নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশের মাটিতে চতুর্থ ইনিংসে ভয়ংকর হিসেবে কুখ্যাতি আছে শ্রীলঙ্কার বোলারদের। পাকিস্তানের বিপক্ষে ১৬৮, ভারতের বিপক্ষে ১৭৬ রান করেও ম্যাচ বের করে নেয়ার ইতিহাস আছে তাদের। চতুর্থ ইনিংসে বাংলাদেশী ব্যাটসম্যানদের নৈপূন্যের কথা বিবেচনা রেখে যখন সকালে লংকানদের লিড ১৯০ রানে গিয়ে পৌঁছল, তখন সবাই কিছুটা দ্বিধায় পড়ে গিয়েছিলো। অজানা আশংকায়, দুরু দুরু বুকে প্রশ্ন ছিলো একটাই, ১৯১ রান আমরা করতে পারব তো?
হ্যাঁ প্রিয় পাঠক, বাংলাদেশের ঐতিহাসিক শততম ম্যাচকে কেন্দ্র করে আমাদের ক্রিকেটাররা আমাদেরকে হতাশ করেন নি। পুনরাবৃত্তি হয় নি লংকানদের স্বল্প পুঁজিতে জয়লাভের ইতিহাস। ২২ রানে দুই উইকেট পড়ে যাবার পর তামিম ও সাব্বিরের ১০১ রানের দুর্দান্ত জুটিতে বাংলাদেশের জয়ের ভিত্তিপ্রস্থত স্থাপিত হয়ে যায়। তামিমের বিদায়ের পর বেশি সময় টিকতে পারলেন না বড় জুটিতে তার সঙ্গী সাব্বির রহমানও। কিন্তু এই আউট শুধুমাত্র ম্যাচে রোমাঞ্চ ছড়িয়ে উত্তেজনা বাড়িয়ে উপভোগ্য এক ক্রিকেট ম্যাচে পরিনত করেছে, বাকি কাজ সমাপ্ত করেছেন সাকিব,মোসাদ্দেক এবং মুশফিক।
বাংলাদেশ ক্রিকেট দলের এই জয়ের মুহুর্তে বাংলাদেশ ক্রিকেট দলকে সামহোয়্যারইন ব্লগের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তাদের প্রতি কৃতজ্ঞতা শত সমস্যার মাঝেও ১৬ কোটি মানুষকে একটু নির্ভার হাসির উপলক্ষ করে দেয়ার জন্য।
২| ১৯ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:৫৫
মোস্তফা সোহেল বলেছেন: বাংলাদেশ দলকে অভিনন্দন।
৩| ১৯ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:০০
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন। স্বাধীনতা দিবসের আনন্দে নতুন মাত্রা যুক্ত হলো।
৪| ১৯ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:০৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: অভিনন্দন টাইগারদের
খুব খুশি লাগছে
৫| ১৯ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:০৮
ক্লে ডল বলেছেন: কৃতজ্ঞতাসহ অভিনন্দন টাইগারদের!!!
৬| ১৯ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:১১
পদ্মপুকুর বলেছেন: অবশ্যই অভিনন্দন ক্রিকেটার্স।
তোমাদের ভূল হলে আবেগে অনেক কিছুই আমরা বলে ফেলি, কিন্তু দিন শেষে তোমাদের অনেক ভালবাসি।
৭| ১৯ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:১২
সিগনেচার নসিব বলেছেন: 'শততম' টেস্টে জয় পাবে বলেই কবি বহু আগেই বলে গেছেন,
একবার না পারিলে দেখো শতবার...!!
ইউ হ্যাভ টু বুঝতে হপে
সাবাশ বাংলাদেশ!
৮| ১৯ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:১৩
পুলহ বলেছেন: আনন্দের চোটে এই প্রথম ব্লগে কোন পোস্ট না পইড়া মন্তব্য করলাম।
আহা আনন্দ !
৯| ১৯ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:১৫
কাছের-মানুষ বলেছেন: এই ঐতিহাসিক বিজয়ে আমরা গর্বিত ।
ধন্যবাদ টাইগারদের এই বিজয় উপহার দেবার জন্য ।
১০| ১৯ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:১৯
চাঁদগাজী বলেছেন:
দল ও জাতিকে অভিনন্দন
১১| ১৯ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:১৯
জোকস বলেছেন: ঐতিহাসিক বিজয়ে বাংলাদেশ দলকে অভিনন্দন।
১২| ১৯ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:৩০
পান্হপাদপ বলেছেন: সাবাশ বাংলাদেশ ।অভিনন্দন
১৩| ১৯ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:৩৩
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সাবাশ বাংলাদেশ ।
১৪| ১৯ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:৩৪
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট দল।
১৫| ১৯ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:৪০
মুশি-১৯৯৪ বলেছেন:
অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট দল।
বিশেষ ভাবে অভিনন্দন টেস্ট ড্যেবু হওয়া ’মেসাদ্দেক’-কে ,প্রথম টেস্টেই বাজিমাত,বাংলাদেশের জন্য নতুন প্রাপ্তি।
১৬| ১৯ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:৪৬
মাঝিবাড়ি বলেছেন: জয় বাংলা কাপ! জয় হল স্বাধীনতার মাসে
১৭| ১৯ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:০০
মাকার মাহিতা বলেছেন: শততম টেস্টে বিজয় ছিনিয়ে এনেছো তোমরা
জয়ের মুকুট মাথায় নিয়ে ঘুরে বেড়াই আমরা।
১৮| ১৯ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:০৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট দলের টাইগারদের। শততম ম্যাচে সাকিবের শত রান পুরা করায় সাকিবকেও অভিনন্দন। আমাদের মুশিকে তো অভিনন্দন দিতেই হবে অগের ইনিংসে ফিফটি ও চতুর্থ ইনিংসে ম্যাচ জয়ী সুন্দর ফিনিশিংয়ের জন্য।
সবাই খুব ভালো খেলার জন্যই আমরা আজ আনন্দিত, জয়ের স্বাদে মুগ্ধ।
অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট দল।
১৯| ১৯ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৫৪
শিবলী আখঞ্জী বলেছেন: অভিনন্দন ,বাঙলাদেশ ক্রিকেট দল
২০| ১৯ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:০৬
কলমের কালি শেষ বলেছেন: লঙ্কা কাণ্ডে অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট দলকে !
২১| ১৯ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:১৮
খায়রুল আহসান বলেছেন: সুলিখিত পোস্ট। + +
১৬ কোটি মানুষের প্রাণে আনন্দের বন্যা বইয়ে দেয়ার জন্য বেঙ্গল টাইগার্সদের জানাই প্রাণঢালা অভিনন্দন!
২২| ১৯ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:২৬
সোনামণি বলেছেন: বাংলাদেশ দল কে অভিনন্দন!
২৩| ১৯ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৩২
ডঃ এম এ আলী বলেছেন: বাংলাদেশ ক্রিকেট দলকে এই সাফল্যের জন্য আভিনন্দন ।
বাংলাদেশের ক্রিকেট এমনি জয়ের ধারায় এগিয়ে যাক
এ কামনাই করি ।
২৪| ১৯ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৩৭
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: লঙ্কাকাণ্ডই বটে। দুর্দান্ত জয়। বাংলাদেশ ক্রিকেট দলকে প্রাণঢালা অভিনন্দন।
২৫| ১৯ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৪০
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: এই পোস্টটি পুরো মার্চ মাস ধরে স্টিকি হয়ে থাকুক। স্বাধীনতার মাসে অবিস্মরণীয় জয়।
২৬| ১৯ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৪২
পুলক ঢালী বলেছেন: শততম ম্যাচে লঙ্কায় লঙ্কাকান্ড ঘটাবার জন্য অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট দলকে !!!!
২৭| ১৯ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৪৩
শেয়াল বলেছেন: সাবাশ বাংলাদেশ সাবাশ
২৮| ১৯ শে মার্চ, ২০১৭ রাত ৮:২২
ভাবুক কবি বলেছেন: তাদের জয়ের আনন্দটুকু নিয়েই হয়ত অনেকে আবার খেলা দেখেন, ভালবাসেন ক্রিকেটকে।
অভিনন্দন শততম টেষ্ট জয়ের কারিগরদের।
২৯| ১৯ শে মার্চ, ২০১৭ রাত ৮:৩৯
শরতের ছবি বলেছেন: একেকটা জয় মানে আত্মবিশ্বাসের নতুন চূড়ায় আরোহণ । এই আত্মবিশ্বাসে বলিয়ান হয়ে একেকটা অহংকারের সাম্রাজ্য আমরা ধ্বংস করব তখন সিংহরা সব বিড়াল হয়ে যাবে আর বাঘেরা সব সিংহ ! হাহাহা ...
সাবাস বাংলাদেশ ...।।
৩০| ১৯ শে মার্চ, ২০১৭ রাত ৮:৪৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অভিনন্দন বাংলাদেশ কৃকেট টিম।
৩১| ১৯ শে মার্চ, ২০১৭ রাত ৯:৪৮
শব্দ অর্থ বলেছেন: বাংলাদেশ দলকে অভিনন্দন ,আমাদের সকলকে এই অসম্ভব আনন্দে ভাসানোর জন্য।
৩২| ১৯ শে মার্চ, ২০১৭ রাত ৯:৫১
সিনবাদ জাহাজি বলেছেন: অভিনন্দন টাইগার্স
৩৩| ১৯ শে মার্চ, ২০১৭ রাত ১০:০৫
সোনামণি বলেছেন: আমার লেখা প্রথম পাতায় আসছে না কেন?? ৩ দিন পর্যবেক্ষন করার পর নাকি আমাকে প্রথম পাতায় লেখার সুযোগ দেয়া হবে, কই দেয়া হচ্ছে না তো। ১ মাস হয়ে গেল, এখনো কেন অনুমতি পাচ্ছি না?
বাংলাদেশের শততম টেষ্ট জয়!
৩৪| ১৯ শে মার্চ, ২০১৭ রাত ১০:৩৮
বিষাদ সময় বলেছেন:
অভিনন্দন!
৩৫| ১৯ শে মার্চ, ২০১৭ রাত ১০:৫০
কাল্পনিক কামিনী বলেছেন: বাংলাদেশ ক্রিকেটের সাফল্য কামনা করছি।
৩৬| ২০ শে মার্চ, ২০১৭ রাত ১২:০২
শেখ জয় বলেছেন: আমিও আর সবার মতোই আনন্দিত। কিন্তু এর ধারাবাহিকতা যেনো থাকে, সেই চেষ্টা করতে হবে।
৩৭| ২০ শে মার্চ, ২০১৭ রাত ১২:১৭
সচেতনহ্যাপী বলেছেন: শুভেচ্ছা পুরো টিমকে।।
৩৮| ২০ শে মার্চ, ২০১৭ রাত ১২:১৮
ধ্রুবক আলো বলেছেন: লঙ্কায় টাইগার দের লঙ্কা কান্ড
৩৯| ২০ শে মার্চ, ২০১৭ রাত ১২:২৫
ANIKAT KAMAL বলেছেন: অানন্দ অশ্রুর অভিবাদন , এ ই বি জ য় স্বর্ণাক্ষরে লিখা হোক ক্রিকেট ইতিহাসে
৪০| ২০ শে মার্চ, ২০১৭ সকাল ৭:১৪
ওসেল মাহমুদ বলেছেন: আভিনন্দন ।
বাংলাদেশের ক্রিকেট এমনি জয়ের ধারায় এগিয়ে যাক
এ কামনাই করি ।
৪১| ২০ শে মার্চ, ২০১৭ সকাল ৯:০৬
স্পর্শ বলেছেন: "...একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার, সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার ....."
*** অনেক বছর আগে গাওয়া প্রিয় শিল্পী সাবিনা ইয়াসমিনের এই গানটি এতো বছর পরে এসে বর্তমানে সত্য প্রমাণিত। বাংলাদেশ এখন সারা বিশ্বের বিস্ময়! ক্রিকেটও তা'য়!! আমাদের অহংকার!!!
৪২| ২০ শে মার্চ, ২০১৭ সকাল ১০:১১
খায়রুল আহসান বলেছেন: বিষাদ সময় এর কার্টুনটি (৩৪ নং) ভাল লেগেছে। "লাইক"।
৪৩| ২০ শে মার্চ, ২০১৭ সকাল ১১:১৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: একরাশ স্বর্গীয় আনন্দ!
চোখের কোণটা কি আবেগে ভিজে উঠে! উঠবেইতো
শিহরনে রোমগুলো কাঁটা দিয়েে উঠে! উঠবেইতো
সব ভুলে চিৎকার করে উঠে মন! উঠবেইতো
বাংলাদেশ! বাংলাদেশ!
অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট দল
৪৪| ২০ শে মার্চ, ২০১৭ সকাল ১১:৫৩
মামুন ইসলাম বলেছেন: চমৎকার বিষয় তুলে ধরছেন,গুডলাক বাংলাদেশ ক্রিকেট দল,সাথে লেখাটির জন্য নোটিশ বোর্ডকেও অনেক অনেক ধন্যবাদ ।✎
৪৫| ২০ শে মার্চ, ২০১৭ সকাল ১১:৫৬
জাহিদ হাসান বলেছেন: কষ্ট করে আমার চারদিন খেলা দেখাটা স্বার্থক হল।
শেষ টাইমে অনেক টেনশন লাগছিলো। কারন আম্পায়ার যে ওই পাইক্কা আলিম দার!
৪৬| ২০ শে মার্চ, ২০১৭ দুপুর ১:৫৮
শোভন কুমার বর্ধন বলেছেন: অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট টিমকে একটি সুস্দর খেলা উপহার দেবার জন্য এবং একই সাথে শত তম টেষ্টটে জয় এনে দেবার জন্য।
৪৭| ২০ শে মার্চ, ২০১৭ দুপুর ২:৫৪
ইসমত বলেছেন: ১০০তম টেস্টে জয় খুবই গুরুত্বপূর্ণ। আর এই টেস্টে সবটা এতো চমৎকারভাবে হচ্ছিল যে পরাজয় মেনে নেয়া কঠিনই হতো।
বাংলার বাঘদের অভিনন্দন!
সামু'র ব্যানারে টেস্ট পোষাকে টেস্ট দলের ছবি দেয়াই ভালো হতো বলে মনে করছি।
৪৮| ২০ শে মার্চ, ২০১৭ রাত ৮:২৮
এম ডি মুসা বলেছেন: অভিনন্দন বাংলাদেশ দলকে!
৪৯| ২১ শে মার্চ, ২০১৭ ভোর ৪:২০
তৌহিদ ইসলাম রোবন বলেছেন: অনেকেই বলেছে শততম টেস্ট জয়লাভ করেছে.. অথচ শুদ্ধটা হচ্ছে শততম টেস্টে জয়লাভ করেছে.. যাইহোক,শুভকামনা থাকলো টাইগারদের জন্য
৫০| ২১ শে মার্চ, ২০১৭ সকাল ৭:৫৭
সাদা মনের মানুষ বলেছেন: যারা লঙ্কায় গিয়ে লঙ্কা কান্ড ঘটিয়েছে তাদের অভিনন্দন
৫১| ২১ শে মার্চ, ২০১৭ সকাল ১০:৩৫
আমির ইশতিয়াক বলেছেন: অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট দলকে।
৫২| ২১ শে মার্চ, ২০১৭ দুপুর ১:১৭
বিমান দর্শন বলেছেন: টাইগার অভিনন্দন । নাসিরকে কি দলে নেয়া যায় না ??? বাদ দেয়া কি ঠিক হয়েছে ?
৫৩| ২১ শে মার্চ, ২০১৭ দুপুর ১:২৩
মো: খায়রুল ইসলাম বলেছেন: অভিনন্দন
৫৪| ২১ শে মার্চ, ২০১৭ দুপুর ২:২২
বিলিয়ার রহমান বলেছেন: সাবাস, বাংলাদেশ, এ পৃথিবী
অবাক তাকিয়ে রয়ঃ
জ্বলে পুড়ে-মরে ছারখার
তবু মাথা নোয়াবার নয়।
৫৫| ২১ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:৫১
টি এম মাজাহর বলেছেন: গর্জে ওঠো বাংলাদেশ
৫৬| ২১ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:৪৫
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
অভিনন্দন! বাঙালির জন্য আনন্দের সংবাদ এবং গৌরবের বিষয়।
তবে টাইগারকে এবার সে জায়গায় পৌঁছুতে হবে, যেখানে একটু স্থায়িত্ব আছে। মাঝেমাঝে পরাজয় এমন লজ্জাজনকভাবে আসে যা মানা যায় না। শুধু মাথার চুল ছেঁড়ার চেষ্টা করি। তখন খেলা না দেখার বিষয়টি আবার অভ্যাস হয়ে যায়...
©somewhere in net ltd.
১| ১৯ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:৫৪
অতঃপর হৃদয় বলেছেন: বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যাক। অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট দল।