![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিগত দিনের সকল পরাজয়, হাহাকার, গ্লানি, সমালোচনা অদম্য শক্তিতে রুপান্তর হয়ে ধরা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের কাছে। আর তাই ২০১৫ সালে এসে বাংলাদেশ যেন ক্রিকেট বিশ্বের এক উদীয়মান ও অপ্রতিরোধ্য শক্তিতে পরিনত হয়েছে। তারই ধারাবাহিকতায় অসাধারণ পেশাদারি মনোভাব প্রদর্শন করে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে পর পর দুই ম্যাচে প্রাধান্য বিস্তার করে পরাজিত করে সিরিজ জিতে নিল বাংলাদেশ। ওয়ানডে র্যািঙ্কিংয়ের দুই নম্বর দলের বিপক্ষে এক ম্যাচ আগেই সিরিজ নিশ্চিত হওয়াটা বাংলাদেশের ক্রিকেটকে নিয়ে গেছে নতুন উচ্চতায়। যার ফলে পাকিস্থানকে সরিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার টিকিট নিশ্চিত করার পাশাপাশি ওয়ানডেতে নিজেদের র্যাং কিং এ উন্নতি ঘটালো বাংলাদেশ। এই ঐতিহাসিক বিজয়ের মাধ্যমেই অর্জিত হলো বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম এক মাইল ফলক।
ভারত টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। ইনিংসের দ্বিতীয় বলেই রোহিত শর্মাকে আউট করে মুস্তাফিজ বুঝিয়ে দেন আজকে দিনটাও যেন তার। তারপর বাকিটা তো ইতিহাস। ভারত ইনিংসের ৪৪তম ওভারে বৃষ্টি নামলে প্রায় দুই ঘণ্টা খেলা বন্ধ থাকে। আবার খেলা শুরু হলে ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ৪৭ ওভারে। কিন্তু ৪৫ ওভারে ২০০ রানে অলআউট হয়ে যায় ভারত। ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য এক রান কমে দাঁড়ায় ২০০ রান। ৩৮ ওভারে ৪ উইকেট হারিয়ে অনায়াসে এই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। উল্লেখ্য, দেশের মাটিতে ওয়ানডেতে এটি মাশরাফি বিন মুর্তজাদের টানা দশম জয়।
এই ঐতিহাসিক সিরিজ জয়ের জন্য টাইগারদেরকে আমরা সামহোয়্যারইন ব্লগের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি বাংলাদেশ ক্রিকেট দল আগামীতেও বিজয়ের এ ধারাবাহিকতা অব্যাহত রাখবে।
বিশেষ কৃতজ্ঞতাঃ .espncricinfo.com
২| ২২ শে জুন, ২০১৫ দুপুর ১:১৬
ডার্ক ম্যান বলেছেন: টাইগারদের জয়রথ চলতেই থাকুক
৩| ২২ শে জুন, ২০১৫ দুপুর ১:১৬
কাবিল বলেছেন: বাংলাদেশের ঐতিহাসিক সিরিজ জয়। এবার প্রস্তুত হও ওয়াশের জন্য।
৪| ২২ শে জুন, ২০১৫ দুপুর ১:৩৫
হাসান মাহবুব বলেছেন: হুররে!
৫| ২২ শে জুন, ২০১৫ দুপুর ২:০৪
মোঃরাশেদুজ্জামান রাশেদ বলেছেন: অভিনন্দন বাংলাদ ক্রিকেট টিম।আগামীতেও আশা করছি এই জয়ের ধারা অব্যহত থাকে।
৬| ২২ শে জুন, ২০১৫ দুপুর ২:২২
ইমতিয়াজ ১৩ বলেছেন: বড় বড় সাফল্যর মধ্যেও কিছু ভুল থেকে যায়, আর সেই ভুল গুলো বের করে সংশোধন করে নিলেই সাফল্যটা পরিণত হয় অভ্যাসে। বলছিলাম তামিমের খেরার ধরণ নিয়ে। এই রকম একটি পরিপাটি ম্যাচে ওরকম করে কেউ ব্যাটিং শুরু করে? কি দরকার ছিল?, এত্তো আগ্রাসী ব্যাটিং করা। যে রকম পিচ ছিল তাতে করে ওনি টিকে থাকলে ওনার নিজের জন্য সর্বোপরি দলের জয় এর রেকর্ডটা হতে পারতো আরো সমৃদ্ধ।
শুভ কামনা এক ঝাক উদীয়মানদের নিয়ে গঠিত কালের অপ্রতিরোধ্য বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য, সাথে সংশ্লিষ্ট সকলের জন্য।
৭| ২২ শে জুন, ২০১৫ দুপুর ২:২৫
লালপরী বলেছেন: অভিনন্দন
৮| ২২ শে জুন, ২০১৫ দুপুর ২:২৬
সৃজন আহমদ বলেছেন: সাবাস বাংলাদেশ । বাঘ যখন জাগে , সবাই তখন ভাগে । আমি গর্বিত, আমি বাঙ্গালী ।
৯| ২২ শে জুন, ২০১৫ বিকাল ৩:০৩
বার রকমের মানুষ বলেছেন: আমরা করব জয় একদিন..............।
১০| ২২ শে জুন, ২০১৫ বিকাল ৩:২৫
নাঈম বলেছেন: দৌঁড়া, বাঘ আইলো
১১| ২২ শে জুন, ২০১৫ বিকাল ৩:৩৩
মামুন হাসান১৩৯৮ বলেছেন:
১০ ওভার বল করিয়ে বাট করতে দিলি না ।
১২| ২২ শে জুন, ২০১৫ বিকাল ৪:১৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সবাস মুস্তাফিজ.
সবাস মুস্তাফিজ.
১৩| ২২ শে জুন, ২০১৫ বিকাল ৪:৫৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: আকাশ বাতাস চীরে
একটাই জয়ধ্বনি...
বাংলা দেশ, বাংলাদেশ
১৪| ২২ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৬:৩২
আমি মিন্টু বলেছেন: অভিনন্দন বাংলাদেশের দেশী টাইগারদের ভারতের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ে এবং ভারতকে ঐতিহাসি
বাংলা বাঁশ ধরিয়ে দেওয়ায় ।
১৫| ২২ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৬:৪৫
বিদ্যুৎ বলেছেন: অভিনন্দন, অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট দল। বাংলাদেশ - শুধুই সামনে তাকানোর সময়।
১৬| ২২ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৬:৪৭
সুমন কর বলেছেন: সাবাশ, বাংলাদেশ !!!! এগিয়ে চলো।
১৭| ২২ শে জুন, ২০১৫ রাত ৮:১৯
মুদ্দাকির বলেছেন:
হুররে
১৮| ২২ শে জুন, ২০১৫ রাত ৯:২২
কামরুন নাহার বীথি বলেছেন:
অভিনন্দন বাংলাদেশ দলকে!!!
১৯| ২২ শে জুন, ২০১৫ রাত ১০:২৫
পরিবেশ বন্ধু বলেছেন: অভিনন্দন বাঘের জাতি ।। এগিয়ে যাও বাংলাদেশ
বিশ্ব দেখুক বাঙ্গালীদের বিজয় উল্লাস উচ্চ কেশ ।
২০| ২৩ শে জুন, ২০১৫ রাত ১২:৪৬
বাংলার জামিনদার বলেছেন: কলিজা ঠান্ডা করা এবং জিব্বায় জ্বল আনার মত জয়।
২১| ২৩ শে জুন, ২০১৫ রাত ২:৪৯
সচেতনহ্যাপী বলেছেন: একেই বোধহয় বলে , সত্যিকারের পথ চলা।। ধারাবাহিকতা সুন্দর।।
২২| ২৩ শে জুন, ২০১৫ সকাল ১০:০৯
অঝোরে কষ্ট বলেছেন: অভিনন্দন বাংলাদেশ
২৩| ২৩ শে জুন, ২০১৫ সকাল ১১:৫৩
সাদা মনের মানুষ বলেছেন: অভিনন্দন বাংলাদেশ
২৪| ২৩ শে জুন, ২০১৫ বিকাল ৩:১৮
তানভী৯৬ বলেছেন:
২৫| ২৭ শে জুন, ২০১৫ ভোর ৪:১৫
নতুন ভোর বলেছেন: বেশি ভুমিকা না করে আমি সংক্ষেপে বলে দিতে চাই কিভাবে তা পারবেন।
১। এখানে ক্লিক করুন, সব তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করে নিন
২। তারপর email inbox এ গিয়ে লিংক আ ক্লিক করে ভ্যালিড করুন
৩। এখন start surfing প্রতিদিন ১০ টি এড ও ১০ টি ভেলিডেশন আড দেখুন
। এড ভ্যালিড পেতে একেকটা ক্লিক এ যে ২ টি ছবি একই রকম দেখতে তার মধ্যেে যেটি বড় সেটিতে ক্লিক করবেন তারপর ড্যাসবোর্ড এ যান ও ০.০১, ০.০২ value এর এডগুলো দেখুন।
দিনে ৩ বার এড দেয় এখানে, সকাল, দুপুর ১২ টার পর, বিকাল ৫ টার পর।
যদি বাংলা না দেখতে পান তবে এখানে চিত্র এর লেখা দেখুন
মনে রাখবেন --------------------্---------
১। এই সাইট এ রেফারাল ছাড়া রেজিস্টার করা যায়না, হয় আমার, না হয় কারো রেফারাল এ আপ্নাকে যেতে হবে। যেহেতু আমি এাটা জানালাম তাই এই লিংকে আসুন CLICK HERE - এটা আমার রেফারাল লিংক
২। এখানে রেফারাল এর ১০০% ক্লিক বোনাস তাই আপনি প্রতিদিন নিজের
০.০১ ০.০২ মিলে ১০ টি এড দেখে ০.১০ পাবেন । আর ১ টি রেফারাল থাকলে আপনার আয় দিগুন। যদি ১০ টি রেফারাল বানাতে পারেন তবে দিনে ১ ডলার। এবং ১০০ রেফারাল থাকলে দিনে ১০ ডলার, মাসে ৩০০ ডলার।
*** টাকা আনার উপায়--- paypal and payza ।
২৬| ২৩ শে মার্চ, ২০১৬ রাত ১১:৫৯
চন্দন মূখারজী বলেছেন: আমার দেশ আজ জিতেছে , বাংলাদেশ ও ভাল খেলেছে আমরা খেলাটাকে উপভোগ করেছি।
২৭| ০৮ ই অক্টোবর, ২০২৫ সকাল ১১:০৮
Kyla Ellis বলেছেন: What a fabulous post this has been. Never seen this kind of useful post. I am grateful to you and expect more number of posts like these. Thank you very much. https://www.myaarpmedicare.com.co
©somewhere in net ltd.
১|
২২ শে জুন, ২০১৫ দুপুর ১:১৫
ছাসা ডোনার বলেছেন: ঐ দিন আর বেশী দেরী নাই যেদিন বাংলার টাইগারদের হাতে আসবে বিশ্বকাপের ট্রফি। সাবাস টাইগার এগিয়ে যাও বাংলার মানুষ আছে তোমাদের সাথে!!!!!!!!