নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তারিখ: ০৪.০২.১৬
সংবাদ বিজ্ঞপ্তি
জার্মানির আন্তর্জাতিক সম্প্রচার কেন্দ্র ডয়চে ভেলের আন্তর্জাতিক অনলাইন প্রতিযোগিতা ‘‘দ্য বব্স – বেস্ট অফ অনলাইন অ্যাক্টিভিজম’’-এর ১২তম আসর শুরু হয়েছে৷
দ্য বব্স-এর চলতি আসরের জন্য মনোনয়ন জমা দেয়া যাবে আগামী ৩ মার্চ অবধি৷ ইন্টারনেট ব্যবহারকারীরা তাদের পছন্দের ব্লগার, অনলাইন অ্যাক্টিভিস্ট বা অনলাইন প্রকল্পকে মনোনয়ন করতে পারেন http://www.thebobs.com/bengali ঠিকানায়৷ বাংলাসহ ১৪টি ভাষায় মনোনয়ন জমা দেয়া যাবে৷ চলতি বছর চারটি ক্যাটেগরিতে ‘জুরি পুরস্কার’ দেয়া হবে৷ এগুলো হচ্ছে ‘সোশ্যাল চেইঞ্জ’ বা ‘সামাজিক পরিবর্তন,’ ‘টেক ফর গুড’ বা ‘প্রগতির জন্য প্রযুক্তি,’ ‘আর্টস অ্যান্ড কালচার’ বা ‘শিল্প এবং সংস্কৃতি’ এবং ‘সিটিজেন জার্নালিজম’ বা ‘নাগরিক সাংবাদিকতা৷’
দ্য বব্স প্রতিযোগিতা সম্পর্কে ডয়চে ভেলের প্রোগ্রাম ডিরেক্টর গ্যার্ডা ময়ার বলেন, ‘‘ভাষা এবং সংস্কৃতির বাধা ডিঙিয়ে আমরা সেই সব সৃজনশীল ব্যক্তিকে স্বীকৃতি দিতে চাই, যাঁরা বাকস্বাধীনতা রক্ষায় এবং উন্মুক্ত সমাজ গড়ায় কাজ করছেন৷’’
দ্য বব্স বিজয়ীদের নাম ঘোষণা করা হবে আগামী ২ মে, বার্লিনে এক সংবাদ সম্মেলনে৷ আর ‘জুরি’ ও বাকস্বাধীনতা অ্যাওয়ার্ড বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে আগামী ১৪ জুন, জার্মানির বন শহরে অনুষ্ঠেয় একটি আন্তর্জাতিক সম্মেলনে৷
চলতি বছর দ্য বব্স-এ মিডিয়া পার্টনার হিসেবে থাকছে সামহয়্যার ইন ব্লগ, বিডিনিউজ টোয়েন্টিফোরডটকম, বাংলা ট্রিবিউন, চায়না ডিজিটাল টাইমস, আইফেক্স, গ্লোবাল ভয়েসেস অনলাইন, ওয়াজা, সত্যগ্রহ, ওয়েবদুনিয়া, গয়া, হোরোমাডস্ক, নভয়ি ভ্রেমিয়া এবং মিডিয়াটাভা৷
যোগাযোগের লিঙ্কঃ
www.thebobs.com/bengali
dw.de/press
facebook.com/dw.thebobs
twitter.com/DW_thebobs
THE BOBS: http://WWW.THEBOBS.COM
PRESS: http://WWW.DW.DE/PRESS
INSIDER BLOG: BLOGS.DW.DE/INSIDER
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৫
নোটিশবোর্ড বলেছেন: কেবল চলতি বছর নয়, বিগত ৭ বছর ধরে সামহোয়্যার ইন ব্লগ ডয়চে ভেলে'র বাংলা বিভাগের মিডিয়া পার্টনার।
ধন্যবাদ।
২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:১২
আবু শাকিল বলেছেন: মনোনয়ন জমা হোক।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৩
নোটিশবোর্ড বলেছেন: মনোনয়নের বিষয়টি সম্পূর্ণ ব্লগারদের নিজেদের। আমরা কেবল এই সুযোগ প্রদানকারী এবং প্রচার সহযোগী। প্রতিযোগিতাটির সাথে শুরু থেকে শেষ পর্যন্ত সংশ্লিষ্ট ব্যাক্তিবর্গ তাঁদের নিজ দায়িত্বেই বাংলা ব্লগগুলোতে চোখ রাখেন এবং বিষয় ভিত্তিক যোগ্য ব্লগ/ব্লগার নির্বাচন করেন। এই পোস্টের মাধ্যমে যেমন ব্লগারদের কাছে বিষয়টির প্রচারের সুযোগ রয়েছে তেমনি ব্লগারদের পছন্দ/মনোনয়ন, আলোচনা, বিতর্ক ইত্যাদি বিষয়গুলো লক্ষ্য রেখে চলেন সংশ্লিষ্ট ব্যাক্তিবর্গ।
আশা করি আপনাদের সকলের অংশগ্রহণে, আলোচনায় এবং বিবেচনায় উঠে আসবে বিষয়ভিত্তিক অনেক ব্লগই। সংগে থাকুন।
ধন্যবাদ।
৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৩৪
রুদ্র জাহেদ বলেছেন: আশাকরি প্রিয় ব্লগাররা থাকবে লিস্টে
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৫
নোটিশবোর্ড বলেছেন: প্রিয় এবং যোগ্য ব্লগগুলিকে সামনে আনতে আলোচনায় অংশ নিন।
ধন্যবাদ।
৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৫৪
কলাবাগান১ বলেছেন: পছন্দের ব্লগার, অনলাইন অ্যাক্টিভিস্ট: চাঁদগাজী ভাই
৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৬:০৮
নাজমুল হাসান মজুমদার বলেছেন:
৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:১৪
আরজু পনি বলেছেন: আশা করি সামহোয়্যারইন ব্লগের প্রিয় কোন মুখ দেখবো ।
৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৩
জুন বলেছেন: আহারে আমি যদি মনোনীত হোতাম
তবে যেসব বিষয়ের উপর চেয়েছে তা আমার নেই
আমাদের ব্লগের কেউ মনোনীত হলে অনেক খুশি হবো ।
৮| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৮
কামরুন নাহার বীথি বলেছেন: আশা করি সামহোয়্যারইন ব্লগের প্রিয় কোন মুখ দেখবো ---- আরজুপনি আপুর সাথে সহমত!
আশা করছি মাঈনুদ্দিন মইনুল ভাইকে দেখব!!!
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৮
নোটিশবোর্ড বলেছেন: আপনার পছন্দের এবং যোগ্য ব্লগগুলিকে সামনে আনতে আলোচনায় অংশ নিন।
ধন্যবাদ।
৯| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৯
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: Good news.
১০| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৪
আমিনুর রহমান বলেছেন:
আমি নোটিশবোর্ড কে একটা মনোনয়ন পাঠাবো ভাবছি
আমি মনোনয়ন দিতে পারবো ছয়টাঃ
১। সামাজিক পরিবর্তন
২। প্রগতির জন্য প্রযুক্তি
৩। শিল্প এবং সংস্কৃতি
৪। নাগরিক সাংবাদিকতা
৫। ইউজার এওয়ার্ড বাংলা
৬। ইউজার এওয়ার্ড ইংরেজী
এই মুহুর্তে যাদের নাম মাথায় আসছে তার উপরঃ
মানবী
জুন
মাঈনউদ্দিন মইনুল
মঞ্জুর চৌধুরী
মোস্তফা কামাল পলাশ
অগ্নি সারথি
হঠাৎ ধুমকেতু
*কুনোব্যাঙ*
পরে আরো মনে আসলে জানামুনে
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩০
নোটিশবোর্ড বলেছেন: মনোনয়নের বিষয়টি সম্পূর্ণ ব্লগারদের নিজেদের। আমরা কেবল এই আয়োজনের সুযোগ প্রদানকারী এবং প্রচার সহযোগী। প্রতিযোগিতাটির সাথে শুরু থেকে শেষ পর্যন্ত সংশ্লিষ্ট ব্যাক্তিবর্গ তাঁদের নিজ দায়িত্বেই বাংলা ব্লগগুলোতে চোখ রাখেন এবং বিষয় ভিত্তিক যোগ্য ব্লগ/ব্লগার নির্বাচন করেন। এই পোস্টের মাধ্যমে যেমন ব্লগারদের কাছে বিষয়টির প্রচারের সুযোগ রয়েছে তেমনি ব্লগারদের পছন্দ/মনোনয়ন, আলোচনা, বিতর্ক ইত্যাদি বিষয়গুলো লক্ষ্য রেখে চলেন সংশ্লিষ্ট ব্যাক্তিবর্গ।
আশা করি আপনাদের সকলের অংশগ্রহণে, আলোচনায় এবং বিবেচনায় উঠে আসবে বিষয়ভিত্তিক অনেক ব্লগই। আপনার তালিকা সমৃদ্ধ হতে থাকুক।
ধন্যবাদ।
১১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫২
মহা সমন্বয় বলেছেন: আমি আছি আপনাদের সাথে।
১২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৩৮
আবু শাকিল বলেছেন: আমিনুর ভাইয়ের সাথে সহমত ।
১৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪১
প্রামানিক বলেছেন: চলতি বছর দ্য বব্স-এ মিডিয়া পার্টনার হিসেবে সামহয়্যার ইন ব্লগ -এর নাম শুনে খুশি খুশি লাগছে।
মাঈনউদ্দিন মইনুল - - -- গত বছর ভোট দিয়েছিলাম এবারও এগিয়ে যাক
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩১
নোটিশবোর্ড বলেছেন: কেবল চলতি বছর নয়, বিগত ৭ বছর ধরে সামহোয়্যার ইন ব্লগ ডয়চে ভেলে'র বাংলা বিভাগের মিডিয়া পার্টনার।
ধন্যবাদ।
১৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫১
নীলসাধু বলেছেন: সামহোয়্যারইন ব্লগ এখন সমঝোতা করে চলে। কি করে কাকে মনোনয়ন দেবে সবই বেশ কিছু বিষয়ের উপর নীর্ভরশীল। তিক্ত হলেও সত্য। আমরা এমনটা আশা করিনা। আমরা চাই ব্লগ এবং ব্লগারদের কল্যাণে সামহোয়্যারইন ব্লগ শক্তিশালী ভুমিকা পালন করুক যা তা করছে না পারছে না। শুধু গা বাচিয়ে চলার নাম সামহোয়্যারইন ব্লগ হলে ভালো লাগবে না।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৯
নোটিশবোর্ড বলেছেন:
কেবল ধারণা প্রসূত মন্তব্য কখনই মঙ্গলজনক হতে পারে না এবং কোন কল্যাণও বয়ে আনেনা। উক্ত মন্তব্যের সাথে সামহোয়্যার ইন এর অবস্থান, উদ্দেশ্য, নীতিমালা এবং জাতিয় ও আন্তর্জাতিক পর্যায়ে ব্লগ এবং ব্লগারের শক্তি, গ্রহণযোগ্যতা, মর্যাদা সম্পর্কে পেশাদার দায়িত্বশীলতার কোন সংযোগ নেই।
মনোনয়নের বিষয়টি সম্পূর্ণ ব্লগারদের নিজেদের। আমরা কেবল এই সুযোগ প্রদানকারী এবং প্রচার সহযোগী। প্রতিযোগিতাটির সাথে শুরু থেকে শেষ পর্যন্ত সংশ্লিষ্ট ব্যাক্তিবর্গ তাঁদের নিজ দায়িত্বেই বাংলা ব্লগগুলোতে চোখ রাখেন এবং বিষয় ভিত্তিক যোগ্য ব্লগ/ব্লগার নির্বাচন করেন। এই পোস্টের মাধ্যমে যেমন ব্লগারদের কাছে বিষয়টির প্রচারের সুযোগ রয়েছে তেমনি ব্লগারদের পছন্দ/মনোনয়ন, আলোচনা, বিতর্ক ইত্যাদি বিষয়গুলো লক্ষ্য রেখে চলেন সংশ্লিষ্ট ব্যাক্তিবর্গ।
আশা করি বাংলা ব্লগারদের অংশগ্রহণে, যৌক্তিক আলোচনায় এবং বিবেচনায় উঠে আসবে বিষয়ভিত্তিক অনেক ব্লগই।
ধন্যবাদ।
১৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:২৪
আরণ্যক রাখাল বলেছেন: একটা ব্যাপার লক্ষ্য করেছি, কোনোদিন কোন পুরষ্কার আমার চেনা কেউ পায়নি!
সেটা বাংলা একাডেমী থেকে শুরু করে ডয়েচ ভেল পর্যন্ত। দেখা যাবে এমন কেউ পেয়ে বসে আছে, যার নাম কোনদিন শুনিইনি!
১৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:১৩
মোস্তফা কামাল পলাশ বলেছেন:
পোষ্ট পড়ে জানতে পারলাম যে চলতি বছর চারটি ক্যাটেগরিতে ‘জুরি পুরস্কার’ দেয়া হবে৷
১) ‘সোশ্যাল চেইঞ্জ’ বা ‘সামাজিক পরিবর্তন,’
২) ‘টেক ফর গুড’ বা ‘প্রগতির জন্য প্রযুক্তি,’
৩) ‘আর্টস অ্যান্ড কালচার’ বা ‘শিল্প এবং সংস্কৃতি’ এবং
৪) ‘সিটিজেন জার্নালিজম’ বা ‘নাগরিক সাংবাদিকতা’
যেহেতু ৪ টি ক্যাটাগরিতে পুরষ্কার দেওয়া হবে তাই প্রতিটি ক্যাটেগরিতে একজন করে ব্লগার এর নাম মননোতি করা যেতে পারে সামু ব্লগ থেকে। আমরা ব্লগাররা প্রত্যেকে ৪ জন করে ব্লগারের নাম প্রস্তাব করতে পারি প্রত্যেক ক্যাটেগরি হতে একজন করে। সামু ব্লগ কর্তৃপক্ষ একটা ফিচার যোগ করতে পারে সাময়িক ভাবে। যেমন করে কোন ব্লগার কোন ব্লগ পোষ্ট বা অন্য কোন ব্লগ সম্বন্ধে রিপোর্ট করে ঠিক তেমনি হতে পারে ফিচারটি।
কোন ব্লগারের নাম নির্দিষ্ট ক্যাটেগরিতে প্রস্তাব করলে ঐ প্রস্তাবের সপক্ষে প্রস্তাবিত ব্লগারের ৩ টি ব্লগ পোষ্ট যোগ করতে হবে ও অনধিক ৫ থেকে ১০ টি বাক্যের মধ্যে উক্ত ব্লগারকে মননিত করার কারণ ব্যাখ্যা করতে হবে। ব্লগে যেহেতু অনেকেই একের অধিক নিক ব্যবহার করে থাকে তাই এক আইপি এড্রেস থেকে ৪ টি ক্যাটাগরিতে স্বচ্ছ ৪ জন ব্লগারের নাম প্রস্তাব করার সুযোগ রাখা যেতে পারে।
চুড়ান্ত ভাবে মনোনীত ৪ জন ব্লগারের প্রত্যেকের সেরা ৩ টি ব্লগের লিংক ও তাদেরকে নির্বাচিত করার সপক্ষে ৩-৫ টি যুক্তি উল্লেখ পূর্বক একটি নোটিশ বোর্ড পোষ্ট ঝুলানো যেতে পারে। তাতে করে সকলে জানতে পারবে কেন তাদেরকে নিজ নিজ ক্যাটেগরিতে মনোনীত করা হয়েছে।
যোগ্য ব্লগার নির্বাচনের উপরে বর্ণিত প্রক্রিয়া একটু শ্রম সাপেক্ষ কিন্তু অনেক স্বচ্ছ বলে মনে করি। আমার ব্যক্তিগত মতামত হলো উপরোক্ত পদ্ধতি অনুসরণ করে প্রতিটি ক্যাটাগরিতে সামু ব্লগের যোগ্যতম ব্লগারটিকে আমরা মনোনীত করতে পারি। চুড়ান্ত ভাবে সামু ব্লগের কোন ব্লগার নির্বাচিত হতে পারলেও এতে করে আমরা প্রতিটি ক্যাটেগরির ব্লগারদের উৎসাহিত করতে পারবো। সেই সাথে ব্লগারদের মধ্যে মিথস্ক্রিয়া সৃষ্টি করতে পারবো। এতে করে যোগ্য ব্লগার নির্বাচনে অনেক বেশি স্বচ্ছতা আসবে। ব্লগারদের মধ্যে মান-অভিমানের উদ্রেক কমে আসবে।
শুভ ব্লগিং
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫২
নোটিশবোর্ড বলেছেন: মনোনয়নের বিষয়টি সম্পূর্ণ ব্লগারদের নিজেদের। আমরা কেবল এই আয়োজনে ব্লগারদের অংশ গ্রহণের সুযোগ প্রদানকারী এবং প্রচার সহযোগী। প্রতিযোগিতাটির সাথে শুরু থেকে শেষ পর্যন্ত সংশ্লিষ্ট ব্যাক্তিবর্গ তাঁদের নিজ দায়িত্বেই বাংলা ব্লগগুলোতে চোখ রাখেন এবং বিষয় ভিত্তিক যোগ্য ব্লগ/ব্লগার নির্বাচন করেন। এই পোস্টের মাধ্যমে যেমন ব্লগারদের কাছে বিষয়টির প্রচারের সুযোগ রয়েছে তেমনি ব্লগারদের পছন্দ/মনোনয়ন, আলোচনা, বিতর্ক ইত্যাদি বিষয়গুলো লক্ষ্য রেখে চলেন সংশ্লিষ্ট ব্যাক্তিবর্গ।
আশা করি আপনাদের সকলের অংশগ্রহণে, আলোচনায় এবং বিবেচনায় উঠে আসবে বিষয়ভিত্তিক অনেক ব্লগই। সংগে থাকুন।
ধন্যবাদ।
১৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:১৯
গেম চেঞ্জার বলেছেন: মোস্তফা কামাল পলাশ ভাইয়ের সাথে সহমত। আমি সামাজিক পরিবর্তন বিভাগে মানবী আপুকে মনোনয়ন দিয়ে এসেছি। দেখা যাক, বাকি কাকে কাকে দেয়া যায়।
১৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৭
কান্ডারি অথর্ব বলেছেন:
মিডিয়া পার্টনার হিসেবে থাকতে পারায় সামহোয়্যার ইন ব্লগ এবং ব্লগারদের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন।
অনেকেই আছেন যারা এই সন্মাননা পাওয়ার জন্য বিশেষভাবে যোগ্য। তবে আপাতত তিনজনের নাম প্রস্তাব করছি।
-< সৈয়দ সাইফুল আলম শোভন
-< এক নিরুদ্দেশ পথিক
-< মোস্তফা কামাল পলাশ
ধন্যবাদ। শুভ ব্লগিং।
১৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০৫
ওয়াসিম ফারুক হ্যাভেন বলেছেন: আমার মনে হয় এখনে ও হয়তো একটা সিন্ডিকেট / গ্রুপিং কাজ করে বা করছে । আর এই সিন্ডিকেটের মধ্যমে কিছু ব্লগার চাচ্ছে এই পুরুস্কার টি হাসিল করতে । যারা সত্যিকার অর্থে ই কাজ করে আসছে তারাই নির্বাচিত হবে । আমরা চাই নিরপেক্ষ ভাবেই নির্বাচক কমিটি কাজ করবে ।
২০| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৭
শাহাদাত হোসেন বলেছেন: আশাকরি ব্লগের যোগ্য ব্লগার মনোনয়ন পাবে ।
২১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:০৭
রোকসানা লেইস বলেছেন: একটি পুরস্কার পাওয়া অনেক কিছু। সে পুরস্কার যে পাবে; অন্য সব পরিচয়ের উর্ধে সত্যিকার লেখার যোগ্যতার জন্যই যেন পায় ।
শুভকামনা সকল লেখকের জন্য।
২২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৩৬
শুভ্র বিকেল বলেছেন: সামু আছে জেনে ভাল লাগছে। করি যোগ্য ব্লগার মনোনয়ন পাবে। ধন্যবাদ সামুকে।
২৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৩
কল্লোল পথিক বলেছেন: দ্য বব্স-এ মিডিয়া পার্টনার হিসেবে থাকছে সামহয়্যার ইন ব্লগ এর চেয়ে ভাল খবর আর কি হতে পারে।
আশা করি এই ব্লগের প্রিয় কোন মুখ দেখবো ।
২৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১৭
অলিম্পিয়া বলেছেন: ভালো পোস্ট
২৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪০
দিশেহারা রাজপুত্র বলেছেন: মোস্তফা কামাল পলাশ ভাইয়ার সাথে একমত।
২৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২৩
বিজন রয় বলেছেন: ভাল খবর।
২৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৬:২৯
পথে-ঘাটে বলেছেন: ব্লগে নতুন হওয়ায় সব ব্লগারের লেখার সাথে এখনো পরিচিত হতে পারি নাই। কি আর করা অগ্রজরা যেদিকে যাবে আমার পথ সেটাই।
২৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৫
সৈয়দ আজিজুল ইসলাম বলেছেন: ধন্যবাদ
২৯| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১৩
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
বিদ্রোহী ভৃগু, মানবী, অগ্নি সারথি... খুঁজতে শুরু করলাম
৩০| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:০১
এক নিরুদ্দেশ পথিক বলেছেন: একটু ভিন্ন ভাবে মনোনয়ন নির্বাচন করা যায়। ( আসলে একটু ডিফ্রেন্ট পারস্পেক্টিভে ভাবাই আমার ঝোঁক! )
একটা অনলাইন ব্লগ পোল এরেঞ্জ করা যায়, যা আমাদের সামু প্ল্যাটফর্মের টপ ভিউতে একটা সাব-এপ হিসেবে আসবে, যেখান থেকে ড্রপ ডাউন মেনুর মাধ্যমে চারটি ক্যাটাগরিতে (সামাজিক পরিবর্তন,প্রগতির জন্য প্রযুক্তি,আর্টস অ্যান্ড কালচার এবং সিটিজেন জার্নালিজম ) ব্লগারগন নিজ নিজ পছন্দের ব্লগারকে অতি সহজেই নির্বাচিত করতে পারবেন।
মডারেটরদের একটু অতি সামান্য কাজ বাড়বে। অনলাইন পোল খুবই সহজ ব্যাপার আইটি এক্সপার্ট দের জন্য।
(এই বছর না করা গেলে পরবর্তি বছর থেকে করার বিবেচনা করবেন, আশা রাখি!)
খুব ভালো উদ্যোগ, বিশেষ করে নতুন ব্লগারদের জন্য।
সবাইকে শুভেচ্ছা।
৩১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৩:০০
এক নিরুদ্দেশ পথিক বলেছেন: আগের মন্তব্য এক্সপাঞ্জ করুন প্লিজ, মাননীয় স্পীকার!
একটু ভিন্ন ভাবে মনোনয়ন নির্বাচন করা যায়।
একটা অনলাইন ব্লগ পোল এরেঞ্জ করা যায়, যা আমাদের সামু প্ল্যাটফর্মের টপ ভিউতে একটা সাব-এপ হিসেবে আসবে, যেখান থেকে ড্রপ ডাউন মেনুর মাধ্যমে চারটি বা বেশি ক্যাটাগরিতে (সামাজিক পরিবর্তন,প্রগতির জন্য প্রযুক্তি,আর্টস অ্যান্ড কালচার এবং সিটিজেন জার্নালিজম ) ব্লগারগন নিজ নিজ পছন্দের ব্লগারকে অতি সহজেই নির্বাচিত করতে পারবেন।
এতে করে সামুর নিজস্ব একটা মনোনয়ন তালিকা আসবে, (এই তালিকা সামুও ব্লগারদের উৎসাহ দিতে ব্যবহার করতে পারবে)। তারপর সকল সহ ব্লগারদের এই লিস্ট ধরেই ববস সাইটে সাজেশন করতে বলা হবে দৃষ্টি আকর্শন নোটিশের মাধ্যমে!
মডারেটরদের একটু অতি সামান্য কাজ বাড়বে। অনলাইন পোল খুবই সহজ ব্যাপার আইটি এক্সপার্ট দের জন্য।
(এই বছর না করা গেলে পরবর্তি বছর থেকে করার বিবেচনা করবেন, আশা রাখি!)
খুব ভালো উদ্যোগ, বিশেষ করে নতুন ব্লগারদের জন্য।
সবাইকে শুভেচ্ছা।
৩২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৪:৩২
আমি মিন্টু বলেছেন: আশা করি নিরপেক্ষ ভাবেই নির্বাচক কমিটি কাজ করবে ।
৩৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩০
মিশু মিলন বলেছেন: শুধু নাম দেখে নয়, ক্যাটাগরি পোস্ট দেখেই মনোনয়ন দেওয়া উচিত।
সিন্ডিকেটের ফল ভাল হয় না।
শুভকামনা......
৩৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩৪
ধ্রুব নয়ন চৌধুরী বলেছেন: বিগত ৭ বছর যাবত দ্য বব্স-এ মিডিয়া পার্টনার হিসেবে থাকছে সামহয়্যার ইন ব্লগ - ভাল খবর জেনে ভাল লাগাল। কত শব্দের মধ্য লিখতে হবে? বিস্তারিত জানালে আরও সুবিধে হত। ধন্যবাদ।
৩৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:১৮
তানজির খান বলেছেন: আমাদের এই ব্লগ সাত বছর ধরে সাথে আছে শুনে ভাল লাগলো।
৩৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৫
অগ্নি সারথি বলেছেন: আশা করি সামু-র কাউকেই দেখতে পাব। অগ্রিম শুভকামনা রইল।
৩৭| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৬
নীলসাধু বলেছেন: আমার একটি মন্তব্যের উত্তরে নোটিশ বোর্ড জানিয়েছে
কেবল ধারণা প্রসূত মন্তব্য কখনই মঙ্গলজনক হতে পারে না এবং কোন কল্যাণও বয়ে আনেনা। উক্ত মন্তব্যের সাথে সামহোয়্যার ইন এর অবস্থান, উদ্দেশ্য, নীতিমালা এবং জাতিয় ও আন্তর্জাতিক পর্যায়ে ব্লগ এবং ব্লগারের শক্তি, গ্রহণযোগ্যতা, মর্যাদা সম্পর্কে পেশাদার দায়িত্বশীলতার কোন সংযোগ নেই।
এর উত্তর দিলাম না। কারণ আমি নিশ্চিত নই নোটিশ বোর্ড আইডিটি কে অপারেট করে।
তবে আমি মনে করিনা আপনি জাতিয় ও আন্তর্জাতিক পর্যায়ে ব্লগ এবং ব্লগারের শক্তি, গ্রহণযোগ্যতা, মর্যাদা সম্পর্কে আমার চেয়ে অনেক বেশি জ্ঞান রাখেন। যদি রাখেন তবে আসেন এই পোষ্টেই তর্ক করি দুজন।
দেখি কার কেমন জ্ঞান। অন্যরাও দেখুক
ভালো থাকুন।
৩৮| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২৫
অর্ধ চন্দ্র বলেছেন: ধন্যবাদ ,
৩৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৪
মো: নিজাম গাজী বলেছেন: আলহামদুলিল্লাহ । জেনে খুঁশি হলাম যে আমাদের সামহোয়্যারইন ব্লগ এর সাথে জড়িত । আশা করি আমাদের এই ব্লগ থেকে কেউনা কেউ পুরুষ্কার পেয়ে যাবেন ইনশাআল্লাহ । দয়া করে আপনারা আমাকে একটা সাহায্য করবেন? আমি Actually বুঝতে পারি নাই যে ঐ ওয়েবসাইটে কিভাবে লেখা বা লেখার লিঙ্ক জমা দিতে হবে । দয়া করে কেউ যদি আমাকে একটু বিষয়টা সহজভাবে বুঝিয়ে বলতেন,তাহলে আমি তার প্রতি কৃতজ্ঞ থাকতাম । ধন্যবাদ । জয় হোক সামুর,জয় হোক সবার ।
৪০| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৫৪
*কুনোব্যাঙ* বলেছেন: @আমিনুর রহমান ভাই,
একজন সুপ্রিয় ব্লগার মাফরত অদ্যই জানতে পারলাম আপনি আমার নাম প্রস্তাব করেছেন। এজন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আপনি জানেন *কুনোব্যাঙ* একটি বাক স্বাধীনতা অথবা ফ্রিডম অফ স্পিচে বিশ্বাসী একটি নিক। ডয়েস ভেলে পত্রিকা মারফত কিছুদিন পূর্বে অবহিত হতে পারলাম যে, জার্মান সরকার হিটলার পন্থী বা নাৎসি পন্থী কোন এক ধরনের পন্থী অনলাইন এক্টিভিস্টদের গ্রেফতার করেছে বা করছে।
জার্মান সরকার যতদিন মানুষের মুক্ত মত প্রকাশের বাঁধা প্রদান করে অনলাইন এক্টিভিস্টদের উপর গ্রেফতার দমন পীড়ন ইত্যাদি চালাবে ততদি জার্মান সরকারের অর্থানুকুল্যে চালিত কোন ধরনের এওয়ার্ড নেয়া বা মনোনয়ন নেয়া *কুনোব্যাঙ*-এর বাক স্বাধীনতা রক্ষা আন্দোলনের নীতি বিরুদ্ধ।
অতএব, সকলের প্রতি পূর্ণ সম্মান রেখেই *কুনোব্যাঙ*-এর নাম প্রস্তাবনা থেকে প্রত্যাহারের অনুরোধ জানাই।
৪১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:৪৪
আহসানের ব্লগ বলেছেন: কাকে প্রিয় বলে ধারণ করবো ! আমিও তো ব্লগার নাকি ?
৪২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১৩
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
@আরজু পনি
@কামরুন নাহার বীথি
@আমিনুর রহমান
@প্রামানিক ভাই....
সকলকে অনেক কৃতজ্ঞতা।
আশা করছি প্রতিভাবান অনলাইন লেখকেরাই মনোনয়ন পাবেন।
ব্যক্তিগত নানাবিধ সমস্যার কারণে বেশি আড্ডাইতে পারছি না।
নিজগুণে ক্ষমা করবেন
৪৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:১১
আবু শাকিল বলেছেন: আলোচনায় নিয়মিত নতুন/পুরনো ব্লগার অনেকেই নাই।
বোঝলাম না।আগ্রহ কম কেন??
যাদের নাম প্রস্তাবিত হয়েছে তারাও আলোচনায় নাই।
ভোট দিমু ক্যারে
৪৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৫১
mp3rk বলেছেন: new song free download http://www.mp3rk.com
৪৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:১৫
আহমেদ জী এস বলেছেন: নোটিসবোর্ড,
দেরীতে দেখলুম । সুন্দর একটি প্রচেষ্টা । ব্লগারদের অনুপ্রানিত করবে নিঃসন্দেহে ।
ইন্টারনেট ব্যবহারকারীরা তাদের পছন্দের ব্লগারকে ............................মনোনয়ন দিতে পারবেন এই লাইনটিতে সামান্য আপত্তি তুলে বলতে চাই ".......... যোগ্য ব্লগারকে .." মনোনয়ন দিতে পারবেন । কারন "পছন্দ" শব্দটিতে মনে হয় কিছু ফাঁক থেকে যায় ।
ঝট করে যা মনে হলো তাতে ‘শিল্প এবং সংস্কৃতি’র সংস্কৃতি পর্বে ব্লগার "জুন" ই বেশী যোগ্য । তাঁর পেষ্টের বেশীর ভাগই ভ্রমন সংক্রান্ত, যেখানে প্রতিটি পোষ্টে দেশ বিদেশের সংস্কৃতিকে তিনি ফুঁটিয়ে তুলে ধরেন অক্লান্ত প্রচেষ্টায় ।
আর "সামাজিক পরিবর্তন" পর্বে যার অবদান বেশী অর্থাৎ সমাজ কল্যান বিষয়ে যিনি সম্ভবত বেশী পোষ্ট দিয়ে থাকেন তিনি ব্লগার " আরজুপনি" ।
নিজস্ব পছন্দ থেকে নয় কেবল যোগ্যতার বিচারে এই দুজন ---
জুন
আরজুপনির
কথা বললুম । বাকী বিষয়ে যোগ্যদের কথা বলতে একটু সময় লাগবে কারন এবিষয়ে একদম ভাবিই নি কোনদিন ।
৪৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৩৭
আহমেদ জী এস বলেছেন: নোটিসবোর্ড,
কেবল মাত্র বিশেষ বিষয় ভিত্তিক লেখার জন্যে মনে হয় কোনও ব্লগারকেই কৃতিত্ব দেয়া যায়না । একজন ব্লগার আসলেই গল্প, কবিতা থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে লিখে থাকেন । তার কয়েক ডজন পোষ্টের ভেতর হয়তো কোনও একটি বিষয়ের উপরে একাধিক পোষ্ট থাকে এই যা । ওটুকুই তাঁর কৃতিত্ব । এমন অবস্থায় ব্লগারদের ভেতর থেকে নির্দিষ্ট বিষয়ের জন্যে কাউকে মনোনীত করা আসলেই কষ্টসাধ্য । তবু্ও উল্লেখিত ৪টি বিষয়ের উপর যাদের লেখা বেশী বা যারা বিষয়টি সম্পর্কে বেশী নিবেদিতপ্রান তাঁদেরকে সাজিয়েছি আমার মতো করে : -
সামাজিক পরিবর্তন - " আরজুপনি" , “মানবী,” , “বিদ্রোহী ভৃগু”
প্রগতির জন্য প্রযুক্তি - “টেক সমাধান”
শিল্প এবং সংস্কৃতি - “জুন”
নাগরিক সাংবাদিকতা - “মোস্তফা কামাল পলাশ” , “অগ্নি সারথি”
৪৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:১৯
অর্ণব হাসান বলেছেন: খারাপ না
৪৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:২২
আরজু পনি বলেছেন:
@প্রিয় জী এস সাহেব...এই যে মূল্যায়ন করলেন...এই বিবেচনা, ভালোবাসাটুকই "আরজুপনি"-র ব্লগিং এর অনুপ্রেরণা ।
৪৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪১
তাহ্ফীর সাকিন বলেছেন: প্রিয় মুখরা বড় কিছু অর্জন করুক সেটাই শুভকামনা...
৫০| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৯
হাবিবুর রহমান জুয়েল বলেছেন: জেনে ভালো লাগলো যে দ্য বব্স-এ মিডিয়া পার্টনার হিসেবে সামহয়্যার ইন ব্লগ -এর নাম রয়েছে।
৫১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪৩
তানভীর ৭২১৮ বলেছেন: আমাকে প্রাইজ দিন
৫২| ০২ রা মার্চ, ২০১৬ দুপুর ১:০০
জাহিদ সারওয়ার সুমন বলেছেন: প্লিজ আপনাদের ইমেল লিংটা দিন।আর আমার আইডি নেইম পাল্টাব কি করে।
©somewhere in net ltd.
১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: চলতি বছর দ্য বব্স-এ মিডিয়া পার্টনার হিসেবে থাকছে সামহয়্যার ইন ব্লগ - ভাল খবরে ভাললাগা
++++++