নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নোটিশবোর্ড

নোটিশবোর্ড

নোটিশবোর্ড

নোটিশবোর্ড

নোটিশবোর্ড › বিস্তারিত পোস্টঃ

নবম বাংলা ব্লগ দিবসের শুভেচ্ছা।

১৯ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:২১



প্রিয় ব্লগার,
সবাইকে নবম বাংলা ব্লগ দিবসের শুভেচ্ছা। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে, বাংলা ব্লগ মুক্ত মত প্রকাশের এক অনবদ্য সুযোগ সৃষ্টি করেছে। ব্লগ এবং ব্লগার একটি বিশেষ জায়গা করে নিয়েছে সামাজিক যোগাযোগে। গণতন্ত্র চর্চা এবং পরিচর্যায় দায়িত্বশীল ব্লগিং আমাদের সচেতনতা তৈরী করে যাচ্ছে এবং এই ধারা অব্যাহত রাখতে বাংলা ব্লগ দিবস একটি বিশেষ ভূমিকা রাখতে শুরু করেছে।

২০০৯ সাল থেকে প্রতি বছর ১৯ শে ডিসেম্বর দিনটিকে বাংলা ব্লগ দিবস হিসেবে পালন করা হয়। বিগত বছরগুলোতে সামহোয়্যার ইন ব্লগের উদ্যোগে অন্যান্য বেশ কিছু বাংলা ব্লগ পরিমণ্ডলের সাথে সংশ্লিষ্ট দায়িত্বশীল অ্যাডমিন ও ব্লগারের সম্মিলনে বাংলা ব্লগ দিবস উদযাপিত হয়েছে। দুঃখজনকভাবে গত তিন বছর আমরা এই আয়োজন থেকে বিরত রয়েছি কেবল বাংলা ব্লগ এবং ব্লগারদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে।

চিন্তার বিষয় হচ্ছে, দেশে সামগ্রিকভাবে ঠিক যে সময়টিতে ইন্টারনেট ব্যবহারের সুযোগ কিছুটা সহজ ও দ্রুত হতে শুরু করেছে, মানুষ ইন্টারনেট থেকে শিক্ষা, যোগাযোগ, তথ্য সংগ্রহ এবং ব্যবসায় সহ দৈনন্দিন জীবনে নানাবিধ দরকারী বিষয়ে ইন্টারনেট নির্ভর হতে শুরু করেছে এবং বাংলা ব্লগের প্রয়োজন, কার্যকারিতা এবং গুরুত্ব ক্রমশ: জনেজনে ছড়িয়ে যাচ্ছে, ব্লগ এবং ব্লগার তার আপন শক্তি প্রমাণ করতে শুরু করেছে ঠিক সেই সময়েই নির্দিষ্ট একটি চূড়ান্ত মূর্খ, ধূর্ত, হীন স্বার্থান্বেষী মহল ব্যক্তিগত এবং দলীয় মাধ্যমে শুরু করে ব্লগ এবং ব্লগার শব্দ দু'টি প্রতি ঢালাওভাবে অবর্ণনীয় অপপ্রচার। এতে বাংলাদেশের সাধারণ ও নিরীহ ধর্মপ্রাণ মানুষের মনে 'ব্লগার' সম্পর্কে বিরূপ ধারণা তৈরি হয় এবং ব্লগাররা হয়ে পড়েন কিছুটা নিরাপত্তা-হীন। কাজেই এই বছর একই কারণে ব্লগ দিবসের কোন অনুষ্ঠান আমরা আনুষ্ঠানিকভাবে আয়োজন করছি না।

তবে আনন্দের কথা, ব্লগ সম্পর্কে সাধারণ মানুষের ধারনা আগের চাইতে বহুগুণে ইতিবাচক ভাবে পরিবর্তন হয়েছে। মানুষ সত্য এবং মিথ্যে অপপ্রচারের হীন স্বার্থ ও উদ্দেশ্য সম্পর্কে অবগত হয়েছে। এর প্রভাব আমরা লক্ষ্য করেছি সাম্প্রতিক সময়ে ব্লগে নতুন অনেক মুখের সন্ধান পেয়ে। পাশাপাশি বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানও তাদের পণ্যের প্রচার এবং প্রসারের জন্য ব্লগারদের সাহায্য নিচ্ছেন। বিভিন্ন বিজ্ঞাপনী প্রতিষ্ঠানগুলোতে কপিরাইটর, কন্টেন্ট রাইটার হিসেবে ব্লগারদের গুরুত্ব দেয়া হচ্ছে।

২০০৫ সাল থেকে বাংলা ব্লগের মাধ্যমে ব্লগাররা স্বদেশ, জাতীয় স্বার্থ, কৃষ্টি-সংস্কৃতি ও মানবাধিকারের চর্চা, কুসংস্কার এবং যাবতীয় সামাজিক অন্ধকারের বিরুদ্ধে জোরালো অবস্থান এবং সক্রিয়তা সমাজে যে বিশেষ ইতিবাচক সংযুক্তি এনেছে তা লক্ষণীয়। এর ধারাবাহিকতায় এবারের বাংলা ব্লগ দিবসের স্লোগান হচ্ছে - প্রজন্মের ভবিষ্যৎ রক্ষায় চাই সুস্থ শিক্ষাব্যবস্থা।

জাতীয় স্বার্থে আমাদেরকে এখনই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রশ্ন ফাঁস বন্ধ করা সহ শিক্ষাব্যবস্থায় দ্রুত আধুনিকায়ন করতে হবে। এইক্ষেত্রে কোন প্রকার ছাড় দেয়া চলবে না। বিশ্বের সাথে পাল্লা দিয়ে এগিয়ে যাওয়ার জন্য দরকার প্রজন্মের সঠিক মেধা বিকাশের সুযোগ।

আমরা বিশ্বাস করি, আমাদের দেশে, আমাদের সমাজে বাংলা ব্লগ নিয়ে যে অপপ্রচার এবং অপব্যাখ্যার চেষ্টা চলছে তার অবসান হবেই। হয়তো কিছুটা সময় দরকার। আমাদের মানে রাখা দরকার যে, মিথ্যাচার ক্ষণস্থায়ী এবং সত্যের জয় অনিবার্য ও অক্ষয়।

বিশ্বজুড়ে শান্তি, সত্য এবং কল্যাণ প্রতিষ্ঠা পাক। মঙ্গলময় হোক সকল জীবন।

সবাইকে নবম বাংলা ব্লগ দিবসের শুভেচ্ছা।
শুভ ব্লগিং।

মন্তব্য ৯৪ টি রেটিং +২৮/-০

মন্তব্য (৯৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৩৪

মানিজার বলেছেন:
আপনাকেও সব ব্লগারের পক্ষ থেকে ব্লগীয় শুভেচ্ছা !

২| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৪০

আহমেদ জী এস বলেছেন: নোটিশবোর্ড ,




এমন দিনে "নোটিশবোর্ড" এর দেরী দেখে আমিই একটি পোস্ট দিয়ে দিয়েছি সামুকে ভালোবেসে ।

৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৪১

কাবিল বলেছেন: শুভেচ্ছা সবাইকে।

৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৫২

সেলিম আনোয়ার বলেছেন: ব্লগদিবসের শুভেচ্ছা সবাইকে। এবারো বোধ হয় কোন অনুষ্ঠান হবে না । সেরকমই মনে হচ্ছে। সকল ব্লগার সুখে থাকুক । ভালো থাকুক। প্রশ্নপত্র ফাস ব্যাধির মত ছড়িয়ে পড়ছে। প্রশ্নপত্র ফাস হলেও ওভাবে এডমিশন হচ্ছে। ২৭ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার বিরুদ্ধে এমন অভিযোগ ছিল। রিটেন পরীক্ষায় কোন প্রশ্ন আউট হয়নি। অথচ সেটি এসকেসিনহা খায়রুল প্রমুখ প্রশ্নবিদ্ধবিচারকরা বাতিল করে দিল। আর এখন প্রশ্নপত্রফাসে উৎসব চলছে। বলতে গেলে মহা উৎসব চলছে। প্রতিকারের দাবী করেও লাভ নেই। জাতীকে মেধাহীন অযোগ্য করা প্রক্রিয়া প্রতিপালন করা হচ্ছে। সম্প্রতি দেখলাম প্রাথমিক সরকারি স্কুল উপজেলা কোটার নামে নতুন ঝামেলার সৃষ্টি করেছে। এমনকি সাভার কেরানি গঞ্জের নেতারা মামলা করায় বাইরে থেকে সেখানে বদলী করার পথ রুদ্ধ হয়েছে। আরও অবাক হলাম ডাউটিয়া সরকারি স্কুল প্রধান শিক্ষক এলকার মাস্তানদেরনিয়ে ডনের ভুমিকায় অবতীর্ণ। এ ধরনের শিক্ষকদের বান্দরবান পোস্টিং দেয়ার ব্যবস্থা না হলে শিক্ষা ব্যবস্থা কোথায় যেয়ে ঠেকবে ভাবতে পারছিনা । শিক্ষাব্যবস্থার উন্য়ন সম্ভব না হলে। কোটাবাজদের দৈরাত্বে মেধা চর্চার ব্যাপক ক্ষতির আশংকা উড়িয়ে দেয়া যাচ্ছেনা। সুস্থ শিক্ষব্যবস্থা প্রতিষ্ঠিত হোক। আজকের শিশুরা আগামীদিনে যোগ্য নাগরিকে পরিণত হোক।

৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৫৮

Ssqure Ahmed বলেছেন: শুভেচ্ছা সবাইকে।

৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৫৯

জোকস বলেছেন: @জী এস ভাইয়ের সংগে সুর মিলাইয়া বলি নোটিশবোর্ড এর পস্টু এত দেরী কেনু? ;)
যাউজ্ঞা, নবম বাংলা ব্লগ দিবসে সবাইকে শুভেচ্ছা।

৭| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:০৫

মোস্তফা সোহেল বলেছেন: বাংলা ব্লগ এগিয়ে যাবে আরও অনেক দূর।
ব্লগ দিবসে এটাই প্রত্যাশা করি।
সবাইকে ব্লগ দিবসের শুভেচ্ছা।

৮| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:১৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: সবাইকে ব্লগীয় শুভেচ্ছা

৯| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:২৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: বিষয়টি নোটিশবোর্ডে না দেখে ভেবেছিলাম হয়তো কোন কারণে দেরি হচ্ছে।

কর্তৃপক্ষসহ সকলকে ব্লগ দিবসের ফুলেল শুভেচ্ছা।

১০| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:২৯

আমি তনুর ভাই বলেছেন:
সবাই কে শুভেচ্ছা

১১| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৫৪

তারেক ফাহিম বলেছেন: নবম ব্লগ দিবসে সকল সহব্লগারদের শুভেচ্ছা্

১২| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৫৪

আবু তালেব শেখ বলেছেন: সামুর সকল ব্লগার এবং ভিজিটর আপনাদের সবাইকে ব্লগ দিবসের শুভেচ্ছা

১৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৫৬

নীল মনি বলেছেন: সকল ব্লগারদের প্রতি শুভকামনা

১৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:১৬

সুলতানা আলী বলেছেন: শুভেচ্ছা জানাই সকল ব্লগারদের প্রতি

১৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:২৫

ডঃ এম এ আলী বলেছেন: ব্লগ দিবসে সকলের প্রতি অফুরান শুভেচ্ছা রইল ।

১৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:২৬

রাজীব নুর বলেছেন: আমি একজন ব্লগার- এজন্য আমি গর্বিত।

১৭| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বাংলা ব্লগ দিবসে আমাদের অঙ্গীকার, ব্লগে আমাদের লেখা হবে শালীন, সৃষ্টিশীল

১৮| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৫

তারেক_মাহমুদ বলেছেন: সবাইকে শুভেচ্ছা

১৯| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:২৪

শাহানাজ সুলতানা অধরা বলেছেন: সবাইকে শুভেচ্ছা
শুভ ব্লগিং

২০| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৩২

আইশা কবির বলেছেন: আমি ব্লগে নতুন। দ্বারুন লাগছে ব্লগে লেখালেখি করতে & পড়তে।
সবাইকে ব্লগ দিবসের শুভেচ্ছা!
শুভ ব্লগিং....

২১| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৪

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন:

২২| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:১৩

নিয়াজ সুমন বলেছেন: শুভ ব্লগিং ভালো থাকুক সবাই। ভালো কাটুক সবার ব্লগিং সময়।

২৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৯

মিঃ আতিক বলেছেন: অনুভূতি প্রকাশের মুক্ত মঞ্চে সবাইকে ব্লগ দিবসের শুভেচ্ছা।

২৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৫

আরাফআহনাফ বলেছেন: সবাইকে ব্লগ দিবসের শুভেচ্ছা।
সামু বেঁচে থাকুক ব্লগিংয়ে মুক্ত মঞ্চের পথপ্রদর্শক হয়ে।

২৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৬

জহিরুল ইসলাম সেতু বলেছেন: মুক্তমনে যুক্তিযুক্ত চিন্তার প্রকাশ হোক চিরন্তন।
বাংলা ব্লগ দিবসে সকল ব্লগার বন্ধুদের অভিনন্দন।
ব্লগিং আন্দোলনে যারা জড়িত, দুঃশাসন আর কুসংস্কারের বিরোদ্ধে লড়তে গিয়ে যে ব্লগারগণ প্রাণ বিসর্জন দিয়েছেন, সকলের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি।
বাংলা ব্লগিংএর প্রসার হোক। এগিয়ে চলুক অনেক দূর .।.।.।.।.।

২৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৫

খায়রুল আহসান বলেছেন: নিরাপত্তার প্রশ্ন যেহেতু জড়িত, সেহেতু কর্তৃপক্ষ যা ভাল মনে করেন, তাতেই রাজী। তবে এ ঘোষণাটি কমপক্ষে আরও তিন দিন আগে আসলে ভাল হতো।
সকল ব্লগারগণকে ব্লগ দিবসের শুভেচ্ছা!
@সেলিম আনোয়ার, আপনার (৪নং) মন্তব্য এ ধরনের শিক্ষকদের বান্দরবান পোস্টিং দেয়ার ব্যবস্থা না হলে শিক্ষা ব্যবস্থা কোথায় যেয়ে ঠেকবে ভাবতে পারছিনা - প্রসঙ্গে বলছি, বান্দরবানের সন্তানদের কি সুশিক্ষার প্রয়োজন নেই? ঐ সব কুশিক্ষিত শিক্ষকদেরকে বান্দরবানে বদলী করে নয়, বরং সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিতাড়িত করে শিক্ষা ব্যবস্থাকে কলুষমুক্ত করা সমীচীন।

২৭| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৪

সুমন কর বলেছেন: ব্লগ দিবসের শুভেচ্ছা রইলো.....

২৮| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৯

ঠ্যঠা মফিজ বলেছেন: কর্তৃপক্ষসহ সকল সহ ব্লগারদের ব্লগ দিবসের শুভেচ্ছা সাথে নোটিশবোর্ডকেও ব্লগ দিবসের শুভেচ্ছা।

২৯| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: সবাইকে নবম বাংলা ব্লগ দিবসের শুভেচ্ছা।

৩০| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৩

মলাসইলমুইনা বলেছেন: নবম বাংলা ব্লগ দিবসে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা | শুধু প্রশ্ন পর ফাঁস নয় আমাদের শিক্ষা ব্যবস্থার গলায় লটকে যাওয়া প্রত্যেকতা গেরোই খুলতে হবে | প্রশ্ন পত্র ফাঁসের সাথে সরাসরি যুক্ত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী এদের সবাইকে সর্বোচ্চ শাস্তির আওয়তায় আনতে হবে এখনই |শিক্ষার পেছনে জিডিপির বরাদ্দ বাড়ানোর বিষয়ে এখনই সুস্পষ্ট সিন্ধান্ত নেওয়া দরকার | একটা উন্নত শিক্ষা ব্যবস্থা ছাড়া ব্লগের সুনির্দিষ্ট লক্ষ্য অর্জন, সামগ্রিক উন্নতি হওয়ায় কঠিন | ব্লগ দিবসের সাথে শিক্ষার বিষয়টা উল্লেখ করায় ধন্যবাদ | বাংলা ব্লগের সাথে জড়িত সবাইকে আবারো শুভেচ্ছা |

৩১| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১২

চাঁদগাজী বলেছেন:


সবার জন্য শুভেচ্ছা রলো।

ব্লগের সবাই শিক্ষার সুযোগ পেয়েছেন বলেই ব্লগে লিখতে পারছেন; জাতির সবাই যেন শিক্ষিত হতে পারে, সেজন্য শিক্ষাকে "ফ্রি" করে দেয়ার দরকার।

৩২| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সবাইকে ব্লগীয় শুভেচ্ছা।

৩৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৪

নতুন নকিব বলেছেন:



ব্লগ দিবসে সবার তরে,
শুভাশীষ- পাখির ডানায়।
বেঁচে থাকুক সামু ব্লগ,
অন্তহীন- ভালোবাসায়।

৩৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২৯

মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:



সবার সম্মিলিত প্রচেষ্টায় ব্লগের পরিবেশ ভাল হওয়াতে সবাইকে অভিনন্দন জানাচ্ছি।

২০০৭ সালের শুরুর দিকে আমি এই ব্লগে লেখতে শুরু করি। তখনকার ব্লগের পরিবেশের কথা মনে হলে এখনও মনের মধ্যে অস্বস্তি হয়। কি ভয়াবহ ছিল সেই সময় ব্লগের পরিবেশ। ঐসময়ে কিছু ব্লগার তাদের সাথে ভিন্ন মত প্রকাশ করলে অথবা তাদের পছন্দ না এমন লেখা পোস্ট করলে, চরম ভাবে হেনস্থা করতো। এমনকি ব্যক্তিগতভাবেও আক্রমণ করতো। ওদের একটা গ্রুপ ছিল, নাম উল্লেখ করব না, এরমধ্যে অনেক নামকরা ব্লগারও ছিল।

সাধারণ ব্লগাররা তো দূরের কথা, ব্লগের এডমিনরা পর্যন্ত এদের কাছে অসহায় ছিল। ২০০৭ থেকে ২০১২ পর্যন্ত লেখাগুলি পর্যালোচনা করলে এর সত্যতা পাবেন। তবে আমি আমার ঐসময়ের লেখা গুলি দেখতে যেয়ে দেখলাম অ্যাডমিন ওদের অনেক অশ্লীল মন্তব্যই মুছে দিয়েছেন। আমি অবশ্য ওদের অশ্লীল, অশ্রাব্য, অযৌক্তিক মন্তব্যগুলি রেখে দিয়েছিলাম যাতে ভবিষ্যতে কেউ যদি ব্লগ নিয়ে গবেষণা করতে চায়, তা হলে ঐসময়ের সঠিক চিত্রটা পায়।

ব্লগ এবং ব্লগারদের নিরাপত্তার কথা বলেছেন। কেন ব্লগ এবং ব্লগারদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে--এই ব্যাপারে সত্যের মুখোমুখি হতে হবে। দেশে শতশত পত্রিকা, ম্যাগাজিন, বই প্রকাশিত হচ্ছে, এতে কোন লেখকেরই নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে না। তা হলে ব্লগ এবং ব্লগারদের নিরাপত্তা বিঘ্নিত হবে কেন?

লেখক বলেছেন ব্লগ সম্পর্কে সাধারণ মানুষের ধারণার ইতিবাচক পরিবর্তন হয়েছে। এই কথা সত্য। তবে আসল কথা হচ্ছে, ব্লগারদের ইতিবাচক পরিবর্তনের কারণেই সাধারণ মানুষের ধারণা ইতিবাচক হয়েছে।

ইতিবাচক প্রয়াস অব্যাহত রাখুন। সাধারণ মানুষের ব্লগ সম্পর্কে ইতিবাচক ধারণা আরো বাড়বে।

৩৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩৬

জুনায়েদ বি রাহমান বলেছেন: ব্লগ দিবসের শুভেচ্ছা।

৩৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩৮

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সবাইকে ব্লগীয় শুভেচ্ছা।

৩৭| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০৬

মো: মোহাইমিনুল ইসলাম বলেছেন: ৯ম ব্লগ দিবসের শুভেচ্ছা সকলকে।

৩৮| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৩১

ঘুমন্ত আমি বলেছেন: ব্লগে দিবসে আগের মত ব্লগারদের মিলনমেলা চাই।জাস্ট এতটুকুই বলা।

৩৯| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৩১

প্রামানিক বলেছেন: সামু কর্তৃপক্ষসহ সকলকে ৯বম ব্লগ দিবসের ফুলেল শুভেচ্ছা।

৪০| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪১

বিদ্রোহী ভৃগু বলেছেন: ব্লগদিবসের শুভেচ্ছা :)

যুগ যুগ জিয়ো সামু :)

৪১| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪৩

ধ্রুবক আলো বলেছেন: সবাইকে ব্লগ দিবসের শুভেচ্ছা অফুরন্ত।

৪২| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪৪

কাছের-মানুষ বলেছেন: সবাইকে ব্লগ দিবসে শুভেচ্ছা রইল।
সামুর প্রতি কৃতজ্ঞতা সুন্দর এই প্লাটফর্মটার জন্য।

৪৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪৬

শ্রোডিঙ্গার বলেছেন: বাংলা ব্লগিংয়ের ৯ম বর্ষপুর্তিতে শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে!

৪৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪৭

শ্রোডিঙ্গার বলেছেন: আমার প্রথম পাতায় লিখার সুবিধা দিলে কৃতজ্ঞ হতাম।

৪৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:০৭

শিখণ্ডী বলেছেন: ব্লগারদের সম্পর্কে অসচেতনদের ভ্রান্তি ব্লগারদেরই কাটাতে হবে । ব্লগ দিবসে সবাইকে শুভেচ্ছা।

৪৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:০৯

বিদেশ পাগলা বলেছেন: শিক্ষাখাত সকল প্রকার ঘুষ ও দুর্নীতি মুক্ত হউক । শিক্ষার মাধ্যমে আমাদের প্রিয় মার্তৃভুমি আমুল ইতিবাচক পরিবর্তন ঘটুক । বিশ্ব দরবারে বাংলাদেশ একটি আর্দশ রাষ্ট্র হিসাবে মর্যাদার আসনে অধিষ্ঠিত হউক । দেশে সকল অন্যায়,অবিচার ও হানাহানি দুর হয়ে ঐক্যবদ্ধ জাতি গঠিত হউক । সকল সমস্যা দুরীভুত হয়ে শান্তি ও সুখের জন্য এ দেশ যেন হয় স্বর্গের একটি টুকরো। এ দেশ সাম্রাজ্যবাদী শক্তির সকল ক্ষতিকর প্রভাব থেকে মুক্ত ও নিরাপদ থাকুক ।

সকল ভিজিটর ,শুভাকাঙ্খী,ব্লগার ও কর্তৃপক্ষ --- কে
নবম বাংলা ব্লগ দিবসের শুভেচ্ছা।

---------দীর্ঘজীবি হউক সামু ব্লগ --------

৪৭| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:১০

শামিম ইশতিয়াক বলেছেন: সকল ব্লগার দের জন্য রইল শুভ কামনা

৪৮| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪২

রাবেয়া রাহীম বলেছেন: শুভেচ্ছা সবাইকে

৪৯| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:০৭

সোহানী বলেছেন: সেলিম ভাই ও খাইরুল ভাই এর মন্তব্যে সহমত।

হাঁ, ফেইসবুক আর টুইটারের বাইরে অামরা সামহোয়ারকে আকঁড়ে ধরে আছি অনেক নিজস্ব স্বার্থের মাঝে ও বড় স্বার্থ দেশের ভালো মন্দ কিছুর মাঝে নিজেকে সম্প্রৃক্ত করা। তাই দীর্ঘ দিন এর সাথে জড়িত। সবসময়ই চাই মুক্তভা্বে নিজের মনের কথা প্রকাশ পাক। আর দেশের শিক্ষা ব্যবস্থা বা প্রশ্ন পত্র ফাঁসের মহড়া দেখে আতংক বোধ করছি। একটি দেশের মেরুদন্ড তার শিক্ষা অার শিশুরাই দেশের ভবিষ্যত। চারপাশের এ আতংকিত পরিবেশ বা পরিস্থিতি একমাত্র রাষ্ট্রই ঠিক করতে পারব। রাষ্ট্র যদি শক্ত হাতে এর লাগাম না ধরে তাহলে কোনভাবেই এর থেকে নিস্তার নেই। আমরা গভীর থেকে গভীর খাঁদেই শুধু নামবো। শুভ বুদ্ধির জয় হোক।

সবাইকে ব্লগ দিবসের শুভেচ্ছা।

৫০| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:২২

আমি তনুর ভাই বলেছেন:
শুভেচ্ছা সবাই কে

৫১| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:২৩

শামচুল হক বলেছেন: সবাইকে নবম বাংলা ব্লগ দিবসের শুভেচ্ছা।

৫২| ২০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:২২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: নবম বাংলা ব্লগ দিবসে সবাইকে শুভেচ্ছা

৫৩| ২০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৩০

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: যাঁরা সামু ব্লগের প্রাণ সেই ব্লগারবৃন্দকে ব্লগ দিবসের শুভেচ্ছা। জানা আপু, আরিল্ড ভাইয়াসহ যাঁরা অনেক শ্রমে, ঘামে, অর্থে আর সাহসে সামু ব্লগকে এখান পর্যন্ত নিয়ে এসেছেন তাঁদের প্রতি টুপিখোলা অভিনন্দন।সামু ব্লগ দীর্ঘজীবী হোক।

৫৪| ২০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৪৪

কাতিআশা বলেছেন: ব্লগদিবসের শুভেচ্ছা সবাইকে!..কিন্তু আমার লেখা প্রথম পাতায় এখনও আসেনা দেখে মনটা খারাপ, আমার জন্য একটু দোয়া করবেন! |-)

৫৫| ২০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১:২১

আসাদুজ্জামান জুয়েল বলেছেন: ব্লগ দিবসে সকল ব্লগারকে শুভেচ্ছা। ব্লগের কারনে লেখালিখিতে লেখকরা বেশি উৎসাহিত হয়, যেমনটি হয়েছি আমি নিজেও। সবাই সবার মুক্ত চিন্তা প্রকাশ করুক। যার চিন্তা ভালো, তাকে সবাই মনে রাখবে, যার চিন্তা মন্দ তাকে সবাই ঘৃণা ভরে ত্যাগ করবে। কিন্তু মতামত নিয়ে যেন আমরা হানাহানিতে না জড়াই। সবাইকে আবারও ধন্যবাদ।

৫৬| ২০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ২:৩৫

ফেরদৌসা রুহী বলেছেন: সকল ব্লগারদেরকে বাংলা ব্লগ দিবসের শুভেচ্ছা।

৫৭| ২০ শে ডিসেম্বর, ২০১৭ ভোর ৪:৪১

দূরদর্শন বলেছেন: ২০১৩ এর সেই ব্লগের মজা মনে হয় এখন আর নেই। এর একটি কারণ আমার কাছে মনে হয়েছে অতিরিক্ত ফেসবুক প্রীতি। এখন আমরা সবাই ব্লগে লিখতে পছন্দ করি। কেউ কারো লেখার নিচে মন্ত্যব্য করতে চাই না। এটারও একটা কারণ আমার কাছে মনে হয়েছে ফেসবুক প্রীতি। আবারও সবাই ব্লগের দিকে ঝুকে আসুক তাই চাই।

৫৮| ২০ শে ডিসেম্বর, ২০১৭ ভোর ৫:০৮

অলিউর রহমান খান বলেছেন: সবাইকে জানাচ্ছি ব্লগ দিবসের শুভেচ্ছা।

৫৯| ২০ শে ডিসেম্বর, ২০১৭ ভোর ৬:২৭

সামিউল ইসলাম বাবু বলেছেন: ধন্যবাদ সামুকে।

সেই সাখে ধন্যবাদ সামু টিমকে।


সামুর সর্বোত্তম ব্যবহার হোক এই কামণা করছি।

৬০| ২০ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:২২

কথাকথিকেথিকথন বলেছেন:



যুগোপযুগী স্লোগান । দেশ এগিয়ে যাক এই স্লোগানের মর্মার্থ মাথায় রেখে ।

সবাইকে ব্লগ দিবসের আন্তরিক শুভেচ্ছা । লেখালেখি হোক সবার অন্তরের সুখ...

৬১| ২০ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৪৫

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ব্লগ দিবসের শুভেচ্ছা। :)

৬২| ২০ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:০৩

ফারহানা শারমিন বলেছেন: সবাইকে শুভেচ্ছা :)

৬৩| ২০ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:০১

বাংলার পাসওয়ার্ড বলেছেন: ব্লগ দিবসে সবাই কে শুভেচ্ছা। শুভ ব্লগিং

৬৪| ২১ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:০৭

জাহিদুল ইসলাম চৌধুরী শান্ত বলেছেন: সবাইকে ব্লগ দিবসের অফুরন্ত শুভেচ্ছা ।

৬৫| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:১৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


তমসা কেটে যাবেই, ব্লগাররা আরও সক্রিয় হবেন, লেখার মান বাড়বে, ব্লগারদের মধ্যে মিথষ্ক্রিয়া বাড়বে... সামহোয়্যারইন ব্লগ অগ্রপথিক হয়েই থাকবে।

সবাইকে বাংলা ব্লগ দিবসের শুভেচ্ছা!!!

৬৬| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৬

আরজু পনি বলেছেন: খুব আশা করে ছিলাম র‌্যালিতে অংশগ্রহণ করবো! :(

যাই হোক... প্রাণের সামহোয়্যারইনের জন্যে অনেক শুভকামনা।

৬৭| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:২৫

Sujon Mahmud বলেছেন: :) :) :) শুভেচ্ছা ও ভালোবাসা রইলো

৬৮| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১১

মিঃ সালাউদদীন বলেছেন: আপনার মন্তব্যের সাথে একটু যোগ করার অনুমতি দিলে আমি বলতে চাইবো ঃ প্রকৃত ডিজিটাল বাংলাদেশ করতে চাইলে, স্মার্ট টেকনোলজি ব্যাবহারের পাশাপাশি কারিগরী বা প্রশিক্ষণ মূলক শিক্ষা ব্যাবস্থাকে আরো এগিয়ে নিয়ে যাওয়া বাংলাদেশের জন্য অত্যান্ত জরুরী ।

৬৯| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:১৬

সৈয়দ ইসলাম বলেছেন: চিরন্তন শুভেচ্ছা রইলো...

৭০| ০১ লা জানুয়ারি, ২০১৮ রাত ১২:২৮

NurunNabi বলেছেন: নিয়মতান্ত্রিক ভাবে সবাই দেশ ও মানবতার জন্য নিঃস্বার্থ ভাবে লেখনীর জিহাদ চালিয়ে যেতে হবে। শুভেচ্ছা নব বর্ষের ব্লগকে।

৭১| ০১ লা জানুয়ারি, ২০১৮ রাত ১২:৩০

NurunNabi বলেছেন: আমার এ বইটি প্রিয় ব্লগারদের হাতে তুলে দিতে চাই। একদম ফ্রিতে।
আপনাদের সবার সহযোগিতা দরকার Click This Link

৭২| ০১ লা জানুয়ারি, ২০১৮ রাত ১২:৩৪

NurunNabi বলেছেন:

৭৩| ০২ রা জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৫৪

কামরুননাহার কলি বলেছেন: আমার লেখাগুলো প্রথম পাতায় যাচ্ছে না কেনো । যদি একটু দেখতো ৪ মাসের বেশি হয়ে গেলো । আমি তো সব নিয়ম মানছি তবুও কেনো জানি প্রথম পাতায় আসছে না।

৭৪| ১২ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:১৯

বিদেশে কামলা খাটি বলেছেন: মালয়েশিয়ায় বাংলাদেশের পাসপোর্ট অফিসে পাসপোর্ট সেবা দেয়ার নামে চলছে হরিলুট আর সরকারী টাকার শ্রাদ্ধ। সরকারী টাকা যে কত সস্তা তা এখানে একবার না গেলে কেউ বুঝতে পারবে না। তাদের দেশের প্রতি দরদ দেখে আমি হতভম্ব হয়ে গেলাম।


প্রায় বছর দুয়েক আগে অনেক ঢাক-ঢোল পিটিয়ে প্রবাসী জনগণকে আরো বেশী করে পাসপোর্ট সেবা দেয়ার আব্দার করে দূতাবাসে খোলায় হয় পৃথক পাসপোর্ট বিভাগ। সেখানে বরাদ্দ করা হয় প্রায় ৩০ কোটি টাকা। দূতাবাসে পর্যাপ্ত জনবল থাকার পরও পাসপোর্ট বিভাগে ঢাকা থেকে আনা হয় প্রশাসন ক্যাডার থেকে এক জন সিনিয়ার সহকারী সচিব যিনি কিনা এখানে প্রথম সচিব নামে পরিচিত। সেই সাথে ঢাকা থেকে পাঠানো হয় আরো চার জন পদস্থ কর্মচারী। ফলে দূতাবাসে অতিরিক্তি জন বল হিসাবে যোগ হয় আরো ৫ জন। সরকারের খরচ বেড়ে যায় কোটি কোটি টাকা।

এছাড়া ঢাকার আগারগাঁও পাসপোর্ট অফিস থেকে প্রায় প্রতি মাসেই কর্মকর্তারা নানা ছল ছুতোয় মালয়েশিয়া সফর করছেন। বিদেশ সফরের সময় কর্মকর্তারা নিয়মিত বেতন ভাতার বাইরেও প্রতিদিন প্রায় ৩০০ মার্কিন ডলার করে ভাতা নেন সরকারের কোষাগার থেকে। ফলে শ্বেতহস্তী পোষতে সরকারকে গুণতে হচ্ছে কোটি কোটি টাকা।

জানা গেছে, আগারগাঁও পাসপোর্ট অফিসের বড় কর্তারাই নন, প্রায় সময়ই সেখান থেকে ১০/১৫ জন কর্মচারী বিশেষ সেবা দেয়ার নাম করে মালয়েশিয়া সফর করেন। প্রতিবার সফরে তারা ১ মাস বা তার চেয়েও বেশী সময় কাটান। ফলে তাদের পেছনে নিয়মিত বেতন ভাতা ছাড়াও ডলারে ভাতা দিতে রাষ্ট্রের কোটি কোটি টাকা নষ্ট হচ্ছে।

চলতি মাসে ঢাকার আগারগাঁও থেকে সেবার দেয়ার নাম করে আবার পাঠানো হয়েছে ২৫ জন কর্মচারী আর ২ জন কর্মকর্তা।তারা নাকি ২ মাস ধরে প্রবাসী জনগণকে সেবা প্রদান করবে।
এদিকে তারা পাসপোর্ট অফিসে সেবা দেয়ার নাম করে রাষ্ট্রের টাকার শ্রাদ্ধ করে চলেছেন। কারণ এই মুহূর্তে প্রায় ৩০ জন কর্মকর্তা-কর্মচারীকে নিয়মিত বেতন ভাতা দেয়া ছাড়াও তাদেরকে প্রতিদিন জন প্রতি ২/৩ শত মার্কিন ডলার করে বিদেশ ভাতা দিতে হচ্ছে। যা আসছে গরীব দেশের গরীব মানুষের জন্য বরাদ্দ করা বাজেট থেকে। এর বিনিময়ে সাধারণ মানুষ কি পাবে। লাভের মধ্যে লাভ হবে এই সব কর্মকর্তা কর্মচারী সরকারী টাকায় বিদেশে ঘুরবে আর শপিং করে লাগেজ ভর্তি করবে। খুব্ই আনন্দের বিষয়।

সেবা দেয়ার নাম করে এতো মানুষ এক সাথে মালয়েশিয়াতে আসার কোন রেকর্ড নেই বলে জানা গেছে। কারণ দূতাবাসে এক সাথে এতো গুলো মানুষ কাজ করার মতো কোন জায়গা, মেশিন বা অবকাঠামোগত কোন সুযোগই নেই।

এ ব্যাপারে ভালো জানেন এমন এক জন সাবেক সরকারী কর্মকর্তার সাথে আলাপ করে জানা গেছে যে, পৃথিবীর অনেক দেশের দূতাবাসে মোট স্টাফ সংখ্যাএ ৩০ জন হয় না।অথচ মালয়েশিয়ায় বাংলাদেশের পাসপোর্ট অফিসে জনগণের টাকার শ্রা্দ্ধ আর হরিলুটের জন্য নানান রাজনৈতিক তদবির করে তাদেরকে পাঠানো হয়েছে। তাদেরকে যে অফিসে থেকে পাঠানো হয়েছে সেই অফিসের কাজ কর্ম কি করে চলে এটাও একটা বিরাট প্রশ্ন। কারণ কোন একটি অফিস থেকে এক সাথে ২৫/৩০ জন কর্মকর্তা, কর্মচারী ২ মাসের জন্য বিদেশে চলে গেলে সেই অফিসটি কি ভাবে চলে।

এই লুটপাট আর সরকারী টাকার শ্রাদ্ধ দেখার মতো কোন লোক নেই বাংলাদেশে?

৭৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৪৫

জাহিদুল ইসলাম চৌধুরী শান্ত বলেছেন: আমার লেখাগুলো প্রথম পাতায় যাচ্ছে না কেন ?

৭৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৭:৩৩

আশিকুর রহমান হিমেল ৪২৪ বলেছেন: ব্লগ দিবসের শুভেচ্ছা

৭৭| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৩৮

Ajmain Rahman বলেছেন: ব্লগ দিবসের শুভেচ্ছা

৭৮| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:০৬

ওয়াহিদবুরাদ রাকিব হাসান বলেছেন: আমার পোষ্ট অন্যরা দেখতে পাইনা কেন

৭৯| ০২ রা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:২৩

মিঃ সালাউদদীন বলেছেন: সম্মানিত সম্পাদক মন্ডলী
আমার ভাগ্নে আপনাদের ব্লগের ঠিকাটা আমাকে দেয়, এই বলে যে -"মামা আপনি এক সময় লেখালেখি করতেন তাই বহুল প্রচলিত ব্লগ "বাঁধ ভাঙ্গার আওয়াজ" এর ঠিকাটা আপনাকে দিলাম, এতে আপনার ত্রিশ বছরের প্রবাশ জীবনের অভিজ্ঞতা নিয়ে লেখালেখি করতে পারবেন", তাই ব্লগ "বাঁধ ভাঙ্গার আওয়াজ"এ আমি একটি ব্লগ লেখি, আমার মডারেশন স্ট্যাটাস এ লেখা আছে ৩ দিন আমাকে পর্যবেক্ষনে রাখা হবে এবং প্রথম পাতায় লেখা পোষ্ট করার সুবিধা পেতে ভালো লেখা পোষ্ট করতে হবে এবং ব্লগের নিয়ম মেনে চলতে হবে । 

আমি ব্লগ লিখেছি: ১ মাস ৩ সপ্তাহ হলো, অথচ এখও আমার কোন লেখা ব্লগের প্রথম পাতায় প্রকাশ পায় না, ১ মাস ৩ সপ্তাহ পরও আমার লেখা প্রথম পাতায় প্রকাশ না হওয়া আমি লেখার উৎসাহ হারিয়ে ফেলছি, আমি লক্ষ করেছি, আমার লেখা থেকে অনেক নিন্ম মানের লেখাও ব্লগের প্রথম পাতায় প্রকাশ পায় বা স্থান পায়, কিন্তু কেন আমার লেখা ব্লগের প্রথম পাতায় প্রকাশ পায় না তার জন্য সম্মানিত সম্পাদক মন্ডলীর দৃষ্টি আকর্ষণ করছি ।
সম্মানিত সম্পাদক মন্ডলী গনের নিকট আমার আকুল আবেদন, আমার লেখা ব্লগের প্রথম পাতায় প্রকাশ করার সুযোগ দিয়ে আমার লেখালেখির উৎসাহকে জাগিয়ে তোলার বিনীত আবেদন করছি ।

বিঃ দ্রঃ - এটা সত্য যে, - ত্রিশ বছর বাংলা লেখার সাথে ধারাবাহিকতা না থাকার কারনে বাংলা বানানে ভুল ত্রুটি আছে বলে স্বীকার করছি, তবে আমি চেষ্টা করবো বাংলা বানানের দিকে দৃষ্টি রাখতে ।

৮০| ০২ রা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪

মিঃ সালাউদদীন বলেছেন: "আপনার সমস্যার কথা জানান" কলামে আমার সমস্যা গৃহিত না হওয়ায় সরাসরি আপনাকে জানালাম, দয়া করে আমার সমস্যাটার কথা বিবেচনা করবেন, যেন আমি আমার লেখার উৎসাহ ফিরে পাই, প্লিজ ।

৮১| ২০ শে মার্চ, ২০১৮ রাত ১১:৩০

অ্যামাটার বলেছেন: প্রিয় নোটিসবোর্ড, একটু অপ্রাসঙ্গিক, ব্লগে দেখছি উপরের দিকে নোটিফিকেসিনের ব্যাবস্থা আছে। কিন্তু ক্লিক করে কিছু দেখা যায় না। মানে, এই মুহুর্তে ১০টা নোটিফিকেসন আছে নির্দেশ করছে, কিন্তু নোটিফিকেসন গুলো দেখা যাচ্ছে না। এইটা কি সমস্যা নাকি এরকমই?

৮২| ০৮ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:২৯

নীল মনি বলেছেন: হ্যাপী ব্লগিং

৮৩| ১৬ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:১৯

সোহাগ তানভীর সাকিব বলেছেন: শুভেচ্ছা ও অভিনন্দন।

৮৪| ০২ রা মে, ২০১৮ রাত ১২:৪৪

রায়হান ইমন বলেছেন: প্রথম পাতায় আসার জন্য মডারেটরের দৃষ্টি আকর্ষন করছি

৮৫| ১৪ ই মে, ২০১৮ দুপুর ১২:৫১

দৃষ্টিসীমানা বলেছেন: শুভেচ্ছা , এবং সামুর দীর্ঘায়ু কামনা রইল ।

৮৬| ২০ শে মে, ২০১৮ রাত ১২:৫৬

ইব্‌রাহীম আই কে বলেছেন: একটা ব্লগারের জন্য প্রথম সার্থকতা হচ্ছে তার লেখা কেউ পড়ুক। ভালো লাগা মন্দ লাগা, লেখার মান সেটা আস্তে আস্তে ঠিক হবে বলে আশা করি। তবে আমার লেখা যাতে অন্যান্য পাঠকরা পড়তে পারে আশা করি সামু আমাকে সেই সুযোগ করে দিবে। এর জন্য আমার লেখা প্রথম পাতায় দেওয়ার জন্য কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাচ্ছি।

(মাঝে মাঝে একটু খারাপ লাগে যখন দেখি সদ্য নিক গুলোর প্রথম লেখাই প্রথম পাতায় আসে। আমার লেখা কবে উনাদের মতো এতো ভালো মানের হবে!!!)

৮৭| ২০ শে মে, ২০১৮ বিকাল ৩:৪২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সামুর সকল পাঠক, লেখক,
কর্তৃপক্ষ,শুভানুধ্যায়ী ও ভক্তদের
সবাইকে নবম বাংলা ব্লগ
দিবসের শুভেচ্ছা।

৮৮| ২৫ শে জুন, ২০১৮ সকাল ১১:৫৫

শাহাদাত নিরব বলেছেন: মাননীয় মডারেটর
আপনার দৃষ্টি আকর্ষন করছি
৯ মাসের বেশি সময় ধরে সামু পরিবারের সাথে আছি । (অবশ্য রেজিষ্ট্রেসশানের আগে আরো ২ মাসের মত ছিলাম)
প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সামুতে আসি লেখা গুলো পড়ি কর্ম ব্যাস্ততা থাকে তাই অনেক কে কমেন্ট করতে পারি আবার অনেক কে পারি না সময়ের খাতিরে বা লেখার আলোচ্য বিষয় এর খাতিরে।
আমি নিজেও মাঝে মাঝে কিছু লেখার চেষ্ঠা করি কিন্তু আগের লেখা গুলো দেখলে আর কেমন যেনো ভিতর থেকে আসে না ।
লেখালেখি,কাব্য রচনা,গল্প রচনা এসব আসলে অনুপ্রেরণা থেকেই বেশি আসে যা থেকে আমি বঞ্চিত।
আপনার সেই ৩ দিনের পর্যবেক্ষন টা প্রতিদিন আমি লক্ষ করি আপনার ৩ দিন শেষ হয় না
আশা করি আমার কমেন্ট টা পড়বেন আমলে নিবেন এবং আমার লেখা গুলো প্রথম পাতায় আসার সুযোগ করে দিবেন।
এটাই কামনা এবং বিনতি করি।
-ধন্যবাদ

৮৯| ৩১ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:০২

মোহাম্মদ এন ইউ ইসলাম নাজিব বলেছেন: আজকেই প্রথম আমি ব্লগে আসলাম।আমি মনে করি..এমন একটা মুক্ত প্লাটফর্ম আমাদের প্রয়োজন আছে
।সকল ধর্ম,বর্ণ সবাই মিলে নিজের স্বাধীন মতামতের প্রকাশ করার জন্য।কিন্তু খেয়াল রাখতে হবে কেউ যাতে এই উন্মুক্ত প্লাটফর্মকে খারাপ উদ্দেশ্যে ব্যবহার না করতে পারে।

৯০| ২৩ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩৩

অদৃশ্য পথিক ০০৭ বলেছেন:
দীর্ঘদিন ধরে প্রথম পাতায় আমি ব্লক হিসেবে আছি , আমি আমার ভুল বুঝতে পেরেছি এবং কর্তৃপক্ষ যদি আমাকে ফ্রি করে দেন তাহলে আমি অনেল কৃতজ্ঞ থাকবো এবং এ ধরনের ভুল না করার অঙ্গীকার করলাম।

৯১| ২৭ শে আগস্ট, ২০১৮ রাত ১০:১৯

মাইনুল ইসলাম আলিফ বলেছেন: সৃষ্টিশীল আর সৃজনশীল লেখা পড়ে সাধারণ পাঠকরা ব্লগমুখী হবে, ব্লগারদের প্রতি নেতিবাচক ধারণা কমবে , এই প্রত্যাশা করছি।
স্বশিক্ষায় জাতি সুশিক্ষিত হয়ে উঠার পথ প্রশস্থ করতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে, এটাই এখন সবার চাওয়া।

৯২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:০৩

আবু মুহাম্মদ বলেছেন: আমি ৮ মাস ধরে ব্লগে আছি কিন্তু আমাকে এখনো প্রথম পাতায় সুযোগ প্রদান করা হয়নি। আর আপনাদের যে জানাবো সেটাও ঠিক মতে যাচ্ছে না। এমন অবস্থায় আমি কি করতে পারি।

৯৩| ১৯ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:০৮

পথচারী শিশুদের বন্ধুূ বলেছেন: শুভ কামনা সবার জন্য।

৯৪| ২২ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:৫২

এম ডি মুসা বলেছেন: শুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.