নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপডেটঃ ২৫/০৪/২০১৯
আপডেটঃ ১৮/০৩/২০১৯
বাংলা ভাষায় মত প্রকাশের সর্বপ্রথম এবং সবচেয়ে বড় একটি মঞ্চ সামহোয়্যারইন ব্লগকে সম্প্রতি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) পর্ণগ্রাফিক এবং জুয়ার সাইট হিসেবে চিহ্নিত করে বাংলাদেশ থেকে এর ব্যবহার বন্ধ করে দিয়েছে। দেশ বিদেশে বিভিন্ন সংবাদমাধ্যম গুরুত্ব সহকারে সামহোয়্যারইন ব্লগের মত একটি জনপ্রিয় মত প্রকাশের সাইটকে পর্ণগ্রাফিক সাইট হিসেবে বন্ধ করার বিষয়ে নিন্দা জানিয়ে রিপোর্ট প্রকাশ করেছে। সেই ধারাবাহিকতায় চ্যানেল আইয়ের জনপ্রিয় টকশো তৃতীয় মাত্রায় আমন্ত্রন জানানো হয়েছিলো সামহোয়্যারইন ব্লগের সহপ্রতিষ্ঠাতা সৈয়দা গুলশান ফেরদৌস জানাকে। তিনি অত্যন্ত স্পষ্ট ভাষায়, বিটিআরসির এই স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে কথা বলেছেন। তিনি জানিয়েছেন, এই ব্লগটি কোন পর্ণগ্রাফিক সাইট নয় এবং জাতীয় স্বার্থে ব্লগারদের ভুমিকা কি। তিনি এটাও মনে করেন, সামহোয়্যারইন সাইটকে যদি বন্ধ করতেই হয়, তাহলে অন্তত সত্যটি স্বীকার করে তা করা উচিত, মিথ্যে কথার বেসাতি দিয়ে নয়।
চ্যানেল আইয়ের জনপ্রিয় টক শো তৃতীয় মাত্রায় কথা বলছেন - জানা আপা
ইউটিউবে দেখার লিংক হলোঃ
আপডেট:
প্রিয় ব্লগার,
মাতৃভাষায় গণতন্ত্র চর্চার অধিকারের প্রতি দায়িত্বশীলতা এবং শ্রদ্ধা বরাবরের মতই সমুন্নত রাখুন সবসময়, সর্বত্র। পাশাপাশি দেশের আইন এবং বিচার ব্যবস্থায় শ্রদ্ধা ও আস্থা রাখুন। আমরা আমাদের পেশাদার দায়িত্বশীলতায় এবং সম্মিলিত প্রচেষ্টায় অন্যায়ের বিরুদ্ধে সবসময়ই সোচ্চার ছিলাম এবং থাকবো। মনে রাখুন, সত্যের জয় অবধারিত এবং অপপ্রচারের মৃত্যু নিশ্চিত। সময় কথা বলে।
পরিস্থিতির সুস্থ ও সুষ্ঠু সমাধানে গত ১৯ই ফেব্রুয়ারীতে বিটিআরসিকে লেখা সামহোয়্যার ইন থেকে পাঠানো একটি গুরুত্বপূর্ন মেইলের কোন উত্তর আমরা এখনও পাইনি। একটি সভ্য ও সহনশীল সময় পর্যন্ত অপেক্ষা করে আমরা বাক স্বাধীনতার পক্ষে কর্মরত এবং সংশ্লিষ্ট স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আমাদের প্রায় সকল যোগাযোগের জায়গাগুলোতে ইতিমধ্যে বিষয়টি বিস্তারিত জানিয়েছি।
ইতিমধ্যে আন্তর্জাতিক এবং দেশের বেশ কয়েকটি গণমাধ্যম উক্ত বিষয়ে উপযুক্ত তদন্ত করে তাঁদের দৈনিকগুলোতে এবং অনলাইন ভার্সনে সংবাদ প্রকাশ করে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন। আমরা সকল বাংলা ব্লগারের পক্ষ থেকে তাঁদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। সকলের অবগতির জন্যে এখানে কিছু সংবাদের লিঙ্ক দেয়া হলো
আপডেটঃ
২৮/০২/২০১৯
জনপ্রিয় ব্রিটিশ সংবাদপত্র 'ডেইলি মেইল' সামহোয়্যারইন বন্ধ নিয়ে একটি রিপোর্ট করেছে।
Bangladesh shuts down popular blogging site in crackdown
ভারতের অন্যতম জনপ্রিয় পত্রিকা দ্যা ওয়্যার (the wire) এ প্রকাশিত সামহোয়্যারইন নিয়ে রিপোর্ট
बांग्लादेश की सरकार ने चर्चित ब्लॉगिंग साइट पर प्रतिबंध लगाया
মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী পত্রিকা আরব নিউজ গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে সামহোয়্যারইন ব্লগ বন্ধের ঘটনা।
Bangladesh shuts down popular blogging site in crackdown
আপডেটঃ ২৭/০২/২০১৯
‘পর্নোসাইটের তালিকায়’ সামহোয়্যারইন ব্লগ, গুগল বুকস - ডয়চে ভেলে
সরকারের চোখে ‘জাতীয় স্বার্থের পরিপন্থী’, বন্ধ সামহোয়ারইন ব্লগ - প্রথম আলো
Major Bangla blog, Google Books on BTRC porn list
সামহোয়্যারইনব্লগে ঢুকতে সমস্যা হচ্ছে, অভিযোগ কর্তৃপক্ষের
পর্নোসাইটের তালিকায় সামহোয়্যারইন ব্লগ গুগল বুকস
Bangladeshi government targets worlds largest bengali blogging platform in porn censorship spree
Netizen report: Both Bangladesh and South Korea are waging a war on porn and paving the way for political censorship
BTRC attempts to silence the voice of bloggers
সামহোয়ারইন ব্লগ বন্ধ: উদ্বেগ জানিয়ে ৩৩ ‘সচেতন নাগরিকের’ বিবৃতি
কিছু আইএসপি থেকে সামহোয়্যারইন ব্লগ বন্ধে বিশিষ্ট ব্যক্তিদের উদ্বেগ
এই ব্লগে একেবারে যারা নতুন তাঁদের জন্যে কিছু তথ্য দিয়ে রাখতে চাই:
বাংলাদেশ সরকার সামহোয়্যার ইন ব্লগ কে দু'বার জাতিয় পর্যায়ে পুরস্কৃত করে সম্মানিত করেছে:
ক) ন্যাশনাল ডিজিটাল ইনোভেশন এ্যাওয়ার্ড- ২০১১
খ) ই-এশিয়া ইনোভেশন এ্যাওয়ার্ড- ২০১১
সামহোয়্যার ইন ব্লগ এশিয়ার সুপরিচিত 'রেড হেরিং' পুরস্কার অর্জন করে- ২০১০
বিশ্বজুড়ে নানান দেশ/বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান বা আন্তর্জাতিক বিশেষ সংস্থার আমন্ত্রণে বাকস্বাধীনতা ও ইন্টারনেট গভর্ন্যান্স বিষয়ক সম্মেলনে যোগ দিয়ে বিষয়ভিত্তিক আলোচনা এবং মতামত দিয়ে, বিষয়ভিত্তিক গবেষণায় সংযুক্ত থেকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে আসছে সামহোয়্যার ইন ব্লগ।
বিগত ১৩টি বছরে সামহোয়্যার ইন ব্লগ তার বাকস্বাধীনতা সংক্রান্ত কর্মকান্ডের জন্যে বিশ্বজুড়ে সংশ্লিষ্ট সংস্থাগুলোর পর্যবেক্ষণ ও পর্যালোচনায় রয়েছে।
জাতীয় স্বার্থ রক্ষা, যুদ্ধাপরাধীর বিচার, সামাজিক ইতিবাচক পরিবর্তনে, সমাজে প্রচলিত কুসংস্কার/কুপ্রথা রোধে, প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায়, উল্লেখযোগ্য সংখ্যক জীবন বাঁচাতে ব্লগারদের সম্মিলিত সফল প্রচেষ্টাসহ হাজারো মঙ্গলজনক কর্মকান্ড সহ ব্লগারদের অসাধারণ সাংগঠনিক সাফল্য অস্বীকার করার কোন পথ নেই। ব্লগের এইসব অজুত নিজুত অর্জন কোন একজনের 'বিকৃত সিদ্ধান্তে' পরিবর্তিত হয়না।
নিষিদ্ধ পর্নোগ্রাফিক ওয়েবসাইটের তালিকায় সামহোয়ারইন ব্লগ ও গুগল বুকসের নাম উঠে আসায় বিভিন্ন সংবাদ মাধ্যম ও আন্তর্জাতিক ফোরামে এই নিয়ে আলোচনা এবং সংবাদ প্রচারিত হয়েছে। সেই লিংকগুলো এই পোষ্টে সংযুক্ত করা হলো। পাশাপাশি, সকল ব্লগার এবং সচেতন মানুষকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এই ঘটনায় প্রতিবাদ জানিয়ে আমাদের পাশে আছেন। আশা করি, যথাযথ কর্তৃপক্ষ দ্রুত এই ব্যাপারে সঠিক ব্যবস্থা গ্রহণ করবেন।
নিষিদ্ধ পর্নোগ্রাফিক ওয়েবসাইটের তালিকায় গুগল বুকস, সামহোয়ারইনব্লগ
প্রিয় ব্লগারবৃন্দ,
শুভেচ্ছা জানবেন। গত ১৭ই ফেব্রুয়ারী ২০১৯ তারিখে আমরা জানতে পারি অনেকেই সামহোয়্যারইন ব্লগ প্রবেশ করতে পারছেন না। তাৎক্ষনিকভাবে আমরা আমাদের পক্ষ থেকে যাবতীয় টেকনিক্যাল বিষয়গুলি পর্যবেক্ষণ এবং পর্যালোচনা করে কোন সমস্যা খুঁজে পাইনি এবং নিশ্চিত হই যে, এই সমস্যাটি ব্লগের নিজস্ব কোন কারিগরী ত্রুটির কারনে হচ্ছে না। যে সকল আইএসপি থেকে সামহোয়্যারইন ব্লগে প্রবেশ করতে সমস্যা হচ্ছে তাদের সাথে যোগাযোগ করেও এই ব্যাপারে বিস্তারিত কিছু জানা সম্ভব হয় নি। সকলেই তাদের পক্ষ থেকে বিষয়টি অনুসন্ধান করতে আমাদের কাছে সময় চেয়েছেন। পাশাপাশি, এই ধরনের কোন স্থগিতাদেশের ব্যাপারে আমরা যথাযথ কর্তৃপক্ষ থেকে কোন নির্দেশনাও পাইনি।
তবে বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে আমরা জানতে পেরেছি, সরকারের নির্দেশে দেশে বেশ কিছু অশ্লীল/অনৈতিক (পর্ন এবং জুয়া) সাইট বন্ধ করে দেয়ার একটি তালিকা আইএসপিগুলোর কাছে পাঠানো হয়েছে। এ'টি নিঃসন্দেহে সরকারের একটি মহৎ উদ্দেশ্য। সামাজিক সুস্থতায় সরকারের এই উদ্দোগটিতে আমরা সাধুবাদ জানাই এবং সফলতা কামনা করি।
সকলের জানার সুবিধার্থে বলছি, সামহোয়্যারইন ব্লগ বাংলা ভাষায় বিশ্বের সর্ববৃহৎ সামাজিক যোগাযোগ মাধ্যম। গত এক যুগ ধরে মত বিনিময়, গণতন্ত্র চর্চা, জনমত গঠন এবং সুকুমারবৃত্তি চর্চার উন্মুক্ত মাধ্যম হিসেবে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে। ফলে অনেক ধরনের কোম্পানী অনলাইনে তাদের প্রচারণার জন্য আমাদের কাছে বিজ্ঞাপনের জন্য প্রস্তাব পাঠায়। এই ক্ষেত্রে আমরা আমাদের নীতিমালা অনুযায়ী সামাজিক মূল্যবোধ ও নৈতিকতা বিরুদ্ধ সকল প্রস্তাব কঠোরভাবে নাকচ করি। এমন কি আমাদের নীতিমালায় কোন ধুমপান, সিগারেট বা নেশাদ্রব্যের বিজ্ঞাপণের অনুমোদন নেই। এই বিষয়টি আশা করি সংশ্লিষ্ট সকলেরই নজরে ছিল এবং রয়েছে।
আমাদের অতীত অভিজ্ঞতায় দেখেছি এবং আশা করি আপনাদেরও মনে আছে - পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারী নির্দেশে বিটিআরসি কর্তৃক কিছু সাইট স্থগিত/বন্ধ করতে গিয়ে গুগল সহ আরও অনেক গুরুত্বপূর্ণ মাধ্যমও কোন ভাবে বিঘ্নিত হয়ে যায়। একইভাবে সামহোয়্যারইন ব্লগও সেই তালিকা/সমস্যার আওতায় পড়ে এবং এরপর সরাসরি বিটিআরসি'র কর্মকর্তাদের সাথে ইমেইলে যুক্তিসংগত যোগযোগ করে, আলোচনার মাধ্যমে সামহোয়্যার ইন ব্লগের মত একটি বিশাল সুস্থ মতবিনিয়ের জায়গাটিকে ফিরিয়ে আনা হয়।
আমরা যাবতীয় অযাচিত ভুল-ভ্রান্তি বা অন্যায় নিয়ন্ত্রণের শঙ্কা থেকে যুক্তি সঙ্গতকারণেই মুক্ত থাকতে চাই। আশা করি চলমান সমস্যাটিতে বিশেষ নজর থাকবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এবং ক্ষেত্র বিশেষে আরো পেশাদারিত্বের প্রয়োজনীয়তা অনুভব করছি।
সকলের মঙ্গল হোক। শুভ ব্লগিং।
আপডেট:
প্রিয় ব্লগার,
মাতৃভাষায় গণতন্ত্র চর্চার অধিকারের প্রতি দায়িত্বশীলতা এবং শ্রদ্ধা বরাবরের মতই সমুন্নত রাখুন সবসময়, সর্বত্র। পাশাপাশি দেশের আইন এবং বিচার ব্যবস্থায় শ্রদ্ধা ও আস্থা রাখুন। আমরা আমাদের পেশাদার দায়িত্বশীলতায় এবং সম্মিলিত প্রচেষ্টায় অন্যায়ের বিরুদ্ধে সবসময়ই সোচ্চার ছিলাম এবং থাকবো। মনে রাখুন, সত্যের জয় অবধারিত এবং অপপ্রচারের মৃত্যু নিশ্চিত। সময় কথা বলে।
পরিস্থিতির সুস্থ ও সুষ্ঠু সমাধানে গত ১৯ই ফেব্রুয়ারীতে বিটিআরসিকে লেখা সামহোয়্যার ইন থেকে পাঠানো একটি গুরুত্বপূর্ন মেইলের কোন উত্তর আমরা এখনও পাইনি। একটি সভ্য ও সহনশীল সময় পর্যন্ত অপেক্ষা করে আমরা বাক স্বাধীনতার পক্ষে কর্মরত এবং সংশ্লিষ্ট স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আমাদের প্রায় সকল যোগাযোগের জায়গাগুলোতে ইতিমধ্যে বিষয়টি বিস্তারিত জানিয়েছি।
ইতিমধ্যে আন্তর্জাতিক এবং দেশের বেশ কয়েকটি গণমাধ্যম উক্ত বিষয়ে উপযুক্ত তদন্ত করে তাঁদের দৈনিকগুলোতে এবং অনলাইন ভার্সনে সংবাদ প্রকাশ করে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন। আমরা সকল বাংলা ব্লগারের পক্ষ থেকে তাঁদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। সকলের অবগতির জন্যে এখানে কিছু সংবাদের লিঙ্ক দেয়া হলো
আপডেটঃ
২৮/০২/২০১৯
জনপ্রিয় ব্রিটিশ সংবাদপত্র 'ডেইলি মেইল' সামহোয়্যারইন বন্ধ নিয়ে একটি রিপোর্ট করেছে।
Bangladesh shuts down popular blogging site in crackdown
ভারতের অন্যতম জনপ্রিয় পত্রিকা দ্যা ওয়্যার (the wire) এ প্রকাশিত সামহোয়্যারইন নিয়ে রিপোর্ট
बांग्लादेश की सरकार ने चर्चित ब्लॉगिंग साइट पर प्रतिबंध लगाया
মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী পত্রিকা আরব নিউজ গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে সামহোয়্যারইন ব্লগ বন্ধের ঘটনা।
Bangladesh shuts down popular blogging site in crackdown
আপডেটঃ ২৭/০২/২০১৯
‘পর্নোসাইটের তালিকায়’ সামহোয়্যারইন ব্লগ, গুগল বুকস - ডয়চে ভেলে
সরকারের চোখে ‘জাতীয় স্বার্থের পরিপন্থী’, বন্ধ সামহোয়ারইন ব্লগ - প্রথম আলো
Major Bangla blog, Google Books on BTRC porn list
সামহোয়্যারইনব্লগে ঢুকতে সমস্যা হচ্ছে, অভিযোগ কর্তৃপক্ষের
পর্নোসাইটের তালিকায় সামহোয়্যারইন ব্লগ গুগল বুকস
Bangladeshi government targets worlds largest bengali blogging platform in porn censorship spree
Netizen report: Both Bangladesh and South Korea are waging a war on porn and paving the way for political censorship
BTRC attempts to silence the voice of bloggers
সামহোয়ারইন ব্লগ বন্ধ: উদ্বেগ জানিয়ে ৩৩ ‘সচেতন নাগরিকের’ বিবৃতি
কিছু আইএসপি থেকে সামহোয়্যারইন ব্লগ বন্ধে বিশিষ্ট ব্যক্তিদের উদ্বেগ
এই ব্লগে একেবারে যারা নতুন তাঁদের জন্যে কিছু তথ্য দিয়ে রাখতে চাই:
বাংলাদেশ সরকার সামহোয়্যার ইন ব্লগ কে দু'বার জাতিয় পর্যায়ে পুরস্কৃত করে সম্মানিত করেছে:
ক) ন্যাশনাল ডিজিটাল ইনোভেশন এ্যাওয়ার্ড- ২০১১
খ) ই-এশিয়া ইনোভেশন এ্যাওয়ার্ড- ২০১১
সামহোয়্যার ইন ব্লগ এশিয়ার সুপরিচিত 'রেড হেরিং' পুরস্কার অর্জন করে- ২০১০
বিশ্বজুড়ে নানান দেশ/বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান বা আন্তর্জাতিক বিশেষ সংস্থার আমন্ত্রণে বাকস্বাধীনতা ও ইন্টারনেট গভর্ন্যান্স বিষয়ক সম্মেলনে যোগ দিয়ে বিষয়ভিত্তিক আলোচনা এবং মতামত দিয়ে, বিষয়ভিত্তিক গবেষণায় সংযুক্ত থেকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে আসছে সামহোয়্যার ইন ব্লগ।
বিগত ১৩টি বছরে সামহোয়্যার ইন ব্লগ তার বাকস্বাধীনতা সংক্রান্ত কর্মকান্ডের জন্যে বিশ্বজুড়ে সংশ্লিষ্ট সংস্থাগুলোর পর্যবেক্ষণ ও পর্যালোচনায় রয়েছে।
জাতীয় স্বার্থ রক্ষা, যুদ্ধাপরাধীর বিচার, সামাজিক ইতিবাচক পরিবর্তনে, সমাজে প্রচলিত কুসংস্কার/কুপ্রথা রোধে, প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায়, উল্লেখযোগ্য সংখ্যক জীবন বাঁচাতে ব্লগারদের সম্মিলিত সফল প্রচেষ্টাসহ হাজারো মঙ্গলজনক কর্মকান্ড সহ ব্লগারদের অসাধারণ সাংগঠনিক সাফল্য অস্বীকার করার কোন পথ নেই। ব্লগের এইসব অজুত নিজুত অর্জন কোন একজনের 'বিকৃত সিদ্ধান্তে' পরিবর্তিত হয়না।
নিষিদ্ধ পর্নোগ্রাফিক ওয়েবসাইটের তালিকায় সামহোয়ারইন ব্লগ ও গুগল বুকসের নাম উঠে আসায় বিভিন্ন সংবাদ মাধ্যম ও আন্তর্জাতিক ফোরামে এই নিয়ে আলোচনা এবং সংবাদ প্রচারিত হয়েছে। সেই লিংকগুলো এই পোষ্টে সংযুক্ত করা হলো। পাশাপাশি, সকল ব্লগার এবং সচেতন মানুষকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এই ঘটনায় প্রতিবাদ জানিয়ে আমাদের পাশে আছেন। আশা করি, যথাযথ কর্তৃপক্ষ দ্রুত এই ব্যাপারে সঠিক ব্যবস্থা গ্রহণ করবেন।
নিষিদ্ধ পর্নোগ্রাফিক ওয়েবসাইটের তালিকায় গুগল বুকস, সামহোয়ারইনব্লগ
প্রিয় ব্লগারবৃন্দ,
শুভেচ্ছা জানবেন। গত ১৭ই ফেব্রুয়ারী ২০১৯ তারিখে আমরা জানতে পারি অনেকেই সামহোয়্যারইন ব্লগ প্রবেশ করতে পারছেন না। তাৎক্ষনিকভাবে আমরা আমাদের পক্ষ থেকে যাবতীয় টেকনিক্যাল বিষয়গুলি পর্যবেক্ষণ এবং পর্যালোচনা করে কোন সমস্যা খুঁজে পাইনি এবং নিশ্চিত হই যে, এই সমস্যাটি ব্লগের নিজস্ব কোন কারিগরী ত্রুটির কারনে হচ্ছে না। যে সকল আইএসপি থেকে সামহোয়্যারইন ব্লগে প্রবেশ করতে সমস্যা হচ্ছে তাদের সাথে যোগাযোগ করেও এই ব্যাপারে বিস্তারিত কিছু জানা সম্ভব হয় নি। সকলেই তাদের পক্ষ থেকে বিষয়টি অনুসন্ধান করতে আমাদের কাছে সময় চেয়েছেন। পাশাপাশি, এই ধরনের কোন স্থগিতাদেশের ব্যাপারে আমরা যথাযথ কর্তৃপক্ষ থেকে কোন নির্দেশনাও পাইনি।
তবে বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে আমরা জানতে পেরেছি, সরকারের নির্দেশে দেশে বেশ কিছু অশ্লীল/অনৈতিক (পর্ন এবং জুয়া) সাইট বন্ধ করে দেয়ার একটি তালিকা আইএসপিগুলোর কাছে পাঠানো হয়েছে। এ'টি নিঃসন্দেহে সরকারের একটি মহৎ উদ্দেশ্য। সামাজিক সুস্থতায় সরকারের এই উদ্দোগটিতে আমরা সাধুবাদ জানাই এবং সফলতা কামনা করি।
সকলের জানার সুবিধার্থে বলছি, সামহোয়্যারইন ব্লগ বাংলা ভাষায় বিশ্বের সর্ববৃহৎ সামাজিক যোগাযোগ মাধ্যম। গত এক যুগ ধরে মত বিনিময়, গণতন্ত্র চর্চা, জনমত গঠন এবং সুকুমারবৃত্তি চর্চার উন্মুক্ত মাধ্যম হিসেবে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে। ফলে অনেক ধরনের কোম্পানী অনলাইনে তাদের প্রচারণার জন্য আমাদের কাছে বিজ্ঞাপনের জন্য প্রস্তাব পাঠায়। এই ক্ষেত্রে আমরা আমাদের নীতিমালা অনুযায়ী সামাজিক মূল্যবোধ ও নৈতিকতা বিরুদ্ধ সকল প্রস্তাব কঠোরভাবে নাকচ করি। এমন কি আমাদের নীতিমালায় কোন ধুমপান, সিগারেট বা নেশাদ্রব্যের বিজ্ঞাপণের অনুমোদন নেই। এই বিষয়টি আশা করি সংশ্লিষ্ট সকলেরই নজরে ছিল এবং রয়েছে।
আমাদের অতীত অভিজ্ঞতায় দেখেছি এবং আশা করি আপনাদেরও মনে আছে - পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারী নির্দেশে বিটিআরসি কর্তৃক কিছু সাইট স্থগিত/বন্ধ করতে গিয়ে গুগল সহ আরও অনেক গুরুত্বপূর্ণ মাধ্যমও কোন ভাবে বিঘ্নিত হয়ে যায়। একইভাবে সামহোয়্যারইন ব্লগও সেই তালিকা/সমস্যার আওতায় পড়ে এবং এরপর সরাসরি বিটিআরসি'র কর্মকর্তাদের সাথে ইমেইলে যুক্তিসংগত যোগযোগ করে, আলোচনার মাধ্যমে সামহোয়্যার ইন ব্লগের মত একটি বিশাল সুস্থ মতবিনিয়ের জায়গাটিকে ফিরিয়ে আনা হয়।
আমরা যাবতীয় অযাচিত ভুল-ভ্রান্তি বা অন্যায় নিয়ন্ত্রণের শঙ্কা থেকে যুক্তি সঙ্গতকারণেই মুক্ত থাকতে চাই। আশা করি চলমান সমস্যাটিতে বিশেষ নজর থাকবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এবং ক্ষেত্র বিশেষে আরো পেশাদারিত্বের প্রয়োজনীয়তা অনুভব করছি।
সকলের মঙ্গল হোক। শুভ ব্লগিং।
২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩৯
জাহিদ অনিক বলেছেন: আশা করছি দ্রুতই এই সমস্যার সমাধান হবে।
ব্লগিং শুভ হোক সবার
৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩৯
শাহাদাত নিরব বলেছেন: আপনাদের দ্বারে দ্বারে বার বার বলেও সাড়া পাইনি
কেনো আমার পোষ্ট ব্লক করে রাখা হয়েছে।
কোনো নোটিশও পাই নি।
আশা করি বিষয় টা দেখবেন।
ধন্যবাদ
৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪৭
আহমেদ জী এস বলেছেন: নোটিশবোর্ড ,
গতকাল থেকে আমিও সামুতে লগইন হতে পারিনি। আজ সকাল ও দুপুরেও না।
এখন একটু ট্রাই করতে গিয়ে দেখি , ঢুকতে পেরেছি।
৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০০
নজসু বলেছেন:
ব্লগের প্রথম পাতায় কিংবা কোন পোষ্টে যেতে চাইলে মাঝে মাঝে নিচের বার্তাটি পাচ্ছি-
This site can’t be reached http://www.somewhereinblog.net is currently unreachable.
Try:
Checking the connection
Checking the proxy and the firewall
ERR_SSL_VERSION_INTERFERENCE
ভাবলাম ব্রাউজারে কোন সমস্যা। বিরক্তি লাগছিলো।
আপনার পোষ্ট পেয়ে নিশ্চিন্ত হলাম।
আশা করি দ্রুত সমস্যা থেকে মুক্তি পাবো।
৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১৪
নতুন নকিব বলেছেন:
গতকাল থেকে অনেকের মত আমিও সমস্যা অনুভব করছি। ইনশাআল্লাহ দ্রুত সমস্যার অবসান হবে আশা করছি।
বিষয়টির সমাধানে আপনাদের আন্তরিক উদ্যোগ নিঃসন্দেহে ধন্যবাদযোগ্য। এই পোস্ট দায়িত্বশীলতার পরিচয় বহন করছে।
অভিনন্দন। শুভকামনা সবসময়।
৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪৯
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আমি প্রবাস থেকে এখান থেকে ব্রাউজিং কিংবা লগইন কোন সমস্যা হচ্ছেনা। তবে বরাবরের মতো কিছু ত্রুটি লক্ষ করা যায়। যেমন কমেন্ট নোটিফিকেশনে। সকল সমস্যার সমাধান হউক। শুভ ব্লগিং।
৮| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪৯
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আমরা চাই দ্রুত এই সমস্যার সমাধান হোক। অন্য সাইট বন্ধ করতে গিয়ে বার বার কেন ব্লগ বন্ধ করে দেয়া হয়? ভুল একবার হলে মানা যায়, বার বার একই ভুল - এটা কি গ্রহনযোগ্য?
৯| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫৫
সাহাদাত উদরাজী বলেছেন: ওয়ার্ডপ্রেস সাইট এখনো সারা বাংলাদেশ থেকে খোলাযায় না।
বলার কিছু দেখি না। তাদের ইচ্ছা যা তাই করছে।
১০| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:১৯
টোনাল্ড ড্রাম্প বলেছেন: ওয়েব প্রক্সি ব্যবহার করা যেতে পারে
১১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:২১
রাজীব নুর বলেছেন: ইস্কাটন এলাকায় সামু সাইট ওপেন হয় না।
আমি আমার এক বন্ধুর বাসায় গিয়ে সামু ওপেন করতে গিয়ে দেখি ওপেন হয় না।
অনেকদিন হয়ে গেল।
১২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:২৩
ইনাম আহমদ বলেছেন: নরমাল উপায়ে আমার আইপি থেকেও ঢোকা যাচ্ছেনা। আমি এলাকার ব্রডব্যান্ড চালাই। এখন টর নেটওয়ার্ক ব্যবহার করে চালাতে হচ্ছে। আবার ফোনে দেখি ওপেরা ব্রাউজার থেকেও ঢোকা যাচ্ছে, অন্যগুলোতে অবশ্য এক্সেস পাচ্ছেনা।
যাক সমস্যাটা আমার একার না। জানানোর জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ।
১৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৪৮
ইব্রাহীম আই কে বলেছেন: আমার কাছে যে ধরণের ভুল অতিদ্রুত সংশোধন করা উচিত এর মধ্যে অন্যতম হলো, "নোটিফিকেশন বক্সে নোটিফিকেশন শো করলেও, বক্সে ক্লিক করার পর ব্ল্যাংক দেখাচ্ছে।" এই সমস্যাটার সমাধান দ্রুত প্রত্যাশা করতেছি।
১৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৪৩
মেহেদী হাসান হাসিব বলেছেন: ব্রাউজ করতে সমস্যা হচ্ছে না। তবে কিছু কিছু পেইজ শো করছে না।
১৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৫৯
হাসাস হোসেন বলেছেন: হুম তাই তো। তবে আমি সমস্যার আওতার বাইরে রয়েছি হয়ত।
১৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:৫৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: অনেক কষ্ট হয়েছে তবে প্রবেশ করতে পেরেছি।
১৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ২:৪১
মৃত্যু হবে একদিন বলেছেন: আমি ভিপিএন ব্যবহার করছি।
১৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ ভোর ৬:০৯
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ , এই নোটিশে সকলেই প্রকৃত অবস্থাটি জানতে পারবেন । তবে এর ফলে
কিছুটা ভোগান্তি হলেও ব্লগকে নিরাপদ পরিবেশে সচল রাখার বিষয়ে সকলেরই সচেতনতা বাড়বে ।
আশা করি সামুর সময়োচিত প্রচেষ্টার কল্যানে সমস্যাটি সহসাই দুরিভুত হবে ।
১৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:২১
তারেক_মাহমুদ বলেছেন: প্রকৃত অবস্থাটা জানা গেল, আশাকরি দ্রুত সমাধান হবে।
২০| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:১৭
গরল বলেছেন: গ্রামীন ফোনের ডাটা ব্যাবহার করে এখনও সামুতে ঢুকতে পারছি না।
২১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৩৪
সত্যপথিক শাইয়্যান বলেছেন: কোন কোন আইএসপি তা কি বের করা গিয়েছে? যদি যায়, কয়েকজন ব্লগার একসাথে হয়ে তাদের কাছে গেলে সমাধান হলেও হতে পারে।
২২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:২০
মাকার মাহিতা বলেছেন: গ্রামীন ফোনের মোবাইল ডেটাতে সামহোয়্যারইন ব্লগ ব্যবহার করতে পারছি না!
২৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৪৯
সম্রাট ইজ বেস্ট বলেছেন: সমস্যার সমাধান এখনও পুরোপুরি হয়নি।
২৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:২৩
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: মোবাইল থেকে নরমাল মোডে ব্লগিং করতে পারছি তবে ডেক্সটপ মোড ৩-৪দিন থেকে বন্ধ।
সতর্কতাঃ মাঝেমাঝে সামুর প্রথম পাতার নীচের দিকে বেশ কিছু পুরাতন লেখা ও ছবি দেখা যায়। যার বেশীর ভাগ লেখা/ছবিই কুরুচিপূর্ণ, অশ্লীল ও হালকা পর্ণগ্রাফির মধ্যে পড়ার যোগ্য। জানিনা এটা কেন হয়/কোন বাগ ককি ননা। আশাকরি কর্তৃপক্ষ সচেতন হবে।
কয়েকদিন আগের সেভ করে রাখা সেরকম একটা ছবি দিলাম
২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:০৫
নোটিশবোর্ড বলেছেন: এই ছবিটি ভারতের বিখ্যাত খাজুরাহো মন্দির থেকে তোলা। খাজুরাহো মন্দিরকে ভারতের অন্যতম সৌন্দর্য্যমন্ডিত মন্দির হিসেবে বিবেচনা করা হয়। শিল্পের দিক থেকে বিবেচনা করলে এই ধরনের মন্দির ভারতে আর দ্বিতীয়টি নেই। একে ভালোবাসার মন্দিরও বলা হয়। কারণ এখানে দেবতাদের ভালবাসার প্রতিকৃতি কারুকার্যের মাধ্যমে তুলে ধরা হয়েছে। খাজুরাহো মন্দিরে বিভিন্ন ধরনের মূর্তির প্রতীকৃতি রয়েছে এবং এই মূর্তি বা প্রতীকৃতিরগুলোর মধ্যে মাত্র ১০% যৌনতা নির্ভর। এই মন্দিরকে অনেক পন্ডিতই দেবতাদের প্লে-গ্রাউন্ড বা দেবতাদের যৌন উল্লাসের কেন্দ্র হিসেবে অভিমত দিয়েছেন।
ঐতিহাসিকদের মতে, হিন্দু ধর্ম ও মানব জীবনে ‘কাম’ একটি গুরুত্বপূর্ণ বিষয়, তাই ‘কামের’ প্রতীক হিসেবে বিভিন্ন মন্দিরে এই বিষয় গুলো ফুটিয়ে তোলা হয়েছে।
আমাদেরকে বুঝতে হবে কোনটা পর্ণগ্রাফি এবং কোনটা শিল্প। যারা শিল্প এবং যৌণতাকে এক করে দেখবেন, তাদের কাছে কোন ব্যাখ্যাই গ্রহণযোগ্য হবে না। আমরা মনে করি, ব্লগাররা উন্নত এবং আধুনিক চিন্তাধারার মানুষ। ফলে তারা এই পার্থক্য আশা করি বুঝতে পারবে। আর কেউ যদি বুঝতে না পারেন, তাহলে তিনিও সামহোয়্যারইন ব্লগ আর পর্ণগ্রাফিক সাইট মাঝে কোন পার্থক্য খুঁজে পাবে না।
শুভেচ্ছা রইল।
২৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩০
সাদা মনের মানুষ বলেছেন: মনটা খুবই খারাপ ছিল, আর কোথাও থেকে জানতেও পারছিলাম না ব্লগ বন্ধ কেন? ভাবছিলাম বিষয়টা নিয়ে ফেজবুকে একটা পোষ্ট দিব। আর নেটে বসেই দেখলাম সামুও চালু হয়েছে ফেজবুকেও এই পোষ্ট এই বিষয়ে একটা পোষ্ট। তবে চটি গল্পের সাথে যারা আমাদের প্রাণের এই ব্লগকে গুলিয়ে ফেলেছে নিশ্চয়ই তাদের খারাপ কোন উদ্দেশ্য আছে।
২৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০৫
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আমারও মন খারাপ ছিল। ব্লগে সাদা মন ভাইকে দেখে মনটা ভালো হয়ে গেল।
২৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০৮
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আমার মন কতটা খারাপ ছিল, এই ছবি দেখলে বুঝতে পারবেন।
২৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: এক গর্দভীয় হটকারিতার শিকার সামু!
পর্ণ সাইট বন্ধ করতে গিয়ে সেই লিষ্টে সামুর নাম দেয়া হয়েছে!
অবিশ্বাস্য! বিস্ময়কর!
আইএসপি গুলো সরকারী নির্দেশের কথা বলে অসহায়ত্ব প্রকাশ করছে কেবল।
এখন যা করার আমাদেরই করতে হবে। কর্তৃপক্ষ এবং সকল ব্লগার মিলেই ভাবতে হবে।
প্রক্সি দিয়ে ঢুকে মন্তব্য করতে পারছিলাম না। এখন টর দিয়ে ট্রাই করছি।
এ অচলাবস্থার অবসান হোক। সামু ভিজিট করে সরকারের কর্তৃপক্ষ দ্রুত সামুকে অবমুক্ত করুক নিষেধাজ্ঞার বেড়াজাল থেকে।া
২৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:২৬
জানা বলেছেন: ব্লগার বন্ধুদের জানিয়ে রাখছি যে, বিষয়টি আমাদের সকলের জন্যেই অত্যন্ত বিব্রতকর, অসম্মানজনক এবং দুঃখজনক। আজ সারাদিনই সংশ্লিষ্ট ব্যক্তিকে ফোনে যোগাযোগের চেষ্টা করা হয়েছে, সাড়া মেলেনি। তাই এই অমূলক সিদ্ধান্তের যৌক্তিক ব্যখ্যাসহ সংশোধন ও সমাধানে দ্রুত পদক্ষেপ চেয়ে BTRC-কে ইমেল করা হয়েছে।
উল্লেখ্য ঐ তালিকাটিকে একটি অসংলগ্ন তালিকা বলা যুক্তিযুক্ত। কারণ সামহোয়্যার ইন ব্লগ এর পাশাপাশি http://www.books.google.com.bd ও রয়েছে। অর্থাৎ গুগলের একটি লাইব্রেরীও ঐসবের আওতায় ফেলা হয়েছে দেখলাম। এই ধরণের চুড়ান্ত অপেশাদারিত্ব নিয়ে দেশের একটা বড় জায়গায় "ভুল" করা হলে তা নিঃসন্দেহে আমাদের সবার জন্যে লজ্জা বয়ে আনে। আমরা একটি সদুত্তোরের অপেক্ষায় থাকছি।
সবাই ভাল থাকুন।
৩০| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ২:০০
মোস্তফা কামাল পলাশ বলেছেন:
বাংলা ভাষায় একটা প্রবাদ আছে যে কয়লা ধুলেও ময়লা যায় না। কয়লাকে যদি রাস্তা থেকে উঠাইয়া নিয়া মন্ত্রীও বানানো হয় সেই কয়লা ধুলেও ময়লা বাহির হবেই-হবে। যে প্রতারক নিজের সফটওয়ার ডেভলপারকে তার কাজের মূল্য পরিশোধ করে না সেই প্রতারক-তো সুযোগ পেলে ছলে-বলে-কৌশলে নিজের সফটওয়ার বিক্রির ধান্দা করবেই। সুযোগের সদ্ব্যবহার করে পর্ণ সাইটের লিস্টের সাথে অনলাইনে বাংলা ভাষায় গন-মানুষের সবচেয়ে বড় ব্লগটির নাম ঢুকিয়ে বন্ধ করে দেওয়ার চেষ্টা। ব্লগটার অপরাধ সাধারণ মানুষকে অভ্র নামক ফ্রি সফটওয়ার ব্যাব হার করে মত প্রকাশের সুযোগ করে দিয়ে মায়ের ভাষা বিক্রি করে বাংলার বিল-গেটস হওয়ার স্বপ্ন ভেঙ্গে দিয়েছে। এই প্রতারক একই কাজটি কানাডা-আমেরিকায় করলে ২৪-ঘণ্টাও তার মন্ত্রিত্ব থাকত না। শুধু কি মন্ত্রিত্ব চলে যাওয়া? সাথে-সাথে জেল ও জরিমানাও গুনতে হতো। কিন্তু রাষ্ট্রীয় প্রশ্রয়ে এই প্রতারক যে নিজের মন্ত্রিত্ব পদ ঠিকই বহাল রাখবে তা হলফ করিয়া বলা যায়।
৩১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ ভোর ৫:৫২
প্রামানিক বলেছেন: দুই দিন হলো সামু ব্লগ ওপেন করতে পারছি না, রাতে ঘুম হচ্ছিল না, শেষ রাতে উঠে অনেক চেষ্টার পর ব্লগ ওপেন করে দেখি এই অবস্থা। পর্ন সাইট বন্ধ করতে গিয়ে জনপ্রিয় সামু ব্লগ বন্ধ করা মোটেই উচিৎ হয় নাই।
৩২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:০৮
নূর আলম হিরণ বলেছেন: মোবাইলে ডেক্সটপ ভার্সন আসছে না। গুগুল ক্রোম ব্রাউজার থেকে লগইন করা যাচ্ছে না এখনো।
৩৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:৫৫
খায়রুল আহসান বলেছেন: নোটিশবোর্ড এর মাধ্যমে সমস্যাটি সম্পর্কে ব্যাখ্যা প্রদান এবং সবাইকে অবহিত করার জন্য কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ। আর সুন্দর একটি মন্তব্যের মাধ্যমে সমস্যাটির উপর আরেকটু আলোকপাত করার জন্য জানাকেও অনেক ধন্যবাদ।
এমন মাথামোটা লোকেরা এমন গুরুত্বপূর্ণ এবং নিরাপত্তার দিক দিয়ে অত্যন্ত স্পর্শকাতর একটি রেগুলেটরী কমিশন চালাচ্ছে, এটা ভাবতেও যুগপৎ শঙ্কিত এবং লজ্জিত বোধ করি।
মোস্তফা কামাল পলাশ এর মন্তব্যটি প্রণিধানযোগ্য।
৩৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:২২
জুন বলেছেন: হেই নোটিশবোর্ড এই কষ্ট কবে দূর হবে বলতে পারেন কি!
প্রিয় ব্লগার জানার মন্তব্যে কিছুটা আশান্বিত হোলাম। ডান দিকের ফ্রোজেন শোল্ডার নিয়ে মোবাইলে লিখতে খুব কষ্ট হচ্ছে
৩৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩৬
লিংকন১১৫ বলেছেন: আমি প্রথমে ভেবে ছিলাম আমার নেট এ সমস্যা , পরে দেখি পিং নিচ্ছে ।
পরে ভিপিএন ব্যাবহার করে আজ সামু তে আসতে পারলাম
৩৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:২৯
মনিরা সুলতানা বলেছেন: ভ্রমণে থাকায় শুরুতে টের পাইনি সমস্যা; এরপর খুব খারাপ ভাবেই মুখোমুখি হলাম।
আশ্চর্য !! এ নিঃসন্দেহে অবমাননাকর আমাদের সবার জন্য; সমস্যার আশু সমাধান এর অপেক্ষায়।
ধন্যবাদ চমৎকার ভাবে বিস্তারিত লেখার জন্য।
৩৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:২৬
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: নোটিশবোর্ড,
আপনার প্রতিউত্তরকে সমীহ করছি এবং সহমত পোষন করছি। কিন্তু মুল বিষয় বাদ দিয়ে আপনি শুধুমাত্র একটা ছবির কথা বলেছেন।
আমার বক্তব্যটা আমি হয়তো ঠিকমত বোঝাতে পারি নি। আপনি ছবিটা বাদ দিয়ে বাঁকিটা আবার পড়বেন।
কেন সামু সন্দেহের তালিকায়ঃ
এখন পর্যন্ত সামুতে ৩ কোটির উপর পোস্ট এসেছে। মানে সামু সব বিষয়েই সমৃদ্ধ। এটা সত্য, অনেক ভালো পোস্টের সাথে এতে দু-চারটা অ্যাডাল্ট পোস্টও যুক্ত হয়েছে। সেই সংখ্যাটা কিন্তু কম নয়! (বিশ্বাস না হয় ব্লগ অনুসন্ধানে, এমন শব্দ লিখে সার্স দিন)
পর্ন সাইট সনাক্ত করার ক্ষেত্রে কর্তৃপক্ষ কিছু কি-ওয়ার্ড ব্যবহার/চিন্হিত শব্দ ব্যবহার করে। এই পোগ্রামিং এর আওতায় ভালো-খারাপ মিলে হাজার হাজার সাইট আসে। সব সাইটতো ঘুরে ঘুরে চেক করা সম্ভব না। তারা কন্টেন্টের উপর ভিত্তি করে কয়েকটা ক্যাটেগরিতে ভাগ করে। শেষে কিছু সাইট বন্ধ করে, কিছু নজরদারীতে রাখে আর বাঁকিগুলো সেফ মনে করে।
এই কারণে বারবার সামুর নামে অভিযোগ আসে। আপনারা অভিযোগ করুন। আশা করি, কিছু দিনের ভেতর সমস্যার সমাধান হবে ।
৩৮| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব সুন্দর বক্তব্য রেখেছেন, আপনার নীতিমালার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা আছে, থাকবে সবসময়।
যার হৃদয় বাংলার জন্যই নিবেদিত সবসময়, ভালোবাসা সব বাংলাদেশকে ঘিরে- তাকে আর বাংলার মাটি থেকে দূরে ঠেলবে কে! কে আছে এতবড় শত্রু বাংলার!!
বাংলার আকাশ বাতাস বৃক্ষ তরুলতা'র সাথে প্রাণ থেকে প্রাণে মিশে যাবে 'সামহোয়্যারইনব্লগ' বিশ্ব-আকাশে জ্বলবে উজ্জ্বল গ্রহ-নক্ষত্রের মতো।
আপনার নিঃস্বার্থ চেষ্টা ব্লগ ও ব্লগারদের প্রতি ভালোবাসায় আবারও আগের মতই ব্যবহার করা যাচ্ছে ব্লগ গতকাল থেকে।
শুভ হোক ব্লগ ব্লগার ও কর্তৃপক্ষের।
৩৯| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:০৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: আহ! কি শান্তি!
হোম কানেকশন থেকে আজ নরমালি ঢুকতে পারলাম!
প্রায় ৪ দিন পর!! একটা দিন যেন এক যুগেরও বেশী - - -
জানাপু, কা_ভা ভাই ধন্যবাদ। আপনাদের দারুন সক্রিয়া একশনে মনে হয় ব্যবস্থা নিচ্ছে বিটিআরসি!
শনিবার অফিসে গেলে বুঝতে পারবো ঐ আসপিতেও ব্যান উঠিয়ে নরমাল হয়েছে কিনা?
অযোগ্য, অনির্বাচিত স্বৈরাচারিতায় যা হয়!
দায়হীন অন্ধ অনুগত প্রশাসন, মোসাহেবী আর জি হুজুরীতেই ব্যাস্ত!
জ্ঞান প্রজ্ঞা, ন্যায়-নীতি, দায়বদ্ধতার আত্ম জাগৃতি অনুপস্থিত থাকে। যার ভোগান্তি ভুগতে হয় আমজনতাকেই।
ভোগান্তি অবসান হোক সব ক্ষেত্র। মানুষ ফিরে পাক তার স্বাভাবিক মৌলিক অধিকার সমূহ।
৪০| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:২১
বিডি আইডল বলেছেন: এটা হলো হীরক রাজার দেশ। এইসব সেন্সরশিপ করে জাতির "চেতনা" সমুন্নত রাখার স্বৈরাচারী প্রচেষ্টা। মানুষের মুক্ত চিন্তা, মুক্ত মত, মুক্ত ভাবে ভোটাধিকার প্রয়োগ এইসব বিষয়ে কারা চেতনা যাতে জ্রাগত না হয় সেসব প্রচেষ্টা। পর্ণোগ্রাফি আইপি ব্লক করলে দেশের সব সমস্যা বন্ধ হয়ে যাবে। দেশ নৈতিকভাবে অনেক এগিয়ে যাবে।
যে মন্ত্রী "জব্বার" এইসব করছে, এই অশিক্ষিত মন্ত্রী নিজেই পেডোফাইল হিসেবে সমালোচিত।
৪১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:১৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: গতরাতে ঢুকতে হয়েছিল vpn সেট করে, এখন আবারও আগের মতই ঢুকতে পেরেছি।
সেদিন ঠিক হয়েও আবারও বন্ধ হয়ে গিয়েছিল হয়তো, এখন সমস্যা হয়নি।
শুভকামনা সবসময়
৪২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:২৪
দুরমুশ বলেছেন:
সম্ভবত ২০১২ সালে ব্লগে বাংলা সফটওয়্যার ব্যবহার নিয়ে ঝড় উঠে। মুক্ত সফটওয়্যার অভ্র'র বিরুদ্ধে একজন দুই নম্বর লোক মামলা-হামলা করার হুমকি দিল। মনে পড়ে ব্লগে তখন এই কুখ্যাত লোকটিকে "কাগু" নামে অভিহিত করলো সবাই। যে লোকটি অন্যের তৈরি করা সফটওয়্যার নিজের নামে চালায়। সেই কুখ্যাত "কাগু" কে ব্লগে বিভিন্ন রকম পাঁচন দেওয়া হয়েছিল বলে সে এই অপকর্মটি করেছে। এই কাগু কয়েক মাস আগে মোবাইলের কলরেট বাড়িয়ে দিয়ে কোটি কোটি মানুষে পকেট কাটার ব্যবস্থা করছে। মনে পড়ে সেই কার্টুনটি কথা- একটা বানর তার লেজে হাত দিয়ে চাঁদের দিকে তাকিয়ে বলছে, "আমারতে নকল করছে"।
৪৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:০৮
রাকিব আর পি এম সি বলেছেন: অপেশাদারিত্বের এক উজ্জ্বলতম নিদর্শন হয়ে থাকবে এই ঘটনাটি। তবুও যদি তাদের টনক নড়ে!
৪৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:০৮
হাসান মাহবুব বলেছেন: সামহয়্যারইন ব্লগ পর্ন এবং গ্যাম্বলিং সাইটের তালিকায় রাখাটা প্রথমে ভাবছিলাম যে অনিচ্ছাকৃত ভুল! কিন্তু এখন দেখি সেইটার জাস্টিফিকেশন করা হচ্ছে! কেন বন্ধ করা হলো এই প্রশ্নের জবাবে মোস্তাফা জব্বার বলেন-
‘‘নিশ্চয় কোনো কারণ আছে৷ নিশ্চয় অশ্লীল কোনো কনটেন্ট আছে৷ আমরা তো পর্নো বলতে শুধুমাত্র ‘ন্যাংটা' ছবি বুঝি না, যে কোনো কনটেন্ট লেখা কিংবা নাটক এরকম বহু জিনিস আছে যে সব জায়গাতে অনুচ্চারিত শব্দ ব্যবহার হয়৷ আমরা কিন্তু কেবলমাত্র ছবির পর্নোসাইট বন্ধ করছি না৷ অতএব কন্টেন্টের মধ্যে থাকতে পারে... ৷ সামহোয়্যারইন ব্লগ একসময় খুবই বিতর্কিত ব্লগ ছিল৷ এদের কনটেন্টগুলো শুধুমাত্র সরকারবিরোধী না, আরো জঘন্য ছিল৷ যে কোনো বিষয়ে যাকে তাকে যেখানে সেখানে আক্রমণ করত তারা৷ নাস্তিকতার জন্যও দায়ী ছিল তারা৷ সুতরাং এরকম কোনো কনটেন্টের জন্য এটা হতে পারে৷ ওভারঅল একটা সম্পূর্ণ নিরাপদ ইন্টারনেট চাই আমরা৷ আমরা ফেসবুক, ইউটিউবকে ধরবো৷ ইন্ডিভিজুয়াল অ্যাপস যেগুলো আছে সেগুলোও ধরব৷ আমাদের জন্য প্রতিজ্ঞা হচ্ছে শিশুর জন্য এটা নিরাপদ করে যাব৷''
আজকে যারা ফেসবুক সেলিব্রেটি, আজকে যারা বিখ্যাত লেখক, তাদের বড় একটা অংশ এই সামহয়্যারে ব্লগিং করে হাত নিজের ভিত গড়েছেন। সামহয়্যারে কত বিষয় নিয়ে কত লেখা আছে! আর এখন বলা হচ্ছে এই সাইট নাকি পর্ন ক্যাটাগরিতে পড়ে! তিনি ইন্টারনেট শিশুদের উপযোগী করতে উঠেপড়ে লেগেছেন, তাহলে ইন্টারনেট শুধুমাত্র শিশুরা ব্যবহার করতে পারবে এই মর্মে প্রজ্ঞাপন জারি করলেই তো হয়!
ভাষার মাসে আমি ভাষাহীন হয়ে গেলাম!
৪৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:২৭
শ্রাবণ আহমেদ বলেছেন: আমিও ঢুকতে পারতাম না
৪৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৩:১০
মা.হাসান বলেছেন: "...যে সকল আইএসপি থেকে সামহোয়্যার ইন ব্লগে প্রবেশ করতে সমস্যা হচ্ছে তাদের সাথে যোগাযোগ করেও এই ব্যাপারেবিস্তারিত কিছু জানা সম্ভব হয় নি।..."
ব্লগার হাসান মাহবুবের কমেন্ট (৪৪ নম্বর) এবং এসংক্রান্ত প্রকাশিত খবর থেকে কি কারনে এ ব্লক তা পরিষ্কার হয়েছে। মডারেটরদের অনুরোধ করবো পোস্টটি আপডেট করার জন্য।
মাননীয় মন্ত্রীর বক্তব্যের আলোকে বলা যায় এই ব্লক সম্ভবত দু-এক দিনে উঠে যাবে না। একটি ব্লগ চালাতে গেলে ডোমেইন ভাড়া, সার্ভার ভাড়া ইত্যাদি খরচ জড়িত থাকে। ব্লগ চালানোর জন্য অ্যাডমিন কোনো সাব্সক্রিপশন বা চাঁদা নেয় না। বিজ্ঞাপনই ভরসা। ব্লগে ব্লক থাকা মানে ট্রাফিক কমে যাওয়া এবং বিজ্ঞাপনের আয় কমা। আমরা আশা করি বিটিআরসি বর্তমান অবস্থান থেকে সরে আসবেন এবং টর-ভিপিএন ছাড়াই আমরা ব্লগিং করতে পারবো। লড়াই দীর্ঘস্থায়ী হলে ব্লগ কতৃপক্ষ যদি আইনগত পদক্ষেপ নিতে চায় তবে আর্থিক কনট্রিবিউশনের জন্য প্রস্তুত আছি।
৪৭| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ ভোর ৬:২০
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: মোস্তফা কামাল পলাশ এর মন্তব্যে সহমত !
৪৮| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:২৫
ল বলেছেন: আমাদেরকে বুঝতে হবে কোনটা পর্ণগ্রাফি এবং কোনটা শিল্প।
৪৯| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:৫১
খায়রুল আহসান বলেছেন: @রাকিব আর পি এম সি, তবুও যদি তাদের টনক নড়ে (৪৩ নং মন্তব্য) - টনক এমনিতেই নড়বে না, যতক্ষণ পর্যন্ত না উপযুক্ত স্ক্রু ড্রাইভার দিয়ে তা নাড়ানো যায়!
@হাসান মাহবুব, আপনাদের মত শক্তিশালী লেখকদের ভাষাহীন হয়ে থাকলে চলবে না। কলম ধরুন! (৪৪ নং মন্তব্য)
@মা.হাসান, ভাল বলেছেন। দুরমুশ এর ৪২ নং মন্তব্য থেকে এই অপকর্মের কারণ সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া গেল।
আশাকরি, ব্লগ কর্তৃপক্ষ এই অপসিদ্ধান্তের বিরুদ্ধে একটা principled stand নেবেন এবং ব্লগারগণ ঐক্যবদ্ধভাবে কর্তৃপক্ষের সাথে থাকবেন।
৫০| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৪৪
ম্যাড ফর সামু বলেছেন: আমরা ভোটাধিকার থেকে বঞ্চিত, সত্য কথা বলার অধিকার থেকে বঞ্চিত, ব্লগিং করে যাও বা একটু মাঝে মাঝে হৃদয়ের কষ্টগুলো দুর করার চেষ্টা করতাম, তাও যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে ........... এমন টেকনোলজী নিয়ে আসব যে ব্লক করতে হলে পুরো দেশের ইন্টারনেট ব্যবসা বন্ধ করতে হবে।
৫১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:১৮
নাহিদ০৯ বলেছেন: ৩ দিন ব্রডব্যান্ড থেকে বাইরে ছিলাম। গ্রামীনফোন ইন্টারনেট দিয়েও সাইট ব্রাউজ করা যাচ্ছে না। পরে ইউসি ব্রাউজার দিয়ে লগিন করে দেখেছি।
এটার জন্য বিটিআরসি এর কাছে লিখিত কোন অভিযোগ দেয়া যায় না?
৫২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:২৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সমস্যার স্থায়ী সমাধান হচ্ছে না কেন তা জানার জন্য সবার মতো আমিও প্রতীক্ষিত
VPN চেঞ্জ করে আমি লগইন করেছি মোবাইল থেকে।
৫৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:৩৮
তুহিন সরকার বলেছেন: আশা করছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের শুভবুদ্ধির উদয় হবে, সামুর মসৃণ যাত্রা অব্যহত থাকবে।
সবার জন্য শুভকামনা অবিরত.........
৫৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:২১
বিদ্রোহী ভৃগু বলেছেন: অফিস আইএসপিতে আজো ব্লক!
ওরে সবুজ ওরে আমার কাঁচা
আধ মরাদের ঘাঁ মেরে তুই বাঁচা!!!
মিষ্টি কথায় বুঝি চিড়ে ভিজবে না!
জাগরণ চাই ! সকল ব্লগার এবং একটিভিষ্টদের সম্মিলিত জাগরণ!
সামু হোক ঐক্যের প্রতীক।
৫৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:২৯
শামীম সুজায়েত বলেছেন: ব্রড ব্যান্ড লাইন দিয়ে হচ্ছে।
মোবাইল দিয়ে না।
বিষয়টি দুঃখজনক এবং নিন্দনীয়। সরকার কৌশলে আমাদের বাক স্বাধীনতা কেড়ে নিচ্ছে।
৫৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৩৬
মাহের ইসলাম বলেছেন: গত প্রায় এক সপ্তাহ ধরে কি যে এক যাতনা ভোগ করেছি, সামু'তে আসতে না পেরে।
যাই হোক, শেষ পর্যন্ত আজ লগ ইন করতে পারলাম।
খুব ভালো লাগছে।
৫৭| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:২৭
নাহিদ০৯ বলেছেন: আমার মনে হয় এ ব্যাপারে অফিসিয়ালি একটা চিঠি দেওয়া প্রয়োজন। তারপরেও কোন ব্যবস্থা না হলে তখন হয়তো অন্য কোন উপায়ে যেমন আইনি লড়াই করা যেতে পারে।
৫৮| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৪৭
হাসান কালবৈশাখী বলেছেন:
কমেন্টরদের কথায় বোঝা যাচ্ছে গ্রামীন ফোনের মোবাইল সিম ও কিছু ব্রড ব্যান্ড লাইন দিয়ে সামু ওপেন হচ্ছিলনা।
অন্য সিমে সমস্যা নেই।
কিন্তু পরে শামীম সুজায়েত, মাহের ইসলাম, বিদ্রোহী ভৃগু, নাঈম জাহাঙ্গীর নয়ন, বলেছেন: ব্রড ব্যান্ড লাইন দিয়ে এখন আগের মতই সামুতে ঢোকা যাচ্ছে।
মডারেটরদের অনুরোধ করবো এখনো কোন কোন এলাকায় আইএসপি সমস্যা হচ্ছে? পোস্টটি আপডেট করার জন্য।
মাননীয় মন্ত্রীর বক্তব্য আপত্তিকর, অস্পষ্ট বিভ্রান্তিকর।
সুনির্দিষ্ট ভাবে স্পষ্ট জবাব চাই।
৫৯| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:০০
মুরাদ পাভেল বলেছেন: কোন সমস্যা ফেস করিনি
৬০| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:৩০
হাসান কালবৈশাখী বলেছেন:
বিডি নিউজ ২৪ এ কিছু তথ্য পেলাম।
view this link
জানা বলছিলেন, বিডি নিউজ কে - সাইটে ঢুকতে সমস্যা হওয়ার বিষয়টি তিনি জানতে পারেন গত ১৭ ফেব্রুয়ারি। ব্লগারদের অনেকেই মেইল করে তাকে সমস্যার কথা বলেন। বিদেশ থেকে সামহোয়্যারইনব্লগ দেখা গেলেও দেশে অনেকেই সাইটে ঢুকতে পারছিলেন না।
সাইটের সার্ভার সিসটেম ও গুগল অ্যানালিটিকসের ভিজিটর পরিসংখ্যানেও এ সমস্যার বিষয়টি স্পষ্ট বলে দাবি করেন সামহোয়্যারইনব্লগের প্রতিষ্ঠাতা।
“আমি চেক করে দেখেছি বড় একটা ধস নেমেছে কয়েকটি আইএসপি থেকে। যেমন একটি মোবাইল অপারেটর থেকে ইউজার ফল করেছে মোর দ্যান ৭৮ পারসেন্ট। আরেকটি মোবাইল অপারেটরে ৩২ পারসেন্ট ফল করেছে।”
এ বিষয়ে বিটিআরসিকে লিখিতভাবে জানানো হলেও তাদের তরফ থেকে জবাব পাওয়া যায়নি বলে অভিযোগ সৈয়দা গুলশান ফেরদৌস জানার।
এ বিষয়ে জানতে বিটিআরসির জ্যেষ্ঠ সহকারী পরিচালক (গণমাধ্যম) জাকির হোসেন খানের সঙ্গে যোগাযোগ করা হলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, সামহোয়্যারইন ব্লগের অভিযোগ সঠিক নয়।
“বিটিআরসির এমনিতেই লোকবল কম। এগুলো নিয়ে ছুটোছুটি করে দেখি যে আদৌ কিছু হয়নি। কোন ব্লগ বন্ধ করার বিষয়ে আমরা কোনো নির্দেশনা দিইনি।”
৬১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৩:৩১
জানা বলেছেন: বিডিনিউজ কে দেয়া বিটিআরসির জ্যেষ্ঠ সহকারী পরিচালক (গণমাধ্যম) জাকির হোসেন খান বলেছেন, সামহোয়্যার ইন ব্লগের অভিযোগ সঠিক নয় এবং ব্লা ব্লা ব্লা....
সীমাহীন মিথ্যাচার! একেবারে নিম্নমানের মোসাহেবী ছাড়া আর কিছু নয়! ওদিকে গণমাধ্যমের তদন্তে ওনাদের আদেশদাতা বীরত্বের সাথে জানিয়েছেন যে সামহোয়্যার ইন ব্লগকে ব্লগের আদেশ দেয়া হয়েছে। আবার তার কারণ সম্পর্কে তিনি লেজেগোবরে করে যা বলতে চেয়েছেন তা আমার মত সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব নয়। হয়তো ব্লগাররা এর শানে নজুল খুঁজে পেয়ে থাকতে পারেন। জয় হোক ব্লগ এবং ব্লগারের।
৬২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৩:৪০
জানা বলেছেন: ৪০ নম্বর মন্তব্যের শেষের লাইনটিতে আমি ঘোর আপত্তি জানাচ্ছি। কোন একটি নোংরা বিষয়কে প্রতিবাদ করতে গিয়ে একই রকম হয়ে উঠলে উদ্দেশ্য ক্ষতিগ্রস্থ হয় বৈকি! কঠোর সমালোচনার জন্যে অসংলগ্ন জিহবা ও ঠোঁটের ব্যবহারের চেয়ে বাস্তবসম্মত ও যুক্তিযুক্ত চিন্তা অনেক বেশী শক্তিশালী তা সে যতই তেতো হোক। ধন্যবাদ।
৬৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৪৯
লীনা জািম্বল বলেছেন: সব সময় সুন্দর ব্লগ এর জয় হোক । প্রিয় এই ব্লগিং সাইটে সুন্দর সুন্দর কথামালার মিলনমেলা হোক--ব্রডব্যান কানেকশন এ সমস্যা নেই
৬৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৪৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: প্রতিবাদ করা হউক। সাথেই আছি
৬৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫৫
বাধন খান বলেছেন: আমার লগ ইন করতে বা ব্রাউজ করতে কোন সমস্যা হচ্ছে না।
৬৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫০
মেহবুবা বলেছেন: আমি BTCL বা Teletalk দিয়ে ব্লগে ঢুকতে পারছি না I
৬৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০৯
দূর্যোধন বলেছেন: যে ভদ্রলোক ইউটিউব রেড ( ইউটিউবের প্রিমিয়াম সার্ভিস) কে রেডটিউবের (সচিত্র বিনোদন ম্যাগাজিন ) সাথে গুলিয়ে ফেলেন ... তার পক্ষে গুগল বুকস আর সামহোয়ারিন ব্লগে পর্ন খুজে পাওয়া অস্বাভাবিক না।
অভ্রের পক্ষে জনমত গড়ে তোলার জন্য সামহোয়ারিনের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রোশ থেকে সামহোয়ারিন ব্লগকে ব্যান করতেও পারেন। সাংবিধানিক ক্ষমতা পেয়ে তার অপব্যবহার করা সফটওয়্যার তষ্করদের মানায় কিন্তু ভুগতে হয় আমজনতাকে ।
৬৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৪০
জুন বলেছেন: সতেরো কোটি মানুষের মাঝে গুটিকয়েক মানুষ তাদের মনের কথাগুলো এখানে লিখে থাকে। যা তাদের একটি আনন্দের জায়গা। আশাকরি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদের লেখালেখির স্লেটটিকে সব বাধা বন্ধন থেকে অচিরেই মুক্তি দিবেন এই প্রত্যাশা রইলো।
৬৯| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:৪৪
হাসাস হোসেন বলেছেন: ধন্যবাদ
৭০| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:৪৫
হাসাস হোসেন বলেছেন: ধন্যবাদ
৭১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ ভোর ৫:৪৩
রোকনুজ্জামান খান বলেছেন: "বাংগালী বোকাই রয়ে গেলি" ।
যাচাই বাচাই না করে ,, হুজুকে বন্ধ করে দিল আমাদের ব্লগ।
কোথায় জুয়া , কোথায় পর্ণ গ্রাফি
আর কোথায় আমাদের পবিত্র সামু ব্লগ ।
এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই ,,
৭২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:৩৪
সামিউল ইসলাম বাবু বলেছেন: ফেসবুক পেজে একটি পোষ্ট দেওয়া দরকার ছিল
হয়রান হলাম খুব...
৭৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:৪৭
সোহানী বলেছেন: দেশের বাইরে থাকার কারনে বুঝতে পারছি না বর্তমান অবস্থা। সবাই কি ঢুকতে পারছে?
যাহোক, স্বার্থপর, চামচা জাতীয় ব্যাক্তিত্বহীন ব্যাক্তির হাতে ক্ষমতা গেলে এর ফলাফল খারাপ হওয়াই স্বাভাবিক। যে ব্যাক্তির কাছে নিজের স্বার্থ দেশের স্বার্থ এর চেয়ে বড় তার কাছে এর চেয়ে বেশী কি আশা করা যায়??? কিছু একটা করে নিজের চামচামীর সুযোগ তৈরী করছে।
তীব্র নিন্দা জানাই, তীব্র প্রতিবাদ জানাই সামহোয়ার ব্লগ বন্ধের সিন্ধান্তের।
৭৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:২১
নূর আলম হিরণ বলেছেন: মোবাইলে এখনো ডেক্সটপ মুডে ব্যবহার করতে সমস্যা হচ্ছে। ইউসি ব্রাউজার দিয়ে ডেক্সটপ মুডে করা যায় তবে লগইন করলে নরমাল মুড হয়ে যায়।
৭৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:১২
উপপাদ্য বলেছেন: যে অপ্রেসিভ রেজিমের বিভিন্ন নীতিকে আপনারা দীর্ঘদিন যাবত উৎসাহ দিয়েছেন আজ তাদেরই নির্মমতার শিকার বাংলা ভাষার প্রথম ব্লগটি। কিচ্ছু করার নেই, বেশী কিছু বললে চিরদিনের মতো বন্ধ করে দিতে পারে অন্যান্য ব্লগের মতো। তবে একদিন ওপ্রেসর নিজেও অসহায় বোধ করবেন।
স্বৈরাচারী ভাবনায় সামুকে পিষ্ঠ করার উদ্দেশ্যই হচ্ছে বাকস্বাধীনতাকে গলা টিপে ধরা। কর্তা-বাবুদের শুভ বুদ্ধির উদয় হোক।
৭৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৪৮
নীলপরি বলেছেন: কথাটা শুনে মন খারাপ হয়ে গিয়েছিল । আপডেট পড়ে ভালো লাগলো । আশারাখি সব ঠিক হয়ে যাবে ।
৭৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:১১
ঠ্যঠা মফিজ বলেছেন: এটা রাজনৈতিক কোন বিষয় নয়,এটা হল আমাদের বাঙলা ব্লগ ও ব্লগারদের সন্মনের বিষয় তাই অনুরোধ থাকবে দ্রুত ব্যবস্থা গ্রহন
করুন যে কোনো প্রয়োজনে আমরা আছি । এমন কি মানববন্ধনের মত ব্যবস্থা গ্রহন করতে হলে সেটাই করুন সাথে আছি।
৭৮| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ২:৪০
আল-শাহ্রিয়ার বলেছেন: আসাকরছি সব সমস্যার সমাধান হয়েছে। স্বাভাবিক ভাবেই ব্লগে প্রবেশ করতে পেরেছি। সামু অর্থাৎ যুক্তি ও বাকস্বাধীনতার সাথে ছিলাম, আছি এবং থাকবো।
৭৯| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ ভোর ৬:৪৮
কবি হাফেজ আহমেদ বলেছেন: এইমাত্র প্রথম আলোর অনলাইনে দেখতে পেলাম যে somewhere in blog বন্ধ করে দেওয়া হয়েছে। কলিজাটা যেন খানখান হয়ে গেল। একজন নিরাপদ ব্লগার হিসেবে আমি বলতে চাই যে somewhere in blog বন্ধ করা হবে সরকারের শতভাগ ভুল সিদ্ধান্ত। এ ব্লগ কখনোই জাতীয় স্বার্থের পরিপন্থী নয়, বরং পরিপূর। এ ব্লগ আমাদের প্রাণ। প্রাণহীন বেঁচে থাকা যায় না। সবার শুভ বুদ্ধির উদয় হোক। আমাদের নিষ্পাপ ভালোবাসায়, নিষ্পাপ কলিজায় যেন কেউ আঘাত করে।
৮০| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:২০
ঢাবিয়ান বলেছেন: এ কি দুঃসংবাদ দেখলাম আজ প্রথম আলোয়!!! শুরু হোক তুমুল প্রতিবাদ। এই ব্লগ উদ্ধারে ব্লগ কতৃপক্ষ ও ব্লগারদের যে কোন কার্যক্রমের সাথে আছি।
৮১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:৪১
ঢাবিয়ান বলেছেন:
তুমুল প্রতিবাদ গড়ে তোলা প্রয়োজন এই পদক্ষেপের বিরুদ্ধে। এই ব্লগ দেশ বিদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা সকল বাংলাদেশীদের মিলন মেলা। যে অভিযোগ করা হয়েছে এই ব্লগের বিরুদ্ধে তা সম্পুর্ন ভিত্তিহীন। এই ব্লগের নীতিমালার পরিপন্থী কোন পোস্ট এলে সেই ব্লগার সাথে সাথেই ''ব্যান''হয়ে যায়। ''জাতীয় স্বার্থ''সেই নীতিমালার অন্যতম একটি শর্ত। অশ্লীল বিজ্ঞাপনের কারনে যদি এই ব্লগ বন্ধ করে দিতে হয়, তবে এই দেশের সকল গনমাধ্যম , অনলাইন নিউজ পোর্টাল বন্ধ করে দিতে হবে। উন্মুক্ত অনলাইনের এই যুগে অশ্লীল বিজ্ঞাপন পুরোপুরি রোধ করা কোন সোস্যাল নেটওয়ার্কের পক্ষেই সম্ভব নয়।
আপাতত কাল প্রোফাইল পিক চেঞ্জ করে প্রাথমিকভাবে প্রতিবাদ জানালাম।
৮২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:৪৯
রামন বলেছেন: সামহোয়্যার ব্লগকে পর্ণ সাইটের সাথে তুলনা করা হলে সেটি হবে একটি অপরাধ কারণ এই ব্লগে লক্ষাধিক নারী পুরুষ ব্লগার আছেন যারা কোন অশ্লীলতার সাথে জড়িত নন অথচ এই জঘন্য অপবাদ তাঁদেরও উপর বর্তায়। রাষ্ট্রীয় ক্ষমতা কিছু অর্বাচীনদের হাতে থাকলেই যে সেটার অপব্যবহার করে পাড় পেয়ে যাবে সেটা হতে পারে না। কিছুদিন পূর্বে এক প্রভাবশালী ব্যক্তি এক নারীর প্রতি অশ্লীল কটুক্তি করে তাকে জেলে যেতে হয়েছিল; সমগ্র দেশে তার বিরুদ্ধে মামলা একাধিক মামলা হয়েছিল। তাহলে সামহোয়ারের সকল ব্লগারগন মিলে কেন পারবে না অর্বাচীনদের বিরুদ্ধে মামলা করে উচিত শিক্ষা দিতে। অতীতেও এই ব্লগের সদস্যগণ একত্রিত হয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়েছে, এবারেও সবাইকে এক প্লাটফর্মে এসে ব্লগারদের চরিত্রের উপর মিথ্যা কলঙ্ক চাপিয়ে দেয়ার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
৮৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:৫১
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: ব্লগ বন্ধ করার মতো আত্মঘাতী সিদ্ধান্ত সরকার নিবে না বলেই মনে হয়, আর যদি নেয়ও তা হবে ক্ষণস্থায়ী | কিছু মাথামোটা আর সুযোগসন্ধানী মাঝে মধ্যেই এসব ফালতু পদ্ধক্ষেপ নিয়ে প্রকারন্তরে সরকারকেই বেকায়দায় ফেলে |
৮৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:৩৬
হাইজেনবার্গ ০৬ বলেছেন: ঘণেশতো মনে হচ্ছে উল্টায়া গেছে!সামুরেতো এই ফটকা সরকারের আর দরকার নাই,আপার 'যূথবদ্বতা' লীগ সরকারকে এতো সাপোর্ট দিয়াও 'গলায় টিব ' খাইতাছে। ভাবলে হাসি পায়। সরকারের যত দালাল সামুতে ব্লগিং করে তারা জায়গামত এক্সপ্লেইন করলেইতো হয় যে এটা পর্ন সাইট না।আর যারা সামুরে পর্ণসাইট বলছে তারা কোন এলাকার সূফী?সারা দেশে জোর যার মুল্লুক তার টাইপ রাজত্ব কায়েম করে এখন 'ঝুটা ইলজাম ' দিয়া সামু বন্ধ করলে খারাপ লাগলেও কিছুই করার নাই, মনেমনে হাউয়ার পোলা কয়া গালি দেয়া ছাড়া।
৮৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:০২
ঢাবিয়ান বলেছেন: জাতীয় স্বার্থ’ পরিপন্থী কর্মকাণ্ডের জন্য বাংলা ভাষার প্রথম কমিউনিটি ব্লগ সামহোয়ারইন ব্লগ বন্ধ করে দিয়েছে সরকার। অশ্লীলতা ও জুয়ার বিরুদ্ধে চলমান অভিযানের মধ্যেই ব্লগটি বন্ধ করে তারা। ব্লগের লেখকেরা বলেছেন, অসত্য তথ্যের ভিত্তিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন নেতিবাচক পদক্ষেপ গ্রহণ করায় সচেতন লেখক ও নাগরিক হিসেবে তাঁরা হতবাক।
অশ্লীলতা ও জুয়ার ওয়েবসাইট বন্ধে করতে ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে বা আইআইজিগুলোকে ১৭ ফেব্রুয়ারি একটি তালিকা পাঠায় বিটিআরসি। সেই তালিকাতে সামহোয়ারইন ব্লগের নাম ঢুকিয়ে দেওয়া হয়। ঠিক কী কারণে ব্লগটিকে ব্লক করার সিদ্ধান্ত নেওয়া হলো, সে নিয়ে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ও পুলিশের সাইবার অপরাধ দমন বিভাগ কেউ পরিষ্কারভাবে কিছু বলছে না।
বিটিআরসির জ্যেষ্ঠ সহকারী পরিচালক মো. জাকির হোসেন খাঁন প্রথম আলোকে বলেন, ‘জাতীয় স্বার্থপরিপন্থী কর্মকাণ্ড করার দায়ে ব্লগটি ব্লক করে দেওয়ার নির্দেশনা আসে। তার ভিত্তিতেই টেকনিক্যাল বডি হিসেবে বিটিআরসি তার কাজ করেছে।’ ব্লগটি জাতীয় স্বার্থ পরিপন্থী কী করেছে, জানতে চাইলে তিনি বিস্তারিত কোনো ব্যাখ্যা দেননি। কার নির্দেশে বন্ধ করা হয়েছে জানতে চাইলে বলেন, জাতীয় স্বার্থ যাঁরা দেখে থাকেন তাঁদের নির্দেশে ব্লক করা হয়েছে
৮৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:১৭
ঢাবিয়ান বলেছেন: আজকে প্রথম আলো্তে আসা এই খবর মোতাবেক পর্নসাইট হিসেবে নয় '' জাতীয় স্বার্থপরিপন্থী কর্মকাণ্ড করার দায়ে ব্লগটি ব্লক করে দেওয়ার নির্দেশনা আসে''।
'' জাতীয় স্বার্থ পরিপন্থী'' বিষয়টা নিয়ে আলোচনায় বসা প্রয়োজন। সরকারের সমালোচনা গনতন্ত্রের অন্যতম শর্ত। সেটাকে কোন অবস্থাতেই '' জাতীয় স্বার্থ পরিপন্থী'' কর্মকান্ড বলার সুযোগ নাই। যেহেতু তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয় এই ব্লগ বন্ধ করার উদ্যোগ নিয়েছে সেহেতু তাদেরকেই এর উপযুক্ত ব্যখ্যা দিতে হবে।
টিভির টকশোতে বিষয়টা উত্থাপন করা গেলে ভাল হয়। একটা মিথ্যা দায় কেন এই ব্লগের উপড় চাপানো হবে? এটার জোড়ালো প্রতিবাদ হওয়া প্রয়োজন।
৮৭| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:২৮
দিকশূন্যপুরের অভিযাত্রী বলেছেন: যদিও ব্লগে যোগ দিয়েছি বেশিদিন হয়নি। তার উপর বেশ কদিন ধরে অনুপস্থিত ছিলাম এখানে। কিন্তু ফেসবুকে কোন এক স্ট্যাটাসে যখন পড়লাম সামু নাকি বন্ধ হয়ে যাচ্ছে! ঠিক তখন বুকের ভেতরে কেমন যেন মোচর দিয়ে উঠল! মনেহল মূল্যবান কিছু যেন হারিয়ে যেতে বসেছি! সাথে সাথে লগিন করলাম। কিছুটা স্বস্তিবোধ হচ্ছে এখন। সামুকে আচমকা এভাবে হারানো যেতে দিতে পারেনা। কক্ষোনা না!
৮৮| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:২২
রাকিব আর পি এম সি বলেছেন: একটি গণতান্ত্রিক দেশে সম্পূর্ণ স্বাধীন একটি ব্লগকে কোন ধরনের পূর্ব নোটিশ ছাড়াই পুরোপুরি বন্ধ করে দেয়া কতটা যৌক্তিক!
৮৯| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:১৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: প্রথমেই ঘৃণ্য এই চক্রান্তের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
বিষয়টির সুন্দর সমাধা কল্পে সামু কতৃপক্ষ সকল রকম চেষ্টা চালিয়ে যাচ্ছেন জেনে ভাল লাগছে। আশা করছি বিষয়টার একটা সুন্দর সমাধান হবে।
৯০| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩১
নোটিশবোর্ড বলেছেন: @মারুফ রুসাফী: প্রথম আপনার মন্তব্যটি খুবই দুঃখজনক এবং বর্তমান প্রেক্ষিতে কিছুটা অপ্রাসঙ্গিকও বটে। আমরা আমাদের দায়িত্বশীলতার জায়গাটি পরিষ্কার করতেই এই মন্তব্যটির জবাব দিচ্ছি।
আপনি যে ধরনের পোষ্টের লিংক দিয়েছেন এই ধরনের পোষ্ট দেয়ার মত অসুস্থ এবং অনৈতিক মানসিকতা অনেক মানুষের মধ্যেই দেখা যায়। এই ধরনের অপচেষ্টাকারীদের বিরুদ্ধে স্থানীয় এবং আর্ন্তজাতিক আইন অনুসারে আমাদের একটি শক্তিশালী নীতিমালা রয়েছে যার মাধ্যমে আমরা তাদের বিরুদ্ধে দ্রুততম সময়ে ব্যবস্থা গ্রহন করি। দ্রুততম সময় বলেছি কারন - আমরা মানুষের কথা বলার স্বাধীনতায় বিশ্বাস করি। তাই কেউ পোষ্ট প্রকাশ করার পরই আমরা তা প্রয়োজনে মডারেট করি। কোন মতামত প্রকাশের আগেই তা বন্ধ করি ।
আপনি যে পোষ্টের লিংক দিয়েছেন, সেই পোষ্ট দাতার বিরুদ্ধে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছি যা ঐ লিংকে গেলেই আপনি বুঝতে পারবেন।
সামহোয়্যারইন ব্লগ আপনার আমার সকলের ভালোবাসার জায়গা। আমরা বর্তমানে একটি বিশেষ সময় পার করছি। এই সময়ে আমাদের সকলের উচিত যে কোন বিষয় প্রকাশের আগে তার সম্পর্কে ভালো করে যাচাই করে নেয়া।
ধন্যবাদ।
৯১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩২
নীলপরি বলেছেন: আবার একটু আপডেট দিলে ভালো হয় । চারিদিকে নেগেটিভ শুনে খারাপ লাগছে ।
৯২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:১৫
রাকিব আর পি এম সি বলেছেন: বিকেল থেকে ব্লগে ঢোকা অারো কষ্টকর হয়ে গেছে। সামু কর্তৃপক্ষের প্রতি অামার পূর্ণ অাস্থা রয়েছে। অাশা করি দ্রুতই এই সমস্যার সমাধান হবে।
৯৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৪৩
জহিরুল ইসলাম সেতু বলেছেন: হাসান মাহবুব ভাইয়ের মন্তব্য পড়ে মনে হচ্ছে মোস্তফা জব্বার লঙ্কা গিয়ে রাবণ ভূমিকায় অবতীর্ণ হয়েছেন।
একটা সময়ে মোস্তফা জব্বারের লেখা পড়ে আইসিটির প্রতি অনুরক্ত হয়েছিলাম। তাঁর অনেক লেখাই আমাকে অনুপ্রাণিত করতো। তাঁর প্রতিষ্ঠা্নের শিক্ষার্থী ছিলাম। তাঁর প্রতি আমার যে উচ্চ ধারণা ছিল, সরকারের যেসব শাখায় আইসিটিতে পিছিয়ে আছে, তিনি সেসব শাখায় উন্নয়ন ঘটিয়ে দেশে আইসিটি শিল্পকে একটি আধু্নিক মার্গে নিয়ে যাবেন। সেখানে তিনি তাকে একটা শিল্পে নিচ্ছেন কোন কারণে তা কোন ভাবেই বোধগম্য হচ্ছে না। সেই মোস্তফা জব্বার আর আজকের এই জব্বারের সাথে অনেক পার্থক্য। হীরক রাজার যন্তর মন্তর মেশিনে ঢুকে তাঁর সব বোল আবোল তাবোল হয়ে গেছে।
এখন মনে হচ্ছে তিনি "বাবুরাম সাপুরে"র সেই সাপকেই খুঁজে বেড়াচ্ছেন আইসিটিতে। যে সাপের চোখ নেই, নখ নেই, শিং নেই .....। এই সাপ দিয়ে তিনি আইসিটিকে কতোটা পিছিয়ে নিবেন সেই আশঙ্কায়ই আছি।
সরকারের চামুণ্ডারা ৫৭ ধারার নামে যে কালো আইন প্রবর্তন করেছেন, মোস্তফা জব্বারের উচিত সে আইন রহিতকরণের জন্য প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলকে বুঝিয়ে এ শিল্পে সুন্দর ও স্বাভাবিক ধারার পরিবেশ ৈরির প্রচেষ্টা করে জাতির কাছে বরণীয় হয়ে উঠা।
ধর্মাশ্রয়ী সাম্প্রদায়িক বহু অপকর্মের সাইট রয়েছে নেটে। ওসব আগাছা পরগাছার সাথে সামহয়ার ইন ব্লগকে মিলিয়ে ফেলা কোনভাবেই সুবুদ্ধির কাজ হতে পারে না। যে খর্গ সামহয়ার ইন ব্লগের উপর চালাচ্ছেন, এমন খর্গ চালালে জাতির অভিশাপের চাপে ইতিহাসের আস্তাকুড়ে ঠাই পাবেন এক সময়।
সরকারের সংশ্লিষ্ট সকলের শুভবুদ্ধির উদয় হোক। আইসিটি শিল্প কূপমুণ্ডুকতা মুক্ত হোক।
৯৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৫১
রাজীব নুর বলেছেন: ইস্কাটন এলাকায় সামুতে প্রবেশ করা যায় না।
৯৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:০৬
আখেনাটেন বলেছেন: মাথায় পচন ধরলে হাত-পাগুলো কি আর পচতে বাকি থাকে? এই পচনশীল জাতির সবকিছুতেই যে দুর্গন্ধ বের হবে এটাই ভবিতব্য।
যা অন্যায় তাকে অন্যায় বলতে শেখা একটি বিবেকবান মানুষের নৈতিক দ্বায়িত্ব। কেউ আমরা একটি অন্যায়কে ধন্যবাদ/প্রশ্রয় দিচ্ছি, অন্যটাকে গালাগাল দিচ্ছি।
এই দ্বিচারিতার জন্যই এ দেশে অন্যায়গুলোও ন্যায়ের বোতলে বাজারজাত করা সহজ হয়ে গিয়েছে। আর এতেই কবির ভাষায় সবকিছু 'নষ্টদের অধিকারে' চলে যাচ্ছে। সামু বন্ধের কুশীলবও সিস্টেমের অংশমাত্র।
প্রতিহিংসার কালো ছায়া আমাদের গ্রাস না করুক। শুভবোধের উদয় হোক ক্ষমতাবানদের ও আমাদের।
৯৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৯
খায়রুল আহসান বলেছেন: চমৎকার মন্তব্যের জন্য @সামুপাগলা০৭, বিদ্রোহী ভৃগু, জানা (৬০ ও ৬১ নং দুটোই), দূর্যোধন, সোহানী, উপপাদ্য, ঠাঠা মফিজ, রামন, স্বামী বিশুদ্ধানন্দ, ঢাবিয়ান, নোটিশবোর্ড, জহিরুল ইসলাম সেতু এবং আখেনাটেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।
এমন ন্যক্কারজনক সিদ্ধান্তের হোতারা বাক স্বাধীনতার শত্রু হিসেবে চিহ্নিত এবং দীর্ঘদিন ধরে মুক্ত গণতন্ত্রে বিশ্বাসী আম জনতার কাছে নিন্দিত হয়ে থাকবেন বলে মনে করি।
৯৭| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:১৩
সাদা মনের মানুষ বলেছেন: খুবই কষ্টে ছিলাম, এখনো শংকায় আছি তবে ভালো লাগছে.......আশা করছি সামু নিজের স্বকিয়তা বজায় রেখে এগিয়ে যাবে যুগ যুগ ধরে।
৯৮| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৩৯
আরোগ্য বলেছেন: এভাবেই বাক স্বাধীনতা বন্ধ করা আর শ্বাস রুদ্ধ করে মারা একই কথা। এ কেমন জুলুম। এ থেকে অনতিবিলম্বে নিস্তার চাই।
৯৯| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৪৭
বিদেশ পাগলা বলেছেন: হাসান মাহবুবের ৪৩ নং মন্তব্য ভালো লেগেছে ------তিনি ইন্টারনেট শিশুদের উপযোগী করতে উঠেপড়ে লেগেছেন। তাহলে ইন্টারনেট শুধুমাত্র শিশুরা ব্যবহার করতে পারবে এই মর্মে প্রজ্ঞাপন জারি করলেই তো হয় !
এসব কি হচ্ছে ? এটা কোন ভাবেই গ্রহন যোগ্য নয় ।
হাসান মাহবুবের ৪৩ নং মন্তব্য ভালো লেগেছে ------তিনি ইন্টারনেট শিশুদের উপযোগী করতে উঠেপড়ে লেগেছেন। তাহলে ইন্টারনেট শুধুমাত্র শিশুরা ব্যবহার করতে পারবে এই মর্মে প্রজ্ঞাপন জারি করলেই তো হয় !
এসব কি হচ্ছে ? এটা কোন ভাবেই গ্রহন যোগ্য নয় ।
১০০| ০১ লা মার্চ, ২০১৯ রাত ২:০২
মা.হাসান বলেছেন: ব্লগের লগ সংরক্ষনের বিষয়ে ব্লগের নীতিমাল কি তা সম্মানীয় মডারেটরদের/অ্যাডমিনের কাছে জানতে চাই। কোনো ব্লগার যখন ব্লগে আসেন তখন তার আইপি অ্যাড্রেস কি সংরক্ষন করা হয়? হলে কত দিনের জন্য? আইন-শৃঙ্খলা বাহিনী যদি এই রেকর্ড চায় তবে তা সরবরাহের বিষয়ে ব্লগের নীতিমালা কি?
মডারেটর বা অ্যাডমিনের উপর আস্থা আছে তবে সরকারের ভবিষ্যত পরিকল্পনা আমার কাছে পরিস্কার না। সরকারের নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক না হলে দেশের অভ্যন্তরে ব্লগারদের লগের কোন কপি না রাখার (যদি থাকে ) বিষয়টি বিবেচনার জন্য অনুরোধ করছি।
ধন্যবাদ
১০১| ০১ লা মার্চ, ২০১৯ সকাল ১০:০৮
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
সরকার পরিকল্পিতভাবে সামুকে বন্ধ করেছে কিনা, সেখানে প্রশ্ন আছে।
প্রথমত, তারা কোন সুস্পষ্ট অভিযোগ প্রকাশ করতে পারছে না। অভ্র কোন ইস্যু হতে পারে না। অভ্র'র পক্ষে যাওয়া মানে তো বিজয়ের বিপক্ষে যাওয়া না। সামুতে তো বিজয়ও আছে এবং এটি সবচেয়ে গতিশীল এবং কার্যকর কিবোর্ড।
দ্বিতীয়ত, মোবাইল ফোনের নেটওয়ার্ক ছাড়া সামুতে এক্সেস করা যায়। আমি আজ পর্যন্ত কোন বাধা পাই নি।
ব্লগারদের উচিত হবে তাদের স্টাইলে প্রতিবাদ, হ্যাশট্যাগ ইত্যাদি করে যাওয়া। সোস্যাল মাধ্যমগুলোতে এবিষয়ে আরেকটু বেশি উপস্থিতি দেখানো। অবশ্যই অবজেকটিভ স্টাইলে - ব্যক্তি আক্রমণ কোন কাজে আসবে না।
ব্লগের কর্তৃপক্ষ চেষ্টা করে যাচ্ছে। ফল না পাওয়া পর্যন্ত চেষ্টাটুকু চালিয়ে যেতে হবে।
সামুর জন্য সত্যিই আফসোস হয়।
১০২| ০১ লা মার্চ, ২০১৯ সকাল ১০:৪৮
খায়রুল আহসান বলেছেন: @মাঈনউদ্দিন মইনুল,
"ব্যক্তি আক্রমণ কোন কাজে আসবে না" - ঠিক, আর সেটা করা উচিতও নয়।
আপনার বাকী কথাগুলোও ঠিক।
১০৩| ০১ লা মার্চ, ২০১৯ দুপুর ১২:৩৫
বিজন রয় বলেছেন: অপপপস... অনেক দিন পর সামুতে ঢুকতে পারলাম!!!
সামুকে ফিরিয়ে আনার জন্য অনেক প্লান করছিলাম আমরা।
যাক এখন মনে হয় সেসব প্রয়োজন হবে না।
আবার ব্লগটিকে সচল করে তুলি আসুন।
১০৪| ০১ লা মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:৫৩
নূর আলম হিরণ বলেছেন: সামু ব্যবহার করতে আমার এখন কোন সমস্যা হচ্ছে না, বাকিদের কি অবস্থা?
১০৫| ০২ রা মার্চ, ২০১৯ বিকাল ৩:৩৩
নস্টালজিক বলেছেন: সামুতে লগ ইন করতে পারছি, দেখে ভালো লাগছে। আশা করি কোনো হঠকারী সিদ্ধান্তে দুম করে ব্লগটা বন্ধ হয়ে যাবে না।
১০৬| ০২ রা মার্চ, ২০১৯ বিকাল ৫:০৬
শাহরিয়ার বিন শহীদ বলেছেন: সাইটগুলোর তালিকা কোন ওয়েবসাইটে/লিংকে পাওয়া যাবে?
১০৭| ০৩ রা মার্চ, ২০১৯ রাত ১:২৫
হাসাস হোসেন বলেছেন: খা নোটিস সবার উপরে দেখি সামুতে
১০৮| ০৩ রা মার্চ, ২০১৯ ভোর ৫:২৫
নাহিদ০৯ বলেছেন: সকালে উঠেই দেখি এমনি এমনি ব্লগ এ আসতে পারছি। আর কেউ কি আপডেট জানাতে পারবেন?
আমার তো এখন এখানে থাকতেও ভল্লাগছে, দেখতেও ভল্লাগছে।
১০৯| ০৩ রা মার্চ, ২০১৯ রাত ১০:০৬
তারেক ফাহিম বলেছেন: আমিতো লগইন করতে পারলাম, বাহ কি ভালো লাগছে।
১১০| ০৩ রা মার্চ, ২০১৯ রাত ১০:৩৪
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ফের আমার আইএসপি থেকে লগইন করা যাচ্ছে না। গত দুউ সপ্তাহ কোন সমস্যা হচ্ছিল না। টর ইউজ করতে বাধ্য হলাম।
১১১| ০৫ ই মার্চ, ২০১৯ সকাল ১১:৪৬
গেদা (Geda) বলেছেন:
সামহোয়্যারইন ব্লগ আপনার আমার সকলের ভালোবাসার জায়গা। আমরা বর্তমানে একটি বিশেষ সময় পার করছি। এই সময়ে আমাদের সকলের উচিত যে কোন বিষয় প্রকাশের আগে তার সম্পর্কে ভালো করে যাচাই করে নেয়া
সামু কর্তৃপক্ষ কে-----
অনেক ধন্যবাদ ।
১১২| ০৫ ই মার্চ, ২০১৯ দুপুর ১:৫৫
পদাতিক চৌধুরি বলেছেন: ব্যক্তিগত সীমাবদ্ধতার জন্য পোস্ট দেখা মাত্রই লাইক করে চলে গেছিলাম। ভেবেছিলাম সমস্যাটি হয়তো কয়েক দিনের মধ্যে সমাধান হয়ে যাবে। একটা দেশের অভ্যন্তরীণ ব্যাপারকে সম্মান জানাই। কিন্তু আজ এতদিন পরেও সমস্যা না মেটাতে, আমার সহ-ব্লগারদের সঙ্গে চূড়ান্ত হতাশ। সামুকে উপযুক্ত কারণ দর্শিয়ে কলঙ্কের দায় থেকে মুক্তি দেওয়ার প্রার্থনা করছি। বিদেশের মাটিতে বসে নিরপেক্ষ ভাবে বলছি সামুর মত প্লাটফর্মকে না থাকার জন্য এপার বাংলা রীতিমতো ঈর্ষণীয় । কাজেই সামু শুধু বাংলা ভাষার নয় একটা দেশেরও গর্ব। এহেন সামুকে আবার পূর্বাবস্থায় ফিরিয়ে দিয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে তাকে স্বমহিমায় পুনঃপ্রতিষ্ঠা করা হোক। খুলে দেওয়া হোক সাহিত্যচর্চার আন্তর্জাতিক মঞ্চকেও ।
সকলের মঙ্গল হোক।
১১৩| ০৫ ই মার্চ, ২০১৯ বিকাল ৩:১২
MD_AKASH বলেছেন: ভাই আমি অনেক পুরাতন লেখক। আমার লেখা প্রথম পাতায় আসছে না কেন?
১১৪| ০৫ ই মার্চ, ২০১৯ বিকাল ৪:৫৭
কামরুননাহার কলি বলেছেন: যাগ বাবা মনটা এখন ভালো হলো। কি যে বলবো, জানেন না আপনারা আমার মনটা যে কি অবস্থা হয়েছিলো। আমি যদি সেই রকম বড় মাপের কেউ হতাম তাহলে সাথে সাথে আমার এই প্রিয় ব্লগটি খুলে দিতে বলতাম। ওহ এই ব্লগের কারো সাথে আমার কোন পরিচয় নাই, ফোন নম্বর নাই। কারো কাছে যে একটু জানবো তাও পারছি না। কি ভাবে ব্লক হলো আমাদের পেজটি। এই জন্যই সবার সাথে সবার একটু পরিচয় থাকতে হয়। কোন সমস্যায় পরলে যেনো দূরত্ব জানা যায়।
আমি সেই দিন বাংলানিউজে খবরটা দেখে আরো বেশি মন খারাপ করে ফেলিছি। প্রতিদিন ট্রেই করি দেখি ব্লগপেজটি আবার খুলে দিছে কিনা। তাই আজও প্রতিদিনের মতো খুললাম দেখি খুলে গেছে। তাই আমি তো মহা খুশি। বাপরে বাপ কি সাংঘাতিক কান্ড ঘটালো।
১১৫| ০৫ ই মার্চ, ২০১৯ বিকাল ৫:২৩
আফসানা মারিয়া বলেছেন: জানে পানি আসলো। নিজের চিন্তা-ভাবনা প্রকাশের এবং সাহিত্য চর্চার জন্য এই প্লাটফর্ম সত্যিই অসাধারন। এখানেই সাহিত্যের বিকাশ ঘটুক।
১১৬| ০৫ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:০৫
মেহবুবা বলেছেন: অন্য প্রতিষ্ঠানের পিসি থেকে লিখছি ; নিজেরটা দিয়ে কোনভাবে ঢুকতে পারছি না । এখনো ঠিক হয়নি।
১১৭| ০৬ ই মার্চ, ২০১৯ সকাল ৭:৪৯
রাজীব নুর বলেছেন: শুটিং ক্লাব এবং ইস্কাটন এলাকা থেকে সামু ওপেন হয় না।
১১৮| ০৭ ই মার্চ, ২০১৯ সকাল ১১:৫২
নূর আলম হিরণ বলেছেন: মোবাইল ডাটা দিয়ে প্রবেশ করতে পারছি না।
১১৯| ০৭ ই মার্চ, ২০১৯ বিকাল ৩:৫১
ম্যাড ফর সামু বলেছেন: আমার আইএসপি থেকে আজ দুপুর পর্যন্ত ব্লক ছিলো না কিন্তু এখন পুরোপুরি ব্লক।
ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয় এবং ধন্যবাদ আবারো আমাদের ভাষার অধিকার কেড়ে নেওয়ার জন্য।
১২০| ০৭ ই মার্চ, ২০১৯ বিকাল ৪:৪৭
অপু তানভীর বলেছেন: আজকে পর্যন্ত আমার সামুতে ঢুকতে কোন সমস্যা হয় নি কিন্তু আজকে ঘন্টা খানেক আগে থেকে আর ঢোকা যাচ্ছে না । জীবনে প্রথম বারের মত টর ব্রাউজার ব্যবহার করে সামুতে ঢুকলাম ।
বুঝতে পারছি না কতদিন আর সামু ওপেন থাকবে ! সামুর বড় একটা ট্রাফিক আসে বাংলাদেশ থেকে । যদি ট্রাফিক না থাকে তার মানে হচ্ছে সামুর আয় রোজগার বন্ধ হবে । সামু অথরিটি তখন সামু বন্ধ করে দিবে !
আজ থেকে সামুতে যত লেখা আছে সব অন্য স্থানে সরিয়ে নেওয়া শুরু করতে হবে । সামু বন্ধ হয়ে গেলে অনেক লেখাই হারিয়ে যাবে !
১২১| ০৭ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:০৯
আরজু পনি বলেছেন: আহ শান্তি
প্রিয় ব্লগে আসতে পারলাম।
১২২| ০৭ ই মার্চ, ২০১৯ রাত ৮:০৬
মোটা ফ্রেমের চশমা বলেছেন: এতদিন আমার আইএসপি বন্ধ করেনি, আজকে থেকে আর ঢুকতে পারছি না। ভিপিএন দিয়ে ঢোকা লাগল।
১২৩| ০৯ ই মার্চ, ২০১৯ সকাল ১০:২৩
অতৃপ্তচোখ বলেছেন: আমরা বর্তমানে VPN চেঞ্জ করে সামুতে ঢুকতে পারছি। আমি এবং সকল ব্লগার বৃন্দ জানেন যে সামহোয়্যারইনব্লগ বন্ধ হবে না বা বন্ধ করার মতো ক্ষমতা কেউ রাখেননা, তবে সামান্য সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এই আরকি।
তবে আমাদের ব্লগের যে ক্ষতি হচ্ছে তা হলো সাধারণ পাঠক ভিজিটর সহসা আর আগের মতো তাদের প্রিয় বাংলা ব্লগ সামহোয়্যারইনে ঘুরতে পারছেন না, আমাদের হাজার হাজার রেগুলার পাঠক এই সমস্যা ভোগী, সেজন্য আমাদের মন অনেকটাই খারাপ এবং মন খারাপ থাকাটাই স্বাভাবিক।
এখন আমার ছোট্ট মগজে একটা চিন্তা আসছে যা শেয়ার করতে চাইছি- আমার মনে হয় সামহোয়্যারইনব্লগ'কে পর্ণ সাইটের বদনাম দিয়ে বন্ধ করতে চাইছে কোন একটা স্বার্থবাদী মহল, তারা বাংলা ভাষা ও বাঙালি জাতির শত্রু হিসেবেই মনে হয় আমার কাছে। পর্ণ সাইটের বদনাম নিয়ে দেশের এতবড় একটা প্লাটফর্ম সমস্যার সম্মুখীন তা হয়তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জানেন না। তাই, মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর করার জন্য আমরা ব্লগাররা একদিন সময় করে মানববন্ধনের আয়োজন করতে পারি কিনা ? আমার তো মনে হয় কাউয়াদের ভিড় ডিঙিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের এই সমস্যার কথা পৌঁছানো খুব একটা সহজ হবেনা।
যদি মানববন্ধন বা এইরকম কোন প্রোগ্রাম নিতে হয় তাহলে আগেভাগেই ব্লগে প্রকাশ করার অনুরোধ রইল আমার পক্ষ থেকে।
সকল ব্লগার ও সামহোয়্যারইনব্লগ এর জন্য শুভকামনা রইল।
১২৪| ০৯ ই মার্চ, ২০১৯ সকাল ১১:০৯
ching বলেছেন: ৭ই মার্চ থেকে ভিপিএন দিয়ে ঢুকছি।
১২৫| ০৯ ই মার্চ, ২০১৯ দুপুর ১:৩৩
নূর আলম হিরণ বলেছেন: অনেকের পোস্টে পর্ন ছবি দিয়ে যে কমেন্ট ফ্লাডিং করা হয়েছে আমার মনে হয় সেটাকে তারা হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। এসব কমেন্ট ফ্লাডিং সম্পর্কে তাদের বিস্তারিত বলতে হবে। আর একটা আইডি থেকে যেনো পরপর ৫টা কমেন্ট না করতে পারে সেই ফিচার সামুর আনা উচিত এতে কমেন্ট ফ্লাডিং বন্ধ হবে।
১২৬| ১০ ই মার্চ, ২০১৯ বিকাল ৫:২৯
বোকা পুরুষ বলেছেন: ব্লগে ফ্লাডিং হচ্ছে । আপাতত নতুন ইউজার রেজিঃ বন্ধ করে দিলেউ তে হয় ।
১২৭| ১১ ই মার্চ, ২০১৯ রাত ১২:২৫
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ সামু কর্তৃপক্ষ, ব্লগের সুস্থ এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে গৃহীত পদক্ষেপের জন্য।
হ্যাপী ব্লগিং, হেলদি ব্লগিং।
১২৮| ১৪ ই মার্চ, ২০১৯ সকাল ১০:৩৫
লিংকন১১৫ বলেছেন: বেশ কিছু আইএসপি থেকে হবে না , হবে হচ্ছে সামু কে সব যায়গা থেকে ব্লক করে দেয়া হয়েছে
মডেম দিয়েও আপনি সামু তে যেতে পারবেন না , মানে হচ্ছে আপনি ব্রডব্যান্ড ও মোবাইলে নেট দিয়ে সামু তে যেতে পারছেন না ।
যাইহোক আমাদের সফটওয়্যারের জনক কাক্কু এতো ভণিতা বা নাটক না করলেই পারতো । আসলে মিথ্যা বলতে বলতে যা হয় আর কি
জেসব মানুষ রা ফেসবুক ও গুগল বানিয়েছে তাদের সাথে তো আর কথা চলে না , আরও কতো কিছু বলতে ইচ্ছে করছে বলতা পারলুম না , যদি চোদ্দ ছিকের মাঝে পূরে দেয় ।
১২৯| ১৫ ই মার্চ, ২০১৯ রাত ১:২৯
যবড়জং বলেছেন: বোকা চৌধুরি হয়ে গেলাম , তেলের দাম ফেরত চাই
১৩০| ১৬ ই মার্চ, ২০১৯ রাত ৯:০০
আল-শাহ্রিয়ার বলেছেন: পোষ্টে ছবি যুক্ত করতে পারছি না।
১৩১| ১৯ শে মার্চ, ২০১৯ দুপুর ২:৩৬
মৃবৃটপৃকমজতজসিৃ বলেছেন: ঠবৃসত চগজ ুগ মজেব াগপ টবহু হিডৃু ৃসি হসাগপমৃটহগস. তডডড় হট জড়. টবৃসত চগজ.flower png
১৩২| ২০ শে মার্চ, ২০১৯ বিকাল ৩:০৯
স্বপ্নের আগামী বলেছেন: তৃতীয় মাত্রার আলোচনা শুনলাম। জনা খুব ভালো বলেছেন।
১৩৩| ২০ শে মার্চ, ২০১৯ রাত ৮:৩৫
ঢাবিয়ান বলেছেন: পোস্টে ছবি যোগ করার অপশনটা খুলে দেয়ার অনুরোধ জানালাম কতৃপক্ষের কাছে। ভিডিও অপশন যেহেতু বন্ধ করা হয়নি, তাহলে ছবি অপশন কেন বন্ধ রাখা হবে?
১৩৪| ২৪ শে মার্চ, ২০১৯ রাত ১২:০৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
১৭ মার্চ তারিখে আমার সমস্যা হচ্ছিলো মজিলা ও গুগলক্রম ব্রাউজার দিয়ে সামুতে প্রবেশ করতে।
২২ মার্চ থেকে আামি অপেরা ব্রাউজার ব্যবহার করে সামুতে প্রবেশ ও পোস্ট দিচ্ছি
১৩৫| ২৪ শে মার্চ, ২০১৯ রাত ৮:৫৯
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: তৃতীয় মাত্রায় জানা ম্যাডামের নির্ভীক ও দৃঢ়চেতা বক্তব্যের জন্য তাঁকে অভিনন্দন জানাই।
১৩৬| ২৯ শে মার্চ, ২০১৯ বিকাল ৪:০৫
আবদুর রব শরীফ বলেছেন: অনেক চেষ্টা অনেক দিন পর ওপেরা মিনি ব্রাউজার দিয়ে প্রিয় ব্লগে আসলাম, কত কথা মোর মজা রয়ে গেছে!!! ভালো লাগছে আসতে পেরে প্রিয় ভুবনে.....!
১৩৭| ৩১ শে মার্চ, ২০১৯ ভোর ৬:১৬
সিষ্টেম ইন্জিনিয়ার বলেছেন: যদিও সামুতে নিয়মিত না, তারপরেও অভ্যাসের বসে দৈনিক একবার হলেও ঢু মারি।
যখন ফেসবুক বা অন্যান্য সোস্যাল মিডিয়াতে বাংলা লেখা যেত না বা জনপ্রিয় হয়নি, তখন সামুই আমাদের বাংলা লেখা শিখিয়েছে।
অনলাইনে বাংলাকে করেছে জনপ্রিয়। সামু আমাদের কাছে ছিলো একটা পরিবারের মত।
আমি সামহোয়্যার উপর এই আক্রমনের তিব্র নিন্দা জানাচ্ছি।
সামু আনব্লকের আন্দোলনের পাশাপাশি যারা সামুতে নিয়মিত লিখতে চান তারা নিম্নের পদ্ধতি অবলম্বন করে দেখতে পারেন:
অনেকভাবে একটা সাইট ব্লক করা যায়।
সাধারনত আইএসপিরা তাদের ডিএনএস সার্ভারে আসল আইপি এড্রেস এর বদলে তাদের লোকাল কোন আইপি অ্যাড্রেস দিয়ে দেয়, ফলে আসল সাইটে ঢোকা যায় না। এ থেকে পরিত্রানের উপায় তাদের ডিএনএস ইউজ না করে গুগলের ডিএনএস 8.8.8.8 বা 8.8.4.4 ইউজ করা। তার জন্য নিম্নের পদ্ধতি ফলো করতে হবে :
Go To Control Pannel << Network & Sharing Centre <<
Then Click your Active internet Connection, For my case Ethernet 19, Then below window will appear: (সামুতে ছবি আপলোড করতে পারছি না, আমার ওয়ান ড্রাইভে আপলোড করে লিংক দিলাম)
প্রথম ছবি
Click properties and below window will appear:
২য় ছবি
Then Click Internet protocol version 4 and below window will appear:
৩য় ছবি
Then Click the radio button: Use the following DNS Server address and put IP addresses 8.8.8.8 or 8.8.4.4 according to the following picture:
৪র্থ ছবি
এই পদ্ধতি আমি দেশের বাইরে থাকায় চেক করে দেকতে পারছি না, যদি কাজ করে দয়া করে জানাবেন।
হ্যাপি ব্লগিং, আশা করছি যথাযথ কর্তৃপক্ষ খুব তাড়াতাড়ি সামু আনব্লক করে দেবেন।
১৩৮| ৩১ শে মার্চ, ২০১৯ ভোর ৬:১৮
সিষ্টেম ইন্জিনিয়ার বলেছেন: দেখতে**
১৩৯| ৩১ শে মার্চ, ২০১৯ রাত ১১:২৯
হাসান মাহবুব বলেছেন: আর আপডেট কী?
১৪০| ০৭ ই এপ্রিল, ২০১৯ রাত ৯:৩১
আফসানা মারিয়া বলেছেন: Ami data use kore blog e dhukchi.
১৪১| ০৭ ই এপ্রিল, ২০১৯ রাত ১০:১৩
ফাহিম সাদি বলেছেন: সিষ্টেম ইন্জিনিয়ার ভাই,
কাহিনী DNS দিয়ে করে নি । URL ব্লক করা।
তাই URL এনক্রিপ্ট না করে ব্রাউজ করা যাচ্ছে না ।
১৪২| ০৮ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১:১২
হাফিজ খান বলেছেন: ধানমন্ডি থেকে সামু ব্রাউজ করা যাচ্ছে না। তাই ভিপিএন ইউজ করতে বাধ্য হলাম...!
১৪৩| ১০ ই এপ্রিল, ২০১৯ রাত ২:০৯
অনল চৌধুরী বলেছেন: অবশেষে বিজয় অর্জিত হয়েছে।
১৪৪| ১১ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৩:০৯
নির্বাক কাকতাড়ুয়া বলেছেন: ভিপিএন ব্যবহার করে যে প্রিয় সামুতে ব্রাউজিং করতে হবে এটার মতন কষ্ট,হতাশা,দুঃখ আর কি হতে পারে!!! আরও যে কতকিছু দেখতে হবে...ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাকটিভ করলেও সামুকে ছাড়তে পারিনি অথচ এখানেও তাদের বিরোধীতার চক্ষু নজর! আশা করি খুব তাড়াতাড়ি সামুকে পাবলিকলি খুলে দেয়া হবে ।
১৪৫| ২১ শে এপ্রিল, ২০১৯ সকাল ১১:৪৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: দীর্ঘ দু মাস পর আজ আবার নরমাল ব্রাউজারে সামু ওপেন করতে পারলাম!
ওয়াও!
এত ভাল লাগছে।
অপেরায় সমস্যা করছিল। একটা লিংকে ক্লিক করতেই নরমাল ব্রাউজারে ওপেন হয়ে গেল!
সবাই চেক করে আপডেট জানালে বোঝা যাবে বর্তমান অবস্থা।
১৪৬| ২১ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:৩৩
শিখণ্ডী বলেছেন: অপেরা দিয়ে ভালই চলছিলাম, কিন্তু আজকে একবারও ঢুকতে পারিনি। অবশেষে আবার পেঁয়াজ আলির কাছেই যেতে হল। টর দিয়ে ঢুকলাম।
১৪৭| ২১ শে এপ্রিল, ২০১৯ রাত ১১:২২
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: আজ ২ মাস পর সামুর সাইটে ঢুকতে পারলাম। অনেক ভালো লাগছে
১৪৮| ২২ শে এপ্রিল, ২০১৯ রাত ১:৪৬
সেলিনা জাহান প্রিয়া বলেছেন: কিছুই বুঝতে পারছিলাম - প্রথমে মনে করি হয়ত কোন সমস্যা - বহু দিন সামু তে আসি - কিন্তু ঢাকা উত্তরা তে সামু অন হয় না ।।
১৪৯| ২২ শে এপ্রিল, ২০১৯ সকাল ৯:৩৯
সাইন বোর্ড বলেছেন: আমার বিষয় ভিত্তিক লেখালেখিটাই প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়ে গিয়েছিল, দীর্ঘ দু,মাস পর আজ নরমালি সামুতে ঢুকতে পেরে আমি আপ্লুত, সত্যিই দারুণ লাগছে আমার । সবার জন্য রইল শুভ কামনা ।
১৫০| ২২ শে এপ্রিল, ২০১৯ সকাল ১০:৪২
খায়রুল আহসান বলেছেন: সবাই নির্বিঘ্নে ঢুকতে পারছেন, তার পরেও এই ছুটির দিন সকালে (১০ঃ৪০) মাত্র ১৭ জন ব্লগার অনলাইনে কেন, তা বুঝতেই পারছি না।
১৫১| ২২ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৩:৫১
আলোর_পথিক বলেছেন: কিন্তু এখনও লগইন করতে গেলে প্রায়ই সমস্যা হচ্ছে
১৫২| ২৫ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৫:৫৬
ভুয়া মফিজ বলেছেন:
১৫৩| ২৬ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:৫৪
করুণাধারা বলেছেন:
১৫৪| ০১ লা মে, ২০১৯ সন্ধ্যা ৭:০৬
ফয়সাল রকি বলেছেন: দীর্ঘদিন পর লগিন করতে পেরে খুব ভাল লাগলো।
১৫৫| ০১ লা মে, ২০১৯ রাত ১১:২৩
সাহাবুব আলম বলেছেন: আগে সে আইএসপি থেকে প্রবেশ করা যেত এখন সেটাও বন্ধ
১৫৬| ০২ রা মে, ২০১৯ সকাল ১১:০২
অপু তানভীর বলেছেন: গাইজ, এতোদিন আমি সামুতে ঢুকতে টর ব্রাউজার অথবা প্রক্সি ব্যবহার করছিলাম কিন্তু আজকে সেটা ছাড়াই প্রবেশ করতে পারলাম । সামুকে সরকার আনব্লক করলো ?
১৫৭| ০৩ রা মে, ২০১৯ দুপুর ২:৫৭
শরতের ছবি বলেছেন: আইজ সকালে এই প্রাণপ্রিয়ো ব্লগে ঢুকিতে পারিলাম । এতদিন মনে হইতেছিলো আমি আমার একটি অঙ্গ হারিয়ে ফেলেছি । আইজ তাহা ফিরিয়া পাইলাম । মুঞ্চাইছিলো নাচি < নাচিলামও কেহ দেখিতে পায় নাই !
মুদ্দা কথা হইল ইহাকে পাইলাম । অনেক বড় ব্যাপার । আবার হারাইয়া যাইবে নাতো ! শঙ্কা জাগিতেছে । এখানে কেন বদনজর হইল বুঝিতে পারিলাম না !
ধন্যবাদ জানা আপা এবন তাহার টীমকে যে ইহাকে নিয়া ফাইট করিছেন দেখিয়া । সত্যেরই জন্য হয় হইতে থাকিবে । যদিও মাঝে মেঘের আড়ালে সূর্যের মত সত্য লুকাইয়া যায় । তবে বের হয় ঠিকই ।
১৫৮| ০৩ রা মে, ২০১৯ বিকাল ৩:৪১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কোন্ বিকল্প পথে নয়,
আমরা সহজ ও সরল পন্থায়
সামুতে বিচরণ করতে চাই।
১৫৯| ০৩ রা মে, ২০১৯ বিকাল ৫:৩৫
শরতের ছবি বলেছেন: আইজ সকালে এই প্রাণপ্রিয়ো ব্লগে ঢুকিতে পারিলাম । এতদিন মনে হইতেছিলো আমি আমার একটি অঙ্গ হারিয়ে ফেলেছি । আইজ তাহা ফিরিয়া পাইলাম । মুঞ্চাইছিলো নাচি < নাচিলামও কেহ দেখিতে পায় নাই !
মুদ্দা কথা হইল ইহাকে পাইলাম । অনেক বড় ব্যাপার । আবার হারাইয়া যাইবে নাতো ! শঙ্কা জাগিতেছে । এখানে কেন বদনজর হইল বুঝিতে পারিলাম না !
ধন্যবাদ জানা আপা এবন তাহার টীমকে যে ইহাকে নিয়া ফাইট করিছেন । সত্যেরই জয় হয় এবং হইতে থাকিবে । যদিও মাঝে মাঝে মেঘের আড়ালে সূর্যের মত সত্য লুকাইয়া যায় । তবে বের হয় ঠিকই ।
আমার উপরের মন্তব্য ঘরে কিছু ভুল ছিল । তাই শুদ্ধ করে লিখলাম । লেখক / কতৃপক্ষ উপরের মন্তব্যটি কেটে দিলে ভাল হয় ।
১৬০| ০৩ রা মে, ২০১৯ সন্ধ্যা ৬:৩৮
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: একদিন ব্লগে ঢুকতে গিয়ে দেখি দরজা বন্ধ । ভেতরে কি যেন হয়েছে। এতো মন খারাপ ছিল । পরে ফেসবুক থেকে জানতে পারলাম মিথ্যার বেসাতির শিকার । লিটন ভাই আমাকে অনেক সাহায্য করেছেন যেন ব্লগ লগ ইন করতে পারি । যাইহোক আজকে নিজেকে আবিস্কার করলাম ব্লগে । খুব ভাল লাগছে । অনেক অনেক ধন্যবাদ। যারা পুনরায় ফিরিয়ে আনতে কাজ করেছেন।
১৬১| ০৫ ই মে, ২০১৯ সকাল ১১:৩২
ভাবুক কবি বলেছেন: কতদিন পর আবার ঢুঁ দিলাম। কয়েকদিন ঢুকতে গিয়ে বাধাপ্রাপ্ত হয়ে ইচ্ছেটাই ক্ষীণ হয়েছিলো। আবার এলাম ব্লগের এই আঙিনায়। ভালো থাকুক এ দেশের স্বাধীনতা!
১৬২| ০৫ ই মে, ২০১৯ দুপুর ১:১৭
সোনারবাংলা২০১৯ বলেছেন: ব্লগের মতো অতি সাধারণ বিষয়ে মন্ত্রী মহোদয়রা নজর দিতেছেন ইহা খুব ভালো, পজিটিভ নজর হইলে আরো ভালো লাগিত।
১৬৩| ১২ ই মে, ২০১৯ সকাল ১০:৩১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: এখন আগের মতই স্বাভাবিক মনে হচ্ছে ব্লগকে, প্রায় দশদিন আগেই বুঝতে পেরেছি আমাদের প্রিয় ব্লগ সামহোয়্যারইন মিথ্যার জাল ভেদ করে এসেছে। ভালো লাগলো ব্লগের স্বাভাবিক অবস্থা ফিরে আসা দেখে।
শুভকামনা রইল সবার জন্য।
১৬৪| ১৪ ই মে, ২০১৯ ভোর ৬:২৬
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: অনেক অনেক শুকরিয়া,রমজান মাসের শুকরিয়া
আমার প্রিয় ব্লগে আজ প্রবেশ করতে পারলাম ।
১৬৫| ১৪ ই মে, ২০১৯ বিকাল ৪:০৭
বিড়ি বলেছেন: বিসিএস ক্যাডার দিয়ে যে রাস্ট্র চলে না তার প্রকৃষ্ট প্রমান
১৬৬| ১৭ ই মে, ২০১৯ রাত ১২:৫৪
লোকমান আহম্মদ আপন বলেছেন: জোর করে ক্ষমতায় থেকে নিজেরা ক্রমাগত দেশ বিরোধী ও জন বিরোধী কাজ করে করে দেশকে খাদের কিনারায় নিয়ে এসেছে বলে, তারা এখন সবখানেই সন্দেহ পোষন করে । তাই বলে, দিনকে যে রাত করে ফেলা যায় না, আমাদের প্রিয় ব্লগের সচল হওয়া তার প্রমাণ।
মুক্তবুদ্ধির জয় হোক।
১৬৭| ১৮ ই মে, ২০১৯ দুপুর ১:৪৭
তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: শিশুদের জন্য নিরাপদ ইন্টারনেটের জন্য সামহোয়্যারইন ব্লগ বন্ধ করা হয়েছে অথচ তাদের ধারণা যারা শিশু তারা কেউই সামহোয়্যারইন ব্লগকে অনিরাপদ মনে করে না।
১৬৮| ১৯ শে মে, ২০১৯ রাত ২:১৩
আবু রায়হান ইফাত বলেছেন: ভিপিএন মাধ্যমে আজ প্রবেশ করতে পারলাম
১৬৯| ২৩ শে মে, ২০১৯ বিকাল ৫:৫০
জাহিদ অনিক বলেছেন:
এনি আপডেট!
১৭০| ২৭ শে মে, ২০১৯ বিকাল ৪:৫৩
মাকার মাহিতা বলেছেন: ভিপিএন ছাড়া জনপ্রিয় এই বাংলা ব্লগ অপেন হচ্ছে না। জানি না সরকারের কোন জায়গায় এই ব্লগ ক্ষতি সাধন করলো? বাংলা ভাষা চার্চার এমন একটি জনপ্রিয় ও মুক্ত প্লাটফরম এভাবে বন্ধ করে দেওয়ার আগে একবারও ভাবা হলো না! আমি সত্যিই ব্যাথিত ও মর্মাহত!
আমি সরকারের তথ্য-প্রযুক্তির সংশ্লিষ্ট মন্ত্রনালয় ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট আকুল আবেদন জানাচ্ছি খুব দ্রুত এই ব্লগটি সাধারণ ভাবে চালু করে দেবার জন্য! যাতে বাংলা ভাষাভাষি মানুষ ভাষা চর্চার ক্ষেত্রে আরও সুযোগ লাভ করতে পারে!
১৭১| ১২ ই জুন, ২০১৯ বিকাল ৪:৩৯
রাজীব নুর বলেছেন: সাইট খুলে দিয়ে সরকারের দুঃখ প্রকাশ করা উচিত।
সবচেয়ে বড় কথা দুইটা বড় মিথ্যা অভিযোগ সামুকে দেওয়া হয়েছে। এর জন্য অবশ্যই ক্ষমা চাইতে হবে।
১৭২| ০৩ রা জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:২৪
ঢাবিয়ান বলেছেন: দেশের বাইরে থেকেও গত কয়েকদিন ব্লগে ঢুকতে না পারায় মনে হয়েছিল যে পার্মানেন্টলি বন্ধ করে দেয়া হয়েছে এই ব্লগ। এখন ঢুকতে পেরে খুব ভাল লাগছে। কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না।
১৭৩| ০৭ ই জুলাই, ২০১৯ রাত ১০:০৯
নির্বাসিত কবি বলেছেন: সামু ইদানিং ১৮+ এ্যাড সংযুক্ত করতে শুরু করছে। হয়তো এটাই কারণ বাংলাদেশে সামু কে ব্লক করে দিছে।
১৭৪| ১২ ই জুলাই, ২০১৯ রাত ১২:০৫
অর্থনীতিবিদ বলেছেন: অত্যন্ত জনপ্রিয় এই ব্লগটি বন্ধ করার প্রচেষ্টা চালিয়ে সরকার স্বেচ্ছাচারিতামূলক আচরণের এক অনন্য নজির স্থাপন করলো।
১৭৫| ১৮ ই জুলাই, ২০১৯ রাত ১১:০৭
জাহিদ হাসান বলেছেন: আমি বহু চেষ্টা করেও নতুন পোস্ট করতে পারছি না।
ব্লগ বন্ধ হওয়ার আগে পোস্ট করেছি সমস্যা হয়নি। ব্লগ বন্ধ হওয়ার পরে আজকে আবার ফিরলাম।
এসে নতুন পোস্ট দিতে গেছি দেখি পোস্ট করুন অপসন কোন কাজ করে না। পোস্টটুকু শেষে ড্রাফটেই আছে।
১৭৬| ২১ শে জুলাই, ২০১৯ দুপুর ১২:৪৯
বিজন রয় বলেছেন: ব্লগ বন্ধ হওয়ার পর এই প্রথম সামুতে মন্তব্য করতে পারছি।
সামুর সবকিছু স্বাভাবিক হোক।
১৭৭| ২২ শে জুলাই, ২০১৯ রাত ২:১৭
রণজিত্ কুমার মহন্ত বলেছেন: আমি আজকেও গ্রামীণফোনের ইন্টারনেট দিয়ে ঢুকতে পারছিনা। ভিপিএন দিয়ে ঢুকতে হলো!
১৭৮| ২৮ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:৩৪
হাছিবুল ইসলাম শান্ত বলেছেন: অনেক দিন পর সরাসরি আসতে পারলাম
১৭৯| ২৯ শে জুলাই, ২০১৯ বিকাল ৪:৪২
প্রজ্জলিত মেশকাত বলেছেন: ৪ মাস পর আজ স্বাভাবিকভাবে ঢুকতে পারলাম। বাকস্বাধীনতার উপর এত্ত বড় আঘাত শুধু স্টালিনবাদি সরকারের পক্ষেই সম্ভব।
১৮০| ০২ রা আগস্ট, ২০১৯ বিকাল ৩:৫১
অন্তরা রহমান বলেছেন: ফিডব্যাক ফর্ম ছাড়া অভিযোগ পাঠানোর কোন ইমেইল আই ডি আছে কি? কারো জানা থাকলে এখানে শেয়ার করবেন প্লিজ। আমি কিছুতেই ফিডব্যাক ফর্মের রিক্যাপচা আনতে পারছি না। খুব সম্ভবত ভিপিএন জনিত কারনে। প্লিজ হেল্প। ইটস আর্জেন্ট।
১৮১| ০৬ ই আগস্ট, ২০১৯ সকাল ৯:৫৮
মাকার মাহিতা বলেছেন: সরকারের সাথে লিয়াজো করে সাইট টি ওপেন করা যায় না?
১৮২| ১২ ই আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:০৯
যবড়জং বলেছেন: ভিপিএন দিয়ে ৮/৯ মাস পর আসলাম । ভালোলাগে নারে ভাই
১৮৩| ১৪ ই আগস্ট, ২০১৯ রাত ৮:৪৯
অদৃশ্য প্রতিভা বলেছেন: গণতন্ত্র!!! খুবই দুর্লভ একটা জিনিস এদেশে!!
বাক স্বাধীনতা হারিয়েছি। এখন লেখার!!
ভোট নামক শব্দটি হয়েছে বিলীন।
সেলুকাশ
১৮৪| ২১ শে আগস্ট, ২০১৯ রাত ১২:২১
জাহিদ অনিক বলেছেন: আমি আজকে রাত ১২ টা থেকে আমার ISP থেকে বিনা বিকল্প উপায়ে সামুতে যেতে পারছি।
আমার ISP নাম Inspire Broadband LTD
১৮৫| ২৩ শে আগস্ট, ২০১৯ রাত ১:১৮
Borhan Sorkar বলেছেন: যাক আলহামদুলিল্লাহ, আমরা প্রবাসে থাকায় আমাদের কোনো সমস্যা হচ্ছে না!!
১৮৬| ২৪ শে আগস্ট, ২০১৯ রাত ৯:৫০
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: অনেক দিন পর লগইন করলাম, কোন হইচই নাই। পরিবেশটা অনেক সুন্দর।
১৮৭| ২৭ শে আগস্ট, ২০১৯ সকাল ১০:৫৪
অপু তানভীর বলেছেন: গত দুই দিন থেকে কোন প্রক্সি ছাড়া সামুতে প্রবেশ করতে পারছি !
১৮৮| ৩০ শে আগস্ট, ২০১৯ রাত ১:৪৯
সাব্বির ০০৭ বলেছেন: অনেকদিন পর সামুতে লিখছি। একটা সময়ে এই সামুতে কত লেখা, কত তর্ক-বিতর্ক করেছি, তার ইয়ত্তা নেই। আজ খুব করে সেইসব ভাইদের দেখতে ইচ্ছে করছে, যারা সরকারের গুণকীর্তণে সবসময় ব্যস্ত থাকতেন, যারা সরকারের বাক স্বাধীকারের পক্ষের সরকার বলে মুখের তুবড়ি ছোটাতেন। যাই হোক, এখন আর েসব গায়ে লাগে না। বাঙালীর প্রতিবাদ যেদিন থেকে অফলাইন থেকে অনলাইনে এসেছে, সেইদিন থেকে রক্তের তেজও কেন জানি অনেক কমে গেছে।
১৮৯| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:৪৪
সেতু আমিন বলেছেন: ভিপিএন দিয়ে login করেছি।
১৯০| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৩:৫৮
কবি হাফেজ আহমেদ বলেছেন: প্রবাসে থাকায় প্রতিদিন ব্লগে আসতে তেমন কোনো সমস্যায় পড়তে হয়নি। তবে বিষয়টি মেনে নেওয়া যায় না। সামুর উপর ওদের কালো চোখ আমাকে বারবার স্তব্ধ করেছে।
১৯১| ১০ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:২৩
আফনান আব্দুল্লাহ্ বলেছেন: ভাবছিলাম নিজের নেটওয়ার্কে সমস্যাকিনা! এখন দেখি এই দশা।
১৯২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ২:২৭
শাহজাহান সাঈফ বলেছেন: কি আর কমু!! কষ্টে ভাষা আমার ডিপ ফ্রিজ হইয়া গেছে।
১৯৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:২৬
নূর আলম হিরণ বলেছেন: সামুর মিরর সাইট বানানো যায়না?
১৯৪| ০৫ ই অক্টোবর, ২০১৯ রাত ১২:৩৭
রাকু হাসান বলেছেন:
গলায় কাঁটান নিয়ে আর কত দিন ? কিছু আপডেট থাকলে জানান দয়া করে ।
১৯৫| ১৩ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৩২
রোকনুজ্জামান খান বলেছেন: সামহোয়্যার ইন ব্লগ কারাগরে বন্দী।
১৯৬| ১৭ ই অক্টোবর, ২০১৯ রাত ১২:০৩
রাকু হাসান বলেছেন:
দুই দিন যাবত আমি ভিপিএন ব্যবহার না করেই খুব সহজে ব্লগে প্রবেশ করতে পারছি ।
১৯৭| ২১ শে অক্টোবর, ২০১৯ রাত ১২:০২
অপরিচিতা০০১ বলেছেন: আমি পোস্ট করতে পারছি না।
১৯৮| ২১ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:০৬
অদৃশ্য প্রতিভা বলেছেন: আমি ভিপএন ব্যবহার করে সামুতে প্রবেশ করতে হচ্ছে।
ক্রোম, ফায়ারফক্স, অপেরা কোন একটি দিয়েও সরাসরি প্রবেশাধিকার পাচ্ছিনা।
বাক স্বাধীনতা আজ লুণ্ঠিত
১৯৯| ২৩ শে অক্টোবর, ২০১৯ ভোর ৫:১৪
জোবাইর বলেছেন:
আজ থেকে ৭-৮ বছর আগে বিজয় কীবোর্ড ও অভ্র কীবোর্ড নিয়ে আইনী জটিলতার সময় এই সামু ব্লগে মোস্তফা জব্বারের তথাকথিত কপিরাইট দাবীর বিরুদ্ধে সবাই প্রতিবাদ করেছিল। আমার মনে হয় সেই কারণে মোস্তফা জব্বার ক্ষমতার অপব্যবহার করে সামু ব্লগ ও ব্লগারদের ওপর এখন প্রতিশোধ নিচ্ছে!
ব্লগে বিটিআরসির স্বেচ্ছাচারিতার প্রতিবাদ করে শত শত পোস্ট লিখলেও কোনো কাজ হবে না। এই ওয়েবসাইট ব্লক থাকায় এইসব প্রতিবাদের লেখা আমরা নিজেরা ছাড়া বাহিরের লোক পড়তে পারছে না। এখন আমাদের সবার উচিত নিয়মাতান্ত্রিকভাবে অর্থাৎ স্মারকলিপি প্রদান, মানববন্ধন, বিক্ষোভ, প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ ইত্যাদি পদক্ষেপ নিয়ে এগিয়ে যাওয়া। তাছাড়া প্রয়োজনে আইনের আশ্রয়ও নেওয়া যেতে পারে। সুষ্ঠু ও সংগঠিতভাবে এইসব কর্মতৎপরতা চালানোর জন্য একটি অ্যাকশন কমিটি করা দরকার। এইসব ব্যাপারে যাবতীয় খরচের জন্য একটা ফান্ড করা যেতে পারে। ব্লগারদের একটা বিরাট অংশ প্রবাসী বাঙালি। তাঁরা বিক্ষোভ-মানববন্ধনে সরাসরি অংশগ্রহণ করতে না পারলেও সক্রিয় সমর্থন ও আর্থিক সহযোগিতা করতে পারেন।
সবচেয়ে বড় কথা হলো কার্যকর উদ্যোগ নেওয়ার জন্য এখনই এগিয়ে আসতে হবে। মিডিয়ায় এই ব্যাপারে ব্যাপকভাবে প্রচারণা চালাতে হবে। আমাদের মনে রাখা দরকার শুধু ব্লগে পোস্ট লিখে সব সমস্যার সমাধান হয় না। তাছাড়া প্রকাশ্যে প্রতিবাদ না করে আমরা ব্লগারদের দীর্ঘ নীরবতা ও নিষ্ক্রিয়তার অর্থ অনেকটা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কর্তৃক পর্ণগ্রাফিক এবং জুয়ার সাইট হিসেবে চিহ্নিত করাকে মেনে নেওয়া বা সমর্থন করা।
২০০| ২৩ শে অক্টোবর, ২০১৯ সকাল ৮:৫৮
খায়রুল আহসান বলেছেন: জোবাইর এর বক্তব্য সমর্থন করছি। এখন কালো বেড়ালের গলায় ঘন্টা বাধার লোক খুঁজছি।
২০১| ২৩ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:০৮
জুন বলেছেন: কি ব্যাপার আপনারা অফিসিয়ালি কিছু বলছেন না যে ? আমরা নিজেরাই তো চিল্লাচিল্লি করছি মুক্তির আনন্দে । এখন কি ভিপিএন আনইন্সটল করবো ??? তাড়াতাড়ি জানাইয়েন ।
২০২| ০৮ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২৪
kunal বলেছেন: that was amazing to say that this was amazing by kobita o kahi kobitaokahini
©somewhere in net ltd.
১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩৬
সম্রাট ইজ বেস্ট বলেছেন: সমস্যা কোথাও না কোথাও রয়েই গেছে। কারণ ক্রোম বাউজারে আমি আমার নোটিফিকেশনে ক্লিক করলে নতুন পৃষ্ঠা আর ওপেন হচ্ছে না। সেই পৃষ্ঠার পুরো লিংক কপি করে ফায়ারফক্স দিয়ে ওপেন করা যাচ্ছে।