নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নোটিশবোর্ড

নোটিশবোর্ড

নোটিশবোর্ড

নোটিশবোর্ড

নোটিশবোর্ড › বিস্তারিত পোস্টঃ

আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে প্রথমবারের মত ছয় নম্বর উঠলো বাংলাদেশ।

২৫ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:১৯



আজ থেকে অল্প কয়েক বছর আগেও আমাদের ক্রিকেট যখন পরাজয়ের রাহু গ্রাসে জর্জরিত ছিলো, যখন আমাদেরকে খেলতে হতো সম্মানজনক পরাজয়ের জন্য অথবা বড় দলগুলোর বিপক্ষে আমাদের কষ্টার্জিত সাফল্যকে বলা হতো দূর্ঘটনা, সেই দিনগুলোতে কি আমরা ভাবতে পেরেছিলাম, কোন একদিন ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলংকা, পাকিস্তানের মত বাঘা বাঘা দলকে পেছনে ফেলে আমরা র‌্যাঙ্কিংয়ে এগিয়ে যেতে পারবো? সত্যি বলতে, এমনটা ভাবা আমাদের পক্ষে ঠিক অনুকুল ছিলো না, তবে সকলের প্রচন্ড আত্মবিশ্বাস ছিলো যে একদিন আমরা সফল হবোই। সেই দিনের লক্ষ্যে আমাদের জাতীয় ক্রিকেট দলকে আমরা চোখবন্ধ করে সমর্থন করে গেছি, ক্রিকেটাররা আরো বেশি বেশি পরিশ্রমী করেছে, আমাদের ক্রিকেট বোর্ড সঠিক পরিকল্পনা গ্রহন করেছে এবং সাধ্যমত চেষ্টা করেছে সকল সুবিধা বৃদ্ধি করার। দলীয় এবং ব্যক্তিগত নৈপূন্যের একটি সমন্বয় গত কয়েক বছরে আমাদের ক্রিকেটে আমরা দারুনভাবে লক্ষ্য করেছি। ফলে সাফল্য ধরা দিয়েছে। বাংলাদেশ এই প্রথমবারের মত আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ছয় নম্বরে উঠে এসেছে বাংলাদেশ।

আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে নিউ জিল্যান্ডকে হারিয়ে নিশ্চিত হয়েছে বাংলাদেশের ছয়ে ওঠা। আইসিসির পরবর্তী র‌্যাঙ্কিং হালনাগাদে এটি পাবে আনুষ্ঠানিক রূপ। নিউ জিল্যান্ডকে হারানোর পর বাংলাদেশের রেটিং পয়েন্ট শ্রীলঙ্কার সমান ৯৩। তবে ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে থেকে ছয়ে বাংলাদেশ, শ্রীলঙ্কা নামছে সাতে। র‌্যাঙ্কিংয়ে এগোনোয় ২০১৯ বিশ্বকাপে সরাসরি জায়গা পাওয়ার পথেও অনেকটাই এগিয়ে গেল বাংলাদেশ।

বাংলাদেশ ক্রিকেট দলের এই জয়ের মুহুর্তে বাংলাদেশ ক্রিকেট দলকে সামহোয়্যারইন ব্লগের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তাদের প্রতি কৃতজ্ঞতা শত সমস্যার মাঝেও ১৬ কোটি মানুষকে একটু নির্ভার হাসির উপলক্ষ করে দেয়ার জন্য। আমরা তোমাদের জন্য গর্বিত।

চলুন, আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচ বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের কিছু ছবি দেখি। ছবি কৃতজ্ঞতা ক্রিকইনফো।


মন্তব্য ৫৬ টি রেটিং +২০/-০

মন্তব্য (৫৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:৫০

বিদ্রোহী ভৃগু বলেছেন: বাংলাদেশ ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

তাদের প্রতি কৃতজ্ঞতা
শত সমস্যার মাঝেও ১৬ কোটি মানুষকে একটু নির্ভার আনন্দের উপলক্ষ করে দেয়ার জন্য।

আমরা তোমাদের জন্য গর্বিত।

বাংলাদেশ বাংলাদেশ....
এ বিশ্ব অবাক তাকিয়ে রয়!!!!!!!!!!!!!!!!!!!!!

২| ২৫ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:৫৬

সাদা মনের মানুষ বলেছেন: শুভ কামনা টাইগারদের জন্য

৩| ২৫ শে মে, ২০১৭ রাত ৮:১০

ডঃ এম এ আলী বলেছেন:
বাংলাদেশ ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
সামুকে ধন্যবাদ জাতীয় গুরুত্বপুর্ণ এ সংবাদটি নিয়ে দেয়া পোষ্টকে স্টিকি করারে জন্য ।

৪| ২৫ শে মে, ২০১৭ রাত ৮:১৪

কবি হাফেজ আহমেদ বলেছেন: অভিনন্দন বলতেই চোখে জ্বল ছলছল করতে লাগলো। আমার বাংলাদেশ।

৫| ২৫ শে মে, ২০১৭ রাত ৮:২৪

এস,এম,মনিরুজ্জামান মিন্টু বলেছেন: অভিন্দন বাংলাদেশ ক্রিকেট টিমকে!
অভিনন্দন বাংলার সকল ক্রিকেট প্রেমীকে।
আগামী ১ জুন থেকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহন করতে যাচ্ছে বাংলাদেশ।
বাংলাদেশ টিমের জন্য নিরন্তর শুভকামনা।

৬| ২৫ শে মে, ২০১৭ রাত ৮:৩২

জাহিদ হাসান বলেছেন: দলের খারাাপ ও ভালো উভয় সময়ই দলের সাথে ছিলাম।
কখনই বাংলাদেশ ক্রিকেট দলের সমর্থন ছাড়িনি।
সাবাস বাংলাদেশ, সাবাস বস মাশরাফি।
এগিয়ে যাও। একদিন আমরা ক্রিকেট বিশ্বকাপ জয় করবো।
ইনশাআল্লাহ।

৭| ২৫ শে মে, ২০১৭ রাত ৮:৩৭

সিফটিপিন বলেছেন: এভাবে একদিন র‌্যাঙ্কিং ১ যাবে বাংলাদেশ।
বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন।

৮| ২৫ শে মে, ২০১৭ রাত ৯:১০

কাজী ফাতেমা ছবি বলেছেন: ovinondon টাইগারদের

৯| ২৫ শে মে, ২০১৭ রাত ৯:১৯

মিঃ আতিক বলেছেন: সাবাস, এগিয়ে চল বাংলাদেশ ক্রিকেট, আশাকরি ২০১৯ বিশ্বকাপের ফাইনাল খেলবে বাংলাদেশ।
সাহসে ভর করে আশায় বুক বেঁধেছি ১৯এর স্বপ্নটা যেন সত্যি হয়।

১০| ২৫ শে মে, ২০১৭ রাত ৯:২০

মেমননীয় বলেছেন: শত-সহস্র বিভাজনের এদেশে ক্রিকেটই একমাত্র শক্তি যা আমাদের সকলকে একত্র করে এক মোহনায়।

ক্রিকেট আমাদের হাসায়-কাঁদায়।
ক্রিকেটের মাঝে আমরা ভুলে যাই আমাদের হাজারো সমস্যা।

ধন্যবাদ বাংলাদেশ ক্রিকেট টিম!

১১| ২৫ শে মে, ২০১৭ রাত ৯:৩২

মোঃ মুসা ইসলাম বলেছেন: অঅভিনন্দন

১২| ২৫ শে মে, ২০১৭ রাত ৯:৩৪

শাহরিয়ার কবীর বলেছেন:
অভিনন্দন টাইগারদের। :)

১৩| ২৫ শে মে, ২০১৭ রাত ৯:৩৬

মোঃ মুসা ইসলাম বলেছেন: আমারা যাব অনেক দূরে
জয়ের ধারায়

১৪| ২৫ শে মে, ২০১৭ রাত ৯:৪৫

বিষাদ সময় বলেছেন: অভিনন্দন টাইগারস। এই অগ্রযাত্রা অব্যাহত থাকুক।

১৫| ২৫ শে মে, ২০১৭ রাত ৯:৫৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন: বাংলাদেশের এ বিজয় যাত্রা অভ্যাহত থাকুক, এ কামনা করি। বাংলাদেশ দলকে শুভেচ্ছা।

১৬| ২৫ শে মে, ২০১৭ রাত ১০:১৬

প্রামানিক বলেছেন: অভিনন্দন

১৭| ২৫ শে মে, ২০১৭ রাত ১০:১৬

দেলোয়ার সুমন বলেছেন: শুভ কামনা রইলো

১৮| ২৫ শে মে, ২০১৭ রাত ১০:২০

শরীফুর রায়হান বলেছেন: অভিন্দন বাংলাদেশ ক্রিকেট টিমকে
১৬ কোটি মানুষের জন্য অব্যাহত থাকুক এই বিজয়ের লড়াই

১৯| ২৫ শে মে, ২০১৭ রাত ১০:৫৪

টুনটুনি০৪ বলেছেন: অভিনন্দন

২০| ২৫ শে মে, ২০১৭ রাত ১০:৫৫

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: অভিনন্দন

২১| ২৬ শে মে, ২০১৭ রাত ১২:১১

কলাবাগান১ বলেছেন: এতদিনে বেয়াড়া ভারতীয় আর পাকিস্হানী সাপোর্টারদের তুচ্ছ/তাচ্ছিল্য কে উপযুক্ত জবাব দেওয়া গেল।

২২| ২৬ শে মে, ২০১৭ রাত ১২:২৫

উম্মে সায়মা বলেছেন: বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন। গর্বিত বোধ করছি...।।

২৩| ২৬ শে মে, ২০১৭ রাত ১২:৪৮

সচেতনহ্যাপী বলেছেন: শুভ কামনা, টাইগারদের জন্য।। আরো ভালর প্রত্যাশায়।।

২৪| ২৬ শে মে, ২০১৭ রাত ২:৩৩

সচেতনহ্যাপী বলেছেন: যখন আমাদেরকে খেলতে হতো সম্মানজনক পরাজয়ের জন্য অথবা বড় দলগুলোর বিপক্ষে আমাদের কষ্টার্জিত সাফল্যকে বলা হতো দূর্ঘটনা, এই "ব্যাডপ্যাচ" টাও কেটে যাক, এই কামনায়।।

২৫| ২৬ শে মে, ২০১৭ রাত ৩:৪৪

মানবী বলেছেন: বাংলাদেশ ক্রিকেট দলকে ধন্যবাদ আর কৃতজ্ঞতা।
বাংলাদেশকে অভিনন্দন!


নোটিশবোর্ডকে ধন্যবাদ পোস্টটির জন্য :-)

২৬| ২৬ শে মে, ২০১৭ সকাল ৯:৩৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

সাম্প্রতিক কালের সবচেয়ে ভালো সংবাদ এটি...
আমার এক বন্ধু বললেন, প্রতিদিনের খারাপ সংবাদগুলোর মধ্যে একমাত্র টাইগাররাই ভালো সংবাদগুলো দিয়ে যাচ্ছে।

অভিনন্দন টাইগারস.............. :)

২৭| ২৬ শে মে, ২০১৭ সকাল ১০:২৪

এরশাদ বাদশা বলেছেন: অবশ্যই অনন্য অর্জন!! কল্পনাতীত সাফল্য!!!
এখন সুসময় বাংলাদেশ ক্রিকেট দলের। সবাই ফুলের ডালি নিয়ে বসে আছেন, তবে খারাপ সময়েও যেন আমরা ওদের পাশে থাকি।

২৮| ২৬ শে মে, ২০১৭ সকাল ১০:৪০

ANIKAT KAMAL বলেছেন:
ভা‌লোবাস‌তে জা‌নি ব‌লেই সব শ‌ক্তি দি‌য়ে বি‌জ‌য়ের প‌থে
অামা‌দের ক্রি‌কেট

২৯| ২৬ শে মে, ২০১৭ দুপুর ২:৪৬

নতুন নকিব বলেছেন:



শিরোনামসহ লেখাটিতে কিছু বানানগত সমস্যা রয়েছে। এডিট করে দিলে বিশেষ কৃতজ্ঞতা থাকবে। শিরোনামের 'নম্বর' কথাটি বোধ হয় 'নম্বরে' হওয়াটা সঠিক।

শুভ ব্লগিং।

৩০| ২৬ শে মে, ২০১৭ দুপুর ২:৪৮

শাহরিয়ার খান রোজেন বলেছেন: অভিনন্দন বাংলার দামাল ছেলেদের।

৩১| ২৬ শে মে, ২০১৭ বিকাল ৩:১০

সামিউল ইসলাম বাবু বলেছেন: অনেক অনেক শুভকামনা বাংলাদেশ ক্রিকেট দলকে।

৩২| ২৬ শে মে, ২০১৭ বিকাল ৩:১৪

এম ডি মুসা বলেছেন: Ovinnondon

৩৩| ২৬ শে মে, ২০১৭ বিকাল ৩:৪০

শিরনামহীন বাক্য বলেছেন: শুভকামনা বাংলাদেশ ক্রিকেট দলকে।

৩৪| ২৬ শে মে, ২০১৭ বিকাল ৫:০০

আশরাফুল আলম সানি বলেছেন: বাংলাদেশ!আমার বাংলাদেশ!

৩৫| ২৬ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:০৮

শামীম আরান বলেছেন: বাংলাদেশ ক্রিকেট দলকে অনেক অনেক শুভেচ্ছা। ধারাবাহিকতা বজায় রাখতে পারলে আমরা সহসাই বিশ্বকাপও জয় করতে পারব।

৩৬| ২৬ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:৪৩

তুষার আব্দুল্লাহ বলেছেন: অনেক অনেক অভিনন্দন টাইগারদের...ভালবাসা অফুরান

৩৭| ২৬ শে মে, ২০১৭ রাত ৯:১০

পংঙ্কজ অধিকারী বলেছেন: সাবাশ বাংলাদেশ

৩৮| ২৬ শে মে, ২০১৭ রাত ৯:৪৫

অস্থায়ী জীবন বলেছেন: অভিনন্দন সেই সাথে বিসিবির ক্রিকেট পলেটিক্স বন্ধ হোক,
তা না হলে এসাফল্য ধরে রাখা মুশকিল হবে।

৩৯| ২৬ শে মে, ২০১৭ রাত ১০:৩০

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
সমস্যা হইতাছে গিয়া......নোটিশবোর্ড যাই লেখে তাই পিনওয়ালা বন্দি করে!

৪০| ২৬ শে মে, ২০১৭ রাত ১০:৫২

লিযেন বলেছেন: বাংলাদেশ !:#P B:-/ ;)

৪১| ২৬ শে মে, ২০১৭ রাত ১০:৫৩

সৈয়দ ওয়াহেদ৯০ বলেছেন: অনেক শুভকামনা বাংলাদেশ ক্রিকেট দলকে

৪২| ২৭ শে মে, ২০১৭ রাত ১২:৪৯

ধ্রুবক আলো বলেছেন: অনেক শুভকামনা বাংলাদেশ ক্রিকেট দলকে। আমরা গর্বিত। পুরো জাতি আজ গর্বিত।

৪৩| ২৭ শে মে, ২০১৭ রাত ১২:৪৯

মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: এটা পরিস্কার যে এই সাফল্য বোর্ডের পরিকল্পনা আর শৃঙ্খলার ফসল,তাই ধন্যবাদটা তাদেরই প্রাপ্য বেশী,
আইসিসি আমাদের সাথে পক্ষপাতিত্ব না করলে বা অন্যদের তুলনায় আমাদের ম্যাচ কম বরাদ্দ না করলে অনেক আগেই আমরা আরো আগে চলে যেতাম।

৪৪| ২৭ শে মে, ২০১৭ দুপুর ১২:১৭

নূর আলম হিরণ বলেছেন: ১৬কোটি মানুষের ভালোবাসা তোমাদের সাথে। অভিনন্দন তোমাদের। এগিয়ে চলো বাংলাদেশ।

৪৫| ২৭ শে মে, ২০১৭ দুপুর ১:০৪

লিওনাডাইস বলেছেন: বাংলাদেশ ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

৪৬| ২৮ শে মে, ২০১৭ সকাল ৮:৩২

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: আমরা করবো জয় একদিন।

৪৭| ২৮ শে মে, ২০১৭ দুপুর ২:৩৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অভিনন্দন টাইগার, অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট।



এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, যাবেই। বিশ্ব অবাক চেয়ে খুঁজবে বিস্ময়
বিস্মিত হয়ে বলবে এঁরা বাঙালি, এঁরা বীর, এঁরা ছিনিয়ে নেবেই বিজয়।।

৪৮| ০৪ ঠা জুন, ২০১৭ দুপুর ১২:১৪

জীবন সাগর বলেছেন: অভিনন্দন টাইগারদের প্রতি

সামুর প্রতি ফরিয়াদি, এ কেমন বিচার আমার প্রতি !!!!

৪৯| ০৪ ঠা জুন, ২০১৭ বিকাল ৪:৫৯

শূন্য-০ বলেছেন: ও হ!! সাগর ভাই!! আপনি ৫ মাস পাঁচ দিন তবুও ঝুলে আছেন এত সুন্দর লিখেও!!!
তাহলে আমার কি হবে !!!!!

৫০| ০৫ ই জুন, ২০১৭ রাত ১২:০৪

জীবন সাগর বলেছেন: ভাই শূন্য, জানিনা আমার কোন দোষ ভুল কিনা!! তবুও পাঁচ মাস এক সপ্তাহ পেরিয়ে গেল!! যে উদ্যমে ছিল তা এখন হারিয়ে গেছে!! অনেক কৃতজ্ঞতা শূন্য ভাই সহমর্মিতা দেখানোর জন্য। শুভকামনা আপনার জন্য।

৫১| ১১ ই জুলাই, ২০১৭ দুপুর ১:৩৩

Shahin nil বলেছেন: আমাকে কেউ একটু বলবেন কি,
আমি আবার লেখা পোষ্ট অনলাইনে কি করে দেখতে পাবো।।

৫২| ১১ ই জুলাই, ২০১৭ দুপুর ১:৩৪

Shahin nil বলেছেন: আমাকে কেউ একটু বলবেন কি,
আমি আবার লেখা পোষ্ট অনলাইনে কি করে দেখতে পাবো।।

৫৩| ২৫ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:৫৫

প্লাবন২০০৩ বলেছেন: একরাশ হৃদয় নিংড়ানো অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট টিমকে।

৫৪| ২৮ শে জুলাই, ২০১৭ রাত ৮:০০

আমি চির-দুরন্ত বলেছেন: নোটিশ বোর্ড এর কাছে অনুরোধ করছি , আমার মডারেশন স্ট্যাটাস টা যদি সেফ করা সম্ভব হয়। লাভ হবে কিনা জানিনা। তবুও বললাম। আমি মোটামুটি নতুন।তাই আমার ভুল ত্রূটি ক্ষমা করে যদি সেফ করে দিতেন তাহলে চির কৃতজ্ঞ থাকবো।। আসলে জেনারেল জিনিসটা খুবই কষ্টকর। আস্তে আস্তে লেখার আগ্রহ হারিয়ে ফেলেছি এর কারনে।

৫৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:৩৬

অরণ্য অরিত্রিক রিদি বলেছেন: শুভ কামনা রইল বাংলাদেশ ক্রিকেট দলের জন্য।

৫৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৩৯

আশিকুর রহমান হিমেল ৪২৪ বলেছেন: আসাধার

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.