নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নোটিশবোর্ড

নোটিশবোর্ড

নোটিশবোর্ড

নোটিশবোর্ড

নোটিশবোর্ড › বিস্তারিত পোস্টঃ

ঐতিহাসিক জয়! অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট দল।

৩০ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৫:৩৫

যাদের হাত ধরে ক্রিকেট খেলার প্রচলন, যাদেরকে বলা হয় বিশ্ব ক্রিকেটের সবচেয়ে অভিজাত ক্রিকেট দল, সেই ইংল্যান্ড দলকে আজ পরাজিত করল বাংলাদেশের ক্রিকেট দল। এটা নিঃসন্দেহে আনন্দের, গর্বের এবং ঐতিহাসিক। ওয়ানডে ক্রিকেটে বড় দলগুলোর বিপক্ষে বিভিন্ন সময়ে বাংলাদেশের জয়কে অনেকেই বলেছেন, দূর্ঘটনা বা ফ্লুক। কিন্তু গত কয়েক বছরের ধারাবাহিক নৈপূন্য সমালোচকদের সেই মুখ বন্ধ করে দিয়েছে। দীর্ঘদিন পরে টেস্ট ম্যাচ খেলতে গিয়ে বাংলাদেশ কিছুটা খর্ব শক্তি নিয়েও যে নৈপূন্য প্রদর্শন করেছে তাতে এটা নিশ্চিত যে আমাদের ক্রিকেট বিশ্বের অন্য বড় দলগুলোর সাথে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছে। আমাদেরকে ছোট করে দেখার সুযোগ এখন আর নেই।

এই দেশের মানুষ ক্রিকেট ভালোবাসে। জয় পরাজয় সকল ক্ষেত্রেই আমাদের দর্শকরা আমাদের ক্রিকেট দলের পাশেই ছিলো। তাদের ক্রমাগত উৎসাহ, অনুপ্রেরণা এবং ভালোবাসার ফল এখন আমরা দেখতে শুরু করেছি। তাই দীর্ঘদিন পর টেস্ট ক্রিকেট খেলতে নেমে এই জয় বাংলাদেশ ক্রিকেটের জন্য এক ঐতিহাসিক মাইল ফলক।

বাংলাদেশ ক্রিকেট দলের এই জয়ের মুহুর্তে বাংলাদেশ ক্রিকেট দলকে সামহোয়্যারইন ব্লগের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তাদের প্রতি কৃতজ্ঞতা শত সমস্যার মাঝেও ১৬ কোটি মানুষকে একটু নির্ভার হাসির উপলক্ষ করে দেয়ার জন্য।

মন্তব্য ৩৬ টি রেটিং +১৬/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৫:৪৪

জুন বলেছেন: অভিনন্দন বাংলাদেশের টাইগারদের জন্য

২| ৩০ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:০৯

সাহসী সন্তান বলেছেন: অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট টিমকে! আসলে এই মূহুর্ত্বে কি লিখবো সেটা ঠিক বুঝে উঠতে পারছি না! তবে কর্তৃপক্ষকে অনুরোধ করবো, পোস্টের শুরুতে যেন এই ছবিটাকে সম্মান সরুপ রাখা হয়-


ধন্যবাদ!

৩| ৩০ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:২৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: অভিননন্দন!!!!!!!!!!!!!

ইয়াহু.................................

১০৮ রানের বি-শা-ল ব্যবধান..............

ক্রিকেটের ৩ মোড়লের অন্যতম -- ঘায়েল,
অন্যটােতা ভয়েই আসেনি ;)

একটা বিজয় ১৬ কোটি হৃদয়ে আনন্দ :)

৪| ৩০ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:২৯

ডঃ এম এ আলী বলেছেন: অভিনন্দন বাংলাদেশের এই টাইগারদের জন্য। তাঁরা দেশকে করেছেন গর্বিত ।

৫| ৩০ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৩২

ক্লে ডল বলেছেন: ইয়াহহুউউউ!!!

অভিনন্দন টাইগারদের!! !:#P !:#P

৬| ৩০ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৪

শরতের ছবি বলেছেন:


salute জানাই পুরো দল কে ।

অহঙ্কার যদি পতনের কারণ হয় আজ তা দেখতে চেয়েচিলাম । বেন স্টোকের মুখটা দেখতে কেমন হয় সেটা দেখা এই মুহূর্তে আমার সব থেকে বড় প্রাপ্তি ।
আমাদের তাসকিন ,রুবেল ,আলামিন ছাড়া ও জিতাটা সব চাইতে বড় পাওয়া হল ।

বাংলাদেশ ১ম ইনিংসে ২২০ রান করার পর আউট হয় তখন প্রথম আলো এক খবরের হেড লাইনকরে এই ব্যাটিং এর ব্যাখ্যা কি ? এখন প্রথম আলোর উচিৎ বাংলাদেশ কে জিজ্ঞেস করা ১০৮ রানে জিতার ব্যাখ্যা কি ? ইংল্যান্ডের এই হারেরই বা ব্যাখ্যা কি ?আসলে এর ব্যাখ্যা হল --ব্যাখ্যা নেই ।আপনি খেলুন তখন ব্যাখ্যা আপনা আপনি বেরিয়ে আসবে ।

৭| ৩০ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৮

রমজান আহমেদ সিয়াম বলেছেন: অনেক অনেক অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট দলকে ৷ অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ৷
ইংল্যান্ডের বিপক্ষে ১০৮ রানের জয় বিশাল ব্যবধানে টেস্ট ম্যাচ জয় ইয়াহু! ইয়াহু!

৮| ৩০ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:০৮

হাসান মাহবুব বলেছেন: এত ভালো লাগছে! এত গর্ব হচ্ছে! এত সম্মানিত বোধ করছি! এত আত্মবিশ্বাস অর্জন করছি!

তুলনাহীন অনুভূতি!

৯| ৩০ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৯

লিযেন বলেছেন: জিওফ বয়কটরে খুজতে আছি!
কিন্তু লাগুর পাইতেছিনা !
কেউ পাইলে আওয়াজ দিবেন PLZ!!!

১০| ৩০ শে অক্টোবর, ২০১৬ রাত ৮:৩২

পরিবেশ বন্ধু বলেছেন: অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট দল্পকে । এ আনন্দ গোটা বাঙালি জাতীর গৌরব । শুভেচ্ছা টাইগার্স ।

১১| ৩০ শে অক্টোবর, ২০১৬ রাত ৮:৫৮

সাদা মনের মানুষ বলেছেন: আমার কাছে পুরোটাই অবিশ্বাস্য মনে হচ্ছে, বিসগেষ করে ওদের উদ্বোধনী জুটির এতোটা দৃঢ়তা দেখানোর পর.......অভিনন্দন টিম টাইগার্স

১২| ৩০ শে অক্টোবর, ২০১৬ রাত ১০:২৯

রাফিন জয় বলেছেন: বলার কিচ্ছু নাই!
সকাল দিকে কিছুটা ভায়ে ছিলাম। পরে সারপ্রাইসড হয়ে গেলাম!
শুধুই অভিনন্দন টিম টাইগার্স কে!

১৩| ৩০ শে অক্টোবর, ২০১৬ রাত ১০:৪২

মুহাম্মাদ শায়েস্তা খান বলেছেন: সাবাশ বাংলাদেশ। ধৈযৃ ধরে কড়া নাড়তে থাকো দ্বার এক সময় খুলবেই। পেশাদারি মনমানসিকতা তৈরী করো বিজয় হাতছানি দিয়ে ডাকছে বাবে বারে।

১৪| ৩০ শে অক্টোবর, ২০১৬ রাত ১০:৪৪

সামু পাগলা০০৭ বলেছেন: আন্তরিক অভিনন্দন জানাই বাংলাদেশ ক্রিকেট টিমকে। দেশবাসীকে আনন্দের জোয়াড়ে আরো একবার ভাসালো আমাদের দামাল ছেলেরা। সামনেও এভাবেই সবধরনের ক্রিকেটে উন্নতি অব্যাহত রাখব আমরা সে কামনাই করি।

১৫| ৩০ শে অক্টোবর, ২০১৬ রাত ১১:১০

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: কতটা ভালো লেগেছে তা’ এখনো পরিমাপ করে উঠতে পারিনি।

১৬| ৩১ শে অক্টোবর, ২০১৬ রাত ২:০৪

আলিয়া নূর বলেছেন: অভিনন্দন!

১৭| ৩১ শে অক্টোবর, ২০১৬ ভোর ৪:০৯

বিষন্ন পথিক বলেছেন: শ্রদ্ধা, সন্মান, ভালোলাগা, ভালোবাসা বাংলাদেশ ক্রিকেট দল

১৮| ৩১ শে অক্টোবর, ২০১৬ ভোর ৬:১১

সামিউল ইসলাম বাবু বলেছেন:
অনেক ভালোবাসা, শুভকামনা ও অভিনন্দন(BCB)।

১৯| ৩১ শে অক্টোবর, ২০১৬ সকাল ৮:১৬

আরজু পনি বলেছেন:
টাইগারদের জন্যে অনেক ভালোবাসা রইল।

২০| ৩১ শে অক্টোবর, ২০১৬ সকাল ১০:৩৩

মাকার মাহিতা বলেছেন: আমার অন্তরের গহীন থেকে সাকিব,মুসফিক,মিরাজ সহ ১১ জন খেলোয়াড় কে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
এগিয়ে যাও বাংলাদেশ।
এগিয়ে যাও টাইগার্স।
সাবাস বাংলাদেশ।

২১| ৩১ শে অক্টোবর, ২০১৬ সকাল ১১:১৮

অন্তু নীল বলেছেন: এই বিজয়ের অভিজান অব্যাহত থাকবে আশা করি।

অনেক অনেক অভিনন্দন.......আর স্যালুট ।

২২| ৩১ শে অক্টোবর, ২০১৬ সকাল ১১:৩৫

হাসান কালবৈশাখী বলেছেন:
অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট দলকে! অনেক আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ৷

বাংলাদেশ ক্রিকেটের পেছনের কিছু কথা নিয়ে আমার এই লেখাটা সবার পড়া উচিত।
যে কঠিন সংগ্রামে এসেছিল টেষ্ট স্ট্যাটাস ও বিশ্বকাপে খেলার অধিকার
view this link

২৩| ৩১ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৩:২৫

মোঃ মঈন উদ্দিন বলেছেন: অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট দলকে!

২৪| ৩১ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৫:৩১

বিদ্রোহী ভৃগু বলেছেন: [img|http://s3.amazonaws.com/somewherein/pictures/bidrohy/bidrohy-1477913474-ff392cd_xlarge.jpg

‘ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে ম্যাচে ঐতিহাসিক জয়লাভ করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন।’

সাকিব, স্টোকসের পর এবার স্যালুট দিলেন বাংলাদেশে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত মার্শা ব্লু বার্নিকাট।
ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে জয়লাভ করায় বাংলাদেশ ক্রিকেট দলকে সম্মানসূচক স্যালুট দেন তিনি।
সোমবার ইউএস অ্যাম্বাসি ঢাকার ভেরিফায়েড ফেসবুক পেজে স্যালুট দেয়া এ ছবি পোস্ট করেন তিনি
:)
স্যালুট সাকিব
দারুন মিষ্টি প্রতিশোধে :)

https://www.facebook.com/bangladesh.usembassy/

২৫| ৩১ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:২৮

খায়রুল আহসান বলেছেন: তাদের প্রতি কৃতজ্ঞতা শত সমস্যার মাঝেও ১৬ কোটি মানুষকে একটু নির্ভার হাসির উপলক্ষ করে দেয়ার জন্য -- একদম ঠিক কথা! বাংলাদেশ যখন খেলে, তখন বাংলার মানুষ সাময়িকভাবে তাদের সমস্যার কথা ভুলে যায়।
ক্রিকেটের ৩ মোড়লের অন্যতম -- ঘায়েল,অন্যটােতা ভয়েই আসেনি -- বিদ্রোহী ভৃগুর এ মন্তব্যটাতে (৩ নং) মজা পেলাম।
অহঙ্কার যদি পতনের কারণ হয় আজ তা দেখতে চেয়েচিলাম। বেন স্টোকের মুখটা দেখতে কেমন হয় সেটা দেখা এই মুহূর্তে আমার সব থেকে বড় প্রাপ্তি। আমাদের তাসকিন ,রুবেল ,আলামিন ছাড়া ও জিতাটা সব চাইতে বড় পাওয়া হল --
'শরতের ছবি'র এ মন্তব্যের সাথে আমি একমত।
বাংলাদেশ দলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। ইংল্যান্ড দলকেও আন্তরিক ধন্যবাদ, বিরূপ প্রচারণা সত্ত্বেও ক্রিকেট পাগল এ দেশটাতে সফরে আসার আমন্ত্রণ গ্রহণের জন্য। তাদের প্রতিটি খেলোয়ার এবং ক্রিকেট কর্মকর্তাকে এজন্য সাধুবাদ!

২৬| ৩১ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৪

ঠাকুরমাহমুদ বলেছেন: BANGLADESH VS ENGLAND
পৃথিবীখ্যাত ক্রিকেটদল ইংলেন্ড এর সঙ্গে বাংলাদেশ ক্রিকেটদলের বাঘে মহিষে লড়াই, লড়াইয়ের মাঠ ক্রিকেট, বেন স্টোকসের উইকেট পাওয়ার পরই সাকিব আল হাসানের স্যালুট প্রমান করে সাকিব আল হাসান নিজে একজন সম্মানিত ও বড় মনের মানুষ এবং এই স্যালুটের মাধ্যমে বাংলাদেশের ১৭ কোটি মানুষকে তিনি স্যালুট করে সম্মান করেছেন এবং নিজে সম্মান অর্জন করেছেন, আমরা বাংলাদেশের ১৭ কোটি মানুষ সাকিব আল হাসানের জন্য গর্বিত।

RESPECT সম্মান

“আপনি সবাইকে সম্মান করেন
কারণ -
আপনি নিজে একজন সম্মানিত ব্যাক্তি”

”YOU RESPECT EVERYONE
BECAUSE -
YOU ARE A RESPECTABLE PERSON TOO”

Courtesy By:
Mahmudur Rahman Thakur &
Emraan Thakur

২৭| ৩১ শে অক্টোবর, ২০১৬ রাত ৯:২৩

ধ্রুবক আলো বলেছেন: এই আনন্দ ভাষায় প্রকাশ করার মতন না, শুধুই উল্লাস জয়ের উল্লাস,

সত্যি যখন ১০০ রানেও কোন উইকেট যায়নি তখনও বিশ্বাষ করতে পারিনি বাংলাদেশ জিতবে, অবিশ্বাষ্য কঠিন একটা জয়,
অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট দলকে, গর্বিত আমি বাংলাদেশি, গর্বিত এই বিজয়ের সাক্ষী হতে পেরে।
গর্জে উঠো বাংলাদেশ..,,,,,

২৮| ০১ লা নভেম্বর, ২০১৬ রাত ৩:৪০

রক্তিম দিগন্ত বলেছেন:
শুরু হল আমাদের ক্রিকেটের এক নতুন অধ্যায়ের।

জিতেছে বলেই নয়, ইংরেজদের সাথে যেভাবে লড়াই করেছে প্রতিটা ম্যাচে - সেটাই তো নতুন অধ্যায়ের সূচনা।

আগের দুর্বল বাংলাদেশ এখন মৃত।
সবল বাংলাদেশ জন্মে উঠেছে।

আগে তিনদিন বাংলাদেশ টেস্ট হারতো। এখন তিনদিনে বাংলাদেশ টেস্ট জিততেও পারে। বাংলাদেশের সাথে টেস্ট মানেই প্রতিপক্ষের টেস্ট পরিসংখ্যানে একটা অটোমেটিক জয় - সেই দিন এখন আর নেই।


ক্রিকেটের মত সব ক্ষেত্রেই যদি দুর্বল বাংলাদেশটা মরে গিয়ে সবল বাংলাদেশ জন্মাতো - তাহলে আরো বেশি আনন্দিত হতাম।

২৯| ০১ লা নভেম্বর, ২০১৬ সকাল ৮:২৫

নিরাপদ দেশ চাই বলেছেন: স্যলুট টাইগার্স

৩০| ০১ লা নভেম্বর, ২০১৬ সকাল ৯:৩৫

বিজন রয় বলেছেন: গর্বিত।
হারলেও সাথে থাকি।

৩১| ০১ লা নভেম্বর, ২০১৬ সকাল ৯:৩৮

মাদিহা মৌ বলেছেন: আমি তো কেঁদেই ফেলছি …

৩২| ০১ লা নভেম্বর, ২০১৬ সকাল ৯:৪২

মাদিহা মৌ বলেছেন: আমি তো কেঁদেই ফেলছি …

তারপর এদের সাথে তাল মিলিয়ে স্যালুট দিয়েছি :)

৩৩| ০১ লা নভেম্বর, ২০১৬ সকাল ১০:০৯

মেহেদী রবিন বলেছেন: অবিস্মরণীয় মুহূর্ত

৩৪| ০১ লা নভেম্বর, ২০১৬ রাত ৯:৪০

আজাদী আকাশ বলেছেন: আমার লেখা কেন প্রথম পেজে আসেনা একটু জানাবেন প্লিজ!!!

৩৫| ১৬ ই নভেম্বর, ২০১৬ রাত ১১:২৭

মো হাসান তারিক বলেছেন: ওরা জিতলে জিতে যাই সারা দেশ। হারলে কি হারে শুধু ১১ জনই?? হার জিত ২টাই আমাদের গর্ব।

৩৬| ১৬ ই নভেম্বর, ২০১৬ রাত ১১:২৮

মো হাসান তারিক বলেছেন: ওরা জিতলে জিতে যাই সারা দেশ। হারলে কি হারে শুধু ১১ জনই?? হার জিত ২টাই আমাদের গর্ব।

৩৭| ০৯ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৪৭

ইয়াছিন ভুট্রো বলেছেন: অভিনন্দন। হার জিত নিয়েই আমরা খেলা দেখি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.