নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রিয় ব্লগার,
শুভেচ্ছা নিন। আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি অনেকেই প্রথম পাতায় পোস্ট প্রকাশের সুবিধাটির অপব্যবহার করে বিভিন্ন সময়ে বিজ্ঞাপন, স্প্যামিং এবং মুল লেখকের নাম উল্লেখ্য না করে কপি পেস্ট পোস্ট প্রকাশ করছেন। এছাড়া আমরা দেখতে পাচ্ছি অনেকেই একটি পোস্ট লেখার পর পোস্টের শেষে তার ব্যক্তিগত ব্লগ, ফেসবুক, ফেসবুক পেইজ, ব্যক্তিগত প্রতিষ্ঠান এবং মোবাইল নাম্বার সংযুক্ত করছেন যা সম্পূর্ণ ব্লগ নীতিমালা পরিপন্থী। তাছাড়া অনেক সময় বিভিন্ন ব্যক্তিগত ব্লগ সাইট সহ অন্যান্য লিংকে ক্লিক করে ব্যবহারকারীরা কম্পিউটার ভাইরাস আক্রমণের শিকার হচ্ছেন বলে আমরা অভিযোগ পেয়েছি। ফলে নিরাপত্তার খাতিরে এই বিষয়টিতে আমরা নিয়ন্ত্রণ আরোপ করছি। সকলের বুঝার সুবিধার্থে আমরা আবারো জানাতে চাই যে, যদি কোন ব্লগার বিভিন্ন বই, ওয়েবসাইট, ব্লগ ও সংবাদমাধ্যম ইত্যাদি থেকে তথ্য সুবিধা নিয়ে কোন লেখা প্রস্তুত করেন, তাহলে রেফারেন্স হিসেবে সেখানে তিনি সংশ্লিষ্ট বই, ওয়েবসাইট, ব্লগ ও সংবাদমাধ্যমের নামগুলো এবং ক্ষেত্র বিশেষে মূল লেখকের নাম রেফারেন্স হিসেবে উল্লেখ্য করতে পারেন। এছাড়া জাতীয় বা আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ কোন সংবাদ যা মানুষ জানলে উপকৃত হবে এমন কোন তথ্য বা সংবাদ যদি কোন গণমাধ্যম, ব্লগ বা সামাজিক মাধ্যমে প্রকাশিত হয় তাহলে সঠিক সূত্র উল্লেখ্য করে সেই পোস্টটি ব্লগে শেয়ার করা যেতে পারে। এই ক্ষেত্রে ব্লগ টিম সংবাদটির গুরুত্ব বুঝে তা প্রথম পাতায় রাখা হবে কিনা তা নির্ধারণ করবে। এছাড়া কোন পোস্টে যদি অন্য কোন ওয়েবসাইটের লিংক দেয়ার প্রয়োজন পড়ে তাহলে বিষয়টি যদি পোস্টের বিষয়বস্তুর সাথে প্রাসঙ্গিক থাকে তাহলে তা অনুমোদন করা হবে। এছাড়া অন্য যে কোন ধরনের লিংক পোস্টে সংযুক্ত থাকলে তা অনুমোদনহীন বিজ্ঞাপন হিসেবে চিহ্নিত করে সরিয়ে দেয়া হবে।
ব্লগ প্লাটফর্মে যদি কেউ বিজ্ঞাপন প্রদান করতে চান, তার জন্য একটি নির্দিষ্ট নীতিমালা আছে, সবাইকে সেই নীতিমালা অনুসরণ করতে হবে। বিজ্ঞাপন সংক্রান্ত ব্যাপারে জানতে চেয়ে আমাদেরকে মেইল করতে পারেন [email protected] অথবা [email protected] এই ঠিকানাতে।
আপনারা সকলেই জানেন, বিভিন্ন ব্লগারদের লেখা সিনেমা, বই ও সফটওয়্যার রিভিউ সামহোয়্যারইন ব্লগের অন্যতম সেরা আকর্ষণ। পাঠকরা অনেক প্রয়োজনীয় সফটওয়্যার, সিনেমা ও বই সম্পর্কে এখান থেকে জানতে পারেন। সম্প্রতি আমরা লক্ষ্য করেছি অনেকেই বিভিন্ন রিভিউতে টরেন্ট লিংক দেয়ার নাম করে ক্ষতিকর বিভিন্ন সাইটের লিংক সংযুক্ত করছেন যা ব্যবহারকারীদের নিরাপত্তার জন্য হুমকি স্বরুপ হতে পারে। সম্প্রতি পাইরেটেড সফটওয়্যার ব্যবহার না করা নিয়ে বিশ্বজুড়ে সচেতনতা সৃষ্টি হয়েছে এবং বিভিন্ন সিনেমার স্বত্বাধিকার প্রতিষ্ঠান থেকেও পাইরেটেড লিংক সরবরাহ না করার জন্য অনুরোধ/অভিযোগ আমরা পেয়েছি। তাই বর্তমানে আমরা যে কোন ধরনের টরেন্ট লিংক পোস্টে সংযুক্ত করাকে অনুমোদন করছি না। তবে যদি কোন মুভি প্রয়োজক প্রতিষ্ঠান তাদের নিজেদের ওয়েবসাইটে মুভিটি ডাউনলোডের কোন লিংক সরবরাহ করেন বা কোন মুক্ত সফটওয়্যারের যদি অনুমোদিত কোন ডাউনলোড লিংক থাকে তাহলে তা পোস্টে সংযুক্ত করা যেতে পারে।
ব্লগের নতুন ভার্সনে ‘আলোচিত ব্লগ’ নামে একটি নতুন বিভাগ সংযোজন করা হয়েছে। আমরা লক্ষ্য করেছি এই নতুন বিভাগটি নিয়ে সম্প্রতি কিছুটা বিভ্রান্তি তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন নির্বাচিত পাতার মত আলোচিত ব্লগের লেখাগুলো ব্লগটিম দ্বারা নির্বাচিত হচ্ছে। তাই বিষয়টি সম্পর্কে সকলকে স্বচ্ছ ধারনা দেয়ার জন্য ‘আলোচিত ব্লগ’ বিভাগের কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরছি।
সারাদিন যে পোস্টগুলোতে ব্লগাররা মন্তব্য ও পাঠক হিসেবে দিনের অন্য পোস্টগুলোর চাইতে তুলনামুলকভাবে বেশি অংশগ্রহণ করেন, সেই পোস্টগুলো আলোচিত ব্লগে স্থান পায়। এই বিভাগে স্থান পাওয়া লেখাগুলো ২৪ ঘণ্টার মধ্যে সবচেয়ে বেশি পাঠকপ্রিয়তা, সবচেয়ে বেশি মন্তব্য এবং সবচেয়ে বেশি লাইক পাওয়ার উপর ভিত্তি করে স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত হয়। এটা একটি স্বয়ংক্রিয় ব্যবস্থা, যেখানে সরাসরি আমাদের কোন ভূমিকা নেই। যদি কোন পোস্ট নেতিবাচকভাবে আলোচিত ব্লগে অবস্থান করে এবং যদি পরবর্তীতে দেখা যায় পোস্টটির বিষয়বস্তু ব্লগনীতিমালার সাথে সাংঘর্ষিক তখন সেই পোস্টটি আমরা সরিয়ে ফেলতে পারি।
সবাই অনেক ভালো থাকুন। শুভেচ্ছা রইল।
বিনীত
সামহোয়্যারইন ব্লগ টিম।
২| ৩১ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:৫৫
ছটিক মাহমুদ বলেছেন: “লগ প্লাটফর্মে যদি কেউ বিজ্ঞাপন প্রদান করতে চান, তার জন্য একটি নির্দিষ্ট নীতিমালা আছে, সবাইকে সেই নীতিমালা অনুসরণ করতে হবে। বিজ্ঞাপন সংক্রান্ত ব্যাপারে জানতে চেয়ে আমাদেরকে মেইল করতে পারেন [email protected] অথবা [email protected] এই ঠিকানাতে।” ---সকল নীতিমালা ব্লগে স্হির করে রাখলেইতো হয়।
৩| ৩১ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:৫৬
বিএম বরকতউল্লাহ বলেছেন: স্বচ্ছ ধারনা দেয়ার জন্য ধন্যবাদ।
৪| ৩১ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:৫৭
রিক্তের রোদন বলেছেন: ধন্যবাদ ৷ অনেক কিছু স্পষ্ট হল ৷
৫| ৩১ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:০০
লেখোয়াড়. বলেছেন: ??
৬| ৩১ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:০০
কাবিল বলেছেন: যাহা ধারনা করেছিলাম তাহাই হইছে। ধন্যবাদ সামুকে ধারনাটা স্বচ্ছ করার জন্য।
৭| ৩১ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:০১
লেখোয়াড়. বলেছেন: পোস্টের মাধ্যমে অনেক কিছুই ব্লগারদের কাছে ক্লিয়ার হবে
পোস্টের মাধ্যমে অনেক কিছুই ব্লগারদের কাছে ক্লিয়ার হবে
৮| ৩১ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:২৮
আল ইমরান বলেছেন: এযাবৎ অনেক ব্লগই ব্লগস্ফিয়ারে এসেছে আবার চলেও গেছে বা এখন আর কেউ সেগুলো ব্যবহার করে না। কিন্তু সামু এখনও টিকে আছে শুধু এডমিনের সচেতনতার কারনেই। মডারেটর, এডমিন সহ সামুর পুরো টিমকে ধন্যবাদ।
৯| ৩১ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:৪১
মোঃ ইমরান কবির রুপম বলেছেন: প্রিয় সামুকে অনেক ধন্যবাদ
১০| ৩১ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:৫১
কালনী নদী বলেছেন: নীয়মগুলা কঠিন মনে হলেও ঠিকমত মানলে পরিবেশটা আরো সু-সৃঙ্খল হবে যা আমাদের সবার জন্যই ভালো । কতৃপক্ষের এই সচেতন দৃষ্টির জন্য সাধুবাদ ।
১১| ৩১ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:১২
আমি মিন্টু বলেছেন: সবই শিক্ষার অভাব ।
সারাবছর লেখা পড়া না করে আড্ডা মারা আর পরিক্ষার হলে নকল করা । কপি পুস্ট তারই একটি প্রতিফলন ।
আর সাথে আছে আইলসামি । অন্যের লেখা দিয়ে যদি সব হয়ে যায় তাহলে আর কষ্ট করে নিজের লেখার
ধরকার কি ।
আর কিছু দোষ আছে ব্লগ মডারেট ভাইদেরও আবার বিবেচনা করলে দেখা যাবে তারাও একটু বেশি পরিশ্রম করে বলে প্রায় সময় নাকে খাঁটি তৈল দিয়া ঘুমায় । তাই তাদের জন্য সপ্তাহিক ছুটির ব্যবস্থা সাথে একজন ছুটিতে থাকলে তার পরিবর্তে আরেকজনকে ডিউটিতে বহাল থাকতে হবে ।
যাই হোক আলোচনাপাতা নিয়ে আমার কুন মাথা গরম নাই ।
আমার মাথা চুলকায় নির্বাচিত পাতা নিয়ে । আমার কুন লেখাই নির্বাচিত পাতায় যায় না ।
ভালই লেখছেন ধন্যবাদ । শুভ বিকেল । দেইখেন আমার কথাগুলো মানে আমার এই মন্তব্যের জন্য যেন আবার আমাকে ব্যন না করা হয় ।
১২| ৩১ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:২০
শুভকবি বলেছেন: এই বিষয়গুলো আরও আগেই আলোকপাত করা উচিৎ ছিল। যাই হোক,লেট ইজ ব্যাটার দ্যান নেভার
১৩| ৩১ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:২০
সুমন কর বলেছেন: চমৎকার পোস্ট। এ পোস্টের মাধ্যমে সকল ব্লগারের ভুল ধারনা দূর হবে।
১৪| ৩১ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:৫০
টেক সমাধান বলেছেন: ব্লগে নতুন হিসেবে দুয়েকটা খটকা ছিল - দূর করার জন্য থ্যাংকস!
‘আলোচিত ব্লগ’ খুঁজে পাইনি যদিও :-(
১৫| ৩১ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:৫১
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ এই প্রয়োজনীয় তথ্যগুলো অবহিত করে পোস্ট দেয়ার জন্য। +++
১৬| ৩১ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:৫৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ, সতর্কতামূলক ব্যবস্থা নেয়ায়!
এইরকম এক লিংকে ক্লিক করে একবার আমার পুরা উইনডোজ সেটাআপ দিতে হয়েছিল!!!
সামু হোক পরিচ্ছন্ন! থাকুক এমনি সকলের মিলনমেলায় আলোকিত হয়ে, উন্মুক্ত মতামতের মাধ্যমে অন্ধকারে পথের দিশা দিতে থাকুক লাইট হাউজের মতো
১৭| ৩১ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:৫৮
জরীফ উদ্দীন বলেছেন:
ধন্যবাদ গুরুত্বপূর্ণ পোস্টটি শেয়ার করার জন্য
১৮| ৩১ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:২৮
সাদা মনের মানুষ বলেছেন: শুভ ব্লগিং
১৯| ৩১ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:২৯
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: Hi... Samu!
২০| ৩১ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:৪৬
মেহবুবা বলেছেন: ধন্যবাদ এসব তথ্য তুলে ধরবার জন্য। বিজ্ঞাপনের আধিক্য কি কমানো যায় না ?
২১| ৩১ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:১০
হাবিবুর রহমান জুয়েল বলেছেন: ধন্যবাদ সচেতন করে দেয়ার জন্য...
২২| ৩১ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:১৫
দীপংকর চক্রবর্ত্তী বলেছেন: হুমমমমমমমমম....
বুঝলাম ব্যাপারটা।
লিংকগুলার ব্যাপারে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য ধন্যবাদ মডুদের।।
শুভ ব্লগিং!!!!
২৩| ৩১ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:২৩
এক নিরুদ্দেশ পথিক বলেছেন: এসব দ্রুতই বন্ধ হবে বলে মনে হচ্ছে না, রেভেনিঊ প্রদান সাপেক্ষে সেলফ পাবলিসিটি কিংবা পেইড বিজ্ঞাপনী প্রচার এর যে ধারা সেটা আমাদের কালচারে কম। ফ্রি রিসোর্স এর ইউজ চায় অনেকেই।
মাঝে মাঝে এই ধরনের নোটিশ স্বল্প সময়ের জন্য দৃষ্টি আকর্শনে আনুন। নতুন এবং অসচেতন ব্লগারদের এডুকেট করাও মডারেটরদের কাজ।
ব্লগ সেন্স গড়তে আন্তরিক ভাবে পার্সোনাল কমুনিকেশনও করতে পারেন। অনেক ধন্যবাদ।
২৪| ৩১ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:২৭
পলাশমিঞা বলেছেন: আরো কড়াকড়ি করতে হবে!
যারা বাড়াবাড়ি করবে তাদের মাথায় বাড়িও মারতে হবে।
(আমি আচকা আচকা লিংক দেই সাহায্যের জন্য। যেমন গতকাল এক ভাই আমাকে সাহায্য করেছেন এখন দেশের লোকজন আমার সাইটে আসতে শুরু করেছেন) এই জন্য আমি বার বার ব্লগে ফিরে আসি। ব্লগে কী পাওয়া যায় তা জানতে হলে আমার মত পেতে হবে। ব্লগ থেকে আমি অনেক কিছু পেয়েছি। সবার মঙ্গল হোক!
২৫| ৩১ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৩১
কালের সময় বলেছেন: ব্লগিং কি তাইতো এখনো জানলাম না ।
হাই সামু । থ্যাঙ্কু .................
অভগতি করার জন্য কৃতজ্ঞতা জানবেন ।
সামু হিপ্পিফুরে.............................
২৬| ৩১ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৫৫
নুর ইসলাম রফিক বলেছেন: ধন্যবাদ সামুকে এই পোষ্টাটা দিয়ে সবাইকে সতর্ক করার জন্য।
আরো ধন্যবাদ আলোচিত ব্লগ সমন্ধে স্বচ্ছ ধারনা দেওয়ার জন্য।
২৭| ৩১ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৫৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন: শুভ উদ্যোগ!!
ধন্যবাদ কর্তৃপক্ষকে।
২৮| ৩১ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:২৩
সাহসী সন্তান বলেছেন: ধন্যবাদ সামুকে জন গুরুত্বপূর্ন এই পোস্টের জন্য!!
তবে আমার একটা অভিযোগ আছে। যদিও এটা আমার একান্ত ব্যক্তিগত অভিমত। সম্ভাবত নির্বাচিত পাতায় লেখা প্রকাশের ক্ষেত্রে সুধুমাত্র হাতে গোনা কয়েকজনকেই যেন একটু বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। যার পরিপ্রেক্ষিতে আমরা যারা নতুন ব্লগার অনেক কষ্টকরে বিভিন্ন মাধ্যম থেকে লেখা সংগ্রহ করে এখানে পোস্ট করছি, তাদের লেখা নির্বাচিত পাতায় স্থান না পাওয়ায় অধিকাংশই ব্লগের প্রতি আকর্ষন হারিয়ে ফেলছি। সামু সুধুমাত্র গুটিকতক লেখকের জন্য নয়, এটা সবার জন্য একটা মুক্ত প্লাটফর্ম। সুতরাং এখানে পুরানোদের মত নতুনদেরও সমান অগ্রাধিকার থাকা উচিত বলে আমি মনে করি। কারন নতুনদেরকে উৎসাহিত না করলে তারা পুরানোদের মত হবে কিভাবে???
বিঃদ্রঃ- "মন্তব্যটা কাওকে উদ্দেশ্য করে নয়। সুধুমাত্র আমার একান্ত নিজস্ব মতামত।"
২৯| ৩১ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:২৪
মোস্তফা কামাল পলাশ বলেছেন: খুবই ভাল উদ্যোগ। উপরোক্ত কার্যক্রম গুলো ব্লগিংকে আরও আকর্ষনীর করে তুলবে বলে মনে করি।
ধন্যবাদ ব্লগ কতৃপক্ষকে
৩০| ৩১ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:২৯
খেয়ালি দুপুর বলেছেন: প্রয়োজনীয় তথ্য জানিয়ে সচেতন করবার জন্য অসংখ্য ধন্যবাদ।
৩১| ৩১ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৫৩
আবু শাকিল বলেছেন: বোঝলাম ।
আই কি কইচ্চি!!! আমার এক্কান নিক,বহুদিন যাবত পড়ে রয়েছে ।শেষ পাতায় লেখা প্রকাশ হয় না।
৩২| ৩১ শে আগস্ট, ২০১৫ রাত ৮:০৯
রোনালি বলেছেন: ভার্চুয়াল জগতে বিজ্ঞাপন আর স্প্যামিং এর পরিমাণ খুব বেড়ে গেছে!
৩৩| ৩১ শে আগস্ট, ২০১৫ রাত ৮:১২
বলেছেন: ভালো কথা ব্লগাররা কোনো সমস্যা করলে আপনারা এসব নিয়ম চালু করেছেন। গত ছয়মাসে আপনারা আমার অন্তত ৩০টি লেখা ব্লগ থেকে মুছে দিয়েছেণ। সেখানে লেখা আসে লেখক তার লেখাটি অন্যত্র সরিয়ে নিয়েছেন। অথচ আমি তা করিনি। ২/৩টা লেখাতে দরকারী লিংক ছিলো। গুনে গুনে ৪টা লেখা আমার অন্যত্র প্রকাশিত হয়েছে। আমি হলফ করে বলতে পাইর। মুছে যাওয়া ১০ টা লেখা আমি এই ব্লগ ছাড়া অন্য কোথাও দিইনি। তাহলে এমন হলো কেন? অনেক দিন ধরে আমি এই ব্লগে লিখিনা। কারণ আমি হতাশ।
ধন্যবাদ
৩৪| ৩১ শে আগস্ট, ২০১৫ রাত ৮:১৫
jack ma বলেছেন: thanks somewherein.
৩৫| ৩১ শে আগস্ট, ২০১৫ রাত ৮:২১
পুলক ঢালী বলেছেন: ভালই হলো বিনা পয়সায় বিজ্ঞাপনের জঞ্জাল সাফ হলো । আশা করি পরিচ্ছন্ন সামু পাওয়া যাবে।
৩৬| ৩১ শে আগস্ট, ২০১৫ রাত ৮:২৮
আমি সৈকত বলছি বলেছেন: এসব ব্যাপারে কঠিন পদক্ষেপ নেওয়ার জন্য সাধুবাদ জানাচ্ছি.......।
আর স্বচ্ছ ধারনা দেওয়াটা সত্যিই দরকার ছিলো...
৩৭| ৩১ শে আগস্ট, ২০১৫ রাত ৮:৩০
কামরুন নাহার বীথি বলেছেন: অনেক ধন্যবাদ!!!
৩৮| ৩১ শে আগস্ট, ২০১৫ রাত ৯:০২
আরণ্যক রাখাল বলেছেন: বুঝলাম
৩৯| ৩১ শে আগস্ট, ২০১৫ রাত ১০:০৩
হলুদ বাঁশ বলেছেন: আমি পূর্ণাঙ্গ সদস্য হতে চাই । আমার হলুদ বাঁশ নামে ব্লগের পোস্ট গুলো দেখতে পাচ্ছি না। দয়া করে সমাধান দিন। আপনার পোস্টের জন্য ধন্যবাদ .....
৪০| ৩১ শে আগস্ট, ২০১৫ রাত ১১:১৩
রাজীব বলেছেন: যেভাবে রাস্তায় হারবাল ঔষধের বিজ্ঞাপন ধরিয়ে দেয়া হয় সেভাবে কিছু ব্লগার কয়েক লাইন লিখে আজেবাজে নিউজ সাইটের লিংক ধরিয়ে দেয়।
দয়া করে এদের থেকে সামুকে বাচান।
৪১| ৩১ শে আগস্ট, ২০১৫ রাত ১১:২৯
আরজু পনি বলেছেন:
নতুনরাতো বটেই পুরাতনরাও এই নোটিশটাতে উপকৃত হবেন আশাকরি ।
৪২| ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:০২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: খুব ভালো পোস্ট। অনেক বিষয় জানা হলো।
পোস্টটি স্টিকি করলে ভালো হয়।
৪৩| ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:০৭
মহান অতন্দ্র বলেছেন: ধন্যবাদ।
৪৪| ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৩৬
নীল কান্না বলেছেন: ধন্যবাদ সচেতন করার জন্য
৪৫| ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৫৩
নিয়েল হিমু বলেছেন: বহুল log on হও বৃহত এই ব্লগ প্লাটফর্মটি facebook এর মত সস্তা হয়ে যাওয়া ঠেকাতে হলে কপি পেষ্ট করা সস্তা প্রেম প্রেম কাহিনী গুলো ঠেকাতে হবে ম্যাডাম । অবস্য মডারেটিং কড়া করে ফেললে কিছু ব্লগার (?) কমে যাবে তবে সত্যিকথা কি ওরা কমে যাওয়াই ভাল ।
৪৬| ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৫:২২
চটপট ক বলেছেন: উপকারি লেখা
৪৭| ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৩৮
তাজ - সৈয়দাবাদী । বলেছেন: A lot of thanks to the authority of Somewhere blog, for giving the information of some rules & regulation, I strongly support the above observation what should follow for everyone.
I wish & best of luck.
Md. Tajul Islam
Lecture,
A college.
৪৮| ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৪৫
বিদ্রোহী সিপাহী বলেছেন: ধন্যবাদ সামুকে। প্রকৃতই সামু হোক লাইট হাউজের মতো।
৪৯| ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৫৮
তাওিহদ অিদ্র বলেছেন: এক্ষেত্রে আমার উদাহরণ দিই : আমার ফেসবুক আইডি : Md Tawhidul Karim (Tawhid): Email -ও একই নামে অপরদিকে আমি ব্লগে :তাওহীদ অদ্রি" নামে লিখি ।আমার অনেক সহযাত্রী আছেন যারা ব্লগে লেখালেখি করেন না শুধু ফেসবুকেই লেখেন তাদের স্বার্থে আমার নিজের লেখা কপি পেস্ট করে অনেক সময় ফেসবুকে দিয়ে থাকি ।সে ক্ষেত্রে আপনার মতামত জানতে চাই........ ।সুদুত্তর পেলে খুশি হব। আর এ জরুরী পোস্টার জন্য ধন্যবাদ।।।
৫০| ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৪
ভিটামিন সি বলেছেন: বিজ্ঞাপন নিয়ে যখন কথা বললেন, তখন তো বলতেই হয় কিছু, আবার বললে তো বলবেন বলছি। তো বলি, এই যে গত কয়দিন যাবত দেখতাছি একটা মাইয়ার দুই হাত ক্রস কইরা রাখছে আর তার সাথে লেখা আছে মাখনের আগে, মাখনের পরে। দুই হাতের পিছনে মেয়ের আধামাইল বুক খোলা জামা। আমার অভিযোগ হইলো এই ছবি ছাড়া দুনিয়াতে আর কোনভাবে কি এই বিজ্ঞাপন প্রকাশ করা যায় না?? যখনি ব্লগে হান্দাই প্রথমেই দেখি এই মহামতির ছবিখান, মেজাজটাই যায় খিইচড়া। তারপর কথা হইলো আমার সিটের পিছনে আমার তামিল বসের সিট। আমি না হয় পড়ে বোঝলাম এইটা বিজ্ঞাপন, সেই বেটা কি পিছনের সিট থেকে বোঝবো এটা বিজ্ঞাপন? হেয় তো মনে হরবো যে আমি পর্ণ ছবির সাইট অপেন করছি। আমার মতো অনেক ব্লগারই অফিস পিসি ব্যবহার করেন দিনে ব্লগ চালাইতে গিয়া। আমি তো মনে করি সবারই এই সমস্যা হওয়ার কথা। আবার বাসায় নেট অপেন করলে যদি বাবা-মা, ছোট ভাই বোন বা বউ ই আসে, প্রথম দেখায় এই ছবি দেখে কি করবে আল্লাহ মালুম। তাই বলছিলাম কি, শুরুতে যে বিজ্ঞাপনটা দেন সেটা যেন সর্বপরিবেশে দেখারযোগ্য হয় তেমনটা দেন।
আমার কমেন্ট পছন্দ না হলে ডিলিট করে দেন।
৫১| ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৪০
স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
প্রয়োজনীয় পোস্ট !
ব্লগের পরিচ্ছন্ন পরিবেশ কাম্য।
ভালোলাগা আর কৃতজ্ঞতা জানবেন।
৫২| ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৫৮
আহমদ নূর বলেছেন: ধন্যবাদ স্বচ্ছ ধারনা দেবার জন্য
৫৩| ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৩৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন:
@ভিটামিন সিঃ
আমি সত্যি বেশ অবাক হলাম আপনার মন্তব্যের ভাষা দেখে। এটা সত্যি দুঃখজনক। আপনার 'তামিল বস' যদি এই ছবি দেখে মনে করেন, আপনি পর্ণ সাইটে ঢুকেছিলেন, তাহলে উনাকে তামিল ভাষায় বুঝিয়ে দিবেন আপনি কত চমৎকার ভাষায় এই বিষয়টি আমাদের সামনে তুলে ধরেছিলেন। উনার মানসিক সুস্থতার বিষয়টি না হয় আমি বাদই রাখলাম।
এখানে যে বিজ্ঞাপন গুলো দেয়া হয়, এটা সংশ্লিষ্ট কোম্পানী থেকেই দেয়া হয়, এখানে আমাদের কিছু করনীয় নেই।
৫৪| ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৪৮
ব্লগার মাসুদ বলেছেন: খুব ভালো একটি বিষয় তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ ।
৫৫| ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:১৬
ভিটামিন সি বলেছেন: @ কা.ভা যাই হউক আমার কমেন্ট তাহলে আপনার নজরে পড়েছে। আমার মন্তব্যের রিপ্লাইটা ভালোই দিয়েছেন। যদি মনে করেন খারাপ ভাষায় মন্তব্য করেছি তাহলে আইডি ব্যান করে দেন। খারাপ কিছু আপনাদের ব্লগে যাবে কেন?? ২০১০ থেকে ব্লগে আছি। আগের আইডি বিনা কারণে মুছে দিয়েছেন, ব্যান নয়।
কোনটাকে দুঃখজনক বলছেন? এমন বিজ্ঞাপন প্রকাশ করা না আমার কমেন্ট? আমার বসকে ভিন্ন ভাষায় বোঝানোর চেয়ে মায়ের ভাষায় আপনাকে বোঝাতে চেয়েছিলাম। কিন্তু আপনি বোঝলেন না। আবার আপনি উনার মানসিক দিক দেখছেন।
"এখানে যে বিজ্ঞাপন গুলো দেয়া হয়, এটা সংশ্লিষ্ট কোম্পানী থেকেই দেয়া হয়, এখানে আমাদের কিছু করনীয় নেই।"
তাহলে কোন লেখক কি লিখলো বা কি কমেন্ট করলো সেখানে ছুরি চালান কিভাবে? আর একটা বিজ্ঞাপন কি আপনাদের (যারা এই সাইটের এডমিন, মালিক) অনুমুতি ছাড়া কেউ প্রকাশ করতে পারে?? এমনটা আপনাদের অনুমোদন পায় কিভাবে? এখন তো দেখতেছি মান... সমস্যা আপনারও আছে।
আমি গ্রামের ছেলে, তাছাড়া পড়ালেখা করেছি অতি সামান্য, তাও আবার যন্ত্রপাতি নিয়া। বাংলা ভাষার ধারে কাছেও যাই নি এসএসসির পরে। তাই আমার ভাষা আপনার কাছে কর্কট মনে হতে পারে। তবে খুব সতর্ক থাকি বানানের দিকে, যাতে একটি লেখায় একটি বানানও ভুল না হয়।
যাই হউক, ভালো থাকবেন। অনেকদিন হল সামু ছাড়তে চাইতেছি। আশা করি আমাকে আর চেষ্টা করতে হবে না, আপনিই আমার কাজটি করে দিবেন এই কমেন্ট পড়ার পর।
৫৬| ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন:
আপনার সাথে আমার যৌক্তিক আলাপ হতে পারে, এমনকি সঠিক যুক্তিতর্কে আপনার কাছ থেকে আমি নিজের ভুলও সংশোধন করতে পারি, কিন্তু তাই বলে আপনাকে কেউ অযাচিতভাবে ব্যান করবে- এই সব ভ্রান্ত ধারনা থেকে দ্রুত বের হয়ে আসুন। ব্লগ টিমের সাথে যুক্ত থাকলেও আমাদের প্রত্যেকেরই জবাবদিহীতার স্থান আছে।
আপনাকে সহব্লগার হিসেবে আমি দীর্ঘদিন থেকেই চিনি। বিভিন্ন পোস্টে আমার সাথে আমার মতামত আদান প্রদান হয়েছে। আপনি যদি আমার বিশেষ কোন পরিচিত ব্যক্তিও হতেন এবং ব্লগের নীতিমালার বিরুদ্ধে কাজ কখনও করতেন, তাহলে সেটার জন্য নীতিমালা অনুযায়ীই ব্যবস্থা নিতে হতো। যাইহোক, এই সব বিষয় অপ্রাসঙ্গিক।
আমাদের মতে বিজ্ঞাপনটি অশ্লীল নয়। আমার ব্যক্তিগত মতে, নিজের দৃষ্টিভঙ্গি বদলানোর সুযোগ আমাদের সবসময়ই থাকে। ধন্যবাদ, শুভ কামনা রইল।
৫৭| ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:০৮
ভিটামিন সি বলেছেন: এইবারের সুন্দর, সুগঠিত মন্তব্যের পর আমার আর কিছু বলার নেই। তারপরও যেটুকু আমার দাবী তা হল, সকল ব্লগারের পজিশনে থেকে বিজ্ঞাপনের বিষয়টি চিন্তা করুন। সবাই সবসময় নিরালায় বসে ব্লগিং করে না, কাউকে কাউকে অফিসে বা বাবা-মা, বড় ভাই-বোনের সামনে বসেও লিখতে হয়। যেমন আমি আমার সমস্যাটা বলেছি। পেজটা চালু করেই আমাকে যতদ্রুত সম্ভব স্ক্রল করে বিজ্ঞাপনটিকে এড়িয়ে যেতে হয়। একটি পোষ্ট পড়ে, কমেন্ট করে যখন ব্যাক করি তখনই আবার দ্রুত স্ক্রল করতে হয়। ভাইরে, অফিসে যতক্ষন থাকি ততক্ষন তো কাজের ফাকে এই পেজে লগইন থাকি।
৫৮| ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৬
নীলসাধু বলেছেন: ধন্যবাদ। বিষয়গুলো সবাইকে মনে করিয়ে দিয়ে ভাল করেছেন।
৫৯| ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৭
আমি বন্দি বলেছেন: সব বুঝলাম কিন্তু আমি একটু আগে একটা পোস্ট দিয়েছিলাম সেইটা প্রথম পৃষ্টায় পেলাম না ।
একটু দয়া করে আমায় জানাবেন কি ।
৬০| ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৯
শাহরিয়ার কবীর বলেছেন: খুবই ভাল উদ্যোগ ।
৬১| ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:২৭
এস কাজী বলেছেন: অনেক কিছু জানলাম। ধন্যবাদ ।
৬২| ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:০৩
অবুঝ১ বলেছেন: জেনে ভালো লাগলো মেনে চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ্
৬৩| ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৩৭
প্রামানিক বলেছেন: বিষয়টি নজরে দেয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ
৬৪| ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৫২
বাকপ্রবাস বলেছেন: পরিবেশ নষ্টকারীদের ধর
ধরে ধরে ব্লক কর
সুস্থ সুন্দর ব্লগিং জিন্দাবাদ
৬৫| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৫৩
আমিনুর রহমান বলেছেন:
কিছু বিষয় খোলাসা করে নোটিস দেয়ার জন্য ধন্যবাদ। এখানে আমার কিছু বিষয় নিয়ে কিছুটা সংশয় আছে। ঠিক সংশয় নয় আমার কাছে মনে হলো আরো একটু বিস্তারিত লিখা যেতো তাহলে ব্লগার ভালোভাবে তার প্রয়োগ করতে পারত। যেমন পোষ্টে লিখা আছে - "সকলের বুঝার সুবিধার্থে আমরা আবারো জানাতে চাই যে, যদি কোন ব্লগার বিভিন্ন বই, ওয়েবসাইট, ব্লগ ও সংবাদমাধ্যম ইত্যাদি থেকে তথ্য সুবিধা নিয়ে কোন লেখা প্রস্তুত করেন, তাহলে রেফারেন্স হিসেবে সেখানে তিনি সংশ্লিষ্ট বই, ওয়েবসাইট, ব্লগ ও সংবাদমাধ্যমের নামগুলো রেফারেন্স হিসেবে উল্লেখ্য করতে পারেন।" শুধু সংশ্লিষ্ট বই নয় বইয়ের লেখকের নামসহ সংশ্লিষ্ট বই। ওয়েবসাইটের নিদির্ষ্ট লিঙ্ক কেননা একটা সাইটে হাজার হাজার তথ্য থাকতে পারে সেখান থেকে নিদির্ষ্ট তথ্য খুঁজে পাওয়া কষ্টকর হবে। শুধু ব্লগের নাম লিখলেও হবে। লিখলাম সামহোয়্যার ইন ব্লগ। কিন্তু সামুতে এতো পোষ্টের মধ্যে কিভাবে খুঁজবে? একেকটা সংবাদপত্রের কোটি কোটি কপি থাকতে পারে। যেমন আমি একটা পোষ্ট লিখে সুত্র দিলামঃ ডেইলি স্টার, দ্যা নিউ ইয়র্ক টাইম, সামহোয়্যার ইন ব্লগ, উইকি ইত্যাদি কিংবা দেশ-বিদেশের ওয়েব সাইট। এই ক্ষেত্রে কি আমার সুত্রগুলো গ্রহন যোগ্য হবে? আশা করি সামু কর্তৃপক্ষ আমাকে এই বিষয়ে পরিস্কার একটি ধারণা দিবেন।
অন্যদিকে আমি যদি একটা পোষ্ট কপি করলাম কিন্তু মাঝে মাঝে একটু দুই/একটা শব্দ ভিন্ন লিখলাম কিংবা ২টা গানের লিঙ্ক কিংবা অন্যকিছু সংযুক্তি করলাম সেক্ষেত্রে আমার পোষ্ট মৌলিক বা সুত্র দেয়ার প্রয়োজনীয়তা আছে কি?
৬৬| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৫৬
সেলিনা জাহান প্রিয়া বলেছেন: সুন্দর কথা
৬৭| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৪:৫৮
মিন্টুর নগর সংবাদ বলেছেন: আমার পোস্ট প্রথম পাতায় যায় না কেন ।
৬৮| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:৫৯
Apu DB বলেছেন: hwm r8
৬৯| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:১০
ফা হিম বলেছেন: কিছু কিছু ব্যাপারে নিয়ন্ত্রণ আরোপ করা জরূরী। সাধুবাদ জানাই।
৭০| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:২০
পূর্বদেলুয়া বলেছেন: এমন ব্লগারদের ব্লগ কি সাময়িকভাবে বন্ধ করে দেয়া যায় না ?
৭১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:২৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: @আমিনুর রহমান জেসনঃ
আপনার পর্যবেক্ষন সঠিক আছে। রেফারেন্স প্রয়োগের ক্ষেত্রে আমাদের বক্তব্যের উহ্য পয়েন্টটি আপনি আরো বিস্তৃত করে বলেছেন। যদিও আমরা আশা করি, এই সাধারন বিষয়টি ব্লগাররা অনুধাবন করবেন, তথাপি আরো পরিষ্কার করে বুঝার সুবিধার্থে আপনার পর্যবেক্ষনের বিষয়টি পোস্টে সংযুক্ত করে দেয়া হলো।
ধন্যবাদ জানবেন।
৭২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৫৬
শিস খন্দকার বলেছেন: বেশ বুঝলাম। ধন্যবাদ!
৭৩| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:০৭
আমিনুর রহমান বলেছেন:
কাল্পনিক ভালোবাসা,
আপনি আশা করলেও সবায় হয়ত অনুধাবন করতে পারবে না এমনকি হয়ত সিলেকশনে যারা আছেন কিংবা মডারেশনে যারা আছেন তারাও অনেক সময় এই বিষয়টা অনুধাবন করেননি বা করতে পারেন না। আমি ৩টি পোষ্টের উদাহরন না টানলে হয়ত ব্যাপারটা আপনারা অনুধাবন করতে পারবেন না। সিলেকশনে যারা আছেন জানা আপুর কথামতো তারা ব্লগারদের মধ্যে থেকে করা হয়ে থাকে তারপরও যেহেতু সামু কতৃপক্ষ সেটা ঠিক করেন তাই দায়িত্বটা সামুর উপরই বর্তায়।
প্রথম পোষ্টটি সিনিয়র ব্লগার ঘুড্ডির পাইলটের জম জম পানির গবেষনায় , অসাধারন কিছু তথ্য পোষ্টটিতে সুত্র দেয়া আছে "তথ্য সুত্রঃ দেশি বিদেশি ওয়েব সাইট" তথাপিও পোষ্টটি নির্বাচিত পাতায়। পোষ্টটি কপি পেষ্ট ছিলো তাও মেনে নেয়া যেতো যদি পোষ্টটিতে থাকা বৈজ্ঞানিক ব্যাখ্যাগুলোর ভিত থাকতো। অনেকেই পোষ্টটির প্রতিবাদ করেছেন তাও মডারেশন সেই দিকে কর্নপাত করেননি এমনকি পোষ্টটি সরাননিও এবং এখনও নির্বাচিত পাতায় আছে। পোষ্টটি যে জাপানী বিজ্ঞানী মাসারু এমোটো'র কথা বলা হয়েছে। তার নাম দিয়ে সার্চ করলেই সত্যতা পেয়ে যেতেন। মাসারু এমোটার নিজের সাইটেই দেয়া আছে উনি গ্রাজুয়েশন করেছেন ইন্টারন্যাশনাল রিলেশনের উপর এবং পরবর্তীতে ভারতের ওপেন ইউনিভার্সিটিতে সোজা বাংলায় পল্লী চিকিৎসকের কোর্স করেন। সে কিভাবে জমজমের পানির গবেষনা করবে সেটাই ভেবে পাইনি আসলে সে নিজেই যে একটা গবেষণার বিষয়। একজন মুসলিম হিসেবে আমার কাছে ঐ পোষ্টের গুরুত্ব অনেক বেশীই কিন্তু ভুল ব্যাখ্যা মেনে যায় না। আর শুধু এই অমুলক কথাবার্তার কারনে আজকে ইসলাম ধর্মের উপর মানুষের আস্থা কমছে এবং বিতর্ক সৃষ্টি হচ্ছে।
দ্বিতীয় পোষ্টটি ছিলো ব্লগার শতদ্রু একটি নদী...'র ১৫ আগস্ট, ১৯৭৫, জাতির ইতিহাসের এক কালো অধ্যায়ঃ এ ধরাও কেঁদেছিলো, যদিও তার ধৈর্য্য অনেক বেশি!! পোষ্টটিতে সুত্র দেয়া আছে "তথ্য সুত্রঃতথ্যসুত্রঃ উদাসী বাউলের বাংলা ব্লগ, ইত্তেফাক, এন্থনি মাসকারেনহাস এবং লরেন্স ডিশুলফের সাক্ষাৎকার, সাম্প্রতিক ডট কম, ইস্টিশন ব্লগ, প্রথম আলো, হুমায়ুন আহমেদের দেয়াল, এ কে খন্দকারের আত্মজীবনী, ডেইলী টেলিগ্রাফ ইত্যাদি।" আন্ডার লাইনকৃত কোনটাই রেফারেন্স হতে পারে না। এই ধরনের পোষ্টগুলোতে সাধারণত সিরিয়াল নাম্বার দিয়ে তথ্য সুত্র দিতে হয়। যাইহোক পোষ্টটিতে শতদ্রু একটি নদী লিখেছেন পোষ্ট উনি তাড়াহুড়ো করে দিয়েছেন তাই তথ্যসুত্র উনি পরে ঠিক করে দিবেন। কিন্তু সামু'র মতো একটা ব্লগে তাড়াহুড়ো করে একটি গুরুত্বপুর্ন বিষয়ের উপর লিখা পোষ্ট যেখানে তথ্যসুত্রগুলো এলোমেলো সেই পোষ্ট কিভাবে স্টিকি করলো !!!!! এই ধরণের পোষ্ট জাতিগতভাবেই আমাদের অনেক কাছে অনেক গুরুত্ব বহন করে থাকে। তাই এধরণের পোষ্টে কোন ধরণের ফাঁক থাকলে কথা উঠতে পারে। শুধুমাত্র পোষ্টটি স্টিকি ছিলো বলে এবং এধরণের পোষ্টের ক্যাচালের কোন অবকাশ নাই বলে সেই পোষ্টে আমি তথ্যসুত্রের ব্যাপারটা তুলি নাই সেসময়।
৩য় পোষ্টটি ছিলো ব্লগার আহমেদ নূরের রাধারমণ দত্ত, লোক সংগীতের জীবন্ত কিংবদন্তী এই পোষ্টটিতে কোন তথ্যসুত্র ছিলো না এবং কপি-পেষ্ট ছিলো। পোষ্টটি নির্বাচিত পাতায় ছিলো। এমনকি আপনার কমেন্টও ছিলো ঐ পোষ্টে। যেহেতু আপনার মতো বিজ্ঞেরই অনুধাবন হয়নি। সেখানে সাধারণের অনুধাবন কিভাবে হবে ! বিজ্ঞ কথাটা বলেছি কেননা অন্যদের চেয়ে আপনার জানা বেশি বলেই আপনি মডারেটর। অন্যকিছু অনুধাবন করে বলিনি। এই সাধারণ বিষয়টি আশা করি বুঝবেন।
হঠাত ২/১ ভুল হতেই পারে কিন্তু নিয়মিত ভুল সেটা শুধু ভুল বললে অন্যায় বলা হবে।
ভালো থাকুন নিরন্তর।
৭৪| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:০৯
আমিনুর রহমান বলেছেন:
@কাল্পনিক ভালোবাসা,
উপরের কমেন্টে
আন্ডার লাইনকৃত স্থলে ইটালিক লাইনকৃত হবে।
৭৫| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:০২
কাল্পনিক_ভালোবাসা বলেছেন:
আমিনুর রহমানঃ
ব্লগ বিষয়ক এই পর্যবেক্ষনগুলোর জন্য আপনাকে আবারো ধন্যবাদ। ঘুড্ডির পাইলটকে একজন পুরানো দায়িত্বশীল ব্লগার হিসেবেই পরিচিত। তিনি অতীতে যখন ব্লগে নিয়মিত ছিলেন, তখন তার মধ্যে কপিপেস্ট করে পোস্ট দেয়ার প্রবনতা তেমন একটা চোখে পড়েনি। ফলে এমন একজন ব্লগার হঠাৎ করে কপিপেস্ট পোস্ট দিবেন সেটাকে প্রাথমিক চিন্তার মধ্যে আনা বেশ কঠিন। উপরুন্ত পোস্টটিতে তিনি নূন্যতম রেফারেন্স ব্যবহার করেছিলেন যদিও রেফারেন্স দেয়ার প্রেক্ষাপট থেকে বিষয়টি সম্পূর্ন সঠিক ছিল না। তথাপি, একজন পুরানো ব্লগার দীর্ঘদিন পর ব্লগ পোস্ট দিয়েছেন, তাকে কিছুটা উৎসাহ দিতেই পোস্টটি নির্বাচিত পাতায় নেয়া হয়েছিল। তাছাড়া আপনি নিশ্চয় দেখেছেন সেই পোস্টে অনেক আলোচনা হয়েছে, প্রচুর পাঠক সেই পোস্ট এবং তার মন্তব্যগুলো পড়েছেন। কোনটা ভুল আর কোনটা সত্য এই বিষয় নির্ধারন করা আমাদের কাজ নয়। কোন স্পর্শকাতর টপিকে যদি কোন যৌক্তিক আলোচনায় মাধ্যমে মানুষ নতুন কিছু জানতে পারে তাহলে তাকে আমরা স্বাগত জানাই।
তবে অনেক সময় নানাবিধ কারনে অনিচ্ছা স্বত্তেও অনেক ভালো/ খারাপ পোস্ট আমাদের নজর এড়িয়ে যায়। এইক্ষেত্রে আমরা বেশকিছু দায়িত্বশীল ও সচেতন ব্লগারদের কাছে কৃতজ্ঞ। যারা আমাদের চোখ এড়িয়ে যাওয়া এই ধরনের পোস্টগুলোর ব্যাপারে মেইল করে অবহিত করেন।
তাই যদি কখনও এমন কোন পোস্ট আপনার নজরে আসে যা হয়ত আমাদের নজর এড়িয়ে গেছে, তার ব্যাপারে চাইলে আমাদেরকে আপনিও মেইল করতে পারেন। আমাদেরকে মেইল করার ঠিকানা হলোঃ [email protected]
ধন্যবাদ
শুভেচ্ছা রইল।
৭৬| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩১
সুরমাপুত্র বলেছেন: আমার যে পোস্টটি কিছুক্ষন পূর্বে ড্রাফ্ট করা হয়েছে। তা কিছুতেই স্প্যামিং, কপি পেস্ট কিংবা বিজ্ঞাপন ছিলোনা। অথচ এই নীতিমালার ভিত্তিতেই আমাকে সতর্ক করে দেয়া হয়েছে।
সবাইকে যদি একই পাল্লায় মেপে ফেলেন তাহলে কিছু করার নেই। আপনারা কি স্বৈরাচার??
উত্তরের অপেক্ষায় থাকালাম।
কিন্তু উদ্যোগটি ভালো। ধন্যবাদ
৭৭| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৮
ঘুড্ডির পাইলট বলেছেন: ধন্যবাদ নোটিশবোর্ড আমাদের সচতেন করতে ভুমিকা রাখার জন্য !
কিন্তু উপরে দেখলাম আপ্নার এই পোস্টকে ব্যবহার করে কেউ একজন সুবিধা নিতে চাচ্ছে ! গত ২৩ শে আগস্ট, ২০১৫ তে আমি একটি তথ্যমুলক লেখা লেখি যার শিরোনাম ছিলো ! জম জম পানির গবেষনায় , অসাধারন কিছু তথ্য
সেখানে তথ্যসুত্রঃ হিসেবে আমি উল্লেখ করেছিলাম দেশি বিদেশি ওয়েব সাইট
উপরে দেখলাম একজন সেই বক্তব্যকে পুজি করে বিষোদগার করছেন ! আমি ওনাকে নয় নোটিশ বোর্ডের কাছে অই ধরনের উদ্দেশ্য প্রনোদিত অভিযোগ এর জবাবদিহির দায়ভার থেকে বলছিঃ
কালের কন্ঠ্য পত্রিকার পুরোনো নিউজ গুলো দেখে আমি জমজমের পানির উপর গুগলে সার্চ করতে থাকি ! এবং একাধীক ওয়েব সাইট এ বিভিন্ন তথ্য পাই যার মধ্যে দেশি ও বিদেশি ওয়েব সাইট ছিলো ! এতো গুলো ওয়েব সাইট এর লিংক আমার লেখায় সংযুক্ত করলে লেখার সৌন্দর্জ নস্ট হবে বিধায় আমি তথ্যসুত্রঃ হিসেবে দেশি বিদেশি ওয়েব সাইট উল্লেখ করেছি !
জনাব নোটিশ বোর্ড, আমাদের ব্লগ কালচারে এটা পুরোনো নয় যে, লেখকগন কিছু তথ্য তার হাতেই রেখে দেন যাতে সহব্লগারগন মন্তব্য দিলে তাকে মন্তব্যের সাথে মিল রেখে তথ্যগুলো সরবরাহ করা যায় ! সেই কৌশল হতেই আমাকে যেসকল প্রশ্ন করা হচ্ছিলো আমি তার রিপ্লাই দিচ্ছিলাম ! এবং প্রয়েজান মতো লিংক ও রেফারেন্স সরবরাহ করছিলাম
আমার অই পোস্ট এখন পর্জন্ত
২৩৯৪ বার পঠিত হয়েছে ,
১৯ টি ভালো লাগা ,
১৪৯ বার ফেসবুক শেয়ার
২ বার টুইট,
এবং ৪ টি প্রিয়তে নেয়া হলেও তিনি বলেছেন সেখানে ব্লগাররা প্রতিবাদ করেছে !!! ! !!!!
(খুব সম্ভবত এই লেখার জনপ্রিয়তার বিষয়গুলো ওনার ইর্ষান্বিত চোখ এড়িয়ে গেছে বিধায় কমেন্ট এ এমন তথ্য উল্লেখ করেছেন )
হ্যা আমি স্বিকার করি যে , আমার লেখার সাথে কিছু ব্লগার একমত ছিলোনা , এটা থাকতেই পারে , কিন্তু ওখানে যেসকল ব্লগার ভদ্রআচরনে প্রশ্ন করেছেন তাদের ভদ্রভাবেই উত্তর দেয়ার চেস্টা করেছি , যারা ফান করার চেস্টা করেছেন তাদেরকে আমার স্টাইলে ফান করে উত্তর দিয়েছি !
কিন্তু আমি ওখানে কমেন্ট করতে কাউকে বাধা প্রদান করিনি বা ব্লক করিনি , কারন ব্বাক স্বাধীনতায় আমি বিশ্বাসি !
( যদিও এনোনিমাস বা আন অফিশিয়ালি আমরা যাকে মাল্টি বলি তেমন কিছু নিক ঝামেলা মুলক কমেন্ট করেছে ! আমিও ভাবছিলাম নিক গুলো কোথা হতে আসলো !!! ! !! কিন্তু এখন আমি বুঝতে পারছি অই আইডি গুলোর আসল মালি কে ! )
নোটিশ বোর্ড আমি বিশ্বাস করি আমাদের প্রিয় ব্লগ প্লাট ফর্ম সামু অভিজ্ঞ মডারেটর ও নির্বাচক মন্ডলি দ্বারা তত্বাবধান হয়ে আসছে !
আমার লেখারঃ ৬ , ১৬, ২৯ নং কমেন্ট সহ আরও অনেক কমেন্ট এ আমার লেখার তথ্যসুত্র ও ব্যাখ্যা দেয়ার চেস্টা করেছি , এবং আরও অনেক ব্লগার বিভিন্ন কমেন্ট এ তাদের মতামত দেয়ার চেস্টা করেছেন যাতে প্রমানিত হয় আমার লেখা পড়ে তারা সন্তস্ট ! এরপরও যদি কেউ অভিযোগ করেন তো বলবো , লেখার কমেন্ট সহ পুরো লেখা এবং লিংক গুলো পুনরায় পড়ে দেখতে ! আনাড়ির মতো না পইড়া কমেন্ট করন উছিত না ।
উপরের বিষোদগার কমেন্ট এর বিপরিতে একটা লিংক সরবরাহ করিলামঃ
https://majesticislam.wordpress.com/2014/01/17/the-japanese-scientists-discoveries-of-the-secrets-of-zamzam-water/
৭৮| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫০
ঘুড্ডির পাইলট বলেছেন: উপরের কমেন্ট এ অনেক বানান ভুল রয়েছে কারন আমার লেপটপ বা মোবাইল কোনটাই আধুনিক মান সম্মত নয় !
সবচাইতে বড় কথা আমার বানান ভুল হয় যেটা স্বিকার করি !
এটাকে নিয়ে কেউ বিষোদগার করিয়েন্না , ফিলিজ লাগে !
৭৯| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৪
দ্যা লায়ন বলেছেন: ব্লগার অনেক কিছুই বলবে লিখবে সেটা বিষয়না, বিষয় হলো যারা নিয়ন্ত্রণ করছে তারা যেন সম্পর্ক আবেগ বা অন্য কিছুর প্রভাবিত হয়ে ভুল সিদ্ধান্ত না নেয়। এবং সব সময় যেন ব্লগারের দিকে নজর না দিয়ে পোস্ট বিষয় বস্তুর উপর নজর দেয়া হয়।যেসব লেখা কমেন্ট ব্লগারদের অভ্যান্তরীন সম্পর্ক নষ্ট করবে সেসব বিষয়ে সবাইকে নিরুৎসাহীত করতে হবে।
ভালো মানের লেখা ভালো পাঠক তৈরি করে, একজন ভালো পাঠক একদিন ভালো লেখকে পরিনত হবে।
৮০| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৪:৫৭
আমি এক অপদার্থ বলেছেন: ব্লগের নিয়ম-কানুন মেনে চলার চেষ্টা করবো।
৮১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৪৫
বাবু তবুও তোমাকে ভালবাসি বলেছেন: এই মন ভাংগা ডাইরী লিখকের লিখায় কেউ উপকৃত হয়না। তবুও মডারেটর টিমের কাছে নিবেদন আমার উপর যেন স্পামের অভিযোগ না আনা হয়।
৮২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৫০
অপ্রকাশিত কাব্য বলেছেন: নোটিশ বোর্ডকে ধন্যবাদ তড়িৎ পদক্ষেপ নিয়ে তা জানিয়ে দেয়ার জন্য
৮৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৫১
অপ্রকাশিত কাব্য বলেছেন: নোটিশ বোর্ডকে ধন্যবাদ তড়িৎ পদক্ষেপ নিয়ে তা জানিয়ে দেয়ার জন্য
৮৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৫৩
কানাই স্যার বলেছেন: এতদিন মনে করতাম সামুর মা বাপ নাই। সাদা খাতা বিছাইয়া রাখছে যা খুশি লেইখ্যা রাখবো। আর হবে না। বুঝা গেলে আমাদের অ্যাডমিন জাইগা আছে।
৮৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৩১
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: স্টিকি পোস্টের কিছু মন্তব্যে ব্যাপারে দৃষ্টি আকর্ষন করছি। আমরা মনে করি, ব্লগ সংক্রান্ত এই ধরনের গুরুত্বপূর্ন পোস্টে ব্লগারদের রেষারেষিমূলক আচরণ দৃষ্টিকটু। যারা আলোচনা করতে চাইছেন, তারা অনুগ্রহ করে একে অপরের প্রতি অযাচিত অভিযোগ ও ভাষা প্রয়োগ থেকে বিরত থাকুন।
ধন্যবাদ সবাইকে।
৮৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৪১
আমিনুর রহমান বলেছেন:
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: স্টিকি পোস্টের কিছু মন্তব্যে ব্যাপারে দৃষ্টি আকর্ষন করছি। আমরা মনে করি, ব্লগ সংক্রান্ত এই ধরনের গুরুত্বপূর্ন পোস্টে ব্লগারদের রেষারেষিমূলক আচরণ দৃষ্টিকটু। যারা আলোচনা করতে চাইছেন, তারা অনুগ্রহ করে একে অপরের প্রতি অযাচিত অভিযোগ ও ভাষা প্রয়োগ থেকে বিরত থাকুন।
@কাল্পনিক ভালোবাসা,
আপনার দৃষ্টি আকর্ষণ করছি। আপনি হাসালেন। কারো মন খুশি করানো ইচ্ছে থাকলে চুপ করে থাকতেন কোন অসুবিধা ছিলো না। একজন অপরাধ করবে আর আপনি ব্যালেন্স করার জন্য যা খুশি বলে যাবেন সেটা কি ঠিক? আমি কাল দেখোও চুপ করে ছিলাম। আমি অহেতুক কথা গায়ে লাগাই না। তাই কোন কমেন্ট করিনি। আর রেষারেষির তো প্রশ্নই আসে না। আমি আপনার কমেন্টের প্রতিউত্তর এবং পোষ্ট সংক্রান্ত কথা বলেছি। আর অযাচিত অভিযোগ আমি করিনি এমনকি আমি কোন ব্লগারের নামেই অভিযোগ করিনি। আপনার শেষ কমেন্টের পর আমি যৌক্তিক জবাব বা তর্ক করতে পারতাম কিন্তু করিনি কেননা সামু আমার ভালোবাসা স্থান সবকিছু ঠিক পাবো তা কখনই হবে না তাই চুপ করেই গিয়েছিলাম। আর ভাষা প্রয়োগটা কিভাবে করতে হয় সেটা আমার জানা আছে।
ব্লগ ব্যবহারের শর্তাবলী
৪চটা একটু দেখে নিবেন আশা করি।
ভালো থাকবেন নিরন্তর।
৮৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:২১
ভিটামিন সি বলেছেন: আমার দাবী পুরণ হইছে, আর কোন সমস্যা নাইক্যা। যদিও আমি বিজ্ঞাপন না দেখার জন্য পদক্ষেপ নিয়ে নিয়েছি। প্রথমে গুগল ক্রোমে এডব্লকার ইন্সটল করে নিয়েছি। তারপরও যখন কিছু বেহায়া বিজ্ঞাপন চলেই আসে, তখন ওই বিজ্ঞাপনের উপর রাইট বাটনে ক্লিক করলে যে পপ-আপ মেনু আসে তাতে ব্লক দিস এড নামে একটি রো তাতে ক্লিক করে দিয়েছি। এখন আর বিজ্ঞাপনও আসে না, মডারেশন প্যানেলের সাথে আর অযথা বাক্য-ব্যয় ও করা লাগে না। পরীক্ষার খাতার মতো পরিস্কার এখন আমার ব্লগ পেজ।
ঝামেলা কমায়ালছি, ভালা করছি না?
৮৮| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৭
হাইপারসনিক বলেছেন: বাচতে চায়...........।
৮৯| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৩৮
রৌদবালক মামুন বলেছেন: একটি বিষয় জানতে চাচ্ছি -
পুরাতন লিখা মুছে ফেলা যায়?
গেলে কিভাবে?
৯০| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২৪
নাহিয়ান ০০৭ বলেছেন: ধন্যবাদ
৯১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:১৯
ঘুড্ডির পাইলট বলেছেন: ব্লগারদের পোস্ট সমুহ নিয়া পেছনে কথা বলাটাকে আমরা ক্লিকবাজি বা কুটনামি বলে থাকি !
প্রিয় নোটিশ বোর্ড দেখবেন অনেকেই আছে , ব্লক না থাকা সত্বেও যথাযথ পোস্টে যথাযথ কথা বলে না বা বলার সাহস রাখে না ! কিন্তু অন্য সকল পোস্টে ঘুরে ঘুরে ইনিয়ে বিনিয়ে নালিশ জানায় ! এটা ঠিক নয় !
এতে ব্লগারদের আন্তরিকতা কমে যায় ! অবশ্য যথাযথ পোস্টে গিয়ে মিথ্যা কমেন্ট করলে তো ধরা পরে যেতে হয় যে কারনে অনেকে অন্যের পোস্টে গিয়ে এই কৌশলটি করে থাকে ! আপ্নার মাধ্যমে তাদের প্রতি এহেন আচরনে ক্ষেমা দেয়ার আবেদন জানাই ।
ধন্যবাদ সকলকে । আমাদের সামু সকল বাধা বিঘ্ন উপেক্ষা করে আমাদের মাঝে টিকে থাকুক সবসময় ।
৯২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:২১
কালীদাস বলেছেন: ব্লগের কনটেন্ট নিয়ে আগে বলতাম, মূল্যসার বিধায় ভাল হয়ে গেছি
আজকে অনেকদিন পর লগডইন হলাম, নতুন মডিফিকেশনগুলো নিয়ে কয়েকটা অপ্রাসঙ্গিক কমেন্ট করছি এই পোস্টের জন্য; আমি স্যরি সেজন্য।
কালার কম্বিনেশন সুন্দর হয়েছে, ডেভোলপারদের ধন্যবাদ
নিকের (সে, কালীদাস) জায়গায় লগইন আইডি (rab2008) দেখাচ্ছে ট্যাবে- আমার জন্য অত্যন্ত কনফিউজিং!
ফাস্ট পেজে এখন কি আর আইডির ছবি দেখান হয় না??
সব পোস্টের সাথেই সম্পূর্ণ ব্লগ লাইফ আগে সাইডে লিস্ট আকারে থাকত, আজকে খুজে পাচ্ছিনা। বারবার মেইন পেজে ব্যাক করাটা বিরক্তিকর।
সব ব্লগারের জন্যই পারসোনাল লিংকের একটা ছোট লিস্ট ছিল আগে, সাইডে শো করত। এটা রিমুভ করেছেন কেন?
আর সব পোস্টের নিচে এই একই উপন্যাস দেখতে ভাল লাগছে না একদম।
৯৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৬:৫৫
ওবাইদুল্লাহ ওবাইদ বলেছেন: ধন্যবাদ জানিয়ে দেয়ার জন্য।
৯৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:১৩
শুভ্র মাহমুদ কথক বলেছেন:
৯৫| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:২৩
জাকির হায়দার বলেছেন: @কালীদাস welcome . about your other issues / suggestions, we are looking into it.
৯৬| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৫১
রোদেলা বলেছেন: যা লিখি নিজের মাথা থেকে বের করি।তাই লিঙ্ক দেই না।আর ছবিতো গুগল মামার দেশ থেকে আনি।এইখানে কিছু করার নাই।
৯৭| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:১৯
ইমরাজ কবির মুন বলেছেন:
উঁহু, এগুলা কিন্তু এক্কদম ঠিক না ||
৯৮| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৫৫
শতদ্রু একটি নদী... বলেছেন: @আমিনুর ভাই,
আমি ব্লগ শর্তাবলী পড়ে দেখলাম, আগে ওইভাবে পড়ে দেখার প্রয়োজন মনে করিনাই। শর্তাবলীর কোথাও ত দেখলামনা সিরিয়াল করে একে একে নাম দিয়ে যেতে হবে এমন কিছুর কথা বলা আছে। রেফারেন্সের ব্যাপারে বলা আছে কপিরাইট সম্বলিত তথ্য অনুমতি ছাড়া নেয়া যাবেনা, আর আমার পোস্টের কন্টেন্ট অনেকটাই আলোচনা এবং বিশ্লেষণ মুলক, এখানে কপিরাইটের ভায়োলেশন হবার মতো তেমন কিছু আমি দেখতেছিনা। শর্তাবনলীতে এর বাইরে কিছু নেই। তবে এই পোস্টে কিছুটা আছে।
"যদি কোন ব্লগার বিভিন্ন বই, ওয়েবসাইট, ব্লগ ও সংবাদমাধ্যম ইত্যাদি থেকে তথ্য সুবিধা নিয়ে কোন লেখা প্রস্তুত করেন, তাহলে রেফারেন্স হিসেবে সেখানে তিনি সংশ্লিষ্ট বই, ওয়েবসাইট, ব্লগ ও সংবাদমাধ্যমের নামগুলো এবং ক্ষেত্র বিশেষে মূল লেখকের নাম রেফারেন্স হিসেবে উল্লেখ্য করতে পারেন।"
এখানে কোথাও ক্রমানুসারে, অথবা স্পেসিফিক বইয়ের স্পেসিফিক পৃষ্ঠা অথবা সেসিফিক লিঙ্ক দেবার কথা বলা নাই। বলা আছে বিভিন্ন বই, ওয়েবসাইট, ব্লগ ও সংবাদমাধ্যম থেকে তথ্য সুবিধা নিয়ে থাকলে তার নাম উল্লেখ করতে পারেন, আমি কিন্তু সেটাই করেছি। যদিও এটাও বাধ্যতামুলক করা নাই। বলা হয়েছে "উল্লেখ করতে পারেন", "উল্ল্যেখ করা আবশ্যিক" এটাও বলা নাই।
আর ব্লগ পোস্ট রেফারেন্স হিসেবে ধরা হয়না আমি যতটূকু জানি, না করলে অসুবিধা হবার কথা না। এই পোস্টের ২৫ ভাগও আমার অন্য আরেক পোস্টের কপিপেস্ট এবং আরো অনেকটূকু পোষ্ট করবার পর ধীরে ধীরে যোগ করা এবং পাঠকের সাথে আলোচনার প্রেক্ষিতে বাদ দেয়া এবং পরিবর্ধন করা।
এবার রেফারেন্স কিভাবে দিতে হয় এ ব্যাপারে প্রথম আলোর উদাহরনেই আসি, খেলার খবরের বেশিরভাগ সুত্র ইএসপিএন, এনডিটিভি। বিনোদন মুলক খবরের সুত্রঃ টাইমস অফ ইন্ডিয়া। কেবল এতটূকু লিখেই কিন্তু খালাস, সুত্রের ব্যাপারে ওইখানেই কিন্তু আরো স্পেসিফিক হওয়া উচিত।
আর এখন শর্তাবলী পড়ে মনে হচ্ছে বেশিই উল্ল্যেখ করে ফেলছি। আমার কেবল লেখা উচিত ছিলো বিভিন্ন ওয়েবসাইট এবং অল্প কিছু বইয়ের নাম। কারন এটা দিতেও আমি বাধ্য না। যদি বাধ্য করতেই হয় তাহলে ব্লগ শর্তাবলী পরিবর্তনের জন্য কিছু করেন। ব্লগ ব্যক্তিগত ডায়রীর মতো, কোন সায়েন্টিফিক জার্নাল না, কোন রিসার্চ পেপারও না।
ভুল বলে থাকলে বলবেন। আমার নিজের বুদ্ধি যা বলছে, আমি মনে হয় খুব বেশি ভুল কিছু বলিনাই ব্লগ নীতিমালার আলোকে এই সুত্র সংযোজন প্রসঙ্গে।
ধন্যবাদ।
৯৯| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫৫
ফারহান ফারদিন বলেছেন: সামু ব্লগের মডু প্যানেলে যে কারা আছে তা আজো রহস্যময় আমার কাছে। অনেকদিন আগে আমার প্যারেন্ট আই ডি 'র পাস ওয়ার্ড হারিয়ে সম্ভাব্য সব মডু লেভেলে ই মেইল, ফেবুকসহ সব মাধ্যমে (জানা আপু ও বাদ যায়নি ) কমপ্লেইন করেও ব্যর্থ হয়েছি। তারপর ব্লগে আর অনলাইন হওয়ার সুযোগ হয়নি । আপ্নারা ধুমকেতুর মত হঠাথ আবির্ভাব হয়ে নোটিশ দিয়েই দায়িত্ব খালাস মনে করেন। ব্লগারদের সুবিধা অসুবিধা দেখার প্রতি কোন আন্তরিকতা নেই কেন আপনাদের ?
১০০| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৪৯
এজজিলারেটেড উইন্ড বলেছেন: নোটিশবোর্ড আপা, আগস্টের ১৩ তারিখ আমার পোস্ট দেওয়া বন্ধ হয় ১৪ দিনের জন্য।কিন্তু সেই ১৪ দিন তো পার হয়ে গেল।এখনও লিখতে পারছিনা।এমন কথা দিয়ে কথা না রাখলে তো সামুর উপর বিরক্তি ধরে যাবে
১০১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:১৫
SD Ovi বলেছেন: ধন্যবাদ আপনাকে,
কিন্তু আমার পোস্ট আজ থেকে প্রকাশ হচ্ছে না... দয়া করে একটু লক্ষ্য করবেন।
আর আমার থেকে ভালো কিছু আশা করবেন এটাই বলতে চাই।
সামহোয়্যার ইন ব্লগ আমার প্রকাশ বাস্তবতা, আমার জীবন।
১০২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:৫৭
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ।
১০৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:০৬
ব্লগার আয়নাল ভাই ইতি বলেছেন: ভালো লাগা জানিয়ে গেলাম
১০৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:০৭
ব্লগার আয়নাল ভাই ইতি বলেছেন: ভালো লাগা জানিয়ে গেলাম
১০৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:১৪
ক্থার্ক্থা বলেছেন: এতো ভালো কথা ।
১০৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:০৬
নুর ইসলাম রফিক বলেছেন: আমার মন্তব্যটি কোথায় হারিয়ে গেল?
১০৭| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:২৬
বিডি আইডল বলেছেন: জানাপ...টরেন্ট লিংক দিলে পাইরেসী হয়...কিন্তু কেউ নিজস্ব সার্ভারের মুভি ডাউনলোড লিংক দিয়ে পাইরেসী হয় না?!
১০৮| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:০৫
কানাই স্যার বলেছেন: কথা তো সত্যি । বিনাপয়সায় বিজ্ঞাপন চালানো চইলত ন। আমি এসব করিনা। তারপরও তো অবহেলিত।
১০৯| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:২৯
আমিনুর রহমান বলেছেন:
শতদ্রু একটি নদী...
আমি আপনার পোষ্টটা শুধুমাত্র উদাহরণ হিসেবে বেছে নিয়েছি। আমরা লেখালিখি করি তাই আমাদের সবারই জানা উচিৎ কপিরাইট আইনটা এবং আমি জানি আপনি এই বিষয়ে যথেষ্ঠভাবে জ্ঞাত আছেন। আর আমি নিজেও এই বিষয়ে পরিস্কার হবার জন্য একটা কমেন্ট করেছি ৬৪নং নম্বর কমেন্টটি যা সম্ভবত আপনার চোখ এড়িয়ে গেছে। তার উত্তরে মডারেটর তার ৭০ নং কমেন্টে আমার পর্যবেক্ষণ সঠিক বলেই মন্তব্য করেছেন এবং এই পোষ্টে তা উল্লেখ করার প্রয়োজনীয়তাও বোধ করেন। সেই সুত্র ধরেই আমি আপনার সহ আরো দুটো পোষ্টের উদাহরণ টানি। এবং চেষ্টা করেছি খোলাখুলি যদি ব্যাখ্যা না দেয়া হয় তাহলে শুধু ব্লগাররাই নয় কখন কখন নির্বাচক এবং মডারেটরও ভুল করতে পারে বা ইতিমধ্যে করেছে। আমি কিন্তু আপনার পোষ্টের উদাহরণ টানার ক্ষেত্রে স্পষ্টই বলেছি আপনি তাড়াহুড়ো করে পোষ্ট দেয়াতে সুত্র ঠিকমতো দিতে পারেননি এবং আপনি বলেছেন পরিমার্জন করবেন। আপনি যেখানে আপনার পোষ্ট নিজেই বলেছেন যে সুত্র পরিমার্জন করবেন। /sb] আপনি নিজেই জানেন কিভাবে সুত্র দিতে হয় যা আপনি আপনার আগের সবগুলো পোষ্টগুলোতে দিয়েছেন। এখন হয়ত কমেন্ট করা হয়ে উঠে না ব্যস্ততার দরুন কিন্তু আপনার এবং অন্যদের মোটামুটি ভালো পোষ্টগুলো সবসময় পড়ার চেষ্টা করি।
প্রথম আলো বা কালের কণ্ঠ বা অন্য যে পত্রিকাই বলুন না কেনো কখন দেখেছেন এরা জবাবদিহি দিয়েছেন? আমি ব্লগের সামান্য পাঠক মাত্র, যখন আমাকে কেউ ব্লগার বলেন তখন আমি ভীষণ গর্ব বোধ করি। কেন জানেন আমার কাছে ব্লগার মানে নিজের খেয়ে কোন কিছুর তোয়াক্কা না করে শুধুমাত্র দেশের প্রতি দায়িত্ব ও কর্তব্য পালন করার জন্য সততা ও নিষ্ঠার সহিত দেশের জন্য কাজ করে যাচ্ছে। তাই আপনি হয়ত দেখেননি বা খেয়াল করেননি। ব্লগে যারা বিশেষ করে লিখার চেষ্টা করে আসে সবসময় চেষ্টা করেছি তাদের সাথে সহ-ব্লগারের মতো পাশে থেকে ব্লগিং এ উৎসাহ দেবার।
আপনি কমেন্ট ব্লগীয় শর্তানুযায়ী ভুল বলেননি।
ভালো থাকবেন নিরন্তর।
১১০| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:২১
কুৎসিত কুকুরের নোংরা মন বলেছেন: আমান পোষ্টটি কবে প্রথম পাতায় পাবো?
১১১| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৯
ইখতামিন বলেছেন: এই বিধি-নিষেধগুলোর প্রয়োজন ছিলো। আগেও কিছুটা জানা ছিলো। এখন বিস্তারিত জেনে নিলাম।
* কালীদাসের কথায় একমত। "আমার বিভাগ", "আমার লিংক" এসব থাকলে আরও ভালো হতো।
* আগে একটা পোস্টে গেলে কেবল সেই পোস্ট পড়তে পারতাম। কিন্তু এখন কোনও পোস্টে গেলে পানির দামে শরবতের মতো সব পোস্ট ঝুলে থাকে। এটা পরিবর্তন করে "পূর্বের পোস্ট", "পরের পোস্ট" ও "সকল পোস্ট" অপশন রাখলে আরও ভালো হতো।
আমাদের সবার ব্লগিং লাইফ সুখকর হোক।
হ্যাপি ব্লগিং
১১২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৪০
আসল পাগল বলেছেন: ধন্যবাদ বিষয়টি সকলের গোচরে আনার জন্য ।
১১৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:১৮
প্রবাসী আব্দুল্লাহ বলেছেন: ধন্যবাদ
১১৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:২৫
করিম বস বলেছেন: সামু ব্লগ একসময় আমার প্রিয় সাইট ছিল! প্রচুর বস্তুনিষ্ঠ লিখা হত ইদানীং সামুতে প্রচুর মানুষ আইডি খুলছে এতে যে যার মত লিখছে লিখা গুলো একদম ফেইসবুকের মত ছোট ছোট হয়ে গেছে! নিজে না লিখলেওও অন্যর লিখা পড়তে ভালো লাগত! এক একজন ডুবলিকেট আইডি খুলে ব্লগারদের অনেক সময় খারাপ আচরণ করছে! ব্লগের সুন্দর্য্য বৃদ্ধির জন্য ছোট লিখা নিরুৎসাহিত করা দরকার! আইডি খুলা আরও কঠিন করা দরকারী
১১৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:০৫
মেলবোর্ন বলেছেন: এই পোস্ট এ দেখতে পারেন কিভাবে রেফারেন্স সহ লিখা যায়
অপারেশন জ্যাকপট খুজতে গিয়ে আমাদের অপারেশন বাস্তবতা
http://www.somewhereinblog.net/blog/MetroTrains/29906553
১১৬| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:৩৬
রাশেদ ইফতি বলেছেন: হুমমম....
১১৭| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:১৯
সিপন মিয়া বলেছেন: সামুর একটি মোবাইল এপ তৈরির ব্যবস্থা করুন।
১১৮| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৯
উদ্ভট ভাবনাবিদ বলেছেন: সামুর অ্যান্ড্রয়েড অ্যাপ চাই!!
১১৯| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৪
সত্যের পথে আরিফ বলেছেন: ভালো,,,,,,,,,,,,,,,,
১২০| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪৫
ইমতিয়াজ নাইম বলেছেন: ভালই হলো অনেক কিছু জানতে পেরেছি।।
১২১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:১৪
গরু গুরু বলেছেন: উপকৃত হলাম। জানানোর জন্য ধন্যবাদ।
১২২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:১০
নাজিব হোসেন আকাশ বলেছেন: ভাইরে, আমি প্রাসঙ্গিক লিংক দিয়েছিলাম ফেসবুক পেজের যা জরুরি ছিল।
কিন্তু আমার পোস্টটা রিমুভ করে দেওয়া হয়েছে এবং আমাকে প্রথম পাতায় লেখা হতে অব্যাহতি দেওয়া হয়েছে।
আমি আমার সেই পোস্টটি সহ আমার পূর্বের অবস্থানে ফিরে যেতে চাই।
১২৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৯
মিন্টুর নগর সংবাদ বলেছেন:
১২৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২১
ধমনী বলেছেন: ব্যাখ্যাত হলেম।।
১২৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:২৯
প্রামানিক বলেছেন: সতর্ক করার জন্য ধন্যবাদ।
১২৬| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৪:০৬
পরিবেশবাদী ঈগলপাখি বলেছেন: হাহাহাহাহাহাহাহাহাহাহহাহহহহা মজাই মজা কি মজা
classic samu modu
১২৭| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:৫৯
Subroto বলেছেন: আমাদের সর্তক করার জন্য আপনাদের ধন্যবাদ ।।
১২৮| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৫৬
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: যারা ব্লগ ব্যবহার করছেন তাদের নিয়ে যেমন বেশ কিছু ঝামেলা আছে আমি তো মনে করি এখানে ব্লগ নিয়ন্ত্রনে ও কিছু সীমাবদ্ধতা আছে । হয়তো টেকনিক্যাল সমস্যা ও হতে পারে । যেমন আমাকে কয়েকটা নোটিশ পাঠানো হয়েছে যে এমন.।.।।।আপনার এই পোষ্টের ওই মন্তব্যটি মুছে দেওয়া হয়েছে । কিন্তু দেখা যায় তার যৌক্তিক কারন নাই । মন্তব্য গুলো খুব স্বাভাবিক এবং ফরমাল । ব্লগ টিম জানানো হলে রিপ্লাই আসে তারাও বুঝতে পারছেন না । কি অদ্ভুতরে .।।কি ভয়ানক ভৌতিক .।.।।
১২৯| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৫৪
মো নাঈম ইসলাম বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ।
১৩০| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৫৫
মো নাঈম ইসলাম বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ।
১৩১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৩০
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: @নুরুন নাহার লিলিয়ানঃ
আপনার এই সংক্রান্ত কোন ইমেইল আমরা ফিডব্যাকে পাইনি। আপনি আমাদের ফেসবুক পেইজে এই বিষয়ে জানিয়েছিলেন, আমরা সেখানে আপনাকে উত্তর দিয়েছি। আপনি যে পোস্টের লিংক দিয়েছিলেন, সেখানে আপনার কোন মন্তব্য মুছে দেয়া হয় নি বরং আপনার পোস্টে একজন ব্লগার একটি স্প্যাম কমেন্ট করেছিলেন, আমরা তা মুছে দিয়েছি।
ব্লগ টিম জানানো হলে রিপ্লাই আসে তারাও বুঝতে পারছেন না । কি অদ্ভুতরে .।।কি ভয়ানক ভৌতিক .।.।।
আমরা আপনাকে বুঝতে পারছি না, এই জাতীয় কোন রিপ্লাই দিয়েছি বলে মনে হচ্ছে না। আপনার অবগতির জন্য আবারো জানাতে চাই যে ব্লগ সংক্রান্ত যে কোন সমস্যার জন্য আমাদেরকে [email protected] এ মেইল করুন। এই ক্ষেত্রে দ্রুত আমরা তা সমাধানের নিশ্চয়টা দিতে পারি।
১৩২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৯
muftisiraji বলেছেন: সব নিয়মনীতি মেনে পোস্ট করছি কিন্তু প্রথম পৃষ্ঠায় দেখাচ্ছেনা! problems কি? স্প্যাম হলে তো বার্তা আসতো কিন্তু তাও না..... please help me bloggers
১৩৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:২৪
মোঃ জাবেদ ভুঁইয়া বলেছেন: বই নিয়ে একটা অলাভজনক অ্যাপ তৈরী করেছি। তো পাঠকদের সেটা সম্পর্কে জানানোর জন্য ব্লগে রিভিউ দিলাম।দায়সারা নয়, বিস্তারিত এবং যাবতীয় তথ্য সহ এবং শেষে দিলাম অ্যাপটার ডাউনলোড লিংক।
তো এই নিয়মের বলে একটু পরে দেখি পোস্ট হাওয়া। আমরা স্টুডেন্ট মানুষ, নিজেদের পকেট থেকে টাকা খরচ করে অ্যাপ ডেভলপ করি। সামু মত ব্লগ পরিবারকে সামনে রেখেই সেই অ্যাপকে রাখি একদম বিজ্ঞাপনমুক্ত, সেখানে যদি ব্লগে সদ্য প্রকাশিত অলাভজনক অ্যাপের রিভিউ লিখতে গেলে তা ব্লগের জন্য হার্মফুল হয়ে যায় তাহলে আমরা যাই কোথায়?
১৩৪| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৪১
রায়হান মোল্লা বলেছেন: ধন্যবাদ যথারীতি পালনের চেষ্ট থকবে।
১৩৫| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৪৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন:
@মোঃ জাবেদ ভুঁইয়া: আপনার এ্যাপটি কি গুগল এ্যাপসে পাওয়া যাচ্ছে? যদি সেখানে পাওয়া যায়, তাহলে চাইলে আপনি সেটা পোস্টে সংযুক্ত করতে পারেন।
ধন্যবাদ।
১৩৬| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:১৫
Md Alamgir Hosen বলেছেন: ধন্যবাদ ৷ নিয়ম পালন করার চেষ্টা করব ৷
১৩৭| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৫
মেইড ইন চিটাগং বলেছেন: ধন্যবাদ
১৩৮| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:১৬
Anay saha Paban বলেছেন: এক মত
১৩৯| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:১২
ব্লগার ফাহিম বলেছেন: জানানোর জন্য ধন্যবাদ
১৪০| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:০৮
জাতি_ধর্ম_বর্ণ বলেছেন: প্রিয় মডুগণ, এখানে অনেক ভাল ভাল আলোচনা চলছে, ভাল কথা। কিন্তু নিন্মের এই মহান ব্লগারদের ব্যাপারে কি নিয়ম চালু করেছেন, তা একটু বলবেন কি দয়াকরে?? এরা কি ধরনের ব্লগিং করে তা আপনারা নিশ্চয়ই খোঁজ খবর রাখেন।
০১. চলন বিল
০২. আলী আকবর লিটন
০৩. তপ্ত সীসা
০৪. জাতির গ্রান্ডপা
০৫. হিনদোল শাহ
০৬. কথার_খই
০৭. জুবায়ের আহসান
০৮. নৈশ শিকারী
০৯. ফাহাদ মুরতাযা
১০. সাদিকনাফ
১১. আমার ভাবনা
১২. সুফী বরষণ
১৩. ক্ষতিগ্রস্থ
১৪. কি করে আজ ভেবে না পাই
১৫. তিথীডোর
আরো আছে, চাইলে নাম দিতে পারি।
আমার এ মন্তব্য মুছে দিলে আমার কিছু করার নেই।
১৪১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:১৬
ফাহাদ মুরতাযা বলেছেন:
১৪২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৮
সিয়াম রিজভী বলেছেন: জ্বি
১৪৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:০৯
অবেলার পানকৌড়ি বলেছেন: বাহ!
১৪৪| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:২৬
ফাহাদ মুরতাযা বলেছেন: !!!!????????????????????
?????????????????????????!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
আমার আগের দুইটা কমেন্ট এ কোথায় "ব্যক্তি আক্রমণ, অপমানজনক, অশ্লীল, কুরুচিপূর্ণ, আপত্তিকর, গালি সম্বলিত উপাদান" ছিল এইটা কি মোডারেটর দয়া করে বলবেন?
মোডারেটর এর এক চোখা নীতি টা দেখায়া দিচ্ছিলাম, এইটা বোধ হয় ঠিক না।
কি আর বলব, মোডারেটর মনে হয় বাকশালীয় ফ্যনাটাসী তে আক্রান্ত।
১৪৫| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:৩০
জাতি_ধর্ম_বর্ণ বলেছেন: গতকাল দেখেছিলাম আমার মন্তব্যের পরে ফাহাদ মুরতাযা দুটি মন্তব্য করেছে। আজ দেখছি তার একটি মন্তব্য মডারেটররা মুছে দিয়েছেন। ওই মন্তব্য দুটিতে আমার কিছু মন্তব্যর স্ক্রিনশর্ট দিয়েছিল ফাহাদ মুরতাযা।
আমি বলতে চাই........ ব্লগার মহান চলন বিলের কথার জবাবে আমি ওই ধরনের কমেন্টস করতে বাধ্য হয়েছিলাম। তা ফাহাদ মুরতাযা কৌশল করে চলন বিলের মন্তব্য না দিয়ে শুধু আমার কথার স্ক্রিনশর্ট দিয়েছিল। কেন? ফাহাদ মুরতাযা কি কারণে চলন বিলকে রক্ষা করতে চেয়েছিল???? চলন বিলের সেই সব জঘণ্য মন্তব্য স্ক্রিনশর্ট এখানে দেয়নি কেন??
আমি তো আগে আগে চলন বিলকে ওসব কথা বলতে যাইনি। তা ফাহাদ মুরতাযা আপনাদের মুখোশ আর কত দেখবো??
১৩৯ নম্বর মন্তব্যে আমি আপনাদেরকে তো মহান ব্লগার বলেছিলাম। তা কি বললে আপনাদের গায়ে লাগবে না??
জামাত বলা যাবে না, ভন্ড বলা যাবে না, মহানও বলা যাবে না, তো আসলে কি বা কোনটা বলা যাবে না??
মডারেটরদের প্রতি....................
ব্লগে যে কোন বাজে শব্দ ব্যবহার অবশ্যই দৃষ্টিকটু। আমি অমন শব্দ ব্যবহারের জন্য দুঃখিত। আমি বাধ্য হয়েছিলাম।
১৪৬| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:২৪
ফাহাদ মুরতাযা বলেছেন:
উনারা সসবসময় সবসময় 'বাধ্য' হন!!!!
চেটনাবাদীর ন্যাকামী দেখে আর কি বলবো যে !!! কোনটা বলা ভাদ রাখসে যে!!আবার এইখানে রাজনৈতিক ন্যাকামী ''....চ্ছে'(তিন অক্ষরের, যেমন চালাচ্ছে, বলাচ্ছে ইত্যাদি)।
ছাইয়া ব্লগার এর উদ্দেশ্যে, 'মুখোশ' আসে কি নাই , এটা আমার ব্লগে গেলেই পাবলিক বুঝব।যা বলি সরাসরি বলি।ত্যানা প্যাচায়া মানুশ্রে বিভ্রান্ত করা চেটনাবাদীদের পুরানা স্বভাব , এইটা মানুষ এখন জানে। আর ব্লগে কে যে কি করে, এইটা আমরা নতুনরা না বুঝলেও পুরাতনরা ঠিকই জানে।
ছাইয়া / মাল্টি নিক লইয়া 'চেটনা' প্রচার কর আবার মাইনশেরে কও " কৌশল" করতেছে!!!
ব্লগে আইসা যে নোংরা পলিটিক্স দেখতাসি........ ভাল!
ভাল, চালায়া যাও।
আর মোডারেটর এর এতো সাপোর্ট পাইয়াও আশ মেটে না???
কথামত একটা নিক ব্যান, আমি ফ্রন্তপেজ ব্যান, আমার আগের নিক ব্যান............... আর কি চায় এরা!! মোডারেটর এখন আমার মাথায় আইসা একটা 'জয় বাংলা' দেয়া বাকি রাখসে!
যেই নিরপেক্ষতা মদুরা দেখাচ্চে, কি বলবো আর, বাশা হারিয়ে পেলেছি!!
রিপোর্ট/ ফ্লাগ করলেও ওনাদের চখে পড়ে না, কিন্তু স্ক্রিনশর্ট দিলেই খবর হইয়া যায়!!!
ঠিক আসে , নিজেদের 'সুন্দর' এবং 'নিরপেক্ষ' চেহারা দেখাইতে চাওয়ার কথা না।
১৪৭| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:২০
ভিন গ্রহের এলিয়েন বলেছেন: গুড (y)
১৪৮| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৩
নরহরি ঘোটক বলেছেন: জানানোর জন্য ধন্যবাদ
১৪৯| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৫:৫২
muftisiraji বলেছেন: বরাব_
বাধঁ বাঁঙার আওয়াজ ব্লগ এ্যাডমিন,
কিছু দিন যাবৎ আপনাদের এই বৃহৎ ব্লগসাইটে অতি আগ্রহের সহিত লেখা লেখি করছি।
কারণ আমাকে আপনারা নির্বাচিত করে "সেফ" পর্যায়ে নিয়েছেন।
আমার লেখাগুলি নির্দ্বিধায় 'প্রথম পৃষ্ঠায়' চলে আসতো।
কিন্তু আজ দু'দিন যাবৎ আমার বাকসাধীনতার প্রতিবন্ধকতা করে আমাকে "জেনারেল" পদচ্যুত করা হয়, যা খুবি দুঃখ জনক।
এখন এর কারণ দর্শিয়ে ব্লগনীতির বাহিরে আমার কোন কার্যকলাপ পেলে খুলে বলার অনরোধ রহিল।
এবং পুনরায় "সেফ" পদবী পেয়ে শৃজনশীল ব্লগার বনতে চাই!
১৫০| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৬
জাতির গ্রান্ডপা বলেছেন: গাতি বাইয়া আমালে বইলেতে মহান!!!!!!!!!!!!!!! আমাল তো প্লেম বালায় দিলো্, উপতে উত্তেতে প্লেম!!!!! আই লাবু গাতি.।.।.।। আই লাবু এত্ত এত্ত
১৫১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৬:১৯
Zeba বলেছেন: It is good for all to abide by all rules of blog. Thanks
১৫২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:২৪
কাহাফ বলেছেন: ব্লগের সুন্দর পরিবেশ বজায় রাখতে নীতিমালা অনুস্মরণ জরুরী!
মেনে চলার অংগিকার রইল!!
১৫৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৪
ঢাকাবাসী বলেছেন: আমিতো মনে হয় মেনেই চলি! অনেকে খুব অশ্লীল শব্দ ব্যাবহার করে আবার অদ্ভুত যুক্তি দেয় 'বাধ্য হয়েছি' , হাস্যকর !
১৫৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৫৮
থিওরি বলেছেন: somewherinblog তার ভাবগাম্ভীর্য, স্বকীয়তা হারাচ্ছে। এইমাত্র দেখলাম একজন পত্রিকার এড দিছে। আরেকজন আবার সাইটের রেফারেল দিয়ে টাকা কামানোর ধান্দায়।
আমার অভিমত, যারা এরকম পোোস্ট কররছে তাদের পোস্ট প্রথম পাতায় প্রকাশ না করা হোক। নির্বাচিত পাতা ছাড়া এখন প্রথম পাতায় গেলেই বিরক্তি লাগে। এসব পোস্টের আড়ালে ঢাকা পড়ে যায় অনেক ভালো পোস্ট।
১৫৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:০৮
মুহাম্মদ সাইফুর রহমান বলেছেন: **************************
উক্ত উদ্যোগটি সঠিক এবং সময়উপযোগী ধন্যবাদ কর্তৃপক্ষকে। আরো আশা করবো ব্যাক্তি/ধর্ম/বর্ণ/দলীয় প্রতি হিংসা মূলক পোষ্টগুলো যাচাইয়ের ব্যপারে আরো উদ্যোগী হবে প্রিয় কর্তৃপক্ষ।
-ধন্যবাদ,
সামহোয়্যারইন ব্লগ।
১৫৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:২৫
মিথ্যা প্রেমের গল্প বলেছেন: but নিজের ফেসবুক একাউন্টের লিংক দিলে কি সমস্যা????
১৫৭| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৫৭
মোঃ ছিদ্দিকুর রহমান বলেছেন: অনেক কিছুই জানা হলো, যা আগে জানা ছিল না। এই ব্লককে আমি ভাল বাসি, তাই আপনাদের সাথে থাকতে চাই।
১৫৮| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৫২
নুর আয়শা আব্দুর রহিম বলেছেন: নীতিহীন যাত্রা হয় এলোমেলো
বুঝি সময়ের পরিক্রমায়,
নীতি থেকে তৈরি হয়
শন্তি এবং ন্যায়।
সামু ব্লগ এগিয়ে যাক
সাথে আমরাও চাই যেতে,
আড্ডা মায়া মমতা জড়িয়ে
থাকতে আন্তরিকতায় মেতে।
সম্পাদনাময় ব্লগ প্রত্যাশা
পুরন করবে শান্তির পক্ষে,
লিখতে চাই আমরা
পারিবারিক শান্তির লক্ষ্যে।
১৫৯| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৩৯
নৈশ শিকারী বলেছেন: মডারেটর ভাইদের দৃষ্টি আকর্ষন করছি, @জাতি ধর্ম বর্ণের এই মিথ্যা প্রগা পান্ডা আর কতদিন সইবো? উনি কিছুদিন আগে ব্যাক্তিগত আক্রনাত্নক একটা পোস্ট করেছিলেন সানি লিওনের বিষয় নিয়ে; যেখানে উপরে উল্লেখিত উনার কমেন্টে যেই ব্লগারদের নাম দিয়েছেন তাদের মেনশন করা হয়েছিল।, কিন্তু কেন এই আক্রোশ তা আমার জানা নাই। আমি এই ব্লগে যতদিন যাবত ব্লগিং করছি আমার মনে হয়না আমি ব্লগের নীতিমালা ভঙ্গ করেছি অথবা কাউকে ব্যাক্তিগত আক্রমন মূলক মন্তব্য বা পোস্ট করেছি। যেহেতু এটা মুক্ত মতামত প্রকাশের প্লাটফর্ম সেহেতু আমি আমার মতামত প্রকাশ করতেই পারি আর সেটা কারো খারাপ লাগলে মন্তব্যে জানাতে পারে, আর আমি যদি ভুল কিছু করে থাকি সেটা যদি যুক্তি যুক্ত কারন সহ উনারা ব্যাখ্যা করতে পারে আমার মেনে নিতেও আপত্তি নাই। তাহলে মন্তব্যে না এসে তিনি আগে পিছে এধরনের আজগুবি টাইপের ভন্ডামি কেন করেছেন আমার কাছে এখন অজ্ঞাত। তাই এর প্রতিকারার্থে আপনাদের সকলের একান্ত সহায়তা কামনা করছি। সামুর দীর্ঘ জীবন কামনা করে আমার বক্তব্য টুকু শেষ করলাম আশা করি আমার মন্তব্যটা আপনাদের দৃষ্টি গোচর হবে, ধন্যবাদ।
১৬০| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:০৭
Nazrul TheBrownFish বলেছেন: নিয়ম পালোন করার চেষ্টা করব
১৬১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৪৯
mhsabbir বলেছেন: উদ্দিষ্ট বিষয়ে জ্ঞাত হইয়া বহুল উপকৃত হলাম।
১৬২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:২৬
টিএম একরাম বলেছেন: ধন্যবাদ.........
১৬৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৪৪
মন্তু মাঝি বলেছেন: ধন্যবাদ
১৬৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৫২
চল পাখি বলেছেন: ব্লগ নিয়ম নিয়ে জেনে ভালো হল
১৬৫| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৪৭
তাসনীম মিলন বলেছেন: জানানোর জন্য ধন্যবাদ।
১৬৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৪:২৮
টেট ভাই বলেছেন: ধন্যবাদ। ব্লগজীবনের প্রথম কমেন্ট।
১৬৭| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৩৯
মুহাম্মাদ রাসলে উদ্দীন বলেছেন: উপকৃত হলাম, ধন্যবাদ!!
১৬৮| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:২৪
হাছিবুল ইসলাম শান্ত বলেছেন: একটু সমস্যায় ছিলাম কিছু বেপার নিয়া.. ঠিক হইছে
১৬৯| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:২৮
সাইফুল ফকির বলেছেন: এখানে লেখার জন্য কি কোন অর্থ বা বেনিঠফট দেয়া হয়? যদি দেয়া হয়, তবে তা কিভাবে দেন জানালে উপকৃত হব।
১৭০| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:৩৩
মিরাজুল ইসলাম অপূর্ব বলেছেন: সতর্ক করার জন্য ধন্যবাদ।
১৭১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৬
কমরেড ফারুক বলেছেন: বিভিন্ন রিভিউতে টরেন্ট লিংক দেয়ার
নাম করে ক্ষতিকর বিভিন্ন সাইটের লিংক
সংযুক্ত করছেন যা ব্যবহারকারীদের
নিরাপত্তার জন্য হুমকি স্বরুপ হতে পারে।
১৭২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৫
জসিম বলেছেন:
পোস্টের বা বিষয়বস্তুর সাথে সম্পর্কিত লিংক শেয়ার করা যেতেই পারে. তবে, এটাও বোধ হয় দেখা দরকার. ধারাবাহিকভাবে সব পোস্টেই লিংক দেয়া জরুরি কিনা. রেফারেন্স ছাড়া অন্য সব ক্ষেত্রে লিংক একেবারেই নিরুৎসাহিত করা উচিত.
১৭৩| ১০ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:০৬
আজিজুল হক আকাশ বলেছেন: ব্লগারা নিজেরা নিজেরা যেভাবে তর্ক-বিতর্ক করছে তার প্রকৃত উদ্দেশ্য কি? সেটি জানতে খুব ইচ্ছে করছে...
১৭৪| ১৭ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:০২
সেলিম আনোয়ার বলেছেন: অনেক কিছু জানা গেল ।
১৭৫| ১৮ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:০০
কর্মে শূন্য বলেছেন: শুভেচ্ছা সামহোয়্যার ইন ব্লগ,
আমি ফজলে রাব্বি। আমার এক্যাউন্টে নাম আছে কর্মে শূন্য। ইহা পরিবর্তন করে ফজলে রাব্বি করতে চাই। কিন্তু বুঝতে পারছি না "কর্মে শূন্য" নামটি পরিবর্তনের সুযোগটি কোথায়।
অনুগ্রহ করে একটি ইতিবাচক উত্তর জানাবেন। ধন্যবাদ
***সমস্যা জানানোর জন্য সাধারণ অভিযোগে কয়েকবার লেখার চেষ্টা করেছি কিন্তু বারবার ইহাই দেখায় যে "আপনার অনুরোধটি কার্যকর করা সম্ভব হচ্ছে না, অনুগ্রহ করে তথ্যগুলো পর্যালোচনা করে আবার চেষ্টা করুন"।
১৭৬| ২২ শে অক্টোবর, ২০১৫ রাত ৩:৩৬
আবিদ ভাই বলেছেন: "সকল পোস্টে" আমার ব্লগ দেখা জাচ্ছে না, কি করব???
১৭৭| ২৫ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:৫৪
অশুভ বধ বলেছেন: ঠিক আছে ভাই চেষ্টা করব ।
১৭৮| ২৬ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:২৫
নাঈম রেজা বলেছেন: এখানে মন্তব্য করার কিছু নেই, সর্ব ক্ষেত্রে নিয়ম মেনে চলা নিজের ও অপারের জন্য সু দিন বয়ে আনে। তাই সঠিক নিতিমালা মেনে লেখার জন্য চেষ্টা করব। সব সময় মনে রাখার দরকার লেখা থেকে মানুষ তৈরী হয় না, মানুষ থেকে লেখা ! ব্যবহার মানুষের বড় পরিচয়।
১৭৯| ৩১ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:৩৪
নাসিব আখতার বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সামহোয়্যার ব্লগ টিম! আপনাদের সূচনা খুব বাস্তব এবং এই নীতিমালা মেনে চলবো!!!
১৮০| ০১ লা নভেম্বর, ২০১৫ ভোর ৪:২০
কিরমানী লিটন বলেছেন: নীতিমালার সীমাতেই আছি-থাকতে চাই,
অনেক জানলাম- দেরীতে হলেও ,শুভকামনা প্রাণের সামু পরিবার,স্নিগ্ধ শান্তিতে ...
১৮১| ০৫ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৬
এম মিজানুর রহমান বলেছেন: নীতিমালা জেনে অনেক উপকৃত হলাম । ধন্যবাদ ।
১৮২| ০৬ ই নভেম্বর, ২০১৫ ভোর ৫:৩৮
৬৮৭ বলেছেন: ধনৌবাদ আপনাকে।
১৮৩| ১১ ই নভেম্বর, ২০১৫ ভোর ৫:০৮
মহিমা আজম হিমু বলেছেন: মেনে চলার চেষ্টা করব। :-)
১৮৪| ১৭ ই নভেম্বর, ২০১৫ ভোর ৫:১২
বিম্বিসার বলেছেন: @জাতি_ধর্ম_বর্ণ: আপনার একটা বিষয় খুবই বিরক্তিকর,আপনার পোস্ট কমেন্ট সব জায়গায় কয়েকজন ব্লগারের নাম নিয়ে উদ্দেশ্যমূলক ভাবে খোঁচা দেন । আপনি কে তা জানিনা কিন্তু আপনার ব্লগ থেকে ঘুরে এসে মনে হল আপনি উদ্দেশ্যমূলক ভাবে এই আইডিটা খুলেছেন।
আমার মনে হয় আপনি ইচ্ছাকৃত ভাবে এ ধরনের পোস্ট দেন অথবা ব্যক্তিগত ভাবে এই সব ব্লগারদের পছন্দ করেননা।
অন্তত আপনার পোস্টগুলো থেকে তাই মনে হল। যেসব ব্লগারদের পোস্ট প্রথম পাতায় প্রকাশ হয় তাদের দায়িত্ব অনেক বেশি। ব্লগকে ব্যাক্তিগত জিঘাংসা চারিতার্থ করার উপায় হিসাবে ব্যবহার না করাই উচিত।
আপনার কোন ট্রলকে উস্কে দিতে চাইনি বলে এতদিন মন্তব্য করিনি, কিন্তু একেবারে নোটিশ বোর্ডে এসে মডারেটরদের নাকের ডগায় নির্বিঘ্নে কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন দেখে অবাক হচ্ছি।
১৮৫| ১৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ৮:৪৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: জাতি_ধর্ম_বর্ণ বলেছেন: প্রিয় মডুগণ, এখানে অনেক ভাল ভাল আলোচনা চলছে, ভাল কথা। কিন্তু নিন্মের এই মহান ব্লগারদের ব্যাপারে কি নিয়ম চালু করেছেন, তা একটু বলবেন কি দয়াকরে?? এরা কি ধরনের ব্লগিং করে তা আপনারা নিশ্চয়ই খোঁজ খবর রাখেন।
:
:
১৪. কি করে আজ ভেবে না পাই
!!!!!!!!!!!!!!!
১৮৬| ১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৫৮
আসিফুজ্জামান জিকো বলেছেন: ভাইয়া আমি নতুন। ব্লগ লিখেছি, তবে কিছুই বুঝতেছি। কেউ কি লেখা পড়তে পারে আমার? ক্রমানুসারে সাজায় কিভাবে? আমার নামের উপর ক্লিক করলে দেখায় 404 eror, not found. আবার ঠিকক কোন সিস্টেমে কী ওয়ার্ড অর্থাৎ নাম টাম ট্যাগ কর্তে হয় পোস্টের কখন কোথায় তা ও বুঝিনা। যদি একটু সাহায্য করতেন.?
১৮৭| ২৫ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৫
আমার বাংলা পোষ্ট বলেছেন: আমি এখান থেকে নতুন একটি তথ্য জানতে পারলাম। ধন্যবাদ আপনাদেরকে।
১৮৮| ২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৪
সুমন অনিরুদ্ধ বলেছেন: ভালো উদ্যোগ
১৮৯| ৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:২৮
তামান্না তাবাসসুম বলেছেন: প্রোফাইল এডিট করতে গেলেই বারবার দেখায় যে "আপনার অনুরোধটি কার্যকর করা সম্ভব হচ্ছে না, অনুগ্রহ করে তথ্যগুলো পর্যালোচনা করে আবার চেষ্টা করুন"।
১৯০| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১৩
mohammadujany বলেছেন: আমি ব্লগে নতুন আসছি এই প্রথম। কিছু কিছু বুঝার চেষ্টা চালাচ্ছি।
১৯১| ১৪ ই মার্চ, ২০১৬ রাত ৯:০৬
সৈয়দ আর আবদুল্লাহ বলেছেন: ব্লগিং করে যদি কেউ আমাকে না ই চিনতে পারলো তবে ব্লগিং এর লাভ কি? কথা টা বললাম এই কারনে যে ফেসবুকের আইডি লিঙ্ক দিলে কি সমস্যা? যুক্তি সঙ্গত কোন কারন কর্তৃপক্ষ দেখাতে পারলে ভালো নয়ত এই ব্লগ জনপ্রিয়তা হারাবে.... আশা করি কর্তৃপক্ষ এর সঠিক ব্যাক্ষা দিবেন...
১৯২| ২৬ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:১৭
অতৃপ্তচোখ বলেছেন: প্রথম পাতায় নিজের লেখা দেখতে কি কি প্রয়োজন? আমার লেখা যদি অন্যকে না'ই দেখাতে পারলাম, নিজের প্রফাইলে গিয়েই দেখতে হয়, তাহলে এখানে অন্যের উপর তরফদরি রেখে কি লাভ? তাহলে তো blogspot.com ই ভালো। আমি মানছি মানসম্মত লেখা আমি লিখতে পারিনা। ব্লগ নাকি মুক্তচিন্তাদের কাজ। আমি যতটুকু ভাবলাম লিখলাম, কিন্তু আপনি সেটা কেটে দিলেন। তাহলে কিসের পরিচয় মিললো ? বুঝেছি, অাপনাদের কাছে মুক্তচিন্তা বলতে কেবল, দেশকে, সরকারকে, প্রশাসনকে বা কোন বড় নেতাকে সুন্দর মতো একহাত দেওয়া। যারা দিতে পারছে তারাই ভালো লেখক। তারাই মুক্তচিন্তা বাহক। অসাধারণ ব্লগের নীতিনির্ধারক কমিটি ! ভালো না লাগলে ডিলিট করে দিবেন। যদি মনে করেন আপনারা মুক্তচিন্তা প্রকাশ করতে সহযোগিতা করছেন, তাহলে আমার সমস্যার কথাও জানাবেন, আমার কি দোষ।
১৯৩| ১৮ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৫৮
বলন কাঁইজি বলেছেন: অনেক ভালো লাগল।
১৯৪| ০৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:১৯
জুপিটার মুহাইমিন বলেছেন: ব্লগের নাম পরিবর্তন করতে চাই। কি করব?
©somewhere in net ltd.
১| ৩১ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:৪৮
হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ। এই পোস্টের মাধ্যমে অনেক কিছুই ব্লগারদের কাছে ক্লিয়ার হবে।