নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রিয় ব্লগার,
শুভেচ্ছা নিন। আপনারা ইতিমধ্যে সকলেই জেনেছেন যে আমরা এই বছর সপ্তম বাংলা ব্লগ দিবস পালন সংক্রান্ত আয়োজনটি অনলাইনে উদযাপন করছি। পাশাপাশি এই বছর বাংলা কমিউনিটি ব্লগ পা দিয়েছে তার দশম বছরে। এই আনন্দের মুহুর্তটি সবাইকে সাথে নিয়ে উদযাপনের জন্য সামহোয়্যারইন ব্লগের উদ্যোগে ব্লগারদের অংশগ্রহনে একটি লেখা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহন এই আয়োজনকে বর্ণিল করেছে। যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহন করেছেন, তাদের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।
আপনাদের পাঠানো প্রতিটি লেখাকে আমরা মুল্যায়ন করেছি, বাংলা ব্লগের প্রতি আপনাদের ভালোবাসা ও দায়িত্বশীলতার প্রতীক হিসেবে। তাই আপনাদের পাঠানো সবগুলো লেখাই আমাদের কাছে সেরা। তথাপি আমরা যেহেতু একটি প্রতিযোগিতার আহবান করেছিলাম, তাই প্রতি বিভাগের কিছু সেরা লেখা আমাদেরকে বাছাই করতে হয়েছে। আমাদের বিশেষ অনুরোধে এই কাজের সার্বিক দায়িত্বে ছিলেন এই ব্লগ প্লাটফর্মের ছয়জন সুপরিচিত দায়িত্বশীল ব্লগার। তাদের নিজেদের হাজারো ব্যস্ততা থাকা স্বত্তেও এই বিশাল কাজটিতে তাঁরা যে আন্তরিক সহযোগিতা করেছেন তার জন্য আমরা তাদের কাছে কৃতজ্ঞ।
আপনারা জানেন যে, এই মূল্যায়ন প্রক্রিয়াটি স্বচ্ছ ও নিরপেক্ষ করার জন্য বিচারকদের কাউকে সংশ্লিষ্ট লেখকের নাম বা ব্লগ আইডি জানানো হয় নি। বিচারকদের কাছ থেকে প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে আমরা কিছু সেরা লেখা বাছাই করেছি। কয়েকটি বিভাগে আমরা নির্বাচন করার মত লেখা পাই নি আবার কয়েকটি বিভাগে ভালো লেখার সংখ্যা এত বেশি ছিল যে, বিচারকদের রীতিমত হিসহিম খেতে হয়েছে সেরা লেখাগুলো বাছাই করতে। অবশেষে অনেক তর্ক, বিতর্ক, যুক্তি, পাল্টা যুক্তি এবং চুল চেরা বিশ্লেষনের পর সম্মানিত বিচারকমন্ডলী আমাদের কাছে বাছাই করা কিছু সেরা লেখা উপস্থাপন করেছেন। চলুন আর দেরি না করে বিচারকদের দৃষ্টিতে সেরা লেখাগুলো তালিকাগুলো দেখে নেই।
ক) ছোট গল্প
এই বিভাগে আমরা ২৫টি লেখা পেয়েছি। এই বিভাগের সেরা চারটি লেখা হলোঃ
অবতংস, ব্লগার মিশু মিলন
পারাপার, ব্লগার পুলহ
মুকুলিমা, ব্লগার সকাল রয়
ডিঙ্গি নৌকা, ব্লগার এস এম পাশা
খ) ছড়া / কবিতা
এই বিভাগে আমরা ৬২টি লেখা পেয়েছি। এই বিভাগের সেরা তিনটি লেখা হলোঃ
পুনঃপ্রচারিত মধ্যাকর্ষণ, ব্লগার ফকির ইলিয়াস
সেটা ছিল চোরাবালি-ভুল সৈকত, ব্লগার কিরমানী লিটন
মানুষ, ব্লগার সুলতানা রহমান
গ) ফিচার
ফিচার বিভাগের অর্ন্তভুক্ত ছিল বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্য, জানা-অজানা, লাইফস্টাইল, টেকি পোস্ট। পাশাপাশি ভ্রমন এবং ছবি ব্লগ নামেও দুটো আলাদা বিভাগ ছিল। কিন্তু এই সবগুলো বিভাগের জন্য লেখা না পাওয়াতে আমরা ফিচার বিভাগেই ভ্রমণ এবং ছবি ব্লগকে অর্ন্তভুক্ত করে মোট চারটি সেরা লেখাকে নির্বাচন করেছি।
অচল পালকির গান, ব্লগার মনযূরুল হক
জলের দেশে, মাছের দেশে, ব্লগার পলক শাহরিয়ার
সাইবার হুমকিতে বাংলাদেশ, প্রতি ৪টি ফোনের ১টি ভাইরাসাক্রান্ত, ব্লগার টেক সমাধান
মুক্তি সংগ্রামের অম্লান স্মৃতি, ব্লগার ফজলুর রহীম সরকার
যাদের লেখা সেরা বলে বিবেচিত হয়েছে তাদের সবার প্রতি রইল অনেক অভিন্দন এবং শুভেচ্ছা। আশা করছি পুরুষ্কারগুলো দ্রুতই আপনাদের হাতে পৌঁছে যাবে।
পাশাপাশি, আগামী ১ লা জানুয়ারী, ২০১৬ তে আমরা কিছু সেরা লেখার ভিত্তিতে ব্লগ সাময়িকীটি প্রাথমিকভাবে ই-বুক হিসেবে এই ব্লগেই প্রকাশ করতে যাচ্ছি। আপনাদের সকলের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানবেন।
শুভেচ্ছা রইল,
সামহোয়্যারইন ব্লগ টিম।
২| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫০
শায়মা বলেছেন: সবাইকেসহ বিশেষভাবে সকালভাইয়া, কিরমানী লিটনভাইয়া ও সুলতানা আপুকে অনেক অনেক অনেক ভালোবাসা!!!!!!!!!
৩| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫৬
লেখোয়াড়. বলেছেন:
যাদের লেখা সেরা নির্বাচিত হলো তাদের সবাইকে অভিনন্দন।
আশাকরি সামনের দিনগুলোতে তাদের নিকট থেকে আরো ভাল লেখা পাবো।
এবং তাদের মধ্যে কেউ না কেউ একদিন নিজের সাথে সাথে দেশের মুখ উজ্জ্বল করবেন।
ধন্যবাদ সামুকেও।
৪| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫৮
আমি মিন্টু বলেছেন: চমতকার উদ্ধেগ শুভকামনা থাকলো সকলের জন্য ।
৫| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫৯
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা রইল সবার প্রতি
৬| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫৯
শায়মা বলেছেন: আসলেই এক্সসেলেন্ট হয়েছে নোটিস বোর্ড আপুনি!!!!!!!!!!!!
সবগুলো লেখাই শুধু লেখা না সত্যিকারের ব্লগিং কনসেপ্ট !!!!!!!!!!!!!!
৭| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০০
শায়মা বলেছেন: ৩. ২৪ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫৬ ২
লেখোয়াড়. বলেছেন:
যাদের লেখা সেরা নির্বাচিত হলো তাদের সবাইকে অভিনন্দন।
আশাকরি সামনের দিনগুলোতে তাদের নিকট থেকে আরো ভাল লেখা পাবো।
এবং তাদের মধ্যে কেউ না কেউ একদিন নিজের সাথে সাথে দেশের মুখ উজ্জ্বল করবেন।
ধন্যবাদ সামুকেও।
গুড গুড একদম মনের কথাটাই বলেছো লেখোয়াড়ভাইয়া!!!
৮| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০০
কামরুন নাহার বীথি বলেছেন: যাদের লেখা সেরা বলে বিবেচিত হয়েছে তাদের সবার প্রতি রইল অনেক অভিন্দন এবং শুভেচ্ছা।
৯| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০৪
লেখোয়াড়. বলেছেন:
ধন্যবাদ শায়মা আপনাকেও।
আপনিও কিন্তু অনেক প্রতিভার অধিকারী।
১০| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০৭
ধ্রুব নয়ন চৌধুরী বলেছেন: সকল বিজয়ীদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। জয়তু সামু।
১১| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০৮
শায়মা বলেছেন: লেখোয়াড়. বলেছেন:
ধন্যবাদ শায়মা আপনাকেও।
আপনিও কিন্তু অনেক প্রতিভার অধিকারী।
আমাকেও!!!!!!!!!!!!!! আমাকেও ধন্যবাদ আর প্রশংসা দিলে ভাইয়া!!!!!!!!
প্রতিযোগীতায় অংশগ্রহণ না করেই !!!!!!!!!!!!!!!
এমনি এমনি ই ই ই !!!!!!!!!!!
থ্যাংক ইউ ভাইয়ু????????
তবে সত্যি আমার অনেক ভালো লেগেছে। স্পেশালী ব্লগগুলোর কনেসেপ্টগুলো দেখে দেখে।
যারা জাজ করেছে তাদেরকেও জানাই অনেক অনেক ভালোবাসা!!
১২| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:১৫
সাইয়িদ রফিকুল হক বলেছেন: এটি নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ। এতে ব্লগারদের মধ্যে লেখালেখি বিষয়ে আরও আগ্রহ ও যত্ন বেড়ে যাবে। আমি নবীন-ব্লগার। কাউকে তেমন চিনি না। তবুও সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ।
১৩| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২৯
কেউ নেই বলে নয় বলেছেন: সবাইকে শুভেচ্ছা। কিন্তু লেখা এতো কম পড়েছিলো? গল্প ২৫, কবিতা ৬২?! Where have all the flowers gone????
১৪| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩০
কান্ডারি অথর্ব বলেছেন:
সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা।
সামহোয়্যার ইন ব্লগকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
ছড়া/কবিতা বিভাগে সেরা চারটির কথা বলা হলেও লিংক দেয়া হয়েছে তিনটি। সংশোধন করে নেয়ার জন্য অনুরোধ রইলো।
১৫| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩০
মিশু মিলন বলেছেন: বিজয়ীদেরকে অভিনন্দন!!!
সামু কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ এমন একটি আয়োজনের জন্য............
১৬| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৩
শায়মা বলেছেন: ১৩. ২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২৯ ০
কেউ নেই বলে নয় বলেছেন: সবাইকে শুভেচ্ছা। কিন্তু লেখা এতো কম পড়েছিলো? গল্প ২৫, কবিতা ৬২?! Where have all the flowers gone???
তুমি দাও নাই কেনো ভাইয়ু???
অন্যদেরকে জিগাসা করলে চলিবেক???
১৭| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৪
শায়মা বলেছেন: ১৫. ২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩০ ০
মিশু মিলন বলেছেন: বিজয়ীদেরকে অভিনন্দন!!!
সামু কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ এমন একটি আয়োজনের জন্য............
মসিহুমিলনভাইয়া তোমাকেও অভিনন্দন আর ভালোবাসা অনেক অনেক !!!!!! অনেক আনন্দে থাকো আজ!!!!!!
১৮| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৮
রিকি বলেছেন: বিজয়ী সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা রইল। অভিনন্দন সামুকেও
১৯| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৩
অপর্ণা মম্ময় বলেছেন: মিশু মিলনের লেখা অবতংস গল্পটা স্পেশালি আমার খুব ভালো লেগেছিল। এতো ভালো একটা লেখায় পাঠকের তেমন সাড়া পাওয়া যায়নি, অবাক হয়েছিলাম। অন্য গল্প গুলো পড়া হয়নি।
বিজয়ীদের অভিনন্দন রইলো। সামু কর্তৃপক্ষকেও ধন্যবাদ এমন সুন্দর উদ্যোগের জন্য।
২০| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫১
প্রামানিক বলেছেন: সকল বিজয়ীেকে অভিনন্দন।
২১| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৩
ম্যাড ম্যান আকাশ বলেছেন: বিজয়ীদের জন্য রইল প্রাণঢালা শুভেচ্ছা। সামুর জন্যেও অনেক অনেক শুভেচ্ছা এবং দোয়া।
২২| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৬
হাসান মাহবুব বলেছেন: খুব ভালো একটা উদ্যোগ ছিলো। পুরষ্কারপ্রাপ্ত ব্লগারদের আনন্দের কথা ভেবে নিজেরই খুশি খুশি লাগছে! আশা করি তারা আরো অনেক দূর যাবেন। এখন যাই, সবাইকে অভিনন্দন জানিয়ে আসি।
২৩| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৬
ফুয়াদ আল আবীর বলেছেন: পুরষ্কারগুলো দেখে লোভ হচ্ছে...!
২৪| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০৬
নুর ইসলাম রফিক বলেছেন: অভিনন্দন সকল বিজয়ীদের।
ধন্যবাদ সামুকে।
আমার ও অনেক ইচ্ছে ছিল এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার।
কিন্তু পারলাম মায়ের অফিসিয়াল কিছু কাজের জামেলায় কিশোরগঞ্জ ঢাকা সিলেট দৌড়া দৌড়িতে।
কিশোরগঞ্জ ঢাকা সিলেট এর দৌড়া দৌড়ি শেষ করতে না করতেই আবার ছোট বোনের বিয়ে নিয়ে ব্যস্ত হয়ে গেলাম।
গত ১৮ তারিখ ছিল আমার ছোট বোনের বিয়ে।
তাই আর অংশ গ্রহন করা হলোনা আমার।
যাই হোক তবুও সামু কাছে কৃতজ্ঞ এমন একটা প্রতিযোগিতার আযোজন করার জন্য।
ভালো থাকুক সামু, ভালো থাকুক সকল বিজয়ী, এবং ভালো থাকুক সকল ব্লগার।
২৫| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:১৩
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
সকল বিজয়ীকে একরাশ অভিনন্দন ও শুভেচ্ছা......
ক্রেস্টগুলো তো খুবই সুন্দর লাগতেছে
বিশেষভাবে অভিনন্দন জানাই
মিশু মিলনকে.... আমার প্রিয় একজন সহব্লগার
সকাল রয়কে.... আমার প্রিয় কবি
এস এম পাশা... আমার বন্ধু ব্লগার....
করিমানী লিটনকে... সত্যিই একজন সুলেখক, তার কবিতাগুলো অনেক সুচিন্তিত
ব্লগার টেক সমাধানকে... একটি সময়োপযোগী লেখা
ব্লগার শায়মার সাথে আমি একমত। সংখ্যার বিচারে নয় গুণের বিচারে অনেক ভালো চিন্তার সমন্বয় হয়েছিল।
সামুকে অভিনন্দন এমন একটি প্রেরণাদায়ক আয়োজনের জন্য।
বিষয়টি সুন্দরভাবেই শেষ হলো। এটি ভালো লাগছে
২৬| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:২৮
জনম দাসী বলেছেন: কে জয়ী হলো, কে জয়ী হলনা সেটা বড় কথা নয়, সর্বচ্চ বড় কথা হল...
জয়ী - অজয়ী আমরা সবাই রাজা
আমাদের এই সামুর কুটিরে
নইলে মোরা সব লেখকরা
মিলবো কি করে...
সামুর সাথে জড়িত সন্মানিত সকল ব্যাক্তি সকলকে এই ক্ষুদ্র, মূর্খ জনম দাসীর পক্ষ থেকে জানাই আগাত শুভেচ্ছা, ভালোবাসা ও অফুরান্ত দোয়া... সেই সাথে কলম চলুক দ্রুত বাতাসের বেগে অবিরল... ভাল থাকা হোক সবার সব সময়।
২৭| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:২৯
শায়মা বলেছেন: ঠিক মইনুভাইয়া!!!!!!!!
লেখাগুলো সব আগে পড়িনি। এমনকি অনেকেই বলবে এত কম কম পড়া হয়েছে কেনো এসব? কিন্তু লেখাগুলোর মাঝে যে কনসেপ্ট আছে তারই প্রয়োজন একজন প্রকৃত ব্লগারদের থেকে আমাদের।
যেমন একটা উদাহরণ-
সুলতানা আপুর কাব্যে নারী-পুরুষের সমতা। এই থিমটার বিচারে আপুর কবিতাটা হাজার কেঁদে বুক ভাসানো প্রেম কাব্যের চাইতেও অনেক অনেক বেশি পাওয়ারফুল!!!!!!
অনেক অনেক ভালোবাসা আপুনিটাকে আবারও।
২৮| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৩৮
রাজেশ চক্রবর্তী জিতু বলেছেন: অনেক অনেক অভিন্দন জানাই বিজয়ীদের। সামুর প্রতি আমাদের আন্তরিক বিশ্বাস যে তারা সত্যিকারের সঠিক মানের লেখাটাই নির্বাচন করেছে। অনেক উৎসাহ নিয়ে এই ফলাফলের জন্য অপেক্ষা করে ছিলাম এতদিন। তাই একটু মন খারাপ হয়েছে আমার নির্বাচিত হতে না পেরে তবুও অনেক খুশি এই প্রতিযোগীতায় নিজে অংশগ্রহণ করতে পেরে। তবে আমি সামুকে একটা অনুরোধ করতে চাই, নির্বাচিত বিজয়ীদের পাশাপাশি যদি বাকি যাদের লেখা মোটামুটি ভাল হয়েছে তাদের নামটাও প্রকাশ করত তবে আগামী দিনে হয়ত তারাও আরো ভাল লেখালেখির জন্য অনুপ্রাণিত হত। সবার সুস্থতা কামনা করছি । ভাল থাকবেন।
২৯| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৪৭
সুমন কর বলেছেন: প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল ব্লগার এবং জয়ী সকল ব্লগারকে জানাই অনেক অনেক অভিনন্দন....
চমৎকার একটি উদ্যোগ আয়োজন করা এবং শেষ করার জন্য সামুকে অনেক ধন্যবাদ।
৩০| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৫৪
নেক্সাস বলেছেন: বিজয়ীদের অনেক অনেক শুভেচ্ছা। সুলতানা ম্যাডামের কবিতাখানা অর্থবহ । সামুকে ধন্যবাদ প্রনোদনা কর্মসূচীর জন্য
৩১| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:০৭
মাহমুদুর রহমান সুজন বলেছেন: অভিনন্দন সকল বিজয়ীদের।
ধন্যবাদ সামুকে এই প্রতিযোগিতা করার সুযোগ দেওয়ার জন্য।
৩২| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:১৩
সুমন কর বলেছেন: ৬। যে লেখাগুলো প্রতিযোগিতার জন্য পাঠানো হবে, তা কোন ভাবেই ডিসেম্বরের ৫ তারিখ পর্যন্ত নিজের ব্লগ বা অন্য কোথাও প্রকাশ করা যাবে না এবং ডিসেম্বরের ৬ তারিখ থেকে ১০ তারিখের মধ্যে অবশ্যই তা নিজ নিজ ব্লগে পোস্ট করতে হবে।
এখানে অবশ্যই শব্দটা ছিল !! ২টি লেখা দেখলাম এ নিয়মকে অনুসরণ করেনি। আমার মতে, এটা ঠিক হয়নি। কারণ নিয়ম তৈরি করে ভাঙাটা, নিয়মের মধ্যে পড়ে না। বাকিসবটাই ছিল দারুণ।
এমন প্রতিযোগিতা সকল ব্লগারকে উৎসাহ দেয়। সামু যাতে ভবিষ্যতে আরো এ ধরনের প্রোগাম আয়োজন করে থাকে।
আবারো সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন।
৩৩| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:১৫
দিশেহারা রাজপুত্র বলেছেন: অভিনন্দন।
এমন আরো অনেক লেখায় সমৃদ্ধ হোক প্রিয় সামু প্রাঙ্গণ।
৩৪| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:২০
অগ্নি সারথি বলেছেন: অভিনন্দন!
৩৫| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:২৭
সাহসী সন্তান বলেছেন: চমৎকার এই আয়োজনটা করার জন্য সর্বপ্রথম সামহোয়্যার ইন ব্লগকে জানাই আন্তরিক ধন্যবাদ! সেই সাথে উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সবাই এবং বিজয়ীদেরকে জানাই প্রাণঢালা অভিনন্দন.....!!
৩৬| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:২৮
রক্তিম দিগন্ত বলেছেন: অভিনন্দন সবাইকে
৩৭| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৩৪
এস এম পাশা বলেছেন: হঠাত করেই আজকে এসে নিজের নামটা দেখে ভাল লাগছে। সামুর বিচারিক প্রক্রিয়াটি আমার কাছে বেশ ভালো লেগেছে। কতৃপক্ষকে অনেক ধন্যবাদ। এছাড়্ বিজয়ী সকলকে অভিনন্দন।
৩৮| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪৭
রুহুল আমীন দুর্জয় বলেছেন: বিজয়ী সকল ভাই ও বোনকে অন্তরের শেষ প্রান্ত থেকে অবিরাম অজস্র শুভেচ্ছা ও অভিনন্দন.তোমরাই হবে আগামী প্রভাতের উজ্বল সূর্য.
thank all for victory
৩৯| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪৭
রুহুল আমীন দুর্জয় বলেছেন: বিজয়ী সকল ভাই ও বোনকে অন্তরের শেষ প্রান্ত থেকে অবিরাম অজস্র শুভেচ্ছা ও অভিনন্দন.তোমরাই হবে আগামী প্রভাতের উজ্বল সূর্য.
thank all for victory
৪০| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০২
প্রফেসর সাহেব বলেছেন: বিভিন্ন দিবস উপলক্ষে এই ধরনের প্রতিযোগিতা আয়োজন করার জন্য সামুর প্রতি আহবান জানাই,
৪১| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০৩
টেক সমাধান বলেছেন: ব্লগের সাথে পরিচয়ের সাড়ে পাঁচ মাসের ব্যবধানে স্বীকৃতি পেয়ে সত্যি অভিভূত! অনেক অনেক কৃতজ্ঞতা টিম সামহোয়্যারইনব্লগ-এর প্রতি ও ভালোবাসা সব পাঠকের জন্য।
টেকি যে কোনো সমস্যা, আইডিয়া বা মতামত জানাতে স্বাগত টেক সমাধান-এর ব্লগে।।
৪২| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০৬
বোকা মানুষ বলতে চায় বলেছেন: চমৎকার আয়োজন, অভিনন্দন বিজয়ী সকল ব্লগারকে। ক্রেস্ট দেখে অত্যন্ত লোভায়িত হলুম।
আহারে এখানেও ভ্রমণ উপেক্ষিত! (আমি নিজেও তো কোন লেখা দেই নাই )
ধন্যবাদ সামু কর্তৃপক্ষ আর বিচারক সহব্লগারদের। এগিয়ে যাক সামু'র অগ্রযাত্রা। শুভ ব্লগিং।
৪৩| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০৯
বিএম বরকতউল্লাহ বলেছেন: বিজয়ীদের অভিনন্দন জানাই।
আর আয়োজকদের ধন্যবাদ সৃজনশীল বিষয়ের প্রতিযোগিতার আয়োজন করার জন্য।
৪৪| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:১৩
কথাকথিকেথিকথন বলেছেন: সামহ্যোয়ারইন ব্লগ টিমকে অনেক ধন্যবাদ সুন্দর এবং নিরপেক্ষ এমন একটি সুষ্ঠ প্রতিযোগীতার আয়োজন করার জন্য এবং ভবিষ্যতেও এমন ধারা বজায় থাকবে আশাকরি।
বিজয়ী সকলকে অনেক অনেক অভিনন্দন। তাদের আরও ভাল ভাল লেখায় ব্লগ আঙিনা ভরে উঠুক। সেই কামনাই রইলো।
৪৫| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:১৩
মোরতাজা বলেছেন: সুমন কর বলেছেন: ৬। যে লেখাগুলো প্রতিযোগিতার জন্য পাঠানো হবে, তা কোন ভাবেই ডিসেম্বরের ৫ তারিখ পর্যন্ত নিজের ব্লগ বা অন্য কোথাও প্রকাশ করা যাবে না এবং ডিসেম্বরের ৬ তারিখ থেকে ১০ তারিখের মধ্যে অবশ্যই তা নিজ নিজ ব্লগে পোস্ট করতে হবে।
এখানে অবশ্যই শব্দটা ছিল !! ২টি লেখা দেখলাম এ নিয়মকে অনুসরণ করেনি। আমার মতে, এটা ঠিক হয়নি। কারণ নিয়ম তৈরি করে ভাঙাটা, নিয়মের মধ্যে পড়ে না। বাকিসবটাই ছিল দারুণ।
এমন প্রতিযোগিতা সকল ব্লগারকে উৎসাহ দেয়। সামু যাতে ভবিষ্যতে আরো এ ধরনের প্রোগাম আয়োজন করে থাকে।
আবারো সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন।
৪৬| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:২৮
এক নিরুদ্দেশ পথিক বলেছেন: নির্বাচিত ব্লগারদের অভিনন্দন!
৪৭| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:১৩
স্পর্শিয়া বলেছেন: সকলকে আন্তরিক অভিনন্দন।
৪৮| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৩২
আরজু পনি বলেছেন:
যাহ বাব্বা ! রীতিমতো পাবলিক পরীক্ষার ফলাফলের মতো অনুভূতি হচ্ছে !
নির্বচিত প্রতিটি লেখাই আসাধারণ ।
ক্রেস্টগুলো দেখে আফসোস হচ্ছে...নিজে পেলে মন্দ হতো না
এ আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন রইল ।
৪৯| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:০৪
আরজু পনি বলেছেন:
একটা বিষয় খেয়াল করে দেখলাম, এতো এতো ব্লগার ভ্রমণ, ছবি ব্লগ পোস্ট দেয় নিয়মিত কিন্তু প্রতিযোগিতায় অংশগ্রহণের সংখ্যায় তা কতো নগন্য ছিল যে আলাদা বিভাগই করা গেলো না ! বিষয়টা দুঃখজনক !
৫০| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:০৯
গেম চেঞ্জার বলেছেন: দুঃখজনক হলেও সত্য আমি নিজেও অংশগ্রহণ করতে পারিনি। সময় ও মনোযোগের সমন্বয় না ঘটানোই এক্ষেত্রে বাঁধা ছিল। যাইহোক- অংশগ্রহণকারী সবাই এবং বিজয়ী সবাইকেই অভিনন্দন।
৫১| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:১৬
লেখোয়াড়. বলেছেন:
যারা লেখা পাঠিয়েছিলেন কিন্তু সেরা হতে পারেননি, তাদেরকেও অভিনন্দন।
সত্যিকার অর্থে যারা সৎ ব্লগিং করেন, সততা নিয়ে লেখালেখি করেন, সর্বোপরি যারা জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা, বিনয়ের, সাহসের চর্চা করেন তারা কোনদিন কোথাও সেরা না হতে পারলেও তারা সবসময়ের জন্য "চিরন্তন সেরা"।
তাই যারা সেরা হতে পারেননি তারা যেন হতাশ না হয়ে নতুন করে আরো ভাল লেখালেখি শুরু করেন।
আমাদের দেশে এখন ভাল লেখকের, ভাল মানুষের খুবই অভাব, সেই অভাব সেরা না হয়েও আপনারা একদিন পুরণ করতে পারেন।
আবারো ধন্যবাদ ও অভিনন্দন।
৫২| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:২০
আমি ইহতিব বলেছেন: অভিনন্দন বিজয়ীদের। আইডিয়াটা ও ভালো ছিল। মাঝে কিছুদিন ব্লগে ছিলামনা তাই আগে জানা ছিলোনা এই অনলাইন আয়োজনের ব্যপারে।
৫৩| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৩০
কাজী মেহেদী হাসান। বলেছেন: বিজয়ীদের অভিনন্দন, ভালো কবিতা-গল্পে সামু উজ্জ্বল হয়ে উঠুক
৫৪| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪২
মোহাম্মদ রাহীম উদ্দিন বলেছেন: সকল অংশগ্রহণকারী ও বিজয়ীদের জানাই অভিনন্দন।
৫৫| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫০
গুলশান কিবরীয়া বলেছেন: সবাইকে অনেক অভিনন্দন আর সামুকে অনেক ধন্যবাদ সুন্দর একটি আয়োজনের জন্য।
৫৬| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন: যাদের লেখা সেরা নির্বাচিত হলো তাদের সবাইকে অভিনন্দন।
৫৭| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: যাদের লেখা সেরা নির্বাচিত হলো তাদের সবাইকে অভিনন্দন।
৫৮| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৮
রুদ্র জাহেদ বলেছেন: লেখোয়াড়. বলেছেন: যারা লেখা পাঠিয়েছিলেন কিন্তু সেরা হতে পারেননি,তাদেরকেও অভিনন্দন।
সত্যিকার অর্থে যারা সৎ ব্লগিং করেন,সততা নিয়ে লেখালেখি করেন,সর্বোপরি যারা জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা,বিনয়ের,সাহসের চর্চা করেন তারা কোনদিন কোথাও সেরা না হতে পারলেও তারা সবসময়ের জন্য "চিরন্তন সেরা"।
তাই যারা সেরা হতে পারেননি তারা যেন হতাশ না হয়ে নতুন করে আরো ভাল লেখালেখি শুরু করেন।
আমাদের দেশে এখন ভাল লেখকের, ভাল মানুষের খুবই অভাব, সেই অভাব সেরা না হয়েও আপনারা একদিন পুরণ করতে পারেন।
এত কম লেখা জমা হয়েছে দেখে অবাকই হলাম।
বিজয়ীদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই
৫৯| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪১
ফেরদৌসা রুহী বলেছেন: অংগ্রহণকারী ও বিজয়ী সবাইকে অভিনন্দন।
ক্রেস্টগুলি অনেক সুন্দর হয়েছে।
৬০| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২০
আহমেদ জী এস বলেছেন: বাংলা কমিউনিটি ব্লগ তার দশম বছরে পা দেয়া উপলক্ষ্যে যে সপ্তম বাংলা ব্লগ দিবস পালনের আয়োজনটি করেছেন অনলাইনে তাকে সাধুবাদ ।
যারা এখানে লেখা দিয়েছেন আর যারা যারা অভিষিক্ত হয়েছেন সেরা লেখার সুবাদে তাদের সকলের প্রতি রইলো ব্লগীয় অভিনন্দন ।
"পুরষ্কার নয় , অংশগ্রহনটাই বড়" এ আপ্তবাক্যটি বড্ড একঘেয়ে আর বহু ব্যবহারে মলিন।
শুধু বলি - এই প্রানের মেলায় প্রান মিলিয়ে দেয়াটাই ব্লগীয় আত্মীয়তার সার্থক রূপায়ণ ।
ব্লগ কর্তৃপক্ষ সহ সকল ব্লগারকে সেই প্রানের উষ্ণতা জানাই এই শীতরাতে ...................................
৬১| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫৪
তুষার আহাসান বলেছেন: সকলকে অভিনন্দস।পোস্ট প্রিয়তে।
৬২| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০০
সকাল রয় বলেছেন:
প্রথমেই সাধুবাদ জানাই বাংলা কমিউনিটি ব্লগ সামহোয়্যারইন কে এমন একটি উদ্যোগ এর জন্য। যারা অংশগ্রহন করেছিলেন তাদের প্রত্যেকের জন্যই রইলো শুভকামনা। যারা সত্যিই লেখালেখি করতে আগ্রহী তাদের জন্য বলবো, লেখালেখি থামিয়ে দেবেন না এটা একটা আশ্চর্য ম্যাজিক! এই ম্যাজিক সবাই দেখাতে জানে না।
ধন্যবাদ জানাই সামুর সকল পাঠক কে যাদের উৎসাহে আমরা এত বছর ধরে ব্লগিং করে আসছি, লিখে আসছি।
বিজয়ী সকলের জন্যই রইলো শুভকামনা। আশা করি সবগুলো লেখা সময় করে পড়ে নেব।
৬৩| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০০
সুলতানা রহমান বলেছেন: এত ভাল লাগছে ……………শায়মা আপুর মন্তব্যে আরো ভালো লাগা ………………
দু হাত ছড়িয়ে সবাইকে ভাল লাগা ছড়িয়ে দিতে ইচ্ছে হচ্ছে ……
৬৪| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০৯
নতুন বলেছেন: অংগ্রহণকারী ও বিজয়ী সবাইকে অভিনন্দন।
পোস্টের নিচে সবগুলি লেখার লিংকগুলি দেয়ে দিন তবে সবাই এক জায়গায় পাবে এবং পড়তে পারবে।
৬৫| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩৭
কলমের কালি শেষ বলেছেন: অংশগ্রহণকারী, বিজয়ী, বিচারকমন্ডলী, এবং সামুকে অভিনন্দন সৃজনশীল সুন্দর একটি আয়োজনকে সাফল্যমণ্ডিত করার জন্য।
( আহারে কবিতা, তুমি অবহেলিত হয়েই রইলে। সবগুলো বিভাগে সেরা ৪ আর তোমার বিভাগে সেরা ৩। তোমার বিভাগে সবচেয়ে বেশি লেখা জমা পড়ার পরও সেরা ৪টি কবিতা আসতে পারে নি দেখে আফসুস লাগছে!)
৬৬| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩৩
রাবেয়া রব্বানি বলেছেন: সবাইকে জানাই শুভেচ্ছা।
৬৭| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫২
ইনকগনিটো বলেছেন: বিজয়ী ব্লগারদের আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আরও ভালো ভালো লেখা উপহার দিয়ে ব্লগকে সমৃদ্ধ করবেন, এই প্রত্যাশা রইলো।
৬৮| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১৬
দীপংকর চন্দ বলেছেন: অভিনন্দন অনেক মিশু মিলন, পুলহ, সকাল রয়, এস এম পাশা, ফকির ইলিয়াস, কিরমানী লিটন, সুলতানা রহমান, মনযূরুল হক, পলক শাহরিয়ার, টেক সমাধান, ফজলুর রহীম সরকার।
অভিনন্দন সুন্দর আয়োজনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।
শুভকামনা সকলের জন্য। অনেক।
৬৯| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২৯
গেদা (Geda) বলেছেন: ৭ম বাংলা ব্লগ দিবস ২০১৫ উপলক্ষে আয়োজিত লেখা প্রতিযোগিতার ফলাফলের জন্য সামহোয়্যারইন ব্লগ টিম কে ধন্যবাদ।
যারা নির্বাচিত হয়েছেন তাদের অভিনন্দন । যারা লেখা পাঠিয়েছিলেন কিন্তু নির্বাচিত হতে পারেন নাই তাদের মন খারাপের দরকার নেই । বরং নব উদ্যোমে আগামীর উদ্দেশ্যে এগিয়ে যাবেনেএ প্রত্যাশা রইলো।
৭০| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২২
বৃতি বলেছেন: বিজয়ীদেরকে অভিনন্দন এবং অনেক শুভেচ্ছা
৭১| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩৭
বিদেশ পাগলা বলেছেন: কিতা লিখতাম রে বা । ধন্যবাদ দিলাইলাম অলা খুশিতো !
৭২| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৫০
অনিন্দ্য অন্তর অপু (অঅঅ) বলেছেন: দারুণ উদ্যোগ । শুভেচ্ছা সবাইকে ।
৭৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:১৩
আমি সম্মানের পাত্র নই বলেছেন: অবশেষে প্রতিক্ষার অবসান হল। বিজয়ীদের স্বাগতম।সামুকে অভিনন্দন।নিজেকে সংবেদনশীল চর্চার অনুগামী করার প্রত্যয়ে আবারো অংশ গ্রহনের আশাবাদ পোষন করে অংশ নেয়া সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন।
৭৪| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:৩০
এমডি রুবেল তালুকদার বলেছেন: বিজয়ীদেরকে অভিনন্দন এবং অনেক শুভেচ্ছা
৭৫| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৩৮
বীনা বলেছেন:
আসলেই এটি একটি প্রয়োজনীয় ও উপযোগি বিষয়।
খুব ভাল লাগছে এসব বিষয়গুলো।
সকল পক্ষকে অভিনন্দন ও শুভকামনা।
৭৬| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:১২
আমার মিতু বলেছেন: অভিনন্দন সকল বিজয়ীদের।
৭৭| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:১৯
জুন বলেছেন: বিজয়ীদের জানাই আন্তরিক অভিনন্দন ।
আর যারা কি ভাবে লেখা পাঠাবে জানা না থাকায় অংশগ্রহন করতে পারেনি তাদের জন্যও রইলো অগ্রীম শুভকামনা ।
৭৮| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০৬
ক্যাপ্টেন ম্যাকক্লাস্কি বলেছেন:
বিজয়ীদেরকে অভিনন্দন এবং অনেক শুভেচ্ছা।
যারা লেখা পাঠিয়েছিলেন কিন্তু সেরা হতে পারেননি,তাদেরকেও অভিনন্দন।
যারা লেখা দিয়েছেন তারা কিন্তু সেরা লেখাটিই পাঠিয়েছিলেন। সেই লেখাগুলোও প্রকাশীত হওয়া উচিত।
৭৯| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:২৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সকলকেই অভিনন্দন !
বিশেষ করে আমার প্রিয় দুজন ব্লগারের পুরস্কার প্রাপ্তিতে আমি উল্লসিত !
মনে হচ্ছে আমিই পুরস্কার পেয়েছি
এরা দুজন হলেন ব্লগার কিরমানী লিটন ও ব্লগার সুলতানা রহমান ।
বাকিদের লিখা গুলি পড়ছি , ধারনা করছি এঁরাও আমার প্রিয় হতে বেশি সময় লাগবেনা ।
৮০| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৩৯
খেয়ালি দুপুর বলেছেন: অসংখ্য ধন্যবাদ সামুকে এমন চমৎকার উদ্যোগটি নেবার জন্য পাশাপাশি অভিনন্দন বিজয়ী সকল ব্লগারকে।
৮১| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০৭
এমডি এআর মুবিন বলেছেন: সম্মানিত বিজয়ীদেরকে অভিবাদন জানাচ্ছি অন্তরের শেকড় থেকে। তারপর ক্ষমা চেয়ে নিচ্ছি বেয়াদবীর জন্য! কবিতা মাত্র তিনটি কেন? যেখানে বাংলাভাষার অলংকার তার মুগ্ধতা ও ব্যাপকতায় সমৃদ্ধ হয়ে আছে!
৮২| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:১২
মানবী বলেছেন: প্রতিযোগিতার সকল বিজয়ীদের আন্তরিক অভিনন্দন।
ধন্যবাদ কর্তৃপক্ষকে এমন আয়োজনের জন্য।
৮৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:১০
সোজা কথা বলেছেন: বিজয়ীদের জানাচ্ছি ফুলেল শুভেচ্ছা ও অনেক অভিনন্দন। সবার জন্য রইলো অনেক অনেক শুভ কামনা।
৮৪| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৮
মোহামমদ ইকবাল হোসেন বলেছেন: অভিনন্দন বিজয়ীদের !
৮৫| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৭
ধমনী বলেছেন: অভিনন্দন পুরস্কার বিজয়ী সবাইকে। সেইসাথে যারা প্রতিযোগিতায় অংশ নিয়েছেন তাদেরকেও। তবে অংশগ্রহণকারী আরো বেশি হওয়া দরকার ছিল।
৮৬| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৫১
ঠ্যঠা মফিজ বলেছেন: এটা ব্লগারদের জন্য খুব ভালো একটা আয়োজন । ধন্যবাদ সবাইকে এ ধরনের পাশ্রমিক কাজের জন্য ।
৮৭| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:০০
ফজলুর রহীম সরকার বলেছেন: আমার "মুক্তি সংগ্রামের অম্লান স্মৃতি" সেরা লেখা গুলির একটি বিবেচিত হওয়ায় বিচারক মন্ডলীকে জানাই অশেষ ধন্যবাদ। অন্য যাঁদের লেখা সেরা লেখার মনোয়ন পেয়েছে তাঁদেরকেও জানাই আমার সীমাহীন অভিনন্দন ও প্রানঢালা শুভেচ্ছা।
সেই সব অগ্নিময় দিনের সব কথা লিখলে আলাদা একটা বইয়ের আকার নেবে। এই স্বল্প পরিসরে বিনম্র, শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করতে চাই আমার হলের প্রভোস্ট শহীদ অধ্যাপক হাবিবুর রহমানকে যিনি ৩রা মার্চ আমার গুলিবিদ্ধ হবার সংবাদ পেয়ে পর পর দু'দিন হাসপাতালে ছুটে গিয়েছিলেন। আমার মাথায় হাত রেখে আমার কষ্ট লাঘবের চেষ্টা করেছিলেন। বাংলাদেশের স্বাধীনতাকামী ও মুক্তিসংগ্রামীদের প্রতি সহনুভুতিশীল এই মহৎ হৃদয় মানুষটির জীবনের শেষ রাত এসেছিল কয়েকদিন পরেই ১৫ই এপ্রিল ১৯৭১
Though he was aware of impending danger and his colleagues pleaded him to leave, he stayed on the campus with his family. On April 15, the Pakistani army led by Brigadier Aslam and Colonel Taj launched a drive at his house and picked him up from his wife and daughter . He never returned......."নিঃশেষে প্রাণ যে করিবে দান ক্ষয় নাই তার ক্ষয় নাই"!
৮৮| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০৩
টোকাই রাজা বলেছেন: ধন্যবাদ সবাইকে
৮৯| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:১৫
Ahmed Musa বলেছেন: ভালো
৯০| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৪
মাহমুদা আক্তার সুমা বলেছেন: কবিতা বিভাগে চারটি লেখা পুরস্কার পেলে আমিও তো পেতাম। আচ্ছা এইবার দিলেন না তো, পরের বার কিন্তু দিতে হবে। হমমম।
যাদের লেখা বাছাই হয়েছে, আমি তা পড়েছি। খুব ভাল হয়েছে সবার লেখাই। সবাইকে শুভেচ্ছা জানাই।
৯১| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:০০
অন্তু নীল বলেছেন: বিজয়ী সবাইকে অভিনন্দন। যারা প্রতিযোগিতায় অংশ নিয়েছেন তাদেরকেও। আর কর্তৃপক্ষকেও ধন্যবাদ এমন আয়োজনের জন্য।
৯২| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:১৯
পলক শাহরিয়ার বলেছেন: ব্লগে আমার পদচারনা মোটামুটি পাঁচ বছর। এর মধ্যে খুব বেশি কিছু লিখিনি। তবে প্রচুর লেখা পড়েছি। অসাধারন অনেক লেখা পেয়েছি। ব্লগে অনেক মেধাবি,প্রতিভাবান আর ভাল মানুষের দেখা পেয়েছি। আজ সামহোয়্যারইন থেকে একটা স্বীকৃতি পেয়েছি। কর্তৃপক্ষ ও লেখক পাঠকদের কাছে আমার কৃতজ্ঞতার শেষ নেই। সুযোগ পেয়ে সবার প্রতি ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানিয়ে গেলাম।
৯৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:২৬
মো: সারফিন মিয়া বলেছেন: খুব ভালো।
৯৪| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫২
ইছামতির তী্রে বলেছেন: সকল সেরাদের প্রতি রইল অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা।
৯৫| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০৮
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: বিজয়ী সবাইকে অনেক শুভেচ্ছা ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ এমন একটা আয়োজনের জন্য।
৯৬| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:২৬
কিরমানী লিটন বলেছেন: এ সম্মান দেখিয়ে সামু আমার প্রতি যে আস্থা রাখলো, বিশুদ্ধ সৃষ্টির নিরন্তর সাধনায়, তার সৌন্দর্যকে ধারন করবো সত্ত্বার গভীরে-কৃতজ্ঞ ভালোবাসায়…তোমার আঁচল ছায়ায়-সবচেয়ে ছোট হয়ে থেকে যাবো বিমূর্ত সুন্দরের তৃষ্ণায়!
সামুর সকল সহ ব্লগার কলা-কুশলী,পাঠক সবার ভালোবাসার স্নিগ্ধ পরশ-আমার কবিতার আজকের এই স্বীকৃতি। তাই সকলের প্রতি আমার অগুন্তি ভালোবাসা আর কৃতজ্ঞতা জানাই- বিনম্র চিত্তে !!!!
“বেঁচে থাকো সামু-কোটি প্রাণের বিশুদ্ধ প্রেরণার মুগ্ধতায়-সৃষ্টি সুখের উল্লাসে” ...!!!
৯৭| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৩৬
ইকবাল হোসাইন সুমন বলেছেন: মিস করলাম।
৯৮| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:১৫
গুরুর শিষ্য বলেছেন: খুব ভালো আয়োজন...সকলকে অভিনন্দন...
৯৯| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪১
চলেপথিক বলেছেন: আয়োজনের জন্য সাধুবাদ জানাই সামুকে সাথে অভিন্দন বিজয়ীদের ।
১০০| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৪৯
সুখী পৃথিবীর পথে বলেছেন: দুর্ভাগ্য তখন আমি ছিলাম না।
১০১| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৩৪
শামছুল ইসলাম বলেছেন: সকল বিজয়ীদেরকে প্রাণঢালা অভিনন্দন এবং সামু কর্তৃপক্ষকে ধন্যবাদ চমৎকার এই আয়োজনের জন্য।
প্রায় সব গুলো লেখাই পড়ে ফেলেছি-খুব ভাল লাগল।
দিনে দিনে সামু আরো সমৃদ্ধ হোক অসাধারণ সব ব্লগারের পদচারণায়।
বিজয়ীদের এবং সামু পরিবারের সবাইকে ২০১৬ সালের শুভেচ্ছা।
১০২| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০৬
মধুসূদন কল্প বলেছেন: হরেক রকম লেখা লেখিতে যারা বিজয়ি হল তাদেরকে আন্তরিক শুভচ্ছো। পাশা পাশি,সামু পরিবরের নিবাইকে ধন্যবাদ এমন সুন্দর আয়োজনের জন্য। দুর্ভাগ্য আমার, পরীক্ষা থাকার কারণে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারলাম না। আবার হলে সুযোগ নিব।
১০৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:০৭
রপিকুল ইসলাম বলেছেন: যাদের লেখা সেরা নির্বাচিত হলো তাদের সবাইকে অভিনন্দন ও আন্তরিক শুভচ্ছো
১০৪| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১৯
সাকিব ইফতেখার বলেছেন: ধন্যবাদ ভাইরা
১০৫| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:১৬
চৈতী আহমেদ বলেছেন: সুন্দর আয়োজন। অভিনন্দন সংশ্লিষ্ট সবাইকে।
১০৬| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৪৭
চারু মান্নান বলেছেন: অভিনন্দন সবাইকে।
১০৭| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:১৮
আনোয়ার ভাই বলেছেন: এমন আয়োজনের জন্য সামু কে ধন্যবাদ। ভবিষ্যতে আরো কিছু বিভাগ বাড়ানো যায় কি ? যেমন রম্য রচনা।
১০৮| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪৭
এম মিজানুর রহমান বলেছেন: আমি ছোট বলেই তো তুমি / তোমরা বড় । আমি পারিনি বলেই তো তুমি / তোমরা জয়ী হতে পেরেছ । সামুর এই উদ্যোগের জন্য সাধুবাদ জানাই । কেউ কোন এক কুৎসিত ( অন্য লোকেরা বলত ) মেয়ের প্রেমে পড়েছিল । মেয়েটির নাম ছিল সবিতা । ছেলেটির নাম ছিল রবিন ( খুবই হ্যান্ডসাম ) । তার সঙ্গী সাথীরা বলত এরূপ একটি মেয়েকে ভালবেসে রবিন ঠকেছে । হয়ত তারা ভেবেছি্ল , রবিন আরও সুন্দরী মেয়ে বিয়ে করতে পারবে । কিন্তু রবিন সকলকে অবাক করে দিয়ে বলেছিল , " আমি রবিন না হয় ঠকলাম কিন্তু সবিতা তো জিতেছে " । ওবস্য এক্ষেত্রে হারা জেতার ব্যাপার ছিল না ( ভালবাসা বাসি ছাড়া ) । সামুর ক্ষেত্রে যদিও ব্যাপারটা সেরকম না । তাই আবার বলি , আমরা অনেকেই পারিনি বলেই তোমাদের জন্য জয়ের মালাটা নির্ধারিত হল । তোমাদের জন্য রইল আন্তরিক ধন্যবাদ ।
১০৯| ০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫৯
পলক শাহরিয়ার বলেছেন: পাশাপাশি, আগামী ১ লা জানুয়ারী, ২০১৬ তে আমরা কিছু সেরা লেখার ভিত্তিতে ব্লগ সাময়িকীটি প্রাথমিকভাবে ই-বুক হিসেবে এই ব্লগেই প্রকাশ করতে যাচ্ছি। .........এটার কি হলো?
১১০| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ৮:০৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আগামী ১ লা জানুয়ারী, ২০১৬ তে আমরা কিছু সেরা লেখার ভিত্তিতে ব্লগ সাময়িকীটি প্রাথমিকভাবে ই-বুক হিসেবে এই ব্লগেই প্রকাশ করতে যাচ্ছি। .........এটার কি হলো?
১১১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ৯:০৬
ইফতেখার রাজু বলেছেন: ১ লা জানুয়ারী, ২০১৬ থেকে সেরা লেখা নিয়ে ই-বুক প্রকাশের আইডিয়া চমৎকার।
১১২| ০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ইফতেখার রাজু বলেছেন: ১ লা জানুয়ারী, ২০১৬ থেকে সেরা লেখা নিয়ে ই-বুক প্রকাশের আইডিয়া চমৎকার।- কিন্তু আমার প্রশ্ন হলো- ১লা জানুয়ারি ২০১৬ আসলে কবে , কোন বছরের কোন মাসের কোন তারিখে? আমি ঠিক বুঝতে পারছি না। কেউ কি বলবেন, দয়া করে?
১১৩| ১০ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৩৭
রুবন্স বলেছেন: নির্বাচিত সকলকে ধন্যবাদ আমাদের সুন্দর সুন্দর লেখা উপহার দেবার জন্য।
১১৪| ২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:১২
ভ্রমরের ডানা বলেছেন: সন্মানিত নির্বাচকমণ্ডলী, অংশগ্রহণকারী সকল ব্লগার ও বিজয়ী লেখকগন--
সবার প্রতি রইল আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।
১১৫| ২২ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৩
মোঃ হাবিবুর রহমান (হাবীব) বলেছেন: বিজয়ীদেরকে অভিনন্দন এবং অনেক শুভেচ্ছা !
১১৬| ৩১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৫
প্রদ্যোত বলেছেন: সকলের জন্য এক আকাশ শুভেচ্ছা ও ভালবাসা
১১৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৫১
আহনাফ নীল বলেছেন:
বিজয়ীদের অভিনন্দন জানাই।
১১৮| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:১৩
ঋজুক বলেছেন: অভিনন্দন ....
১১৯| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:০৫
মাহবুব উল হক নয়ন বলেছেন: সুন্দর উদ্যোগ। এবার মিস করে গেছি। সামনে আবার কবে হবে?
১২০| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১৭
কালনী নদী বলেছেন: খোভ ভালো লাগলো
১২১| ০২ রা এপ্রিল, ২০১৬ দুপুর ১:৪৪
বার্তা বাহক বলেছেন: বিজয়ীদের ব্লগারদেরকে অভিনন্দন এবং অনেক শুভেচ্ছা..
১২২| ০৫ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩৮
আহমেদ বেলাল বলেছেন: অংশগ্রহণকারী সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন।
১২৩| ১১ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:০৬
নিহার সরকার বলেছেন: অভিনন্দন সকলকে ।
©somewhere in net ltd.
১| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৪৫
লেখোয়াড়. বলেছেন:
দারুন!!