নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নোটিশবোর্ড

নোটিশবোর্ড

নোটিশবোর্ড

নোটিশবোর্ড

নোটিশবোর্ড › বিস্তারিত পোস্টঃ

ডয়চে ভেলের ‘দ্য বব্স’ প্রতিযোগিতা ২০১৬ এর ভোটাভুটি শুরু

০৫ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৫৪



তারিখ: ০১.০৪.১৬
সংবাদ বিজ্ঞপ্তি
ডয়চে ভেলের ‘দ্য বব্স’ প্রতিযোগিতার ভোটাভুটি শুরু
ডয়চে ভেলের ‘দ্য বব্স – বেস্ট অফ অনলাইন অ্যাক্টিভিজম’ অ্যাওয়ার্ডের চূড়ান্ত প্রতিযোগীদের ভোটাভুটি শুরু হয়েছে৷ বিশ্বের ১৩টি ভাষার প্রতিযোগীদের সঙ্গে বাংলা ভাষার চার প্রতিদ্বন্দ্বী রয়েছে, যারা বাকস্বাধীনতা ও সমাজের উন্নয়নে উল্লেখযোগ্য আবদান রাখছেন৷
চলতি বছর ‘দ্য বব্স’ প্রতিযোগিতার জন্য দু’হাজার তিনশোর বেশি মনোনয়ন জমা পড়েছে৷ এ সব মনোনয়ন যাচাই-বাছাইয়ের পর দ্য বব্স-এর আন্তর্জাতিক জুরিমন্ডলী ১৪টি ভাষার চূড়ান্ত প্রতিদ্বন্দ্বীদের বাছাই করেন৷ বাংলা ভাষার যেসব প্রতিদ্বন্দ্বী মিশ্র ভাষা বিভাগগুলোতে রয়েছে, তারা হচ্ছে সামাজিক পরিবর্তন বিভাগে সুন্দরবন বাঁচাও আন্দোলন, প্রগতির জন্য প্রযুক্তি বিভাগে মায়া অ্যাপ, নাগরিক সাংবাদিকতা বিভাগে রেজর’স এজ ভিডিও তথ্যচিত্র এবং শিল্প ও সংস্কৃতি বিভাগে জিএমবি আকাশের ইন্সটাগ্রাম পাতা৷
এছাড়া বাংলা ভাষা বিভাগে রয়েছে পাঁচটি ব্লগ৷ এগুলো হচ্ছে ইস্টিশন ব্লগ, জার্মান প্রবাসে, ইতুর ব্লগ, অগ্নি সারথির ব্লগ এবং প্রবীর বিধানের ব্লগ৷ আগামী ২ মে পর্যন্ত তাদের অনলাইনে ভোট দেয়া যাবে৷ ভোট দিতে ভিজিট করুন: http://thebobs.com/bengali/
অনলাইন ব্যবহারকারীদের ভোটে ‘ইউজারস প্রাইজ’ বিজয়ীদের পাশাপাশি দ্য বব্স-এর জুরিমন্ডলী জার্মানির রাজধানী বার্লিনে এক বৈঠকের মাধ্যমে প্রতিযোগিতার ‘জুরি অ্যাওয়ার্ড’ বিজয়ীদের নাম ঘোষণা করা হবে, যাদের আগামী জুন মাসে জার্মানির বন শহরে পুরস্কার গ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হবে৷ ইতোমধ্যে পাঁচটি বাংলাদেশি ব্লগ এবং প্রকল্প ‘জুরি অ্যাওয়ার্ড’ জয় করেছে, যা এক রেকর্ড৷
উল্লেখ্য, চলতি বছর দ্য বব্স প্রতিযোগিতার মিডিয়া পার্টনার হচ্ছে আলসুমারিয়া, সামহয়্যার ইন ব্লগ, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, বাংলাট্রিবিউন, চায়না ডিজিটাল টাইমস, আইএফইএক্স, গ্লোবাল ভয়েসেস, ওয়াজা, সত্যাগ্রহ, ওয়েবদুনিয়া, গোয়া, রোমাডস্কে টিভি, নোভোয়ে ভ্রেমিয়া, মাদিয়াতাভা৷ প্রতিযোগিতার আনুষ্ঠানিক হ্যাশট্যাগ হচ্ছে #thebobs16৷

যোগাযোগ:
thebobs.com/bengali
facebook.com/dw.thebobs
twitter.com/dw_thebobs – #thebobs16
dw.com/gmf

মন্তব্য ৮৭ টি রেটিং +১২/-০

মন্তব্য (৮৭) মন্তব্য লিখুন

১| ০৫ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:১৩

মিজানুর রহমান মিরান বলেছেন: ভোট করেছি। অগ্নি সারথি ভাইকে।

২| ০৫ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:১৭

নকীব কম্পিউটার বলেছেন: ভাল খবর।

৩| ০৫ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:১৭

মোহাম্মদ নাজমুল ইসলাম বলেছেন: ‌ভোট সম্পন্ন করলাম।

৪| ০৫ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:২৬

অগ্নি সারথি বলেছেন: ভোট দিন প্রতি ২৪ ঘণ্টা পর পর একবার, ২ মে পর্যন্ত। মনোনয়ন শুধু অগ্নি সারথির নয় এ মনোনয়ন সামুর সকল ব্লগারদের। সারথি জিতে গেলে জিতবেন আপনারা, জিতবে আমাদের পুরো ব্লগ পরিবার।

৫| ০৫ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:২৮

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: প্রথম আলোয়ও আজ নিউজটা এসেছে। ভালো খবর।

৬| ০৫ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৩৪

নুর ইসলাম রফিক বলেছেন: পোষ্টটা সর্ব প্রথম আমি করেছিলাম ০৩ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩৬।
ভেবে ছিলাম টিকি হবে। টিকি তো দূরের কথা পোষ্টা নির্বাচিত ও হয়নি।
কেন হয়নি এমন প্রশ্ন করার মতো বেহায়া বা বেলাজ আথবা নির্লজ্জ আমি নই।

অগ্নি সারথি বিজয়ের মুকুট হাতে নিয়ে আসুক আমাদের মাঝে।
সবার ভোট কামনা করছি।
প্রথম ভোটটা কিন্তু আমি করেছিলাম।
তাই অগ্নি সারথি ভাইর কাছে মিষ্টি খাওয়ার অধিকার আমার বেশী।

৭| ০৫ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৩৫

অগ্নি সারথি বলেছেন: কোন দিনের প্রথম আলোয় এসেছে নিউজটা? লিংক্টা কি দিবেন মোঃ সাইফুল্লাহ শামীম ভাই?

৮| ০৫ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫০

বিদগ্ধ বলেছেন: অল দ্য বেস্ট... অগ্নি সারথি!

৯| ০৫ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫১

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: সারথি ভাই, আমি মোবাইলে আছি তাই সরাসরি লিংক দিতে পারছিনা। এটা আজকের প্রথম আলোর অনলাইন থেকে পড়েছি। আপনি নিচের লিঙ্কটি কপি করে দেখুন। আশাকরি পেয়ে যাবেন।

http://m.prothom-alo.com/technology/article/819985/‘দ্য-বব্স’-প্রতিযোগিতার-ভোট-গ্রহণ-শুরু

১০| ০৫ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫৯

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: নিচে দুটি স্ক্রিনশর্ট দিলাম পেলে অবশ্যই জানাবেন,
নিচে দুটি স্ক্রিনশর্ট দিলাম পেলে অবশ্যই জানাবেন,


নিচে দুটি স্ক্রিনশর্ট দিলাম পেলে অবশ্যই জানাবেন,
নিচে দুটি স্ক্রিনশর্ট দিলাম পেলে অবশ্যই জানাবেন,


১১| ০৫ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০৫

বিজন রয় বলেছেন: ভাল খবর।

১২| ০৫ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০৯

অগ্নি সারথি বলেছেন: ওকে ভাই পেয়েছি। ধন্যবাদ মোঃ সাইফুল্লাহ শামীম ভাই।

১৩| ০৫ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২৩

মিখু বলেছেন:

১৪| ০৫ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৪৩

প্রামানিক বলেছেন: অগ্নি সারথির পক্ষে আছি। অসুবিধা নাই। সুযোগ থাকলে সারাদিনই ভোট দিতাম।

১৫| ০৫ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৪৭

কথাকথিকেথিকথন বলেছেন: সবার জন্য শুভ কামনা রইলো ।

১৬| ০৫ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৪৭

সুমন কর বলেছেন: ভোট করেছি। !:#P

১৭| ০৫ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৫৩

প্রামানিক বলেছেন: ভাই অগ্নি সারথি, এইমাত্র ভোট দিয়ে আসলাম। তাড়াতাড়ি এক কাপ চা পাঠান।

১৮| ০৫ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:০৫

আহমেদ বেলাল বলেছেন: ভোটদান সম্পন্ন করলাম।

১৯| ০৫ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:১৮

অগ্নি সারথি বলেছেন: শুধু একদিন নয়। ভোট দিন ২৪ ঘণ্টা পর পর, প্রতিবার। ২ মে পর্যন্ত।

২০| ০৫ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫৪

বার্তা বাহক বলেছেন: ওকে। ধন্যবাদ..

২১| ০৫ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫৭

এক নিরুদ্দেশ পথিক বলেছেন: অগ্নি সারথি ভাইকে শুভেচ্ছা।
কাস্টেড!

২২| ০৫ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:১২

আমি এ আর বলছি বলেছেন: অগ্নি সারথি ভাইকে শুভেচ্ছ

২৩| ০৫ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৫৯

কালনী নদী বলেছেন: প্রামানিক ভাইয়ের সাথে আমাকেও একটা চা দিয়েন, ভোট দিতে হাজির হলাম- অল দ্য বেস্ট... অগ্নি সারথি!

২৪| ০৫ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:০২

কালনী নদী বলেছেন: সরাসরি Click This Link এই লিঙ্কটা দিলে ভাল হত,
ইন জামান প্রবাসি এখনও ৩৮৩ ভোটে এগিয়ে, আমার এখানে সকাল থেকে কারেন্ট নেই, লেপোও ডেড হয়ে যাচ্ছে।

২৫| ০৫ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:১২

কালনী নদী বলেছেন: ঘুমের মাঝে স্বপ্ন দেখছি কতৃপক্ষ আমারে ব্লক মারছে, ঘটনা কি বোঝতে পারছি না!
মাথা ব্যাথায় দুইটা নাপা খেয়েছি/ মনে রাখবেন- herb is a healing for nation, Alcohol Destraction.

২৬| ০৫ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৫৯

রোষানল বলেছেন: ইস্টিশন ব্লগ নিপাত যাক

২৭| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:১০

মহা সমন্বয় বলেছেন: আমিও ভোট করেছি। অগ্নি সারথি ভাইকে। :)

২৮| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:০৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অগ্নি সারথি ভাইয়ের জন্য শুভকামনা রইল। ভোট ফর অগ্নি সারথি।

২৯| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৩৪

দৃষ্টিসীমানা বলেছেন: সাথে আছি । শুভ কামনা ।

৩০| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৫৩

অগ্নি সারথি বলেছেন: প্রিয় সহব্লগারগন, অসম্ভব ব্যাস্ততা এবং ট্রাভেল করবার কারনে আপনাদের কাছে ভোট প্রার্থনা করে যে একটা পোস্ট দেব রুটি রুজির কথা চিন্তা করে তা আর হয়ে উঠছে না। আমি বিশ্বাস করি যে ববস কিংবা ডয়েচে ভেলের নির্বাচকগন আমাকে মনোনয়ন দেয় নাই বরং মনোনয়ন দিয়েছে পুরো সামু টিমের সকল ব্লগারদের। জার্মান প্রবাসে ব্লগের থেকে অগ্নি সারথির অবস্থান এখন যোজন যোজন দূরে। এখন আপনারা জানেন কি করবেন। মাথা আপনাদের, ব্যাথাটাও আপনাদের। আমি ব্লগের সকল সহ ব্লগারদের দৃষ্টি আকর্ষন করছি। বিভেদ ভূলে ২৪ ঘণ্টা পর পর দিন না একট করে ভোট। জিতে যাই আমরা, জিতে যাক সামু। পরে আবারো না হয় ঝগড়া তর্ক এমনকি মারামারি পর্যন্ত করা যাবে না হয়!

৩১| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:০৭

আবু শাকিল বলেছেন: ২৪ ঘণ্টা পর পর ভোট হবে ।
সামু এবং অগ্নি দা সাথেই আছি

৩২| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১:৫৫

কালনী নদী বলেছেন: আহা! জার্মান প্রবাসে এইটা কি করতেছে? আপনারা কিছু করেন প্লিজ, আমার কাছে ফেক আইডি কয়টা আছে!
একটা পরিকল্পনা করেন, ভোট কি এখন ২৪ ঘন্টা পর হচ্ছে? আমিত জানি ১ ঘন্টা পর পর তাই মাঝে মধ্যে ডু দিয়ে আসি।
আচ্ছা আমরা যে মন্তব্য করি অন্যান্য ব্লগারের পোস্টে সেই সাথে কি এই লিঙ্কটা ব্যবহার করতে পারি? মন্তব্যের শেষের দিকে জাস্ট ভোট ফর অগ্নি সারথি লিখে কমেন্ট করলে অন্যান্য সহব্লগারদের জন্য সুবিধা হত পাশাপাশি তাদেরকে রিমাইন্ডও করা হল। জাস্ট ওপিনিয়ন আপনারা বললে শুরু করা যায়।

৩৩| ০৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:৪২

পরিবেশবাদী ঈগলপাখি বলেছেন: হেহেহেহে , সেই "বিখ্যাত" ববস প্রতিযোগিতা , আহা =p~


থাক কথা আর না বাড়াই !

৩৪| ০৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:২৭

হালদার গৌতম বলেছেন: চমতকার খবর

৩৫| ০৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:৪৪

আরজু পনি বলেছেন:
অগ্নি সারথীর জন্যে অনেক শুভকামনা রইল।

৩৬| ০৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩৪

কালনী নদী বলেছেন: এখনও জার্মান প্রবাসি ৫০০ ভোটে এগিয়ে, সময় গেলে সাধন আর হবে না!

৩৭| ০৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৪২

গেম চেঞ্জার বলেছেন: এখানে মন্তব্য করে কি লাভ! :-B

ভোট তো দিছি দিমুই। ;) ;)

৩৮| ০৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৪৪

জনাব মাহাবুব বলেছেন: ভোট দেওয়ার জন্য অনেক ট্রাই করলাম বাট ভোট দিতে পারলাম না। :``>>

ভোট দেওয়ার নিয়মটা যেন কেমন, কেউ হেল্পান :D

৩৯| ০৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:০৫

নিশির আলো বলেছেন: আমিও অগ্নি সারথি ভাইকে ভোট দিলাম।

৪০| ০৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৫২

কালনী নদী বলেছেন: জনাব মাহবুব ভাই click here পেজের উপরে ডান দিকে দেখবেন ফেসবুক টুইটারের লোগু আছে, সেখানে ক্লিক করে প্রথমে ফেসবুক বা টুইটারে লগইন করে, আপনি যদি অন্যকোন ট্যাবে আগে থেকেই ফেসবুকে লগইন থাকেন তাহলে শুধু একবার ক্লিক করলে হবে!
সবশেষে দেখবেন অগ্নি সারথি ভাই দ্বিতীয় স্থানে আছেন, এখানে আপনার ভোট টি কাস্ট করুন।
যদি আবারও সমস্যা হয় নক করবেন!

৪১| ০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১:৩৩

কালনী নদী বলেছেন: জার্মান প্রবাসে এইটা কি লাগাইছে? জার্মান যাওয়া মনে হয় ওর অনেক বড় স্বপ্ন।
বেটারে আটকাইতে সবাই ভোট দিতে থাকেন।

৪২| ০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ২:৩১

ক্যপ্রিসিয়াস বলেছেন: কালনী নদী ভাই, জার্মান প্রবাসে কোনকালনী নদী ভাই, জার্মান প্রবাসে কোন একজন বিশেষ ব্যাক্তি নয়। মূলত প্রবাসী বাংলাদেশি তরুণ প্রজন্মের উদ্যোগে তৈরি সাইটটি জার্মানিতে নতুন আগত বাঙালি শিক্ষার্থীদের জন্য এক তথ্য ভাণ্ডার৷যারা প্রবাসে থেকে দেশের জন্য কিছু করার চেস্টা করছে। বিনামূল্যে উচ্চশিক্ষারর তথ্য দিয়ে এজেন্সি বা দালালদের প্রতারনা থেকে বাচাতে সবব ধরনের চেস্টা করছে।ঢাকায় পথশিশুদের পড়াশোনার জন্য দেয়ালককোঠা স্কুলের সাথে সহযোগিতা হাত করছে।আর তাদের বেশিরভাগ ই জার্মানিতে পড়াশুনা বা কর্মরত।

৪৩| ০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ৩:২৩

কালনী নদী বলেছেন: ঠিক আছে ক্যপ্রিসিয়াস ভাই, আমি উনার এগিইনস্টে প্রচারণা করছি কিনা! রাগ করবেন না ভাইটি।

৪৪| ০৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:১৭

শস শুভ বলেছেন: ভোট দিব কেন?

৪৫| ০৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৪৫

মাহমুদুর রহমান সুজন বলেছেন: প্রতিদিন ২ টা করে ভোট দিয়ে যাচ্ছি।

৪৬| ০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:১৯

পরিবেশ বন্ধু বলেছেন: আয়োজক সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ।

৪৭| ০৮ ই এপ্রিল, ২০১৬ ভোর ৫:৫৩

কালনী নদী বলেছেন: heiL O জার্মান প্রবাসে! 900 up' How?
guys keep voting. it feels good to beat up a strong competitor.

৪৮| ০৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:৩৩

অগ্নি সারথি বলেছেন: কালনী ভাই ভয় নাই, ভোট দেয়া ছাড়ি নাই!
জয় জয়, জয় হোক
সামু ব্লগারদের জয় হোক।

৪৯| ০৮ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪৯

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: অগ্নি সারথি ভাইয়ের জন্য রইল অনেক শুভ কামনা । ভাই 'ভোট দিন ' ক্লিক করলাম ।কিছুই বুঝলাম না । ভোট প্রক্রিয়া বুঝিয়ে দেন । সোশ্যাল মিডিয়া গুলোতে শেয়ার দেই ।

৫০| ০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৩৩

কালনী নদী বলেছেন: নুরুন নাহার লিলিয়ান, আপনি প্রথমে এই লিঙ্কে যান, সেখানে উপরে ফেসবুক টুইটারের লোগো দেখতে পারবেন, প্রথমে যে কোন একটাতে লগইন করেন!
তারপর আপনার ভোট দেন, আশা করি এবার আপনার জন্য সহজ হবে।
হায় হায় জার্মান প্রবাসে ১০০০ আপ হয়ে আছে! সবাইকে সিরিয়াস হয়ে কাজ করতে বিনিত অনুরুদ করছি।

৫১| ০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৪০

অগ্নি সারথি বলেছেন: কৃতজ্ঞতা কালনী নদী!

৫২| ০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৫৯

জার্মান প্রবাসে বলেছেন: অগ্নি দা এর জন্য শুভ কামনা। কিন্তু আমাদের কথাগুলো রেখে গেলাম। শেষ বিবেচনা আপনাদের। :)

‘দ্য বব্স – বেস্ট অফ অনলাইন অ্যাক্টিভিজম’ প্রতিযোগিতায় কেন জার্মান প্রবাসেকেই ভোট দিবেন? (পর্ব - ১/৫)

---------------------------------
---------------------------------
নগর পুড়িলে দেবালয় কি এড়ায়?

৫৩| ০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:১১

কালনী নদী বলেছেন: শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি সহব্লগার জার্মান প্রবাসের কাছে,
আমার জানা ছিল না আপনি সামুর একজন ব্লগার, তাই কোন কারণে আমার ব্যবহারে আপনি কষ্ঠ পেয়ে থাকলে আমি সেজন্য আন্তরিকভাবে দুঃখিত!
আপনাকে অভিনন্দন খুব সুন্দরভাবে আপনার পোস্টে ভোট দেওয়ার লিঙ্কটি এড করেছেন, আমি সেই ব্যাপারে অগ্নি সারথি ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি। আমার শহরে বিদ্যুত বিভ্রাটের দরুন প্রতিউত্তর করতে অনেক সময় লাগলো, এখনও ইন্টারনেটের স্পিড পাচ্ছি না, গতরাতের ঝড়ের পর থেকে। আমি তিনটি পয়েন্ট পেয়েছি, জার্মান প্রবাসে ভাইয়ে কমেন্ট থেকে।
১. আপনার প্রদত্ত লিঙ্ক থেকে বোঝা যায় আপনি সুন্দরভাবেই প্রচারনার কাজটা শুরু করেছেন যেখানে আমাদের সহ-ব্লগার অগ্নি সারথি অনেকটাই পিছিয়ে! আমি মোটামোটি তিনদিন হবে দ্য ববসের এই ভোটিং কার্যক্রম পর্যবেক্ষণ করছি। এক হিসেবে অন্যান্য প্রতিযোগিদের চেয়ে আপনার সাফল্য সত্যিই ঈর্সাজনক। তিনদিনে সর্বমোট ১০০০ মোট হলে আপনি দৈনিক গড়ে মোট পেয়েছেন, ৩০০ এর কিছু বাড়তি। এ হিসেবমতে অন্যান্য প্রতিযোগিদের দৈনিক গড়পরতা ভোটের পরিমাণ ৩০ থেকে ৪০%।
যা সত্যিই আপনার প্রচারণার বড় একটি সাফল্যই বলা যায়।
২. আপনি কমেন্টে বলেছেন, অগ্নি দা- এখানে আপনি খুব সুক্ষ্ণভাবে সাম্প্রদায়িকতা নিয়ে এসেছেন! এটা এক ধরণের বিজ্ঞ চালাকি। কারণ বাংলাদেশের বেশির ভাগ মানুষ ব্লগ তথা অন্যান্য ধর্মালম্বিদের প্রতি স্পর্স কাতর। যাইহোক এই ব্যাপারে আমি আর এগোব না, কারন এটা নিছক কয়েণসিডেন্সও হতে পারে।
৩. আপনি বলেছেন, নগর পুড়িলে দেবালয় কি এড়ায়? -এই কথাটিতে কিছু মনস্তাত্বিক ও বিশ্লেষণের ব্যাপার আছে! এই ধরণের প্রতিযোগিতায় অংশগ্রহণকারিরা এক ধরণের মানসিক অবস্থার মধ্যে থাকেন। এখানে আধ্বাত্বিকতারও কিচু ব্যাপার সেপার আছে। যকন এই পর্যায়ে কেই চতুরতার বশবর্তি হন, সহজাত প্রবৃত্তিতে তার মধ্যে দর্প ও অহংকারে কাজ করে।
আমার এত কিছু লেখার উদ্দেশ্য হচ্ছে, আগুন লাগার পূর্বে করা পুরোহিতের শ্লোকের বাণী- 'সাবধান'
'ডাল মে কোছ নেহি, বহুত জাদা হি কালা হে!'
গড়পরতা দৈনিক ভোটের হিসাব রাখলে বাকিটা সময়ই বলে দেবে। আমি শুধু পয়েন্টগুলা দেখিয়ে দিলাম। কাউকে ব্যক্তিগতভাবে আক্রমনের উদ্দেশ্যে নয়।
সবাই ভাল থাকেন, আমি কালনীর চর!

৫৪| ০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৩৩

জার্মান প্রবাসে বলেছেন: কালনী নদী "ভাই", এতকিছু কীভাবে চিন্তা করলেন? :-* :||

১। অনেক ধন্যবাদ।
২। আসলেই কোইন্সিডেন্স। আমি বিভিন্ন ব্লগের কমেন্টে "অগ্নি সারথি" কে "অগ্নি দা" বলে সম্বোধন করতে দেখেছি। এতকিছু ভেবে তো মন্তব্য করি নি "ভাই"। :)
৩। এটা বর্তমান সময়ের নয়। আমার অনেক আগের একটি প্রিয় উক্তি। কোন চালাকি বা ছল নয়। এটা করা সম্ভব না। আর কেনই বা চেষ্টা করব। তাই না?

আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ কালনী নদী "ভাই"। :P

দ্বিতীয় পর্বে উচ্চশিক্ষা নিয়ে আলোচনা করব। আশা করি সাথেই থাকবেন।

---------------------------------
---------------------------------
নগর পুড়িলে দেবালয় কি এড়ায়?

৫৫| ০৯ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩২

কালনী নদী বলেছেন:

৫৬| ০৯ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:০৫

চাঁদগাজী বলেছেন:


আশাকরি সবাই ভোট দেবেন।

৫৭| ০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:১০

অরূপ সরকার বলেছেন: ভোট দিব

৫৮| ০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৩৫

মোস্তফা কামাল পলাশ বলেছেন: টেকি ব্লগার রা এই সমস্যার সমাধান দেন। অনেক চেষ্টা করলাম কোন ভাবেই এই সাইটে ঢুকতে পারতেছি না গত ৪ দিন থেকে চেষ্টা করতেছি।


টেকি ব্লগার রা এই সমস্যার সমাধান দেন। অনেক চেষ্টা করলাম কোন ভাবেই এই সাইটে ঢুকতে পারতেছি না গত ৪ দিন থেকে চেষ্টা করতেছি।


৫৯| ১০ ই এপ্রিল, ২০১৬ রাত ১:২০

কালনী নদী বলেছেন: মোস্তফা কামাল পলাশ , যদি শুধুমাত্র ঐ নির্দিষ্ট সাইটটিতে না ডুকে তাহলে আইপি চেন্জ করে দেখতে পারেন।

৬০| ১০ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:০৭

কামরুন নাহার বীথি বলেছেন: অগ্নি সারথীর জন্যে অনেক শুভকামনা রইল।

৬১| ১০ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৫৩

আমি এ আর বলছি বলেছেন: valo khobor

৬২| ১০ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩৯

জেআইসিত্রস বলেছেন: এখন ভোট দিলাম চারটি আইডি থেকে এখনও ২০ ভোটে পিছিয়ে আছি ...............। সবাই বেশী বেশী ভোট দিন।

৬৩| ১০ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:০৫

মুসাফির নামা বলেছেন: ভোটতো দিতে চেয়েছিলাম, কিন্তু বারবার ব্যর্থ হচ্ছি।ওখানে কোন একাউন্ট লাগে কিনা, একটু জানাবেন।

৬৪| ১০ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৪৯

০ভন্ডবাবা বলেছেন: এগিয়ে যাও বীর বাঙ্গালী

৬৫| ১১ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:০২

শরনার্থী বলেছেন: আপডেটঃ
জার্মান প্রবাসে- 1305
অগ্নি সারথির ব্লগ- 217
ইস্টিশন ব্লগ- 147
প্রবীর বিধানের ব্লগ- 57
ইতুর ব্লগ- 23

অসম ব্যবধান শুরু হয়েছে মোটামুটি। প্রাতিষ্ঠানিক ব্লগের সাথে লড়াই করে যাওয়াটা বেশ দুঃসাধ্য হয়ে উঠছে দিনের পর দিন। আবারো আপনাদের ভোট দেবার অনুরোধ করছি। প্লিজ আপনারা ভোট দিন।

ভোট দিতে যা করতে হবেঃ
প্রথমে https://thebobs.com/bengali/ এই ঠিকানায় যেতে হবে। এরপর আপনার ফেসবুক আইডি দিয়ে লগইন করুন। লগইন হয়ে গেলে বাছাই করুন অংশে ক্লিক করুন। ক্লিক করে ইউজার অ্যাওয়ার্ড বাংলা সিলেক্ট করুন। এরপর মনোনীতদের একজনকে বেছে নিন অংশে ক্লিক করে, অগ্নি সারথির ব্লগ সিলেক্ট করুন। এরপর ভোট দিন বাটনে ক্লিক করে কনফার্মেশন পেয়ে গেলেই আপনি সফল ভাবে আমাকে ভোট প্রদান করে ফেলেছেন। এভাবে ২৪ ঘন্টা পরপর মে ২, ২০১৬ পর্যন্ত ভোট দেয়া যাবে।

৬৬| ১১ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:৪৯

শরনার্থী বলেছেন: মনোনয়ন প্রাপ্ত ব্লগ জার্মান প্রবাসে কোন ভাবেই আমাদের দলভূক্ত নয়। মানুষকে চাকচিক্যতার স্বপ্ন দেখানো একটা ওয়েব সাইট।
এখন সে নিজেকে সামুর ব্লগার দাবী করে বেড়াচ্ছে। কিন্তু সে সামুর ব্লগার হিসেবে মনোনয়ন পায় নাই!!
ভোটের ধান্দাবাজী করতাসে পুরাই? জার্মান প্রবাসে দেখায় মানুষকে চাকচিক্যের লোভ লালসা আর অগ্নি সারথি ভাই বলে যায় প্রান্তিক জনতার কথা। প্রাতিষ্ঠানিক ব্লগ আর ব্লগার এই দুটোকে মিলিয়ে ফেলবার জন্য ডয়েছে ভেলে, ববস আর তার মিডিয়া পার্টনার দের প্রতি নিন্দা জ্ঞাপন করছি।

৬৭| ১১ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:২১

জার্মান প্রবাসে বলেছেন: শরনার্থী ভাই, আর চাকচিক্যের কথা যেটা বললেন সেটা দিয়ে বুঝলাম আপনার একদম কোন ধারণাই নাই, আমরা কী করি তা নিয়ে। পথশিশুদের স্কুলসহ বাকি কথা বাদ দিলাম, শুধু এজেন্সি/দালাল থেকে ছেলেমেয়েদের রক্ষা করতে আমাদের যুদ্ধের কথা যদি বলি তাইলেও আপনি হয়ত বুঝবেন। কিন্তু মনে হইতেছে আপনার চিন্তা বর্তমানে "প্রি-অকুপাইড" এই ভেবে যে প্রবাস মানেই ইউরো/ডলার/চাকচিক্য! প্রবাসীদের মাথার ঘাম এবং চোখের জলটাও যদি দেখতেন তাহলে হয়ত কিছুটা অনুধাবন করতে পারতেন। এই জিনিসগুলো আসলে বলে বোঝানো যাবে না। এর জন্য আমাদের ব্লগ পড়তে হবে। :)
.
ভাল থাকবেন। আশা করি পরে আরো কথা এবং গল্প হবে। আপনার জন্য শুভ কামনা রইল।
.
===============
===============
‘দ্য বব্স – বেস্ট অফ অনলাইন অ্যাক্টিভিজম’ প্রতিযোগিতায় কেন জার্মান প্রবাসেকেই ভোট দিবেন? টপিকঃ এজেন্সি/দালাল (পর্ব - ১/৫)

৬৮| ১১ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:১৫

সভ্য বলেছেন: আজ ভোট দিবো।

৬৯| ১১ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:২৫

কালনী নদী বলেছেন: শরনার্থী ভাই, আর চাকচিক্যের কথা যেটা বললেন সেটা দিয়ে বুঝলাম আপনার একদম কোন ধারণাই নাই, আমরা কী করি তা নিয়ে। পথশিশুদের স্কুলসহ বাকি কথা বাদ দিলাম, শুধু এজেন্সি/দালাল থেকে ছেলেমেয়েদের রক্ষা করতে আমাদের যুদ্ধের কথা যদি বলি তাইলেও আপনি হয়ত বুঝবেন। কিন্তু মনে হইতেছে আপনার চিন্তা বর্তমানে "প্রি-অকুপাইড" এই ভেবে যে প্রবাস মানেই ইউরো/ডলার/চাকচিক্য! প্রবাসীদের মাথার ঘাম এবং চোখের জলটাও যদি দেখতেন তাহলে হয়ত কিছুটা অনুধাবন করতে পারতেন। এই জিনিসগুলো আসলে বলে বোঝানো যাবে না। এর জন্য আমাদের ব্লগ পড়তে হবে। আপনাদের কাছে আসলেই কৃতজ্ঞতার শেষ নেই, এখন থেকে অবশ্যই আপনার লেখা পড়ব।
এখানে কিছু কথা আছে, আপনি যেহেতু প্রাতিষ্ঠানিকভাবে মানুষের সেবা করছেন সেটা সত্যিই বৃহত পরিসরের, বিশেষত আমাদের মতন গরীবদের দালাল ও বাটপারদের হাত থেকে বাচিয়ে। কিন্তু ব্যক্তি হিসেবে আপনি যে সমস্ত মানবিয় গুণাবলি দেখিয়ে ভোট দখলে নিচ্ছে, সেটা হয়ত বিধাতাই আপনার প্রাপ্তি করে দিয়েছেন! আমার অনুরুধ রইল আপনার কাছে, সৎ গুণাবলি গোপন রাখলে তার প্রাপ্তিটাও হয় ব্যাপক। এখানে কে কতটা ভালো মনের মানুস নিয়ে প্রতিযোগিতা হচ্ছে না।
কে কত সুন্দর করে লিখে অনলাইনে তার জীবনের অমূল্য সময় ব্যয় করেছেন্। আশা করি এবার ব্যাপারটা সবার বোধগম্য হবে।

৭০| ১১ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:২৮

কালনী নদী বলেছেন: যেহেতু অগ্নি সারথী কোন প্রতিষ্ঠানের পক্ষ্য হয়ে লড়ছেন না তাই আমাদের সবার উচিত আরো বেশি করে তাকেই সাহায্য করা। ঠিক আছে জার্মান প্রবাসের সবকটি লিখাতে আমি লাইক আর কমেন্ট দিয়ে আসছি আশা করি এতে তার মন ভরবে।

৭১| ১১ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৩৩

জার্মান প্রবাসে বলেছেন: কালনী নদী ভাই, কাকে ভোট দিবেন এটা অবশ্যই আপনার ব্যক্তি স্বাধীনতা। আমরা এটাকে সম্মান করি। :)

তবে ‘দ্য বব্স – বেস্ট অফ অনলাইন অ্যাক্টিভিজম’ অন্যান্য প্রতিযোগিতা থেকে কিছুটা আলাদা৷

এটা কোন সাহিত্য পুরষ্কার নয়। :)

বিভাগ অনুযায়ী ব্লগের বিষয়বস্তু, উদ্দেশ্য এবং সেটির প্রচ্ছদকে বিভিন্নভাবে গুরুত্ব দেওয়া হয়ে থাকে৷ এক্ষেত্রে তিনটি দিক তুলে ধরা যেতে পারে:

মূল চিন্তা

আইডিয়া অথবা নতুন কোনো ধারণা ও তার বাস্তবায়ন; তথ্যের পরিমাণ
বিষয় এবং তার সামাজিক গুরুত্ব
গ্রাহকদের মনোগ্রাহী বাচনভঙ্গী, প্রত্যয় জন্মানোর ক্ষমতা
ভাষাশৈলী
দীর্ঘমেয়াদি এবং অবিচ্ছিন্ন কর্মকৃতি
স্বচ্ছতা এবং বিশ্বাসযোগ্যতা

সৃজনশৈলী

ভিজুয়াল মৌলিকতা, আর্ট, ইন্টারনেট মাধ্যমটির সুযোগ্য ব্যবহার

নব্যতা

এক কথায় নতুনত্ব অথবা অনন্যতা

সূত্র: এখানে

৭২| ১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৩৬

এক নিরুদ্দেশ পথিক বলেছেন: সারথি, যারা ধুন ফুন বিষয় নিয়ে কথা বলে মনোযোগ আকর্ষণ করে জার্মানি যেতে চায় তাদেরকে পরিষ্কার জানিয়ে দিন, বাঁকা পথে না ঘুরে হাই স্কিল কোটায় জব খুঁজে সম্মানিত পদ্ধতিতে যাবার ট্রাই করতে।জার্মানি একটি বড় জব মার্কেট। এখানে স্কিল্ড জবের অনেক অপেনিং থাকে। যারা শর্ট কাট খুঁজছেন তাদেরকে বলুন, রিফুজি ক্যাপে থেকে সোশ্যাল মানি খাওয়ায় কোন সম্মান এবং মহত্ব নেই। আছে পদে পদে অপমান আর গলাধাক্কা।

বাংলাদেশের আদম ব্যাপারিরা লক্ষ লক্ষ দুবাই, সৌদি, মিডল ইস্টের অনেক দেশ, মালোয়েশিয়া গামী লোক হয়রানি করলেও, জাল ভিসায় বন্দরের লোকদের ঘুষ দিয়ে বিমানে উঠিয়ে দিয়ে আবার প্লাল্টা ফ্লাইটে ফিরে এলেও কাউকে এক্টিভিজম করতে দেখা যায় না। একটি বিশেষ দেশ কিংবা মহাদেশ নিয়েই যত মনোযোগ আকর্ষনের ধান্ধা! যত্ত সব বাটপারি।

আজ (১১ই এপ্রিল) সকাল থেকে একটি বিশেষ নিক তৈরি করে বিদ্বেষ ছড়ানোকে শাস্তির আওতায় আনা হোক। কে বা কারা করেছে এটা পরিষ্কার।

৭৩| ১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১:১০

এক নিরুদ্দেশ পথিক বলেছেন: ২টি নিকের আইপি এবং ম্যাক এড্রেস ট্র্যাক করলে ব্যাপারটা বেরিয়ে পড়বে। অন্য কাজটি হোল, নিক ২টির কমেন্ট গুলোর টাইমলাইন বানালে আজকের প্রোপ্যাগান্ডার সোর্স বেরিয়ে আসবে।

সামনের দিনে এগিয়ে যাওয়াকে সামনে রেখে সামুকে পরিচ্ছন্ন রাখা খুব দরকার। আমাদের অনেক কন্ট্রিবিউশন করার আছে দেশের কল্যাণ ভাবনায়। বাংলা ব্লগের এমনিতেই খুব খারাপ দিন যাচ্ছে। দায়িত্বশীলতা, অতি উগ্রতা এবং ভিজিটরের অভাবে কয়েকটি ব্লগ বন্ধ হতে চলেছে।

সামুকে পরিচ্ছন্ন রাখুন, জঞ্জাল বিদায় করুন। প্লিজ!

৭৪| ১২ ই এপ্রিল, ২০১৬ রাত ২:০৪

জার্মান প্রবাসে বলেছেন: এক নিরুদ্দেশ পথিক বলেছেন: যারা শর্ট কাট খুঁজছেন তাদেরকে বলুন, রিফুজি ক্যাপে থেকে সোশ্যাল মানি খাওয়ায় কোন সম্মান এবং মহত্ব নেই। আছে পদে পদে অপমান আর গলাধাক্কা।

আমাদের কাজের একটা অংশ হল এই ধরণের শর্টকাটের পথ থেকে মানুষকে বাঁচানো। এই ব্যাপারে দেখতে পারেন এখানে।

এক নিরুদ্দেশ পথিক বলেছেন: একটি বিশেষ দেশ কিংবা মহাদেশ নিয়েই যত মনোযোগ আকর্ষনের ধান্ধা! যত্ত সব বাটপারি।

একদম না জেনে মন্তব্য করে দেয়াটা এই পর্যায়ে এসে পরিষ্কার হল। আমরা জার্মান প্রবাসী কিছু শিক্ষার্থী এবং চাকরিজীবী, যারা এই ব্লগ এবং ওয়েবসাইট মেইন্টেন করি। ব্লু কার্ড থেকে শুরু করে হাই স্কিল মাইগ্রেশন বিষয়ে অনেক আর্টিকেলই আমাদের ওয়েবসাইটে আছে। লিংক এখানে। জার্মান প্রবাসী হয়ে মধ্যপ্রাচ্যের বিষয় নিয়ে কাজ করাটা আপাতত আমাদের আয়ত্তের বাইরে। এটা বোঝার কথা আপনার। :)




দয়া করে আমাদের সম্পর্কে জেনে এরপর মন্তব্য করুন। মুখস্ত কথাবার্তা বলে ভুল করাটা কি শোভন?
:)

৭৫| ১২ ই এপ্রিল, ২০১৬ রাত ৩:০০

কালনী নদী বলেছেন: আপনার দেওয়া তথ্যসূত্রে ঢুকতে অনেক চেষ্ঠা করেছি কিন্তু ঢুকছে না! কবে সেটা ববসেরই অফিসিয়াল লিঙ্ক সেটাতে সন্দেহ নেই।
ভাইয়া আনি এখানে
মূল চিন্তা

আইডিয়া অথবা নতুন কোনো ধারণা ও তার বাস্তবায়ন; তথ্যের পরিমাণ
বিষয় এবং তার সামাজিক গুরুত্ব
গ্রাহকদের মনোগ্রাহী বাচনভঙ্গী, প্রত্যয় জন্মানোর ক্ষমতা
ভাষাশৈলী
দীর্ঘমেয়াদি এবং অবিচ্ছিন্ন কর্মকৃতি
স্বচ্ছতা এবং বিশ্বাসযোগ্যতা

সৃজনশৈলী

ভিজুয়াল মৌলিকতা, আর্ট, ইন্টারনেট মাধ্যমটির সুযোগ্য ব্যবহার

নব্যতা

এক কথায় নতুনত্ব অথবা অনন্যতা
--- কথা বলেছেন, আমার মনে হয় এইগুলো বিবেচনা করেই পরিচালকমন্ডলি আপনাদের মনোনয়ণ নিশ্চিত করেছেন, যেহেতু লিঙ্কটা এখনও চেক রা হয় নি। আর বর্তমানে যা হচ্ছে সেটা নিরুপণ করছে আপনাদের বিশ্বস্ততা।
যদি আপনাদের কাউকে কষ্ঠ দিয়ে থাকি সে ব্যাপরে আমি সত্যি লজ্জিত।
আপাত আর তর্কে যাচ্ছি না। মনোনয়ণ প্রাপ্ত সবার প্রতি অভিনন্দন।

৭৬| ১২ ই এপ্রিল, ২০১৬ রাত ৩:১৬

ত।নজিয়। বলেছেন: এই ঠিকানা ব্রাউজার এ টাইপ করে দেখুন আশাকরি কাজ হবে ধন্যবাদ :)

৭৭| ১২ ই এপ্রিল, ২০১৬ রাত ৩:২২

জার্মান প্রবাসে বলেছেন: কালনী নদী ভাই, ভালবাসা জানবেন। আপনার মন্তব্য পড়ে আমরাই লজ্জায় পড়ে যাচ্ছি। আপনাদের আন্তরিকতায় আমরা মুগ্ধ। :)

তথ্যগুলো এখান থেকে নেয়াঃ

৭৮| ১২ ই এপ্রিল, ২০১৬ রাত ৩:৩৭

ইসটুপিড বলেছেন:

শরনার্থী বলেছেন: মনোনয়ন প্রাপ্ত ব্লগ জার্মান প্রবাসে কোন ভাবেই আমাদের দলভূক্ত নয়। মানুষকে চাকচিক্যতার স্বপ্ন দেখানো একটা ওয়েব সাইট।
এখন সে নিজেকে সামুর ব্লগার দাবী করে বেড়াচ্ছে। কিন্তু সে সামুর ব্লগার হিসেবে মনোনয়ন পায় নাই!!
ভোটের ধান্দাবাজী করতাসে পুরাই? জার্মান প্রবাসে দেখায় মানুষকে চাকচিক্যের লোভ লালসা আর অগ্নি সারথি ভাই বলে যায় প্রান্তিক জনতার কথা। প্রাতিষ্ঠানিক ব্লগ আর ব্লগার এই দুটোকে মিলিয়ে ফেলবার জন্য ডয়েছে ভেলে, ববস আর তার মিডিয়া পার্টনার দের প্রতি নিন্দা জ্ঞাপন করছি।



শরণার্থী এবং আরও কয়েকজন অগ্নিসারথির সাপোর্টারের ভাষায় অবাক হলাম, প্রতিদ্বন্দির প্রতি এটা কিরকম এটিচুড? এজেন্সির দৌরাত্মে অনেক দেশে বাংলাদেশিদের অবৈধভাবে যাওয়ার কেলেকাংরিতে যেখানে সাধারণ স্টুডেন্টরা বিপর্যস্ত, কিছু দেশে ভিসা দেয়া প্রায় বন্ধ হওয়ার পথে, সেখানে জার্মান প্রবাসে আর বিসাগের কারণে জার্মানির জন্য এই সমস্যা অনেক কম গত কয়েকবছর ধরে।

পরিবেশবাদী ঈগলপাখি বলেছেন: হেহেহেহে , সেই "বিখ্যাত" ববস প্রতিযোগিতা , আহা =p~


থাক কথা আর না বাড়াই !


=p~ সেটাই। ববস নিয়ে নতুন করে ত্যানা পেচানোর কিছু নাই। গতকালকে আর গতপরশু এই শরণার্থি আর বেলের শরবত নিক দুইটা যে হারে ফ্লাডিং করেছে, মানবিক দরকারেও কেউ এভাবে জায়গায় জায়গায় চিকা মারে না।

৭৯| ১২ ই এপ্রিল, ২০১৬ রাত ৩:৫৭

ত।নজিয়। বলেছেন: কে কার দলে পরে এই তর্কে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আপনারা একবারও বললেন না! ব্যাপারটি খুবই দুঃখজনক যাইহোক কেউ না শুরু করলেও আমি শুরু করলাম :)
ভোট দিন সুন্দরবন বাচাঁন...একবার চলে গেলে আর তাকে ফিরে পাওয়া যাবে না কে কার দলে পরে এই তর্কে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আপনারা একবারও বললেন না! ব্যাপারটি খুবই দুঃখজনক যাইহোক কেউ না শুরু করলেও আমি শুরু করলাম :)
ভোট দিন সুন্দরবন বাচাঁন...একবার চলে গেলে আর তাকে ফিরে পাওয়া যাবে না। ভোট দেবার জন্যে ক্লিক করুন vote for shundarban
ভোট দেবার জন্যে ক্লিক করুন vote for shundarban

৮০| ১২ ই এপ্রিল, ২০১৬ ভোর ৪:৪১

কালনী নদী বলেছেন: ত।নজিয়। :)
এটাও গুরুত্বপূর্ন বিষয়।

৮১| ১২ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২৬

ত।নজিয়। বলেছেন: ধন্যবাদ কালনী নদী আপনাদের মতন মরুব্বিরা নজর দিলে সুন্দরবন এবারকার মতন রক্ষা পাবে :)

৮২| ১২ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:২৫

কালনী নদী বলেছেন: আমি মুরব্বি না তবে আপনার ছোট ভাইটি! দাড়ান ব্যাপারটা ফেসবুকে সবাইকে জানাই :)

৮৩| ১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ৩:২২

জার্মান প্রবাসে বলেছেন: কেমন আছেন সবাই? পর্ব ২ লিখে ফেলেছি। :)

আমাদের সম্পর্কে অনেকেই না জেনে মুখস্ত কথা বলছেন। তাই তাঁদের প্রতি বিনীত অনুরোধ রইবে পড়ার জন্য। আমাদের কাজগুলো আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং ভালবাসার। আমরা অনলাইন এক্টিভিজমের মাধ্যমে মানুষের জীবনে যোগবোধক ছাপ রাখার চেষ্টা করছি। কীভাবে তা বলতেই এই সিরিজ ব্লগটি লিখা। :)

‘দ্য বব্স – বেস্ট অফ অনলাইন অ্যাক্টিভিজম’ প্রতিযোগিতায় কেন ''জার্মান প্রবাসে'' মনোনয়ন পেল? টপিকঃ "ম্যাগাজিন" (পর্ব - ২/৫)

৮৪| ১৩ ই এপ্রিল, ২০১৬ ভোর ৪:১৪

ত।নজিয়। বলেছেন: কালনী নদী ভাইকে ফেইসবুকে সুন্দরবনকে ভোট দেয়ার কথা বলে আসছেন?
জার্মান প্রবাসে ভাই ম্যাগাজিনে সুন্দরবন নিয়ে লিখবেন না? Vote for সুন্দরবন আপনারা সবাই খালি কথাই বলেন কেউ সুন্দরবনকে ভোট দেননা :(( এখন পর্যন্ত ২৭ ভোটের ব্যবধানে অন্যদল সুন্দরবনের থেকে এগিয়ে আছে।

৮৫| ১৪ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩২

কালনী নদী বলেছেন: তানজিয়া, আই এম ডান!

৮৬| ১৪ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১১

ত।নজিয়। বলেছেন: ৫৭ ভোটে পিছিয়ে আছে :(( ভোট দিন সুন্দরবন বাঁচান

৮৭| ১৭ ই এপ্রিল, ২০১৬ ভোর ৬:৩৪

কালনী নদী বলেছেন: এখন ৩০ ভোটে পিছিয়ে আছে! সুন্দরবন।

৮৮| ১৮ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:১৪

ত।নজিয়। বলেছেন: আপনারা সবাই যে ভেদাভেদ ভুলে ভালো লক্ষ্যে একইসাথে কাজ করছেন সুন্দরবনের জন্যে জেনে খুবই ভালো লাগছে...সুন্দরবন এবার এগিয়ে আছে :)

৮৯| ০৫ ই মে, ২০১৬ বিকাল ৫:৪১

এস, কে শুভ কুয়াকাটা বলেছেন: বন্ধুরা আমার পেইজে লাইক দেওয়ার আনুরোধ রইল ।
লাইক দিতে এখানে ক্লিক করুন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.