নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশে খেলতে আসার ব্যাপারে অনাগ্রহ প্রকাশ করে সাউথ আফ্রিকান ফাস্ট বোলার ডেইল স্টেইন বলেছিলেন, তার ক্যারিয়ারের যে কয়টি বল বাকি আছে বাংলাদেশের বিপক্ষে খেলে তা তিনি অপচয় করতে চান না। কাগজে কলমে হোক কিংবা মাঠের লড়াইয়ের পরিসংখ্যানের বিচারে, সাউথ আফ্রিকা বাংলাদেশের চাইতে অনেক বেশি শক্তিশালী দল, তাই এই ব্যাপারে খুব একটা পাল্টা জবাব দেয়া যাচ্ছিল না। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, ডেইল স্টেইনের সেই সাউথ আফ্রিকার বিরুদ্ধে কি দূর্দান্ত প্রতাপের সাথে সিরিজ জিতলো বাংলাদেশ। যে উইকেটে দক্ষিণ আফ্রিকার রান তুলতে হাঁসফাঁস, সেখানে বাংলাদেশ ওভারে ছয়ের ওপর রান করে জিতে নিল ম্যাচটি আর বল বাকি রইল ৮৩টি। এখন কেউ যদি ডেইল স্টেইনকে এই ৮৩টি বল উপহার দিতে চায়, জানি না তিনি খুশি হবেন নাকি বিব্রত হবেন।
যাইহোক, বৃষ্টি বিঘ্নিত এই তৃতীয় ও শেষ ওয়ানডেতে ম্যাচের দৈর্ঘ্য দাঁড়াও ৪০ ওভার। সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেনদের দাপুটে বোলিংয়ে ৯ উইকেটে ১৬৮ রান করে দক্ষিণ আফ্রিকা। জেতার জন্য এই ছোট লক্ষ্যকে আরো ছোটতে পরিনত করে দুই উদ্বোধনী ব্যাটসম্যান সৌম্য সরকার ও তামিম ইকবালের দাপুটে ব্যাটিং। ফলাফল ২৬.১ ওভারেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জিতে নিল স্বাগতিকরা।
এই ম্যাচে আরো প্রাপ্তি হলো সাকিব আল হাসান ওয়ানডেতে ৪ হাজার রান ও ২০০ উইকেটের ‘ডাবল’ রেকর্ডের মাইলফলক তৈরী করেছেন। ওয়ানডে ইতিহাসে সবচেয়ে কম ম্যাচ খেলে এই কীর্তি ছুঁলেন সাকিব! সাকিবের পাশাপাশি অধিনায়ক মাশরাফিও এই ম্যাচে তার ক্যারিয়ারের ২০০ তম উইকেট সংগ্রহ করেন।
বিজয়ের এই মুহুর্তে বাংলাদেশ ক্রিকেট দলকে সামহোয়্যারইন ব্লগের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তাদের প্রতি কৃতজ্ঞতা শত সমস্যার মাঝেও ১৬ কোটি মানুষকে একটু নির্ভার হাসির উপলক্ষ করে দেয়ার জন্য
ছবি সুত্রঃ ইএসপিএন ক্রিকইনফো।
২| ১৬ ই জুলাই, ২০১৫ রাত ১২:৪১
মেধাহীন মেধাবী বলেছেন: প্রচন্ড ভালোবাসা ওদের জন্য।
৩| ১৬ ই জুলাই, ২০১৫ রাত ১:০৮
সচেতনহ্যাপী বলেছেন: প্রানঢালা শুভেচ্ছা ও অভিনন্দন রইলো দলের প্রতি।।
৪| ১৬ ই জুলাই, ২০১৫ রাত ১:৪৮
মুসাফির... বলেছেন: তাদের প্রতি কৃতজ্ঞতা শত সমস্যার মাঝেও ১৬ কোটি মানুষকে একটু নির্ভার হাসির উপলক্ষ করে দেয়ার জন্য।
৫| ১৬ ই জুলাই, ২০১৫ রাত ২:০৯
বাংলার জামিনদার বলেছেন: এটা আমাদের ঈদ বোনাস হিসাবে নেবো। আর কতলোক তো কতো কথাই বললো, আমরা এসব হিসাবে নেওয়া বাদ দিছি। এখন আমাদের ষ্টাইল হচ্ছে, মাইর হবে, মাগার সাউন্ড হবেনা।
৭| ১৬ ই জুলাই, ২০১৫ সকাল ৮:০২
না মানুষী জমিন বলেছেন: দেশে এখন একটাই সরকার। শুধুই সৌম্য সরকার।
৮| ১৬ ই জুলাই, ২০১৫ সকাল ৮:৫৯
আলী আকবার লিটন বলেছেন: এগিয়ে যাও বাংলাদেশ ক্রিকেট টিম । শুভ কামনা রইল...
৯| ১৬ ই জুলাই, ২০১৫ সকাল ১০:২৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: অসাধারন!!!
যেন ম্যাজিক ক্রিকেট ! যাদুর মতোই বিস্ময়ের ঘোরে খোদ হাশিম আমলাও বোধকরি!!!
যেমন বোলিং তেমন দাপুটে ব্যাটিং- আরেকটু হলেতো দারুন অসাধারন ১০ উইকেটের রেকর্ডই হয়ে যাচ্ছিল!!!!
ব্রাভো! কংগ্রেটস... কিপ ইট আপ!!!! ঈদ মোবারক সব্বাইকে!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
১০| ১৬ ই জুলাই, ২০১৫ সকাল ১০:৩২
বেসিক আলী বলেছেন: The polite Government = সৌম্য সরকার
১১| ১৬ ই জুলাই, ২০১৫ সকাল ১১:০৩
কাবিল বলেছেন: প্রানঢালা শুভেচ্ছা রইল বাংলাদেশ ক্রিকেট টিমকে।
১২| ১৬ ই জুলাই, ২০১৫ সকাল ১১:০৯
লেখোয়াড়. বলেছেন:
এখন শুধু এগিয়ে যাওয়ার পালা।
বিস্ময়কর!!
১৩| ১৬ ই জুলাই, ২০১৫ সকাল ১১:১৫
নাজমুল হাসান মজুমদার বলেছেন: আরও কয়েক টা সিরিজ জেতা দেখতে চাই । ।
১৪| ১৬ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:১৭
ইখতামিন বলেছেন: অভিনন্দন টু দ্য টাইগার্স
আমি তো ভাবছি সেদিনের কথা, যেদিন আমরা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জয়ের আনন্দে বাংলাদেশের পথে পথে বিজয় মিছিল বের করবো।
এগিয়ে যাও
১৫| ১৬ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:৩৮
শাহরিয়ার নীল বলেছেন: শুভকামনা আগামিদিনের জন্য।
১৬| ১৬ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:৪৮
নৈশ শিকারী বলেছেন: শুভ কামনা রইলো বাংলাদেশ ক্রিকেট টিমের প্রতি।
১৭| ১৬ ই জুলাই, ২০১৫ দুপুর ১:৫০
খায়রুল ইসলাম নাদিম বলেছেন: দক্ষিণ আফ্রিকা টিমকে সামুর পক্ষ থেকে "ঈদ মোবারক" দেন
১৮| ১৬ ই জুলাই, ২০১৫ দুপুর ২:১১
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: "আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তাদের প্রতি কৃতজ্ঞতা শত সমস্যার মাঝেও ১৬ কোটি মানুষকে একটু নির্ভার হাসির উপলক্ষ করে দেয়ার জন্য"- সহমত।
১৯| ১৬ ই জুলাই, ২০১৫ দুপুর ২:৪৪
সঞ্জয় নিপু বলেছেন: অনেক অনেক অভিনন্দন বাংলাদেশ টিম কে।
২০| ১৬ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:২২
ছাসা ডোনার বলেছেন: সত্যিই বাংলার টাইগারদের তুলনা হয় না। তাদের জানাই আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা। প্রানঢালা দোয়া রইল সবার জন্য । আরও তাদের জানাই ঈদের অগ্রিম শুভেচ্ছা।
২১| ১৬ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:২৭
বেদনার বালুচরে বলেছেন: মনপ্রান জুগিয়ে যায় এরকম খেলা দেখে। এখন বাংলাদেশ বিশ্বকাপ অর্জন করার প্রত্যাশা করতেই পারে।
২২| ১৬ ই জুলাই, ২০১৫ রাত ১১:২৩
মুদ্দাকির বলেছেন:
i am impressed
২৩| ১৭ ই জুলাই, ২০১৫ রাত ১২:৩১
ইফতেখার ভূইয়া বলেছেন: অভিনন্দন টাইগারসদের আর সকল ক্রিকেটপ্রেমীদের।
২৪| ২০ শে জুলাই, ২০১৫ সকাল ১০:৪৮
ইমতিয়াজ ১৩ বলেছেন: ব্যক্তিগত ব্যস্ততার করনে সঠিক সময়ে বাংলাদেশ দলকে অভিনন্দন জানাতে না পেরে দু:খিত।
শুভ কামনা বাংলাদেশ দল সংশ্লিষ্ট সকলকে।
©somewhere in net ltd.
১| ১৬ ই জুলাই, ২০১৫ রাত ১২:৩১
সুমন কর বলেছেন: বাংলাদেশ ক্রিকেট দলের প্রতিটি সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন।
সাবাশ বাংলাদেশ।