নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নোটিশবোর্ড

নোটিশবোর্ড

নোটিশবোর্ড

নোটিশবোর্ড

নোটিশবোর্ড › বিস্তারিত পোস্টঃ

অভিনন্দন টাইগার্সঃ এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ।

০৩ রা মার্চ, ২০১৬ রাত ১২:১৬



প্রিয় ব্লগারবৃন্দ, আপনাদের নিশ্চয় মনে আছে ২০১২ সালের এশিয়া কাপের সেই ফাইনাল ম্যাচের কথা। পাকিস্তানের বিপক্ষে সেই দুই রানের পরাজয়, সাকিব- মুশফিকদের অশ্রু সজল আলিঙ্গন আর কোটি মানুষের হাহাকারে বিভীষিকাময় সেই রাত্রির কথা? আজকে বাংলাদেশ সেই পাকিস্তানকে স্বাধীনতার মাস মার্চে, এশিয়া কাপেই হারিয়ে ফাইনালে উঠল। আনন্দ কি লিখে প্রকাশ করা যায়? বোধকরি যায় না, সৃষ্টিকর্তা আমাদেরকে সেই ক্ষমতা দেন নি। তবে হয়ত আজকের দিনের কথা ভেবে তিনি সেদিন মিটিমিটি হাসছিলেন। টি-টুয়ান্টি ক্রিকেটে বাংলাদেশের সক্ষমতা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছিলেন। টাইগাররা নিজেরাও নিজেদের সামর্থ্য প্রমাণে বেশ কয়েকবার ব্যর্থ হয়েছিলো, কিন্তু এই এশিয়াকাপে তারা নিজেদের সামর্থ্য খুব দারুন ভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে। পাকিস্তানের বিপক্ষে এই বিজয়ের মাধ্যমেই অর্জিত হলো বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম এক মাইল ফলক। এবার পালা ভারতের।



এই ঐতিহাসিক জয়ের জন্য টাইগারদেরকে সামহোয়্যারইন ব্লগের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি বাংলাদেশ ক্রিকেট দল আগামীতেও বিজয়ের এ ধারাবাহিকতা অব্যাহত রাখবে।

ছবি কৃতজ্ঞতাঃ ইএসপিএন



মন্তব্য ৮৪ টি রেটিং +৪০/-০

মন্তব্য (৮৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা মার্চ, ২০১৬ রাত ১২:৩৩

মহা সমন্বয় বলেছেন: পাকিস্তানকে পিডায়া দেশ ছাড়া করা হইল =p~
https://www.youtube.com/watch?v=iVe48GDxOFk

২| ০৩ রা মার্চ, ২০১৬ রাত ১২:৩৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: কি ম্যাচ ছিলো রে বাবা! পুরোই বুকের উপর দিয়ে গেছে। অস্থির!!

৩| ০৩ রা মার্চ, ২০১৬ রাত ১২:৩৯

জেন রসি বলেছেন: তোরা সব জয়ধ্বনি কর..................

৪| ০৩ রা মার্চ, ২০১৬ রাত ১২:৪০

মোটা ফ্রেমের চশমা বলেছেন: মাশরাফিকে বুকে জড়ায়ে ধরে থাকতে ইচ্ছে করছে কিছুক্ষন।

৫| ০৩ রা মার্চ, ২০১৬ রাত ১২:৪০

পুলহ বলেছেন: এই পোস্টের অপেক্ষাই করতেছিলাম !:#P !:#P !:#P

৬| ০৩ রা মার্চ, ২০১৬ রাত ১২:৪৭

ইমরাজ কবির মুন বলেছেন:
hip hip hurrayyy! !:#P

৭| ০৩ রা মার্চ, ২০১৬ রাত ১২:৪৮

চাঁদগাজী বলেছেন:



ভালো খেলা

৮| ০৩ রা মার্চ, ২০১৬ রাত ১২:৫৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: সেইরাম একটা বিজয় দেয়ায় অভিনন্দন সকল টাইগারকে!!!

ওফ! ১৭ ওভারের দোলাচল ১৮ এ এসে দুরুদুরু বুক..বিট মিস... ১৯ এ স্বপ্নের নদীতে জোয়ার ২০ শুরু না হতেই শেষ ;)
=p~ =p~ =p~ =p~ =p~ =p~

হোয়াট এ ভীক্টরি!!!
চিয়ার্স~~~~~~ টাইগার্স :)

পুরো দেশ কেঁপে উঠল উল্লাসে
জয়ধ্বনিতে আবাল যুবা বৃদ্ধ বণিতা একাকার
বাংলাদেশ বাংলাদেশ,
বাংলাদেশ বাংলাদেশ।।

৯| ০৩ রা মার্চ, ২০১৬ রাত ১২:৫৯

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: অভিনন্দন রইল টাইগারদের জন্য।

১০| ০৩ রা মার্চ, ২০১৬ রাত ১:০৭

মুসাফির নামা বলেছেন: কষ্ট, একটা রিপোর্টও করেছি সামুতে। আরেকটা সুযোগ এল....

১১| ০৩ রা মার্চ, ২০১৬ রাত ১:১৫

কথাকথিকেথিকথন বলেছেন: বাংলাদেশ দলের প্রতি রইলো অনেক অভিনন্দন এবং শুভ কামনা ।

১২| ০৩ রা মার্চ, ২০১৬ রাত ১:১৮

উল্টা দূরবীন বলেছেন: জিতে গেছি। টাইগারদের অভিনন্দন। এবার অপেক্ষা ফাইনালের।

১৩| ০৩ রা মার্চ, ২০১৬ রাত ১:৪৩

মুদ্‌দাকির বলেছেন: মাসরাফির প্রথম চার দুটার মত আনন্দের জিনিস অনেক কম হয়েছে আজ এই পৃথিবী তে।

এইবার ভারত বধ!

১৪| ০৩ রা মার্চ, ২০১৬ রাত ২:১১

হাসান মাহবুব বলেছেন: হুররে! !:#P

১৫| ০৩ রা মার্চ, ২০১৬ রাত ২:১৮

পথে-ঘাটে বলেছেন: জিতে গেছি। টাইগারদের অভিনন্দন। এবার পালা ভারতের।

১৬| ০৩ রা মার্চ, ২০১৬ রাত ২:২১

ফেরদৌসা রুহী বলেছেন: অভিনন্দন টাইগারদের।

১৭| ০৩ রা মার্চ, ২০১৬ রাত ২:২৪

কালনী নদী বলেছেন: এইবার ইন্ডিয়ারে হারালে বাংলাদেশকে আর আটকায় কেডা?

১৮| ০৩ রা মার্চ, ২০১৬ রাত ২:৩২

আসাদুজ্জামান(আসাদ) বলেছেন: আবারো emotional...

১৯| ০৩ রা মার্চ, ২০১৬ রাত ২:৩৪

আসাদুজ্জামান(আসাদ) বলেছেন: আবারো emotional... :(( দেখতে click করুন..এখানে

২০| ০৩ রা মার্চ, ২০১৬ রাত ২:৩৭

রুদ্র জাহেদ বলেছেন: মজাই মজা।শ্বাসরুদ্ধকর ম্যাচ ছিল।অভিনন্দন প্রাণপ্রিয় টাইগার্স

২১| ০৩ রা মার্চ, ২০১৬ রাত ২:৪১

ভ্রমরের ডানা বলেছেন: উপমহাদেশে আরো শত কোটির বুকে হাহাকার ভরে দাও বাঙালী!! প্রতিশোধ চাই ফাইনালে!

২২| ০৩ রা মার্চ, ২০১৬ রাত ২:৪৩

মোঃ ইমরান কবির রুপম বলেছেন: এবার ফাইনালের পালা

২৩| ০৩ রা মার্চ, ২০১৬ রাত ২:৫৩

রুদ্র জাহেদ বলেছেন: এই মাসের সেরা উপহার, পাকিদের হারানো

২৪| ০৩ রা মার্চ, ২০১৬ ভোর ৬:২২

অন্তঃপুরবাসিনী বলেছেন: টাইগারদের অভিনন্দন! !:#P

২৫| ০৩ রা মার্চ, ২০১৬ ভোর ৬:২৮

তার আর পর নেই… বলেছেন: অভিনন্দন টাইগার্স। এমন আনন্দ আরো চাই।

২৬| ০৩ রা মার্চ, ২০১৬ সকাল ৭:০৭

দিয়া আলম বলেছেন: অভিনন্দন বাংলার বাঘদের

২৭| ০৩ রা মার্চ, ২০১৬ সকাল ৭:২৭

পৌষ বলেছেন: শুভকামনা রইল টাইগারদের জন্য। এগিয়ে যাও টাইগার!!!

২৮| ০৩ রা মার্চ, ২০১৬ সকাল ৭:৩০

ব্লগার আকাশ বলেছেন: ইনশাল্লাহ ভারতকেও বাঁশ দেবো....

২৯| ০৩ রা মার্চ, ২০১৬ সকাল ৭:৩১

সোহানী বলেছেন: অসাধারন....................

৩০| ০৩ রা মার্চ, ২০১৬ সকাল ৭:৫৮

বিজন রয় বলেছেন: আমরা যখন জিততে শিখেছি তখন কেউ আমাদের দাবায়া রাখতে পারবা না।

মনে পড়ে ১৯৭১ এর ৭ মার্চ বঙ্গবন্ধুর ভাষনের সেই বিখ্যাত লাইনটি....... "আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের দাবায়া রাখতে পারবা না।"

এবার জিতবই।

৩১| ০৩ রা মার্চ, ২০১৬ সকাল ৮:১৫

নুরএমডিচৌধূরী বলেছেন: কি ম্যাচ ছিলো রে বাবা! পুরোই বুকের উপর দিয়ে গেছে। অস্থির!! অসাধারন....................জয়

৩২| ০৩ রা মার্চ, ২০১৬ সকাল ৮:৩১

অগ্নি কল্লোল বলেছেন: বুকের উপর দিয়ে অনেক ধকল গেছে। এখন অনেকটা ফুরফুরা।। ফাইনালে জিততে চাই।

৩৩| ০৩ রা মার্চ, ২০১৬ সকাল ৮:৪৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
এই ঐতিহাসিক জয়ের জন্য টাইগারদেরকে সামহোয়্যারইন ব্লগের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি বাংলাদেশ ক্রিকেট দল আগামীতেও বিজয়ের এ ধারাবাহিকতা অব্যাহত রাখবে।

অভিনন্দন টাইগার্সঃ এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ।

৩৪| ০৩ রা মার্চ, ২০১৬ সকাল ৮:৫১

শামছুল ইসলাম বলেছেন: অভিনন্দন টাইগার্স।

কোন যেন মনে হচ্ছিল আজ টাইগারদের দিন। তাই তেমন একটা টেনশন অনুভব করিনি। ব্যাটিং অর্ডারে একটু আগে নেমে মাশরাফি রানরেটের রশিটা একটু হালকা করে দিল-তার পর শুধুই জয়ের বন্দরে নোঙর করার অপেক্ষা।

অভিনন্দন সাহসী অধিনায়ক মাশরাফিকে, অভিনন্দন সৌম্য সরকারকে - অভিনন্দন সকল খেলোয়াড়কে।

রোববারের কথা বলে টাইগারদের টেনশন বাড়াতে চাই না, একটা স্বাভাবিক খেলা খেলতে পারলে টাইগারদের কেউ আটকাতে পারবে না।

আগামী দিন গুলো ভরে উঠুক টাইগারদের সাফল্য গাঁথায়।

৩৫| ০৩ রা মার্চ, ২০১৬ সকাল ৮:৫২

শাহাদাত হোসেন বলেছেন: এবার কাপ জিতার আনন্দে ভাসতে চাই

৩৬| ০৩ রা মার্চ, ২০১৬ সকাল ৮:৫৫

শুপ্ত বলেছেন: কোথায় এখন রমিজ গাজা সাহেব।

৩৭| ০৩ রা মার্চ, ২০১৬ সকাল ৯:১২

আব্দুল্লাহ তুহিন বলেছেন: জয় হবেই,

৩৮| ০৩ রা মার্চ, ২০১৬ সকাল ৯:১৪

তাসলিমা আক্তার বলেছেন: এই আনন্দগুলোর অনুভুতি একেবারেই আলাদা। আমরা কস্ট বুঝাতে একটা বাক্য ব্যাবহার করি, “পেট পুড়ে”। সৌম্য যখন আউট হয়ে গেলো তখন আক্ষরিক অর্থেই বুজতে পারছিলাম এর মানে। ছয় বলে তিন রান লাগবে। আমি বসে থাকতে পারছিলাম না, অস্থির পায়চারি। চারের মারের পর কোত্থেকে যে চোখে পানি এসে গেলো! বিজয়ের মাসে পাকিস্থানের বিরুদ্ধে আরেক বিজয়। অনেক অনেক অনেক অভিনন্দন।

৩৯| ০৩ রা মার্চ, ২০১৬ সকাল ৯:২১

আরজু নাসরিন পনি বলেছেন:
ব্যানারটা দেখে খুব আফসোস হচ্ছিল যে, ব্যানারে কেন লাইক দেয়া যায় না ...

পোস্টটা দেখে খুব ভালো লাগলো।
অনেক ধন্যবাদ ।

৪০| ০৩ রা মার্চ, ২০১৬ সকাল ৯:৪৫

সাদা মনের মানুষ বলেছেন: এবার চ্যাম্পিয়ন হওয়ার অপেক্ষায়................

৪১| ০৩ রা মার্চ, ২০১৬ সকাল ৯:৫৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: টাইগারদের অভিনন্দন।

৪২| ০৩ রা মার্চ, ২০১৬ সকাল ১০:০৪

প্রতিবাদী ডাঃ আবদু সালাম বলেছেন: পকিদের হারিয়ে দে তোরা
হারিয়ে দে এটাই ছিলো কামনা,
কামনা পূর্ণ করে
মনে বয়ে দিয়েছ আনন্দের বন্যা।

আনন্দের ভাষা যদি
পারিতাম করিতে প্রকাশ,
হাসিতো বনের পাখি
হাসিতো পানিতে ভাসা হাঁস।

হারিয়েছি আনন্দের উত্তাল স্রোতে
ভাষা প্রকাশের ভঙ্গিমা!
বাংলাদেশকে ভালোবাসি, ভালোবাসি
বাংলাদেশ ক্রিকেট ভালোবাসি লাল সবুজ জামা।



৪৩| ০৩ রা মার্চ, ২০১৬ সকাল ১০:২৯

জামিল০৯ বলেছেন:

৪৪| ০৩ রা মার্চ, ২০১৬ সকাল ১০:৩৫

মোস্তফা কামাল পলাশ বলেছেন:

টুইটারে এক পাকিস্তানি রমিজ রাজারে কি টুইট করেছে দেইখা লন =p~

৪৫| ০৩ রা মার্চ, ২০১৬ সকাল ১০:৩৫

কল্লোল পথিক বলেছেন: এগিয়ে যাও আমার বাংলা।

৪৬| ০৩ রা মার্চ, ২০১৬ সকাল ১১:০৮

বর্ণহীণ বলেছেন: এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ।
অভিনন্দন টাইগার্স।

৪৭| ০৩ রা মার্চ, ২০১৬ সকাল ১১:২৯

কাবিল বলেছেন: অভিনন্দন রইল টাইগারদের জন্য।

৪৮| ০৩ রা মার্চ, ২০১৬ সকাল ১১:৪২

অপর্ণা মম্ময় বলেছেন: আমাদের বিজয়ের ধারা অব্যাহত থাকুক ফাইনালেও। অনেক চমৎকার একটা উপহার আমরা টাইগার্সদের কাছ থেকে পেলাম।
আর পোস্টের জন্য শুভেচ্ছা।

৪৯| ০৩ রা মার্চ, ২০১৬ সকাল ১১:৪৬

মোহাম্মদ রাহীম উদ্দিন বলেছেন: ‘‘সাবাশ বাংলাদেশ, এ পৃথিবী অবাক তাকিয়ে রয় জ্বলে পুড়ে মরে ছারখার, তবু মাথা নোয়াবার নয়...!”

৫০| ০৩ রা মার্চ, ২০১৬ দুপুর ১২:১৩

দিশেহারা রাজপুত্র বলেছেন:
এই জয়ের স্বাদই ভিন্ন। :)

৫১| ০৩ রা মার্চ, ২০১৬ দুপুর ১২:১৭

আবু শাকিল বলেছেন: দারুন এক জয়।
অভিনন্দন বাংলাদেশ টাইগার্স।
জয়ের আনন্দ সবার সাথে ভাগ করে নিতে পারছি।
ধন্যবাদ সামু কতৃপক্ষ।
জয় অব্যাহত থাকুক।

৫২| ০৩ রা মার্চ, ২০১৬ দুপুর ১২:৪৬

এক নিরুদ্দেশ পথিক বলেছেন: বাংলাদেশ বিশ্ব ক্রিকেটে সমীহ জাগানিয়া দল।
এশিয়া কাপ আমাদেরই হয়ে যাবে এবার ইনশাল্লাহ!

৫৩| ০৩ রা মার্চ, ২০১৬ দুপুর ১:৫৬

কাজী মেহেদী হাসান। বলেছেন: প্রতিশোধ। এ এক চরম আনন্দের প্রতিশোধ

৫৪| ০৩ রা মার্চ, ২০১৬ দুপুর ২:০৮

ধমনী বলেছেন: অভিনন্দন। ফাইনালে জয়ের অপেক্ষায়....

৫৫| ০৩ রা মার্চ, ২০১৬ দুপুর ২:২১

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ এই পোস্টটার জন্য। ব্যাঘ্রশাবকদের আন্তরিক অভিনন্দন!
মাশরাফির প্রথম চারের মারটা দেখেই আশা জেগেছিলো। পরেরটার পরে আর কোন সন্দেহ থাকেনি।
সর্বোত্তম বিনোদন! অনেক পাঠকের মন্তব্যই ভালো লাগলো।

৫৬| ০৩ রা মার্চ, ২০১৬ দুপুর ২:২৭

ব্লগার আয়নাল ভাই ইতি বলেছেন: বাংলার টাইগাদের জানাই অভিনন্দন

৫৭| ০৩ রা মার্চ, ২০১৬ দুপুর ২:৫৬

সালাহউদ্দীন আহমদ বলেছেন:
টাইগারগণ! তোমাদের সামনে অগ্নি-পরীক্ষা!

প্রতিপক্ষ প্রবল পরাক্রান্ত। তার ঝুলিতে রয়েছে অগণিত জয়ের অভিজ্ঞতা। কিন্তু তোমরাও কোন অংশেই কম নও। সাথে থাকলো সারাদেশের ভালবাসা।

কোথায় যেন লেখা দেখেছিলাম - "জেতার আগেই আনন্দ কর না, হারার আগেই হেরে বোস না"।

এর বেশী আমার আর বলার নেই। তবে সারাদেশ জাতির মত আমিও, "আজ জিতবো" এই অনুভূতি নিয়েই ফাইনাল খেলা দেখবো।

৫৮| ০৩ রা মার্চ, ২০১৬ বিকাল ৩:১৬

ফয়সাল রকি বলেছেন: এশিয়ার শ্রেষ্ঠত্ব প্রমােণ এখন সামনে শুধুই একটা ম্যাচ বাকী।

৫৯| ০৩ রা মার্চ, ২০১৬ বিকাল ৫:৩৬

সাধারন বাঙালী বলেছেন: রাজাকারকে হারিয়েছি এবার হাইজাকারদের পালা। সাবাস বাংলা দেশ এগিয়ে যাও আমার বাংলা।

৬০| ০৩ রা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৪১

মোঃ আবু হেনা সাজ্জাদ বলেছেন: একটা কাপ বদলে যাওয়া বাংলাদেশ , চ্যাম্পিয়ন বাংলাদেশ।
চ্যাম্পিয়ন বাংলাদেশ**

৬১| ০৩ রা মার্চ, ২০১৬ রাত ৯:৪৩

মোঃমোজাম হক বলেছেন: সময়োচিত অভিনন্দন জানানোর জন্য সামুকেও ধন্যবাদ :)

৬২| ০৩ রা মার্চ, ২০১৬ রাত ৯:৪৫

তুহিন সরকার বলেছেন: চোখের জলে ভাসিয়ে ছিলাম বুক
এবার ঝরেছে আনন্দ-অশ্রু.
পাকিস্তান বধের পর এবার ভারত বধের পালা
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জন্য শুভকামনা অবিরত........
জয়বাংলা।

৬৩| ০৩ রা মার্চ, ২০১৬ রাত ১১:০০

তিথীডোর বলেছেন: এত্ত সুন্দর খেলা টা দেখতে পারলাম না অফিসে যেতে হয়েছিল বলে!!!!!..ফাইনাল টা উইকএন্ডে পরেছে, মজা করে দেখতে পারব ইনা শা আল্লাহ ! সুূদূর প্রবাসে বসে মাতৃভূমির গৌরব গাথা দেখার মধ্যে যে অদ্ভূত আনন্দ আছে,--আমরা হতভাগা রা সেটা রন্ধ্রে রন্ধ্রে টের পাই!..জয় আসবেই!!!!!

৬৪| ০৩ রা মার্চ, ২০১৬ রাত ১১:৫৪

আমিই মিসির আলী বলেছেন: অসাধারণ লেখা এবং ছবি।
ছবিই কথা বলছে এখানে।

৬৫| ০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১২:১৪

এন.এ.আনসারী বলেছেন: দয়া করে সাহায্য করুন -http://www.somewhereinblog.net/blog/Ansari1/30114277

৬৬| ০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১২:৩৪

তানজির খান বলেছেন: এশিয়া কাপ আমাদেরই হয়ে যাবে এবার ইনশাল্লাহ!

৬৭| ০৪ ঠা মার্চ, ২০১৬ সকাল ৯:৫৪

জুবায়ের হাসান রাব্বী বলেছেন: ইনশাআল্লাহ এবারে আমরাই জিতিব। আবারও প্রমান করব আমরাই সেরা।

৬৮| ০৪ ঠা মার্চ, ২০১৬ সকাল ১১:২২

বর্ণিল হিমু বলেছেন: ফাইনালে শুভ কামনা টাইগারদের জন্য.....!

৬৯| ০৪ ঠা মার্চ, ২০১৬ বিকাল ৩:৩৮

পরিবেশ বন্ধু বলেছেন: িজয়য় নিয়ে ঘরে ফিরবে টাইগাররা

৭০| ০৪ ঠা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৪৭

আশাহত ছেলে বলেছেন: সত্যি, বাংলাদেশের ধামাল ছেলেরা আবারও প্রমাণ করল পাকিস্তান বদ আমাদের কাছে বার বার পরাজিত.............

৭১| ০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১০:০৯

ইফতেখার রাজু বলেছেন: ক্রিকেট খেলুড়ে এ জাতিকে পৃথিবীর অন্যদেশগুলো সমীহ করে। যদিও এ দেশের পরমাণু, ইউরেনিয়াম ও যুদ্ধবাজ সৈনিক নেই। আছে ১১ জনের একটি স্কোয়াড়। যারা সৈনিকদের মত যুদ্ধ করে অন্যের ভূখণ্ড ছিনিয়ে নেয় না। যারা সবুজের মাঠে লড়ে যায় ষোল কোটি মানুষের একটি স্বপ্ন পূরণের নেশায়। তাইতো তাদের জয়ে সব ভেদাভেদ ভুলে গুলশান আর গণভবন থেকে দুই নেত্রী সাধুবাদ জানাতে ভুলে যান না। তাদের জয়ে তার্কিক সাংসদরা পর্যন্ত ক্রিকেটিয় প্রেমে সিক্ত হয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠে, স্পিকারের মুখ থেকে ভেসে আসে শাবাশ টাইগার, শাবাশ বাংলাদেশ। অবিস্মরণীয় এই জয়ে কারো ভালোবাসার কোনো কমতি নেই। অটুট থাকুক, বেঁচে থাকুক এ ভালোবাসা। যাপিত জীবনের চলমান অস্থিরতায় ক্রিকেট এক খণ্ড প্রশান্তি হয়ে ফুটুক সকল বাঙালির হৃদয়ের গহীনে।

৭২| ০৫ ই মার্চ, ২০১৬ রাত ১:২৫

কান্ডারি অথর্ব বলেছেন:



ফাইনালের অপেক্ষায় টাইগার্স !:#P !:#P !:#P


৭৩| ০৫ ই মার্চ, ২০১৬ রাত ২:৩০

সচেতনহ্যাপী বলেছেন: শুভেচ্ছা পুরো টিমকে।। আশা করি বাংলাদেশ ক্রিকেট দল আগামীতেও বিজয়ের এ ধারাবাহিকতা অব্যাহত রাখবে।

৭৪| ০৫ ই মার্চ, ২০১৬ সকাল ৯:০৩

আহলান বলেছেন: অভিনন্দন ... আগামীতেও এভাবেই জয়ের ধারাবাহিকতা বজায়ে থাকবে ইনশাল্লাহ ...

৭৫| ০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:২১

প্রািন্ত বলেছেন: আশা করছি ফাইনালে টাইগারই জিতবে। কোটি বাঙ্গালীর স্বপ্নপূরণে সামর্থ হবে তারা। ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধেও অনেকে ভাবতে পারেনি পাকিস্তানী সেনাদের আমরা হারাতে পারব। তেমনি এখনও যারা ভাবছেন যে, ভারতকে হারানো অসম্ভব, আমরা তাদের ধারণাকে আমরা ভুল প্রমাণ করতে চাই। আগামীকালের ফাইনাল ম্যাচের জন্য অনেক অনেক শুভকামনা রইল টাইগারদের জন্য। জয়তুঃ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।

৭৬| ০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৩৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


অভিনন্দন টাইগারস!!!!!!

চেয়ে আছি ফাইনালের দিকে!

মাশরাফি আমার কাছে একজন ওয়ার্ল্ড ক্লাস ক্যাপটেন!
এবং দেশের সেরা টিম লিডার :)

৭৭| ০৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:১৫

নিরব ঘাতক ফাহিম বলেছেন: মুখিয়ে আছি শিরোপার জন্য।।।।

৭৮| ০৫ ই মার্চ, ২০১৬ রাত ৮:০৩

ব্লগার রিয়াজ বলেছেন: মাইরালা রেন্ডিয়ারে B-) B-)

৭৯| ০৫ ই মার্চ, ২০১৬ রাত ৮:৩০

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: আশা করি বাংলাদেশ যোগ্য দল হিসেবে পারফর্ম করেই এশিয়া কাপ জিতবে !

৮০| ০৫ ই মার্চ, ২০১৬ রাত ১০:৫৫

অশোক বলেছেন: অপেক্ষমান.।.।

৮১| ০৫ ই মার্চ, ২০১৬ রাত ১০:৫৬

এম এইচ নাজমুল বলেছেন: বস যেখানে আছেন সেখানে চিন্তা নেই।

৮২| ১৮ ই মার্চ, ২০১৬ সকাল ৯:২৪

জুলফিকা৩৩ বলেছেন: অভিনন্দন বাংলাদেশ। কিন্তু টি-২০ এর বেদনা ভুলার মত নয়। মন চাইলে আমার ব্লগ http://www.currentnewsblog.com একবার বেড়িয়ে আসতে পারেন।

৮৩| ২৩ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:৩২

মোহাম্মদ রফিকুল ইসলাম জসিম বলেছেন: মডারেশন স্ট্যাটাস
জেনারেল
হিসাবে একজন সাধারন ব্লগার
এখন থেকে আমি অন্য যে কোন প্রকাশিত লেখায় মন্তব্য করতে পারি।তবে আমার লেখা প্রথম পাতার সকল পোস্ট অংশে প্রকাশিত হয় না । আমাকে তবে সম্পাদকের বিবেচনা সাপেক্ষে আপনার লেখা নির্বাচিত পাতায় প্রকাশিত হতে পারে এমন মডারেশন স্ট্যাটাস উল্লেখ রয়েছে, সুতরাং আমাকে সাহায্য
করবেল আমি আনন্দিত হব।

৮৪| ২৩ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:০০

রাশেদ রাহাত বলেছেন: আমি একটি ফানি ভিডিও আপলোড দিয়েছিলাম। এর জন্য কতৃপক্ষ আমাকে নতুন পোস্ট দিতে ব্লক করেছেন। বুঝতে পারছিনা। কতদিন লাগবে আমাকে আনব্লক করতে... কেউ একটু হেল্প করুননা। প্লিজ।

৮৫| ৩১ শে মার্চ, ২০১৬ রাত ৮:১৭

রাজু বলেছেন: আমার একটা লিখা পোস্ট কৃতপক্ষ কেঁটে দেওয়ার পর প্রথম পাতায় সকল পোস্ট অংশে প্রকাশিত হবেনা বলতেচে এখন আমার প্রশ্ন হলো কবে থেকে কিংবা কখন আমাকে আবার পূর্বেরমত প্রথম পাতায় পোষ্ট দেওয়ার সুযোগ দেওয়া হবে...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.