নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রিয় ব্লগারবৃন্দ,
গত ৪ই মে থেকে বেশ কিছু আইএসপি থেকে সামহোয়্যার ইন ব্লগ বন্ধ থাকায় ব্লগারদের অসুবিধা প্রসঙ্গে গত কয়েকদিন ধরে বিটিআরসি'র সাথে ইমেইল এবং টেলিফোনে আন্তরিকভাবে যোগাযোগ করে সর্বশেষ আমরা যা জানতে পেরেছি (ইমেইলের উত্তর নয়, টেলিফোনে যোগাযোগ) তা আপনাদের জানাচ্ছি:
সোমবার ১৬ই মে, বিটিআরসি থেকে জনাব তৌসিফ শাহরিয়ার আমাদের ফোন করে জানান যে, ১৯শে মে বৃহষ্পতিবার সকালে তাঁদের উর্ধতন কর্মকর্তা আমাদের সাথে একটি মিটিং এ বসতে চান (যা আমরা নিজেরাই গত কয়েকদিন চেয়ে আসছি)। প্রসঙ্গত তিনি বলেন, উচ্চ আদালত কয়েকটি নির্দিষ্ট পোস্টের URL গুলি ব্লক করতে বিটিআরসিকে নির্দেশ দিয়েছিলেন এবং বিটিআরসি এই URL গুলিই শুধুমাত্র ব্লক করতে নির্দেশ দিয়ে IIG কে একটি চিঠি দেয়। আজ, জনাব তৌসিফ আমাদের ফোনে জানান যে, আগামী কাল আমাদের সাথে মিটিংটি হচ্ছে না এবং পুনরায় সম্পূর্ণভাবে সামহোয়্যার ইন ব্লগ চালু করতে উচ্চ আদালতের নির্দেশ পেতে হবে।
উচ্চ আদালতের নির্দেশনার বিষয়টি একদিকে আমরা যেমন সম্মানের সাথেই মানবো তেমনি সেই আদেশটি সর্বসাধারণের জন্যে উন্মুক্ত ও সবার জানার অধিকারও আছে। তাই আমরা সেই আদালতের নির্দেশনার একটি কপি পেতে এবং নির্দিষ্ট URL গুলি সম্পর্কে আমাদের জানাতে অনুরোধ করলে তৌসিফ শাহরিয়ার বলেন, তাঁরা আমাদের উচ্চ আদালতের নির্দেশ কপি এবং IIG কে তাঁদের কর্তৃক পাঠানো চিঠির কপি দিতে পারেন না এবং এই বিষয়ে সহযোগিতা নিতে তিনি কোন আইন বিশেষজ্ঞের সাহায্য নিতে পরামর্শ দেন।
ইতিমধ্যে আমরা সম্পূর্ণ বিষয়টি একজন আইন বিশেষজ্ঞের সাথে আলোচনা করি এবং জানতে পারি যে, যদি উচ্চ আদালত বিটিআরসিকে এমন কোন নির্দেশ দিয়ে থাকে তবে তার অবশ্যই একটি নির্দিষ্ট ধারায় এবং নির্দিষ্ট রীটের পরিপ্রেক্ষিতেই দিয়েছেন। আর এই নির্দেশনা সামহোয়্যার ইন কর্তৃপক্ষ সহ ২০০০০০ ব্লগার এবং সর্বসাধারণের জানার পূর্ণ অধিকার রয়েছে।
সকলের মঙ্গল কামনা করছি।
বিনীত,
সামহোয়্যারইন ব্লগ টিম।
১৮ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:২৩
নোটিশবোর্ড বলেছেন: দায়িত্বহীন ব্লগীয় আচরনের কারনে যে কোন ব্লগারই নীতিমালার আওতাধীন। ।
২| ১৮ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:১৩
বিজন রয় বলেছেন: খবরটি ভাল নয়।
৩| ১৮ ই মে, ২০১৬ রাত ৮:০৩
সাহসী সন্তান বলেছেন: সরকার আসলে কি চাচ্ছে সেই বিষয়টাই বুঝতাছি না! তারা কি চাচ্ছে যে আমরা ব্লগিং করা বাদ দিই? গত কয়েকদিন আগে বিবিসি বাংলার এক সংবাদে শুনলাম, বিটিআরসির একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার স্বত্তে বলেছেন যে, তারা শুধুমাত্র সেই সব আইএসপি এবং ইউআরএল গুলো বন্ধ করে রাখছে যেগুলো দিয়ে মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হচ্ছে! এবং অনলাইনে একটা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে!
কিন্তু আমার প্রশ্ন, তার জন্যতো ব্লগ মডারেশন রাখা আছে? বিটিআরসি এভাবে মুখস্ত আইএসপি গুলো বন্ধ না করে সামুর সাথে যোগাযোগ করে তাদেরকে তো একটা দিক নির্দেশনা দিতে পারতো যে, আপনারা এই সকল আইএসপি গুলো বন্ধ করে রাখেন? কারণ এগুলো দেশে একটা সমস্যার সৃষ্টি করতে চাচ্ছে? এখন এইগুলো যদি সরকারি ভাবে বন্ধ রাখা হয়, তাহলে সামু বেতন দিয়ে মডারেটর রাখছে কেন?
গতকাল বিবিসির সান্ধ্য অধিবেশনে জানতে পারলাম, সরকার নাকি সামুর কাছে আয়-ব্যায়ের হিসাব চাইছে? বড়ই আচানক কথা? কত হোমড়া চোমড়ারা পার পেয়ে যাচ্ছে, তাদের কোন সম্পত্তির হিসাব নেওয়া হচ্ছে না। অথচ একটা সামান্য অনলাইন নিউজের আয়-ব্যয়ের হিসাব দিতে হবে? তাও সেটার জন্য সামুর কর্তৃপক্ষের সাথে যোগাযোগ না করে এভাবে ইউআরএল বন্ধ করে রাখাটা কতটা যুক্তি সঙ্গত মাথাতেই ঢোকে না! এর জন্য কিছু সাধারন ব্লগাররা যে অসুবিধায় পড়ছে সেটা কি সরকার জানে?
পরিশেষে সরকারের কাছে অনুরোধ করবো, সামু নিয়ে এভাবে জল ঘোলা না করে বিষয়টা দ্রুত পরিষ্কার করুক? আর না হলে সরাসরি বলে দিক যে বাংলাদেশে কেউ ব্লগিং করতে পারবে না! আমরাও আর ব্লগিং করবো না!
৪| ১৮ ই মে, ২০১৬ রাত ৮:২৪
হাসান মাহবুব বলেছেন: বিশাল একটা ধাক্কা খেলাম। সম্ভাব্য সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্যে নিজেকে তৈরি করে রাখবো। খুব খারাপ লক্ষণ। খুবই।
৫| ১৮ ই মে, ২০১৬ রাত ৮:৫২
অগ্নি সারথি বলেছেন: লক্ষনটা ভাল ঠেকছে না!
৬| ১৮ ই মে, ২০১৬ রাত ৮:৫৪
সোজোন বাদিয়া বলেছেন: স্বৈরাচার সবদেশে সবকালেই জনগণের মতামতকেই সবচেয়ে বেশি ভয় করে এবং এটিকেই সবার আগে নিয়ন্ত্রণ করতে চায়। এবং তাদের আর একটি অপরিহার্য বৈশিষ্ট্য হলো অসততা এবং চালাকি। তাই যখন সরকারি আমলারা দুই সপ্তাহেও তাদের পদক্ষেপ এবং কারণ জানায় না, সামনাসামনি আলোচনা করারও সদিচ্ছায় বালি দেয়, একবার বলে যে আদালতের নির্দেশ, আবার বলে যে আদালতের নির্দেশ দেখানো যাবে না, তখন অবাক হবার কিছু নেই।
সরকার মূলোর লোভ এবং মুগুরের ভয় দেখিয়ে, সামু পরিচালকবৃন্দকে দিয়েই তাদের মুগুড় ঘোরাতে চাইবে। সেটিই তাদের জন্য সবচেয়ে সুবিধাজনক। এরই সাথে সরকারের তাঁবেদার যেসব ব্লগার আছেন তাঁরাও ঝাঁপিয়ে পড়বেন সরকারের পছন্দনীয় নিয়ন্ত্রণ আরোপের জন্য। - এগুলি তো চোখ বন্ধ করেই বলা যায়।
আমার মনে হচ্ছে সামু একটা ঐতিহাসিক সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। কঠিন সময় নিঃসন্দেহে। আশা করব ইতিহাসের অগ্রযাত্রার দিকে তাকিয়ে সামু কর্তৃপক্ষ দৃঢ় পদক্ষেপে উচিত সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন।
৭| ১৮ ই মে, ২০১৬ রাত ৯:০৮
মোটা ফ্রেমের চশমা বলেছেন: মগের মুল্লুক আরকি। অযথা অজুহাত দেখিয়ে সামুকে চুপ করানোর চেষ্টা করা হচ্ছে।
৮| ১৮ ই মে, ২০১৬ রাত ৯:২৬
সার্কাসের উট বলেছেন: দেখতে চাচ্ছিলাম কে প্রথম কাদা ছোড়াছুড়ি শুরু করে
মুহতারাম মার্শাল রশিদ, ছাগু এই ব্লগে কাকে ডাকা হয় জানেন না ভাল করে অথবা আপনার ছোট্ট সুন্দর একটা লেজ আছে।
৯| ১৮ ই মে, ২০১৬ রাত ৯:৩৬
সাইয়িদ রফিকুল হক বলেছেন: অত্যবিশালন্ত সতর্কতা ও বুদ্ধিমত্তার সঙ্গে এই পরিস্থিতি মোকাবেলা করতে হব। বাংলাদেশের ব্লগগুলোর মধ্যে ‘সামহোয়ার ইন ব্লগ’ শুধু সর্ববৃহৎই নয়---এটি ধর্মীয় উস্কানিমূলক লেখাপ্রকাশ থেকে সবসময় বিরত। তাই, এর চিন্তার কোনো কারণ নাই। তবে ব্লগ-কর্তপক্ষের কাছে অনুরোধ: পরিস্থিতি যতই জটিল হোক না কেন তা সতর্কতার সঙ্গে ঠাণ্ডামাথায় নিয়ন্ত্রণ করতে হবে।
দীর্ঘজীবী হোক আমাদের সামহোয়ার ইন ব্লগ।
সম্মানিত ব্লগ-কর্তৃপক্ষকে ধন্যবাদ।
১০| ১৮ ই মে, ২০১৬ রাত ৯:৫০
রুদ্র জাহেদ বলেছেন: খারাপ খবর।আমাদের প্রিয় সামুকে নিয়ে এসব কি হচ্ছে
১১| ১৮ ই মে, ২০১৬ রাত ৯:৫৪
সার্কাসের উট বলেছেন: এত ভয় পাওয়ার কিছু নাই। এটা আমলাতান্ত্রিক জটিলতা ছাড়া কিছু না। সামুর কর্ণধারদের খানিক দৌড়াদৌড়ি করতে হবে আরকি।
১২| ১৮ ই মে, ২০১৬ রাত ১০:১৩
ক্লাউড বলেছেন: খুবই হাস্যকর বক্তব্য বিটিআরসির। আদালত নির্দেশনা দিলো, কবে দিল, কার বিরুদ্ধে দিলো এবং কেউ জানলো না, এতকিছু একসাথে হয় কি করে?
আরেকটা শাহবাগের জমায়েতের রিস্ক নিতে চায় নাকি সরকার? হেফাজত আর ব্লগারদের মধ্যে অনেক পার্থক্য আছে এটাও জেনে রাখা দরকার।
১৩| ১৮ ই মে, ২০১৬ রাত ১০:৩০
সার্কাসের উট বলেছেন: ক্লাউড ভাই, শাহবাগ তার মৌলিকতা হারিয়েছে ২০১৩ সালেই, তখনও সেটা সরকারের জন্য ঝুকি ছিলনা, কারণ দুইদিনের ভেতর তারা সেটা অলিখিতভাবে দখল করে নিয়েছিল। মাহমুদুর রহমান সারা দেশে একটা ভুল ধারণা ছরিয়ে দিয়ে গেছে যে ব্লগার মানেই নাস্তিক। অথচ উগ্রপন্হী কোন ব্লগারই এখন আর এখানে নেই।
১৪| ১৮ ই মে, ২০১৬ রাত ১০:৫৫
ইমরান নিলয় বলেছেন: অবশেষে গতকাল রাত থেকে ঢোকা যাচ্ছে।
১৫| ১৮ ই মে, ২০১৬ রাত ১১:৪০
আশরাফুল ইসলাম (মাসুম) বলেছেন: কে কখন সামুর কোন পোস্ট নিয়ে আদালতে রিট করলো তা সামু জানেনা কেনো?আদালত সরাসরি সামুকে কিছুই বললোনা কেনো?
১৬| ১৮ ই মে, ২০১৬ রাত ১১:৫২
জেন রসি বলেছেন: যদি খারাপ কিছু হয় তবে তীব্র আন্দোলন গড়ে তোলার প্রস্তুতি নিতে হবে।
১৭| ১৯ শে মে, ২০১৬ রাত ১২:১৪
অপু তানভীর বলেছেন: বন্ধ করে দিবা না তো ??
১৮| ১৯ শে মে, ২০১৬ রাত ১২:১৬
*কুনোব্যাঙ* বলেছেন: কি আর করা, খাজাবাবার দরবারে কেউ ফিরে না খালি হাতে। এবার সামুর পালা....
১৯| ১৯ শে মে, ২০১৬ সকাল ৯:৪২
আবু শাকিল বলেছেন: কী-বোর্ডের চাপা কান্না !!
২০| ১৯ শে মে, ২০১৬ সকাল ৯:৫৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন: সকলেরই আইনের প্রতি শ্রদ্ধা থাকা উচিত!
বিটিআরসি আইনের উর্ধ্বে নয়।
২১| ১৯ শে মে, ২০১৬ সকাল ১০:৩৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সামুর কণ্ঠরোধ করার পাঁয়তারা চলছে । যে কোন সময় বন্ধ করে দিতে পারে ।
আমাদের এখনি একটা কিছু করা দরকার ।
২২| ১৯ শে মে, ২০১৬ দুপুর ১২:২২
ক্লাউড বলেছেন: @ সার্কাসের উট, হেফাজতীদের জমায়েতের কথা বলিনাই। ব্লগারদের আবার জমায়েতের কথাই বলছি। তখন অবশ্য অল্প কয়দিন পরেই শাহবাগ হয়ে গেছিলো রাজনীতির মারপ্যাচের অপর নাম। দাবী করলো তারা, কালার হইলো কারা আর মধু খাইলো কে এটা সবাই ব্জহে। হেফাজতীরা বুঝল্লো নাকি না বুঝলো তাতে আমার মাথা ব্যথা নাই। মাহমুদুর রহমানের তেমন কিছু আমি ফলো করি নাই, আমার দেশে তেমন চোখ বুলাই নাই। তাই এত কিছু সেভাবে জানিও না। দিগন্ত টিভিও থাকবে, ৭১ টীভিও থাকবে। একেকটা একেকদলের দালালী করবে, করুক। আমি কি করলাম সেটা আমার বুদ্ধি বিবেচনা আর বিবেকের উপরেই নির্ভর করবে। ব্লগাররা এক্টিভ না, কিন্তু এই ব্লগাররা কিন্তু কখনো একেবারে চুপ হয়ে যাবার মত বা নিস্ক্রিয় হয়ে যাবার মত না। প্রয়োজন পরলে দাড়িয়েও যাবে।
২৩| ১৯ শে মে, ২০১৬ দুপুর ১২:৫৯
সাদা মনের মানুষ বলেছেন: শংকিত বোধ করছি
২৪| ১৯ শে মে, ২০১৬ দুপুর ১:৪০
মুখ ও মুখোস বলেছেন: বন্ধ করুক। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে যাওয়ার মত যোগ্যতা এই দেশীয় ব্লগাররা রাখে।
২৫| ১৯ শে মে, ২০১৬ দুপুর ১:৫৭
আমি রিয়াজ বলছি বলেছেন: আমি আশা করব ব্লগিং এর নামে ইসলাম ধর্মকে নিয়ে কটুক্তি মূলক এবং অবমাননাকর লেখা যাতে পাবলিশ না করা হয়।
২৬| ১৯ শে মে, ২০১৬ দুপুর ২:১১
সার্কাসের উট বলেছেন: একটা কমেন্টের স্ক্রিনসট দেখেন [মডু এবং সবাই]
এই পোস্টে-http://www.somewhereinblog.net/blog/SyeedRafiqulHaque/30134810
এরকম লোক ব্লগে থাকলে ব্লগ তো বন্ধ হবেই। আমাদের সবচেয়ে বড় অর্জন, মুক্তিযুদ্ধ নিয়ে এরকম মন্তব্য কিভাবে হজম করি, বলেন?
২৭| ১৯ শে মে, ২০১৬ দুপুর ২:১৮
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
খারাপ খবর।
মনে হয় সামুতে সরকার কিংবা আমলাদের চুলকানি আছে।
২৮| ১৯ শে মে, ২০১৬ দুপুর ২:২১
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
সরকার সংবাদ মাধ্যমের মতো সামুকে হাত করতে চাইছে।
কারন এই সরকার বাকস্বাধীনতাকে ভয় পায়। না হলে এরকম করার কথা নয়।
২৯| ১৯ শে মে, ২০১৬ দুপুর ২:৪৮
নুর ইসলাম রফিক বলেছেন: আইনি জটিলতা কাটিয়ে উঠে সামু আবার পূর্ণতা পাক, হোক আগের চেয়েও প্রাণবন্ত।
২০০০০০ ব্লগারের পরিবার সামু ভাল থাকুক।
সামুর পরিবারের জন্য অনেক অনেক শুভ কামনা।
৩০| ১৯ শে মে, ২০১৬ বিকাল ৪:০৯
তাসলিমা আক্তার বলেছেন: গঠন মুলক সমালোচনার মত মানসিকতা আর নাই। কিছু লিখতে গিয়েও মেজাজ খারাপ হচ্ছে। জেন রসির সাথে একমত।
৩১| ১৯ শে মে, ২০১৬ বিকাল ৫:০১
পলাশমিঞা বলেছেন: আইপি এড্রেস ব্লক করা যায়, আগেও জানতাম এখনো জানি কিন্তু কতজন হা হা করে হেসে বলেছিল আমার মাথায় সমস্যা।
৩২| ১৯ শে মে, ২০১৬ বিকাল ৫:১৫
পাজল্ড ডক বলেছেন: অনেক দিন পরে টর দিয়ে ঢুকলাম; হঠাৎ করে বন্ধ করে দিলে মিডিয়ায় কথা উঠবে, তাই হাইকোর্ট দেখিয়ে, ভুংভাং বলে আস্তে আস্তে বন্ধ করছে, তাতে সাপও মরবে লাঠিও ভাংবে না।
৩৩| ১৯ শে মে, ২০১৬ বিকাল ৫:৫৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: অশনি সংকেত!!!!
নগর পুড়লে দেবালয় রক্ষা পায় না! সামুতে কি সেই চাপই বোধ হচ্ছে????
ভালয় ভালয় সব কেটে যাক।
ব্লগাররা কিভাবে তাদের লেখার ব্যাকআপ রাখতে পারে মডারেশন এ ব্যাপারে কি কোন হেল্প করবেন !!!!??
৩৪| ১৯ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:২৪
তারেক ভূঁঞা বলেছেন: সরকারের এসব নাটক আর ভাল্লাগে না ।
৩৫| ১৯ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:৩৯
সুন্দরবনের ভেড়া বলেছেন: কি করেছি যে আমাকে ব্যান করা হল?
সামু ব্যন হলে সবার আগে মানববন্ধন করতে আমিই যেতাম।
মডু
৩৬| ২০ শে মে, ২০১৬ সকাল ১০:৫৫
কল্লোল পথিক বলেছেন: অশনি সংকেত!
এ ভাবেই একদিন আমাদের টুটি চেপে ধরা হবে।
৩৭| ২০ শে মে, ২০১৬ বিকাল ৫:২৯
সাদা মনের মানুষ বলেছেন: দুপুরের পরে বেশ কিছুক্ষণ ব্লগ বন্ধ থাকায় আমি বেশ চিন্তিত হয়ে পড়েছিলাম।
৩৮| ২১ শে মে, ২০১৬ ভোর ৫:৪৯
এখওয়ানআখী বলেছেন: সরকারের কাছে অনুরোধ করবো, সামু নিয়ে এভাবে জল ঘোলা না করে বিষয়টা দ্রুত পরিষ্কার করুক? আর না হলে সরাসরি বলে দিক যে বাংলাদেশে কেউ ব্লগিং করতে পারবে না! --যথার্থ
৩৯| ২১ শে মে, ২০১৬ সকাল ১১:১৯
দিনাজপুরিয়া বলেছেন: কয়েকদিন থেকে ঢুকতেঈ পারছি না। যাক ঢুকতে পেরেছি। সব ভালোয় ভালোয় কেটে যাক এই প্রত্যাশা।
৪০| ২১ শে মে, ২০১৬ দুপুর ১২:৪৩
বিডি আইডল বলেছেন: অবৈধ, অনির্বাচিত, স্বৈরাচারী যেকোন সরকারই চাইবে সব ধরণের মুক্ত চিন্তার প্রকাশকে বন্ধ করতে। একাধিক পত্রিকা, ব্লগ বন্ধ করা হয়েছে গত ৫-৬ বছরের মধ্যে। ফেসবুকে, ব্লগে লিখে হেনস্তার স্বীকার হয়েছে অসংখ্য জন।
অবৈধ ফ্যাসিস্ট সরকারের এই ধরণের আচরণে প্রতিবাদ এবং ঘৃণা জানাই।।
৪১| ২১ শে মে, ২০১৬ বিকাল ৫:২৮
বিজন রয় বলেছেন: এদেশে আরো অনেক কিছু দেখতে হবে।
৪২| ২২ শে মে, ২০১৬ দুপুর ১২:২৫
বন্দী কন্ঠস্বর। বলেছেন: মুক্তমনা, সামহোয়ারইন ব্লগ, সচলায়তন এই ব্লগগুলোর জন্ম বিগত বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোট সরকারের সময়ে।
সেই সময় এই ব্লগগুলোতে বিএনপি এবং তার শরীক দলগুলোকে যে ভাষায় আক্রমণ করা হতো এবং যেসব নোংরা কার্টুন ও ফটোশপ করা মেটেরিয়াল প্রকাশ করা হতো তা বিবমিষা জাগানোর মত। কিন্তু বিএনপি নেতৃত্বাধীন সরকার সেই সময় কোন ব্লগকেই বন্ধ করে দেয়নি।
তারপরও এই ব্লগগুলোতে সেই সময় থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত বিএনপি সরকারকেই বলা হয়েছে ফ্যাসিস্ট সরকার আর আওয়ামী লীগকে বলা হয়েছে মুক্তমনা সরকার, বাক স্বাধীনতার পক্ষের সরকার।
এই ব্লগগুলোর হর্তা-কর্তাদের দাবী, আবেদন, আবদারের কারণেই আমার দেশ পত্রিকা বন্ধ করে মাহামুদুর রহমানকে জেলে ভরা হয়েছে, বর্ণমালা, সোনার বাংলা ব্লগসহ অসংখ্য ব্লগ বন্ধ করে দেয়া হয়েছে। মুক্তমনা, সামহোয়ারইন ব্লগ, সচলায়তন ব্লগে দেশে চলমান গুম-খুন বিষয়ে কোন লেখা প্রকাশ করলেই ইউজারকে ব্লক করে দেয়া হত। এরা এতটাই একনিষ্ঠভাবে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে সমর্থন দিয়ে গেছে!
নিয়তির পরিহাস! আজ তাদের প্রিয় শেখ হাসিনা এবং তাদের প্রিয় মুক্তিযুদ্ধের চেতনার সরকারই তাদের ব্লগগুলো ব্লক করে দিয়েছে!
ফ্যাসিস্টদের এটাই নিয়ম এবং ফ্যাসিস্টদের পা-চাটা প্রানীদের এটাই পরিনতি।
তারপরও আমি কোন প্রাণীরই ক্ষতি চাই না। এবং সার্বিকভাবে বাক স্বাধীনতার পক্ষে। তাই আমাকে জেলে পাঠিয়ে যেসব ব্লগাররা আনন্দে উদ্বাহু নৃত্য করেছিল, তাদের বাক স্বাধীনতা কেড়ে নেবার প্রতিবাদ করছি।
অবিলম্বে বর্ণমালা, সোনার বাংলা ব্লগসহ মুক্তমনা, সামহোয়ারইন ব্লগ, সচলায়তন ব্লগ এবং অন্যান্য ব্লক করে দেয়া ব্লগ খুলে দেয়া হোক।
Akm Wahiduzzaman পোষ্ট থেকে।
৪৩| ২২ শে মে, ২০১৬ দুপুর ১২:২৫
এম এম ডি এফ বলেছেন: নগর পুড়লে দেবালয় রক্ষা পায় না! সামুতে কি সেই চাপই বোধ হচ্ছে????
ভালয় ভালয় সব কেটে যাক।
ব্লগাররা কিভাবে তাদের লেখার ব্যাকআপ রাখতে পারে মডারেশন এ ব্যাপারে কি কোন হেল্প করবেন !!!!?? If you want to know more just visit the link below :
http://www.prothom-alo.com/bangladesh/article/866011/
৪৪| ২২ শে মে, ২০১৬ রাত ১০:২৮
কালনী নদী বলেছেন: এটা অন্যায়, এটা নির্ভুদ্ধিতা। আইনী লড়াই লড়ে যান! গরীবদের হয়ে আপনাদের পাশেই আছি পাশেই থাকবো। অন্যায়কে কখনও মেনে নিতে পারি না। জালিমদের অন্যায়ের শোধ একদিন হবেই। এটা চক্রান্ত এটা একটি আক্রমণাত্নক মনোভাব। পরিচালকমন্ডলিদের প্রতি আমার আন্তরিক ভালোবাসা রইল আমাদের হয়ে লড়ার জন্য। তবে পাসওয়ার্ড রিসেট ব্যাপারটা না করলে ভাল হত, চাঁদগাজী ভাইয়ের মতন মেধাবী লেখকের শূন্যতা অপূরনীয়। আমি আশা করি চাঁদগাজী ভাই আবার আমাদের মধ্যে ফিরে আসবেন।
আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকায় সামুকে আন্তরিক অভিনন্দন! সবাইকে ধৈহ্যের সাথে সমস্যাটি মোকাবেলা করতে হবে। ইনশাহআল্লাহ্ --- সবাই সুস্থ্য থাকেন আর ভালো থাকেন, নিরাপদে থাকেন।
৪৫| ২৩ শে মে, ২০১৬ সকাল ৭:২৭
প্রন্তিক বাঙ্গালী বলেছেন: আমাদের মুক্ত স্বাধীনতায় হস্তক্ষেপ করাটা কখনো উচিত নয় সরকারের।
অসামাজস্য লেখা গুলো মুছে দেয়াই / প্রকাশ না করাই ভাল।
৪৬| ২৩ শে মে, ২০১৬ সকাল ৮:৪৯
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ১৬ই জুন ১৯৭৫ সালে যেন কি হইছিল!!!
৪৭| ২৩ শে মে, ২০১৬ দুপুর ১২:১২
রেজওয়ান26 বলেছেন: কি হলো সামুকে আগের মত ব্লগার বান্ধব মনে হয় না। কি জানি কিসের চাপে আছে সামু? সামু অনেক ব্লগ বন্ধ করে দিয়ে হয়তো সেই চাপ সামলানোর চেষ্টা করছে তবে সেটা সঠিক পথ নয় বলেই মনে হয়। তাতে সামু তার সৌন্দর্য হারাবে। অনেকে বলছেন আস্তিক-নাস্তিক ইস্যূতে এই সমস্যা হয়েছে যদি তাই হয় তবে তো যে সব ব্লগে শুধু ধর্মীয় সমালোচনা করা হয় সেগুলো আগে বন্ধ হওয়া উচিত ছিল। আমার কাছে সামু এমন একটি ব্লগ সাইট যেখানে সকল শ্রেনীর মানুষ ঢুকতে পারে। এরকম ব্লগ আর দুটি নেই।
আমি একজন সেফ ব্লগার হওয়া সত্ত্বেও আগষ্ট-১৫ থেকে আমার লেখা প্রথম পাতায় যায় না। এর একটি সমাধান আমি সামু কর্তৃপক্ষের কাছে আশা করছি।
৪৮| ২৩ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:২৯
মো:দেলোয়ার হোসেন বলেছেন: আজ অটোমেটিক আমার পাসওয়ার্ড পরিবর্তন করত্র নোটিস দিল সামু।
৪৯| ২৩ শে মে, ২০১৬ রাত ৮:৪৮
Md SaRower HosSain বলেছেন: সামু নিজেই বাকস্বাধীনতাকে ভয় পায়। না হলে এরকম করার কথা নয়। আমার অন্য আইডি ব্যন করেছে । চল পাখি ব্লগ টা
©somewhere in net ltd.
১| ১৮ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:১১
জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: ব্লগার হিসাবে অনেক হেনেস্তার স্বিকার হয়েছি।আশা করি এবার এবার বুঝবেন কত ধানে কত চাল।