নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রিয় ব্লগারবৃন্দ,
লেখা জমা দেয়ার সময় বাড়ানোর ব্যাপারে আমাদেরকে অনেকেই অনুরোধ জানিয়েছেন। পাশাপাশি সাম্প্রতিক সময়ে ইন্টারনেট ব্যবহার করতে গিয়ে অনেকেই নানা ধরনের সমস্যার মুখোমুখি হওয়াতে লেখা পাঠাতে পারেন নি বলেও দাবি করেছেন। তাই সম্মানিত ব্লগারদের আগ্রহের কথা বিবেচনা করে আমরা লেখা জমা দেয়ার শেষ তারিখ ১লা ডিসেম্বর, ২০১৫ পর্যন্ত বৃদ্ধি করেছি।
বিনীত
সামহোয়্যারইন ব্লগ টিম
ব্লগারদের মন্তব্য ও ইমেইলের মাধ্যমে প্রাপ্ত প্রশ্নের ভিত্তিতে কিছু গুরুত্বপূর্ন আপডেটঃ
১) সেরা লেখাগুলো সামহোয়্যারইন ব্লগেই একটি সাময়িকী হিসেবে প্রকাশিত হবে।
২) একই বিভাগে একের অধিক লেখা দেয়া যাবে না। আপনার নিজস্ব বিবেচনায় সেরা পোস্টটি আমাদেরকে পাঠাবেন।
৩) আমরা মনে করি সব বিভাগে লেখা পাঠানোর চাইতে প্রত্যেকের নিজস্ব পছন্দের সেরা বিভাগে লেখা পাঠানো উত্তম। তথাপি কেউ যদি একের অধিক বিভাগে লেখা পাঠাতে চান, তাহলে তা তিনি করতে পারেন। সেইক্ষেত্রে যে কোন বিভাগে একজন লেখকের লেখা নির্বাচিত হলে তাঁর অন্য বিভাগের লেখাগুলো প্রতিযোগিতার জন্য বিবেচনা করা হবে না।
৪) আপনার লেখাটি পিডিএফ বা ডক ফাইলে আমাদেরকে পাঠান। লেখা সম্ভব হলে অভ্র ফরমেটে পাঠাবেন। (বিজয় ফরমেটে পাঠানো লেখাগুলো পড়তে বেশ কিছু সমস্যার মুখোমুখি হতে হচ্ছে)
৫) ব্লগ নাম এবং ব্লগ ইউআরএলের বিষয়টি অনেকেই বুঝতে পারছেন না। ব্লগ নাম হচ্ছে যার যার ব্লগ নিক। যেমন নোটিস বোর্ডের ব্লগ নাম হচ্ছে নোটিসবোর্ড ব্লগ আর ব্লগ লিংক হচ্ছে নোটিস বোর্ডের ব্লগের লিংক।
http://www.somewhereinblog.net/blog/noticeblog
৬) এখন থেকে নোটিস বোর্ডের স্টিকি পোস্টের মাধ্যমে কোন বিভাগে কত লেখা পড়েছে তার দৈনিক একটি পরিসংখ্যান দেয়া হবে।
প্রিয় ব্লগার,
শুভেচ্ছা নিন। অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আমরা বাংলা ব্লগের দশম বর্ষপূর্তি এবং সপ্তম বাংলা ব্লগদিবস উপলক্ষে সামহোয়্যারইন ব্লগে একটি বিশেষ সাময়িকী প্রকাশ করতে যাচ্ছি। এই উপলক্ষে সকল ব্লগারদের কাছ থেকে আমরা নিচের বিভাগ অনুযায়ী লেখা আহবান করছি।
ক) ছোট গল্প
খ) ছড়া / কবিতা
গ) ফিচার (বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্য, জানা-অজানা, লাইফস্টাইল, টেকি পোস্ট)
ঘ) ছবি ব্লগ
ঙ) ভ্রমন ব্লগ
চ) বিশেষ বিষয়ঃ বিকল্প গণমাধ্যম হিসেবে বাংলা ব্লগ। (সর্বোচ্চ ৫০০ শব্দ)
লেখা পাঠাবার ব্যাপারে কিছু সাধারন তথ্যঃ
১। প্রতিটি বিভাগ থেকে সেরা তিনটি করে লেখা পুরস্কৃত হবে।
২। মূল্যায়ন এর সময় বিচারক প্যানেল লেখকের নাম জানবেন না।
৩। যদি লেখাটি অন্য কোন মাধ্যমে প্রকাশ হয়ে থাকে তবে তা গ্রহনযোগ্য হবে না।
৪। শুধু মাত্র ইমেইলের মাধ্যমে পাঠানো লেখাই গ্রহন করা হবে। আমাদের লেখা পাঠাতে মেইল করুন [email protected]
৫। আমাদেরকে মেইল পাঠানোর সময় অবশ্যই ব্লগ নাম, ব্লগ ইউআরএল এবং সরাসরি যোগাযোগের জন্য একটি মোবাইল নাম্বার দিতে হবে।
৬। যে লেখাগুলো প্রতিযোগিতার জন্য পাঠানো হবে, তা কোন ভাবেই ডিসেম্বরের ৫ তারিখ পর্যন্ত নিজের ব্লগ বা অন্য কোথাও প্রকাশ করা যাবে না এবং ডিসেম্বরের ৬ তারিখ থেকে ১০ তারিখের মধ্যে অবশ্যই তা নিজ নিজ ব্লগে পোস্ট করতে হবে।
৭। লেখা পাঠাবার শেষ সময়ঃ ২৫ শে নভেম্বর, বিকাল ৪ টা।
বিনীত,
সামহোয়্যারইন ব্লগ টিম।
১১ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪০
নোটিশবোর্ড বলেছেন: ধন্যবাদ। প্রস্তুতি নিন, অংশগ্রহণ করুন।
২| ১১ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০০
আলোরিকা বলেছেন: উৎসাহিত বোধ করছি !
১১ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪২
নোটিশবোর্ড বলেছেন: অংশগ্রহণ করুন।
ধন্যবাদ
৩| ১১ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৩
কাবিল বলেছেন: দারুন আয়োজন।
১১ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৩
নোটিশবোর্ড বলেছেন: ধন্যবাদ।
৪| ১১ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৭
থিওরি বলেছেন: চমৎকার উদ্যোগ। ব্লগে আলোচিত লেখাগুলো সাময়িকীততে স্থান দেওয়া যায় কি?
১১ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫০
নোটিশবোর্ড বলেছেন: এই সাময়িকীটি হবে বাংলা ব্লগের ১০ম জন্মবার্ষিকী এবং ৭ম বাংলা ব্লগ দিবস উদযাপনকে কেন্দ্র করে। তাই প্রাত্যহিক আলোচিত লেখাগুলি এই সাময়িকীতে থাকবে না। তবে, আলোচিত ব্লগ পোস্টগুলো নিয়ে নতুন কিছু ভাবা যেতে পারে। আপনার প্রস্তাবটির জন্যে ধন্যবাদ। উদ্যোগটিতে অংশ নিন।
৫| ১১ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১২
জনাব মাহাবুব বলেছেন: যারা ভাল কবিতা, গল্প, ভ্রমন বিষয়ে ভালো লিখেন তাদের জন্য দারুন সুখবর।
সাথে কিন্তু ফিচার, ছবি ব্লগও থাকছে।
আবার ছোটবেলার মত রচনা প্রতিযোগিতায়ও অংশগ্রহণ করা যাবে।
অংশগ্রহণকারীদের সবাইকে অগ্রীম অভিনন্দন
১১ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫১
নোটিশবোর্ড বলেছেন: ধন্যবাদ।
৬| ১১ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৫
আরণ্যক রাখাল বলেছেন: অনুবাদ গল্প চলবে?
১১ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৫
নোটিশবোর্ড বলেছেন: দুঃখিত, এবারের আয়োজনে আমরা অনুবাদ নয়, কেবল মৌলিক লেখাই আহবান করছি। আমরা জানি, এখানে অনেক ব্লগারই আছেন যাঁরা ভালো অনুবাদ করে থাকেন। পরবর্তি কোন আয়োজনে বিষয়টি আমরা ভেবে দেখবো। আপাতত মৌলিক লেখা নিয়েই
আসুন। ধন্যবাদ।
৭| ১১ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৮
ধমনী বলেছেন: কী মজা কী মজা। কিন্তু কী লিখুম???
১১ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৮
নোটিশবোর্ড বলেছেন: ভাবতে থাকুন। নিশ্চয়ই কোন আইডিয়া পেয়ে যাবেন।
ধন্যবাদ
৮| ১১ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২২
নূর মোহাম্মদ নূরু বলেছেন: প্রশংসনীয় উদ্যোগ,
সাধুবাদ জা্নাই
ব্লগ কর্তৃপক্ষকে
১১ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:০৭
নোটিশবোর্ড বলেছেন: ধন্যবাদ। আশা করি অংশ নেবেন।
৯| ১১ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৫
ক্যান্সারযোদ্ধা বলেছেন: আমি নতুন ব্লগার। আগামী বছর বেঁচে থাকলে অংশগ্রহণ করব। ইনশাল্লাহ। সামু ওমর হোক!
১১ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:১৬
নোটিশবোর্ড বলেছেন: স্বাগতম নতুন ব্লগার। এবারেই লেখা পাঠিয়ে দিন সানন্দে। আগামী বছরতো অংশ নেবেনই ইনশাল্লাহ।
জয় হোক বাংলা ব্লগারদের, প্রতিষ্ঠা পাক দায়িত্বশীলতার, জয় হোক মুক্তমতের।
১০| ১১ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৮
খেয়া ঘাট বলেছেন: শর্ত ঠিক হয়নাই। বলা উচিত ছিলো-এই বছরের লিখাগুলো প্রতিযোগিতায় পাঠানো যাবে। একটা ভালো গল্পের আইডিয়া বের করতে দিনের পর দিন, রাতের পর রাত চিন্তা করতে হয়।
এই শর্ত আগে থেকে জানা থাকলে অনেক লিখা ব্লগে পোস্ট না করে প্রতিযোগিতার জন্য রেখে দিতাম।
তাই, এই বছরে ব্লগে প্রকাশিত প্রিয় লিখাটি প্রতিযোগিতায় পাঠানো যাবে- এই শর্তটি যোগ করার জন্য কর্তৃপক্ষ বরাবরে সবিনয় অনুরোধ করছি। তাহলে, আপনারা অনেকের কাছ থেকেই সেরা লিখাগুলো পাবেন।
অনেক শুভকামনা রইলো।
১১ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:২৮
নোটিশবোর্ড বলেছেন: একটি ভাল লেখা তৈরীর জন্যে অবশ্যই ভাল সময় প্রয়োজন। আমরা আপনার সাথে সহমত জানাচ্ছি। তবে, যেহেতু এই আয়োজনটি বিশেষ সময়কে উপলক্ষ্য করে তাই একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করা হয়েছে। তবুও আমরা বিশ্বাস করি, এই উদ্যোগে আপনাদের খুব ভাল সাড়া পাওয়া যাবে।
ধন্যবাদ।
১১| ১১ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩২
রক্তিম দিগন্ত বলেছেন: ২৫ তারিখ অনেক সময়।
ছোটগল্প বলতে শব্দসীমা কত পর্যন্ত? আমি লিখতে গেলে বেশি শব্দ লাগে।
অনুবাদ দেওয়া যাবে কী? অনুবাদ দেওয়া গেলে এইটার শব্দ সীমাও কত?
আর একই ব্লগার একই বিভাগে কতগুলো লেখা দিতে পারবে?
১১ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:০৬
নোটিশবোর্ড বলেছেন: বিভাগ নম্বর 'চ' তে যে বিশেষ বিষয়ে লেখা চাওয়া হয়েছে, সেটির জন্যে কেবল শব্দসীমা বেঁধে দেয়া হয়েছে। অন্যন্য বিষয় গুলো লেখক প্রচলিত/সাধারণ নিয়মেই লেখার গতি-প্রকৃতি এবং দৈর্ঘ্য মেনেই লিখবেন।
১২| ১১ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪১
কথাকথিকেথিকথন বলেছেন: সুন্দর আয়োজন ।
১১ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:১১
নোটিশবোর্ড বলেছেন: ধন্যবাদ।
১৩| ১১ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৭
ব্লগ সার্চম্যান বলেছেন: আমি কি ইতিহাস বিষয় পোস্ট পাঠাতে পারবো ।
১১ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৪৩
নোটিশবোর্ড বলেছেন: নিশ্চয়ই পারবেন। বাংলাদেশের ইতিহাস বিষয়ক লেখা আমাদের পাঠিয়ে দিন।
ধন্যবাদ।
১৪| ১১ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৫
বিএম বরকতউল্লাহ বলেছেন: ছড়া, কিশোর কবিতা এবং শিশুতোষ গল্পের ব্যাপারে কিছু বলা নেই।
এগুলো কি প্রতিযোগিতার জন্য বিবেচিত হবে?
জানাবেন দয়া করে।
১১ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৫২
নোটিশবোর্ড বলেছেন: শিশু সাহিত্য নিয়ে আমরা আলাদা করে উল্লেখ করিনি বটে তবে, শিশুতোষ যে কোন লেখাই সানন্দে বিবেচিত হবে।
ধন্যবাদ।
১৫| ১১ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:০০
অভ্রনীল হৃদয় বলেছেন: চমৎকার আয়োজন। ছোটগল্প কত শব্দসীমা জানালে উপকৃত হতাম।
১১ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৫৫
নোটিশবোর্ড বলেছেন: বিভাগ নম্বর 'চ' তে যে বিশেষ বিষয়ে লেখা চাওয়া হয়েছে, সেটির জন্যে কেবল শব্দসীমা বেঁধে দেয়া হয়েছে। অন্যন্য বিষয় গুলো লেখক প্রচলিত/সাধারণ নিয়মেই লেখার গতি-প্রকৃতি এবং দৈর্ঘ্য মেনেই লিখবেন।
ধন্যবাদ।
১৬| ১১ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:০২
আমি মিন্টু বলেছেন: প্রতিযোগিতার তর্থ্য ফাস্ট করার কুন ব্যবস্থা রাখা আছে কি ?
বিশেষ করে ব্লগের মডুদের বিশ্বাশের কিছু বিষয় আছে । দেশটাই যেখানে ঘুষের উপরে চলে সেখানে ব্লগের মডুরা যে
আগে থেকেই ঘুষটুচ খেয়ে প্রতিযোগিতার তর্থ্য ফাস্ট করবে না তাও বিশ্বাশ করাটা বিষয়কর ব্যাপার স্যাপার ।
যাই হোক আমি সময় মত একটা কিছু লেখে পাঠিয়ে দিমুনি আমারে প্রতিযোগিতায় ১ম স্থান করে দিয়েন ।
১৭| ১১ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:০২
বিদ্রোহী ভৃগু বলেছেন: খুবই ভাল কথা
১১ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:০৫
নোটিশবোর্ড বলেছেন: ধন্যবাদ।
১৮| ১১ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:০৪
shuvo78 বলেছেন: খুব ভাল।
১১ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:০৭
নোটিশবোর্ড বলেছেন: ধন্যবাদ।
১৯| ১১ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:০৬
আব্দুল্লাহ রিফাত বলেছেন: অসাধারণ।শুনে খুব ভাল লাগল।
আয়োজকদের ধন্যবাদ।
১১ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:১২
নোটিশবোর্ড বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
২০| ১১ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:১০
কামরুন নাহার বীথি বলেছেন: চমৎকার উদ্যোগ!!!! ধন্যবাদ ------------
১১ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:১৩
নোটিশবোর্ড বলেছেন: ধন্যবাদ।
২১| ১১ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:১২
জুনাঈদুর রহমান বলেছেন: অংশগ্রহণের চেষ্টা করবো
১২ ই নভেম্বর, ২০১৫ ভোর ৬:৫৪
নোটিশবোর্ড বলেছেন: ধন্যবাদ।
২২| ১১ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:২০
প্লাবন২০০৩ বলেছেন: খুব উৎসাহ বোধ করছি।
১২ ই নভেম্বর, ২০১৫ ভোর ৬:৫৪
নোটিশবোর্ড বলেছেন: ধন্যবাদ।
২৩| ১১ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:২৬
নাবিক সিনবাদ বলেছেন: ছবিব্লগ দেয়ার জন্য একটা ডিএসেলার কিনেই ফেলবো কিনা ভাবছি
১২ ই নভেম্বর, ২০১৫ ভোর ৬:৫৪
নোটিশবোর্ড বলেছেন: ধন্যবাদ আপনাকে।
২৪| ১১ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৩৪
কে.এম. তারিফুজ্জামান বলেছেন: আমি একজন নতুন ব্লগার। নতুন ব্লগাররা কি লেখা পাঠাতে পারবে?
সর্বচ্চ কয়টা লেখা পাঠাতে পারবে?
১২ ই নভেম্বর, ২০১৫ সকাল ৭:০০
নোটিশবোর্ড বলেছেন: লেখা পাঠানোর ক্ষেত্রে নতুন বা পুরাতন কোন শ্রেনী বিভাগ নেই। তাই যে নিবন্ধিত যে কেউই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেন। আমরা মনে করি যে কোন বিভাগে মানসম্মত একটি লেখাই পাঠানো উত্তম। তবে কেউ যদি অন্য বিভাগেও অংশগ্রহন করতে চান, তাহলে তাঁর নিজ নিজস্ব সিদ্ধান্ত হিসেবেই বিবেচিত হবে। কারো একটি লেখা যদি নির্বাচিত হয়, তাহলে তাঁর অন্য লেখাগুলো নির্বাচিত হবে না।
ধন্যবাদ আপনাকে।
২৫| ১১ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৪০
পারভেছ রহমান বলেছেন: It's really great.
১২ ই নভেম্বর, ২০১৫ সকাল ৭:০১
নোটিশবোর্ড বলেছেন: ধন্যবাদ আপনাকে।
২৬| ১১ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৪১
এ এস রিপন বলেছেন: প্রিয়, সামহোয়্যারইন ব্লগ টিম। অামি একজন নতুন ব্লগার। আমি লেখা পাঠাবো। kindly বলবেন- ব্লগ ইউআরএল কি?
এ ধরনের আয়োজনের জন্য অনেক অনেক ধন্যবাদ।
১২ ই নভেম্বর, ২০১৫ সকাল ৭:০৩
নোটিশবোর্ড বলেছেন: আপনার ব্লগের লিংকটাই হচ্ছে ইউআরএল লিংক, যেমন আপনার ব্লগ নাম, এ এস রিপন। আপনার ব্লগের ইউআরএল লিংক হলোঃ
http://www.somewhereinblog.net/blog/ASRipon
অংশগ্রহনের আগ্রহের জন্য আপনাকে ধন্যবাদ।
২৭| ১১ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৪৭
রাবেয়া রব্বানি বলেছেন: নিরপেক্ষ জাজ হলেই তা সার্থক হবে। আশা করি অংশগ্রহণ করব।
১২ ই নভেম্বর, ২০১৫ সকাল ৭:০৫
নোটিশবোর্ড বলেছেন: লেখা নির্বাচনের ক্ষেত্রে নিরপেক্ষতা নিশ্চিত করতে আমরা কিছু পদক্ষেপ নিয়েছি। এর মধ্যে উল্লেখ্যযোগ্য হলোঃ
১। মূল্যায়ন এর সময় বিচারক প্যানেল লেখকের নাম জানবেন না।
২। বিচারক প্যানেলের নাম মূল্যায়ন চলাকালীন সময়ে কেউ জানবেন না।
ধন্যবাদ আপনাকে।
২৮| ১১ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৫০
মোস্তফা কামাল পলাশ বলেছেন: সরকারি চাকুরির ক্ষেত্রে যেমন কোটা আছে তেমন কোটা চাই প্রবাসী ব্লগারদের জন্য। নইলে মডুর খপড় আছে
১২ ই নভেম্বর, ২০১৫ সকাল ৭:০৬
নোটিশবোর্ড বলেছেন: ধন্যবাদ আপনাকে
২৯| ১১ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:২৬
আলপিন তনু বলেছেন: খুবই ভালো উদ্যোগ
১২ ই নভেম্বর, ২০১৫ সকাল ৭:০৬
নোটিশবোর্ড বলেছেন: ধন্যবাদ।
৩০| ১১ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৩৭
মুহাম্মদ তারেক্ব আব্দুল্লাহ বলেছেন: একজন কি একাধিক লেখা দিতে পারবে ?
১২ ই নভেম্বর, ২০১৫ সকাল ৭:০৬
নোটিশবোর্ড বলেছেন: আমরা মনে করি যে কোন বিভাগে মানসম্মত একটি লেখাই পাঠানো উত্তম। তবে কেউ যদি অন্য বিভাগেও অংশগ্রহন করতে চান, তাহলে তাঁর নিজ নিজস্ব সিদ্ধান্ত হিসেবেই বিবেচিত হবে। কারো একটি লেখা যদি নির্বাচিত হয়, তাহলে তাঁর অন্য লেখাগুলো নির্বাচিত হবে না।
৩১| ১১ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৪৬
সুপান্থ সুরাহী বলেছেন: গ্রেইট! ধন্যবাদ সামু...
১২ ই নভেম্বর, ২০১৫ সকাল ৭:০৭
নোটিশবোর্ড বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৩২| ১১ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৪৯
শতদ্রু একটি নদী... বলেছেন: ১। প্রতিটি বিভাগ থেকে সেরা তিনটি করে লেখা পুরস্কৃত হবে।
১৮ টা পুরস্কার!?
২। মূল্যায়ন এর সময় বিচারক প্যানেল লেখকের নাম জানবেন না।
খুব ভালো কথা। বিচারকদের লেখা পাঠাবার ক্ষমতাও রহিত করা হোক।
৩। যদি লেখাটি অন্য কোন মাধ্যমে প্রকাশ হয়ে থাকে তবে তা গ্রহনযোগ্য হবে না।
ব্রান্ড নিউ কিংবা অপ্রকাশিত হতে হবে, এটাও ভালো।
৪। শুধু মাত্র ইমেইলের মাধ্যমে পাঠানো লেখাই গ্রহন করা হবে। আমাদের লেখা পাঠাতে মেইল করুন [email protected]
সহজ এবং ভালো পদ্ধতি। তবে একই ক্যাটাগরিতে একই ব্যক্তির একাধিক লেখা গ্রহন করা হবে কি?
৫। আমাদেরকে মেইল পাঠানোর সময় অবশ্যই ব্লগ নাম, ব্লগ ইউআরএল এবং সরাসরি যোগাযোগের জন্য একটি মোবাইল নাম্বার দিতে হবে।
উদাহরন দরকার ব্লগ নামের ব্যাপারে।
যেমনঃ
নোটিশবোর্ড লিখবো নাকি সামহোয়্যার ইন ব্লগ অথবা অন্য ব্লগের নাম লিখবো, যেমনঃ সচলায়তন
আমি যা বুঝেছি সেটা হচ্ছেঃ
নোটিশবোর্ড
http://www.somewhereinblog.net/blog/noticeblog
০১৭০০০০০০০০০
এভাবে
৫। যে লেখাগুলো প্রতিযোগিতার জন্য পাঠানো হবে, তা কোন ভাবেই ডিসেম্বরের ৫ তারিখ পর্যন্ত নিজের ব্লগ বা অন্য কোথাও প্রকাশ করা যাবে না এবং ডিসেম্বরের ৬ তারিখ থেকে ১০ তারিখের মধ্যে অবশ্যই তা নিজ নিজ ব্লগে পোস্ট করতে হবে।
সিরিয়াল নাম্বার ভুল আছে। ৬ নং হবে এই শর্ত।
সময় কম কিন্তু কম সময়ে যারা ভালো লেখা দিতে সক্ষম হবে তারা সক্ষমতার বিচারেও আমার মতে এগিয়ে থাকবেন। ঠিকই আছে। তবে গল্পের ব্যাপারে সর্বোচ্চ এবং সর্বনিম্ন শব্দসীমা থাকা উচিত। যেমনঃ ৫০০-৩০০০ শব্দ। কারন অনুগল্পও গল্প, যেটা ১০০-২০০ শব্দেও শেষ করা যাবে।
৬। লেখা পাঠাবার শেষ সময়ঃ ২৫ শে নভেম্বর, বিকাল ৪ টা।
৭ নং পয়েন্ট। ওকে
উদ্যোগ সফল হোক।
১২ ই নভেম্বর, ২০১৫ সকাল ৭:৩৫
নোটিশবোর্ড বলেছেন: চমৎকার মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ। অবশ্যই, বিচারকগণ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন না। বিচারিক প্যানেলের জন্য নির্ধারিত অংশেই কেবলমাত্র তাঁরা লেখা প্রকাশ করতে পারবেন।
৫ নাম্বার পয়েন্টে আপনার ধারনা সঠিক। যেমন আপনার ব্লগ নাম হচ্ছে শতদ্রু একটি নদী...
আপনার ব্লগ ইউআরএল হচ্ছেঃ http://www.somewhereinblog.net/blog/snatcher
আমরা মনে করি যে কোন বিভাগে মানসম্মত একটি লেখাই পাঠানো উত্তম। তবে কেউ যদি অন্য বিভাগেও অংশগ্রহন করতে চান, তাহলে তাঁর নিজ নিজস্ব সিদ্ধান্ত হিসেবেই বিবেচিত হবে। কারো একটি লেখা যদি নির্বাচিত হয়, তাহলে তাঁর অন্য লেখাগুলো নির্বাচিত হবে না।
৩৩| ১১ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৫২
কিরমানী লিটন বলেছেন: চমৎকার সৃষ্টিশীল উজ্জিবনিমুলক উদ্যোগ,নিশসন্দেহে প্রসংসার দাবী রাখে,এ উদ্যোগের পিছনে- সামনে, সবাইকে হাজার সালাম। সুন্দরের সাথেই আছি ... চমৎকার সৃষ্টিশীল উজ্জিবনিমুলক উদ্যোগ,নিশসন্দেহে প্রসংসার দাবী রাখে,এ উদ্যোগের পিছনে- সামনে, সবাইকে হাজার সালাম। সুন্দরের সাথেই আছি ...
১২ ই নভেম্বর, ২০১৫ সকাল ৭:৩৫
নোটিশবোর্ড বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৩৪| ১১ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৫৫
সীমান্তের ঈগল(পরাজিত বীর) বলেছেন: অসংখ্য মোবারাকবাদ প্রানঢালা অভিনন্দন এই উদ্দ্যোগের জন্য ।
১২ ই নভেম্বর, ২০১৫ সকাল ৭:৩৬
নোটিশবোর্ড বলেছেন: ধন্যবাদ।
৩৫| ১১ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৫৯
ঠ্যঠা মফিজ বলেছেন: উদ্যোগ সফল হউক সেই শুভ কামনা রাখি ।
১২ ই নভেম্বর, ২০১৫ সকাল ৭:৩৭
নোটিশবোর্ড বলেছেন: ধন্যবাদ।
৩৬| ১১ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:২০
খেয়া ঘাট বলেছেন: মন্তব্যের জবাবের জন্য বিনম্র ধন্যবাদ।
যারা, এই বেঁধে দেয়া সময়ের মধ্যে লিখা তৈরি করবে-তারা সে লিখাটি জমা দিক। সমস্যা নাই। আর যারা মনে করে এই বছর তারা খুবই ভালো একটা লিখা লিখেছে- তাকেও সে লেখাটি পাঠানোর সুযোগ করে দেয়া হোক। সে তো আগে থেকে জানতোনা - এরকম একটি সময়ের মধ্যেই সেরা লিখাটি লিখতে হবে। তার লিখাটি ব্লগে আগে পোস্ট হলো বলেই কি ঐ লেখাটি সেরা লিখা হওয়ার প্রতিযোগিতা থেকে বাদ পড়ে যাবে। নিয়ম যত বেশী হবে , অনিয়ম তত বাড়বে। গুণমান তত কমবে।
বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করার জন্য আপনাদের সদয় দৃষ্টি কামনা করছি। বিনম্র ধন্যবাদ।
১২ ই নভেম্বর, ২০১৫ সকাল ৭:৪৭
নোটিশবোর্ড বলেছেন: আমরা মনে করি এই বিশেষ সাময়িকীটি সারা বছর জুড়ে প্রকাশিত লেখা বিচারের স্থান নয়। এটা শুধু মাত্র একটি বিশেষ দিনকে মাথায় রেখে সকলের সাথে উদযাপনের একটি প্রক্রিয়া মাত্র। যেহেতু যে কোন প্রতিযোগিতা নির্দিষ্ট সময় নির্ভর হয়ে থাকে, তাই এখানে আমরা একটি নির্দিষ্ট সময়ের কথা উল্লেখ্য করেছি। আশা করি যারা এই সময়ের ব্যাপারটি মাথায় রেখে অংশগ্রহন করবেন, তাদের ভেতর থেকে আমরা সেরা লেখা খুঁজে নিতে সক্ষম হবো।
আপনাকে আবারো ধন্যবাদ।
৩৭| ১১ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:২৯
খেয়া ঘাট বলেছেন: বেঁধে দেয়া সময়কে গুরুত্ব না দিয়ে বরং সেরা লিখা, ভালো লিখাকে গুরুত্ব দিন। তখনই সেরা লিখাগুলো সবার সামনে ওঠে আসবে এবং এই আয়োজন সার্থকতা লাভ করবে।
৩৮| ১১ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৩৫
আরজু পনি বলেছেন:
খুবই দারুণ উদ্যোগ ।
সাধুবাদ রইল।
আর নোটিশবোর্ড জবাব দিচ্ছে... !
শুধু মাত্র ইমেইলের মাধ্যমে পাঠানো লেখাই গ্রহণ করা হবে... ৪ নম্বরের এই অংশে ব্লগে নিক রেজিস্ট্রেশন করার সময় যেই ইমেইল এড্রেস ব্যবহৃত হয়েছিল সেটাই কি ব্যবহার করতে হবে নাকি যে কোন একটা দিলেই চলবে ?
মোবাইল নম্বর দেবার অপশনটা পছন্দ হয়েছে ...
অনেক শুভকামনা রইল...সবসময়ের জন্যে ।
১২ ই নভেম্বর, ২০১৫ সকাল ৭:৪৯
নোটিশবোর্ড বলেছেন: ধন্যবাদ আপনাকে। আমরা অবশ্যই চাই ব্লগাররা যে ইমেইলের মাধ্যমে ব্লগে নিবন্ধন করেছিলেন, সেই ইমেইল দিয়েই আমাদেরকে লেখা পাঠাক। তবে চাইলে কেউ তাঁর ব্লগ নাম, ইউআরএল, যোগাযোগ নাম্বার উল্লেখ্য করে দিয়ে অন্য ইমেইল ঠিকানা থেকেও লেখা পাঠাতে পারেন।
তবে এখানে উল্লেখ্য যে, ব্লগ কেন্দ্রিক যে কোন নোটিস কিংবা এই সংক্রান্ত প্রয়োজনীয় ইমেইল আমরা শুধুমাত্র নিবন্ধিত ইমেইলেই পাঠিয়ে থাকি, ব্যক্তিগত অন্য কোন ইমেইল ঠিকানায় নয়।
৩৯| ১১ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৩৫
মহিমা আজম হিমু বলেছেন: টেনশন হচ্ছে। একে পরীক্ষার যন্ত্রনা, ২য় তে এই প্রতিযোগীতার এ্যাক্সাইটমেন্ট। কি যে করি! :-|
১২ ই নভেম্বর, ২০১৫ সকাল ৭:৫০
নোটিশবোর্ড বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
৪০| ১১ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৪১
আমিই মিসির আলী বলেছেন: একটা ছোট গল্প লিখছি। দিয়ে দিবো। আশা করি প্রকাশিত হবে।
১২ ই নভেম্বর, ২০১৫ সকাল ৭:৫০
নোটিশবোর্ড বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৪১| ১১ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৫৩
আমিনুর রহমান বলেছেন:
যারা লিখতে পারে না তাদের জন্য একটা ব্যবস্থা থাকলে কিংবা যারা কমেন্ট করতে পছন্দ করে তাদের জন্য ব্যবস্থা করতে হবে। নয়ত আন্দোলনে যামু
চমৎকার উদ্যোগ।
বিশেষ বিষয়ঃ বিকল্প গণমাধ্যম হিসেবে বাংলা ব্লগ - এই বিষয়টা অতি গুরুত্বপুর্ন বিষয়।
ধন্যবাদ সামুকে ...
১২ ই নভেম্বর, ২০১৫ সকাল ৭:৫১
নোটিশবোর্ড বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। আশা করি বিশেষ বিষয়টিকে আমাদের ব্লগাররা গুরত্বের সাথে বিবেচনা করে অংশগ্রহণ করবেন।
৪২| ১১ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:০৫
কয়েস সামী বলেছেন: খুব ভাল উদ্যোগ। এটা বাংলঅ ব্লগকে আরো বেশি মাত্রায় গতিশীল করবে। এমন উদ্যোগ যেন প্রায়ই নেয়া হয়। প্রিয় ব্লগ কর্তৃপক্ষকে ধন্যবাদ।
১২ ই নভেম্বর, ২০১৫ সকাল ৭:৫২
নোটিশবোর্ড বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৪৩| ১১ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:০৯
হাসান মাহবুব বলেছেন: ভালো উদ্যোগ। তয় লেহা দিমু না
১২ ই নভেম্বর, ২০১৫ সকাল ৭:৫৪
নোটিশবোর্ড বলেছেন: আমরা আশা করি আগ্রহী সকল ব্লগার প্রতিযোগিতায় অংশগ্রহন করবেন।
শুভেচ্ছা রইল।
৪৪| ১১ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৪৩
কান্ডারি অথর্ব বলেছেন:
উদ্যোগ পছন্দ হইছে।
তবে হামা ভাইয়ের মতো আমিও লেখা দিতে ইচ্ছুক নই।
১২ ই নভেম্বর, ২০১৫ সকাল ৭:৫৪
নোটিশবোর্ড বলেছেন: আমরা আশা করি আগ্রহী সকল ব্লগার প্রতিযোগিতায় অংশগ্রহন করবেন।
ধন্যবাদ।
৪৫| ১১ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৪৮
বিলুপ্ত প্রায় বলেছেন: নিঃসন্দেহে ভালো উদ্যোগ, শুভকামনা সবার জন্য।
১২ ই নভেম্বর, ২০১৫ সকাল ৭:৫৫
নোটিশবোর্ড বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
৪৬| ১১ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৫২
বিদেশ পাগলা বলেছেন: বাংলা ব্লগের দশম বর্ষপূর্তি এবং সপ্তম বাংলা ব্লগদিবস উপলক্ষে সামহোয়্যারইন ব্লগ কর্তৃপক্ষ কে প্রতিভা অন্বেষনে এ মহতী উদ্যোগ কে স্বাগতম ও সাধুবাদ জানাই । নির্বাচিত ব্লগার বা লেখকরা পুরস্কৃত হয়ে নব উদ্যোমে ভবিষ্যতে দেশ ও জাতি তথা বিশ্বের কল্যাণে কাজ করবেন সে প্রত্যাশা রইলো । ধন্যবাদ
১২ ই নভেম্বর, ২০১৫ সকাল ৭:৫৫
নোটিশবোর্ড বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
৪৭| ১১ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৫৮
প্রামানিক বলেছেন: আমি তো ইহাই কামনা করিতেছিলাম। ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ।
১২ ই নভেম্বর, ২০১৫ সকাল ৭:৫৫
নোটিশবোর্ড বলেছেন: ধন্যবাদ।
৪৮| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:০৪
সুমন কর বলেছেন: চমৎকার প্রচেষ্টা......
১২ ই নভেম্বর, ২০১৫ সকাল ৭:৫৬
নোটিশবোর্ড বলেছেন: ধন্যবাদ।
৪৯| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:৩৯
গুরুর শিষ্য বলেছেন: মনটা খারাপ হলো...এই ব্লগে লেখা পোষ্ট করেও বিপদে পড়লাম..নতুন কিছু লিখতে হবে... সময় কম...
১২ ই নভেম্বর, ২০১৫ সকাল ৭:৫৬
নোটিশবোর্ড বলেছেন: শুরু করে দিন। শুভেচ্ছা জানবেন।
৫০| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:৪১
বর্ণিল হিমু বলেছেন: খুবই ভালো উদ্যোগ.....!
১২ ই নভেম্বর, ২০১৫ সকাল ৭:৫৭
নোটিশবোর্ড বলেছেন: ধন্যবাদ।
৫১| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:৪২
অপু তানভীর বলেছেন: হামা ভাইয়ের সাথে সহমত !
১২ ই নভেম্বর, ২০১৫ সকাল ৭:৫৭
নোটিশবোর্ড বলেছেন: ধন্যবাদ। আশা করি সকল ব্লগার প্রতিযোগীতায় অংশগ্রহন করবেন।
৫২| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:৫৬
ঘূণে পোকা বলেছেন: আমি তেমন ভাল লেখি না, তারপরও অংশগ্রহণ করব বলে আশা পোষণ করছি
আর আপনাদের উদ্যোগ পছন্দ হইছে। ধন্যবাদ
১২ ই নভেম্বর, ২০১৫ সকাল ৭:৫৮
নোটিশবোর্ড বলেছেন: শুভেচ্ছা রইল।
৫৩| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১:০৪
কামরুন নাহার বীথি বলেছেন: ছবি ব্লগ -বলতে কি শুধুই ভ্রমণের ছবি? না অন্য কোন বিষয়ের ছবিও দেওয়া যাবে????
১২ ই নভেম্বর, ২০১৫ সকাল ৭:৫৯
নোটিশবোর্ড বলেছেন: না, ছবি ব্লগ বলতে শুধুমাত্র ভ্রমনের ছবি নয়। আপনার নিজের তোলা যে কোন বিষয়ের উপর আপনি ছবি ব্লগ তৈরী করতে পারেন।
৫৪| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১:০৬
মোঃসুমন মজুমদার বলেছেন: আমি কি একটার বেশি কবিতা দিতে পারব?
১২ ই নভেম্বর, ২০১৫ সকাল ৮:০০
নোটিশবোর্ড বলেছেন: না, দুঃখিত। একটির বেশি কবিতা আমরা গ্রহণ করছি না।
৫৫| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১:২৪
চাঁদগাজী বলেছেন:
ভালো
১২ ই নভেম্বর, ২০১৫ সকাল ৮:০০
নোটিশবোর্ড বলেছেন: ধন্যবাদ।
৫৬| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১:৩১
৬৮৭ বলেছেন: কিসের পর বেশি মুল্যায়ন হবে
৫৭| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১:৫৮
কালের সময় বলেছেন: ভালো একটা উদ্ধেগ ।
আমার লেখার যে অবস্থা তাতে লেখা দিলে নিশ্চিত আমি ফেল মারমু ।
ধরকার নাই এমনেই দোআ করি আল্লায় সবাইরে পাশ করিয়া দেক ।
সবার জন্য শুভকামনা রইলো ।
গুড নাইট ।
৫৮| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ২:৪০
ইমদাদুল্লাহ বলেছেন: চমৎকার আয়োজন!!!! ,এর জন্য সামু কে সাধুবাদ, অংশ গ্রহণের চেষ্টা করবো ইনশা আল্লাহ
১২ ই নভেম্বর, ২০১৫ সকাল ৮:০১
নোটিশবোর্ড বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৫৯| ১২ ই নভেম্বর, ২০১৫ ভোর ৪:২৯
রুদ্র জাহেদ বলেছেন: দারুণ আয়োজন।সৃজনশীলতা আরো বিকশিত হোক...
১২ ই নভেম্বর, ২০১৫ সকাল ৮:০৩
নোটিশবোর্ড বলেছেন: আপনাকে ধন্যবাদ।
৬০| ১২ ই নভেম্বর, ২০১৫ সকাল ৭:০৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: বিশেষ দিনের আয়োজনে
বাদ পড়লো বিভাগ 'ছড়া';
সংগোপনে গুটিয়ে নিলুম
প্রবোধ 'কি আর করা'।
১২ ই নভেম্বর, ২০১৫ সকাল ৮:০৪
নোটিশবোর্ড বলেছেন: আপনার অনুরোধে, বিষয়টি আমরা পোস্টে সংযুক্ত করে দিচ্ছি।
ধন্যবাদ, পাশে থাকার জন্য।
৬১| ১২ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:৩৪
Sharifariyan বলেছেন: ভালো একটা উদ্যোগ,,,আমি এতে উৎসাহ বোধ করি
৬২| ১২ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:৪৬
ইছামতির তী্রে বলেছেন: আমি কোন প্রতিযোগীতায় নেই! রবী ঠাকুর-কাজীদা কেউই প্রতিযোগীতা করে নাই। তবে আমরা কেন?
যাইহোক, ভাল উদ্যোগ।
৬৩| ১২ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:৫৫
তাহসিনুল ইসলাম বলেছেন: ভালো উদ্যোগ !!
৬৪| ১২ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:০৯
টেক সমাধান বলেছেন: চমৎকার উদ্যোগের জন্য ধন্যবাদ কর্তৃপক্ষকে।
বিজ্ঞান-প্রযুক্তি আলাদা ক্যাটাগরি হতে পারতো - আফসোস!
৬৫| ১২ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:১৩
মিলন রায় বলেছেন: কবিতা কত শব্দের মধ্যে হবে জানাবেন
৬৬| ১২ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৩২
জুন বলেছেন: অন্যদেশের ইতিহাস নিয়ে লেখা দেয়া যাবে না!
১৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:০৩
নোটিশবোর্ড বলেছেন: অবশ্যই লেখা যাবে। তবে যেহেতু আমরা একটি বিশেষ আয়োজনকে কেন্দ্র করে এই সাময়িকীটি প্রকাশ করছি, তাই আমরা বাংলাদেশ কেন্দ্রিক ইতিহাসকেই প্রাধান্য দিচ্ছি।
৬৭| ১২ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৩৯
নেক্সাস বলেছেন: ভাল উদ্যেগ।
সুন্দর সংকলনের প্রত্যাশায়.....
তবে প্রথম হওয়ার নিশ্চয়তা দিলে লিখা দিমু।
৬৮| ১২ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৪৯
গেম চেঞ্জার বলেছেন: লেখার ফাইল ফরম্যাট(doc,pdf,rtf,odt) কি হবে? নাকি প্লেইন টেক্সট হিসেবে ইমেইলেই পাঠালে চলবে? সে ব্যপারটা সুনির্দিষ্ট করা উচিত ছিল।
৬৯| ১২ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৫৩
সাহসী সন্তান বলেছেন: পোস্ট সম্পর্কিত অনেকগুলো প্রশ্ন ছিল, তবে কাকতালীয় ভাবে আমার সেই সব প্রশ্নগুলো দেখলাম নদী ভাই আগেই করে ফেলেছেন তাই আর বাড়তি প্রশ্ন করে বিরক্ত করবো না! অনেক সুন্দর একটা আয়োজনের ব্যবস্থা করার জন্য সামুকে অনেক ধন্যবাদ!
আমার মতে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করাটাই বড় কথা, পাস ফেল সেটাতো পরের হিসাব। আমার লেখা যদি মান সম্মত হয় তাহলে অবশ্যই আমি জিতবো! যদিও সামুর কাছে আমার অভিযোগ করার মত কিছু নেই তারপরেও বিচারক মন্ডলীগনও যথেষ্ট নিরপেক্ষতা বজায় রেখে প্রত্যেকটা লেখার গুনাগুন বিচার করেই সেটাকে নির্বাচন করবেন এটাই আমার দাবি! যেন পরবর্তিতে কারো কোন ধরনের প্রশ্নের সম্মুখীন না হতে হয়!
প্রত্যেকটা লেখক এবং ব্লগারকে উৎসাহিত করার জন্য এমন একটা উদ্দোগ গ্রহণের জন্য সামুর সংশ্লিষ্ট সকলের প্রতি রইলো আন্তরিক কৃতজ্ঞতা!!
৭০| ১২ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৫৫
আরণ্যক রাখাল বলেছেন: প্রতিপক্ষকে দেখে নিতেছি| জমাট লড়াই চাই
৭১| ১২ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:২৭
হামিদ আহসান বলেছেন: ভাল উদ্যোগে সাধুবাদ...
৭২| ১২ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:৩৩
মনযূরুল হক বলেছেন: ছোট গল্প কি অনুবাদ হলেও চলবে ?
৭৩| ১২ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:৩৮
বাকা পথ বাকা চোখ বলেছেন: ব্লগ URL এটা আবার কি ?
৭৪| ১২ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:৪৭
অপর্ণা মম্ময় বলেছেন: দেখি নতুন কিছু লেখা যায় কিনা।
শুভকামনা ব্লগ টিমের জন্য।
৭৫| ১২ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:২৪
কলমের কালি শেষ বলেছেন: দারুণ উদ্যোগ । লেখক সক্রিয়তা বাড়বে ।
৭৬| ১২ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:০৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার উদ্যোগ !
''নোটিশ বোর্ড নামক ব্লগার কমেন্টের রিপ্লাই দেয়না।'' এই অভিযোগ থেকে নোটিশ বোর্ড এর উত্তরণ ঘটেছে !
ক্যাটাগরিতে রম্য নাই , এতে নিরানন্দ বোধ করছি ।
যারা লিখা পাঠাবেন , যাদের লিখা নির্বাচিত হবে ও সামু কতৃপক্ষকে আগাম শুভেচ্ছা ।
৭৭| ১২ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:১৯
প্রামানিক বলেছেন: ১। এখানে একটা বিষয় জানতে ইচ্ছে করছে সেটা হলো প্রতিযোগীতার জন্য লেখা আর বিশেষ সাময়িকীর জন্য লেখা কি আলাদা আলাদা পাঠাতে হবে?
২। প্রতিযোগীতায় ফেল করলাম কিন্তু যদি মান সম্মত লেখা হয় তাহলে কি বিশেষ সাময়িকীতে লেখা ছাপা হবে না?
৩। গিয়াসউদ্দিন লিটনের সাথে সহমত। রম্য লেখার ব্যাপারে কিছু একটা বলার জন্য অনুরোধ করছি।
৭৮| ১২ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:০৩
সৌরভ দাস ১৯৯৫ বলেছেন: ভালো উদ্যোগ
৭৯| ১২ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:০৭
ভবোঘুরে বাউল বলেছেন: জয়গুরু! খুব ভালো উদ্যোগ সেটা বলার অপেক্ষা রাখেনা।
প্রামানিক বলেছেন:
১। এখানে একটা বিষয় জানতে ইচ্ছে করছে সেটা হলো প্রতিযোগীতার জন্য লেখা আর বিশেষ সাময়িকীর জন্য লেখা কি আলাদা আলাদা পাঠাতে হবে?
২। প্রতিযোগীতায় ফেল করলাম কিন্তু যদি মান সম্মত লেখা হয় তাহলে কি বিশেষ সাময়িকীতে লেখা ছাপা হবে না?
এই ২ টা বিষয় ও জানতে ইচ্ছে হল।
৮০| ১২ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:৩০
সজল জাহিদ বলেছেন: একজন প্রতি বিভাগে কটা লেখা দিতে পারবে?
৮১| ১২ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:১৩
কে.এম. তারিফুজ্জামান বলেছেন: Lekha patiec...but.. Mobile numberta lekhar nichey die dc ....ete kono pblm hobe?
৮২| ১২ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৩১
মোঃ ইমতিয়াজ আহমেদ ইমন বলেছেন: ভালো উদ্যোগ। অংশগ্রহন করতে চেষ্টা করবো।
৮৩| ১২ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:২০
লেখোয়াড়. বলেছেন:
অনেক আশার খবর!!
আমি যদি ভাল লিখতে পারতাম তো অবশ্যই একটি লেখা দিতাম।
ধন্যবাদ সামুকে।
৮৪| ১২ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:২৩
খাদেমুল ইসলাম জয় বলেছেন: কবিতা বা ছড়া পাঠালে 500শব্দ এর কম না
প্লিজ সাড়া দিন
৮৫| ১২ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৫১
আমার বাংলাদেশ স্বাধীন বলেছেন: ছোট গল্প কত শব্দের মধ্যে হতে হবে??????
৮৬| ১২ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:০১
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: চমৎকার উদ্যোগকে স্বাগত জানাচ্ছি
৮৭| ১২ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:১০
মোঃকামাল হোসেন বলেছেন: ভালো উদ্যোগ
৮৮| ১২ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৩
muftisiraji বলেছেন: আমি ক্ষুদে ব্লগার,
গাঁও গেরামের কিছু ছবি ক্যামেরা বন্ধি করেছি ঐসব দিলেও কী চলবো?
ছবিব্লগ: জিন্দাবাদ!
৮৯| ১২ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২২
খাদেমুল ইসলাম জয় বলেছেন: জি ভাই
৯০| ১২ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৩
জুন বলেছেন: গিয়াসলিটনের মত বলি যারা লিখা পাঠাবেন , যাদের লিখা নির্বাচিত হবে ও সামু কতৃপক্ষকে আগাম শুভেচ্ছা ।
১৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:১১
নোটিশবোর্ড বলেছেন: আশা করি আপনিও লেখা পাঠাবেন এবং অংশ নিবেন।
৯১| ১২ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫০
লাবু২২ বলেছেন: ছোট গল্প সর্বোচ্চ কত শব্দের মধ্যে হতে হবে
৯২| ১২ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৪
লাবু২২ বলেছেন: একজন সর্বোচ্চ কয়টি লেখা লিখতে পারবে ?
১৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:১৫
নোটিশবোর্ড বলেছেন: আমরা চাই ব্লগাররা সব বিভাগে না লিখে তাদের সবচেয়ে পছন্দের বিভাগেই লিখুক। তথাপি কেউ যদি একের অধিক বিভাগে পোস্ট পাঠাতে চান, তা তিনি করতে পারেন। এইক্ষেত্রে যে কোন বিভাগে একজন লেখকের লেখা নির্বাচিত হলে তাঁর অন্য বিভাগের লেখাগুলো প্রতিযোগিতার জন্য বিবেচনা করা হবে না।
৯৩| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:২৯
শিস খন্দকার বলেছেন: ভালো উদ্যোগ। শুভ কামনা।
৯৪| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৪৩
ফারুকে আজম বলেছেন: ভাল উদ্দ্যেগ।।
৯৫| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৫৬
কমরেড ওমর ফারুক বলেছেন: ৩ দিন কইয়া ৫ দিনেও লেখা প্রথম পাতায় না চাওয়ায় সামুকে ধন্যবাদ
৯৬| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:১৭
খান রাকিব বলেছেন: আসলেই একটা ভালো উদ্যোগ এটা। ধন্যবাদ সবাইকে যারা এটার উদ্যোগ নিয়েছেন
৯৭| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৫০
আবু শাকিল বলেছেন: উদ্যোগকে স্বাগত জানাই ।
বাংলা ব্লগের দশম বর্ষপূর্তি এবং সপ্তম বাংলা ব্লগদিবস উপলক্ষে লেখার ইচ্ছে রইল ।
৯৮| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৩৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: চমৎকার উদ্যোগ। কর্তৃপক্ষকে ধন্যবাদ এমন পদক্ষেপের জন্য।
১৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:১১
নোটিশবোর্ড বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৯৯| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৪৮
ঝড়-বৃষ্টি বলেছেন: আমি নতুন ব্লগারই বলা যায়। তাই ‘ব্লগ নাম’ এবং ‘ব্লগ ইউআরএল’ বিষয় দুটি ঠিক বুঝতে পারিনি... একটু বলবেন প্লিজ?
১৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:১১
নোটিশবোর্ড বলেছেন: আপনার ব্লগ নাম হচ্ছে ঝড়-বৃষ্টি। আপনার ব্লগ ইউআরএল হচ্ছে
http://www.somewhereinblog.net/blog/jhorbrishty
অর্থাৎ আপনার ব্লগের লিংকটিই হচ্ছে আপনার ব্লগের ইউআরএল।
১০০| ১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:০১
কে.এম. তারিফুজ্জামান বলেছেন: যে ইমেইল দিয়ে আমার ব্লগ খুলেছি সেই ইমেইল থেকেই লেখা পাঠিয়েছি.......কিন্তুু লেখার সাথে ব্লগের নাম লিখে পাঠায়নি.....এতে কোনো সমস্যা হবে?
১০১| ১৩ ই নভেম্বর, ২০১৫ ভোর ৪:১৫
ইফতেখার ভূইয়া বলেছেন: দশম বর্ষপূর্তি?! অসাধারণ আমারও ৯ বছর+ হলো। বাংলা ব্লগিং এর দশম বর্ষ র্পূতিতে সামুর সকল ব্লাগারদের প্রতি শুভেচ্ছা রইল। আর সকল প্রতিযোগীদের প্রতি রইল শুভ কামনা।
১০২| ১৩ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:১৭
মোঃ সরব বাবু বলেছেন: একাধিক লেখা পাঠানো যাবে কিনা প্রশ্ন ছিল।প্রিয় ভাইদের মন্তব্য থেকেই তা জেনে গেলাম। কিন্তু এখন বিপাকে পড়ে গেলাম যে কি লিখবো। আসলে উদ্দেস্যহীন ভাবে অনেক কিছুই লেখা যায়। কিন্তু উদ্দেস্য নিয়ে ( যখন তাতে জেতার আকাঙ্খা থাকে) কিছুই লেখা যায়না। তখন মনঃপুত হয়না কিছুই। যেমন কাজ ছাড়া মাইল মাইল হাটা যায়, কিন্তু কাজে.....!
১০৩| ১৩ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:২২
শামীম আরেফীন বলেছেন: সুন্দর আয়োজন। শুভ কামনা রইল
১০৪| ১৩ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:১৬
জ্ঞানহীন মহাপুরুষ বলেছেন: ভাল উদ্দোগ। লেখা পাঠাতে চেষ্টা করব
১০৫| ১৩ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০৪
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
বিষয়টি গতানুগতিক হলেও পরিস্থিতি বিবেচনায় ভালো উদ্যোগ। এটি ব্লগারদের সৃজনশীলতাকে অনুপ্রাণিত করবে।
বিভিন্ন ব্লগে অনলাইন লেখা প্রতিযোগিতা হয়। নানাবিধ সীমাবদ্ধতার কারণে সেগুলোর মান বেশি ভালো হয় না। গ্রহণযোগ্যতাও প্রশ্নাতীত হয় না।
সামু যদি সেগুলো থেকে অভিজ্ঞতা নিয়ে 'গ্রহণযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতা' বিষয়টিতে দৃষ্টি দেয় তবে সেটি হবে দেশের প্রধান ব্লগসাইটের উপযুক্ত কাজ।
ব্লগারদের মধ্যে কেউ যদি নির্বাচক হন (সাহিত্যে 'বিচারক' বলে কিছু নেই), তবে তার লেখা প্রতিযোগিতায় অন্তর্ভুক্ত না হলে ভালো।
আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আয়োজক এবং অংশগ্রহণকারী সকলকে।
এমুহূর্তে আমি নির্বাচকদের ভবিষ্যত দুর্দশার কথা ভাবছি। কারণ কাজটি বেশ ঝামেলার এবং সময়-সাপেক্ষ। ন্যায়বিচার করতে চাইলে, প্রতিটি লেখা মনযোগ দিয়ে পড়তে হবে। তাদের জন্য রইলো শুভকামনা।
১০৬| ১৩ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:৩০
শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: লেখা যদি না ছাপা হয় তবে সেটাকি ফেরৎ দেয়া হবে।
১৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:১৪
নোটিশবোর্ড বলেছেন: অবশ্যই। এখানে ছাপানোর কিছু নেই। আমরা একটি অনলাইন সাময়িকী প্রকাশ করতে যাচ্ছি। লেখাটা আপনারা নিজেরাই একটি নির্দিষ্ট সময় পর প্রকাশ করতে পারবেন।
১০৭| ১৩ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:৩৫
সুমন অনিরুদ্ধ বলেছেন: ভালো আয়োজন
১০৮| ১৩ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:৫৫
তামান্না তাবাসসুম বলেছেন: কোন ফ্রন্ট এ লিখবো?
১০৯| ১৩ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:০৪
উল্টা দূরবীন বলেছেন: রম্য বাদ পড়ে গেলো!!
১১০| ১৩ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৮
নীলসাধু বলেছেন: চমৎকার উদ্যোগ গ্রহণের জন্য প্রথমেই ব্লগ টিমের সকলের প্রতি ধন্যবাদ জানাই।
আশা করছি ব্লগারদের মধ্যে এই উদ্যোগ আনন্দ ছড়াবে।
পাশাপাশি এই আয়োজন নিঃসন্দেহে সৃজনশীলতা চর্চায় উৎসাহ যোগাবে।
আন্তরিক ভালোবাসা রইলো।
১১১| ১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৪৭
মোঃ কামরুল হুদা দুর্জয় বলেছেন: সাময়িকীটি কি আমরা পাবো ? আর পেলে কিভাবে সংগ্রহ করবো ? এর জন্য কি কোনো মূল্য দিতে হবে ?
১৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:৩৪
নোটিশবোর্ড বলেছেন: সামহোয়্যারইন ব্লগেই আপনি পাবেন। এটা অনলাইনে প্রকাশিত হবে।
১১২| ১৪ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:২৭
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ভালো উদ্যোগ। ধন্যবাদ।
১১৩| ১৪ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:০৪
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
সুন্দর আয়োজন। শুভ কামনা রইল
১১৪| ১৪ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৮
জিমার পেঙ্গুইন বলেছেন: ভাল উদ্যোগ। লিখা দিব
১১৫| ১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:২৬
ভাচুয়াল ফন্ট বলেছেন: ভালো লাগলো ।
১১৬| ১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৪১
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর উদ্যোগ । ভাল প্রতিযোগীতা হবে বুঝা যাচ্ছে ।
১১৭| ১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৩৬
মোহাম্মাদ ছাব্বির বলেছেন: সৃজনশীলতার বিকাশ ঘটুক।
১১৮| ১৫ ই নভেম্বর, ২০১৫ সকাল ৭:২৫
না মানুষী জমিন বলেছেন: খুব ভালো উদ্যোগ। সাধুবাদ জানাই এমন উদ্যোগকে।
......ব্লগ url কোনটা হবে ঠিক বঝলাম না।
১৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:০৪
নোটিশবোর্ড বলেছেন: আপনার ব্লগ নাম হচ্ছে না মানুষী জমিন এবং আপনার ব্লগ ইউআরএল হচ্ছেঃ
http://www.somewhereinblog.net/blog/namanusijamin
১১৯| ১৫ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:৩১
আতিকুল সোহান বলেছেন: ভালো...
১২০| ১৫ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৪০
নাজমুল হাসান মজুমদার বলেছেন: চলচ্চিত্র বিভাগ রাখলে ভালো হইতো ।
১২১| ১৫ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:২১
শফিউল আলম চৌধূরী বলেছেন: কোন কমেন্টে কোন রিপ্লাই নাই! ব্লগ কতৃপক্ষকি তাহলে রিপ্লাই দিবেন না? এটা মনে হয় পোষ্টে লিখে দিলেই ভালো হতো। আর আপনার আদৌ মেইল পড়েন কিনা সন্দেহ আছে। বিজ্ঞাপনের জন্য কয়েকবার মেইল করেও কোন উত্তর পাইনাই আজ পর্যন্ত!
১৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:২৫
নোটিশবোর্ড বলেছেন: দুঃখিত, আপনার তথ্য সঠিক নয়। আমরা ফিডব্যাকে প্রাপ্ত প্রতিটি মেইলের জবাব দ্রুত দেয়ার চেষ্টা করি। আপনি যদি সঠিক ইমেইল ঠিকানায় যোগাযোগ করে থাকেন, তাহলে অবশ্যই এই ব্যাপারে আপনি আমাদের সহযোগিতা পাবেন। আপনি যে ইমেইল ঠিকানা দিয়ে নিবন্ধিত হয়েছেন, আমরা সেই ঠিকানা থেকে কোন মেইল ফিডব্যাকে পাইনি।
আপনি হয়ত লক্ষ্য করেছেন, আমরা বিভিন্ন কমেন্টের জবাব ইতিমধ্যে দিয়ে যাচ্ছি।
শুভেচ্ছা রইল।
১২২| ১৫ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৭
আব্দুল মান্নান মল্লিক বলেছেন: দারুণ উদ্যোগ, এমন ভালো একটি উদ্যোগ শুনে খুব আনন্দিত। ভবিষ্যতে আরো ভাল ভাল উদ্যোগের আশায় রইলাম, ধন্যবাদ। পথ চলা সুগম হক।
১২৩| ১৫ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৮
পারভীন রহমান বলেছেন: বাহ!
ভাল উদ্যোগ।
শুভেচ্ছা ও শুভ কামনা থাকলো।
১২৪| ১৫ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:০২
বিদগ্ধ বলেছেন: সহী উদ্যোগে শুভ কামনা।
১২৫| ১৫ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৭
সাদ্দাম হোসেন বলেছেন: এখানে বলা হয়েছে- ব্লগ এবং ব্লগের URL দিতে হবে। আমার তো কোন ব্লগ নেই তাহলে কি করব? প্লিজ উত্তর দিন!
১৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:০০
নোটিশবোর্ড বলেছেন: আপনার ব্লগ নাম হলো - সাদ্দাম হোসেন
আপনার ব্লগের ইউআরএল হলোঃ Click This Link
এটাই আপনার ব্লগ। আপনি সামহোয়্যারইন ব্লগে নিবন্ধন করা মাত্রই আপনার ব্লগটি তৈরী হয়েছে।
ধন্যবাদ। শুভেচ্ছা জানবেন।
১২৬| ১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:১৬
সারাফাত রাজ বলেছেন: কি পুরষ্কার দেয়া হবে?
১২৭| ১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:২২
মোঃ আনিস বলেছেন: সারাফাত রাজ ভাইয়ের মতো আমারও জানার ইচ্ছে ছিল পুরস্কার হিসেবে কী দেওয়া হচ্ছে। জানতে পারলে উৎসাহ আরও বেড়ে যেত প্রতিযোগিতাও আরও বেশী জমে উঠতো।
১২৮| ১৬ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৯
নজরুল ইসলাম টিপু বলেছেন: সুন্দর প্রতিযোগীতার জন্য মডারেটদের অনেক ধন্যবাদ। এভাবে নতুন লেখক বের হবার সুযোগ সৃষ্টি হবে, পুরাতনেরা আরো বেশী বেশী লিখতে উৎসাহ বোধ করবে। ধন্যবাদ।
১২৯| ১৬ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:৪৩
তানভীর আহাম্নেদ বলেছেন: ব্লগ ছারবই মিছ হবে না অপেক্ষায় আছি
১৩০| ১৬ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:৩৬
আশিক লি চ্যান। বলেছেন: অবশ্যই এইটা অনেক ভালো একটা উদ্দগ ।
সম্ভব হলে অবশ্যই কিছু লিখে পাঠানোর চেষ্টা করব ।
ভালো একটা উদ্দগের জন্ন আপনাদের ধন্যবাদ ।
১৩১| ১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:১০
৬৮৭ বলেছেন: thanks
১৩২| ১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৫১
সরষে ফুল বলেছেন: আমি অবশ্যই লিখব ভাবছি, অনেক দিন কিছু লিখিনা
১৩৩| ১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ৩:৫০
সাদরিল বলেছেন: কিছু প্রশ্ন ছিলো
১। নির্দেশিকা কি প্রিন্ট ভার্সনে প্রকাশিত হবে নাকি ই-ভার্সনে?
২। একের অধিক লেখা কীভাবে দেয়া যেতে পারে? একই বিভাগে একাধিক লেখা কি দেয়া যাবে? নাকি আলাদা আলাদা বিভাগের জন্য আলাদা আলাদা করে একাধিক লেখা পাঠানো যাবে?
৩। লেখা কি অভ্র ফরম্যাটে নাকি বিজয় ফরম্যাটে পাঠাতে হবে?
১৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৫৪
নোটিশবোর্ড বলেছেন: ধন্যবাদ সাদরিল।
১। এই বিশেষ সাময়িকীটি ই-ভার্সনে প্রকাশিত হবে।
২। একই বিভাগে একের অধিক লেখা দেয়া যাবে না। আপনার নিজস্ব বিবেচনায় সেরা পোস্টটি আমাদেরকে পাঠাবেন/।
৩। আমরা চাই ব্লগাররা সব বিভাগে না লিখে তাদের সবচেয়ে পছন্দের বিভাগেই লিখুক। তথাপি কেউ যদি একের অধিক বিভাগে পোস্ট পাঠাতে চান, তা তিনি করতে পারেন। এইক্ষেত্রে যে কোন বিভাগে একজন লেখকের লেখা নির্বাচিত হলে তাঁর অন্য বিভাগের লেখাগুলো প্রতিযোগিতার জন্য বিবেচনা করা হবে না।
৪। লেখা অভ্র ফরমেটে পাঠাতে হবে।
১৩৪| ১৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:৫০
আরণ্যক রাখাল বলেছেন: নটিফিকেশন পাই না কেন? ১০ জন প্রতিউত্তর করলে, দুইতিনটা নটিফিকশন পাই| এটা হইলে তো হবে না| এটার একটা ব্যবস্থা করুন
১৩৫| ১৭ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:২০
দিলীপ গোস্বামী বলেছেন: -------বহুদূর সমদ্র হতে কে যেন ডাকিছে আয় ,
চল সাথী , সে ডাকে সাড়া দেই সময় বহিয়া যায়।
বাংলা ব্লগের দশম বর্ষ পূর্তি ও সপ্তম বাংলা ব্লগ দিবস উপলক্ষে প্রতিযোগিতার জন্য লেখা আহবান মুক্ত মনের লিখিয়েদের
মননশীলতা কে যাচাইয়ের বাড়তি সুযোগ দেবে । সামু ব্লগ টিমের এ আয়োজনটি প্রশংসনীয় । ব্লগার - আতংকিত এক নিশব্দ সময়ে মেধা
নিরীক্ষার এ মহতী প্রয়াস কে সাধুবাদ । ব্লগ- ইউ আর এল বিষয়ে জানতে চাই । সকলকে হৈমন্তিক শুভ কামনা ।
----------দিলীপ গোস্বামী
১৩৬| ১৭ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৩১
রাশেদ বিন জাফর বলেছেন: এখানে লেখা লেখির ফ্লাট র্ফমটি আমার কাছে অনেক ভালো লেগেছে। আর মাঝে মধ্যে এমন প্রতিযোগিতা ব্লগারদের করা উচিত বলে আমি মনে করি।
১৩৭| ১৭ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৬
রাশেদ বিন জাফর বলেছেন: প্রিয় মডারেসন কর্তৃপক্ষ,
আমি আমার ব্লগে বা প্রোফাইলে ছবি যোগ করতে পারছি না।
ছবি সিলেক্ট করার পরও হচ্ছে না।
একটু সাহার্য় করেন।
১৩৮| ১৭ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:৫৪
খাদেমুল ইসলাম জয় বলেছেন: আমি বলে ছিলাম কবিতা/ছড়া 500শব্দ এর কম হতে কী চলবে
কোন জবাব আসে নি কেন এডমিন
জানতে কী পারি
১৩৯| ১৭ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:০৩
অশুভ বধ বলেছেন: সত্যিই মেধার বিকাশ ঘটাতে চাই এই বাংলায় ।
১৪০| ১৭ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:০৮
লেখাজোকা শামীম বলেছেন: ভালো উদ্যোগ
১৪১| ১৭ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৩
ইরন আহসান রাফিদ বলেছেন: অন্যরকম লাগছে! আবারো প্রতিযোগিতা!
১৪২| ১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১:৫৫
প্রামানিক বলেছেন: এ উদ্যোগের সফলতা কামনা করি।
১৪৩| ১৮ ই নভেম্বর, ২০১৫ ভোর ৪:০৯
গেদা (Geda) বলেছেন: শিশুদের জন্য একটি বিভাগ থাকলে ভালো হতো । নিঃসন্দেহে একটি ভাল উদ্যোগ । কর্তৃপক্ষ,লেখক,ব্লগার ,ভিজিটর ও শুভাকাঙ্খীদের প্রতি শুভেচ্ছা রইলো ।
১৪৪| ১৮ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:২৬
এস.আর শাকিল বলেছেন: ছোট গল্প লেখার চেষ্টা করছি।
আয়োজকদের ধন্যবাদ। :3
১৪৫| ১৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৭
মিশু মিলন বলেছেন: ব্লগারদের উৎসাহিত করতে চমৎকার উদ্যোগ।
কতৃপক্ষকে ধন্যবাদ।
১৪৬| ১৮ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৯
আসিফ তানজির বলেছেন: অসাধারণ উদ্যোগ
১৪৭| ১৮ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৬
আমি এক অপদার্থ বলেছেন: চেষ্টা করছি
১৪৮| ১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৫৬
কাজী নজরুলের ছাত্র বলেছেন: লেখা দেয়ার শেষ তারিখ?
১৪৯| ১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:০৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: যাদের (যেমন আমার) লেখার মান ভাল নয় তাদের লেখা তো মনোনীত হবে না। তাই খুব ভয় পাচ্ছি। পাঠাবো কিনা।
১৫০| ১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:০৯
যোহায়ের মোঃ আবদুর রহমান বলেছেন: সময়োপযোগী,
আন্তরিক ধন্যবাদ।
১৫১| ১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:১০
রাবেয়া রব্বানি বলেছেন: ছোট গল্পের শব্দ সীমা কত দয়া করে জানাবেন
১৫২| ১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১:৪৯
স্বপ্নবাজ তরী বলেছেন: ছোটগল্প সব্বোর্চ কত শব্দের মধ্যে লিখেত হবে ?
১৫৩| ১৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ৭:০৫
শুভ্র বিকেল বলেছেন: অনেক সুন্দর উদ্যোগ।
১৫৪| ১৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৩০
পলক শাহরিয়ার বলেছেন: ভ্রমন ব্লগে কি ছবি দেয়া যাবে? এ ধরনের লেখায় ছবি থাকতে পারে? সর্বোচ্চ কয়টা ছবি থাকলে তাকে ছবি ব্লগ বলা হবে?
১৫৫| ১৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৯
rashelrana বলেছেন: ধন্যবাদ সামু ব্লগ ও সঞ্চালকদেরকে।
১৫৬| ১৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৪২
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: @পলক শাহরিয়ারঃ হ্যাঁ। ভ্রমন ব্লগে অবশ্যই ছবি দেয়া যাবে। ছবি ব্লগ হিসেবে চিহ্নিত হবার কোন নির্দিষ্ট সংখ্যা নেই। তবে ভ্রমণ ব্লগে ভ্রমনের বর্ণনার পাশাপাশি ছবি দেয়া থাকে। আর ছবি ব্লগে ছবিকে প্রাধান্য দেয়া হয়, সেটা হতে পারে কোন নির্দিষ্ট ভ্রমনের উপর বা বিভিন্ন সময়ে তোলা নানা ধরনের ছবির উপর ভিত্তি করে। ছবি ব্লগের ক্যাপশনগুলো গুরুত্বপূর্ন।
তবে ব্যক্তিগতভাবে মনে হয় নূন্যতম ১০/১২ টা ছবি নিয়ে একটা ভালো ছবি ব্লগ হতে পারে।
১৫৭| ১৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৪১
আলম দীপ্র বলেছেন: ভাল উদ্যোগ ! শুভকামনা !
১৫৮| ১৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৪৫
শফিয়েল আলম বলেছেন: খুব ভাল । তবে পুরস্কার জেতা যেমন আনন্দ অংশ গ্রহণ ও অন্যরকম আনন্দ
১৫৯| ১৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:০৭
ns বলেছেন: খুব সুন্দর প্রতিযোগিতা
১৬০| ১৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:০৩
ফাটা কেষ্ট (ফটিক) বলেছেন: ফাঁটা ফাঁটি উদ্যোগ । ধন্যবাদ
১৬১| ১৯ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০১
ব্লগার ফাহিম বলেছেন: গল্প আর কি লিখিব, কদিন আগে ফেসবুকে একটা গল্প লিখার আয়োজন করেছিলাম। সেইখানে ৫৫টা লিখার মধ্যে ১৬টা লিখায় বিভিন্ন মাধ্যম থেকে কপি করে লিখা। তাহাদের এহেন কার্যকলাপ দেখে আপতত কিছু লিখতে ইচ্ছে করছে না। তবে একজন পাঠক হিসেবে পাশেই থাকব। ধন্যবাদ
১৬২| ১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৪৬
এক নিরুদ্দেশ পথিক বলেছেন: "
আমরা নিচের বিভাগ অনুযায়ী লেখা আহবান করছি।
ক) ছোট গল্প
খ) ছড়া / কবিতা
গ) ফিচার (বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্য, জানা-অজানা, লাইফস্টাইল, টেকি পোস্ট)
ঘ) ছবি ব্লগ
ঙ) ভ্রমন ব্লগ
চ) বিশেষ বিষয়ঃ বিকল্প গণমাধ্যম হিসেবে বাংলা ব্লগ।
"
অপ্রাসঙ্গিক কথনঃ
শুধু সাহিত্য আর বিনোদন বিভাগই যদি দেশের সবচেয়ে বড় ব্লগিং প্ল্যাটফর্মের একমাত্র ফোকাস হয়ে থাকে, তাহলে আমি ভীত অন্য কিছুর। পৃথিবীর নামকরা এবং বড় বড় ব্লগিং স্পেইস গুলোর কোর বিষয় গুলো দয়া করে ফলো করুন। সাহিত্য আর বিনোদন ব্লিগিং স্পেইস এর সাব এলিমেন্ট কিন্তু কোর এলিমেন্ট নয়। এই ব্যাপারটা এডমিন গণের বুঝা দরকার। ব্লগ মাস্ট বি রান ফর আ কজ!
একটি দেশের নির্বাহী এবং বিচার বিভাগীয় সংস্কার, ইন্সটি টিউশনাল স্টাব্লিশ্মেন্ট, দুর্নিতি, রাজস্ব, ব্যয় সংকোচন এমনকি রাজনীতি দর্শন, দেশের ভবিষ্যৎ ভিশন, সমস্যার সমাধান নিয়ে ব্লগিং কেন জানি নিরুৎসাহিতই থেকে যাচ্ছে।
আমরা সবাই ভিতু হয়ে যাচ্ছি, আমার মনে হয় না সরকার এর সব কিছুর উপরই সেন্সর আরোপ করছে, হাঁ কিছু কিছুর উপর তো করছেই। কথা হচ্ছে আমরা নিজেরাই নিজেদের উপর কতটা আরোপ করছি। আথবা আমরা কতটা দূরদৃষ্টি সম্পন্ন দেশের এবং সমাজের দর্পণ হিসেবে এই প্ল্যাটফর্ম কে প্রতিষ্ঠা করতে?
১৬৩| ১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৪৯
এক নিরুদ্দেশ পথিক বলেছেন: এক নিরুদ্দেশ পথিক বলেছেন: "
আমরা নিচের বিভাগ অনুযায়ী লেখা আহবান করছি।
ক) ছোট গল্প
খ) ছড়া / কবিতা
গ) ফিচার (বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্য, জানা-অজানা, লাইফস্টাইল, টেকি পোস্ট)
ঘ) ছবি ব্লগ
ঙ) ভ্রমন ব্লগ
চ) বিশেষ বিষয়ঃ বিকল্প গণমাধ্যম হিসেবে বাংলা ব্লগ।
"
অপ্রাসঙ্গিক কথনঃ
শুধু সাহিত্য আর বিনোদন বিভাগই যদি দেশের সবচেয়ে বড় ব্লগিং প্ল্যাটফর্মের একমাত্র ফোকাস হয়ে থাকে, তাহলে আমি ভীত অন্য কিছুর। পৃথিবীর নামকরা এবং বড় বড় ব্লগিং স্পেইস গুলোর কোর বিষয় গুলো দয়া করে ফলো করুন। সাহিত্য আর বিনোদন ব্লগিং স্পেইস এর সাব এলিমেন্ট কিন্তু কোর এলিমেন্ট নয়। এই ব্যাপারটা এডমিন গণের বুঝা দরকার। ব্লগ মাস্ট বি রান ফর আ কজ! ফর ডেফিনিট ভীশন!
একটি দেশের নির্বাহী এবং বিচার বিভাগীয় সংস্কার, ইন্সটি টিউশনাল স্টাব্লিশ্মেন্ট, দুর্নিতি, রাজস্ব, ব্যয় সংকোচন এমনকি রাজনীতি দর্শন, দেশের ভবিষ্যৎ ভিশন, সমস্যার সমাধান নিয়ে ব্লগিং কেন জানি নিরুৎসাহিতই থেকে যাচ্ছে।
আমরা সবাই ভিতু হয়ে যাচ্ছি, আমার মনে হয় না সরকার এর সব কিছুর উপরই সেন্সর আরোপ করছে, হাঁ কিছু কিছুর উপর তো করছেই। কথা হচ্ছে আমরা নিজেরাই নিজেদের উপর কতটা আরোপ করছি। আথবা আমরা কতটা দূরদৃষ্টি সম্পন্ন দেশের এবং সমাজের দর্পণ হিসেবে এই প্ল্যাটফর্ম কে প্রতিষ্ঠা করতে?
২৬ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৪২
নোটিশবোর্ড বলেছেন: আপনার বিষয়টি অপ্রসাংগিক নয় বরং আপনাকে ধন্যবাদ আপনি গুরুত্বপূর্ন একটি বিষয়ে আলোকপাত করেছেন। সামহোয়্যারইন ব্লগ একটি কমিউনিটি ব্লগ। কমিউনিটি ব্লগে আসলে আলোচনার কোন সুনির্দিষ্ট বিষয় নেই। আপনার বর্নিত সামহোয়্যারইন ব্লগে এই সব বিষয় নিয়ে বহু আলোচনা হয়েছে এবং সামনে আরো নানাবিধ আলোচনাও হতে পারে।
আমরা একটি বিশেষ দিন কেন্দ্রিক আয়োজন করেছি, তাই আমরা এবার প্রাধান্য দিয়েছি সৃজনশীল লেখায়। তাছাড়া গুরুত্বপূর্ন যে বিষয়ে ব্লগারদের অংশগ্রহনকে আমরা সব সময় উৎসাহ দিয়ে আসছি।
ধন্যবাদ। শুভেচ্ছা রইল।
১৬৪| ২০ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:০০
আকবর উদ্দীন ভূঁঞা বলেছেন: আমার লেখা কি পেয়েছেন?
১৬৫| ২০ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৩৫
জুনাঈদুর রহমান বলেছেন: অংশগ্রহণের চেষ্টা করব তবে ব্লগ নাম আর ইউআরএলের বিষয়টা বুঝতে পারছি না ৷ নতুন ব্লগার তাই একটু বুঝিয়ে দিন প্লিজ
১৬৬| ২০ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:১৮
সুমন কর বলেছেন: চ) বিশেষ বিষয়ঃ বিকল্প গণমাধ্যম হিসেবে বাংলা ব্লগ। (সর্বোচ্চ ৫০০ শব্দ)
৫০০ শব্দ অনেক কম। ৬০০/৭০০ শব্দ হলে ভালো হতো !!!
১৬৭| ২০ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৩৬
হাতুড়ে লেখক বলেছেন: লেখা ঠিকমত পৌছেছে কিনা জানবো কিভাবে?
১৬৮| ২১ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:২৩
দি ভয়েস বলেছেন: সুন্দর আয়োজন ।
১৬৯| ২১ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: প্রতি দিন কতগুলো লেখা জমা পড়ল তার আপডেট দিবেন বলেছিলেন। অপেক্ষায় আছি। কিন্তু কোন আপডেট তো পাচ্ছি না।
১৭০| ২১ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:০৬
বারমুডা ড্রাগন ট্রাইঙ্গেল বলেছেন: দাৱুন আয়োজন।
১৭১| ২১ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৩২
বাউল আলমগী সরকার বলেছেন: এই মাত্র একটি কবিতা পাঠাছি -
আর সপ্তম বাংলা ব্লগদিবস সাফল্য কামনা করছি-------
১৭২| ২১ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১১
সেলিম আনোয়ার বলেছেন: ব্লগ ইউআরএল,মোবাইল নাম্বার কতটুকু গুরুত্বপূর্ণ !! ইমেইল এড্রেস কি যথেষ্ট নয় । ও দুটো বাদে কোন লেখা চলে গেলে কি করতে হবে ?
১৭৩| ২১ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৪০
সবুজআহমেদ বলেছেন: নাইস বেশ প্রশংসনীয়
সফলতা কামনা করি
১৭৪| ২২ শে নভেম্বর, ২০১৫ সকাল ৭:৪৮
গ্রামের ছোট্র ব্লগার খায়রুল বলেছেন: ভালো। কিন্তু সমস্যা হচ্ছে আমি সামুতে কোন পোষ্ট করতে পারি না। এখন থেকে আর কোন ভুল হবে না আশাকরি অামাকে পোষ্ট করার অনুমতি দেওয়া হবে। ব্লগে প্রথম প্রথম এসে অনেক ভুল করেছিলাম।
১৭৫| ২২ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৫৭
রায়হান মোল্লা বলেছেন: আমি জীবনী লিখব।।
১৭৬| ২২ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৬
ফাহাদ মিয়াজি বলেছেন: নতুন কোনো পোস্ট আপডেট করতে পারছিনা সাহায্য চাই
১৭৭| ২২ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৬
শফিউল আলম চৌধূরী বলেছেন: ১১৮ নং কমেন্টের সুত্র ধরে অনুরোধঃ
আমি আমার একাউন্টের মেইল এড্রেস দিয়ে (Yahoo) মেইল পাঠানোর চেষ্টা করেছিলাম; কিন্তু আপনাদের সার্ভারে কোন কারণে ইয়াহুর মেইল যাচ্ছে না। তাই পরবর্তিতে যে প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চাই (সাইটনেমবিডি) তার ইনফো মেইল info [a] sitenamebd.com থেকে মেইল পাঠিয়েছিলাম অক্টোবর ৩১, ২০১৫ তারিখে। আশাকরি মেইলের রিপ্লাই পাবো; এবং বিজ্ঞাপনের রেটটা জানতে পারবো।
ধন্যবাদ।
১৭৮| ২২ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:১৭
মোঃ হাসানুল হক বান্না বলেছেন: নোটিশবোর্ডের প্রতি-আমি একজন নতুন ব্লগার তাই সবকিছু বুঝতে পারছি না,আমি ব্লগে প্রতিযোগিতার আয়োজন দেখার পর আমাদের জাতীয় কবির মতো সাম্যবাদী কবিতা লিখেছি,এখোন কিভাবে পাঠাবে তা বুঝতে একটু হিমশিম খেয়ে যাচ্ছি।আপনারা কেউ যদি সাহায্য করতে পারেন দয়া করে জানান
১৭৯| ২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৪২
সাদ্দাম হোসেন বলেছেন: আমি একটি কবিতা পাঠিয়েছি। কিন্তু ব্লগ নেম এবং ইউ আর এল বুঝিনি তাই লেখা নিয়মে পড়েনি। আমি কি আবার পাঠাতে পারব? আমি যেহেতু কবিতা লিখব তাহলে আমার ব্লগ নেম এবং ইউ আর এল কি হবে? প্লিজ দয়া করে জানাবেন! আপনার কাছে কৃতজ্ঞ থাকব।
১৮০| ২৩ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৩৫
মোঃ মাকসুদুর রহমান বলেছেন: সব ধরনের লেখা কি সর্বোচ্চ ৫০০ শব্দের মধ্যে নির্দিষ্ট না শুধু মাত্র বিষয়ের ক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য।আমার ইউ এর এল লিংক কি সেটা জানালে উপকৃত হব।
১৮১| ২৩ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৫০
মোঃ হাসানুল হক বান্না বলেছেন: আমি কবিতা পাঠিয়েছি কিন্তু কোন ইমেইল ব্যাক করে জানানো হয়নি আমায়
১৮২| ২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:০৮
সায়ানাইড সাকিব বলেছেন: আহা কত ইচ্ছে ছিলো একটা গল্প দিবো । মাইগ্রেনের ভয়ানক ব্যাথার কারনে সম্ভব হল না । ): আপাতত কবিতাই দিচ্ছি । শেষ ডেটটা কবে যেনো?
১৮৩| ২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৫২
আরজু পনি বলেছেন:
ছবি ব্লগে অংশ গ্রহণ করতে হলে ছবি এডিট করা যাবে নাকি আনএডিটেড অবস্থায় জমা দিতে হবে ?
যারা ব্লগ ইউআরএল আর নিক সম্বন্ধে কনফিউজড তারা খেয়াল করুন...
আমার ব্লগ নিক "আরজুপনি"
আর ব্লগ ইউআরএল "http://www.somewhereinblog.net/blog/ANPony"
১৮৪| ২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ২:০৯
একালের লালসালু বলেছেন: ভালো উদ্যোগ
১৮৫| ২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৫৯
সাকিব ইফতেখার বলেছেন: আগের একটা আইডিতে অনেক গল্প ছিলো আমার।ওগুলো থেকে একটা দিলে হবে?অনেকদিন ইনএকটিভ থাকায় ওই আইডির পাস আর ইমেইল ভুলে গেছি
১৮৬| ২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:১০
রাইসুল ইসলাম সাগর বলেছেন: ভালো উদ্যোগ
১৮৭| ২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:১৩
রাসেল আহমেদ মাসুম বলেছেন: লেখা পাঠানোর ঝামেলা না করে আপনাদের পছন্দ মতো লেখা প্রকাশ করলেই ভালো হয়।
১৮৮| ২৫ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:২৭
রাজিব হোসেন পানি বলেছেন: ভালো উদ্দেগ .............
১৮৯| ২৫ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:২৯
তামান্না তাবাসসুম বলেছেন: সময়টা বাড়ানো যায় না? আজ রাত ১২টা পর্যন্ত দিলেও হবে
২৬ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৪
নোটিশবোর্ড বলেছেন: ব্লগারদের আগ্রহের কথা বিবেচনা করে আমরা লেখা জমা দেয়ার শেষ তারিখ ১লা ডিসেম্বর, ২০১৫ পর্যন্ত বৃদ্ধি করেছি।
১৯০| ২৫ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৫
আরজু পনি বলেছেন: Lekha mail korar jonno aro somoy barano jete pare ki na ?
১৯১| ২৫ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩১
নাহিদ পারভেজ নয়ন বলেছেন: আজ রাত ১২ টা করা যায়না
২৬ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৩
নোটিশবোর্ড বলেছেন: ব্লগারদের আগ্রহের কথা বিবেচনা করে আমরা লেখা জমা দেয়ার শেষ তারিখ ১লা ডিসেম্বর, ২০১৫ পর্যন্ত বৃদ্ধি করেছি।
১৯২| ২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:২৬
বাংলার ফেসবুক বলেছেন: যখন আমি নোটিশটা দেখলাম তখন আর আমার হাতে সময় নেই। আজ রাত ৮টা পর্যন্ত এখন রাত ৯.২৫। আল্পের জন্য বাসটি মিস করলাম পরের বছরের জন্য অপেক্ষায় রইলাম যদি সুযোগ থাকে জানাবেন।
১৯৩| ২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৪২
ইতল বিতল বলেছেন: আজকে চব্বিশ তারিখ ভেবে নিয়েই ভুলটা হলো।
আলসেমি ছেড়ে দিয়ে মেইলটা করলেই হতো। :-(
২৬ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৬
নোটিশবোর্ড বলেছেন: ব্লগারদের আগ্রহের কথা বিবেচনা করে আমরা লেখা জমা দেয়ার শেষ তারিখ ১লা ডিসেম্বর, ২০১৫ পর্যন্ত বৃদ্ধি করেছি।
১৯৪| ২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:০০
হাসান মাহবুব বলেছেন: সময় বাড়ানো হোক।
১৯৫| ২৬ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:১৫
কাজী! বলেছেন: উত্তম সিদ্ধান্ত। আমি নতুন সদস্য।আপনাদের উদ্যোগ ভাল লাগল।
১৯৬| ২৬ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:১০
শামছুল ইসলাম বলেছেন: তাড়াহুড়া করে শেষ মুহুর্তে পাঠিয়ে ছিলাম।
কিছু ভুল ক্রুটি রয়ে গেছে।
সংশোধন করে আবার সামুতে পাঠানো যাবে?
১৯৭| ২৬ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৩১
অতঃপর হৃদয় বলেছেন: হুম, চেষ্টা করব.!!!!
১৯৮| ২৬ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৩৮
আরজু পনি বলেছেন:
সময় বাড়নোর জন্যে অনেক ধন্যবাদ
১৯৯| ২৬ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৪৪
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
সময় বাড়ানোর সিদ্ধান্তটি নিঃসন্দেহে ইতিবাচক।
তাতে আরও ব্লগার এবং পিছিয়েপড়া প্রতিযোগীরা সুযোগ পাবেন।
ব্লগাররা সকলেই সিদ্ধহস্ত লেখক নন। তবে তারা শুরু থেকেই ব্লগার।
তাই কঠিন সাহিত্যের পরীক্ষায় যেন কাউকে অবতীর্ণ হতে না হয়।
আয়োজক এবং প্রতিযোগী সহব্লগারদের জন্য সফলতা কামনা করছি
২০০| ২৬ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৪৯
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
১৬১ নম্বর মন্তব্যের একজন নিরুদ্দেশ পথিক-এর মন্তব্যটিতে দৃষ্টি আকর্ষণ করছি।
খুবই গুরুত্বপূর্ণ একটি পর্যবেক্ষণ। স্বীকার করতে আপত্তি নেই, বাংলা ব্লগকে প্রতিষ্ঠিত করেছে এরকম লেখা।
আমি মনে করি 'গ ক্যাটেগরিতে' (ফিচার).... এধরণের লেখা জমা দেওয়া যায়।
তবে এরকম লেখাকে প্রতিযোগিতায় নিলে সেটি কতটুকু সম্মানজনক হবে, সেটি ভাবনার বিষয়।
আদর্শবাদী লেখকেরা প্রতিযোগিতায় অবতীর্ণ হবার জন্য অথবা পুরস্কারের জন্য লেখেন না।
২০১| ২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৩৮
সপ্নচোরা বলেছেন: সময় বাড়ানোর জন্য সামুকে ধন্যবাদ।
২০২| ২৬ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৫১
হাসান মাহবুব বলেছেন: ৭। লেখা পাঠাবার শেষ সময়ঃ ২৫ শে নভেম্বর, বিকাল ৪ টা।
এখনো এটা রয়েই গেছে। আপডেট করুন।
২৬ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৯
নোটিশবোর্ড বলেছেন: নতুন আপডেটের বিষয়টি আলাদা করে পোস্টের শুরুতে জানানো হয়েছে। আপনি যে পয়েন্টির কথা বলেছেন তা পূর্ববর্তী পোস্টের অংশ।
২০৩| ২৬ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৬
শতদ্রু একটি নদী... বলেছেন: এই আপডেট দেখার পর মাথায় গল্প খেলা করতেছে। ভালো হইলো
২০৪| ২৬ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:০০
বিদগ্ধ বলেছেন:
খাড়ান! লেখা পাঠাইতেছি!
২০৫| ২৬ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৫
পারভেজ রশীদ মঙ্গল বলেছেন: সময় বাড়ানোর জন্য ধন্যবাদ
২০৬| ২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:১৭
তামান্না তাবাসসুম বলেছেন: সময় বাড়ানোর জন্য অনেক অনেক ধন্যবাদ
২০৭| ২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৪৮
কথাকথিকেথিকথন বলেছেন: যারা এখনো লেখা জমা দেয়ার কথা ভাবছে তাদের জন্য খুব ভাল খবর ।
কতৃপক্ষকে ধন্যবাদ ।
২০৮| ২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৫৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমি আমার লেখা মেইল করলাম। ফিরতি মেইল পেলাম যে আমার লেখা নাকি পড়া যাচ্ছে না। অভ্র ফরম্যাটে পাঠাতে বলা হয়েছে। আসলে অভ্র ফরম্যাট মানে কী? বিজয় ফরম্যাটে পাঠালে পরে সেটা নাকি পড়া যাচ্ছে না। আমি ইউনিকোডে পাঠালাম। আমার বুঝার ভুল । আমি বুঝতে পারছি না। প্লিজ, বিষয়টি খোলাসা করুন।
২০৯| ২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:০১
অগ্নিপাখি বলেছেন: সময় বাড়ানোর জন্য অনেক ধন্যবাদ।
২১০| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৫১
বাংলার ফেসবুক বলেছেন: সময় বাড়ানোর জন্য ধন্যবাদলেখাটি কি ইমেলেই পাঠাবো না ডিসেম্বরের ৫ তারিখে এখানে পোষ্ট করলেই জানালে বুঝতাম।
২১১| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১:১৬
কামরুন নাহার বীথি বলেছেন: ৬। যে লেখাগুলো প্রতিযোগিতার জন্য পাঠানো হবে, তা কোন ভাবেই ডিসেম্বরের ৫ তারিখ পর্যন্ত নিজের ব্লগ বা অন্য কোথাও প্রকাশ করা যাবে না এবং ডিসেম্বরের ৬ তারিখ থেকে ১০ তারিখের মধ্যে অবশ্যই তা নিজ নিজ ব্লগে পোস্ট করতে হবে। --
এই তারিখটার কোন পরিবর্তন হবে, কি হবে না ?????
২১২| ২৭ শে নভেম্বর, ২০১৫ ভোর ৪:২৩
মোহামমদ ইকবাল হোসেন বলেছেন: (লেখা জমা দেয়ার শেষ তারিখ ১লা ডিসেম্বর, ২০১৫ পর্যন্ত বৃদ্ধি করেছি।.. অনেক ধন্যবাদ।
ব্যস্ততার কারণে কত কিছু নিজের অজান্তে হারিয়ে যায় জীবন থেকে টেরই পাইনা। সময় বাড়ানোর সুযোগ পেয়ে আমি 'ক' এবং 'খ' বিভাগে একটি করে লেখা পাঠাচ্ছি। পেলে জানানোর বিশেষ অনুরোধ রইল লেখকের প্রতি।
২১৩| ২৭ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৫৫
শাহরিয়ার সনেট বলেছেন: লেখা পাঠিয়েছি!
তবে লেখা পৌছাইছে কিনা সেইটা জানব কেমনে??
২১৪| ২৭ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:২২
কাজী! বলেছেন: ব্লগ নাম এবং ইউ আর এল এই বিষয়গুলো নিয়ে ঝামেলা না করলেই ভাল হত।আমার মত নতুনদের জন্য সহজ হত।
২১৫| ২৭ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১০
নীলসাধু বলেছেন: লেখাতো পাঠাবো ভেবেছিলাম কিন্তু কোণ নতুন লেখা মাথায় আশে না
২১৬| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:১৬
হাসানুল করিম হাসান বলেছেন: আজকে আমি ব্লগে ভর্তি হলাম।
এটাই প্রথম কমেন্ট!
২১৭| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৫৮
সোজা কথা বলেছেন: লম্বা একটা সময় বিরতির পর আজ যখন ব্লগে লগইন করলাম তখন এমন সংবাদ পাঠে সত্যিই আনন্দ লাগছে। প্রশংসনীয় একটা উদ্যোগ নিঃসন্দেহে! অনেক অনেক শুভ কামনা রইলো।
২১৮| ২৮ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:০৬
আড্ডাবাজ বলেছেন: ভাই ব্লগ আমি অনেক দিন হল ব্লগ এর রাস্তা হারায় ফেলছি আমারে একটু পথ দেখায় দেন কিছু লেখা পাঠাই
২১৯| ২৮ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:১২
Md Alamgir Hosen বলেছেন: বাংলাদেশে নেট প্রভলেমের কারনে ঠিকমত লিখতে পারি না ৷ অনেক দিন হয়েছে ব্লগে লিখার সময় পাচ্ছি না বস
২২০| ২৮ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:১৩
Md Alamgir Hosen বলেছেন: বাংলাদেশে নেট প্রভলেমের কারনে ঠিকমত লিখতে পারি না ৷ অনেক দিন হয়েছে ব্লগে লিখার সময় পাচ্ছি না বস
২২১| ২৮ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৫২
সোজা কথা বলেছেন: আচ্ছা, " গ " বিভাগে বাংলাদেশের জলবায়ু পরিবর্তন নিয়ে কি কোন ফিচার লেখা যাবে? আশাকরি প্রিয় নোটিশবোর্ড দ্রুত জানাবে।
২২২| ২৮ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৫
তামিম মাহমুদ সিদ্দিক বলেছেন: এই রকম উদ্যোগকে সবসময় সাধুবাদ জানাই...
ব্লগের নতুন সদস্য হিসেবে আমি আপ্লুত।
২২৩| ২৮ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৫
শাহীন বলেছেন: ব্লগের নতুন সদস্য হিসেবে আমাকে গ্রহন করার জন্য থ্যাংকস.
২২৪| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৩৯
রঙিন মানব বলেছেন: ভালো উদ্যোগ
২২৫| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৩০
নতুন বলেছেন: খুবই ভাল উদ্দোগ...
কিন্তু লেখার কিছু পাইতেছিনা
২২৬| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৩২
কাজী মেহেদী হাসান। বলেছেন: যদি লেখাটি অন্য কোন মাধ্যমে প্রকাশ হয়ে থাকে তবে তা গ্রহনযোগ্য হবে না---- এক্ষেত্রে কি নিজস্ব ফেবু টাইমলাইনও বিবেচ্য?
২২৭| ২৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:০৭
জাবির হোসেন বলেছেন: আমার কোন লেখা প্রথম পাতায় প্রকাশিত হয় না
প্রথম পাতায় লেখা প্রকাশ করতে কি করতে হবে আমাকে
২২৮| ২৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:০৩
রেসিমিক সিরামিক বলেছেন: সায়েন্স-ফিকশন গল্প লেখা যাবে?
২২৯| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:০২
তৌফিকুর রহমান বিডি বলেছেন: Valo laglo
২৩০| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৫৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: "৬) এখন থেকে নোটিস বোর্ডের স্টিকি পোস্টের মাধ্যমে কোন বিভাগে কত লেখা পড়েছে তার দৈনিক একটি পরিসংখ্যান দেয়া হবে।"------ কবে থেকে দেয়া হবে?
২৩১| ৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ২:৪৪
মোঃ তুহিন ফারুক খান বলেছেন: ভাই আমি নতুন প্রথম পাতায় লেখা কি ভাবে প্রকাশ করব?
২৩২| ৩০ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:১৭
প্রবাসের বকবকানি বলেছেন: দারুন পদক্ষেপ!
২৩৩| ৩০ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:১৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন: আমি অদ্য একটা লেখা আপনাদের দেওয়া ইমেইল ঠিকানায়
পাঠিয়েছি, প্রাপ্তিস্বীকার কী করা হবে?
২৩৪| ৩০ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৩
রোদেলা বলেছেন: টাইম বাড়াইবেন কানে কানে কইলেই হইতো,তাইলে এতো তাড়াহুড়া কইরা আর লিখা দিতাম না,ভ্রমন কাহিনী লিখতে অনেক টাইম লাগে।
২৩৫| ৩০ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৪
তোফায়েল অাহমেদ বলেছেন: ১লা ডিসেম্বর কয়টা পর্যন্ত লেখা পাঠানো যাবে? আর আমি word file মানে .docx ফরম্যাটে যদি পাঠাই তবে সমস্যা হবে? লেখা কিন্তু বিজয় দিয়ে।
২৩৬| ৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৪৮
গুরুর শিষ্য বলেছেন: সময় বাড়ানোর সুযোগে আজ একটা ছোটগল্প পাঠালাম...
২৩৭| ০১ লা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৩০
অগ্নিপাখি বলেছেন: একটি কবিতা পাঠিয়েছি । সামহোয়ার অ্যাডমিনদের ধন্যবাদ এমন উদ্যোগ এর জন্য। এই ধরনের উদ্যোগ ব্লগারদের উৎসাহিত করবে লেখবার জন্য ও সৃজনশীলতা বিকাশের জন্য। সময় বাড়ানোর জন্য ধন্যবাদ। এখন শুধু সাময়িকীটি ব্লগে প্রকাশের অপেক্ষায়। ভালো থাকবেন সবাই। হ্যাপি ব্লগিং।
২৩৮| ০১ লা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৪
কিরমানী লিটন বলেছেন: লিখা পাঠানোর সময়টা আগামী বছরের ডিসেম্বর পর্যন্ত বাড়ানো যায়-তাহলে এই সময়ের মধ্যে যারা নতুন ব্লগার হবেন,তাড়াও সুযোগ পেতেন।হা হা হা ..। মজা করলাম
২৩৯| ০১ লা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৭
ইষ্টিকুটুম বলেছেন: কবিতা পাঠিয়েছি। দেখা যাক কি হয়। সিলেক্টেড হলে তো মজাই মজা হবে।
ধন্যবাদ।
২৪০| ০২ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৪২
সুপান্থ সুরাহী বলেছেন: ৬) এখন থেকে নোটিস বোর্ডের স্টিকি পোস্টের মাধ্যমে কোন বিভাগে কত লেখা পড়েছে তার দৈনিক একটি পরিসংখ্যান দেয়া হবে।
কই কোন আপডেট তো দেখছি না।
আরেকটা জমা দেওয়া লেখা পোস্ট করতে হবে। এটা করার জন্য সামু কি নটিফাই করবে?
২৪১| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৩২
আমি ময়ূরাক্ষী বলেছেন: ৬। যে লেখাগুলো প্রতিযোগিতার জন্য পাঠানো হবে, তা কোন ভাবেই ডিসেম্বরের ৫ তারিখ পর্যন্ত নিজের ব্লগ বা অন্য কোথাও প্রকাশ করা যাবে না এবং ডিসেম্বরের ৬ তারিখ থেকে ১০ তারিখের মধ্যে অবশ্যই তা নিজ নিজ ব্লগে পোস্ট করতে হবে।
এই নোটিসে ৬ থেকে ১০ তারিখের মাঝে অবশ্যই তা নিজ নিজ ব্লগে পোস্ট করতে হবে। এই সময়ের কোনো পরিবর্তন দেখা যায়নি।
২৪২| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৩
ইষ্টিকুটুম বলেছেন: ৬। যে লেখাগুলো প্রতিযোগিতার জন্য পাঠানো হবে, তা কোন ভাবেই ডিসেম্বরের ৫ তারিখ পর্যন্ত নিজের ব্লগ বা অন্য কোথাও প্রকাশ করা যাবে না এবং ডিসেম্বরের ৬ তারিখ থেকে ১০ তারিখের মধ্যে অবশ্যই তা নিজ নিজ ব্লগে পোস্ট করতে হবে।
এটা দেখে, নিজে নিজেই আজকে আমার নিজের ব্লগে আমার লেখাটা পোস্ট করেছি। ভুল হয়ে গেলো কি?
এখন কি আবার ড্রাফট করে রাখবো? জানালে ভালো হতো।
২৪৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমার পাঠানো মেইলের জবাব দিয়ে আজ মেইল এসেছে। সত্যি খুব ভালো লাগল। নোটিশ বোর্ডে লেখার তালিকা দেয়ার কথা মেইলে জানানো হয়েছে। অনেক অনেক ধন্যবাদ, টিমকে। আপনারা্ এগিয়ে যান।
২৪৪| ১২ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০২
আফরীন সুমু বলেছেন: আমার মেইলের রিপ্লাই এসেছে অনেক আগে। কিন্তু আমি আজকে দেখেছি। আমার ব্লগে পোষ্ট করা লেখার লিঙ্ক দিয়ে মেইল করতে বলা হয়েছে। সেটা আমি আজকে মাত্র করলাম। তবে লেখা আগেই পোষ্ট করেছিলাম। কোন সমস্যা হবে কি?
২৪৫| ১২ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০৫
Arafat-024 বলেছেন: ধন্যবাদ
২৪৬| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৯
ডিবি আবদুর রহমান বলেছেন: মাথায় রাখলাম বিষয়ডা!
২৪৭| ২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩৪
রসিক বন্ধু বলেছেন: ধন্য বাদ
২৪৮| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২২
নব ভাস্কর বলেছেন: খুব মিস করলাম! দুঃখ পেলাম....
©somewhere in net ltd.
১| ১১ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৮
গেম চেঞ্জার বলেছেন: গ্রেট!!