নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নোটিশবোর্ড

নোটিশবোর্ড

নোটিশবোর্ড

নোটিশবোর্ড

নোটিশবোর্ড › বিস্তারিত পোস্টঃ

৭ম বাংলা ব্লগ দিবসের শুভেচ্ছা।

১৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৪


প্রিয় ব্লগার,
সবাইকে জানাই, ৭ম বাংলা ব্লগ দিবসের শুভেচ্ছা। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে, বাংলা ব্লগ মুক্ত মত প্রকাশের এক অনবদ্য সুযোগ সৃষ্টি করেছে। ব্লগ এবং ব্লগার একটি বিশেষ জায়গা করে নিয়েছে সামাজিক যোগাযোগে। গণতন্ত্র চর্চা এবং পরিচর্যায় দায়িত্বশীল ব্লগিং আমাদের সচেতনতা তৈরী করে যাচ্ছে। এই ধারা অব্যহত রাখতে বাংলা ব্লগ দিবস একটি বিশেষ ভূমিকা রাখতে শুরু করেছে।

২০০৯ সাল থেকে প্রতি বছর ১৯ শে ডিসেম্বর দিনটিকে বাংলা ব্লগ দিবস হিসেবে পালন করা হয়। বিগত বছরগুলোতে সামহোয়্যার ইন ব্লগের উদ্যোগে অন্যান্য বেশ কিছু বাংলা ব্লগ পরিমন্ডলের সাথে সংশ্লিষ্ট দায়িত্বশীল অ্যাডমিন ও ব্লগারের সম্মিলনে বাংলা ব্লগ দিবস উদযাপনের আয়োজন আসছে।

তবে এবার বেশ কিছু বিষয় বিবেচনা করে, আমরা এই বছর আয়োজনে কিছুটা ভিন্নতা এনেছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি এবারের ২০১৫ সালের বাংলা ব্লগ দিবসের নানা কার্যক্রম অনলাইন ভিত্তিক উদযাপন করার। এই লক্ষ্যে একটি লেখা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, যেখানে প্রচুর সংখ্যক নতুন ব্লগাররা অংশগ্রহন করেছেন। আমাদের এই আহবানে সাড়া দেয়ার জন্য সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা জেনে খুশি হবেন যে, লেখা প্রতিযোগিতার মূল্যায়ন এবং বাদবাকি আনুষ্ঠানিকতা প্রায় সম্পন্ন হবার পথে। আমরা অল্প সময়ের মধ্যেই এই প্রতিযোগিতার ফলাফল নোটিস বোর্ডের মাধ্যমে ঘোষনা করব।

আমরা সংশ্লিষ্ট ব্লগারদের অনুরোধ করেছিলাম, যে লেখাটি আমাদেরকে পাঠানো হয়েছিল, তা যেন ডিসেম্বরের ৬ তারিখের পর থেকে এই ব্লগেই প্রকাশ করা হয়। ইতিমধ্যে অনেকেই লেখা প্রকাশ করে আমাদেরকে তার লিংকটি পাঠিয়েছেন আর যারা এখনও প্রকাশ করে আমাদেরকে লেখার লিংকটি পাঠান নি, তাদেরকে অবিলম্বনে লেখাটি প্রকাশ করে তার লিংক [email protected] এই ঠিকানায় পাঠানোর জন্য অনুরোধ রইল।

পাশাপাশি, প্রতিবছরের মত এবারও ঢাকা সহ দেশের বিভিন্ন বড় শহরগুলোতে এবং দেশের বাইরে বেশ কিছু স্থানে অনেক বাংলা ব্লগাররা হয়ত ব্যক্তিগতভাবে দিনটি উদযাপনের প্রস্তুতি নিচ্ছেন। আমরা এই ধরনের সকল আয়োজনের সফলতা কামনা করছি।

একই সাথে আমরা অশেষ কৃতজ্ঞতা এবং ভালবাসা জানাই সকল বাংলা ব্লগারদের প্রতি, যাঁরা হাজারো তিক্ত-মধুর অভিজ্ঞতায়, আনন্দ-বেদনায় মিলেমিশে গণতন্ত্র চর্চায় বাকস্বাধীনতার দায়িত্বশীল প্রয়োগ অক্ষুন্ন রেখে চলেছেন।

বিশ্বজুড়ে শান্তি, সত্য এবং কল্যাণ প্রতিষ্ঠা পাক। মঙ্গলময় হোক সকল জীবন।

সবাইকে সপ্তম বাংলা ব্লগ দিবসের শুভেচ্ছা।
শুভ ব্লগিং।

মন্তব্য ৭৬ টি রেটিং +৩১/-০

মন্তব্য (৭৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৮

রক্তিম দিগন্ত বলেছেন: ময়মনসিংহে আয়োজন করবে কেউ?

২| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৯

মুক্তির সংগ্রাম বলেছেন: আপনাদেরকেও সপ্তম বাংলা ব্লগ দিবসের শুভেচ্ছা।

৩| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫২

বিদ্রোহী ভৃগু বলেছেন: বাংলা ব্লগ দিবসের শুভেচ্ছা :)

বাংলা ব্লগ তার ইপ্সিত লক্ষ্যে পৌছে যাক সাফল্যের সাথে।

৪| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫২

দুখু বাঙাল বলেছেন: লেখা প্রকাশ করেছি অনেক আগেই কিন্তু লিংক পাঠানো হয়নি, এখন পাঠিয়ে দিচ্ছি।

৫| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৬

আরণ্যক রাখাল বলেছেন: :)

৬| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৭

অন্তু নীল বলেছেন: ব্লগ দিবসের শুভেচ্ছা সকল ব্লগার এবং পাঠককে।

৭| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০৮

বিদেশ পাগলা বলেছেন:
একই সাথে আমরা অশেষ কৃতজ্ঞতা এবং ভালবাসা জানাই সকল বাংলা ব্লগারদের প্রতি, যাঁরা হাজারো তিক্ত-মধুর অভিজ্ঞতায়, আনন্দ-বেদনায় মিলেমিশে গণতন্ত্র চর্চায় বাকস্বাধীনতার দায়িত্বশীল প্রয়োগ অক্ষুন্ন রেখে চলেছেন।

বিশ্বজুড়ে শান্তি, সত্য এবং কল্যাণ প্রতিষ্ঠা পাক। মঙ্গলময় হোক সকল জীবন।

সবাইকে সপ্তম বাংলা ব্লগ দিবসের শুভেচ্ছা।
শুভ ব্লগিং।

ধন্যবাদ

৮| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১২

আরজু পনি বলেছেন:
অসির চেয়ে মসি শক্তিশালী।
চাপাতির চেয়ে কিবোর্ড শক্তিশালী ।

ব্লগাররা সকল অন্যায়, অপকর্মের বিরুদ্ধে সদা সোচ্চার থাকবে...থাকবে মানবিকতার বন্ধনে আবদ্ধ
এই আশা সবসময়ের ।

ব্লগ দিবস সফল হোক ।

@জানা, আপনাকে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে দেখে, কথা শুনে খুব ভালো লাগছিল, গর্বিত বোধ করছিলাম ।

৯| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১৪

গেম চেঞ্জার বলেছেন: ব্লগ দিবস সফল হউক। আরজুপনি আপার মন্তব্যে আমার কথাগুলোই অবশ্য বলে ফেলেছেন। হাঃ হাঃ :)

১০| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১৬

ধমনী বলেছেন: লিংক পাঠানোর কথা নাকি? খেয়াল করিনি তাহলে। ব্লগ কর্তৃপক্ষ সহ সবাইকে ব্লগীয় শুভেচ্ছা।

১১| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২৩

প্রামানিক বলেছেন: সপ্তম বাংলা ব্লগ দিবসের শুভ্চেছা নোটিশ পেলাম কিন্তু ব্লগ দিবসে গত বছরের মত কোন অনুষ্ঠানের আয়োজন করা হবে কিনা সে ধরনের কোন আশ্বাস পেলাম না।

১২| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২৪

অশ্রুকারিগর বলেছেন: ৭ম ব্লগ দিবস সফল হউক ! পুরাতন আর নতুন ব্লগারদের উপস্থিতিতে মুখর থাকুক সামু সবসময় ! হ্যাপী ব্লগিং !

১৩| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২৭

জুন বলেছেন:


তাড়াহুরো করে ট্যাবে তুলেছি। বাকা হয়ে থাকলে একটু কষ্ট করে সোজা করে দেখবেন

১৪| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩২

প্রামানিক বলেছেন: জুন আপা, এ ছবি সোজা করে দেখতে গেলে তো আমার কম্পউটার কাত করতে হবে।

১৫| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩৫

হাসান মাহবুব বলেছেন: শুভ ব্লগ দিবস। প্রতিযোগিতার ফলাফল দেখার জন্যে তর সইছে না!

১৬| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪৪

কেউ নেই বলে নয় বলেছেন: শুভেচ্ছা রইলো, জায়গায় জায়গায় আড্ডা হোক। আড্ডায় দেখতে চাই সোহেল রানা ভাই আর পুরাতন ভাই একসাথে বইসা চা খাইতেছে। হাদী ফেরদৌস আর বিদ্রোহী কাগু ভাই এক বিড়ি ভাগাভাগি কইরা টানতেছে। সাহিত্যিক বাজান মাহবুব কবি জালিম মনোয়ারকে গল্পের প্লট বলার সাথে সাথেই সেই গল্পের জন্য কবিতা প্রডিউস কইরা দিতেছেন জালিম মনোয়ার ভাই ঝালমুড়ি চিবাইতে চিবাইতে। আর এই বাস্তবের এই ধারা ব্লগেও প্রবাহিত হোক।

ব্লগিং হোক সুস্থ্য, স্বতঃস্ফুর্ত এবং স্বাধীন যা দেশের নতুন প্রজন্মকে করবে আচরনে পরিশালিত এবং কর্মে প্রগতিশীল ও প্রত্যয়ী। শুভেচ্ছা রইলো। :)

১৭| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪৯

ধ্রুব নয়ন চৌধুরী বলেছেন: সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ঢাকায় কি আমরা একটা আয়োজন কোড়টে পারি?

১৮| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৭

গেদা (Geda) বলেছেন:

সবাইকে জানাই, ৭ম বাংলা ব্লগ দিবসের শুভেচ্ছা


বাংলা ব্লগ পৌঁছাক তার কাঙ্খিত লক্ষ্যে । দেশের গন্ডি ছেড়ে বিশ্ব দরবারে যথাযোগ্য সম্মান ও মর্যাদায় ভুষিত হউক এ প্রত্যাশা রইলো ।

১৯| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০৯

গন্ধ গণতন্ত্র বলেছেন: গণতন্ত্র মানে কি?????

২০| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১২

জাহিদ নীল বলেছেন: সবাইকে জানাই, ৭ম বাংলা ব্লগ দিবসের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
লিনক পাঠালাম

২১| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১৩

স্বপ্নবাজ তরী বলেছেন: কুমিল্লায় কি কোন র্যালি বা মতবিনিময় সভা হবে?

২২| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২৭

বোকা মানুষ বলতে চায় বলেছেন: সবাইকে সপ্তম বাংলা ব্লগ দিবসের শুভেচ্ছা।
শুভ ব্লগিং।

২৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩০

চাঁদগাজী বলেছেন:

অবস্হা দেখে মনে হচ্ছে, "ব্লগার" শব্দটির সমার্থক শব্দ বের করতে হবে!

২৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩২

সচেতনহ্যাপী বলেছেন: সফলতার কামনায়।।

২৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: বাংলা ব্লগ পৌঁছাক তার কাঙ্খিত লক্ষ্যে এই প্রত্যাশায়।

২৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৪৭

মেহেদী হাসান শীষ বলেছেন: Hmmmmm

২৭| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:০৮

মাহমুদা আক্তার সুমা বলেছেন: :আমি পুরস্কার পামু তাই ‍খুব খুশি!!! :P

২৮| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:২৬

কাজী মেহেদী হাসান। বলেছেন: উৎসব সফলতা পাক। বাংলা ভাষার বিশ্বায়নের পথ উন্মুক্ত হোক

২৯| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:৫৪

কালের সময় বলেছেন: সবার জন্য সপ্তম বাংলা ব্লগ দিবসের শুভেচ্ছা থাকলো ।

৩০| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ ভোর ৪:১১

ফারান বলেছেন: শিশির সিক্ত...স্নিগ্ধতা সমৃদ্ধ শিউলী ফুলেল শুভেচ্ছা... আর শ্রীমঙ্গলের লেয়ার চায়ের দাওয়াত সকলকে... যে আসবেন শুধু এই ম্যাসেজটি পড়িয়ে শুনাবেন...আমাকে তো চিনেনই,,চাইলে খেজুরের রসও খাওয়াতে পারি... তবে ২০০ এর বেশি মানুষকে খাওয়াতে পারব না....খোঁজাখুজি না করে যারা আমাকে চেনেন তারাই... সরাসরি আমন্ত্রিত ( সেন্টারে ২৪/৭ )

৩১| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ ভোর ৫:১৪

রুদ্র জাহেদ বলেছেন: আরজুপনি বলেছেন:
অসির চেয়ে মসি শক্তিশালী।
চাপাতির চেয়ে কিবোর্ড শক্তিশালী।

ব্লগাররা সকল অন্যায়, অপকর্মের বিরুদ্ধে সদা সোচ্চার
থাকবে...থাকবে মানবিকতার বন্ধনে আবদ্ধ এই আশা সবসময়ের।
ব্লগ দিবস সফল হোক।

@জানা, আপনাকে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে দেখে, কথা শুনে খুব ভালো
লাগছিল, গর্বিত বোধ করছিলাম ।

প্রিয় ব্লগ আর প্রিয় সহব্লগারদের বাংলা ব্লগ দিবসে শুভেচ্ছা...

৩২| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:৩১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

সকলকে সপ্তম বাঙলা ব্লগ দিবসের শুভেচ্ছা!
দশ বছরে বাঙলা ব্লগ অনেক পথ এগিয়েছে...
সামনের দিনগুলো হোক আরও গৌরবময় :)

শুভ ব্লগিং!!!!

৩৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:৫৭

আহমেদ জী এস বলেছেন: সকল ব্লগারবৃন্দ ,



ব্লগের মুক্ত আকাশে সকল ব্লগারবৃন্দের চিত্ত উড়ুক পাখিদের মতো নির্মল হয়ে .........

৩৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৩১

সুমন কর বলেছেন: সবাইকে সপ্তম বাংলা ব্লগ দিবসের শুভেচ্ছা..... !:#P !:#P

৩৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৫৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন: দিনে দিনে ছোট হয়ে আসছে পৃথিবী!!
সবাইকে সপ্তম বাংলা ব্লগ দিবসের শুভেচ্ছা।
শুভ ব্লগিং।

৩৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:১৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সবাইকে সপ্তম বাংলা ব্লগ দিবসের শুভেচ্ছা।
নিজেও নিলাম ! =p~

৩৭| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:২৭

তানিয়া হাসান খান বলেছেন: সপ্তম বাংলা ব্লগ দিবসের শুভেচ্ছা সবাইকে :)

৩৮| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:২৭

সেলিম আনোয়ার বলেছেন: ব্লগদিবসের শুভেচ্ছা আর শুভকামনা সকল ব্লগারদের। আর সামহুয়ার ইন ব্লগ ও অন্যান্য বাংলা ব্লগ বাংলাদেশের মানুষের আর্থসামাজিক উন্নয়ন ,সাংস্কৃতিক মূল্যবোধ আর জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান অব্যাহত রাখবে এই শুভকামনা থাকলো ।

৩৯| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৪৭

বৃত্তের ছায়া বলেছেন: সবাইকে সপ্তম বাংলা ব্লগ দিবসের শুভেচ্ছা ও সবার প্রতি শুভকামনা থাকলো ♥♥♥

৪০| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৫০

বাউল আলমগী সরকার বলেছেন: আসলে বিজয় মাসে বাংলা ব্লগ দিবস পালন করা তো অনেক সুভাগ্রের ব্যাপার যাক
সবাইকে বাংলা ব্লগ দিবসের প্রাণঢালা শুভেচ্ছা জানাচ্ছি-
আর আমার প্রথম কাব্যগ্রস্থ ‘মেঠোপথের ধূলিকণার’ শুভেচ্ছা জানাচ্ছি-
আশা করি এডমিল এব্যাপারে আমাকে সহযোগিতা করবেন-
আমি কিছু বই সাথে আনবো---
আসলে বিজয় মাসে বাংলা ব্লগ দিবস পালন করা তো অনেক সুভাগ্রের ব্যাপার যাক
সবাইকে বাংলা ব্লগ দিবসের প্রাণঢালা শুভেচ্ছা জানাচ্ছি-
আর আমার প্রথম কাব্যগ্রস্থ ‘মেঠোপথের ধূলিকণার’ শুভেচ্ছা জানাচ্ছি-
আশা করি এডমিল এব্যাপারে আমাকে সহযোগিতা করবেন-
আমি কিছু বই সাথে আনবো---

৪১| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৩৮

মিশু মিলন বলেছেন: সপ্তম বাংলা ব্লগ দিবসের শুভেচ্ছা.........

৪২| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৩৯

রায়হান মোল্লা বলেছেন: সকল কে ৭ম ব্লগার দিবসের শুভেচ্ছা জানাই।।
ভাল লাগত যদি সব ব্লগার এক সাথে মিট করতে পাড়তাম।।
একটা আয়জন থাকলে ভাল হত।

৪৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫১

নেক্সাস বলেছেন: সবাই কে ব্লগ দিবসের শুভেচ্ছা। বাংলা ব্লগ বিশেষ করে সামহয়্যারইন ব্লগ হোক সমাজ পরিবর্তনের সুতিকাগার। সকল প্রকারের অন্যায় অনাচারের বিরুদ্ধে ব্লগারেররা সোচ্চার থাকুক। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় সম্পদ রক্ষায় ব্লগারেরা সোচ্চার হোন। মাদকের আগ্রাসন, শিক্ষা ব্যাবস্থায় অনিয়ম, গুম, খুন, হত্যা, বাক স্বাধীনতা হরণ, ভোটাধিকার হরণ ও নামে বেনামে পেট্রোল বোমা সহ সকল প্রকারের বোমা বাজির বিরুদ্ধে জাতির বিবেক ব্লগারেরা সোচ্চার থাকবেন এই আশা সকলের।

ব্লগ দিবস সফল হোক।
জয়তু সামহয়্যারইন ব্লগ।

৪৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫৫

কেউ নেই বলে নয় বলেছেন: প্রিয় ব্লগারের পর প্রথম লাইনের একেবারে শেষের 'ক' টা এবার বিসর্জন দ্যান তো। স্টিকি পোস্টে সামান্যতম ভুলও ভীষন দৃষ্টিকটূ লাগে। B-))

৪৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০৪

রূপক বিধৌত সাধু বলেছেন: কোন লেখা যে পাঠিয়েছি, লেখা অাদৌ পৌঁছেছে কিনা জানিনা (মোবাইল থেকে পাঠানোর কারণে কিছু বোঝা যায়নি); তাই পোস্ট দিতে পারিনি, লিঙ্কও দিতে পারিনি । যাহোক, সবাইকে ৭ম বাংলা ব্লগ দিবসের শুভেচ্ছা ।

৪৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০৯

শেখ মোঃ জাকির হোসেন দিনাজপুর বলেছেন: আপনাদেরকেও সপ্তম বাংলা ব্লগ দিবসের শুভেচ্ছা

৪৭| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২২

লিও কোড়াইয়া বলেছেন: কী লিখবো সেটা চিন্তা করতে করতেই সময় চলে গেল এই বছর। সামনের বছর প্রতিযোগিতায় অংশগ্রহণ করবো। সবাইকে ৭ম বাংলা ব্লগ দিবসের শুভেচ্ছা।

৪৮| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৩

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: সকলকে ব্লগ দিবসের শুভেচ্ছা।

৪৯| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৩১

শাহরিয়ার কবীর বলেছেন: সবাইকে সপ্তম বাংলা ব্লগ দিবসের শুভেচ্ছা। B-) B-)

৫০| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:২৩

মুস্তাকিম দা পিপঁড়া বলেছেন: ব্লগ দিবস সফল হোক

৫১| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫৪

রোকসানা লেইস বলেছেন: শুভেচ্ছা ব্লগ দিবসের। শুভেচ্ছা ব্লগ পরিচালকদের। নিঃশ্বাস নেয়ার জায়গা করে দেয়ার জন্য।

৫২| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:২২

কামরুন নাহার বীথি বলেছেন: সবাইকে সপ্তম বাংলা ব্লগ দিবসের শুভেচ্ছা।
শুভ ব্লগিং।

৫৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:০০

সাইয়িদ রফিকুল হক বলেছেন: বাংলা “ব্লগ-দিবসে” সকল ব্লগ ও ব্লগারকে শুভেচ্ছা। বিশেষ করে, আমাদের ব্যবহৃত “somewhereinblog"-কে এবং এই ব্লগ-ব্যবহারকারী সকল ব্লগার বন্ধুকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সবার জন্য শুভকামনা।

৫৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৮

আমিনুর রহমান বলেছেন:

অফলাইনের ব্লগ দিবস উতযাপন মিস করছি :(

৫৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৪১

কিরমানী লিটন বলেছেন: সবাইকে জানাই, ৭ম বাংলা ব্লগ দিবসের শুভেচ্ছা, আসছে আগামী, আমাদেরই হোক এই কামনা সতত ...
আমি লিখা পাঠিয়েছি,কিন্তু কোন রিপ্লাই পাইনি, টেনশন হচ্ছে তা পৌঁছেছে কিনা সে চিন্তায়, ব্লগে প্রকাশ করেছি-তবে লিঙ্ক পাঠাই নি, আজই পাঠাচ্ছি।
সকলের সুস্বাস্থ্য ও নিরাপদ জীবন কামনায়...

৫৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৯

সকাল রয় বলেছেন: অনেকদিন কেটে গেলো তবুও ব্লগিঙ ছাড়তে পারিনি_____
ভালোবাসি সামহোয়ারইন ব্লগকে, ভালোবাসি লিখতে

৫৭| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৯

শাহাদাত হোসেন বলেছেন: শুভেচ্ছা শুভেচ্ছা বাংলা ব্লগ দিবসের শুভেচ্ছা ।সব ব্লগার চিরঞ্জীবি হোক ।

৫৮| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৩

কথাকথিকেথিকথন বলেছেন: সবাইকে বাংলা ব্লগ দিবসের আন্তরিক শুভেচ্ছা। বাংলা ব্লগ বিশ্বব্যাপী আরও ত্বরান্বিত হোক।

৫৯| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১২

আমি ময়ূরাক্ষী বলেছেন: সপ্তম বাংলা ব্লগ দিবসের শুভেচ্ছা।

৬০| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৮

ডার্ক ম্যান বলেছেন: উগ্রবাদীদের ভয়ে অফলাইন প্রোগ্রাম হল না। শুভ শক্তির পরাজয়

৬১| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৫

এম.এইচ.সজিব বলেছেন: ব্লগ কি? এখানে কি করে জানতে মন চায়!
আমি জা জানলেও সমস্যা নাই, আপনারাতো সবাই জানেন, তাই সবাইকে জানাই শীতের সকালে খেজুর গুঁড়ের রসালো ভাঁপা পিঠার শুভেচ্ছা।

৬২| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সবাইকে
সপ্তম
বাংলা
ব্লগ
দিবসের
শুভেচ্ছা।
শুভ
ব্লগিং।

৬৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৮

পরিবেশ বন্ধু বলেছেন: শুভ ব্লগিং সবার তরে
আনন্দ তাই হৃদয় জুড়ে
এস সবে সাম্য একতায়
থাকি চেতনা শান্তি সেবায় ।

৬৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩৪

দীপংকর চন্দ বলেছেন: শুভেচ্ছা। অনেক।

সবার জন্য শুভকামনা। অনিঃশেষ।

প্রত্যাশা, ভালো থাকুক সবাই। সবসময়।

৬৫| ২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:১৪

মামুন ইসলাম বলেছেন: কৃতপক্ষের জন্যও সপ্তম বাংলা ব্লগ দিবসের শুভেচ্ছা রইলো ।

৬৬| ২০ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:২৬

লেখোয়াড়. বলেছেন:
সামু ব্লগের বয়স ১০ বৎসর।
আমার ব্লগিং-এর বয়স ১০ বৎসর!!

আবার বলে কিনা ৭ম বাংলা ব্লগ দিবস!!

এটার উত্তর আমি জানি।

সামুকে ও তার কর্তৃপক্ষকে ধন্যবাদ।

৬৭| ২০ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫৯

মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: সবাইকে সপ্তম বাংলা ব্লগ দিবসের শুভেচ্ছা।
শুভ ব্লগিং।

৬৮| ২০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৪২

কয়া গ্রাম কুষ্টিয়া বলেছেন: ছোট্ট বেলার বন্ধু কোথায় তোরা
সেই সব বন্ধুদের খুঁজি ফিরি আজ
চল সবাই মিলে ছোট্ট বেলায় আবার ফিরে যাই
কয়া ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মিলন মেলায়?ছোট্ট বেলার বন্ধু কোথায় তোরা
সেই সব বন্ধুদের খুঁজি ফিরি আজ
চল সবাই মিলে ছোট্ট বেলায় আবার ফিরে যাই
কয়া ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মিলন মেলায়?

৬৯| ২০ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৪

রিকি বলেছেন: ব্লগ দিবসের শুভেচ্ছা-- ১ দিন দেরি হয়ে গেছে যদিও !! :(

৭০| ২০ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:১২

নীলসাধু বলেছেন: কেন এবং কি কারণে এবার ব্লগ দিবস এভাবে অনলাইনে পালন করা হল তা স্পষ্ট নয়। যদিও এতে মন্দ ইছু হয়নি তবে ভালো কিছু ও যে হয়নি সেটা আমার মনে হয়েছে।

ধন্যবাদ।

৭১| ২০ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:১৩

কাবিল বলেছেন: রিকি আপুর কথাই বলি
ব্লগ দিবসের শুভেচ্ছা-- ১ দিন দেরি হয়ে গেছে যদিও !! :(

৭২| ২০ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৯

ওক্টবার১৮ বলেছেন: আমিও শুভেচ্ছা জানাই। আর স্বৈরতন্ত্র নিপাত যাক দেশের মানুষ মুক্তি পাক।

৭৩| ২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪১

মোঃমোজাম হক বলেছেন: সবাইকে বাংলা ব্লগ দিবসের শুভেচ্ছা :)

৭৪| ২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১২

জয়ীর পরাজয় বলেছেন: ব্লগের প্রসারতা চাই।।

৭৫| ২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩৭

রক্তিম দিগন্ত বলেছেন: সপ্তম ব্লগ দিবসের শুভেচ্ছা জানানোতে দেরী করে ফেলেছি।

যাক, সবার আগে অষ্টম ব্লগ দিবসের শুভেচ্ছা জানাচ্ছি।

শুভ ব্লগিং। ;)

৭৬| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:১১

আমি ময়ূরাক্ষী বলেছেন: সবার জন্য শুভেচ্ছা রইলো।

৭৭| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১২:৫৯

ফান তুফান বলেছেন:
এটা কি এবং কনে বুগিলামনা বুগায় দেও দাদা

৭৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: বাংলা ব্লগ আরও সমৃদ্ধ হোক। শুভ ব্লগিং।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.