নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রিয় ব্লগার,
অষ্টম বাংলা ব্লগ দিবসের শুভেচ্ছা। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে, বাংলা ব্লগ মুক্ত মত প্রকাশের এক অনবদ্য সুযোগ সৃষ্টি করেছে। ব্লগ এবং ব্লগার একটি বিশেষ জায়গা করে নিয়েছে সামাজিক যোগাযোগে। গণতন্ত্র চর্চা এবং পরিচর্যায় দায়িত্বশীল ব্লগিং আমাদের সচেতনতা তৈরী করে যাচ্ছে এবং এই ধারা অব্যহত রাখতে বাংলা ব্লগ দিবস একটি বিশেষ ভূমিকা রাখতে শুরু করেছে।
২০০৯ সাল থেকে প্রতি বছর ১৯ শে ডিসেম্বর দিনটিকে বাংলা ব্লগ দিবস হিসেবে পালন করা হয়। বিগত বছরগুলোতে সামহোয়্যার ইন ব্লগের উদ্যোগে অন্যান্য বেশ কিছু বাংলা ব্লগ পরিমন্ডলের সাথে সংশ্লিষ্ট দায়িত্বশীল অ্যাডমিন ও ব্লগারের সম্মিলনে বাংলা ব্লগ দিবস উদযাপিত হয়েছে। দুঃখজনকভাবে গত দুবছর আমরা এই আয়োজন থেকে বিরত রয়েছি কেবল বাংলা ব্লগ এবং ব্লগারদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে।
মার্মান্তিক বিষয় হচ্ছে দেশে সামগ্রিকভাবে ঠিক যে সময়টিতে ইন্টারনেট ব্যবহারের সুযোগ কিছুটা সহজ ও দ্রুত হতে শুরু করেছে, মানুষ ইন্টারনেট থেকে শিক্ষা, যোগাযোগ, তথ্য সংগ্রহ এবং ব্যবসায় সহ দৈনন্দিন জীবনে নানাবিধ দরকারী বিষয়ে ইন্টারনেট নির্ভর হতে শরু করেছে এবং বাংলা ব্লগের প্রয়োজন, কার্যকারীতা এবং গুরুত্ব ক্রমশঃ জনেজনে ছড়িয়ে যাচ্ছে, ব্লগ এবং ব্লগার তার আপন শক্তি প্রমাণ করতে শুরু করেছে ঠিক সেই সময়েই নির্দিষ্ট একদল চুড়ান্ত মূর্খ, ধূর্ত, হীন স্বার্থান্বেষী, ব্লগের সৎ শক্তির বিরুদ্ধে পৈশাচিক নির্যাতন শুরু করে, নির্মমভাবে একের পর এক হ্ত্যাকান্ড চালায়। ব্যক্তিগত এবং দলীয় মাধ্যমে শুরু হয় ব্লগ এবং ব্লগার শব্দ দু'টি প্রতি ঢালাওভাবে অবর্ননীয় অপপ্রচার এবং বাংলাদেশের সাধারণ ও নিরিহ ধর্মপ্রাণ মানুষের মনে 'ব্লগার' সম্পর্কে বিরূপ ধারণা তৈরী করে। ব্লগার নিরাপত্তাহীন হয়ে পড়ে। কাজেই, এই বছরও একই কারণে ব্লগ দিবসের কোন অনুষ্ঠান আমরা আয়োজন করছি না।
২০০৫ সাল থেকে বাংলা ব্লগের মাধ্যমে ব্লগারদের স্বদেশ, জাতীয় স্বার্থ, কৃষ্টি-সংস্কৃতি ও মানবাধিকারের চর্চা, কুসংস্কার এবং যাবতীয় সামাজিক অন্ধকারের বিরুদ্ধে জোরালো অবস্থান এবং সক্রিয়তা সমাজে যে বিশেষ ইতিবাচক সংযুক্তি এনেছে তা লক্ষনীয়। আমাদের দেশে, আমাদের সমাজে বাংলা ব্লগ নিয়ে যে অপপ্রচার এবং অপব্যাখ্যার চেষ্টা রয়েছে তার অবসান হবেই। হয়তো কিছুটা সময় দরকার। আমাদের মানে রাখা দরকার যে, মিথ্যাচার ক্ষণস্থায়ী এবং সত্যের জয় অনির্বার্য্য ও অক্ষয়।
বিশ্বজুড়ে শান্তি, সত্য এবং কল্যাণ প্রতিষ্ঠা পাক। মঙ্গলময় হোক সকল জীবন।
সবাইকে অষ্টম বাংলা ব্লগ দিবসের শুভেচ্ছা।
শুভ ব্লগিং।
২| ১৮ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩১
সাদা মনের মানুষ বলেছেন: আমার মনে হয় ছোট পরিসরে হলেও কিছু একটা আনুষ্ঠানিকতা, কিংবা ব্লগে লেখার মাধ্যমেই ছড়া, কবিতা, গল্পের একটা প্রতিযোগিতা হলেও দিনটাকে উৎযাপন করা হত। বাংলা ব্লগের আজ বড় দুর্দিন।
৩| ১৮ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩২
চাঁদগাজী বলেছেন:
ব্লগ দিবসের শুভেচ্ছা ।
ব্লগিং বাংলাদেশে এক বিশেষ জেনারেশনের সৃস্টি করেছে, এরা ভাবনা ও প্রকাশের দিক থেকে অনেক অনেক দক্ষ।
৪| ১৮ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৩
সাদা মনের মানুষ বলেছেন: আমার মনে হয় ছোট পরিসরে হলেও কিছু একটা আনুষ্ঠানিকতা, কিংবা ব্লগে লেখার মাধ্যমেই (ছড়া, কবিতা, গল্প) দিয়ে একটা প্রতিযোগিতা হলেও দিনটাকে উৎযাপন করা যেত। বাংলা ব্লগের আজ বড় দুর্দিন।
৫| ১৮ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৩
জাহিদ হাসান বলেছেন: আজকে প্রায় পাচঁ বছর সামু ব্লগে ব্লগিং করছি।
কি অপরাধে আমাকে এতদিন ধরে জেনারেল করে রাখা হয়েছে,বুঝিনি।
অনেকদিন কোন পোষ্ট প্রথম পাতায় যায় না।
প্লিজ,আমাকে সেফ করে দিন। নতুবা অনেক পুরনো ব্লগারের
মত আমিও ব্লগ ছেড়ে চলে যেতে বাধ্য হব।।
৬| ১৮ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৬
গোফরান চ.বি বলেছেন: মার্মান্তিক বিষয় হচ্ছে দেশে সামগ্রিকভাবে ঠিক যে সময়টিতে ইন্টারনেট ব্যবহারের সুযোগ কিছুটা সহজ ও দ্রুত হতে শুরু করেছে, মানুষ ইন্টারনেট থেকে শিক্ষা, যোগাযোগ, তথ্য সংগ্রহ এবং ব্যবসায় সহ দৈনন্দিন জীবনে নানাবিধ দরকারী বিষয়ে ইন্টারনেট নির্ভর হতে শরু করেছে এবং বাংলা ব্লগের প্রয়োজন, কার্যকারীতা এবং গুরুত্ব ক্রমশঃ জনেজনে ছড়িয়ে যাচ্ছে, ব্লগ এবং ব্লগার তার আপন শক্তি প্রমাণ করতে শুরু করেছে ঠিক সেই সময়েই নির্দিষ্ট একদল চুড়ান্ত মূর্খ, ধূর্ত, হীন স্বার্থান্বেষী, ব্লগের সৎ শক্তির বিরুদ্ধে পৈশাচিক নির্যাতন শুরু করে, নির্মমভাবে একের পর এক হ্ত্যাকান্ড চালায়। ব্যক্তিগত এবং দলীয় মাধ্যমে শুরু হয় ব্লগ এবং ব্লগার শব্দ দু'টি প্রতি ঢালাওভাবে অবর্ননীয় অপপ্রচার এবং বাংলাদেশের সাধারণ ও নিরিহ ধর্মপ্রাণ মানুষের মনে 'ব্লগার' সম্পর্কে বিরূপ ধারণা তৈরী করে। ব্লগার নিরাপত্তাহীন হয়ে পড়ে। কাজেই, এই বছরও একই কারণে ব্লগ দিবসের কোন অনুষ্ঠান আমরা আয়োজন করছি না।
রাজাকার ছাগুদের উদেশ্যই ছিল এটা। ২/৩ জন নাস্তিক ব্লগারের জন্য ঢালাওভাবে ব্লগ ও ব্লগার মানে নাস্তিক ট্যাগ লাগিয়ে দিয়েছে ছাগুরা। আমি চট্রগ্রামে আয়োজন করার আহবান জানিয়েছিলাম পোস্ট দিয়ে কিন্তু কারো কোন রেসপন্স পাইনি।বুঝতে পেরেছিলাম সাধারণ ব্লগাররা রাজাকার ছাগুদের ভয়ে ব্লগ দিবস পালন করার ইচ্ছা কে কবর দিয়ে দিয়েছে।
রাজাকারের বংশ নির্বংশ হোক।
সবাইরে বাংলা ব্লগ দিবসের শুভেচ্ছা।
৭| ১৮ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৮
পুলক ঢালী বলেছেন: ব্লগাররা সমাজের সবচেয়ে সচেতন অংশের প্রতিনিধিত্ব করে। মিডিয়াতে যা প্রকাশ করা যায়না ব্লগে তা সম্ভব এই বাক স্বাধীনতা অনেক স্বার্থান্বেষি মহলের চক্ষুশূল হয়ে দাড়িয়েছে তাই ব্লগারদের চরিত্র হনন করে অপপ্রচারের মাধ্যমে তাদের জীবন সংশয় করে তোলা হয়েছে যা মোটেই কাম্য নয় কলমের বিরুদ্ধে কলম যুদ্ধ হতে পারে কিন্তু কলম রুদ্ধ করার জন্য জীবননাশ অবশ্যই নয়। এই অবস্থা কেটে উঠুক এটাই কাম্য।
সবাইকে অষ্টম বাংলা ব্লগ দিবসের শুভেচ্ছা।
শুভ ব্লগিং।
৮| ১৮ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫১
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: সঠিক সিদ্ধান্ত। নিরাপত্তার বিষয়টি ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিৎ।
সবাইকে বাংলা ব্লগ দিবসের শুভেচ্ছা।
৯| ১৮ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৯
গোফরান চ.বি বলেছেন: রাজাকার জংগী ছাগুদের ভয় না করে আমাদের উচিৎ ব্লগ দিবস পালন করা।
১০| ১৮ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৮:০৯
মিকাইল ইমরোজ বলেছেন:
আমার কাছে মতপ্রকাশের জন্য ব্লগই শ্রেষ্ঠ মাধ্যম।
সবাইকে অষ্টম বাংলা ব্লগ দিবসের শুভেচ্ছা।
শুভ ব্লগিং।
১১| ১৮ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৮:১৩
খায়রুল আহসান বলেছেন: সবাইকে অষ্টম বাংলা ব্লগ দিবসের শুভেচ্ছা!
সাদা মনের মানুষ এর সাথে একমত, ছোট পরিসরে হলেও কিছু একটা আনুষ্ঠানিকতা করা যেত।
১২| ১৮ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৮:২১
নীলসাধু বলেছেন: সামনে এগিয়ে যেতে হলে হাটতে হবে। বসে থাকলে কি করে হবে? বসে থেকে কেউ কোনদিন এগিয়ে যেতে পেরেছে এমন নজির নেই।
আর কিছু বলার নেই।
১৩| ১৮ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৩৯
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: অষ্টম বাংলা ব্লগ দিবসের শুভেচ্ছা
১৪| ১৮ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৫৯
কালীদাস বলেছেন: ব্লগ দিবসে ছোটখাট একটা অনুষ্ঠান করতে পারলে মন্দ হত না। অবশ্য এবারও ১৯ তারিখ পড়েছে সোমবার
পোস্টের বাকি বক্তব্যের সাথে সহমত। বাংলা ব্লগ নিজের চোখের সামনে বেড়ে উঠতে দেখেছি সেইসাথে কয়েকজনের মানুষের কারণে পতনটাও দেখতে হচ্ছে কয়েক বছর ধরে। এমন অদ্ভুত অদ্ভুত লোকজনকে এখন দেখি ব্লগারের তকমা নিয়ে ঘুরতে যে অবাক লাগে।
জানা, দেবলীনা, প্রথম ডেভোলপাররা, এখনকার মডারেটর এবং ডেভেলপররা, সবার জন্য আমার শুভেচ্ছা থাকল।
১৫| ১৮ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:০৭
ঢাকাবাসী বলেছেন: সবাইকে শুভেচ্ছা।
১৬| ১৮ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:০৭
আহমেদ জী এস বলেছেন: নোটিশবোর্ড ,
অষ্টম বাংলা ব্লগ দিবসের শুভেচ্ছা জানিয়ে নোটিশবোর্ড লিখিয়েদের সহ সবাইকে একগোছা রজনীগন্ধার শুভেচ্ছা ।
১৭| ১৮ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৪৪
আহা রুবন বলেছেন: বাংলা ব্লগ দিবসে সবাইকে শুভেচ্ছা।
১৮| ১৮ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:০১
ক্ষনিকের ছায়াবাজি বলেছেন: ভাই আমার পোস্ট প্রথম পাতায় পোস্ট হচ্চে না কেন?
১৯| ১৮ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:১১
ক্ষনিকের ছায়াবাজি বলেছেন: ৮ম বাংলা ব্লগ দিবসের শুভেচছা
২০| ১৮ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৪০
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: এটা সত্যি ব্লগ বা ব্লগার শুনলেই মানুষ খারাপ বা নেতিবাচক ধারনা পোষন করে। তবে ধীরে ধীরে ধারনাটা পরিস্কার হবে।
আশাকরি পরিশীলিত পরিবেশ এবং সুচিন্তায় সামু ব্লগ আরও সমৃদ্ধ হবে।
সবাইকে বাংলা ব্লগের শুভেচ্ছা।
২১| ১৮ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৪১
সামিউল ইসলাম বাবু বলেছেন: শুভেচ্ছা ও অভিনন্দন
২২| ১৮ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৪৫
সামিউল ইসলাম বাবু বলেছেন: ব্লগে লেখার মাধ্যমে দিনটি উজ্জাপনের ব্যবস্থা করা দরকার ছিলো।
২৩| ১৮ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৪৮
শাহরিয়ার কবীর বলেছেন: সবাইকে অষ্টম বাংলা ব্লগ দিবসের শুভেচ্ছা।
২৪| ১৮ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:১২
কাবিল বলেছেন: বাংলা ব্লগ নিয়ে যে অপপ্রচার এবং অপব্যাখ্যার চেষ্টা রয়েছে তার অবসান হোক।
অষ্টম বাংলা ব্লগ দিবসে সবাইকে শুভেচ্ছা।
২৫| ১৮ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৩০
ইকো গার্ল বলেছেন: ব্লগ তুমি এগিয়ে যাবে ক্লকের সাথে
রবেনা কোন বাধা তোমার পথে,
স্বমহিমায় থাকবে উজ্জল
রয়েছি আমি এ আশাতে........
হ্যাপি ব্লগিং
২৬| ১৮ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৩০
কামরুন নাহার বীথি বলেছেন: সবাইকে অষ্টম বাংলা ব্লগ দিবসের শুভেচ্ছা।
সবাই ভাল থাকুন!! শুভ ব্লগিং!!!!
২৭| ১৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:০৫
ডঃ এম এ আলী বলেছেন: অস্টম বাংলা ব্লগ দিবসের প্রতি রইল শুভেচ্ছা । বাংলা ব্লগের উপকারীতা দু এক কথায় বলে দেয়া সহজ কর্ম নয় , শুধু এ টুকু বলা যায় এখানে এসে বিচরণ করার ফলে পুর্বে দেশের বাংলা প্রকাশ মিডিয়াতে দেয়া দিনের কয়েক ঘন্টা সময়ের বিকল্প হিসাবে এই বাংলা ব্লগটিকেই বেছে নেয়া হয়েছে এর গুনমান ও বৈচিত্রতার কারণে । এর উত্তরোত্তর সাফল্য কামনা করছি ।
২৮| ১৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:১৪
অরুনি মায়া অনু বলেছেন: সবাইকে অষ্টম বাংলা ব্লগ দিবসের শুভেচ্ছা। এই পথচলা কণ্টকমুক্ত হোক। নিরবিচ্ছিন্ন এগিয়ে যাওয়া হোক। শুভ ব্লগিং।
২৯| ১৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:২০
বাবুলবাদশাগ বলেছেন: শুভ হোক ৮ম বাংলা ব্লগ দিবস।
৩০| ১৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:২৬
হামিদ আহসান বলেছেন: বাংলা ব্লগ দিবসের শুভেচ্ছা সবাইকে
৩১| ১৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৩২
এক নিরুদ্দেশ পথিক বলেছেন: ব্লগ লিখকের সৃষ্টি করে, লিখককে পরিপূর্নতা এনে দেয়, তাই ব্লগ অনন্য।
ব্লগের আসল আবেদন লিখকের দিকে ছুঁড়ে আসা পাঠকের বিষয় ভিত্তিক চ্যালেঞ্জে এবং লিখকের জ্ঞান নির্ভর জবাবে। এই জবাবে লিখকের জ্ঞানে পুর্ণতা আসে, পাঠক এতে সমৃদ্ধ হন। এই মিথস্ক্রিয়া অনন্য যা পত্রিকা কিংবা সাময়িকী দিতে পারেনি।
অসচেতন কিংবা বাজে পোষ্ট নিরুৎসাহিত করতে পাঠক এবং মডারেটরগণ এগিয়ে আসবেন, এই প্রত্যাশা করি। নতুন নতুন মান সম্পন্ন লিখক সামনে আসুক এই শুভকামনা।
৩২| ১৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৪৫
অগ্নি সারথি বলেছেন: নিরাপত্তা সর্বাগ্রে!
সবাইকে অষ্টম বাংলা ব্লগ দিবসের শুভেচ্ছা।
শুভ ব্লগিং।
৩৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১:৫৩
স্নিগ্ধ শোভন বলেছেন:
সবাইকে অষ্টম বাংলা ব্লগ দিবসের শুভেচ্ছা।
শুভ ব্লগিং!!!!!
কোন উদযাপন কি আছে?
৩৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৬ ভোর ৫:০০
ব্লগ সার্চম্যান বলেছেন: সবাইকে ব্লগ দিবসের শুভেচ্ছা ।
৩৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:২০
শূণ্য পুরাণ বলেছেন: সামুর ১১ তে শুভেচ্ছা রইল।সামু মুক্ত নয় বদ্ধ প্লাটফর্ম। কিছু কিছু লেখা বিনা নোটিশে সরিয়ে দেয়,লেখকের সাথে যোগাযোগও করা দরকার সে বুঝ তাদের নেই।
৩৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:৩৭
সৈয়দ তাজুল বলেছেন: অষ্টম বাংলা ব্লগ দিবস উপলক্ষে সকল ব্লগার ভাইকে
এই শীতপ্রভাতে ফুটন্ত রক্তিম শাপলার শুভেচ্ছা
৩৭| ১৯ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:৪৯
Mynul Islam বলেছেন: সবাইকে লাল গোলাপের শুভেচ্ছা
৩৮| ১৯ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:৫২
আরজু পনি বলেছেন:
অনেক আনন্দের স্মৃতি জড়িয়ে আছে এই ব্লগ দিবসকে ঘিরে।
একটু আগে ফেসবুকে কিছুটা লিখেছিলাম তাই এখানে দিলাম ।
---------------------------------
আজ ১৯শে ডিসেম্বর। সামহোয়্যারইন ব্লগের ব্লগার হিসেবে বহু আকাঙ্ক্ষিত একটি দিন আমার জন্যে। অনেক আনন্দের স্মৃতি রয়েছে আমার এই ব্লগ দিবসকে ঘিরে।
আমার ব্লগ চলা শুরু হয়েছিল ২০১১ থেকে। প্রথমবারের ব্লগ দিবস নিয়ে একটু দ্বিধা, দোটনা, সিনিয়রদের নিষেধ, আমন্ত্রণ সব মিলিয়ে কেমন যেনো । একেবারে নতুন, অন্তর্জালের আলোটুকুই যার কাছে পরিচিত সে একেবারে গিয়ে পড়লো অন্তর্জালের মহাজ্ঞানী মানুষগুলোর সাথে।
প্রথম ব্লগ দিবসের বিশেষ যে ব্যাপারটি ছিল, যখন সেরা ব্লগার হিসেবে নাম বলা হচ্ছিল শ্রোতাদের সারি থেকে অনেকই 'ফিউশন ফাইভ' 'ফিউশন ফাইভ' বলে চিৎকার করছিল। যখন নাম বলা হলো তখন অনেকেই নিজেকে ফিউশন ফাইভ বলে দাবী করছিল। ততদিনে আমি প্রায় ৫মাস পার করেছি ব্লগ জীবনের কিন্তু এই 'ফিউশন ফাইভ' ব্যাপারটা মাথায় এলো না। এটা যে কারো নাম হতে পারে তাই বুঝতে সময় লেগেছিল কিছুটা।
এখানে লিখতে লিখতেই মনে হলো এই কথাগুলোই ব্লগে লিখি না কেন। কিন্তু ব্লগটা আমার কাছে ভালোবাসার একটা জায়গা। ওখানে লগইন হলে কেমন করে সময় পার হয়ে যায় নিজেই বুঝতে পারি না। আমার মতো নেশায় ব্লগার আর পেশায় ছাপোষা একজন মানুষকে সময় নিয়ে ভাবতে হয় এখন অনেক বেশিই। ফেসবুক থেকে হুটহাট চলে যেতে পারি।
পরের ব্লগ দিবস আসতে আসতে অনেক ঘটনা ঘটে গেছে ব্লগে। সত্যি কথা বলতে ব্লগে ঘটনা নিয়মিতই ঘটে। চোখ কান খোলা রাখলে সবই দেখা যায়, বোঝা যায়।
প্রিয় অনেক অনেক নাম, প্রোপিক চোখের সামনে চলে আসছে। বলতে দ্বিধা নেই নারী বা পুরুষ ব্লগার যাদের সাথেই কখনো না কখনো মনোমালিন্য, ভুল বোঝাবুঝি হয়েছে আমি পুষে রাখি নি কোন ক্ষোভ, অভিমান। আমি মানুষটা এমনই। ব্লগে জেনে শুনে কারো ক্ষতি করার চেষ্টা করি নি। চেয়েছি মানুষ তার ভেতরের অন্ধকার থেকে বেরিয়ে আসুক। হতে পারে আমার কাছে যা অন্ধকার লেগেছে তার কাছে সেই অন্ধকারকেই স্বাভাবিক মনে হয়েছে।
মানুষ হিসেবে সীমাবদ্ধতা আমার ছিল বা আছে অনেক। কিন্তু যখন নিজের সমস্যাগুলো বুঝতে পেরেছি তখনই সেখান থেকে নিজেকে সরিয়ে আনার চেষ্টা করেছি, শুধরে নিতে চেষ্টা করেছি। এই শুধরে নেবার চেষ্টা আমার সবসময়ই থাকবে। ব্লগের প্রতি ভালোবাসাও আমার সবসময়ই থাকবে।
সামহোয়্যারইন ব্লগের দীর্ঘজীবন কামনা করি। কামনা করি সামহোয়্যারইন ব্লগটাকে পরম ভালোবাসায়, মায়ায় আগলে রাখার জন্যে জানা এবং আড়িলও দীর্ঘজীবি হোক।
৩৯| ১৯ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:০৩
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: ব্লগ দিবসের শুভেচ্ছা।
৪০| ১৯ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:০৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: আমাদের দেশে, আমাদের সমাজে বাংলা ব্লগ নিয়ে যে অপপ্রচার এবং অপব্যাখ্যার চেষ্টা রয়েছে তার অবসান হবেই। হয়তো কিছুটা সময় দরকার। আমাদের মানে রাখা দরকার যে, মিথ্যাচার ক্ষণস্থায়ী এবং সত্যের জয় অনির্বার্য্য ও অক্ষয়।
সহমত।
বিশ্বজুড়ে শান্তি, সত্য এবং কল্যাণ প্রতিষ্ঠা পাক। মঙ্গলময় হোক সকল জীবন।
বাংলা ব্লগ দিবসের শুভেচ্ছা সবাইকে
৪১| ১৯ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:২৮
সিফটিপিন বলেছেন: সবাইকে অষ্টম বাংলা ব্লগ দিবসের শুভেচ্ছা।
কোন ফাকোর-ফোকোর কি চিলো না কিচু একটা করার
৪২| ১৯ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৫৭
এডওয়ার্ড মায়া বলেছেন: সবাইকে ৮ম ব্লগ দিবসের শুভেচ্ছা ।
বাংলা ভাষায় মুক্ত লেখা এবং আলোচনার জন্য সুন্দর প্লাটফর্মটি এগিয়ে নেবার জন্য
বিশেষ শুভেচ্ছা জানা আপা এবং দুলাভাই আরিল.
শুভ ব্লগিং ।
ব্লগ দিবস নিয়ে সম্ভবত বিশেষ আয়োজন নেই. তাই
আসুন এখানেই ব্লগিং নিয়ে টুকরো টুকরো স্মৃতিচারন করি. প্রিয় ব্লগার আরজু পনিপু স্মৃতিচারন ভাল লেগেছে ।
ধন্যবাদ সবাইকে ।
৪৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৩৯
জুন বলেছেন: অস্টম বাংলা ব্লগ দিবসের শুভেচ্ছা ।
আমি মনে করি এই ব্লগ থেকে আমার অর্জন মহাসাগরের চাইতেও বেশী। লেখালেখির প্রবল আকাংখা পুরণ করতে পেরেছি আমার প্রিয় সামুতেই । ধন্যবাদ নোটিশ বোর্ড তথা সামুর জনক জননীকেও ।
৪৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:১৪
মুক্ত হৃদয় বলেছেন: সবাইকে অষ্টম বাংলা ব্লগ দিবসের শুভেচ্ছা।
সবাই ভাল থাকুন!! শুভ ব্লগিং!
৪৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৩৫
রুপম হাছান বলেছেন: অষ্টম বাংলা ব্লগ দিবস (সামু’র জম্ম দিবস) উপলক্ষে সকল লেখক, পাঠক, মন্তব্যকারক এবং ব্লগে এসে উঁকিঝুকি মেরে চলে যাওয়া অতিথীসহ সকল স্তরের মানুষের প্রতি জানাচ্ছি প্রাণঢালা শুভেচ্ছা। এই কারণে যে, উল্লেখিত সকল গ্রুপের লোকের সমন্বিত প্রচেষ্টার ফলে আজকে বাংলা ব্লগ নামে খ্যাত সামু এখানে আসতে পেরেছে। সৃষ্টি করতে পেরেছে নেট দুনিয়ায় এক বিশেষ দক্ষ জেনারেশনের।
এরা কখনো অনুকূলকে করেছে প্রতিকূল আবার প্রতিকূলকে করে অনুকূল। বলা যায় এরা ভাবনা ও প্রকাশের দিক থেকে অনেক অনেক দক্ষ ও মেধাবী।
তাই বিশেষ সময়ে বিশেষ কিছু উনারাই প্রাপ্য। ধন্যবাদ থাকলো সামু’র সাথে জড়িত সকলস্তরের কলা-কূশলীদের প্রতি। সামু’র শুভ জম্মদিবস হোক প্রতিটি মানুষের জন্য শুভ ব্লগিং দিবস।
৪৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৫৫
বিজন রয় বলেছেন: ব্লগ দিবস পালন না করা আমার কাছে এক ধরনের পালিয়ে থাকা বা লুকিয়ে থাকা মনে হয়। ব্লগ দিবস পালন না করাকে আমার কাছে মনে হয় সেই পৈশাচিক শক্তিকে এক ধরনের স্পেস দেয়া। কোন সংগ্রাম থেকে নিজেকে গুটিয়ে নেওয়া বা রাখা মানে সেই অপশক্তিকে ভয় করা। এটা ঠিক না।
আমি মনে করি ব্লগদিবস পালন হতে পারত সেই অপশক্তির বিরুদ্ধে একটি জোরাল প্রতিবাদ।
এটাও তো একটি আন্দোলন!!
জানিনা, প্রশাসনের কোন নিষেধাজ্ঞা আছে কিনা।
যাহোক,
সকল শুভবুদ্ধির ব্লগারকে শুভেচ্ছা রইল।
সামহোয়ারইন দীর্ঘজীবি হোক।
৪৭| ১৯ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৫৯
মিখু বলেছেন: শুভ কামনা রইল সকল ব্লগারদের আজকের ব্লগ দিবসে,
আমার মত যেন কেউ সাধারন ভুলেই রিপট না খায় সেই কামনা করি,
৪৮| ১৯ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৩০
সামিয়া বলেছেন: শুভেচ্ছা সবাইকে
৪৯| ১৯ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৩৬
ডার্ক ম্যান বলেছেন: মাত্র কয়েক জনের কারণে যদি প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে ভয় পান তবে ব্লগ বন্ধ করে দেওয়া উচিত। আগামী বছর এক যুগ পূর্তি তখনও কি চুপ থাকবেন?
৫০| ১৯ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৯
কথাকথিকেথিকথন বলেছেন: সবাইকে ব্লগ দিবসের শুভেচ্ছা ।
সবাই ভালো থাকুন এবং সুষ্ঠ ব্লগিং করে যান । একদিন না একদিন ব্লগ এক অনন্য মাত্রায় আরোহণ করবে ।
৫১| ১৯ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৩৩
কাছের-মানুষ বলেছেন: সবাইকে ব্লগ দিবসের শুভেচ্ছা ।
মিথ্যা সবসময় ক্ষণস্থায়ী হয় । ব্লগের এই দুর্দশা সাময়িক এবং তা কেটে যাবে বলে বিশ্বাষ করি ।
৫২| ১৯ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৩৯
নুর ইসলাম রফিক বলেছেন: "যোগাযোগে সামাজিক মাধ্যম
এবং আমাদের দ্বায়বদ্ধতা"
শিরোনামে ২০১৪ সালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ১৯শে ডিসেম্বর, ৬ষ্ঠ বাংলা ব্লগ দিবস ২০১৪ উদযাপন হয়েছিল। সেটা ছিল সর্বশেষ বাংলা ব্লগ দিবস উদযাপন। এর পর আর কভু সিলেটে বাংলা ব্লগ দিবস উদযাপন হয়নি।
সেবারের বাংলা ব্লগ দিবস উদযাপনের প্রধান উদ্যেক্তা ছিলেন জনাব মামুন রশীদ ভাই।
জিনি এখন আর সামুতে নাই। আরো ছিলেন ব্লগার সোজা কথা, জনাব আশিক শাওন সহ অনেকে যাদের নাম পর্যন্ত ভুলে গেছি।
উপস্থিত ছিলাম আমি এবং ব্লগার জিনিয়াস পাগল, আব্দুল আলীম সহ আরো অনেকে। তাদের নামও ভুলে গেছি।
এই নাম ভুলে যাওয়ার প্রধান কারন উনারা সবাই ব্লগ ছেড়ে চলে গেছেন। এবং কি উনাদের সাথে আমার কোন ব্যক্তিগত যোগাযোগ নেই। আশা করি সামু কতৃপক্ষ হারিয়ে যাওয়া সিলেটের ব্লগারদের সাথে যোগাযোগ করে আবার সামুকে প্রানবন্ত করে তুলবেন। সবার জন্য মঙ্গল কামনা করছি।
"সিলেটে উদযাপিত হতে যাচ্ছে বাংলা ব্লগ দিবস ২০১৪" আমার পোষ্ট লিংক-
http://www.somewhereinblog.net/blog/rariq08/30000191
৫৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৩৬
মুন্না সন্দ্বীপী বলেছেন: শুভেচ্ছা বাংলা ব্লগ কে। আগামির দিন গুলোর জন্য শুভ কামনা
৫৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৫৪
প্রামানিক বলেছেন: অষ্টম বাংলা ব্লগ দিবসের সবাইকে শুভেচ্ছা! সাদা মনের মানুষ এর সাথে একমত। ছোটখাটো অনুষ্ঠানের আয়োজন হলে বাংলা ব্লগ দিবসটা অনেকের কাছেই স্মরণীয় হয়ে থাকতো।
৫৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:০৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: শুভ ব্লগিং।
৫৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:০৫
ধ্রুবক আলো বলেছেন: সামহোয়ার ইন ব্লগের কর্তৃপক্ষ, ব্লগার ভাই বোন ও সকলকেই বাংলা ব্লগ দিবসের শুভেচ্ছা....
শুভ ব্লগিং
৫৭| ১৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:১০
ধ্রুবক আলো বলেছেন: বর্তমানে ইন্টারনেটের ব্যবহার ক্রমশ বাড়ছে, মানুষ ব্লগে লেখছেন, পড়ছেন ব্লগ থেকে শিখতে পারছেন, তাই সামু কর্তৃপক্ষকে আবারও ধন্যবাদ জানাই, সাথে অভিনন্দন ও শুভ কামনা।
নিজের মাতৃভাষায় ইন্টারভিত্তিক জগতে লিখতে পারি সেই লেখা বিশ্ব ব্যাপি ছড়িয়ে দিতে পারি এ আনন্দের কোন সীমা নেই.......
৫৮| ২০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ২:০৮
উৎপল চক্রবর্ত্তী বলেছেন:
মহামান্য ‘নোটিশ বোর্ড’ শত ব্যস্ততায় কমপক্ষে দশটা ‘বানাম’ ভুল লিখে ফেলেছেন । ধন্যবাদ সুস্থ থাকুন, লিখতে থাকুন।
অব্যহত /পরিমন্ডলের /মার্মান্তিক /কার্যকারীতা /চুড়ান্ত /হ্ত্যাকান্ড /অবর্ননীয়/ নিরিহ /লক্ষনীয় /অনির্বার্য্য
৫৯| ২০ শে ডিসেম্বর, ২০১৬ ভোর ৪:৩৪
সেলিনা ইসলাম বলেছেন: সবাইকে অষ্টম বাংলা ব্লগ দিবসের শুভেচ্ছা। ব্লগিং বেঁচে থাক সুস্থধারার লেখনীর মাধ্যমে...! সবার জন্য শুভকামনা।
৬০| ২০ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৪৮
সিগনেচার নসিব বলেছেন: বিজন দাদার সাথে একমত
প্রাত্যহিক জীবনে সুখ অাসুক সবার
ব্লগ দিবসের শুভেচ্ছা রইল
৬১| ২১ শে ডিসেম্বর, ২০১৬ ভোর ৪:৩৬
বিমূর্ত নীল বলেছেন: অগ্নি সারথি ভাইয়ের সাথে সহমত
৬২| ২১ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:৩৭
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
সবাই অষ্টম ব্লগ দিবসের শুভেচ্ছা!
আসুন সমাজ ও দেশ মাতৃকার প্রতি দায়িত্বশীল থেকে নিজেকে প্রকাশ করি।
ব্লগ বিশ্বজুড়ে মাতৃভাষায় আত্মপ্রকাশের সুযোগকে বাধামুক্ত করেছে।
সামহোয়্যাইন ব্লগ শুধু ব্লগিং নয়, ইন্টারনেটে বাংলা লেখাকে বাধামুক্ত করেছে। এ কৃতীত্ব তাদের।
কিন্তু 'একই কারণে' ব্লগ দিবস উদযাপন না করাকে কোন ব্লগার মেনে নিতে পারছেন না। কারণটা বড়ই ঠুনকো।
এর মানে হলো মন্দের কাজে পরাজয় স্বীকার করা। নিজে করুন সেটি আপনাদের বিষয়, কিন্তু এটি সবার কথা নয়।
এ অবস্থান ব্লগারদের সার্বিক মানসিকতার প্রতিনিধিত্ব করছে না। (সূত্র: ব্লগারদের পোস্ট ও মন্তব্য।)
৬৩| ২১ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:২৬
বোরহাান বলেছেন: অষ্টম ব্লগ দিবসে সকল ব্লগার পাঠক মডারেটরদের জানাচ্ছি শুভেচ্ছা!
৬৪| ২১ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:২২
মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: অষ্টম বাংলা ব্লগ দিবসের শুভেচ্ছা সবাইকে। কৃতজ্ঞতা সামহোয়্যার ইন ব্লগের কারিগরদের।
৬৫| ২১ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৯
কাশফুল মন (আহমদ) বলেছেন: বাংলা ব্লগ আরো উন্নতির সাথে আগিয়ে যাক
৬৬| ২২ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৩:৩৫
এম দিদার হোসাইন বলেছেন: শুভেচ্ছা রইল
৬৭| ২৮ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:২৩
নাসরীন খান বলেছেন: শুভেচ্ছা সবাইকে।
৬৮| ১৭ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৪২
শোভন শামস বলেছেন: পোস্ট টি প্রথম পাতায় দেখছি না
চেক করে দেখবেন প্লিজ
ধন্যবাদ
৬৯| ১৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:৩৩
জীবন সাগর বলেছেন: শুভেচ্ছা ব্লগ সামুর কর্ণধারদের।
ভালো একখান মত প্রকাশের মাধ্যম পেয়ে ধন্য।
তবে তিন দিন পর্যবেক্ষণ করার কথা বলে মাস চলে যাচ্ছে, প্রথমপাতা পাইনা!
এমন সমস্যার কারণ জানি না, তবে জানতে খুব ইচ্ছে হচ্ছে, আমার দোষ কি ?
৭০| ১৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ২:১৮
সৈয়দ তাজুল বলেছেন: সকল ব্লগারকে জানাই ফুটন্ত রজনীগন্ধা ফুলেরগন্ধের শুভেচ্ছা।
সকল ব্লগারকে জানাই ফুটন্ত রজনীগন্ধা ফুলেরগন্ধের শুভেচ্ছা।
সবার জন্য হালকা-পাতলা শিন্নী।
এই দুর্ভাগার দুর্ভাগ্য হল, এখনো পর্যন্ত সম্পাদকের সুদৃষ্টি অর্জন করে প্রথম পৃষ্ঠায় লিখা প্রকাশের সৌভাগ্য হয় নি!
৭১| ১৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ২:২১
সৈয়দ তাজুল বলেছেন: কিভাবে হবে? এখানেও বেহুদা জুশে অকৃতকার্য হল!
৭২| ২০ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৭:৩৩
একজন সত্যিকার হিমু বলেছেন: আমি সামুতে একদম নতুন ।
পাঁচদিন হলো এখানে পা পড়েছে ।
আমি গত ৩ বছর ধরে ফেসবুকে লেখালেখি করেছি প্রচুর ।
সামু সম্পর্কে আমি প্রথম জেনেছিলাম ক্লাস সিক্সে থেকে ।সেই থেকে সামুতে লেখার ইচ্ছা ।
সেই ইচ্ছা ও সামুর প্রতি প্রেমের টানে ফেসবুক ছেড়ে সামুতে ঠাঁই গেড়েছি ।
কিন্তু কিছু ব্যাপারে মনটা খারাপ হয়ে গেছে ।
সামুর প্রথম পাতায় লেখার সুযোগ পাওয়াটা সত্যিই সৌভাগ্যের ।
আমাকে ৩ দিনের পর্যবেক্ষনের কথা বলে আজ ৫ দিন হয়ে গেছে কিন্তু ৩ দিনের পর্যবেক্ষনের লেখা এখনো সরছেনা ।
বলে দিলেই তো হয় যে আমি প্রথম পাতায় লেখার যোগ্য না ।
শুধু শুধু এরকম বোকার মতো অপেক্ষা করতাম না ।
এই ব্যাপারটা খুব খারাপ লাগলো ।
৭৩| ২৫ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:২৮
ভাবুক কবি বলেছেন: হ্যাপি ব্লগিং
নতুন বলে সবার শেষে অবস্থান করছি।
৭৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৫৮
উন্মুক্ত অাঙ্গিনা বলেছেন: অামার লেখা প্রথম পাতাই অাসছেনা।
মডুর দৃষ্টি অাকর্ষণ করছি।
অামার লেখা প্রথম পাতাই দেওয়ার সুযোগ দেওয়া হোক।
প্লিজ।
অাসলে প্রথম পাতাই লেখা না অাসলে লেখে মজা হয় না।
৭৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৫৮
কালীদাস বলেছেন:
অফটপিকে বলছি: জানিনা মডারেটর/ডেভেলপাররা দেখবেন কিনা আমার কমেন্ট। আমার ব্লগে পুরান পোস্টগুলোতে কেউ কমেন্ট করলে কোন নোটিফিকেশন পাইনা আমি। ব্যাপারটা বিব্রতকর হয়ে গেছে, কারণ আমার প্রায় সব পোস্টই অনেক পুরান।
৭৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:০৬
Reza Tanvir বলেছেন: অামি অাজকে অনেকদিন ধরে ব্লগে অাছি কিন্তু অামার লেখা নোটিশবোর্ডে অাসছেনা কেন?
৭৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:০৯
Reza Tanvir বলেছেন: অামি অাজকে অনেকদিন ধরে ব্লগে অাছি কিন্তু অামার লেখা প্রথম পাতায় অাসছেনা কেন?
৭৮| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৫২
ইউসুফ আলী মজুমদার বলেছেন: অষ্টম বাংলা ব্লগের শুভেচ্ছে।
৭৯| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৫২
ইউসুফ আলী মজুমদার বলেছেন: অষ্টম বাংলা ব্লগের শুভেচ্ছে।
৮০| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫৭
মাঝিবাড়ি বলেছেন: শুভেচ্ছা রইল সবার জন্য
৮১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০৩
মো: হাফিজুল ইসলাম হাফি বলেছেন: সবাইকে অষ্টম বাংলা ব্লগ দিবসের শুভেচ্ছা। ব্লগিং বেঁচে থাক সুস্থধারার লেখনীর মাধ্যমে...! সবার জন্য শুভকামনা।
৮২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৫৮
টুনটুনি০৪ বলেছেন: সবাইকে ব্লগ দিবসের শুভেচ্ছা ।
৮৩| ১৫ ই মার্চ, ২০১৭ রাত ৯:১২
মোহাম্মদ সোহেল আহমেদ বলেছেন: অষ্টম বাংলা ব্লগের শুভেচ্ছা।
৮৪| ১৫ ই মার্চ, ২০১৭ রাত ৯:১৯
ভবুঘরে বলেছেন: কেউ আমাকে দয়া করে বলুন কিভাবে আমার নাম পরিবর্তন করব। আর ইউজার লিংক ও পরিবর্তন করতে চাই ।
৮৫| ২৮ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:১৬
হৃদি রুবি বলেছেন:
তিন দিন শেষ হবে কবে?
৮৬| ০২ রা এপ্রিল, ২০১৭ সকাল ১১:০১
মহিউদ্দিন হায়দার বলেছেন: পথচলা হোক সাবলীল ,কল্যাণ ও সুন্দরের পথে। নিরন্তর শুভ কামনা।
৮৭| ২৪ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:১৬
নুরুজ্জামান তুষার বলেছেন: ব্লগে আমি এক দমই নুতন ব্লগ দিবসে সবাইকে অন্তর থেকে শুভেচ্ছা
৮৮| ০১ লা মে, ২০১৭ রাত ৮:৫১
মিস্টার আহমেদ বলেছেন: ব্লগে আমি নতুন একজন সদস্য। সবাইকে শুভেচ্ছা।
৮৯| ২৩ শে মে, ২০১৭ রাত ১২:১০
মুতাওয়াক্কিল বলেছেন: আসসালামু আলাইকুম , আমি সামহোয়্যারকে ভালবাসি , সামহোয়্যার ইউজার কলাকুশলি সবাইকে ভালোবাসি , হতে পারে আপনাদের মতের সাথে আমার বিরোধ আছে তবে আমরা জানি সামহোয়্যার মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করে , সেই হিসেবে যে কেও যে কোন মত প্রকাশ করলে সামহোয়্যার নিরপেক্ষ দৃষ্টিতে ওয়াচ করবে এটাই স্বাভাবিক ! তো সেই হিসেবে আমি একটা ব্লগ লিখলাম , এটা কপিরাইটের আওতায় পড়লো না ! সামহোয়্যারের শর্ত ভঙ্গ করেনি ! এরপরও একটি অদ্ভুত কারণ দেখিয়ে আমার মত প্রকাশে বাধা প্রদান করা হলো ! আমি যদি শর্ত ভঙ্গ করি প্রথমতঃ আমাকে সতর্ক করলেই হতো , কিন্তু তা না করে সোজাসুজি জেনারেল ইউজার ! তো ভাই এটা মত প্রকাশের স্বাধীনতা হলো কিভাবে ? অন্তত একটা সুযোগ তো দেওয়া উচিত ছিলো ? আশাকরি সামহোয়্যার কর্তৃপক্ষ আমার আইডিটা আবার পর্যবেক্ষণ করবে , এবং প্রথম পাতায় পোস্ট করার সুবিধা পুনরায় প্রদান করবে , এবং সামহোয়্যার তার স্লোগানের দাবি পুরন করবে ! সবাইকে অনেক অনেক শুভকামনা ।
৯০| ০৮ ই জুন, ২০১৭ সকাল ১১:০৬
আফ্রোদিতে বলেছেন: ব্লগে নাম চেঞ্জ করার কি কোনো অপশন আছে?
৯১| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:৪৭
সাইদুর রাহমান মানিক বলেছেন: শুভেচ্ছা রইল।
আমি অনেকদিন যাবৎ এই ব্লগটিতে আপডেট হওয়ার জন্য ছিলাম বড়ই আকাঙ্কিত। কিন্তু গুঠিকয়েক দিন আগে সেই আকাঙ্কার সফলতা হলেও একাউন্ট খুলে ব্লগে নতুনভাবে লেখা শুরুর পর তা প্রথম পাতায় ছাপা হচ্ছেনা ।
কিন্তু কিভাবে আমার লেখা প্রতম পাতায় পাওয়ার মত ভাগ্য নির্ধারন করা যেতে পারে তা এডমিনদের কাছে আমার আকুল নিবেদিত প্রশ্ন রইল।
৯২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৫৪
পদাতিক চৌধুরি বলেছেন: ধন্যবাদ সামুকে।মত প্রকাশের একটা সুন্দর আধুনিক মঞ্চ করে দেওয়ার জন্য।সামুতে আমার বয়স মাত্র পাঁচ দিন। কিন্তু বিগত কয়েক বছরে বর্বর পৈশাচিক শক্তি যেভাবে কয়েকজন ব্লগারের নির্মল প্রান কেড়ে নিয়েছিল,তার পরিপেক্ষিতিতে প্রতিবেশি দেশের নাগরিক হিসাবে আমরা হয়েছিলাম বাকরুদ্দ।তখন থেকেই টেলিপ্যাথিতে অজান্তে ব্লগারের সদস্য হয়েগেছিলাম।আজ বাস্তবে সেই পরিবারের সদস্য হতে পেরে নিজেকে ধন্য বলে মনে হচ্ছে।তাই আমরা বিশ্বের যে যেখানেই থাকি শুভ শক্তিকে জাগ্রত করতে সামুর প্লাটফ্রমকে আরও প্রসারিত করি।ধন্যবাদ সামু পরিবারের সকল সদস্য ব্ন্দকে।
©somewhere in net ltd.
১| ১৮ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৭
সুমন কর বলেছেন: সবাইকে অষ্টম বাংলা ব্লগ দিবসের শুভেচ্ছা।
শুভ ব্লগিং।