নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নোটিশবোর্ড

নোটিশবোর্ড

নোটিশবোর্ড

নোটিশবোর্ড

নোটিশবোর্ড › বিস্তারিত পোস্টঃ

সামহোয়্যারইন ব্লগ বন্ধ থাকা প্রসঙ্গে

১১ ই জুন, ২০১৫ দুপুর ১:০৪

আপডেট
সামহোয়্যারইন ব্লগে অবৈধ অনুপ্রবেশ প্রসঙ্গেঃ

ব্লগ ব্যবহারের এই সাময়িক বিড়ম্বনার জন্য আমরা আবারও দুঃখ প্রকাশ করছি। আপনাদের অবগতির জন্য জানাতে চাই যে, গত বেশ কিছুদিন ধরে কতিপয় মেধাবী প্রোগ্রামার আমাদের সাইটে বার বার অবৈধভাবে অনুপ্রবেশ করার চেষ্টা করেছেন। এই ধরনের অবৈধ অনুপ্রবেশ বন্ধ করার জন্য সম্ভাব্য সকল প্রয়োজনীয় পদক্ষেপ ইতিমধ্যে আমরা গ্রহন করেছি এবং আরো বেশ কিছু শক্ত নিরাপত্তা ব্যবস্থা সাইটে যুক্ত হতে যাচ্ছে। যদিও এই কাজটি সম্পন্ন করার জন্য আমাদের আরো বেশ কিছুটা সময় প্রয়োজন ছিল কিন্তু আপনাদের সকলের আগ্রহ ও সমস্যার কথা বিবেচনা করে আমরা গতকালই সাইটটি ‘লাইভ’ করে দিয়েছি। এর ফলে অনেককেই স্বাভাবিক ব্লগিং সুবিধা পেতে কিছুটা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে।

যেহেতু আমরা আমাদের সাইটের বেশ কিছু অংশকে নতুন ভাবে ঢেলে সাজাচ্ছি এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা সংযুক্ত করছি, সেহেতু নিরাপত্তাজনিত কারনে ‘ইমোটিকন’ ফিচার ও যে কোন স্পেশাল ক্যারেক্টারের ব্যবহার সাময়িক ভাবে বন্ধ রেখেছি। উল্লেখ্য যে সকল ড্রাফটকৃত পোস্টের কন্টেন্ট হিসেবে ইমোটিকন বা যে কোন স্পেশাল ক্যারেক্টার থাকবে, সেই সকল পোস্ট সাময়িকভাবে প্রকাশিত এবং আপডেট হবে না। আপনাদের এই সাময়িক অসুবিধার জন্য আমরা আবারও আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। ব্লগের সকল স্বাভাবিক সুবিধা দ্রুত ফিরিয়ে আনার জন্য আমরা কাজ করছি।

যদি আপনাদের মধ্যে কেউ আমাদের সাইটের নিরাপত্তা সংক্রান্ত কোন পরামর্শ দিতে চান বা কোন খুঁত বা ত্রুটি সম্পর্কে জানাতে চান, তাহলে তা সরাসরি আমাদেরকে জানানোর জন্য অনুরোধ করছি। যারা আমাদেরকে এই ধরনের কাজে সাহায্য করবেন, তাদের প্রত্যেকের নাম আমরা পরবর্তীতে প্রকাশ করব। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা হলো, [email protected] অথবা চাইলে আমাদের ফেসবুক পেইজেও যোগাযোগ করতে পারেন। আমাদের অফিসিয়াল ফেসবুক পেইজের ঠিকানা হলোঃ https://www.facebook.com/somewhereinblog

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------

প্রিয় ব্লগার,
আপনারা ইতিমধ্যে জেনেছেন যে, গত ৩রা জুন সন্ধ্যা আনুমানিক ৭ টার দিকে আমরা ব্লগ সার্ভারে বেশ কিছু সমস্যা খুঁজে পাই। প্রাথমিকভাবে সমস্যাগুলোকে খুব একটা গুরুতর মনে না হলেও পরবর্তী অনুসন্ধানে বেশ কিছু ত্রুটি আমাদের চোখে ধরা পড়ে। যেহেতু আমরা আমাদের সার্ভার এবং ব্যবহারকারীদের তথ্যের নিরাপত্তার ব্যাপারটিকে সবচাইতে বেশি গুরুত্ব দিয়ে থাকি তাই নিরাপত্তার স্বার্থে তাৎক্ষনিকভাবে সাইটিকে আমরা সাময়িকভাবে বন্ধ করে দিতে বাধ্য হই এবং তখনই সমস্যাগুলো সমাধানের ব্যাপারে কাজ শুরু করি।

আমাদের আন্তরিক প্রচেষ্টা থাকা স্বত্তেও সার্ভারের সম্ভাব্য সকল ধরনের নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়গুলো পুনরায় পরীক্ষা এবং প্রয়োজনীয় আপডেট করার কাজটি করতে প্রায় ১ সাপ্তাহ সময় প্রয়োজন পড়ে। এই সময়টায় অনেকেই ব্লগে বার বার প্রবেশের চেষ্টা করে ব্যর্থ হয়েছিলেন অথবা বিড়ম্বনার মুখোমুখি হয়েছিলেন, আমরা তাদেরসহ সকলের কাছে এই অনিচ্ছাকৃত দেরীর জন্য দুঃখ প্রকাশ করছি। পাশাপাশি যে কোন সমস্যায় আমাদের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

যদি কেউ ব্লগ ব্যবহার করতে গিয়ে কোন সমস্যার মুখোমুখি হন, তাহলে অনুগ্রহ করে আমাদেরকে নিচের ঠিকানায় মেইল করার অনুরোধ রইল। [email protected]



বিনীত
সামহোয়্যারইন ব্লগ টিম।

মন্তব্য ১৪৯ টি রেটিং +২৪/-০

মন্তব্য (১৪৯) মন্তব্য লিখুন

১| ১০ ই জুন, ২০১৫ বিকাল ৩:৪৫

হাসান মাহবুব বলেছেন: খুশি হৈসি।

২| ১০ ই জুন, ২০১৫ বিকাল ৩:৫৭

কাবিল বলেছেন: এখনও অনেক স্মসসা আছে।

৩| ১০ ই জুন, ২০১৫ বিকাল ৪:০১

মিন্টুর নগর সংবাদ বলেছেন: যাক এইবার একটা ছোট খাটো মিলাত পড়াইয়া দিয়েন ।

৪| ১০ ই জুন, ২০১৫ বিকাল ৪:০৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন:
@কাবিল: আপনার সমস্যাগুলো অনুগ্রহ করে আমাদেরকে মেইল করে জানান। আপনার মেইল পাওয়া মাত্র আমরা সেই বিষয়ে কাজ শুরু করব।

৫| ১০ ই জুন, ২০১৫ বিকাল ৪:২৩

চাঁদগাজী বলেছেন:



অসুবিধা নেই

৬| ১০ ই জুন, ২০১৫ বিকাল ৪:২৬

রাতুলবিডি৪ বলেছেন: গত কয়দিনে প্রথম অনুভব করতে পারলাম, সামুকে কতটা লাইক করি ! অদ্ভুত এক সম্পর্ক !!

৭| ১০ ই জুন, ২০১৫ বিকাল ৪:৩২

সাাজ্জাাদ বলেছেন: onek din por samu ke pelam. happy.

৮| ১০ ই জুন, ২০১৫ বিকাল ৪:৩৪

তেলাপোকা রোমেন বলেছেন: যাক অবশেষে সামু ব্যাক :(

৯| ১০ ই জুন, ২০১৫ বিকাল ৪:৩৯

সাদিকনাফ বলেছেন: আমি আমার লেখা পোষ্ট করতে পারছি না

১০| ১০ ই জুন, ২০১৫ বিকাল ৪:৪৮

রিকি বলেছেন: মন্তব্য করতে গেলে লাল সংকেত আসে :(

১১| ১০ ই জুন, ২০১৫ বিকাল ৪:৫১

অভ্র হাসান আবির বলেছেন: যাক হাঁফ ছেড়ে বাঁচা গেল।

১২| ১০ ই জুন, ২০১৫ বিকাল ৫:০৩

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: সামু আবার চালু হয়েছে , সুখবর।

১৩| ১০ ই জুন, ২০১৫ বিকাল ৫:১২

সাহাদাত উদরাজী বলেছেন: প্রতিদিন কয়েকবার দেখছিলাম, আজ একটু আগে দেখতে পায়ে ভাল লাগলো। সামু বেঁচে থাক অন্তত কাল।

১৪| ১০ ই জুন, ২০১৫ বিকাল ৫:১৯

রাফি বিন তোফা বলেছেন: শুনে খুশি হলাম। আমার আবেদন সামু ব্লগের হলুদ থিমটা বদলে একটু নীল নীল করতে পারবেন?

১৫| ১০ ই জুন, ২০১৫ বিকাল ৫:২৪

প্রামানিক বলেছেন: প্রতিদিনই ঢু মেরেছি, সামু বন্ধ ছিল, সামু আবার চালু হয়েছে, এখন খুব খুশি খুশি লাগছে। সামু কর্তৃপক্ষকে ধন্যবাদ

১৬| ১০ ই জুন, ২০১৫ বিকাল ৫:২৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: রাতুলবিডি৪ বলেছেন: গত কয়দিনে প্রথম অনুভব করতে পারলাম, সামুকে কতটা লাইক করি ! অদ্ভুত এক সম্পর্ক !!

কঠিন সহমত।

আবেগে থই থই কমেন্ট খানা প্রকাশ দিতেই খেয়ে ফেলল বাগে! আর কষ্ট করে লিখতে ইচ্ছে হচ্ছে না। !!!!!!!!!!!!

১৭| ১০ ই জুন, ২০১৫ বিকাল ৫:৪০

তূর্য হাসান বলেছেন: প্রতিদিনই কয়েকবার ঢুকতে চেষ্টা করেছি।
আসলেই গত কয়দিনে প্রথম অনুভব করতে পারলাম, সামুকে কতটা লাইক করি !

১৮| ১০ ই জুন, ২০১৫ বিকাল ৫:৪৯

পুতুল আলতাব বলেছেন: অনেকবার চেষ্টা করেছিলাম ঢুকতে কিন্তু পারিনি। এখন ঢুকতে পেরেছি। তাই আন্তরিক ধন্যবাদ।

১৯| ১০ ই জুন, ২০১৫ বিকাল ৫:৫০

বিদ্রোহী ভৃগু বলেছেন: কমেন্টস করতে গেলে বারবার এরর মেসেজ দিচ্ছে!

বিষয়টা দেখতে পারেন.............

২০| ১০ ই জুন, ২০১৫ বিকাল ৫:৫৩

রাখালছেলে বলেছেন: এত্তদিন কষ্ট হতে হতে ভেবেছিলাম হয়ত আর সামু ফেরত আসবেই না । অবাক হলাম ।

২১| ১০ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৬:১৩

উপপাদ্য বলেছেন: খুবই বিরক্ত হয়েছিলাম। আজো ভাবছিলাম যে হয়তো সাইট অপেন হবেনা। কিন্তু ব্লাগারগন ও স্টিকি পোস্ট দেখে ভালো লাগলো।

ধন্যবাদ

২২| ১০ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৬:১৩

জামাল হোসেন (সেলিম) বলেছেন: কে ঐ ডার্ক এ্যান্জেল? যার পোষ্ট আসার পরেই সমস্যার শুরু? কোত্থেকে এলো, আর কে বা কারা এর পেছনে? আমরা জানতে পারবো কি?

২৩| ১০ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৬:১৯

এন.এ.আনসারী বলেছেন: এখনো অনেক সমস্য এমনকি আগের চেয়ে বেশি সমস্যার সম্মুখিন হচ্ছি

২৪| ১০ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৬:২০

ওবাইদুল্লাহ ওবাইদ বলেছেন: আই লাভ সামু। খুব মিস করেছি। ধন্যবাদ।

২৫| ১০ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৬:২২

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: অনেক বেশী সময় নিয়েছেন। প্রতিদিন ১০ বার করে ট্রাই মারতাম। যাহোক আবার সামু ব্যাক করছে, এটাই অনেক আনন্দের তবে এর পর থেকে এত সময় নিয়েন না। ব্যাক আপ রাইখেন।

২৬| ১০ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৬:৪৩

জামাল হোসেন (সেলিম) বলেছেন: ইমোটিকনের বাটনটা নেই হয়ে গেছে!

২৭| ১০ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৬:৫৬

কামরুন নাহার বীথি বলেছেন: সামুকে শুভেচ্ছা!!!

২৮| ১০ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৭:০৩

মায়াবী রূপকথা বলেছেন: কমেন্ট করবার পর ব্লাঙ্ক পেজ এসে কমেন্ট উধাও হয়ে যাচ্ছে। খুবই বাজে অবস্থ্যা। আর ইমোগুলা কই?

২৯| ১০ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৭:০৩

মায়াবী রূপকথা বলেছেন: এবার হয়নি।

৩০| ১০ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৭:২৯

আমি মিন্টু বলেছেন: পোস্ট দিতে পারি না কিছু কমু না । কেনই বা পুস্ট নেন না তাউ কিছু কমু না ?

৩১| ১০ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৭:৫১

সাদা মনের মানুষ বলেছেন: যাক অবশেষে হাফ ছেড়ে বাঁচলাম

৩২| ১০ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৭:৫৬

মানস চোখ বলেছেন: ফিরতি শুভেচ্ছা :) :)

৩৩| ১০ ই জুন, ২০১৫ রাত ৮:৩০

শতদ্রু একটি নদী... বলেছেন: এখনো পুরাটাই ক্রুটিপুর্নই আছে মনে হয়। সুস্থ্য হোক।

ড্রাফট পোস্ট আবার পোস্ট করা যায়না। কিছু লাইনের বেশি বড় কিছু পোস্ট হয়না। কমেন্ট পোস্ট হয়না। ফিডব্যাক দেয়ার ব্যবস্থ্যা কাজ করেনা। আরো নানা সমস্যা। ডেভেলপারদের উচিত নিজেদেরই পুরা পোস্ট করার ব্যাপারটা নিজেরা বেশ কয়বার শুরু থেকে শেষ করা। এরপর আবার ড্রাফটে নিয়ে আবার পোস্ট করবার চেস্টা করা। অনেক সমস্যা চোখে পরবে, বিস্তারিত এটুকুই...

৩৪| ১০ ই জুন, ২০১৫ রাত ৮:৪১

অপু তানভীর বলেছেন: ইয়ো ইয়ো...
সামু ইজ ব্যাক...। :):):):)

৩৫| ১০ ই জুন, ২০১৫ রাত ৯:০৮

ইমরান আশফাক বলেছেন: এক সপ্তাহ ধরে কাজ করার পর আমাদের ইমোকেশনগুলি কই রাখছেন?

৩৬| ১০ ই জুন, ২০১৫ রাত ৯:০৯

নৈশ শিকারী বলেছেন: অনেক ধন্যবাদ।

৩৭| ১০ ই জুন, ২০১৫ রাত ৯:১৬

না মানুষী জমিন বলেছেন: কি যেন নাই হয়ে গিয়েছিল। খালি খালি লাগছিল।ফিরে পেয়ে দারুন লাগছে। হারাতে চাই না।

৩৮| ১০ ই জুন, ২০১৫ রাত ৯:২৪

Aabid বলেছেন: অবশেষে...
সামু আমার কাছে একটা
নেশা ।
নেশা করতে না পেরে
এতোদিন অস্থির ছিলাম ।
আজ স্বস্তি এলো..।।

৩৯| ১০ ই জুন, ২০১৫ রাত ৯:২৭

পুলক ঢালী বলেছেন: আমি ভাবছিলাম আমার লেপুর সমস্যা অথবা আমার একাউন্ট হ্যাক হয়ে ভূয়া মেসেজ দেখাচ্ছে । এখন দেখছি ঘটনা সত্য । যাক বাবা, সামু চালু হয়েছে এটাই আসল কথা । আন্তরিক ধন্যবাদ সামু টীম ।শুভেচ্ছা রইলো ।

৪০| ১০ ই জুন, ২০১৫ রাত ৯:৩৯

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ইয়েস... দীর্ঘ বিচ্ছেদ দিবস-রজনী শেষে তুমি ফিরে এলে... এই কটা দিন কেমন যে কেটেছে বলে বোঝানো যাবে না। :)

৪১| ১০ ই জুন, ২০১৫ রাত ১০:১০

ফ্‌জলূল করিম বলেছেন: উফ-সামুকে ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললাম।

৪২| ১০ ই জুন, ২০১৫ রাত ১০:১৮

হার্ড নাট বলেছেন: সামহোয়্যার নেশার মত হয়েগেছে। দিনে একবার না ঢুকলে ভাল্লাগেনা।

৪৩| ১০ ই জুন, ২০১৫ রাত ১০:২৪

ওয়াছেকুজ্জামান চৌধুরী বলেছেন: বেশ লম্বা সময়ের পর সামু ফিরে এসেছে। তাই ফিরতি শুভেচ্ছা।

৪৪| ১০ ই জুন, ২০১৫ রাত ১০:৩০

মোঃ ইমরান কবির রুপম বলেছেন: কি যে ভালো লাগছে বলে বোঝাতে পারবো না

৪৫| ১০ ই জুন, ২০১৫ রাত ১০:৩২

ভারসাম্য বলেছেন: আমি ভেবেছিলাম, মোদী নিরাপত্তা সিন্ড্রম। :প

৪৬| ১০ ই জুন, ২০১৫ রাত ১০:৪৬

এস,এম,সুমন বলেছেন: thanks

৪৭| ১০ ই জুন, ২০১৫ রাত ১০:৪৮

মোস্তফা কামাল পলাশ বলেছেন: মনে করেছিলাম হাইকোর্টে একটা রিট করবো সামু কবে খুলে দেওয়া হবে তা জানতে চাইয়া :)

৪৮| ১০ ই জুন, ২০১৫ রাত ১০:৫২

শতদ্রু একটি নদী... বলেছেন: ফিডব্যাক দেয়ার অপশন কাজ করছেনা। আর পোস্টও করতে পারছিনা অল্প একটু বড়ো হলেই, তাই এখানেই সমস্যাগুলো লিখে দেই আবারঃ

১। আগে পোস্ট করা কোন লেখা ড্রাফটে নিয়ে গেলে আবার প্রকাশিত করা যায়না। একটি ফাকা পেজ চলে আসে।
২। অল্প একটু বড় কোন লেখা পোস্ট হয়না।
৩। কমেন্ট মাঝে মাঝেই পোস্ট হয়না।ফাকা পেজ চলে আসে।
৪। ফিডব্যাক দেয়ার ব্যবস্থ্যা কাজ করেনা।
৫। কোন নোটিফিকেশন আসেনা। পুরা নোটিফিকেশন সিস্টেমই মনে হয় কাজ করছেনা। মন্তব্য পেলেও না, প্রতিউত্তরের বেলায়ও না।
৬। ব্লগ প্রোফাইলে সাম্প্রতিক মন্তব্যের অংশ দুটাও আপডেট হচ্ছেনা।
৭। প্রিয় তালিকা এডিট করা যাচ্ছেনা।
৮। কমেন্ট কিংবা পোষ্ট করার জন্য ইমো গুলো দেবার কোন অপশন দেখছিনা আর।
৯। সাম্প্রতিক ব্লগ ভিজিটর লিস্টের তালিকা আপডেট হয়না। কমেন্ট করে গেছে দেকছি, কিন্তু ব্লগ ভিজিটরের লিস্টে নেই।
১০। পোষ্ট ড্রাফটে নেয়া যাচ্ছেনা আর, আর মুছেও ফেলা যাচ্ছেনা (নোটিফিকেশন আসে যে, ইনভ্য্যালিড পোষ্ট আইডি)।

আরো বেশ কিছু সমস্যা আছে, আপাতত এইটুকুই বললাম। ডেভেলপারদের উচিত নিজেদেরই পুরা পোস্ট করার ব্যাপারটা নিজেরা বেশ কয়বার শুরু থেকে শেষ করা। এরপর আবার ড্রাফটে নিয়ে আবার পোস্ট করবার চেস্টা করা। অনেক সমস্যা চোখে পরবে বলেই আমার ধারনা। .

৪৯| ১০ ই জুন, ২০১৫ রাত ১১:৩০

বর্ণিল হিমু বলেছেন: ভাবছিলাম এই জীবনে আর সামুতে ঢোকবার পামু না.....

৫০| ১১ ই জুন, ২০১৫ রাত ১২:০৯

সুমন কর বলেছেন: প্রতিদিনই পিসি-তে বসে প্রথমেই সামুতে ঢোকার চেষ্টা করতাম।

সামু ছাড়া ফাঁকা ফাঁকা লাগে।

৫১| ১১ ই জুন, ২০১৫ রাত ১২:২৭

ইসটুপিড বলেছেন: সার্ভার নিয়ে কমেন্ট করার লোক আমি না। তবে দুইটা পুরান অপশন খুবই মিস করছি, ফিরিয়ে আনলে খুশি হব। আগে ব্লগে ঢুকলে ট্যাবে নিজের নিক বাংলায় দেখতাম (ইসটুপিড-এর বাংলা ব্লগ), নতুন ভার্সনে এখনও ব্লগ আইডি দেখাচ্ছে (istupid -এর বাংলা ব্লগ)। অন্য ব্লগার আইডেন্টিফাই করতে সমস্যা হচ্ছে এভাবে নিকের জায়গায় আইডি দেখানোতে। আরেকটা জিনিষ বিরক্তিকর লাগছে সেটা হল প্রত্যেক পোস্টের নিচে আলোচিত পোস্টের বিশাল লিস্ট। এটা কি রিমুভ করা যায় না? অথবা সাইডে দেয়া যায় না? বেশিরভাগ পোস্টেরই তলা খুজে পাই না এখন।

৫২| ১১ ই জুন, ২০১৫ রাত ১২:৩৯

ইংলা বলেছেন: আপনাদের সাইট কি হ্যাক হয়েছিলো? নাহলে নোটিশবোর্দ থেকে এরকম পোস্ট দেয়া হয়েছিলো কেনো? আপনাদের সাইট কি হ্যাক হয়েছিলো? নাহলে নোটিশবোর্দ থেকে এরকম পোস্ট দেয়া হয়েছিলো কেনো?



ডিলিট করা মূল পোস্টের ক্যাশ - Click This Link

৫৩| ১১ ই জুন, ২০১৫ রাত ১২:৫৩

সচেতনহ্যাপী বলেছেন: কিছুই বলার এবং করার নেই।। এটারই প্রাধান্য।।

৫৪| ১১ ই জুন, ২০১৫ রাত ১২:৫৩

এস কাজী বলেছেন: আমি পোস্ট করতে পারছিনা। পোস্ট করলে বলে আপনার লেখার তথ্য পর্যালোচনা করুন।। ইহা কোন ধরনের সমস্যা???

৫৫| ১১ ই জুন, ২০১৫ রাত ১:০৮

সচেতনহ্যাপী বলেছেন: কোনো কিছুই পোষ্ট হচ্ছে না!!

৫৬| ১১ ই জুন, ২০১৫ রাত ২:৩৭

ছায়েদ শাহ বলেছেন: ধন্যবাদ। তবে সামুর একটা ফেজবুক পেইজ থাকলে ভালো হতো

৫৭| ১১ ই জুন, ২০১৫ সকাল ৭:৩৫

উর্বি বলেছেন: আমাকে দেখাচ্ছে আমি নাকি ব্যান... কিন্তু কেন?? আমার তো সিম্পল ব্লগ

৫৮| ১১ ই জুন, ২০১৫ সকাল ৯:৫৪

সজিবুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ফর ব্যাক

৫৯| ১১ ই জুন, ২০১৫ সকাল ১০:০৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাল লাগছে আবার ফিরে আসায়

৬০| ১১ ই জুন, ২০১৫ সকাল ১০:১২

শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: চলো পালাই!

৬১| ১১ ই জুন, ২০১৫ সকাল ১০:১৮

ইমতিয়াজ ১৩ বলেছেন: ঘটনা যাই হোক, সামু ফিরে এসেছে এটাই বড় কথা। তবে যে কোন সমস্যা আমাদেরকে মেইল করে জানালে আমরা একটা নিচিন্তে থাকতে পারি।


সামুর মঙ্গল হোক।


৬২| ১১ ই জুন, ২০১৫ সকাল ১০:২৮

রিকি বলেছেন: পোস্ট করতে পারছি না--- ড্রাফ্‌ট হিসবেও রাখতে পারছি না কোন পোস্ট---- জটিল বিপদে আছি---- সমাধান প্লিজ!!!! :(

৬৩| ১১ ই জুন, ২০১৫ সকাল ১১:০২

সোহেল মারজুক বলেছেন: সামু ছাড়া তো আমার দিনই চলেনা.....প্রতিদিনের মত আজও ট্রাই করতে যেয়ে আমার চোখতো ছানাবড়া....ফিরে পেয়ে কি যে ভাল লাগছে.....!!

৬৪| ১১ ই জুন, ২০১৫ সকাল ১১:০৯

আনিসুর রহমান এরশাদ বলেছেন: আমি একটা লেখা পোস্ট করতে চাচ্ছিলাম। কিন্তু বারবার দেখাচ্ছে, ‘আপনার অনুরোধটি কার্যকর করা সম্ভব হচ্ছে না, অনুগ্রহ করে তথ্যগুলো পর্যালোচনা করে আবার চেষ্টা করুন।’ এর কারণটা কি জানতে পারি?

৬৫| ১১ ই জুন, ২০১৫ সকাল ১১:৫৪

জনাব মাহাবুব বলেছেন: সামু ফিরেছে কিন্তু অনেক অপশনই হারিয়ে গিয়েছে।

তবুও সামুর ফিরে আসায় ভালো লাগছে।

৬৬| ১১ ই জুন, ২০১৫ দুপুর ১২:০৬

দীপান্বিতা বলেছেন: পোষ্ট দিতে চাইছি, পারছি না..

দেখাচ্ছে ..... :(

৬৭| ১১ ই জুন, ২০১৫ দুপুর ১২:১৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন: সামুতে ঢুকতে পারলেও কোন পোস্ট প্রকাশিত হচ্ছে না!
উত্তরণে কার্যকরী ব্যবস্থা গ্রহণ আবশ্যক।

৬৮| ১১ ই জুন, ২০১৫ দুপুর ২:০৪

শিরোনামহীনভক্ত দিহান বলেছেন: ব্লগের কোনো সমস্যা হলে সেটি ফেসবুক পেইজের মাধ্যমে অন্তত জানানো উচিত।

৬৯| ১১ ই জুন, ২০১৫ দুপুর ২:১৪

আলী আকবার লিটন বলেছেন: এ ভোগান্তির শেষ কবে ??

৭০| ১১ ই জুন, ২০১৫ বিকাল ৪:৩১

এন.এ.আনসারী বলেছেন: গত কয়েকদিন থেকে পোষ্টতো হচ্ছিল না আজ যখন পোষ্ট হয়েছে তখন লেখাটি ১ম পাতায় কিন্তু আসছে না......কেন সামু ভাই?
প্লিজ প্রবলেমটা সলভ করুন........আমি সামুকে খুব মিস করতেছি

৭১| ১১ ই জুন, ২০১৫ বিকাল ৪:৫৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন:
দীপান্বিতাঃ আপনি কি এখনও সমস্যার মুখোমুখি হচ্ছেন?

৭২| ১১ ই জুন, ২০১৫ বিকাল ৫:১৪

নুর ইসলাম রফিক বলেছেন: অনেক মিস করেছি সামুকে।ফিরন্তি শুভেচ্ছে রইলো সামুর প্রতি।
সামুর নিরাপদ,সুস্থ্য সবল,দীর্ঘায়ু কামনা করছি।

৭৩| ১১ ই জুন, ২০১৫ বিকাল ৫:২৭

রমিত বলেছেন: সামুকে ভীষণ মিস করেছিলাম।
সামুর হাত ধরেই তো আমার ব্লগ জীবন শুরু।
সামু আসার পর থেকে পত্র-পত্রিকায় লেখা কমিয়ে দিয়েছিলাম।
সামুর কল্যাণেই অনেকের মধ্যে পরিচয় পেয়েছি, অনেকের সাথে পরিচিত হয়েছি।
সামুর কল্যাণেই অজানা অনেক কিছু জানতে পেরেছি।
সেই সামু হঠাৎ ঘুমিয়ে পড়ায় খুব কষ্ট পেয়েছিলাম।
সামু জেগে ওঠায়, আবার কর্মচাঞ্চল্য ফিরে পেলাম।
ওয়েলকাম ব্যাক সামু।

৭৪| ১১ ই জুন, ২০১৫ বিকাল ৫:৩৯

প্রামানিক বলেছেন: সামু সঞ্চালনার সবাইকে ধন্যবাদ

৭৫| ১১ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৬:০৬

নাফিস ইসলাম বলেছেন: পোষ্ট দিতে পারছি না, সমস্যা ঠিক হবে কবে?

৭৬| ১১ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৬:১৩

নাফিস ইসলাম বলেছেন: ফটোব্লগ তৈরি করছিলাম,৩ বার ট্রাই দিয়ে ফেড আপ হয়ে গেলাম

৭৭| ১১ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৬:৪৩

মোঃ শিলন রেজা বলেছেন: আগের থেকে এখন আরো বেশি সমস্যার মুখোমুখি হচ্ছি। কোনটা রেখে কোনটা অভিযোগ দিবো বুঝতেছি না।

৭৮| ১১ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৬:৪৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ''মেধাবী প্রোগ্রামার''শব্দদ্বয়ের ব্যবহারে আমি চমৎকৃত হলাম ।


সর্বাবস্থায় সামুর সাথে আছি ।

৭৯| ১১ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৬:৫৯

আব্দুল্লাহ সিদ্দিকী বলেছেন: শান্তি পেলুম। বহুদিন পর পাসওয়ার্ড বাইর করতে পারছি।

৮০| ১১ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৭:১০

আমি মিন্টু বলেছেন: পোস্ট এবং মন্তব্য করার সময় ইমো খুজে পাচ্ছি না ।

৮১| ১১ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৭:২১

অপ্রতীয়মান বলেছেন: সমস্যা অনেক, তবে আশা করছি খুব দ্রুতই সমস্যা কাটিয়ে প্রিয় ব্লগ নিজের রূপে ফিরে আসবে :)

৮২| ১১ ই জুন, ২০১৫ রাত ৮:০৬

কোজাগরী চাঁদ বলেছেন: ৭৮. ১১ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৬:৪৪ ০
গিয়াসলিটন বলেছেন: ''মেধাবী প্রোগ্রামার''শব্দদ্বয়ের ব্যবহারে আমি চমৎকৃত হলাম ।


সর্বাবস্থায় সামুর সাথে আছি ।



আমিও চমৎকৃত ও বিস্মিত! মেধা ও মেধাবী কথাটি তখনই যথার্থতা পায় যখন তা মঙ্গলজনক বা ইতিবাচক কাজে প্রয়োগ করা হয়। কোনো নেতিবাচক, ক্ষতিকর মনোবৃত্তি বা চৌর্য্যবৃত্তি সংক্রান্ত কর্মকে মেধা বা মেধাবীর সাথে তুলনা করা বোকামীর সামিল। সামু কর্তৃপক্ষ এই মেধাবী চোর কে কি বাহবা দিচ্ছেন নাকি ভয় পেয়ে প্রশংসার বাণী শুনাইতেছেন তাহা বোধগম্য হইলোনা।

৮৩| ১১ ই জুন, ২০১৫ রাত ৯:৫৩

জুন বলেছেন: এতদিন প্রিয় সামু বন্ধ থাকায় খুবই মর্মাহত ছিলাম । প্রতিদিন কতবার করে যে ঢু মেরেছি তার হিসেব নেই । কাল আবার দেখে খুব ভালোলাগলো । কিছু সমস্যা আছে যা আশা করি দ্রুতই সমাধান হবে আমাদের প্রিয় ব্লগের কারিগরদের দ্বারা।
এখন কথা হলো পুরানো পোষ্ট এডিট করা যায় কি ? আমিতো যতবার লগ হই ততবার এডিট করি । এখন তো সেই বাটনে চাপ দিতে ভয় লাগছে যদি পুরো পোষ্টই উধাও হয়ে যায় ।

৮৪| ১১ ই জুন, ২০১৫ রাত ৯:৫৫

জুন বলেছেন: অবৈধ অনুপ্রবেশকারী
একটা ইমোটিকন মিস করলাম :(

৮৫| ১১ ই জুন, ২০১৫ রাত ৯:৫৮

মাগুর বলেছেন: লাস্ট কয়েকদিনে অসংখ্যবার ব্রাউজারে http://www.somewhereinblog.net/ লিখে এন্টার দেয়ার পর দুঃখিত দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছিলাম! আজও দুঃখিত দেখবো ভেবে স্ক্রিন থেকে মুখ ফিরিয়ে ছিলাম! হঠাৎ সেই চিরচেনা পেইজটা লোড শুরু হয়েছে দেখে আকর্ণ বিস্তৃত হাসিতে মুখ ভরে গেছে!

টেকনিক্যাল বিষয়ে যতটুকু পারি সহায়তা করবো। সামুর সাথে ছিলাম, আছি, থাকবো।

৮৬| ১১ ই জুন, ২০১৫ রাত ১০:১৮

মোঃ ছিদ্দিকুর রহমান বলেছেন: প্রতিদিন একবার সামুতে ডুকে চিন্তা করতাম, আমি মনে হয কোন ভূল করে ফেলেছি, না হয় এমন তো হবার কথা নয়। যখন আবার খুলতে পারলাম মনে হলো, দেহে প্রাণ ফিরে আসলো।

৮৭| ১১ ই জুন, ২০১৫ রাত ১১:৪৩

ব্লগার মাসুদ বলেছেন: অনেক ভয়েছিলাম সামহোয়্যারইন ব্লগ বন্ধ থাকায় । তবে এখনো দেখছি অনেক সমস্যা রয়েগেছে । পোস্ট দিতে পারলাম না ।
আসা রাখছি খুব শিগ্রই সমস্যা গুলো ঠিক হয়ে যাবে ।

৮৮| ১২ ই জুন, ২০১৫ সকাল ৯:৩৬

উর্বি বলেছেন: আমাকে এটা দেখাচ্ছে :(

৮৯| ১২ ই জুন, ২০১৫ সকাল ৯:৪২

আলী আকবার লিটন বলেছেন: সমস্যা আরও বেশি দেখাচ্ছে।।

৯০| ১২ ই জুন, ২০১৫ সকাল ৯:৪৫

আলী আকবার লিটন বলেছেন: এখন বুজলাম সামু কেন বলতে বাধ্য হয়েছে মেধাবী প্রোগ্রামার

৯১| ১২ ই জুন, ২০১৫ সকাল ১১:৫৬

অপু দ্যা গ্রেট বলেছেন: কোন কিছুই পোস্ট হচ্ছে না । শুধু লগ ইন হয় । পোস্ট পড়তে পারছি খালি ।

ফিডব্যাক করা যাচ্ছে না ।

ড্রাফট হচ্ছে না ।

৯২| ১২ ই জুন, ২০১৫ দুপুর ২:০২

ভিটামিন সি বলেছেন: আমরা ব্লগাররা, রিডাররা, কমেন্টাররা কোন ব্লগের বেডরুম, ব্লগরুম, কমেন্টরুম, রেষ্টরুম পাহারা দিবার দায়িত্ব নিবার পারুম না। এই দায়িত্ব সাহারা বেগমকে দেয়া হউক।
তবে ভাল্লাগছে। অসম্ভব মেধাবীরা তাদের খেইল দেখাইছে। ইস!! আমি যদি অসম্ভব মেধাবী হইতে পারতাম, তাইলে দুই দিন পর পর এমুন খেইল দেহাইতাম। দুঃখিত আমি এইরাম অসম্ভব মেধাবী হইবার পারলাম না।

৯৩| ১২ ই জুন, ২০১৫ বিকাল ৩:০০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: যাদের পোস্ট প্রকাশিত হচ্ছে না, তার অনুগ্রহ করে [email protected] এ মেইল করে তাদের পোস্টের কন্টেন্ট, শিরোনাম এবং যদি কোন ট্যাগ থাকে তাহলে তা সহ পাঠানোর জন্য অনুরোধ করছি।

৯৪| ১২ ই জুন, ২০১৫ বিকাল ৩:০৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: মেধাবী শব্দটা ব্যবহার করা হয়েছে কারন আমাদের সাইটের নিরাপত্তা ব্যবস্থাটি যথেষ্ট শক্ত। এর ভেতরে প্রবেশ করা বেশ কষ্ট সাধ্য ব্যাপার। যিনি বা যারা প্রবেশ করেছিলেন এবং পরবর্তীতে আরো প্রবেশের চেষ্টা করেছিলেন, তারা মুলত আমাদের সার্ভারের কিছু ত্রুটিই তুলে ধরতে চেয়েছিলেন, তাই সেই প্রেক্ষাপট থেকেই এই শব্দটি ব্যবহার করা হয়েছে। পাশপাশি আপনাদের মধ্যে যারা এই বিষয়ে ধারনা রাখেন, তাদের চোখেও যদি কোন ত্রুটি ধরা পড়ে সেটাও আমাদেরকে সরাসরি জানানোর অনুরোধ করা হয়েছে।
আমাদেরকে মেইল করার ঠিকানা হলো, [email protected]

আপনাদের সাময়িক এই বিড়ম্বনার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।

৯৫| ১২ ই জুন, ২০১৫ বিকাল ৪:৪৬

মোঃ ইমরান কবির রুপম বলেছেন: আমি আমার পোষ্টে নতুন মন্তব্য বা মন্তব্যের উত্তরে এমন কি কোন কিছুরেই নোটিফেকেশন পাচ্ছি না দয়া করে একটু দেখবেন । ইমেইল ও পাঠাতে পারছি না ফিডব্যাগে

৯৬| ১২ ই জুন, ২০১৫ বিকাল ৪:৫৪

অপু তানভীর বলেছেন: আমার নোটিফিকেশন দেখাইতেছে না! :(

৯৭| ১২ ই জুন, ২০১৫ বিকাল ৫:০৯

নৈশ শিকারী বলেছেন: সামুর কিছু প্রব্লেম এখনো বেশ প্রকট, ঠিক মতো পোস্ট করা যাচ্ছেনা, আগে পোস্টে কমেন্ট করলে নোটিফিকেশন আসতো এখন আসতেছেনা, etc,তাছাড়া স্মার্ট ফোন এবং পিসি ব্যাবহার্কারিরা যে সুবিধা পাচ্ছে, আমরা যারা জাভা অথবা সেমবিয়ান ব্যাবহার করি তারা সেই সুবিধা পাচ্ছিনা। তাই পরিচালক মহোদয়দের কাছে এই ব্যাপারে আপডেট করার অনুরোধ জানাচ্ছি, সামহোয়্যার ইন ব্লগও যেনো ফেসবুকের মতো সার্বজনীন এবং সমান সুবিধা প্রদান করে। (ধন্যবাদ)

৯৮| ১২ ই জুন, ২০১৫ বিকাল ৫:৫৭

দুরন্ত বেদুঈন বলেছেন: আমি পোস্ট করতে পারছিনা। পোস্ট করলে বলে আপনার লেখার তথ্য পর্যালোচনা করুন।।

৯৯| ১২ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৬:০৭

ইচড়ে পাকা পোলা বলেছেন: আমি একজন নিরাপদ ব্লগার কিন্তু আমি কিছু লিখলে সেটি পাবলিশ হচ্ছে না

১০০| ১২ ই জুন, ২০১৫ রাত ১০:০৪

গ্রামের ছোট্র ব্লগার খায়রুল বলেছেন: ব্লগের কোনো সমস্যা হলে সেটি ফেসবুক পেইজের মাধ্যমে অন্তত জানানো উচিত। আর এখন নিয়মিত ব্লগে পোষ্ট করতে পারছি। কোন প্রকার সমস্যা হচ্ছে না। আশাকরি সামু কোন দিন নষ্ট হবে না। ভুলেও নষ্ট হলে আমিও নষ্ট হয়ে যাব। ফেসবুকের চেয়ে সামু আমার কাছে খুব প্রিয়। আপনাদের কে একটু মতামত দিতে চাই .. ফেসবুকের মতো যদি সামুতে চ্যাটিং করা যেত তাহলে অনেক ভালো হতো

১০১| ১২ ই জুন, ২০১৫ রাত ১১:৩২

উর্বি বলেছেন: কিছুই পোস্ট হচ্ছে না ............ পারছি না পোস্ট করতে...............।কেন??????????????

১০২| ১২ ই জুন, ২০১৫ রাত ১১:৩৫

মোস্তফা কামাল পলাশ বলেছেন: পোষ্ট ড্রাফট করে রাখা যায় না কেন?


১০৩| ১২ ই জুন, ২০১৫ রাত ১১:৫০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: @উর্বিঃ আমি দেখতে পাচ্ছি আপনার লাস্ট পোস্ট প্রকাশিত হয়েছে ১২ ই জুন, ২০১৫ রাত ১:০৭ মিনিটে। আপনার অবগতির জন্য আবারও উল্লেখ্য করতে চাই যে, আমরা আমাদের সাইটের বেশ কিছু অংশকে নতুন ভাবে ঢেলে সাজাচ্ছি এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা সংযুক্ত করছি, সেহেতু নিরাপত্তাজনিত কারনে ‘ইমোটিকন’ ফিচার ও যে কোন স্পেশাল ক্যারেক্টারের ব্যবহার সাময়িক ভাবে বন্ধ রেখেছি। উল্লেখ্য যে সকল ড্রাফটকৃত পোস্টের কন্টেন্ট হিসেবে ইমোটিকন বা যে কোন স্পেশাল ক্যারেক্টার থাকবে, সেই সকল পোস্ট সাময়িকভাবে প্রকাশিত এবং আপডেট হবে না।

যদি কোন প্রকার ইমোটিকন বা স্পেশাল ক্যারেক্টার না থাকা স্বত্তেও আপনার পোস্টটি প্রকাশ না হয়, তাহলে অনুগ্রহ করে আমাদেরকে ফিডব্যাকে মেইল করে আপনার পোস্টের শিরোনাম, কন্টেন্ট এবং ট্যাগ লাইন (যদি থাকে) পাঠানোর জন্য অনুগ্রহ করছি।

আপনাদের এই সাময়িক অসুবিধার জন্য আমরা আবারও আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। ব্লগের সকল স্বাভাবিক সুবিধা দ্রুত ফিরিয়ে আনার জন্য আমরা কাজ করছি।

১০৪| ১৩ ই জুন, ২০১৫ রাত ১২:০০

উর্বি বলেছেন: ধন্যবাদ

১০৫| ১৩ ই জুন, ২০১৫ রাত ১২:৩৯

জেন রসি বলেছেন: নোটিফিকেশন দেখাইতেছে না!

১০৬| ১৩ ই জুন, ২০১৫ দুপুর ১২:৩৬

প্রীতম মাঝি বলেছেন: সামু ইজ ব্যাক!!

১০৭| ১৩ ই জুন, ২০১৫ দুপুর ১:৩১

ওয়াছেকুজ্জামান চৌধুরী বলেছেন: সামহোয়্যার ইন ব্লগ টিমের অক্লান্ত প্রচেষ্টায় আমরা আবার সামুকে ফিরে পেয়েছি। তাই আপনাদের জানাই অশেষ মুবারকবাদ। সামু অনন্তকাল বেচেঁ থাকুক সবার হৃদয়ে।

১০৮| ১৩ ই জুন, ২০১৫ দুপুর ২:২১

নাহিদ পারভেজ নয়ন বলেছেন: অনেক ধন্যবাদ, ফিরে আসার জন্য।

১০৯| ১৩ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৭:৫২

বাংলার জমিদার রিফাত বলেছেন: oh cintay chilam

১১০| ১৩ ই জুন, ২০১৫ রাত ১০:০৯

বনমানুষহনুমান বলেছেন: আর যেনো না হয় ।

১১১| ১৩ ই জুন, ২০১৫ রাত ১০:৪৩

আরজু পনি বলেছেন:
সামহোয়্যারইন ব্লগ দীর্ঘজীবন লাভ করুক ।
শুভকামনা রইল ।

১১২| ১৩ ই জুন, ২০১৫ রাত ১১:৪৯

কালের সময় বলেছেন: আমি অবশ্য কোন প্রকার সমস্যা ছাড়াই পোস্ট দিয়েছি ।
ধন্যবাদ সামু ব্লগ ও তার পরিচর্যা করকদের ।

১১৩| ১৪ ই জুন, ২০১৫ দুপুর ১২:০৫

ইখতামিন বলেছেন:

বহুদিন পর লগ ইন করলাম। মাঝে কিছুদিন ব্লগ বন্ধ ছিলো। জানতাম।

এই পোস্টটা পড়ার পর একটা বিষয় খেয়াল করলাম। “আগে লগ ইন না করলে মন্তব্য প্রকাশের ঘর প্রদর্শিত হতো না। কিন্তু এখন লগইন না করেও মন্তব্য প্রকাশের ঘরে লেখা যায়। তবে বিপত্তি হয় তখন, যখন ‘মন্তব্য প্রকাশ করুন’ বাটনে চাপ দেবার পর লগইন করতে বলে। এবং ব্যবহারকারীকে বোকা বানায়। :)

১১৪| ১৪ ই জুন, ২০১৫ দুপুর ১২:২১

মুদ্‌দাকির বলেছেন: আমি ভেবে ছিলাম মোদির জন্য বাধ্যতা মুলক ভাবে বন্ধ, বা কৃচ্ছতা সাধন !!

১১৫| ১৪ ই জুন, ২০১৫ বিকাল ৩:০৯

Nazmus Sakib বলেছেন: এখনো কি সমস্যা আছে?

১১৬| ১৪ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৬:৫৭

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: আমার পেজে কিছু সমস্যা দেখা যাচ্ছে-

সমস্যা ১. আমার পেজে কারা আসছেন সেই লিস্ট-টি আপডেট হচ্ছে না। এমনকি, আমার সাম্প্রতিক ব্লগটি ১৯১ বার পড়া হয়েছে। অথচ। একজনেরও নাম নেই সেইখানে। দু'সপ্তাহ আগে যারা এসেছিলেন এখনও তাদের নাম দেখাচ্ছে।

সমস্যা ২. মন্তব্য ডেলেট করা যাচ্ছে না।

১১৭| ১৪ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৭:৫৬

সুবিধাবঞ্চিত মানুষেরা বলেছেন: আমি ভয় পেয়েছিলাম একারনে যে ' সামু আবার কোন রাজনৈতিক দুর্ঘটনার স্বীকার হলো নাকি?'

১১৮| ১৪ ই জুন, ২০১৫ রাত ১০:৩০

দৃষ্টিসীমানা বলেছেন: আমার লেখা পোষ্ট করতে পারছি না ।আমি ফিরে যেতে চাই আগের সামুতে ।

১১৯| ১৫ ই জুন, ২০১৫ রাত ১:০৮

মু. মিজানুর রহমান মিজান (এম. আর. এম.) বলেছেন: মোবাইলে সাইটটি আগের চেয়ে বেশ আরামদায়ক হয়েছে

১২০| ১৫ ই জুন, ২০১৫ সকাল ৮:২৬

সাদা মনের মানুষ বলেছেন: কিছু অটোড্রাফট্ পোষ্ট ওপেন করতে পারছিনা......এগুলো কি হারিয়ে গেলো?

১২১| ১৫ ই জুন, ২০১৫ সকাল ৯:৩০

সুমন জেবা বলেছেন: ওয়েলকাম ব্যাক ..সামহোয়্যারইন ব্লগ ..

১২২| ১৫ ই জুন, ২০১৫ সকাল ১০:৩৫

জাকির হায়দার বলেছেন: @সাদা মনের মানুষ ফিডব্যাকে মেইল করুন

১২৩| ১৫ ই জুন, ২০১৫ সকাল ১০:৪৩

দীপান্বিতা বলেছেন: ধন্যবাদ সামু ব্লগ........ আমার লেখা পোষ্ট করতে পারছি :)

১২৪| ১৫ ই জুন, ২০১৫ দুপুর ১২:৫১

অনিসাদ রাজেদ বলেছেন: সাথে আছি :)

১২৫| ১৫ ই জুন, ২০১৫ রাত ৮:৪১

মোঃ ইমরান কবির রুপম বলেছেন: আমি আমার নিক টি পরিবর্তন করতে চাই কিরতে হবে ?

১২৬| ১৬ ই জুন, ২০১৫ রাত ২:০৮

আমি তুমি আমরা বলেছেন: নির্বাচিত পাতায় যেতে পারছি না :(

১২৭| ১৬ ই জুন, ২০১৫ দুপুর ১২:৫৪

মিলটন বলেছেন: এইসব সোকল্ড 'মেধাবী প্রোগ্রামাররা তো অনেকদিন ধরেই লেগে আছে।
যাই হোক ব্লগ চলুক তার নিজের গতিতে।
শুভকামনা রইল

১২৮| ১৬ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৬:১৬

সাহাদাত উদরাজী বলেছেন: যাই হোক, এদের জন্য আইন কানুন হচ্ছে, অন্যের সার্ভারে অনুপ্রবেশের জন্য এরা কঠিন শাস্তি পাবে। যাই হোক, আমি এদের জন্য আবশ্য গর্ব করি, দেশ এদের কাজে লাগাতে পারলে খুশি হতাম। কারন এদের জন্য প্রোগ্রাম আরো সুন্দর হচ্ছে।

১২৯| ১৬ ই জুন, ২০১৫ রাত ৯:০৬

প্রামানিক বলেছেন: এতের থেকে সবসময় সতর্ক থাকতে হবে। ব্লগ নষ্ট হোক এটা ব্লগাররা কেউ আশা করে না।

১৩০| ১৭ ই জুন, ২০১৫ সকাল ১১:০৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন: কাল্পনিক_ভালোবাসা ধন্যবাদ আপনাকে মাঝে মাঝে মন্তব্যের উত্তর
দেবার জন্য। সামুতে পূর্বে প্রতি ব্লগারের একটা নিজস্ব আর্কাইভ ছিলো
যেখানে বিভিন্ন ক্যাটাগরীতে লেখা সংরক্ষিত থাকতো। এক ক্লিকে
গল্প, কবিতা, দেখতে পাওয়া যেতো বর্তমানে সেই সুবিধাটা খুব
মিস করছি। তা ছাড়া বর্তমানে কো্ন ক্যাটাগরিতে আমরা লিখছি
তার কোন ক্যাটাগরি নাই। অনুগ্রহ করে পুরনো সেই সুবিধাগুলো
ফিরিয়ে আনুন।

১৩১| ১৭ ই জুন, ২০১৫ রাত ১১:০৩

তাপস কুমার দে বলেছেন: মেধাবীদের দৌড়ে আমরা কি হারিয়ে যাচ্ছি

১৩২| ১৮ ই জুন, ২০১৫ রাত ১২:০১

আমি মিন্টু বলেছেন: আচ্ছা সামুতে কি এখন ইমো কিনতে হয় ? আমার কোন ইমো নেই আমি পোস্টে বা
মন্তব্যে কোন প্রকার ইমো দিতে পারছি না ।

১৩৩| ১৮ ই জুন, ২০১৫ রাত ১:৪৫

রোদেলা বলেছেন: না পড়া মন্তব্য নোটিফিকেশন হচ্ছে কি?

১৩৪| ১৮ ই জুন, ২০১৫ বিকাল ৪:২৩

ইমতিয়াজ ১৩ বলেছেন: গত কয়েকদিনে আজকেই প্রতিউত্তরের নটিফিক্যশান পেলাম।



ব্যানারটা ভাল হয়েছে।


১৩৫| ১৮ ই জুন, ২০১৫ বিকাল ৪:৫২

মুরব্বী বলেছেন: আমি কোন ছবি পোস্ট কারতে পারছি না । দ্রুত সমাধান দিলে ভাল হয়।

১৩৬| ১৮ ই জুন, ২০১৫ রাত ১০:০০

নুসরাত-জাহান বলেছেন: আমিও এমন সমস্যার সম্মুখীন হয়েছি বারবার। আমি ভাবছি এটা হইতোবা আমারই ভুল, যাক তবুও ভালো। আমার কোন ভুল ছিলো না। :)

১৩৭| ১৯ শে জুন, ২০১৫ রাত ১২:৪৯

ব্লগার আয়নাল ভাই ইতি বলেছেন: এই মাত্র আমি পোস্ট দিলাম কোন সমস্যা হলো না ধন্যবাদ সামু ব্লগ কে

১৩৮| ১৯ শে জুন, ২০১৫ বিকাল ৩:১০

রণজিত্‍ কুমার মহন্ত বলেছেন: ই-মেইল এড্রেস পরিবর্তনের কোন ব্যবস্থা নাই কেন? তাছাড়া আমার ব্লগের নামের বানানটাও ঠিক করতে পারছিনা। আমার নামের বানান দেখাচ্ছে রণজিত কিন্তু হবে রণজিৎ

১৩৯| ১৯ শে জুন, ২০১৫ বিকাল ৫:০৭

ঘুড্ডির পাইলট বলেছেন: আগের চাইতে সাইটের স্পিড অসাধারন রকম বাড়ছে বলে মনে হচ্ছে !

ব্লগে ফেরার ইচ্ছাটা প্রবল হচ্ছে :)

১৪০| ২০ শে জুন, ২০১৫ সকাল ১১:৪৭

রুহুল আমিন রায়হান বলেছেন: এখন আমার আর সমস্যা হচ্ছে না।

১৪১| ২৮ শে জুন, ২০১৫ সকাল ৯:৩২

গ্রামের ছোট্র ব্লগার খায়রুল বলেছেন: আজকে আবার আমি সামুত তো কিছু পোষ্ট করতে পাচ্ছি না। সমস্যা টা সমাধান করে দিলে খুশি হব।

১৪২| ৩০ শে জুন, ২০১৫ দুপুর ১২:৫৭

মোঃ ইমরান কবির রুপম বলেছেন: ব্লগ কর্তপক্ষকে ধন্যবাদ , আপনাদের নীতিমালায় আমার পূর্ন অস্তা আছে । আপনারা আমাকে প্রথম পাতায় লেখার অধিকার কেরে নিয়েছেন । তবে অকারনে নয় , অবশ্য ই এর যথার্থ কারন আছে । কারন টা আমি বলছি , কয়েক দিন আগে একটা অনলাইনে খবর দেখলাম , ৩০ জুন ভেঙ্গে পরতে পারে ইন্টারনেট দুনিয়া ! এটি দেখে আমি হতাশ হয়ে যাই । তাই সবাইকে জানার জন্য ব্লগে পোস্ট দেই । আবার গত রাতে পোস্ট দিয়ে সবাইকে স্বরন করে দে ই । এখন দেখছি আমাকে নোটিশ পাঠান হয়েছে । আমাকে মিথ্যা বাদি অহেতুক বলা হয়েছে ! আমি মিথ্যাবাদি ন ই , আগে আমি সূত্র উল্রেখ করিনি এখন বলছি খবর টি জুম বাংলায় দেখেছি । দয়া করে আমাকে মিথ্যা বাদি বলবেন না । যাইহোক , আমাকে কতো দিনের জন্য প্রথম পাতায় লেখা নিষেধ তা কিন্তু বলা হয় নি , দায়া করে জানাবেন ।

১৪৩| ০২ রা আগস্ট, ২০১৫ রাত ৮:৩৩

এম আর ওয়ােজদ চৌধুরী বলেছেন: আমার বিগত কয়েকটা পোস্ট কেউ পড়েনি। কোন কমেন্ট আসেনি।

১৪৪| ১০ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:২৩

সাবু ছেেল বলেছেন: i am failing to block a blogger in samu's new format.please,help me asap.

১৪৫| ১৩ ই আগস্ট, ২০১৫ সকাল ৭:০৪

হাবিবুর অন্তনীল বলেছেন: আমার করা পোষ্টে, উত্তর দিতে পারছি না ৷

১৪৬| ১৩ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:১৬

ডরোথী সুমী বলেছেন: এতো ঘটনা ঘটে গেল অথচ কিছুই জানতে পারলামনা। তাইতো বলি সামু'কে অপরিচিত লাগে কেন। অনেকদিন পর এলে যা হয়.....যাক, সমস্যার সমাধান তাহলে মোটামুটি হয়ে গেছে। অনেক শুভকামনা রইলো সামু'র জন্য।

১৪৭| ০৭ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০৬

৬৮৭ বলেছেন: আমি আপনাদের নতুন ইউজার।জানতে চাই আমার করা পোষ্ঠ দেখা যাচ্চে কি না

১৪৮| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২১

রাজিব হোসেন পানি বলেছেন: আজকে অনেক কষ্টে পোস্ট দিলাম ।

১৪৯| ১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪২

আবু সুজন-পঞ্চগড় বলেছেন:
আমি আপনাদের নতুন
ইউজার,কালই এই ব্লগ এ প্রথম যদিও ২-৩ বছর ধরে ব্লগ এ লিখছি বাট একটা পবলেম হচ্ছে আমার পোষ্ট কেউ পড়ছে না আবার প্রথম পাতা তোও খুজে পাই না.....হেল্প মি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.