।
বিষয়টি টকিক করা হলে ভালো হতো।

৩৬| ০৮ ই মে, ২০১৫ দুপুর ১২:০০

আব্দুল মান্নান মল্লিক বলেছেন: কালো ছায়া আজও, কবিতাটি পোস্ট করতে পারলামনা, উপরে ও নীচে কি সব টাইপ আসছে বুঝতে পারছিনা। অনুগ্রহে আবেদন করছি, কারণটা জানাবেন

৩৭| ০৮ ই মে, ২০১৫ দুপুর ১২:১৪

মস্টার মাইন্ড বলেছেন: চির চেনা সামুকে মিস করব।

আরো একটা কথা বলতে চাই মোবাইল ভার্শন এ Web ভার্শন এর সকল সুবিধা যোগ করা হলে সুবিধা হয়। কারন দিনের বেশির ভাগ সময়টাই মোবাইল হাতে থাকে।

আসা করি বিষয়টা দেখবেন।

৩৮| ০৮ ই মে, ২০১৫ দুপুর ১:৫৭

লিংকন১১৫ বলেছেন: আমরা আছি আমরা থাকবো

শুভ হোক সামুর নতুন পথচলা

৩৯| ০৮ ই মে, ২০১৫ বিকাল ৩:২৯

অদৃশ্য প্রতিভা বলেছেন: আত্মতৃপ্তির অপেক্ষায় রহিলাম।

৪০| ০৮ ই মে, ২০১৫ বিকাল ৪:০১

বংশী নদীর পাড়ে বলেছেন: নতুনকে স্বাগতম।

৪১| ০৮ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:৩০

জাকির হায়দার বলেছেন: এই মন্তব্যটি মোবাইল থেকে করলাম



@এন জে শাওন তৌফিক মাসুদ শিশির উবুন্তু মোবাইল থেকে বেটা ভার্সন ছবি আপলোডের দুইটা সিস্টেম কাজ করসে। ছবি গুলা দেখুন



@সুমন কর আপনি [email protected] ইমেইল করুন

৪২| ০৮ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:২৩

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

পুরনো ভার্সনটার জন্য খারাপ লাগছে।

তবে নতুনটা মানিয়ে নিতে হবে।

ধন্যবাদ সামু পরিবারকে।

৪৩| ০৮ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:৪১

উর্বি বলেছেন: শুভ কামনা

৪৪| ০৮ ই মে, ২০১৫ রাত ১১:৫৩

শান্তনু চৌধুরী শান্তু বলেছেন: শুভ হোক নতুন যাত্রা

৪৫| ০৯ ই মে, ২০১৫ রাত ১২:২৬

শান্তির বার্তা বলেছেন: মোবাইল ভার্সনে ওয়েব ভার্সনের মতো সকল কিছু এড করতে হবে। কারণ, প্রায় অর্ধেক ভিজিটর মোবাইলের মাধ্যমে ব্যবহার করে। এদিকে সামুকে অবশ্যই খেয়াল রাখতে হবে। শুভ কামনা।

৪৬| ০৯ ই মে, ২০১৫ রাত ১২:৪৮

সাকিব আলাউদ্দিন বলেছেন: হুম খবরটা ভালই......
শুভ কামনা রইলো.......

৪৭| ০৯ ই মে, ২০১৫ রাত ১:৫০

ইমরুল_কায়েস বলেছেন: নতুন ভারসন একবার ব্যাবহার করেছিলাম। খারাপ লাগে নাই। তবে একটা কথা হল কত আলতু ফালতু বিষয়ের apps আছে সামুর নাই। বড়ই আপসুস। মডু ভাইগণ একটু ভাইবা দেইখেন। সব সময় তো আর পিসি নিয়া বইসা থাকা যায় না।

৪৮| ০৯ ই মে, ২০১৫ রাত ৩:০০

শরৎ চৌধুরী বলেছেন: অভিনন্দন! শুভেচ্ছা।

৪৯| ০৯ ই মে, ২০১৫ সকাল ১১:৪২

বিবর্ণ হৃদয় বলেছেন: ব্যবহারের পর ভালো খারাপ বলা যাবে। তবে ব্লগারের নাম সংশোধন বা পরিবর্তনের জন্য সহজ কোনো পদ্ধতি থাকলে ভালো হতো

৫০| ০৯ ই মে, ২০১৫ বিকাল ৩:২৭

আশীষ কুমার বলেছেন: 'মাইনাস' বাটন কি আর ফিরছেই না? নাম পরিবর্তন প্রক্রিয়া আরও সহজ করা দরকার।

৫১| ০৯ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:২২

তাপস কুমার দে বলেছেন: ধন্যবাদ, মনে থাকবে।

৫২| ০৯ ই মে, ২০১৫ রাত ৯:২৪

আরজু পনি বলেছেন:

পুরাতন ভার্সনের শেষ দিনে লগইন করে নিলাম...

নোটিশবোর্ডকেও নতুন ভার্সনে স্বাগতম :D

৫৩| ০৯ ই মে, ২০১৫ রাত ১০:৫৬

মোঃ মোশাররফ হোসাইন বলেছেন: ছিলাম আছি থাকবো

৫৪| ১০ ই মে, ২০১৫ রাত ৩:০২

জিহাদ আলম বলেছেন: good

৫৫| ১০ ই মে, ২০১৫ রাত ৩:৩২

অপ্রতীয়মান বলেছেন: পরিচিত রূপটাকে পুরোপুরি বিলীন না করে যদি অন্য কোনভাবে রাখা যায় তাহলে সেটা মন্দ হয় না। এতে নতুন ভার্সনে যাদের সমস্যা হতে থাকবে তারা দ্রুত সমাধান করার জন্যে এই রূপটাকে ব্যবহার করে সমাধান আদায় করতে পারবে।

৫৬| ১০ ই মে, ২০১৫ ভোর ৫:৩৪

কার্ল মাকর্স বলেছেন: ধন্যবাদ

৫৭| ১০ ই মে, ২০১৫ সকাল ৭:০০

বলেছেন: শুভ হোক পথচলা

৫৮| ১০ ই মে, ২০১৫ সকাল ১১:১৩

সুদিন বলেছেন: বর্তমান স্ক্রলিং ব্যবস্থার সাথে পেজ নাম্বার ব্যবস্থাও সংযুক্ত করুন অথবা ১-৫০, ৫১-১০০ (জিমেইলের মতো) স্পিলিট করে রাখুন কারণ বর্তমান পদ্ধতিতে কখন একটার পর একটা লোড হবে আর কখন পড়বো যা সময়সাপেক্ষ ও বিরক্তিকর ব্যাপার।

৫৯| ১০ ই মে, ২০১৫ সকাল ১১:১৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: নতুন ভার্সনে প্রথম দিনে প্রথম লগনে লহইন করে নাম পাচ্ছিনা কেনু!!!!!! :(

লগইন করে কমেন্ট করে ৫-৭ বার রিফ্রেস দেবার পরও একই হিসাব পাচ্ছি..অনলাইনে আছেন

৪ জন ব্লগার
৫০১ জন ভিজিটর
১০৬ জন মোবাইল থেকে

আমি তুমি আমরা
কাল্পনিক_ভালোবাসা
যোবায়ে৫
মোহতাসিন অর্নব

আমি লগড ইন! অথচ আমার নাম দেখায় না!!!!!!!!!!!!!


পুরানো ভার্সন মিস ইউ :((

৬০| ১০ ই মে, ২০১৫ সকাল ১১:৪৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন: আমার মেন হয় পুকুর থেকে সাগরে পড়লাম,
কূল কিনারা করেত পারছিনা!!

৬১| ১০ ই মে, ২০১৫ সকাল ১১:৫৮

হাবীবুল্লাহ ত্রিশালী বলেছেন: আরো সুবিধার অপশনটি দেখতে পাচ্ছি না কেন? সমস্যা হচ্ছে, সাহায্য করবেন।

৬২| ১০ ই মে, ২০১৫ দুপুর ১২:০৭

কানাই স্যার বলেছেন: আমি ভার্সন ভোর্সন বুঝি না। আমার নাম কেন দেখায় না। কেন কিরিবিরি বিষয় ভিত্তিক আর্টিকেল, আর্কাইভ আরও সহজ ও সমৃদ্ধ হওয়া দরকার। আর হ্যা, এই ব্লগে বেশির ভাগ ব্লগারই মুক্তযুদ্ধের চেতনা লালনকারী, কিন্তু কিন্তু এখন দেখি যে কিছু ঘাতক-দালালের পোলাপাইন পাকিমনা হয়ে এই খানে এসে অর্থাৎ সামহোয়্যার ইন ব্লগে এসে পেট্রোল আগুন সন্ত্রাস ছড়ায়। তাদের স্থগিত করা উচিত নয় কি?? কেননা এটি মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে।

৬৩| ১০ ই মে, ২০১৫ দুপুর ১২:১০

ভাবুক বিড়াল বলেছেন: অনেক জায়গায় বানান ভুল। "ভাবুক বিড়াল নামটা আমাদের সিস্টেম অন্য একজন ব্যাবহার করছে" ব্যবহার হবে। আরেক জায়গায় দেখলাম "আমরা আপনার কাছ থেকে আর আক্তু সময় নেব" মজা পাইছি, আর আক্তু!

৬৪| ১০ ই মে, ২০১৫ দুপুর ১:২৪

ফয়সাল হুদা বলেছেন: দেখি নতুন ভার্সনে কমেন্ট করতে কেমন লাগে.....


হু হু দারুণ মজা :) :)

৬৫| ১০ ই মে, ২০১৫ দুপুর ১:৫৭

স্মার্ত স্বাতী বলেছেন: সামুর জন্য শুভকামনা....।

৬৬| ১০ ই মে, ২০১৫ দুপুর ২:২৬

শতদ্রু একটি নদী... বলেছেন:
ইমন জুবায়ের ভাইয়ের লিঙ্কটা কই? লিংক হিসেবে না দিয়া উনাকে সবসময় অনলাইন হিসেবে সবুজ অক্ষরে দেখানো যাইতে পারে।

আবার ব্লগ ভিজিটের সময় দেখায়না।

আবার আগের প্রোফাইলে একটা প্রোফাইল হেডিং আর একটা প্রোফাইল স্ত্যাটাসের মতো দেয়া যাইতো, এখন একটা দেখি।

নির্বাচিত পাতায় বিজ্ঞাপনের স্থান গুলা বিরক্তিকর লাগতেছে। বিজ্ঞাপন না আসা পর্যন্ত ওইটায় কিছু একটা ঢুকাইয়া দেয়া যাইতে পারে।

আলোচিত ব্লগের হিসাবে ভুল আছে। যেইগুলা আলোচিত দেখায় ওইগুলা আসলে এতটাও আলোচিত না। কমেন্ট তো দেখি খুব কম।

৬৭| ১০ ই মে, ২০১৫ দুপুর ২:৩০

নাঈম বলেছেন: ভালো তো, ভালো না?

৬৮| ১০ ই মে, ২০১৫ দুপুর ২:৪৬

বনমানুষহনুমান বলেছেন: ভালো

৬৯| ১০ ই মে, ২০১৫ বিকাল ৩:২৬

সুমন জেবা বলেছেন: লেখা পোস্ট করতে সময় নিচ্ছে..আরেকটি সমস্যা যেটা দেখছি, পোস্টটি শুধু টুইটার এ শেয়ার করার অপশন দেখাচ্ছে ।
তারপরও শুভ কামনা রইলো.......নতুন ভার্সনের জন্য ।

৭০| ১০ ই মে, ২০১৫ বিকাল ৪:৪৪

একজন একা বলেছেন: (') চিহ্ন দিতে গেলে (/') আসছে :(

৭১| ১০ ই মে, ২০১৫ বিকাল ৫:৫৪

ইমতিয়াজ ১৩ বলেছেন: কয়েকবার অটো লগ-আউট হলেও সকাল ১০:০০ টা থেকে এখন (বিকাল ৫:৫৩ টা) পর্যন্ত প্রাণবন্ত ব্লগিং করলাম। তবে সকালের চেয়ে বিকেলে ফন্ট সাইজ অনেক বড় হয়েছে । =p~ :-P , আর যেন বড় না হয় , আমাদের এতেই চলবে। :-B





৭২| ১০ ই মে, ২০১৫ রাত ৮:১৫

আমার বাংলাদেশ স্বাধীন বলেছেন: নতুন আর্কষণ...

৭৩| ১০ ই মে, ২০১৫ রাত ৮:৪৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আগে পোস্ট করার আগে তা নিজের তৈরিকৃত বিভাগে সংযুক্ত করে দেয়ার ব্যবস্থাটা গেল কোথায়? আমিতো ভাই মাঠে মারা গেলাম। আমার জমিদার বাড়ী সিরিজ, ভ্রমণ সাহিত্যে চোখ বুলাই সিরিজ, জীবন থেকে নেয়া গল্প সিরিজ সহ কত কিছুর জন্য এই বিভাগভিত্তিক ট্যাগ উইজ করছি... এখন কি হপে? :(( :(( :(( পুরাতন ভার্সনটার মৌলিক সুবিধাগুলো বজায় রাখা খুব দরকার। :(

৭৪| ১০ ই মে, ২০১৫ রাত ৯:০১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
চমৎকার সব ফিচার। অপেক্ষায় ছিলাম। অভিনন্দন সামু টিমকে :)

৭৫| ১০ ই মে, ২০১৫ রাত ৯:১৮

এন জে শাওন বলেছেন: @জাকির হায়দার ভাই (!ছবি গুলা বুঝা যায় না)
@সব অভিজ্ঞ ব্লগার
আমি এখন ও বুঝিনি কিভাবে মোবাইল থেকে নতুন ভার্সনে ছবি দিতে হবে, পোস্টের উপরের ফটো এর ঘর ক্লিক করলে উপর যে বক্স আসে সেখানে দিলেও ইনসার্ট হয়না। লিংক ও ঠিক মত ইনসার্ট হয়না। আগের ভার্সনে হইত? কিভাবে এই সমস্যার সমাধান পেতে পারি? কোন কোড(এইচটি এম এল জাতীয়) ইউজ করে লিনক বা ইমেজ(অনলাইন থেকে) ব্যবহার করা যায় না? আশা করি সমাধান পাব।

৭৬| ১০ ই মে, ২০১৫ রাত ১০:২৮

পরিবেশ বন্ধু বলেছেন: ভাল উদ্দ্যুগ । সামু টিম কে ধন্যবাদ ।

৭৭| ১০ ই মে, ২০১৫ রাত ১১:২৯

একজন আরমান বলেছেন:
সাথে ছিলাম, আছি, থাকবো।

শুভকামনা নতুন সামহোয়্যারইন ! :)

৭৮| ১০ ই মে, ২০১৫ রাত ১১:৩৩

বেসিক আলী বলেছেন: ভালোই তো লাগতেছে :)

৭৯| ১০ ই মে, ২০১৫ রাত ১১:৫১

মোঃরাশেদুজ্জামান রাশেদ বলেছেন: সব কিছুই ভাল লাগলো তবে পোষ্ট প্রকাশ হতে কেন জানি একটু সময় নিচ্ছে।

৮০| ১১ ই মে, ২০১৫ রাত ১:২২

*কুনোব্যাঙ* বলেছেন: টেস্ট কমেন্টঃঃঃঃঃ আমার ব্যাঙটা মনেহয় আগের চাইতে একটু লম্বা হইছে। টলার স্ট্রংগায় শার্পার ভার্সনে প্রথম কমেন্ট দিলাম :D

৮১| ১১ ই মে, ২০১৫ রাত ১:৪৭

সচেতনহ্যাপী বলেছেন: হঠাৎ করেই নূতন ধরন,মানিয়ে উঠতে পারছি না।। তবু নূতনকে স্বাগতম আর জায়গা ছেড়ে দিতে হয়,তাই দিলাম।।

৮২| ১১ ই মে, ২০১৫ সকাল ৮:৩৯

আশা জাগানিয়া বলেছেন:

নিজের পোস্টে মন্তব্যের জবাব দিতে গেলে বারবারই স্ক্রল করে নিচে নেমে তারপর কমেন্ট বক্স থেকে কিবোর্ড বাছাই করে নিতে হচ্ছে।

কি বোর্ড বেছে নিন: ভার্চুয়াল ফোনেটিক ইউনিজয় বিজয়

যে যেই কিবোর্ডে লিখতে স্বাচ্ছন্দ্যবোধ করে সে সেই বোর্ড ডিফল্ট আকারে সেট করে নিলে বারবার কিবোর্ড বাছাইএর ঝামেলা থেকে মুক্তি পাওয়া যেতো....

প্লিজ বিষয়টা একটু দেখুন ।

৮৩| ১১ ই মে, ২০১৫ সকাল ৯:১৪

আরজু পনি বলেছেন:
গ্রুপ ব্লগ কাজ করছে না।

৮৪| ১১ ই মে, ২০১৫ সকাল ৯:২৩

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আমার কাছে আগের সামুই ভাল লাগতো, এখনকার সামুকে মনে হচেছ অন্যান্য ব্লগের মত, চেহার সুরুত সব অন্যান্য ব্লগের মত হয়ে গিয়েছে --- সামুর স্টিকি পোস্টের রং এখন খুবই মরা মরা লাগে ---
সামু আমার কাছে দক্ষিনা জানালার মত -- কিন্ত একি হাল হয়েছে সামুর !!!!!!! বেশি আধুনিক করতে যেয়ে সামুর দফা রফা করা হয়েছে !!!!!!!! আমি মন হতে মানতেই পারছি না --
আরো একটা সুপারিশ - ছবি সংযুক্ত করুন অপসনের পর বেশি স্পেস না দিয়ে কীবোর্ড রাখা যেতে পারে, আর কীবোর্ডের নীচে বেশি স্পেস না দিয়ে মন্তব্য প্রকাশ করুন রাখা যেতে পারে এবং ডান দিকে পোস্ট পর্যবেক্ষণ রাখা যেতে পারে----
আর এত আকাশী কালার কেন !!!!!!!!

৮৫| ১১ ই মে, ২০১৫ সকাল ৯:৩৩

নির্লিপ্ত আমি বলেছেন: ভালোই লাগছে। কিন্তু গ্রুপ ব্লগ কাজ করছে না, আর আলোচিত ব্লগ অংশে যা ছাপা হচ্ছে টা খুব বেশি আলচিত মনে হচ্ছে না।

৮৬| ১১ ই মে, ২০১৫ সকাল ৯:৩৫

রবিউল ৮১ বলেছেন: নতুন ভার্সনে আমার সব পোষ্টগুলো লোড হচ্ছে না।৪৯টি পোষ্ট এর ভিতরে পোষ্ট দেখা যাচ্ছে ২০ টি।বাকি গুলো দেখা যাচ্ছে না।

৮৭| ১১ ই মে, ২০১৫ সকাল ৯:৩৮

হামিদ আহসান বলেছেন: স্বাগত জানাই নতুন ভার্সনকে ...

৮৮| ১১ ই মে, ২০১৫ সকাল ১০:০৩

সাইফ হাসনাত বলেছেন: নতুন ভার্সনে প্রথম মন্তব্য করলাম। ভালো লাগছে...

৮৯| ১১ ই মে, ২০১৫ সকাল ১০:৪১

প্রকাশক পপি চৌধুরী বলেছেন: ধন্যবাদ। শুভ হোক নতুন যাত্রা।

৯০| ১১ ই মে, ২০১৫ সকাল ১১:২০

এন জে শাওন বলেছেন: [image|https://ak.fbcdn.net/photos-d.ak/hphotos-ak-xtf1/v/t1.0-0/11245804_1619169558320557_5291469411443943836_n.jpg?efg=eyJpIjoiYiJ9&_nc_eui=AWjFnWo08xIHKfXVnnT85OruBFzPjxoIx3SW2A&oh=744e8a199a673c52dcd39367797e3c02&oe=55C55439&__gda__=1443351953_a3b2b9b7ff8394ce13acbafd3b87ec1f|] ফটো দিতে চাইতেছি।

৯১| ১১ ই মে, ২০১৫ সকাল ১১:২২

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: শুভকামনা সামহোয়্যারইন !

৯২| ১১ ই মে, ২০১৫ দুপুর ১২:১২

মিলটন বলেছেন: আরো এগিয়ে যাক এই ব্লগ এই কামনা করি। ভালো থাকুক ব্লগ।

৯৩| ১১ ই মে, ২০১৫ বিকাল ৩:১৯

সুখেন্দু বিশ্বাস বলেছেন: অনেক ধন্যবাদ
শুভেচ্ছা রইলো।

৯৪| ১১ ই মে, ২০১৫ বিকাল ৪:৪১

মহামহোপাধ্যায় বলেছেন: ভালো লাগছে। একটু সময় লাগবে অভ্যস্ত হতে।

নিজের ব্লগ ব্যতীত অন্য ব্লগারদের ব্লগ পরিসংখ্যান দেখতে পারছিনা :(

বোকা মানুষ বলতে চায় বলেছেন: পুরাতন ভার্সনটার মৌলিক সুবিধাগুলো বজায় রাখা খুব দরকার।


শুভকামনা রইল :)

৯৫| ১১ ই মে, ২০১৫ বিকাল ৫:০০

অগ্নিঝরা আগন্তুক বলেছেন: এক কথায় ভাল লাগেনি । পূর্বের ভার্ষণ টি অপেক্ষাকৃত ভাল ছিল । নতুন ভার্ষণ টির সাথে পূর্বের ভার্ষণ টিও রাখা হোক । /:)

৯৬| ১১ ই মে, ২০১৫ বিকাল ৫:১৬

অর্নব কাঠের মানুষ বলেছেন: খুবই চমৎকার একটি সাইট, শুভকামনা রইলো ব্লগের প্রতি…

৯৭| ১১ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:০০

মোঃ শিলন রেজা বলেছেন: খুব ভাল হয়েছে আগের গুলার চেয়ে।

৯৮| ১১ ই মে, ২০১৫ রাত ৮:৫৮

সাদা মনের মানুষ বলেছেন: ব্লগারের বয়স, পোষ্টের সংখ্যা এসব তো দেখতে পাচ্ছিনা B:-)

৯৯| ১১ ই মে, ২০১৫ রাত ৯:০১

মোঃরোকনুজ্জামান রোকন বলেছেন: ভালোই লাগছে :)

১০০| ১১ ই মে, ২০১৫ রাত ৯:৩৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ নতুন ভার্সনের জন্য।

১০১| ১১ ই মে, ২০১৫ রাত ১১:৫১

বাংলার জমিদার রিফাত বলেছেন: আমার পোস্ট আপলোড হয় না

১০২| ১২ ই মে, ২০১৫ রাত ১২:৪১

যুবায়ের বলেছেন: অনেকদিন পর ব্লগে এলামএকটি লেখা পোষ্ট করলাম
কিন্তু অত্যান্ত দুঃখের বিষয় লেখাটি প্রথম পাতায় যাচ্ছেনা!
আমিতো সেফ ব্লগার!!

১০৩| ১২ ই মে, ২০১৫ রাত ১:৫০

জ্বিনল্যান্ডের জ্বিন বলেছেন: শুভ হোক।

১০৪| ১২ ই মে, ২০১৫ রাত ১:৫৪

নির্বোধ পাঠক বলেছেন: নতুনকে স্বাগত জানাই।
তবে লেখার ফন্ট ও আঙ্গিক সৌষ্ঠব দৃষ্টিনন্দন দেখছি না (একটা পাতাই দেখলাম) আরো দেখলে সুবিধা অসুবিধাটা বুঝতে পারব।
ধন্য্যবাদ।

১০৫| ১২ ই মে, ২০১৫ রাত ২:০০

নির্বোধ পাঠক বলেছেন: লেখার ফন্ট ক্ষীণ-দৃষ্টির মানুষের (বিশেষত বয়স্কদের) জন্য সমস্যার কারণ হয়েছে দেখছি! মনে হচ্ছে আগের ফন্টই ভাল ছিল।
এছাড়া মন্তব্য লেখার ঘরে লিখতে গেলে প্রথম দু'এক স্ট্রোক (কী) মিস করে কেন?
মাননীয় এডমিন, বিষয়গুলোতে নজর দিতে বাধিত হবো। ধন্যবাদ।

১০৬| ১২ ই মে, ২০১৫ রাত ২:১৯

মোস্তফা কামাল পলাশ বলেছেন: নতুন আউটলুক পছন্দ হয়েছে। এডিট প্যানেলে অনেক বেশি যায়গা দেওয়ায় অনেক ভালো হয়েছে।

সামুর যাত্রা শুভ হউক ।

১০৭| ১২ ই মে, ২০১৫ রাত ২:২৩

নির্বোধ পাঠক বলেছেন: কি জ্বালায় পড়া গেল -
আধগন্টা ধরে যা লিখলাম পেজ আপনা-আপনি আপডেট হয়ে সব হারিয়ে গেল?

১০৮| ১২ ই মে, ২০১৫ রাত ২:৩৪

নির্বোধ পাঠক বলেছেন: কি জ্বালায় পড়া গেল -
আবরো লিখলাম - পেজ আপনা-আপনি আপডেট হয়ে সব হারিয়ে গেল?

১০৯| ১২ ই মে, ২০১৫ রাত ২:৩৭

নির্বোধ পাঠক বলেছেন: পেইজে থেকে কি কিছুই লিখা যাবে না?
বারবার আপডেট হয়ে লেখা হারিয়েই যাবে?
মনে হচ্ছে আগে ওয়ার্ডের ফাইলে ড্রাফট করে এনে তবে পেস্ট করতে হবে।
এটা তো চরম বিরক্তিকর দেখছি!
মাননীয় মডারেটর - পাতায় বহু সমস্যা আছে। দয়া করে নজর দিন।

১১০| ১২ ই মে, ২০১৫ সকাল ৯:৫৯

জাকির হায়দার বলেছেন: @মহামহোপাধ্যায় @সাদা মনের মানুষ আপনাদের ধন্যবাদ বিষয়টি নজরে আনার জন্য।

@নির্বোধ পাঠক আমি গত ১ ঘন্টা পস্ট এবং নতুন ব্লগ লিখুন পেইজ এ ছিলাম। "বারবার আপডেট হয়ে লেখা হারিয়েই যাবে?" হলো না। আপনি আবার চেস্টা করুন।

১১১| ১২ ই মে, ২০১৫ সকাল ১০:৪৫

কানাই স্যার বলেছেন: আপডেট হয় সহজ করার জন্যে। সুন্দর করার জন্যে। সামু আপডেট হলো। সহজ না হয়ে জটিল হল। সুন্দর না হয়ে অসুন্দর হল। এটাি কি কিছু হল? সামহোয়্যারইন ব্লগ টিম, আগে বলে দেন আমি আপনাদের পরবর্তী আর্টিকেলগুলোতে কিভাবে যাবো। আগে তো পৃষ্টা ১,২,৩ ইত্যাদি লেখা বার আসতো। ক্লিক করতাম। পেতাম। এখন কি যে হলো। নাই ওসব। কেমনে কি? বলে দেন। না হলে এসব ভাল লাগে না। আর হ্যা, সামুতে অনেকের নামের বাানান ঠিক হবে না?? ফন্ট ঠিক হবে না? তাহলে কেমনে কি? কিসের আপডেট??

১১২| ১২ ই মে, ২০১৫ সকাল ১০:৪৫

বিদগ্ধ বলেছেন: নতুন ভার্শনকে স্বাগত জানাই।

১১৩| ১২ ই মে, ২০১৫ দুপুর ১২:২০

জাকির হায়দার বলেছেন: @কানাই স্যার পেইজ নিচে গেলে আরো পস্ট লোড হবে।
ছবি ১ঃ পেইজ নিচে গেলাম

ছবি 2: পস্ট লোড

১১৪| ১২ ই মে, ২০১৫ দুপুর ১২:৪০

সবুজ২০১২ বলেছেন: খুব ভালো লাগছে নতুন ভার্সন দেখে.......

১১৫| ১২ ই মে, ২০১৫ দুপুর ১:০২

লাবিব ইত্তিহাদুল বলেছেন: সমস্যাঃ
প্রতি পোষ্টের কমেন্ট ও বিজ্ঞাপনের নিচে, "আলোচিত ব্লগ" নামে, অনেকগুলো লেখা শো করে, লেখার ও ইমেজের স্নিপেট সহ।
এটা আমার কাছে বিরক্তিকর ও কনফিউজিং লাগে।

আমি চাইঃ
"আলোচিত ব্লগ" অংশে শুধু টাইটেল টুকুই থাকুক। টাইটেল ব্যাতীত অন্য কিছু না থাকুক।

বাগ রিপোর্টঃ
মুছে ফেলা ব্লগ লেখাও "আলোচিত ব্লগ" অংশে দেখাচ্ছে, ক্লিক করে সেই পেজে যাওয়ার পর বলচ্ছে যে, ""আপনি যে পোস্টটি খুঁজছেন, এই পোস্টটি পাওয়া যায়নি...""

১১৬| ১২ ই মে, ২০১৫ দুপুর ১:৩১

আন্ধার রাত বলেছেন:
বেশ ক'দিন পর আজকে এসে একটু অপরিচিত মনে হওয়ায় প্রথমে মনে করেছিলাম ভুল করে অন্য কোথাও চলে এলাম কিনা!
পরে ডানে-বামে চেয়ে বুঝলাম ঠিক জায়গাতেই আছি।

ভাল লাগছে। একটু পরিষ্কার মনে হচ্ছে।

১১৭| ১২ ই মে, ২০১৫ বিকাল ৫:০৮

ইলুসন বলেছেন: ব্লগে আমার নিজের সম্পর্কে একটা কোটেশন ছিল, আর আমার ব্লগের শিরোনামের পর কিছু কথা লিখা ছিল। সেগুলোর কোনটাই এখন নতুন ভার্সনে দেখা যাচ্ছে না। এতদিন বেটা ভার্সন চালানোর পর নতুন ভার্সন রিলিজ দেয়া হল, তারপরেও এত নিম্ন মানের হবে তা আশা করিনি। আগের ভার্সন অনেক ভাল ছিল। ইউজ করে মজা পেতাম, অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। আশা করি অভিযোগ আমলে নিয়ে সমস্যাগুলো সমাধানের চেষ্টা করবেন।

১১৮| ১২ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:৩৩

কলমের কালি শেষ বলেছেন: চলুক এগিয়ে নতুনত্বে ।

১১৯| ১২ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:৪২

অাশরাফুল ইসলাম সাইম বলেছেন: লেখা পোষ্ট হচ্ছে না

১২০| ১২ ই মে, ২০১৫ রাত ১০:০২

মুহাম্মদ রেজাউল হাসান বলেছেন: তবে আমার আগের তাই ভাল ছিল। এখন অনেক সমস্যা হচ্ছে।পোস্ট করতে পারছি না, লিখ লে ও যাচ্ছে না।

১২১| ১২ ই মে, ২০১৫ রাত ১০:১৪

মুহাম্মদ রেজাউল হাসান বলেছেন: সবার ই সমস্যা হচ্ছে, আপনারা যদি আমাদের স্বার্থে আগের মত করে দেন, খুব খুশি হব।

১২২| ১২ ই মে, ২০১৫ রাত ১১:০৯

প্রফেসর মরিয়ার্টি বলেছেন: নতুন ভার্সনে পোস্ট লিখার ক্ষেত্রে লিংক, ছবি ও ভিডিও যোগ করার পদ্ধতি নোটিশ বোর্ডের মাধ্যমে আবার জানালে ভাল হয়।

১২৩| ১২ ই মে, ২০১৫ রাত ১১:১১

দিশেহারা রাজপুত্র বলেছেন: লেখা পোস্ট করার ক্ষেত্রে বিভাগের সুবিধা পাচ্ছি না। আর কারো পোস্টে ঢুকলে ফুল ভার্সান টা অ্যাভেইলেবল থাকছে না। পোস্ট করার ক্ষেত্রে লেখা বারবার ড্রাফট হয়ে যাচ্ছে।

১২৪| ১৩ ই মে, ২০১৫ রাত ২:৩২

মোঃ জাহিদুল ইসলাম (অভ্র) বলেছেন: এন্ড্রয়েড থেকে কমেন্টের রিপ্লাই দিতে পারছিনা,সমস্যায় পড়তে হচ্ছে......রিপ্লাই বাটন কই...???

১২৫| ১৩ ই মে, ২০১৫ সকাল ৯:৪৬

রুপম হাছান বলেছেন: ব্লগের জগতে অভিনন্দন সামু’র নতুন পেজকে। তবে এই পেজে আমার প্রথম লেখা পোষ্ট করতে গিয়ে ভীষণ বিপত্তিতে পড়ে গিয়েছিলাম কিছুক্ষণের জন্য। প্রথমে বুঝতে পারিনি। যতবারেই লেখাটি পোষ্ট করার চেষ্টা করেছি, ততবারই ডিনাই করা হয়েছে! আমার লেখায় কি যেনো একটা ভুল পেয়ে যাচ্ছে সামু’র নতুন পেজটা। আমি বারবার পোষ্ট-এ ক্লিক দিচ্ছি আর পেজটি আমাকে আশাহত করছে! অবাক হলাম! এখন এই লিখা আমি কিভাবে পোষ্ট করি!? সিদ্ধান্ত নিলাম, সামু’তে অভিযোগ দাখিল করবো!

কিছুক্ষণ চিন্তা করে দেখলাম, বাম পাশে তো একটি বাটুন দেয়া হয়েছে; যেটা ড্রাফট নামে রয়েছে। বেশ কয়েকবার পোষ্ট করতে ব্যর্থ হওয়ার পরে ঐ ড্রাফট মিনুতে ক্লিক করার পরেই আমি লেখাটি পোষ্ট করতে পেরেছিলাম। ভাগ্যস আর আমাকে অভিযোগ দাখিল করতে হয়নি!

এখন তো অভিযোগ দেয়া খুব সহজ, আর কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি করেই নিজের দায় এড়ানোর চেষ্টা করে! কিন্তু অভিযোগকারীর অভিযোগ কেয়ামত পর্যন্ত হ্যাং হয়ে থাকে! সুরাহার পথ আর খুঁজে পায় না। হা হা হা।

আমার বিচক্ষণতা আমাকে এই তদন্তের জালে আটকা পড়া থেকে পরিত্রাণ দিয়েছে! হা হা হা।

শুভ কামনা নতুন-এর জন্য।

১২৬| ১৩ ই মে, ২০১৫ সকাল ১১:১৯

কানাই স্যার বলেছেন: এই ব্লগের পুরাতন ভার্সনটি অতিস্বত্ত্বর ফিরিয়ে আনা হউক

১২৭| ১৩ ই মে, ২০১৫ সকাল ১১:৫২

জায়েদ হোসাইন লাকী বলেছেন: একটু প্রবলেম হচ্ছে। তা হলো, প্রোফাইলে আমি ছবি আপলোড করতে পারছি না। সাথে ছিলাম, আছি, থাকবো। শুভকামনা নতুন সামহোয়্যারইন

১২৮| ১৩ ই মে, ২০১৫ দুপুর ১২:০৭

প্রামানিক বলেছেন: আমি সমস্যায় আছি। লেখা পোষ্ট করলে ড্রাফটে চলে যায়। কোনভাবেই লেখা প্রকাশ হচ্ছে না দয়া করে সমাধা করে দিন।

১২৯| ১৩ ই মে, ২০১৫ দুপুর ১২:৩১

জাকির হায়দার বলেছেন: @প্রামািনক ছবিটি
দেখুন

১৩০| ১৩ ই মে, ২০১৫ দুপুর ১:৫০

শতদ্রু একটি নদী... বলেছেন:
পোস্টে কমেন্টের প্রতি উত্তরে ইংরেজী কিবোর্ড নাই, আগের ভার্সনে ছিলো।

১৩১| ১৩ ই মে, ২০১৫ বিকাল ৩:০৭

বোকা মানুষ বলতে চায় বলেছেন: এইমাত্র একটা সমস্যা দেখা দিচ্ছে, প্রথম পাতায় যেতে চাইলে ২০১২ সালের আর্কাইভে চলে যাচ্ছে। এইমাত্র একটা সমস্যা দেখা দিচ্ছে, প্রথম পাতায় যেতে চাইলে ২০১২ সালের আর্কাইভে চলে যাচ্ছে।

১৩২| ১৩ ই মে, ২০১৫ বিকাল ৩:৩০

শামছুল ইসলাম বলেছেন: অনেক বাধাঁ পেরিয়ে নতুন ভার্সনে লিখছি, ভালই লাগছে, নতুনকে সুস্বাগতম!!!

১৩৩| ১৩ ই মে, ২০১৫ বিকাল ৪:৪২

যাযাবর জোনাকি বলেছেন: প্রোফাইল এডিট করতে পারছি না!

১৩৪| ১৩ ই মে, ২০১৫ বিকাল ৫:৪২

খালিদ১৪ বলেছেন: আরো চাই

১৩৫| ১৩ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:৩৫

অর্বাচীন পথিক বলেছেন: আমি "অনুসরণ করার" অপশন টা পাচ্ছি না।

কি ভাবে আর একজন কে অনুসরণ করবো ??

১৩৬| ১৩ ই মে, ২০১৫ রাত ৯:৪১

একজন মাহাদী বলেছেন: আগেই ভাল ছিল!! মোবাইল এ সহজে পরা যাইত

১৩৭| ১৩ ই মে, ২০১৫ রাত ১১:২৫

আরজু পনি বলেছেন: প্রায় দুই ঘন্টা খেটে পোস্ট রেডি করে এখনতো প্রকাশ করতে পারছি না :(

প্রিভিউ দেখুন এবং পোস্ট করুন-এ ক্লিক করলে শুধু প্রিভিউ দেখায় তাও এই প্রিভিউ পছন্দ হয়না । আগের পিভি্উ সিস্টেম ভালো ছিল। কেমন পোস্ট হবে ছবি সহ দেখা যেতো । এখন প্রিভি্উএ ছবি সহ দেখা যাচ্ছে না।

যাইহোক...পোস্ট প্রকাশ করতে পারছি না এটাই বড় কথা।

...এখন বসে বসে কমেন্টগুলো দেখবো...যদি কোন অপশন খুঁজে পাই কারো কমেন্ট থেকে :( :(

১৩৮| ১৩ ই মে, ২০১৫ রাত ১১:৪০

ওয়াসিম ফারুক হ্যাভেন বলেছেন: প্রিয় এডমিন আমাকে কি কারণে ব্যান্ড করা হয়েছে তা আমি কোন ভাবেই অবগত নই । আশা করি আমার ত্রুটি আমি জানতে পারবো এবং ভবিষ্যতে তা সংশোধনের চেষ্টা করবো । -

১৩৯| ১৪ ই মে, ২০১৫ রাত ২:১১

পুরান লোক নতুন ভাবে বলেছেন: জঘন্য!! দয়া করে আগের ভার্সনে ফিরে যান!! খুবই বিরক্তিকর লাগছে!!

১৪০| ১৪ ই মে, ২০১৫ সকাল ৭:১৭

ব্লগার আয়নাল ভাই ইতি বলেছেন: নতুন প্রথে ঝাত্রা শুভ হোক

এডমিন আমার প্রোফাইলে ছবি দিতে পারতিছিনা দয়া করে দেখবেন

১৪১| ১৪ ই মে, ২০১৫ সকাল ১০:২২

আরজু পনি বলেছেন:
গতরাতে কী হয়েছিল জানি না। তবে এখন চেষ্টা করে দেখলাম। গতরাতের মতো সমস্যা ছিল না।

প্রিভিউও পছন্দ হয়েছে। !:#P

অনেক ধন্যবাদ ।

১৪২| ১৪ ই মে, ২০১৫ সকাল ১১:০০

ইমতিয়াজ ১৩ বলেছেন: @ আরজুপনি

আপনার টেস্ট পোস্টে মন্তব্য করা যায় না কেন ?

১৪৩| ১৪ ই মে, ২০১৫ সকাল ১১:৩৯

ম্যাক্সিম বলেছেন:
অনেক ধন্যবাদ
শুভেচ্ছা রইলো।

১৪৪| ১৪ ই মে, ২০১৫ দুপুর ১২:০১

লেখাজোকা শামীম বলেছেন: পোস্ট প্রিভিউ হয় না এবং পোস্ট করা যায় না। এটা কেমন সমস্যা হল ?

১৪৫| ১৪ ই মে, ২০১৫ বিকাল ৩:৫৬

পূর্বদেলুয়া বলেছেন: ধন্যবাদ

১৪৬| ১৪ ই মে, ২০১৫ বিকাল ৪:১২

আহসানের ব্লগ বলেছেন: আমি ব্লগের সকল পোস্ট অংশে গেলে অমানুষের আইডি শো করায় B:-)

১৪৭| ১৪ ই মে, ২০১৫ বিকাল ৫:০৯

চাটগাইয়া জাবেদ বলেছেন: কার কেমন লেগেছে সেইটা সত্যিভাবে আমি জানি না, তবে আমার কাছে নতুন ভার্সন একটুও ভালো লাগেনি/লাগছে না!(অবশ্যই আমার ভালো লাগাতে সামুর কিছু যায় আসে না!) যদিও পোস্ট কিংবা ধরনের ব্লগিংএ আমার সমস্যা হচ্ছে না, তবুও আমার কাছে একটুও ভালো লাগেনি/লাগছে না!(অবশ্যই আমার ভালো লাগাতে সামুর কিছু যায় আসে না!)

সামুর নতুন ভার্সনে এই সমস্যা, ঐ সমস্যা, তা আমি কোন সমস্যার কথা বলবো না। শুধুমাত্র আমি আমার ব্যক্তিগত দিক দিয়ে যে সমস্যা বা ভালো লাগে না সেইটা আংশিক এক কথা তা হলো-- সামুর পুরানো ভার্সনে ব্লগিং করলে কেমন জানি একটু অহংকার কিংবা গৌরব ভাব আসে কিন্তু বর্তমান নতুন ভার্সনে মনে হচ্ছে আমি কোন বাংলালিংক দামে চটি পেইজে ঢুকলাম! যা সহজেই হাজারো লেখা নিমিষেই হাতের নাগালে হাজির :(

প্রিয় সামু ব্লগ কৃতপক্ষের কাছে শুধুমাত্র ব্যক্তিগত অনুরোধ রইল- যদি আপনাদের কোন প্রকার সমস্যা কিংবা ক্ষতি না হয়, তাহলে যদি পারেন আগের ভার্সনে ফিরে যান! খুবই বিরক্তিকর লাগছে নতুন ভার্সন!

ধন্যবাদ......

১৪৮| ১৫ ই মে, ২০১৫ রাত ১:২২

মোঃ আতিকুর রহমান (ইশতিয়াক সরল) বলেছেন: নতুনের সাথে সবসময়!

১৪৯| ১৫ ই মে, ২০১৫ সকাল ৭:০৯

ফ্লাইং সসার বলেছেন: মাঝে মাঝে নির্বাচিত পাতায় গেলে টাইম মেশিনে উঠে যাই :P ২০১২ সালে চলে যায়:



১৫০| ১৫ ই মে, ২০১৫ সকাল ১০:১০

আশীষ কুমার বলেছেন: অনেক বেশি 'স্পেস' নষ্ট করা হয়েছে। দুই লাইনের মাঝে এত স্পেস থাকার দরকার নেই।
প্রথম পাতা, নির্বাচিত পোস্ট, ব্লগ অনুসন্ধান, সহযোগিতা
বিষয়ভিত্তিক ব্লগ- এক লাইনে থাকা দরকার। আর অবশ্যই লাইন স্পেস কমিয়ে। আমরাতো। অবস্থা এমন হয়েছে যে কোন মন্তব্যের জবাবে মন্তব্য লেখার সময় বার বার স্ক্রল করে উপরে গিয়ে মন্তব্য দেখে আসতে হয়। দুই লাইনের মন্তব্যও এক পর্দায় দেখা যায় না। অসহ্য।

১৫১| ১৫ ই মে, ২০১৫ দুপুর ১:১৪

রূপা কর বলেছেন: সুন্দর গেটাপ

১৫২| ১৫ ই মে, ২০১৫ দুপুর ২:৩৪

জামান হেপি বলেছেন: শুভ কামনা রইল

১৫৩| ১৫ ই মে, ২০১৫ বিকাল ৪:১১

নাফিস ইসলাম বলেছেন: প্রোফাইলে ছবি দেওয়া যায় না -_-^

১৫৪| ১৫ ই মে, ২০১৫ বিকাল ৪:১৩

নাফিস ইসলাম বলেছেন: প্রোফাইল এডিট করা যায় না :-/

১৫৫| ১৫ ই মে, ২০১৫ বিকাল ৪:৫৬

জাকির হায়দার বলেছেন: @নাফিস ইসলাম ফিক্সড হয়ে গেসে

১৫৬| ১৬ ই মে, ২০১৫ রাত ১২:৪৩

কম বোঝা পাবলিক বলেছেন: অনেক সুন্দর হয়েছে।

১৫৭| ১৬ ই মে, ২০১৫ রাত ১২:৪৬

কম বোঝা পাবলিক বলেছেন: এডমিন আমার প্রোফাইলে ছবি দিতে পারতিছিনা দয়া করে দেখবেন

১৫৮| ১৬ ই মে, ২০১৫ সকাল ৮:২৫

মাহমুদ০০৭ বলেছেন: নতুন ভার্সন ফালতু লাগছে ।

১৫৯| ১৬ ই মে, ২০১৫ সকাল ১১:৫১

টুম্পা মনি বলেছেন: নতুনটার প্রায় সব কিছুই ভালো লেগেছে। কিন্তু কোন পোষ্ট ওপেন করার পর তার নিচে আলোচিত ব্লগ নামে আরো অনেকগুলো পোষ্ট আসে। এটা ভালো লাগে নি।

১৬০| ১৬ ই মে, ২০১৫ দুপুর ১:১৩

বর্ণিল হিমু বলেছেন: অত্যন্ত আনন্দিত হইলাম........

১৬১| ১৬ ই মে, ২০১৫ দুপুর ১:১৫

বর্ণিল হিমু বলেছেন: কমেন্ট থেকে কারো প্রোফাইলে যাওয়া যায় না কেন.....

১৬২| ১৬ ই মে, ২০১৫ বিকাল ৩:০৯

আব্দুল জাব্বার বলেছেন: খুবই বিরক্তিকর লাগছে নতুন ভার্সন!

১৬৩| ১৬ ই মে, ২০১৫ রাত ৮:০৭

কালনী নদী বলেছেন: এমনি করে কি ভালোবাসার মানুষটিকে আপডেট করা যায় নাকি পুরাতনকে চাপিয়ে নতুনত্বের জয় ? জানিনা নতুনত্বের প্রতি কেন আমার এত অনিহা । তবে সামহোয়ারের নতুন ভারসনটা সত্যি অসাধারণ।

১৬৪| ১৬ ই মে, ২০১৫ রাত ৯:২১

হুবাস্ট্যাঙ্ক বলেছেন: হেডার টা আর একটু সরু হলে মনে হয় ভাল হত.

১৬৫| ১৭ ই মে, ২০১৫ রাত ২:০৭

আবদুর রব শরীফ বলেছেন: মোবাইল দিয়ে ব্লগিং করা কষ্টকর হয়ে গেছে এখন.... :(

১৬৬| ১৭ ই মে, ২০১৫ রাত ৩:১৩

a/a Masud বলেছেন: http://www.somewhereinblog.net/blog/poetry1795

১৬৭| ১৭ ই মে, ২০১৫ সকাল ১১:২৪

আবদুল্লাহ আল মনসুর বলেছেন: Old is Gold :||

১৬৮| ১৭ ই মে, ২০১৫ দুপুর ১২:২১

নূর মোহাম্মদ নূরু বলেছেন: ক্রমান্বয়ে নতুন ভার্সনটি সহনীয় হয়ে আসছে,
হয়তো আগামীতে আরো সহজ হবে। তবে
বর্তমান লুক মা্নে গেটআপটা ভালো লাগছেনা,
আগের ভার্সনে সুতন্বিতে লেখা ফন্ট দেখা যেতো
যা দেখতে দৃষ্টিনন্দন ছিলো। চেষ্টা্ করে দেখুন
আগের ফন্ট প্রতিস্থাপন করা যায় কিনা।

১৬৯| ১৮ ই মে, ২০১৫ সকাল ৯:১০

মোঃ নাজমুল হাসান [নাজমুল] বলেছেন: আগের অনেক সুবিধাই পাচ্ছি না এখানে। জঘন্য লাঘছে...

১৭০| ১৮ ই মে, ২০১৫ দুপুর ১২:৪৩

হামিদ আহসান বলেছেন: যারা অামাকে অনুসরন করছিল তারা এখানে মুছে গেছে

১৭১| ১৮ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:৫৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন: ব্লগে সুতন্নী ফণ্ট এসে গেছে
এবার সব পোস্টের ছবিগুলে
মাঝ বরাবর না হয়ে পূর্বের ভার্সনের
মতো বামে থাকলে সুন্দর লাগবে।
সকল লেখকের আলাদা ক্যাটাগরী
এখনো দেখতে পাচ্ছি না। চালু করা হোক।

১৭২| ১৮ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:৫৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: আরেকটি সমস্যা! এটা কি শুধূ আমার না অন্য সবারও হয় জানি না!

আমার সাম্প্রতিক পোষ্ট কলামে- অন্যের কমেন্ট সহ লিংকে ক্লিক করলে দেখাচ্ছে- লেখক পোষ্টি সরিয়ে ফেলেছেন....
আবার এর সাথেই উত্তর দেয়া লিংকে ক্লিক করলে তা স্বাভাবিক ভাবেই ওপেন হচ্ছে !!! অন্যের কমেন্ট করা লিংকে ক্লিক করলে ঐ পোষ্ট সরিয়ে ফেলেছেন মেসেজটি আসছে! বেশ কয়েকবার রেন্ডম ট্রাই করে একই ফলাফল পেয়ে - আপনাদের অবগত করলাম।

১৭৩| ১৮ ই মে, ২০১৫ রাত ১১:২১

সৌরভ ওয়াহিদ বলেছেন: responsive করা উচিত ছিলো, আশাকরি পরের আপডেট এ responsive হবে।

১৭৪| ১৯ শে মে, ২০১৫ রাত ১:৫১

ফরহাদ রেজা যশোর বলেছেন: আমি আমার নাম পরিবর্তন করতে চাই। কিভাবে করবো।

১৭৫| ১৯ শে মে, ২০১৫ দুপুর ১২:০৬

আরিফ চঞ্চল বলেছেন: নতুন জিনিস প্রথমে একটু সমস্যা হবেই............।তবুও ভাল লেগেছে। আরও শুভ কামনা রইল।

১৭৬| ১৯ শে মে, ২০১৫ সন্ধ্যা ৭:১৮

জামাল হোসেন (সেলিম) বলেছেন: মোটামুটি ভালোই তো লাগছে, খারাপ কী? তবে কথায় বলে, The closer you look, less you'll see. আগে এক নজরে অনেক গুলো পোষ্ট দেখা গেছে। বাছ বিচারের বেশ সুযোগ ছিল, কোনটা পড়বো কোনটা পড়বো না। এখন সব গুলোকে দেখতে হবে, নয়তো বাদ দিতে হবে। তার পরও বলবো, নেহাত মন্দ না।

১৭৭| ১৯ শে মে, ২০১৫ রাত ৮:১৬

রোকসানা লেইস বলেছেন: Bangla y lekha hocche na keno

১৭৮| ১৯ শে মে, ২০১৫ রাত ৯:০১

মনুপুত্র বলেছেন: শুভ হোক আগামির পথ

১৭৯| ২১ শে মে, ২০১৫ সকাল ৯:৫৯

ইমতিয়াজ ১৩ বলেছেন: english নামে নতুন বাটন যুক্ত করা হলেও কাজ করছে না। english কথাটি উপর থেকে কপি করা ।

১৮০| ২১ শে মে, ২০১৫ বিকাল ৩:১৯

জাকির হায়দার বলেছেন: i am writing in english

১৮১| ২৫ শে মে, ২০১৫ সকাল ১০:২৫

ইমতিয়াজ ১৩ বলেছেন: It's working now. Simply jotil.

১৮২| ২৮ শে মে, ২০১৫ রাত ৩:৪০

মুবিন খান বলেছেন: আমি প্রোফাইল ছবিটা বদলাতে পারছি না ।
কেউ কি এ ব্যাপারে সাহায্য করতে পারেন ?

১৮৩| ৩০ শে জুন, ২০১৫ বিকাল ৩:৪৩

তাশমিন নূর বলেছেন: পুরানো ভার্সনে নতুন ব্লগ পোস্ট করার সময় পূর্বে সৃষ্ট বিভাগে ক্লিক করে বিভাগ অনুযায়ী লেখা পোস্ট করা যেত। নতুন ভার্সনে সেটা নেই দেখে দুঃখ পেয়েছি। কেবল পোস্টের নিচে ট্যাগ বা কী ওয়ার্ড ক্রিয়েট করা যায়, কিন্তু বিভাগ ক্রিয়েট করা যায় না। এই সুবিধা অবশ্যই সংযোজন করা উচিত।

১৮৪| ২৫ শে জুলাই, ২০১৫ সকাল ৯:২৩

মুসলিম মাহমুদ বলেছেন: আগের ভার্সন টাই ভাল ছিল।
বর্তমান ভার্সন টা আন ইজি মনে হয়।

১৮৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:২৪

Raihan Akbar বলেছেন: অনেক ভাল লাগছে ভার্সনটি

১৮৬| ১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪৫

আবু সুজন-পঞ্চগড় বলেছেন: আমি আপনাদের নতুন
ইউজার,কালই এই ব্লগ এ
প্রথম যদিও ২-৩ বছর ধরে ব্লগ এ
লিখছি বাট একটা পবলেম হচ্ছে
আমার পোষ্ট কেউ পড়ছে না
আবার প্রথম পাতা তোও খুজে
পাই না.....হেল্প মি?

১৮৭| ২০ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০২

রাইসুল ইসলাম রাণা বলেছেন: আমি নতুন ইউজার। তিনদিন পার হবার পরেও পোস্ট প্রথম পাতায় দেয়া হচ্ছে না কেন?? হেল্পান প্লিজ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.