নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নোটিশবোর্ড

নোটিশবোর্ড

নোটিশবোর্ড

নোটিশবোর্ড

নোটিশবোর্ড › বিস্তারিত পোস্টঃ

বাঘের গর্জনে প্রকম্পিত বিশ্ব- অস্ট্রেলিয়াকে হারালো বাংলাদেশ।

৩০ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৪৫

তাইজুল ইসলামের বলে জশ হ্যাজলউড এলবিডাব্লিউ হতেই পুরো গ্যালারী উল্লাসে ফেটে পড়ল। মনে হলো, বাঘের গর্জনে কাঁপছে পুরো স্টেডিয়াম। এটা এক ঐতিহাসিক জয়, অনবদ্য ক্রীড়া নৈপূন্য। ওয়ানডেতে টানা সাফল্য পেলেও টেস্টে ক্রমাগত ব্যর্থতা পীড়া দিচ্ছিল দেশের ক্রিকেটপ্রেমীদের। তবে গত বছর ঘরের মাঠে ইংল্যান্ড আর এ বছর শ্রীলঙ্কা সফরে ঐতিহাসিক শততম টেস্ট জিতে বাংলাদেশ প্রমাণ করেছে, পাঁচ দিনের ক্রিকেটে উঠে আসতেও আর দেরি নেই।

প্রথম সেশনেই অসিদের ইনিংস বিবর্ণ করে ছাড়েন স্বাগতিক বোলাররা। ওয়ার্নার-স্মিথের ব্যাটে যখন চতুর্থ দিনে ম্যাচ থেকে প্রায় ছিটকে গিয়েছে বাংলাদেশ, তখনই এল সাকিবের সেই স্পেল। একে একে ফিরে গেলেন শতরানকারি ডেভিড ওয়ার্নার, স্মিথ, ম্যাক্সওয়েল, ম্যাথু ওয়েডরা। বাকি কাজ সম্পন্ন করেছেন তাইজুল আর মিরাজ।

কৃতজ্ঞতাঃ
বিডিনিউজ ২৪
ইসপিএন

মন্তব্য ৪৫ টি রেটিং +২৪/-০

মন্তব্য (৪৫) মন্তব্য লিখুন

১| ৩০ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৫৩

মিঃ আতিক বলেছেন: অসাধারণ এই জয়ে বাংলাদেশ দলের সবাইকে শুভেচ্ছা।

২| ৩০ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৩২

ফয়সাল রকি বলেছেন: অভিনন্দন টাইগারদের...

৩| ৩০ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৫৩

এম আর তালুকদার বলেছেন: গর্জে উঠেছে বাংলাদেশ স্বপ্ন নিয়ে বিশ্ব জয়ের, অভিনন্দন টাইগারদের...

৪| ৩০ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:১৯

ছাসা ডোনার বলেছেন: ওয়াও !!!! আমরাও পারি। আন্তরিক অভিনন্দন সকলকে!!!!

৫| ৩০ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:২০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


টাইগারদের টাইগারীয় শুভেচ্ছা... খুবই আনন্দ পাচ্ছি।

অস্ট্রেলিয়া বধের পর সব প্রতিবন্ধকতা শেষ হলো।
এবার চলো বিশ্বকাপ জয়ের পথে....

৬| ৩০ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:২৬

তিতাস৮১ বলেছেন: ব্যাপক বিনোদন পেলাম

৭| ৩০ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:৩৪

মোস্তফা সোহেল বলেছেন: ঈদের আগেই ঈদ হয়ে গেল!!!
সাকিবকে এক্সট্রা থ্যাকস............

৮| ৩০ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:৩৬

মোস্তফা সোহেল বলেছেন: গুড লাক বাংলাদেশ।
গুড লাক বাংলাদেশ।

৯| ৩০ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:৪৪

জাহিদ অনিক বলেছেন: বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন।

১০| ৩০ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:০৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: বাঘের হুঙ্কারে পালিয়ে গেল ক্যাঙ্গারু। সাবাস টাইগাররা।

১১| ৩০ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:১৭

কিশোর মাইনু বলেছেন: আগে অস্ট্রেলিয়া আমাদের বলে কয়ে হারাত।

১২| ৩০ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৩৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: গতরাতটা খুব অস্থিরতার মধ্যে পার করেছি- কখন ভোর হবে! ভোর হলো- কিন্তু সময় যেন যাচ্ছিল না- কখন ম্যাচ শুরু হবে! সময় যেন স্থির হয়ে বসে ছিল।

অবশেষে ম্যাচ শুরু হলো। কিন্তু প্রথম থেকেই মনের মধ্যে বার বার এই প্রশ্ন ও দ্বিধা ঘুরপাক খাচ্ছিল- বাংলাদেশ পারবে কি ইতিহাস সৃষ্টি করতে?

৮ উইকেট পড়ার পর কিছুটা নিশ্চিত হই- ইনশাল্লাহ, টাইগাররা আজ ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে। কিন্তু ৮ উইকেটে PJ Cummins-এর ঝড়োগতির ব্যাটিং আমাদের মনেও ঝড় তুললো- হায়, আমাদের জেতা ম্যাচটা কি অসিরা কেড়ে নিয়ে যাচ্ছে?

এমন সময় হঠাৎ টিভিতে গ্যালারিতে উপবিষ্ট মাননীয় প্রধান মন্ত্রীর হাস্যোজ্বল মুখ ভেসে উঠলো। এই ভদ্র মহিলা জাদু জানেন। তাঁর উপস্থিতি আমার মনে হয় সমগ্র দর্শক ও খেলোয়াড়দের মনে একটা দারুণ উত্তেজনার সৃষ্টি করে। মনোবল ভীষণ চাঙ্গা হয়ে ওঠে।

হ্যাঁ, শেষ পর্যন্ত আমাদের ম্যাচ আমাদের ঘরেই থেকে গেলো।

ম্যান অব দ্য ম্যাচ সাকিব-আল-হাসান। দুই ইনিংসে ৫+৫=১০ উইকেট। সাকিব হলেন ক্রিকেট দুনিয়ার ৪ বোলারের একজন যিনি প্রতি দেশের বিপক্ষে ৫ উইকেট শিকারের অনন্য রেকর্ডের অধিকারী। ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার গ্রহণের পর সাকিব উপস্থাপকের অনুমতি নিয়ে স্টেডিয়ামের দর্শকদের উদ্দেশ্যে বাংলায় কিছু মূল্যবান কথা বলেছেন (আমার কাছে মূল্যবান মনে হয়েছে)। তিনি বললেন, আমরা যে ম্যাচ জিততে পারবো, আমাদের মনে এরকম কোনো বিশ্বাস ছিল না। কিন্তু যখন দেখলাম, আপনারা এসেছেন, তখনই বুঝতে পারলাম আমাদের উপর আপনাদের আস্থা আছে যে আমরা ম্যাচ জিততে পারবো। এ প্রসঙ্গে তিনি আরেকটা ঘটনার উল্লেখ করেন। গতরাতে তাঁর স্ত্রীকে বলছিলেন, ম্যাচটা জিততে পারবো না, কঠিন হয়ে গেলো। তাঁর স্ত্রী বলেছিলেন, এই ম্যাচটা একমাত্র তুমিই জেতাতে পারো। তিনি এই বিজয়ে মাঠে উপস্থিত হয়ে খেলোয়াড়দের উৎসাহিত করার জন্য দর্শকদের, এবং তাঁর স্ত্রীকে ধন্যবাদ জানান।

সমগ্র খেলায় একটা জিনিস আমাকে খুব আনন্দ দিয়েছে। অসিরা যখন কোনো উইকেট পেতেন, তাঁরা লাফিয়ে উচ্ছ্বাস আর উল্লাস প্রকাশ করছিলেন, তা থেকেই বোঝা যাচ্ছিল বাংলাদেশ দলকে তাঁরা কতখানি গুরুত্ব দিচ্ছিলেন ও সমীহ করছিলেন।

আজকের এই বিজয়ে আমার আনন্দের অংশ আমি বাংলাদেশের বন্যার্ত ও আরাকানের নির্যাতিত রোহিঙ্গাদের উদ্দেশ্যে উৎসর্গ করলাম।

স্কোরঃ বাংলাদেশ ২৬০ ও ২২১। অস্ট্রেলিয়া ২১৭ ও ২৪৪। অস্ট্রেলিয়ার টার্গেট ছিল ২৬৫।


ও আরেকটা কথা। নিরাপত্তাহীনতার কথা বলে এতদিন অসিরা কেন আসে নি তা এবার বুঝতে পারছেন তো? ওরা নিশ্চিত ছিল যে টাইগারদের কাছে ওরা হেরে যাবে। এটাই ছিল ওদের নিরাপত্তাহীনতা।

তো, আমি টাইগারদের অনুরোধ করছি পরের ম্যাচে আমাদের বি টিম নামানোর জন্য এবং অসিদেরকে পরের ম্যাচটা দিয়ে দেয়ার জন্য। তা না হলে এই শোচনীয় হারের জন্য ওরা এতই ভয় পেয়ে যাবে যে, ভবিষ্যতে আর কোনোদিনই বাংলাদেশে আসতে চাইবে না :) আমরা খুব বন্ধুবৎসল, ওরা আর না আসুক, এটা চাই না :)

অভিনন্দন, ডেয়ারিং টাইগার্স!!!!

১৩| ৩০ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৪৫

বিদ্যুৎ বলেছেন: অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট দলকে। আসলে হারার ভয়ে এতদিন অস্ট্রেলিয়া বাংলাদেশে আসতে চাইনি। সামনে এগিয়ে যাও টাইগার বাহিনী। শুভ কামনা সব সময়।

১৪| ৩০ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:১৩

ANIKAT KAMAL বলেছেন: ই‌তিহা‌সের ভিত‌রেই ই‌তিহাস র‌চিত হয়। যে ই‌তিহাস শুধুই বাংলার ই‌তিহাস। স্বাধীনতার ই‌তিহাস, ভাষার ই‌তিহাস, ত্যা‌গের ই‌তিহাস, ক্রি‌কেটের ই‌তিহাস। ই‌তিহাস অার ই‌তিহাস।

১৫| ৩০ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:২৯

সনেট কবি বলেছেন: অভিনন্দন টাইগারদের

১৬| ৩০ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৪০

বিদ্রোহী ভৃগু বলেছেন: টাইগার টাইগার
জেগে উঠে বার বার
বিশ্বকে জানিয়ে দাও
দেখিয়ে দাও- বুঝিয়ে দাও

টিজিংএর দিন শেষ
সমীহের সাথে নাও নাম- বাংলাদেশ।




১৭| ৩০ শে আগস্ট, ২০১৭ রাত ৮:২৩

ডঃ এম এ আলী বলেছেন: বাংলার ক্রিকেটের বীর সেনা
টাইগার বাহিনীর প্রতি রইল প্রাণডালা অভিনন্দন ।
সামুর নোটিশ বোর্ডের প্রতি রইল বিশেষ ধন্যবাদ ।

১৮| ৩০ শে আগস্ট, ২০১৭ রাত ৯:২৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন: প্রাণঢালা অভিনন্দন জানিয়ে টাইগারদের এই গানটি উৎসর্গ করলাম-

১৯| ৩০ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৩১

সেয়ানা পাগল বলেছেন: অভিনন্দন টাইগারদের।
ফেবুতে দেখলাম অনেকে আবেগের বশে ক্রিকেটারদের কৃতিত্বকে মুক্তিযোদ্ধাদের সাথে তুলনা করেন যা অত্যন্ত হাস্যকর। কারণ ক্রিকেটাররা হল বোর্ডের বেতনভুক কর্মচারী। কিন্তু মুক্তিযোদ্ধারা নিরস্বার্থে নিজের জীবন বিলিয়ে দিয়েছিল দেশের জন্য। তাই দয়া করে মুক্তিযোদ্ধাদের অপমান করবেন না।

২০| ৩০ শে আগস্ট, ২০১৭ রাত ১০:৫৫

সেলিম আনোয়ার বলেছেন:
শুনো আকাশ শুনো মেঘ
কেটে গেছে প্রাণের উদ্বেগ।
বাংলার আঙিনায় বিজয়ের
কেতন উড়ে
সকল বাঁধা জয় করে।
বাংলার টাইগার; ছোটটি নয় আর।
থাবাতে তার অসীম শক্তি
প্রতিপক্ষ সবে তাই করে ভক্তি।
অসিদের তাই আজ এই পরিণতি
টাইগার ক্ষিপ্রতায় কি যে দূর্গতি।
সফরে আসার আগে পালপিটিশন হয়েছে
সাক্ষাতে তাদের তাই বুঝা গেছে।
যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয়
এই প্রবাদতো আর মিথ্যে নয়।
লাল সবুজ পতাকা লয়ে স্কন্ধে ।
বাংলার মানুষেরা আছে মহানন্দে
বাংলার টাইগার নয়ন জুড়ালো
অসিরা তাই মাথা নুয়ালো ।
বাঘেরাতো হয়েছে বড়ো
এইবার সবে তার থাবায় মরো।
এখনো কীর্তির হয়নিকো শেষ
বিশ্বকাপ জয়ের প্রতীক্ষায় গোটা বাংলাদেশ।
উৎসর্গ : বাংলাদেশ ক্রিকেট টিম


বাংলাদেশ ক্রিকেট টিমকে অভিনন্দন ।

২১| ৩১ শে আগস্ট, ২০১৭ রাত ১২:২৫

সৈয়দ আল ফাহাদ বলেছেন: amake 2 diner block kora hoisilo, ekhn block khula hoileo ami post korte partesi na, Help me :)

২২| ৩১ শে আগস্ট, ২০১৭ রাত ১২:৪৫

সচেতনহ্যাপী বলেছেন: অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট দলকে।। পথকে এভাবেই ডিঙ্গিয়ে যেতে হয়।।

২৩| ৩১ শে আগস্ট, ২০১৭ রাত ১২:৪৬

কলাবাগান১ বলেছেন: I hope the religious politics with Soumya will end with this historic win

২৪| ৩১ শে আগস্ট, ২০১৭ রাত ২:২৩

আব্দুর রহিম p.t বলেছেন: সাকিব তামিমদের শুভেচ্ছা স্বাগতম।

২৫| ৩১ শে আগস্ট, ২০১৭ ভোর ৫:৪৬

সাদা মনের মানুষ বলেছেন: অষ্ট্রেলিয়ার সাথে জেতার পর থেকেই মনটাতে শুধু সুখ সুখ অনুভব হচ্ছে

২৬| ৩১ শে আগস্ট, ২০১৭ সকাল ৭:৫৪

দীপঙ্কর বেরা বলেছেন: বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন।

২৭| ৩১ শে আগস্ট, ২০১৭ সকাল ৯:৩২

হাসান মাহবুব বলেছেন: B-)

২৮| ৩১ শে আগস্ট, ২০১৭ সকাল ৯:৫০

সামু পাগলা০০৭ বলেছেন: বাংলাদেশ ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন। আর সাকিব আল হাসানকে প্রাণঢালা শুভেচ্ছা এমন অসাধারণ পারফর্মেন্সের জন্যে।

২৯| ৩১ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:০৯

খায়রুল আহসান বলেছেন: বিজয়ী বীরদেরকে জানাই আন্তরিক অভিনন্দন!
সব খেলাতেই জয় পরাজয় আছে, তবে টাইগারদের এ বিজয়ে ক্যাঙ্গারুদের আত্মমভরিতার গ্লানিময় পরাজয় ঘটলো।

৩০| ৩১ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:৩৭

রেযা খান বলেছেন: ভালোবাসি বাংলাদেশ, ভালোবাসি বাংলাদেশ ক্রিকেটকে...

৩১| ৩১ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:৩৯

এস ওয়াই গ্লোবাল এলটিডি বলেছেন: পোস্টটি পড়ে অনেক ভাল লাগল । শুভ কামনা রইল নতুন কোন বিষয় নিয়ে আলোচনা করার জন্য।

৩২| ৩১ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:৪৯

মোঃ কামরুল ইসলাম ৯৬৬ বলেছেন: খুভ মজা পেলাম

৩৩| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৪০

মেটাফেজ বলেছেন: সাবাশ টাইগার।

৩৪| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৪৭

লিযেন বলেছেন: go forward<<<<<<<<<

৩৫| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৫৪

এম ডি মুসা বলেছেন: সাবাস টাইগার ।

৩৬| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:১৫

হিমাংসু বিপ্লব বলেছেন: ভরসা ছিল আমাদের দেশিও টাইগার দের একদিন জয় আসবেই । সাবাস বাংলাদেশ

৩৭| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৩১

আরজু পনি বলেছেন: ভালোবাসা রইল।

৩৮| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৫

শরতের ছবি বলেছেন: অস্ট্রেলিয়া এই হার থেকে বাঁচতে চাইছিল । তাই one day না খেলে Test খেলতে রাজি হয়েছিল । কিন্তু শেষ রক্ষা হইল না ।

৩৯| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৭

বিজন রয় বলেছেন: অনেক পরিশ্রমের ফসল।

আমাদের একটি প্রজন্ম দাঁড়িয়ে গেল।
এখন দরকার একটি বিশ্বকাপ।
তারপর আর আমাদের থামানো যাবে না।

যেমন ১৯৯৬ এর পর শ্রীলঙ্কা।

৪০| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:০৪

ধ্রুবক আলো বলেছেন: আমরা গর্বিত।

৪১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৫৮

রানার ব্লগ বলেছেন: শেষ উইকেট টা পরে যাওার পর আমি নিজেকে আর ধরে রাখতে পারিনি, কেঁদে ফেলেছিলাম।

৪২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৪০

Flipo বলেছেন: Great victory.More on view this link

৪৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৩০

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: আজকের খেলার অনলাইনে দেখা যায় এমন লিংক দিলে ভাল হতো। ধন্যবাদ।

৪৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৫৯

আকতার আর হোসাইন বলেছেন: ভাইয়া,,,, আপনার ফেসবুক লিংকটা দিবেন,প্লিজ।।।

৪৫| ৩১ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:২৩

Arafa।Angum বলেছেন: খুব ভলো লাগল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.