নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নোটিশবোর্ড

নোটিশবোর্ড

নোটিশবোর্ড

নোটিশবোর্ড

নোটিশবোর্ড › বিস্তারিত পোস্টঃ

অবশেষে মুক্ত হলো সামহোয়্যার ইন ব্লগ: সত্যের জয় হলো...

২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ৩:২৭


প্রিয় ব্লগার,

অবশেষে মুক্ত হলো নির্দোষ সামহোয়্যার ইন ব্লগ: সত্যের জয় হলো

নির্ভেজাল অন্যায় ও গুরুতর মিথ্যে অপবাদ দিয়ে একটি স্বাধীন এবং গণতান্ত্রিক দেশে ইন্টারনেটে বিশ্বের সর্ব প্রথম এবং সর্ববৃহৎ প্ল্যাটফর্ম সামহোয়্যার ইনকে দীর্ঘ আটমাস বন্ধ করে রাখার পর গতকাল মুক্ত করা হয়েছে। বিষয়টি মন্ত্রী নিজেই তাঁর ফেসবুক টাইমলাইনে জানিয়ে নিশ্চিত করেছেন। দীর্ঘদিন পার হলেও এই শুভবোধের জন্যে সকল বাংলা ব্লগারদের পক্ষ থেকে মাননীয় মন্ত্রী মোস্তফা জব্বারকে অভিনন্দন এবং অশেষ ধন্যবাদ।

অভিনন্দন সকল ব্লগার বন্ধুদের। দীর্ঘ আটটি মাসের ঘোর অন্ধকার পেরিয়ে ভোর হলো। সত্যের জয় হলো, শেষ হলো সম্পূর্ন মিথ্যে ও কুৎসিত অপবাদ দিয়ে সামহোয়্যার ইন ব্লগটিকে বন্ধ রেখে গনতন্ত্র এবং বাংলাভাষাভাষি অসংখ্য সুস্থ বুদ্ধির মানুষের অসম্মানের আটটি মাস। সত্যিকার অর্থে ব্লগারা অপমানিত হননি, অপমানের এবং লজ্জার ভার যে আসলে পড়েছে কুৎসা রটনাকারী বা অপবাদকারীর উপরেই সেটা দেশ সহ সারা বিশ্ব জানে। দীর্ঘ সময় লেগে গেলেও নিশ্চিতভাবেই তাঁর অপরাধবোধ হয়েছে, দুঃখবোধ হয়েছে। তাই সত্যের জয় হয়েছে, যা অবশ্যাম্ভাবী- কেবল সে জন্যেই আনন্দিত হবো আমরা।

আমরা আনন্দিত, অবশেষে নিজেদের ঘরে ফিরতে পারার জন্যে। সবার প্রতি আমার অনুরোধ থাকবে, আমরা যেন মাথা উঁচু রেখেই গণতন্ত্রের চর্চা অব্যহত রাখি এবং স্বাধীনতা ভোগ করার নামে অন্যের কষ্টের বা অসম্মানের কারণ হয়ে না উঠি, ভাষার অপমান না করি। জয় হোক প্রিয় মাতৃভূমির, জয় হোক প্রিয় মাতৃভাষার, জয় হোক মানুষের। সবার জন্যে অশেষ ভালবাসা।

সামহোয়্যারইন বন্ধ থাকা প্রসঙ্গে আগের নোটিস বোর্ডের পোস্ট।
বেশ কিছু আইএসপি থেকে সামহোয়্যারইন ব্লগ বন্ধ থাকা প্রসঙ্গে।

সামহোয়্যারইন ব্লগ পুনরায় খুলে দেয়া প্রসঙ্গে সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদ সমুহঃ

যুগান্তর - অবশেষে খুলে দেয়া হল সামহোয়্যার ইন ব্লগ

বাংলা ট্রিবিউন - খুলে দেওয়া হলো সামহোয়্যার ইন ব্লগ
বাংলাদেশ প্রতিদিন - ৮ মাস পর খুলে দেয়া হলো সামহোয়্যারইন ব্লগ
সমকাল - ৮ মাস পর খুলে দেয়া হলো সামহোয়্যার ইন ব্লগ
জাগো নিউজ২৪.কম - অবশেষে খুলে দেয়া হলো সামহোয়্যার ইন ব্লগ
আট মাস পর খুলল সামহোয়্যার ইন ব্লগ
সঠিক সংবাদ - সামহোয়্যার ইন ব্লগ’ খুলে দেওয়া হলেও বন্ধের কারণ অজানা
বাংলানিউজটোয়েন্টিফোর.কম- খুলেছে সামহোয়্যারইনব্লগ
চ্যানেল আই - মুক্ত হলো সামহোয়্যারইন ব্লগ
দৈনিক অধিকার - অবশেষে মুক্ত হলো জনপ্রিয় বাংলা প্লাটফর্ম
ঢাকা ১৮ ডট কম - অবশেষে মুক্ত হলো সামহোয়্যারইন ব্লগ
লাইফ২৪ডট কম - খুলে দেয়া হয়েছে সামহোয়্যার ইন ব্লগ
Somewhere In Blog unblocked after eight months

ডয়চে ভেল - আট মাস পর খুলে দেয়া হলো সামহোয়্যার ইন ব্লগ

মন্তব্য ২৭৪ টি রেটিং +১০৭/-০

মন্তব্য (২৭৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ৩:৩১

নিশাত শাহরিয়ার বলেছেন: ফিরে এসে ভালো লাগছে :)

২৪ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:১৩

নোটিশবোর্ড বলেছেন: ধন্যবাদ আপনাকে। :)

২| ২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ৩:৪৮

অনন্ত৪২ বলেছেন: মন্ত্রী মহোদয় নিজেই ঐ পোস্টে রিপ্লে দিয়েছেন মাথা ব্যথার জন্য কাটা সমাধান নয় :-D এটুকু বুঝতে সময় লেগেছে ৮ মাস।

২৪ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:১৩

নোটিশবোর্ড বলেছেন: সঠিক বিষয়টি অনুধাবন করার জন্য তাঁকে ধন্যবাদ জানাই।

৩| ২৪ শে অক্টোবর, ২০১৯ ভোর ৪:০১

ঠাকুরমাহমুদ বলেছেন:




আমি ব্যাক্তিগতভাবে ধন্যবাদ জানাচ্ছি সামহোয়্যাইন ব্লগ টিমকে। ধন্যবাদ কাল্পনিক ভালোবাসা জাদিদ ভাইকে যিনি অক্লান্ত শ্রম দিয়ে যাচ্ছেন, ধন্যবাদ জানাচ্ছি প্রিয় জানা আপাকে যিনি নিরলস কাজ করে গেছেন সামহোয়্যারইন ব্লগ মুক্তির জন্য। ধন্যবাদ সেই সকল ব্লগারদের যারা অক্লান্ত ব্লগে থেকেছেন এই ব্লগের দুর্দিনেও।




২৪ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:১৪

নোটিশবোর্ড বলেছেন: আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।
কৃতজ্ঞতা জানবেন, শুভ ব্লগিং।

৪| ২৪ শে অক্টোবর, ২০১৯ ভোর ৪:৩৯

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ জনাই সামহোয়্যাইন ব্লগ টিমকে ।
নোটিশ বোর্এডের এই বারতা মনে আরো বেশি প্রফুল্লতা দিয়েছে ।
এই আনন্দটুকুকে সযতনে ধরে রাখতে হবে আমাদের সকল ব্লগারকে ।
সচেতন থাকতে হবে কেও যেন কোন সুযোগ না পায় এর চলার পথকে
বিঘ্নিত করতে । ব্লগীয় নীতিমালা মেনে সকলে লেখালেখি করলে
ব্লগের গৌরব ও মান মর্যাদা আরো বৃদ্ধি পাবে দুর্বার গতিতে ।

২৪ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:১৭

নোটিশবোর্ড বলেছেন: ধন্যবাদ ডঃ আলী। আমরা অত্যন্ত আনন্দিত। সত্যের জয় হয়েছে। মুক্ত হয়েছে নির্দোষ সামহোয়্যারইন ব্লগ।

৫| ২৪ শে অক্টোবর, ২০১৯ ভোর ৪:৪৮

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: আমি ধন্যবাদ জানাই সামুর প্রেমিক প্রেমিকাদের। যাঁরা আশায় বুক বেঁধে অপেক্ষা করছেন যে, সামুর আকাশের কালোমেঘ একদিন কেটে যাবে।

২৪ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:১৮

নোটিশবোর্ড বলেছেন: ধন্যবাদ ব্লগার জুলিয়ান সিদ্দিকী। আন্তরিক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।

৬| ২৪ শে অক্টোবর, ২০১৯ ভোর ৫:০৯

মা.হাসান বলেছেন: টর ভিপিএন এ ভীষণভাবে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। এমনকি এখনো টর দিয়েই লগইন করে আছি । একেবারেই আশা করিনি যে ব্লক উঠে যাবে। একদম শুরু থেকে আপনারা যারা বিষয়টি সমাধানের জন্য লেগেছিলেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

২৪ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:২০

নোটিশবোর্ড বলেছেন: ধন্যবাদ আপনাকে। ব্লগের কঠিন সময়ে আপনি সহ অন্য যারা আমাদের সাথে ছিলেন, তাদের সবাইকে জানাই কৃতজ্ঞতা।

৭| ২৪ শে অক্টোবর, ২০১৯ ভোর ৫:৩৮

ইসিয়াক বলেছেন: আজ মনে খুশির বান ডেকেছে ,
ব্লগে ফুটেছে হাজার ফুল ।
নানা রঙের শোভায় ,
মন বড় আকুল ।। সামুর জয় হোক

২৪ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:২২

নোটিশবোর্ড বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৮| ২৪ শে অক্টোবর, ২০১৯ ভোর ৬:০৭

সোহানাজোহা বলেছেন: সামহোয়্যারইন ব্লগ মুক্ত - মুক্ত আকাশ

২৪ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:২৩

নোটিশবোর্ড বলেছেন: ধন্যবাদ আপনাকে। আপনাদের ছাড়া আমরা অসম্পূর্ণ।

৯| ২৪ শে অক্টোবর, ২০১৯ সকাল ৭:০২

রাফা বলেছেন: ব্লগ কতৃপক্ষ ও সকল ব্লগারকে অভিনন্দন ।

২৪ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:২৩

নোটিশবোর্ড বলেছেন: ধন্যবাদ রাফা আপনাকে :)

১০| ২৪ শে অক্টোবর, ২০১৯ সকাল ৭:০৬

শফিউল আলম চৌধূরী বলেছেন: সবাইকে শুভেচ্ছা! :)

২৪ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:২৪

নোটিশবোর্ড বলেছেন: আপনাকেও শুভেচ্ছা জানাই।

১১| ২৪ শে অক্টোবর, ২০১৯ সকাল ৭:০৬

চাঁদগাজী বলেছেন:



মাত্র ২/১ জন লোক ও একটি বিশাল জাতিকে পেছনে টেনে নিতে পারে, এটা ছিল তার জ্বলন্ত প্রমাণ

২৪ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:২৭

নোটিশবোর্ড বলেছেন: সবচেয়ে বড় কথা, সবাই সত্যি কথাটি বুঝতে সক্ষম হয়েছে, মাথা ব্যাথা হলেই মাথা যে কেটে ফেলতে হয় না, এটা বুঝার জন্য যথাযথ কর্তৃপক্ষকে জানাই ধন্যবাদ এবং শুভেচ্ছা। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আশা করি সহনশীলতা এবং সহব্লগারদের প্রতি সহমর্মিতা এবং দায়িত্ববোধের পরিচয় দিয়ে আমরা সকলে ব্লগীয় আচরন করব।

শুভ ব্লগিং।

১২| ২৪ শে অক্টোবর, ২০১৯ সকাল ৭:৫২

পারভীন রহমান বলেছেন: ভাল লাগছে।

২৪ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:২৮

নোটিশবোর্ড বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

১৩| ২৪ শে অক্টোবর, ২০১৯ সকাল ৮:৫৮

নীল আকাশ বলেছেন: অবশেষে এর শুভ বুদ্ধির উদয় হয়েছে। যাক তাও ভালও।

২৪ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:০৪

নোটিশবোর্ড বলেছেন: ধন্যবাদ আপনাকে।

১৪| ২৪ শে অক্টোবর, ২০১৯ সকাল ৮:৫৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: জানা ম্যাডাম ও জাদিদ ভাইকে (কাল্পনিক ভালোবাসা) অসংখ্য ধন্যবাদ। তাঁরা যেভাবে ব্লগমুক্তির জন্য চেষ্টা করেছেন, তার জন্য কোন প্রশংসাই যথেষ্ট নয়। তাদের মানসিক দৃঢ়তা ও ব্লগের প্রতি ভালোবাসা অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। চ্যানেল আইয়ের তৃতীয় মাত্রায় জানা ম্যাডামের শালীন অথচ দৃঢ় বক্তব্য এখনো আমার চোখের সামনে ভাসছে। অনুষ্ঠানটি আমি সরাসরি টিভিতেই দেখেছিলাম। অপর বক্তার প্রতিটি বক্তব্য যৌক্তিক উত্তরের মাধ্যমে খণ্ডন করে পরিশেষে সামহোয়্যার ইন-এর বিরুদ্ধে উত্থাপিত সকল অভিযোগ মিথ্যা প্রমান করেছিলেন তিনি। আজ এই আনন্দের দিনে জানা ম্যাডাম, জাদিদ ভাই এবং মুক্তিকামী সকল ব্লগার বন্ধুর প্রতি কৃতজ্ঞতা রইল। অভিনন্দন সবাইকে।

২৪ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৫৮

নোটিশবোর্ড বলেছেন: ধন্যবাদ, আপনার এই মুল্যায়নের জন্য। শুভ ব্লগিং!

১৫| ২৪ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:০১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আর একটা কথা। ফেসবুকে 'সামহোয়্যার ইন ব্লগ গ্রুপটি' বহাল থাকুক এই অনুরোধ রইল।

২৪ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:১৩

নোটিশবোর্ড বলেছেন: ধন্যবাদ। এই গ্রুপটি বহাল থাকবে।

১৬| ২৪ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:০৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: প্রথমেই সামু টিম কে ধন্যবাদ জানাই। একটা সুসংবাদ মানুষ কে এককাতারে দাঁড় করিয়ে দিল। শুভ সকাল সামুর মানুষ গুলো।
অনেক দিন পর, আবার চেনা
মুখ বন্ধু কি খবর, মুহুর্ত বলুক।

২৪ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:১৩

নোটিশবোর্ড বলেছেন: ধন্যবাদ আপনাকে। শুভেচ্ছা রইল।

১৭| ২৪ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:১২

রাজীব নুর বলেছেন: এখন মনের আনন্দে হাসি মুখে ব্লগিং করবো।

১৮| ২৪ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:০০

নতুন নকিব বলেছেন:



মুক্তির এই আনন্দক্ষনে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি সামহোয়্যাইন ব্লগ টিমকে। হানাদার পাকিস্তানীদের বিরুদ্ধে দীর্ঘ নয়মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে অর্জিত হয়েছিল আমাদের স্বাধীনতা। প্রিয় ব্লগটিকে মুক্ত করতেও আমাদের দীর্ঘ আট মাসের ধৈর্য্যের পরিক্ষা দিতে হল। আলহামদুলিল্লাহ, আমরা জিতে গেছি। আজ আমরা মুক্ত। এই মুক্তিলাভের মাধ্যমে প্রমান হয়েছে যে, আমাদের নামে যেসব অভিযোগের খড়গ উত্থাপন করা হয়েছিল তা ছিল নিছক অপবাদ।

মাননীয় মন্ত্রী মহোদয়কে অভিনন্দন, 'সামুর বিরুদ্ধে আরোপিত অভিযোগগুলো যে মিথ্যে' -এত দিনে এই সত্যটিকে অনুধাবন করার জন্য। প্রিয় ব্লগটিকে মুক্ত করে দেয়ার জন্য।

হৃদয় নিংড়ানো ধন্যবাদ সম্মানিত মডারেটর মুজাদ্দিদ আল ফাসানি জাদিদ ভাইকে, কাল্পনিক_ভালোবাসা নিকে যিনি লিখে থাকেন এই ব্লগে। ব্লগ মুক্তি আন্দোলনে তার নিরলস এবং সুচিন্তিত কর্মপরিকল্পনা সবিশেষ ভূমিকা রেখেছে।

বিনীত মোবারকবাদ জানাচ্ছি আমাদের সকলের শ্রদ্ধাভাজন মহিয়সী নারী জানা ম্যাডামকে, মূলত: যার গভীর আত্মবিশ্বাস, দূরন্ত সাহস এবং নিরলস প্রচেষ্টায় সুদীর্ঘ আটটি মাসের মাথায় আবার আলোর মুখ দেখতে পেল প্রিয় সামহোয়্যারইন ব্লগ।

অভিনন্দন সেসব লড়াকু কলম সৈনিক ব্লগারদের, কষ্ট দেখে যারা ভেঙ্গে পড়েননি। হতাশার মাঝেও আশার আলো দেখেছেন। বারবার হোচট খাওয়া সত্বেও পিছপা হননি। সামুর কঠিন সময়টিতে সহযাত্রী হয়ে সাথে ছিলেন। ব্লগের দুর্দিনের এই যাত্রীদের দুর্বার সাহসে ভর করে আজ আবারও মুক্ত প্রিয় সামু ব্লগ। ধন্য ধন্য ধন্য।

১৯| ২৪ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:১৬

নতুন নকিব বলেছেন:



মুক্তির আনন্দ ভাগাভাগি করতে আমারও একটি পোস্ট ছিল- মুক্তির আনন্দে উদ্ভাসিত আদিগন্ত চরাচর!

২০| ২৪ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:২০

সাদা মনের মানুষ বলেছেন: ব্লগ কর্তৃপক্ষকে জানাই আন্তরিক মোবারকবাদ।

২১| ২৪ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:৫২

বিজন রয় বলেছেন: খুব ভাল লাগছে।
সবার জন্য শুভকামনা রইল।

২২| ২৪ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:০২

স্নিগ্ধ শোভন বলেছেন:



ধন্যবাদ এবং অভিনন্দন সামহোয়্যাইন ব্লগ টিমকে!

বাংলা ব্লগ মানেই সামহোয়্যাইন ব্লগ।
আশাকরি সকল ব্লগাররা নতুন নতুন কন্টেন্ট দিয়ে এই পুণজন্মে বাংলা ব্লগকে আরো পরিপূর্ণ করবে এবং আবারো মানুষের সকল প্রাপ্য অধিকারের পাশে দাড়াবে।

শুভ ব্লগিং!

২৩| ২৪ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:০৬

পদ্মপুকুর বলেছেন: আসলেই খুব আনন্দ লাগছে আজকে। অভিনন্দন সামু টিমের সবাইকে।

২৪| ২৪ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:২৫

সাইন বোর্ড বলেছেন: সব চেয়ে বড় কথা সামু মুক্তি পেয়েছে, অপরাধী দেরিতে হলেও তার অপরাধ বুঝতে পেরেছে । অভিনন্দন সবাইকে ।

২৫| ২৪ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:২৯

রাতুল রেজা বলেছেন: কত দিন পরে যে লগিন করলাম সামুতে, আহ, শান্তি লাগছে এখন।

২৬| ২৪ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:২৯

তারেক_মাহমুদ বলেছেন: অনেক ভাল লাগলো, সকলের জন্য ভালবাসা।

২৭| ২৪ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:৩১

ধ্রুবক আলো বলেছেন: ধন্যবাদ জনাই সামহোয়্যাইন ব্লগ টিমকে । ধন্যবাদ তাদের সকলকেও যারা সামুকে মুক্ত করার জন্য অক্লান্ত পরিশ্রম করে গেছেন।

নতুন করে অভিনন্দন জানাই সকলকে।

২৮| ২৪ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:৩২

সারিয়া তাসনিম বলেছেন: সামহোয়্যাইন ব্লগ এভাবেই বার, বার সত্য যুদ্ধে জয়ী হবে। বার,বার এবং বার, বার। অভিনন্দন, প্রাণ ঢালা।

২৯| ২৪ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:৩৯

শহিদুল ইসলাম মৃধা বলেছেন: মাননীয় মন্ত্রী জনাব মোস্তফা জব্বার সাহেব আমাদেরকে বাংলা লেখা শিখিয়ে লেখার প্লাটফর্ম রুদ্ধ রেখে তিনি নিজেওকি কষ্ট পাননি? যাক অবশেষে মুক্ত করাতে তাকে অজস্র ধন্যবাদ। সেইসাথে শ্রদ্ধেয়া জানা আপা, জাদিদ ভাই সহ সকল ব্লগারদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যাদের অক্লান্ত প্রচেষ্টা, সমর্থন ও ভালবাসায় সামু মুক্ত হতে পেরেছে।

৩০| ২৪ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:৫১

কথাকথিকেথিকথন বলেছেন: শুভ সংবাদ। আমরা উচ্ছ্বসিত। যারা সংশ্লিষ্ট থেকে সামহ্যোয়ারইন ব্লগকে ফিরিয়ে এনেছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ।

৩১| ২৪ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:০২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


অভিনন্দন, অভিনন্দন!
নাভিশ্বাস দিনগুলোতে এ দিনটির অপেক্ষায় ছিলাম।

বাংলা ভাষায় এতো বড় পাবলিক ব্লগ আরেকটি নেই। আসুন মতপ্রকাশের স্বাধীনতাকে স্বদেশের জন্য দায়িত্বশীল হয়ে ব্যবহার করি।
ব্লগটি ইতিহাস পরিক্রমায় টিকে থাকুক। টিকে থাকুক আমাদের ছোট্ট ছোট্ট সৃষ্টিগুলো।

৩২| ২৪ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:০৯

সাহাদাত উদরাজী বলেছেন: মিথ্যার পরাজয় হবেই!
যারা অসত্য বা মিথ্যা সমর্থন করে মুলত তাদের আনন্দ সাময়িক।

আবার জমে উঠুক!

৩৩| ২৪ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:১৬

শাহিদা খানম তানিয়া বলেছেন: ঠিক যখন আমিও সব সহব্লগারদেরকে সাথে ভাবছি কেড়ে নেয়া অধিকার ছিনিয়ে আনবো ঠিক তখনই আলহামদুলিল্লাহ মুক্ত করা হল প্রান প্রিয় ব্লগটিকে। আমি অবাক হলাম কত তুচ্ছ কারনে ভাষাভাষী চর্চার এমন একটি মাধ্যম বাংলাদেশের সব থেকে বড় ব্লগ সাইট কেমন করে বন্ধ করা হয়েছিল।
আজকে আমাদের অনেক আনন্দের দিন। সত্যের জয় হয়েছে। স্বাধীনতা অর্জনের থেকে রক্ষা করা কঠিন।
আমরা ব্লগাররা যা কিছু করব তা হবে আদর্শিক, সত্য ও সুন্দর। কেউ কোন অন্যায় আঘাত করলে সেটি তবে বুমেরাং হয়ে ফিরে তার দিকেই যাবে। এটাই সত্যের শক্তি। আসুন সচেতন এবং সুস্থ ভাবে ব্লগিং করি।
আল্লাহ আমাদের মঙ্গল করুন। আমীন

শুভ ব্লগিং ❤️

৩৪| ২৪ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:১৮

কামরুননাহার কলি বলেছেন: সত্যের জয় সব সময়েই হয় আর মিথ্যে সব সময় ধ্বংস হয়। এই নিয়ম স্রষ্ঠা পৃথীবি সৃষ্টির শুরু থেকেই করে দিয়েছেন। মাননীয় মন্ত্রী মহোদয়ের মনে হয় একটু মনে হিংসে জন্মছিলো। যাগগে তার প্রতি আমাদের কোন রাগ নেই শত হলেও তিনি একজন সম্মানিত বিজয় বাংলার প্রতিষ্ঠারক।

৩৫| ২৪ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:২৮

প্রামানিক বলেছেন: সামু ব্লগের দুর্দিনে জানা আপা আর জাদিদ ভাই যে ভাবে হাল ধরে রেখেছিলেন তা তুলনাহীন। সামু মুক্তির জন্য যারা যুদ্ধ করেছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই।

৩৬| ২৪ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৫৩

কাওসার চৌধুরী বলেছেন:



মুক্তির সাথে নির্দোষ শব্দটি বেমানান। অপরাধ করলে শাস্তি পেতে হয়, অতপর শাস্তির মেয়াদ শেষে মুক্তি মিলে। কিন্তু সামহোয়্যারইন ব্লগ আর ব্লগারদের কী অপরাধ ছিল তা আমরা জানি না। কেন অন্যায় অভিযোগে ব্লগটি বন্ধ করার পায়তারা হয়েছিল তাও অজানা। তাই দীর্ঘ ৮ মাস পরে স্ব-সম্মানে ফিরে আসাটা মোটেও মুক্তি নয়, এটা বিজয়। হাজার হাজার মুক্তমনা, মুক্ত বুদ্ধির চর্চাকারী লেখক ও পাঠকদের বিজয় এটা। একটি নদীতে বাঁধ দিয়ে যেমন পানি আটকিয়ে রাখা সম্ভব নয় ঠিক তেমনি অন্যায় অভিযোগে কারো মুখ বন্ধ করে রাখা এ যুগে অসম্ভব। এ সত্যটি অনুধাবন করতে দীর্ঘ ৮ মাস লাগলো! দুঃখজনক।

সামহোয়্যারইন, সত্যি বাঁধ ভাঙার আওয়াজ তুলেছে আজ। আজ ব্লগের বিশেষ দিন। দীর্ঘদিনের অপেক্ষা আর অপমানের গ্লানি থেকে ব্লগাররা মুক্তি পেলেন। এটা অর্জন, এটা সন্তুষ্টি। এই "সামহোয়্যারইনব্লগ" কতশত এমনকি হাজারো সৃজনশীল মানুষের জন্ম দিয়েছে। কত গুণী লেখক জন্ম দিয়েছে তার সঠিক হিসাব কারো কাছে হয়তো নেই। বাংলা ভাষার চর্চা, জ্ঞান অর্জন আর মুক্ত চিন্তার বিকাশের জন্য সামুর অবদান অপরিসীম। সামু বেঁচে থাকবে, বাংলা ভাষা যতদিন বাঁচবে।

জানা আপু, জাদিদ ভাই সহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ। ধৈর্য ধরে কঠিন সময়টি অতিক্রম করতে আমাদের সহযোগিতা করেছেন। আসুন সবাই মিলে পোস্ট ও কমেন্টে আরো মনোযোগী হই। ব্যক্তি আক্রমণ নয়, লেখার গঠনমূলক সমালোচনা হোক। বাংলা ভাষা বিশ্বের দরবারে আরো মর্যাদান হোক।

হ্যাপি ব্লগিং................

৩৭| ২৪ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৫৪

গোধুলী বেলা বলেছেন: সময়ের অভাবে ল্যাপটপে বসা হয়না। এত দিন ভিপিএন দিয়ে সামুতে আসতাম। আজ কোন ভিপিএন ছাড়াই মন্তব্য করতে পেরে খুবি ভালো লাগছে।মনে হচ্ছে যেনো জেল খানা থেকে মুক্তিলাভ করলাম।

৩৮| ২৪ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৫৮

আরোগ্য বলেছেন: সামুতে বসন্তের আগমনে চারপাশে ব্লগারদের ফুল ফুটেছে। ভারী সুন্দর লাগছে দেখতে। রাত দেখে করিসনে ভয় আড়ালে তার সূর্য হাসে। সামুর সূর্য সবসময় উদীয়মান থাকুক এই প্রত্যাশা করি। সবাইকে অভিনন্দন জানাই।

৩৯| ২৪ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:০৩

শেরজা তপন বলেছেন: শুভ সংবাদ। জেনে চরম আনন্দিত হলাম!!!

৪০| ২৪ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:৩৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগায় ভরপুর ব্লগ ইয়াহু

৪১| ২৪ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:৩৬

ফয়সাল হুদা বলেছেন: ওয়েলক্যাম ব্যাক প্রিয় সামু.।.।.।.।.।।ওয়েলক্যাম ব্যাক প্রিয় সামু.।.।.।.।.।।

এটা কি সত্যি !!!! :D

৪২| ২৪ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:৪০

পুলক ঢালী বলেছেন: এই নোটিশটি দেখে বিশ্বাস করলাম। গতকাল জানা ম্যাডাম বলেছিলেন নিশ্চিত হতে একটু সময় লাগবে তখন সংশয়ে পড়ে গিয়েছিলাম। আজ নোটিশ দেখে খুব ভাল লাগছে। :D
জানা ম্যাডাম,কাভা ভাই সামু মডু প্যানেল এবং ব্লগারগন যারা এই মিথ্যে অপবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।

(মডু ভাইয়েরা আমনেরা অট্টহাসির ইমো গাপ করে দিয়েছেন কেন? আমনেরা চান না আমরা প্রানখুলে অট্টহাসি দেই ??? ওটা খুব মিস করছি এখন আনন্দে অট্টহাসি দিতে পারলাম না ;) )

৪৩| ২৪ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:৫৯

জাহিদ অনিক বলেছেন: গ্রেট নিউজ
গ্রেট ফিলিংস
গ্রেট জব সামু টিম!


এবার ধীরে ধীরে সামু মোবাইল এপসটা ডেভলপ হয়ে গেলেই সামুকে আর পায় কে! ;)

৪৪| ২৪ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:০৩

হাসান কালবৈশাখী বলেছেন:
খুব ভাল লাগছে আবার সবাইকে দেখে।
এই মুহুর্তে

৭০ জন ব্লগার
৬৬৮ জন ভিজিটর
৪৮৯ জন মোবাইল থেকে

শ।মসীর
সারিয়া তাসনিম
সুখী মানুষ
পদ্ম পুকুর
রেজা ঘটক
শাহাবুিদ্দন শুভ
এ.টি.এম.মোস্তফা কামাল
সাহাদাত উদরাজী
এস.কে.ফয়সাল আলম
হাসান মাহবুব
শেরজা তপন
পাগলাগরু
ফয়সাল রকি
নীলতিমি
সাইফু্ল
লুৎফুরমুকুল
মাহমুদুর রহমান সুজন
রিয়াজওয়ার্ল্ড
রিম সাবরিনা জাহান সরকার
জুন
মোহাম্মদ সাজ্জাদ হোসেন
রাতুল রেজা
হাসান কালবৈশাখী
কাজী ফাতেমা ছবি
ইছমাইল
পুলক ঢালী
স্বপ্নবাজ সৌরভ
দুঃখ হীন পৃথিবী
অদ্বিতীয়া আমি
কাল্পনিক_ভালোবাসা
শরীফ আজাদ
এই সব দিন রাত্রি
ফয়সাল হুদা
ডি মুন
বিচার মানি তালগাছ আমার
ঠাকুরমাহমুদ
শাহ আজিজ
সম্রাট ইজ বেস্ট
দেশ প্রেমিক বাঙালী
রিদওয়ান হাসান
সিদ্দিকী শিপলু
বিজন রয়
চাঁদগাজী
খোলা মনের কথা
গোধুলী বেলা
খায়রুল আহসান
৮৩১আবীর১৯৮৩
শাহিদা খানম তানিয়া
ধ্রুবক আলো
তাওফিকুর রহমান চৌধুরী
মা.হাসান
মোঃ মাইদুল সরকার
ফাহমিদা বারী
সত্যপথিক শাইয়্যান
এ.আর. শ্রাবণ
বোকা পুরুষ
কামরুননাহার কলি
হুয়ায়ুন কবির
তারেক_মাহমুদ
কাওসার চৌধুরী
আরোগ্য
ইসমাঈল আযহার
মনজুর নোমানী
আবদুল্লাহ আফফান
ঘুটুরি
ফকির গরীব উল্লাহ
মোহামমদ কামরুজজামান
সরিতা_০৭
শামীম আহ্‌মেদ
হোসাইন মাহমুদ রিমন

৪৫| ২৪ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:১০

হাসান মাহবুব বলেছেন: এত আনন্দ অনেকদিন লাগে নি! B-))

৪৬| ২৪ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:১৪

রাকু হাসান বলেছেন:

এত দিন যেন গলায় একটা কাঁটা আটকে ছিল । ভালো লাগছে । শক্তিশালী মনে হচ্ছে । ধন্যবাদ সামু কর্তৃপক্ষ ও মন্ত্রী কে অব মুক্ত করে দেওয়ার জন্য ।

৪৭| ২৪ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:১৮

মোঃ মাহমুদুর রহমান বলেছেন: খুবই ভালো লাগছে। আমি খুব বেশি লিখিনা। অল্প কিছু যা লিখি সব সামুতে। খুব মিস করেছি সামুকে।

৪৮| ২৪ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:৫৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: কি আনন্দ !

৪৯| ২৪ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:১৫

বলেছেন: সামু কতৃপক্ষকে ধন্যবাদ -এ কঠিন সময়ে ধৈর্য ধরার জন্য।।
Patience is a virtue --- সেটা আবারো প্রমাণিত।।।


কৃতজ্ঞতা রইলো।।

৫০| ২৪ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:১৭

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: জানা আপা ! আপনাকে স্যালুট। আপনার আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে আমরা আল্লাহর রহমতে আবারো সামু বাড়িতে ফিরে আসতে পেরেছি। অনেক কথা মনের গহীনে জমা পড়ে আছে, অনেক আত্মীয়তল্য ব্লগারদের সাথে কথা বলা বাকী আছে, ঘুরে ফিরে অন্যদের পোস্টে বেড়ানোর বাকি আছে-- আহারে আমার ব্লক বাড়িরে -----খুশি উথলিয়া পরছে আমার মনের আনাচে কোনাচে --- জাদিদ ভাই !! ফেবুতে আপনি আমাদেরকে উৎসাহ যুগিয়েছেন-- আপনাকে জানাই আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা

৫১| ২৪ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:২৫

ঢাবিয়ান বলেছেন:

অনেক অনেক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা ব্লগ কতৃপক্ষের সমীপে।

৫২| ২৪ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৩৭

অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ সামু টিমকে তাদের নিরলস অন্যায়ের সাথে লড়াইটায়।

৫৩| ২৪ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৪৫

নূর আলম হিরণ বলেছেন: ব্লগে ঢুকে প্রতিদিন দেখতাম নোটিশ বোর্ডের সেই স্টিকি পোষ্টে কোন আপডেট আছে কিনা! আজকের নোটিশবোর্ডে যে পোষ্টটি ঝুলছে সেটা এক বিজয়ের, আনন্দের পোষ্ট। ধন্যবাদ সামহোয়্যারইন ব্লগ টিমকে। ধন্যবাদ তাদেরও যারা ভিপিএন দিয়েও ব্লগে ছিলেন এতদিন।

৫৪| ২৪ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৪৫

আখেনাটেন বলেছেন: যাঁরা এত এত মিথ্যা অপবাদের মাঝেও আশাহত হন নি, তাদের সেই দৃঢ়তার প্রতি বিনম্র শ্রদ্ধা।

শুভ হোক-মসৃন হোক সামুর আগামীর পথচলা। জয় বাংলা। জয় সামু।

৫৫| ২৪ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৫৫

লাস্ট সামুরাই বলেছেন: অবশেষে ডিজিটাল সরকারের শুভবুদ্ধির উদয় হয়েছে।

আট মাস অনেক লম্বা সময়। আরও অনেক আগেই খুলে দেয়া উচিত ছিলো সামহোয়্যারইন...ব্লগ। It was sheer injustice to somewhereinblog. শুধুমাত্র একজন মন্ত্রীর ব্যক্তিগত রোষের শিকার হয়ে দেশের সবচেয়ে বড়, প্রায় ১৪ বছরের পুরাতন এবং একমাত্র পাবলিক ব্লগিং প্ল্যাটফর্ম ব্লক থাকা ছিলো খুবই দুঃখজনক। এতে ডিজিটাল সরকারের কর্তাব্যাক্তিদের কি লাভ হয়েছে জানি না, তবে দেশের প্রযুক্তিপ্রেমী জনসাধারণের ক্ষতি হয়েছে বিস্তর। সামহোয়্যারইন...ব্লগ বাংলায় ভাষা চর্চা ও লেখালেখির এক বিশাল জগৎ। ২০০৫ সাল থেকে যখন ওয়েবে বাংলায় লেখালেখি ও বাংলার প্রচলন এত ছিলো না, তখন থেকেই সামহোয়্যারইন...ব্লগ (বাঁধ ভাঙার আওয়াজ) নানা রকম প্রাযুক্তিক ইনোভেশনের মাধ্যমে বাংলা লেখা, কম্পিউটারে বাংলা ইন্সটলেশন ও কনফিগার করা, ইউনিকোডে বাংলা লেখা ও কনভার্ট করা সহজসাধ্য ও সহজলভ্য করার চেষ্টা চালিয়ে গেছে। আপনার নতুন সিস্টেমে বাংলা লেখার সফটওয়্যার না থাকলেও সহজেই সামহোয়্যারইন...ব্লগ এর রাইটিং প্যানেল এ বাংলা লিখে অন্য জায়গায় কপি-পেস্ট করে ব্যবহার করতে পারবেন। ওয়েবে বাংলা লেখার এই টুলটি এখন পর্যন্ত অন্তর্জালের অনেক ওয়েবসাইটই সামহোয়্যারইন...ব্লগ থেকে নিয়ে ব্যবহার করেছে এবং করছে। সকলের সুবিধার্থে এটার ওয়ার্ডপ্রেস প্লাগইন আলাদাভাবে ছাড়া হয়েছিলো।

বাংলায় অনেক ইনোভেশন, সামাজিক আন্দোলন, মানবিক ক্যাম্পেইন, সাহায্যের স্বাক্ষী সামহোয়্যারইন...ব্লগ (বাঁধ ভাঙার আওয়াজ)। ভবিষৎ এ আর কেউ যেনো সমুদ্রের মত বিশাল ও সম্ভাবনাময়, প্রথিতযশা দেশের একমাত্র পাবলিক ব্লগিং প্ল্যাটফর্মকে ব্লক করার মত হঠকারী সিদ্ধান্ত না নিতে পারে তার জন্য সকলের দৃষ্টি আকর্ষণ করছি।

অভিনন্দন, জানা আপু এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ চালিয়ে যাবার জন্য। ব্লগারদের আনন্দ উৎসবের মধ্যমণি আপনি .... :)

৫৬| ২৪ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৫৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ সামু কর্তৃপক্ষ ও মন্ত্রী কে সামুকে অবমুক্ত করে দেওয়ার জন্য ।

৫৭| ২৪ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:০৭

পদাতিক চৌধুরি বলেছেন: দীর্ঘ লড়াইয়ের অবশেষে কর্তৃপক্ষের জয় সুনিশ্চিত হওয়াতে সামু কর্তৃপক্ষকে জানাই হার্দিক অভিনন্দন। সকল শুভানুধ্যায়ীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।

পোস্টে 32 তম লাইক।

৫৮| ২৪ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৩৭

ঠাকুরমাহমুদ বলেছেন:

সামহোয়্যারইন ব্লগের দূত জানা আপাকে জানাই ব্লগ মুক্তির শুভেচ্ছা। জানা আপা আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

৫৯| ২৪ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৪৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: দীর্ঘ আটটি মাস!
টর, ভিপিএন, অপেরা...
আহা কত যুদ্ধ, কত িবড়ম্বনা সেয় সেয় লিগন হয়ে থাকা ...

আর নিত্য আশা এই বুঝি ভোর হয়, এই বুঝি ভোর হয়

অবশেষে হলো ভোর
আলোয় ভেসে গেল চরাচর
খুশীতে সবার চোখে আলোর নাচন
দেখে মুগ্ধ হয় মন রক্তে ওঠে শিহরন :)

দু:সময়ে যারা জোকের মতোন লেগে ছিলেন সকলের প্রতি রইল শ্রদ্ধা আর অসীম ভালবাসা।
আজ এই খুশির ক্ষনে সামুর সকল ভার্চুয়াল যোদ্ধাদের স্মরণ করছি।

৬০| ২৪ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: দারুন ভালো লাগছে । আমিও অত সহজে দমবার পাত্র নই । অন্যায় না করলে কে কি বলে সে বিষয়ে আমি ড্যাম কেয়ার ।

৬১| ২৪ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৫০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ৭৯ জন ব্লগার লগ ইন অবস্থায় কতদিন দেখিনা। ওহ! আগের দিনগুলো ফিরে এসেছে।

৬২| ২৪ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:১৬

জুন বলেছেন: কোনো কোনোদিন যখন তিন চারজন ব্লগারকে দেখতাম লগ ইন অবস্থায় মনটা তখন কুকড়ে যেতো এক অজানা ভয়ে। এই টিম টিম করে জ্বলা প্রদীপটিও কি এক ফুতকারে নিভিয়ে দেবে কেউ ! কাল বুক ভরে মুক্তির স্বাদ নিলাম। ধন্যবাদ সামহোয়্যারইন টিম আমার জীবনকে এত আনন্দমুখর করে তোলার জন্য।

৬৩| ২৪ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৩৯

তানজীর আহমেদ সিয়াম বলেছেন: দুক্ষিত, এখনো ভিপিন ব্যাবহার করছি :(

৬৪| ২৪ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৩৯

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: সামু এগিয়ে যাক আপন গতিতে।

৬৫| ২৪ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৫২

ঘুড্ডির পাইলট বলেছেন: অভিনন্দন প্রিয় সামু ,

৬৬| ২৪ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৫৬

সেজুতি_শিপু বলেছেন: অত্যন্ত সুখের একটি খবর । সামু সমান গতিতে এগিয়ে চলুক। সমৃদ্ধতর হোক। শুভকামনা।

৬৭| ২৪ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:০৬

নোবিতা রিফু বলেছেন: আমার তো মনে হয় ব্লক করে ভুলেই গেছিলো যে ব্লক করছে..সেদিন জানা আপুর পোস্টে ট্যাগ দেখে মনে পড়েছে, একদিনে সমাধান.. B-)

৬৮| ২৪ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:১৫

শুভবাদী রোদ বলেছেন: এই অবমুক্তি আমাদের চিন্তার মুক্তি ঘটাক। নিজের চিন্তার সাথে সাথে অন্যের চিন্তার প্রতিও যেন আমরা আরও সহনশীলতা দেখাই, দেখাতে পারি, সেই কামনা এই অবমুক্তি উপলক্ষে।

৬৯| ২৪ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:৩৬

রমিত রহমান বলেছেন: সত্যের জয় হোক সবসময়। শুভকামনা সামু

৭০| ২৪ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৩৩

মোহাম্মদ গোফরান বলেছেন: আল্লাহ যা করেন ভালোর জন্য করেন।
ব্লগের হিট বেড়ে গেসে।
ব্লগ আগের চেয়েও জমজমা।

৭১| ২৪ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৩

সোহানী বলেছেন: অসম্ভব আনন্দ লাগছে যা। তারপর ব্লগারের ও ভিজিটরের লগইন সংখ্যা দেখে খুব ভালোলাগছে।

৭২| ২৪ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৯

সুনীল সমুদ্র বলেছেন: সামহয়্যারে লেখা হয়না বহুদিন .. । আজ সামহয়্যারের ফিরে আসার আনন্দে লিখে ফেললাম কবিতা - 'তোমার ফিরে আসা'। .. .. অভিনন্দন ও শুভেচ্ছা, যারা সামহয়্যারকে ভালোবেসে দীর্ঘদিন পরে হলেও .. আজ বলা যায়.... প্রায় একযোগে লগ-ইন করেছেন। .... শুভকামনা রইলো আমাদের জানা আপা, কাল্পনিক ভালোবাসা এবং আরও যারা যারা নিবেদিতপ্রাণ হয়ে এই সামহয়্যারইন-কে সতেজ রাখার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন ..... তাদের সবার জন্য ।

৭৩| ২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:১৩

তরুক মকতো বলেছেন: আহা কী আনন্দ আকাশে বাতাসে!!

৭৪| ২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:২২

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ব্লগ মুক্ত হওয়ায় আমরা খুশি


ব্লগ মুক্ত হওয়ায় ব্লগার ও পোস্ট বেড়েছে। মডুদের আরো অ্যাক্টিভ থাকা দরকার। আর ব্লগ সম্পর্কিত কাজের ক্ষেত্রে ব্যক্তিগত আইডি থেকে কমেন্ট না করে ব্লগ কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত আইডি থেকে কমেন্ট করাই বেটার বলে মনে করি।

৭৫| ২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:৩১

মাহমুদুর রহমান সুজন বলেছেন: এমন বার্তায় খুশি যে হতে হয়। যদিও প্রবাস থেকে এতো দিন ব্লগে ছিলাম ভিপিএন জামেলায় আমাকে পায়নি। প্রতিদিনি থেকেছি ব্লগে। যখন দেশে ওরা মু্ক্ত করে দিল তখন আনন্দে নেচে উঠল মন। সত্যের জয় অবধারিত। এখন আমরা সবাই সবার আন্তুরিকতায় সামুকে বাঁচিয়ে রাখব এই প্রত্তয়ে ব্লগিং হউক সুন্দর ও নির্মল।

৭৬| ২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:৪০

পুলক ঢালী বলেছেন: আমার ৪২ নম্বর মন্তব্যের শেষের অংশটুকু প্রত্যাহার করে নিচ্ছি কারন অট্ট হাসির ইমোটি খুঁজে পেয়েছি।
=p~
হ্যাপী ব্লগিং।
আহা কি আনন্দ আজ আকাশে বাতাসে। =p~

৭৭| ২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:৫৯

এস সুলতানা বলেছেন: আমি জানিনা সামু হয়েছিল। তবে সবার কমেন্ট পড়ে বুঝলাম সামুর উপর দিয়ে অনেক বড় ঝড় গেছে।

৭৮| ২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:০১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আহা, স্বাধীনতা কি মধুর শব্দ!

৭৯| ২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:০১

খায়রুল আহসান বলেছেন: সত্যের জয় হলো- সত্যের জয় অনিবার্য!
শেষের কথাগুলো ভাল লিখেছেন।
চমৎকার কিছু মন্তব্য এসেছে- সেগুলোতে 'লাইক'।

৮০| ২৫ শে অক্টোবর, ২০১৯ রাত ১২:১৯

সমূদ্র সফেন বলেছেন: সত্য দিগন্ত উদ্ভাসিত আগুন মাখা তাপস। গভীর রাতের হিংসা আরও উজ্জ্বল করে। জয় সামু ফিরে এসে সস্থি লাগছে।

৮১| ২৫ শে অক্টোবর, ২০১৯ রাত ১:৫৭

সাজিদ উল হক আবির বলেছেন: পুরনো বন্ধুদের মন্তব্য দেখে, এবং ক্রোম থেকে লগ ইন করতে পেরে ভালো লাগছে! ভালোবাসা, সামহয়ারইনব্লগকে।

৮২| ২৫ শে অক্টোবর, ২০১৯ রাত ২:০২

ফারিয়া রিসতা বলেছেন: প্রথম যেদিন ব্লগ চিনেছিলাম, অদ্ভুত এক থ্রিল কাজ করছিল, আজ এতটা সময় পরে ব্লগে ফিরে আসতে পেরে ঠিক সেরকম ই আনন্দ , থ্রিল, এক্সাইটমেন্ট কাজ করছে।
ভাষা সবসময় ই থাকুক উন্মুক্ত ।

৮৩| ২৫ শে অক্টোবর, ২০১৯ ভোর ৪:৩৫

সুলতানা শিরীন সাজি বলেছেন: কিযে আনন্দ।
পাশে আছি সবসময়।

ভালোবাসা সবার জন্য।
হ্যাপি ব্লগিং

৮৪| ২৫ শে অক্টোবর, ২০১৯ ভোর ৫:৫৫

পান্হপাদপ বলেছেন: আনন্দধারা বহিছে ভুবনে ..

৮৫| ২৫ শে অক্টোবর, ২০১৯ সকাল ৮:৪৮

জাহিদ হাসান বলেছেন: আহা কি আনন্দ আকাশে বাতাসে

৮৬| ২৫ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:৫৬

অব্যক্ত কাব্য বলেছেন: আমি মুক্ত,
আমি বাধাহীন এক দূরন্ত ঘোড়সওয়ার।
আমি আজ সমস্ত বাধা চূর্নি
পাড়ি দিবো তিমিরসম পাহাড়!

৮৭| ২৫ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:০০

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: কি যে ভাল লাগছে ।মুক্তির আনন্দের চেয়ে বড় কিছু নেই । অনেক ধন্যবাদ ।

৮৮| ২৫ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:৩৯

মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: আহাম্মকির হাত থেকে সুচিন্তা পরিত্রান পাক।

৮৯| ২৫ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:৪১

অব্যক্ত কাব্য বলেছেন: মুক্তির কবিতা

https://www.somewhereinblog.net/blog/shamimthepoet/30281994

৯০| ২৫ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:৪৩

অব্যক্ত কাব্য বলেছেন: মুক্তির কবিতা: মুক্তি ও উচ্ছ্বাস

৯১| ২৫ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:৫৫

করুণাধারা বলেছেন: মনে হচ্ছে সূর্যের পূর্ণ গ্রহণের পর আবার রোদ ঝলমল দিন শুরু হল! সত্যের জয় অবশ্যম্ভাবী- আরেকবার প্রমাণ হলো। সবার জন্য শুভকামনা।

৯২| ২৫ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৪৪

মাআইপা বলেছেন: ডুবন্ত মানুষ ভেসে উঠলে যেমন নিঃশ্বাস নেয় তেমনি একটা নিঃশ্বাস নিলাম

৯৩| ২৫ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:৩৮

ক্লে ডল বলেছেন: আনন্দ আর আনন্দ!! !:#P

৯৪| ২৫ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:০৮

সন্ধি মুহিদ বলেছেন: আমার ব্লগের নাম টা চেঞ্জ করতে চাচ্ছি। মেইল করেও কোনো জবাব পাই নাই। :)

৯৫| ২৫ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:১৬

তেীহিদুল ইসলাম শওকত বলেছেন: বিশ্বাস হবে কি না জানি না, আমি গতকাল রাতে স্বপ্ন দেখলাম সামু মুক্তি পাইছে। অবচেতন মনে এমনিতে ভিজিট করতে এসে দেখি স্বপ্ন যা দেখছিলাম তা আসলে সত্য।

৯৬| ২৫ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:০৮

আবদুর রব শরীফ বলেছেন: এখনো মোবাইলের ক্রোম দিয়ে,
https://www.somewhereinblog.net/mobile/blog/Abdur_Rob_Sharif

ঢুকতে পারছি না!

তবে,

https://m.somewhereinblog.net/mobile/blog/Abdur_Rob_Sharif

দিয়ে ঢুকা যাচ্ছে!!!

৯৭| ২৫ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৩৩

মোস্তফা সোহেল বলেছেন: সামু আবার আগের রুপে ফিরে আসায় খুব খুশি হয়েছি।

৯৮| ২৫ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৩৪

মনসুর-উল-হাকিম বলেছেন: শান্তি - খুশি - আনন্দ !!

৯৯| ২৫ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:৪৬

নাঈম বলেছেন: যদিও আমি পুরনো ব্লগার এবং নিয়মিত না অনেকবছর ধরে ব্লগে, তারপরও এই অন্যায় সিদ্ধান্তে ব্লগ বন্ধের ঘটনায় খুবই কষ্ট পেয়েছি। ব্লগের শুরুর দিনগুলোতে ২০০৯/১০ সালের দিকের স্মৃতি সবসময়ই মনে পড়ত আর ভাবতাম এটা তো সবসময়ই আমাদের প্রাণের ব্লগ ছিল, কি উদ্ভট আর হাস্যকর কারণে ব্লগটা বন্ধ করে দিল!!! অবশেষে ব্লগ খোলার এই আনন্দময় মূহুর্তে জানা আপুসহ সামহোয়্যার টিমের সবাইকে আর সকল ব্লগারদের অভিনন্দন!!!

শুভ হোক সবার ব্লগ যাত্রা!!! ফিরে আসুক আবার পুরনো সেই সুদিন!!!

১০০| ২৫ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:৫১

রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: আগের মডু ভাইয়েরা কি আছেন নাকি নাই? দয়া কইরা আমাগোরে আর জেনারেল বানাইয়েন্না। দেখছেন তো জেনারেল বানাইলে কেমন লাগে।

১০১| ২৫ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:১০

কিরমানী লিটন বলেছেন: "আজি এ প্রভাতে- রবির কর
কেমনে পষিলো প্রাণের পর,
কেমনি পষিলো গুহার আঁধারে
প্রভাত পাখিরগান....."

বেঁচে থাকুক সামু- মুগ্ধ প্রাণের বীণার ঝংকারে। পাশেই আছি- ভালো মন্দ সকলি মিলাই....."আজি এ প্রভাতে- রবির কর
কেমনে পষিলো প্রাণের পর,
কেমনি পষিলো গুহার আঁধারে
প্রভাত পাখিরগান....."

বেঁচে থাকুক সামু- মুগ্ধ প্রাণের বীণার ঝংকারে। পাশেই আছি- ভালো মন্দ সকলি মিলাই.....

১০২| ২৫ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:২৭

কাজী জুবেরী মোস্তাক বলেছেন: এ বিজয় সত্যের

১০৩| ২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ১২:১০

মোগল সম্রাট বলেছেন: গত আট মসে প্রতি দিন দেখতাম ১২/১৩/১৪ জন ব্লগার অনলাইনে। ভিপিএন দিয়ে কতো কস্ট করে আসতে হতো। ঠাকুর মাহমুদ, গাজী ভাই সহ যে ১০/১২ জন যারা এই আট মাস ব্লগ টাকে সচল রাখছে তাদের কথা সবসময়ই মনে থাকবে আমার।

১০৪| ২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ১২:৫৬

সেলিনা ইসলাম বলেছেন: মুক্তির আনন্দে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও শুভ কামনা। শুভ ব্লগিং...!

১০৫| ২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ১২:৫৮

মোশফেক জামান সফল বলেছেন: অভিনন্দন রইলো

১০৬| ২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ১:১৫

কবি হাফেজ আহমেদ বলেছেন: সত্যের জয় হলো। আজ আমি আনন্দিত ও আপ্লুত। এর চেয়ে বড় সুখবর আর কী হতে পারে!

১০৭| ২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ১:৩৩

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: শুধুই মুক্ত বাতাসে , নির্মল আনন্দ
.......................................................
দেশ আর ভাষার স্বাধীনতার অনুভূতি কি সমার্থক ???

১০৮| ২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ২:৩০

হাবিব ইমরান বলেছেন: যাদের অক্লান্ত পরিশ্রমে মুক্ত হলো খাঁচার পাখিটা, সেসব যোদ্ধাদের প্রতি আন্তরিক ভালোবাসা।
মুক্তির স্বাদ বড়ই তৃপ্তিদায়ক, ভালো লাগছে খুব।

১০৯| ২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ২:৩১

অদ্ভুত_আমি বলেছেন: অবশেষে দমবন্ধ ভাবটা কাটলো । ভিপিএন ব্যবহার করে লগ ইন করতে ভালো লাগে না । দারুন ভালো লাগছে তাই ।

১১০| ২৬ শে অক্টোবর, ২০১৯ সকাল ৮:৩৭

নগরসাধু বলেছেন: মুক্তির এ মহা আ্নন্দঘন ক্ষনে
নব জন্ম লভি এলাম সামু ভুবনে

:)

সকলের ভালবাসায়
ভালবেসে যেতে চাই

১১১| ২৬ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:৩৫

ফয়সাল হুদা বলেছেন: সত্যিই এই প্রিয় ব্লগবসাইটটা ইন্টারনেটে বিশ্বের সর্ব প্রথম এবং সর্ববৃহৎ প্ল্যাটফর্ম!!??

১১২| ২৬ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:১৭

শেখ সাকিবুল ইসলাম বলেছেন: শুভ কামনা সামু

১১৩| ২৬ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৪৮

মাসু্দুল হাসান বলেছেন: আমার এখানে ভিপিএন ছাড়াই ওপেন হইতাছে।
আসলে কয়েকদিন ধরে ভাবতেছিলাম সামহোয়্যারইন ব্লগ কবে নাগাদ চালু হবে।
তারপরে গতকাল টুইটারে দেখলাম চালু হয়েছে।
আগের একাউন্টের অনেককিছু ভুলে গেছি।
তাই আজকে নতুন একাউন্ট ওপেন করলাম।

ভালো লাগলো।
নতুন করে শুরু হোক সবারই পথচলা।

১১৪| ২৬ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:১৬

মুক্তি মণ্ডল বলেছেন: আবার নতুন করে শুরু হোক সবকিছু। শুভকামনা সামহোয়ারকে।

১১৫| ২৬ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:২০

এ এইচ বাকী বলেছেন: খুব ভালো লাগছে । কয়েক মাস পড়তে পারিনি না পড়ার কারনে মনটা খসখস করছিল এখন তা কেটে গেল ।
শুভ কামনা সামু ।

১১৬| ২৬ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:০১

সাহাবুব আলম বলেছেন: শহরের ধুলাবালি থেকে গ্রামে গিয়ে সকালবেলার যে শ্বাস প্রশ্বাসের অনুভূতির মত লাগছে

১১৭| ২৬ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৪০

নাহিদ০৯ বলেছেন: ইসস। কতদিন পরে, দেখা হলো দুজনাতে...
আসলেই মনে হয় কর্তৃপক্ষ ভুলেই গেছিলেন যে এই সাইট ব্লকড হয়ে আছে।

১১৮| ২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:০০

সিরাজুল হক দা রিভিউয়ার বলেছেন: ফেসবুকে অলমোস্ট বোরড হয়ে গেছি। আশা করি আবার মানুষ ব্লগে লেখা শুরু করবে। নতুন পথচলার জন্য রইলো শুভকামনা...

১১৯| ২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:০৩

এ্যাক্সজাবিয়ান বলেছেন: সামু স্বাধীনতার শুভেচ্ছা রলো।

১২০| ২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:৪০

এডওয়ার্ড মায়া বলেছেন: নোটিশবোর্ড এবং মাননীয় মন্ত্রী আব্দুল জব্বারকে ধন্যবাদ

১২১| ২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:৪১

রাকিব আর পি এম সি বলেছেন: ব্লগে ফিরেই এমন একটি নিউজ পাবো তা কল্পনাও করিনি। এই আনন্দ ভাষায় প্রকাশ করার মত নয়। সামুকে তার পুরনো রূপে দেখে সত্যিই খুব খুব খুব ভাল লাগছে। কিছু ব্লগারবৃন্দকে আমি অশেষ কৃতজ্ঞতা জানাতে চাই, ব্লগার @রাজীব নুর, @ইসিয়াক, @ঠাকুর মাহমুদ, @চাঁদগাজী, @নীল আকাশ, @কাজী ফাতেমা ছবি, @আর্কিওপটেরিক্স, @মাহমুদুর রহমান, @হাসান কালবৈশাখী, @নতুন নকিব, @মোহাম্মদ সাজ্জাদ হোসেন, @ল, @খায়রুল আহসান সহ আরো বেশ কিছু ব্লগার যাদেরকে ব্লগের এই দুঃসময়েও নিয়মিত লেখালিখি চালিয়ে যেতে দেখেছি। অশেষ কৃতজ্ঞতা জানাই সামু কর্তৃৃপক্ষকে, অন্যায়ের বিরুদ্ধে লড়াই চালিয়ে বিজয় ছিনিয়ে আনার জন্য। এভাবেই এগিয়ে চলুক আমাদের প্রিয় সামু সকল বাধা পেরিয়ে। অনেক অনেক শুভ কামনা রইলো..

১২২| ২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:২৪

মোঃ ফিরোজ কবির (শান্ত) বলেছেন: বেশ ভালো লিখেছেন। অনেক অনেক ধনবাদ।
আর ব্লগ কাছে পেয়ে অনেক আনন্দ লাগছে মনে।

১২৩| ২৭ শে অক্টোবর, ২০১৯ রাত ২:০২

তেলাপোকা রোমেন বলেছেন: মাননীয় মন্ত্রীর স্ট্যাটাস দেখে বুঝেছিলাম কিছু একটা হবে। পরে আবার ওনার স্ট্যাটাস দেখে বুঝিলাম কিছু একটা আবার হইসে। উনি কিন্তু ব্লগের নামের বানান ভুল লিখেছিলেন

১২৪| ২৭ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:০৯

বিজন রয় বলেছেন: ব্লগাররা এই ব্লগটিকে কত ভালবাসে তা এখানে তাদের কথা পড়লেই বোঝা যায়।
সবাইকে ভাল ব্লগিং করার শুভেচ্ছা রইল।

জয়হোক সামুর।

১২৫| ২৭ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:৩৩

শাকিল ১৭০৫ বলেছেন: কতদিন পর প্রিয় ব্লগে ঢুকতে পারলাম! আহ শান্তি!

১২৬| ২৭ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:৫৩

সাহিনুর বলেছেন: খুবই দারুন খবর এটি শুভকামনা রইলো সবার জন্য

১২৭| ২৭ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৫৫

স্বপ্নবাজ অভি বলেছেন: আলহামদুলিল্লাহ :)
ব্লগ গায়েব হবার আগে আমি গায়েব হয়েছিলাম্‌ ব্লগ ফিরে আসার আনন্দে ফিরে আসতে মন চাচ্ছে। ব্লগিং চলুক :)

১২৮| ২৭ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:৫৭

পার্ভেজ বলেছেন: ভালোবাসা। আগের আইডি স্মৃতিতেও খুইয়েছি। নতুন আইডিতে যুক্ত হতে পেরে নিজেকে জীবন্ত মনে হচ্ছে। এতদিন তবে মৃত হয়ে পড়ে থেকেছি। :)

১২৯| ২৭ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৪৬

জি এইস মেহেদী বলেছেন: ভাবছিলাম আর কখনো সামু কে ফেরত পাবো না ,খুব ভাল লাগছে ।

১৩০| ২৭ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:৫৭

অণুষ বলেছেন: মনে হচ্ছে সস্রাব্দকাল পর হারানো প্রিয়জনকে খুঁজে পেলাম।
প্রিয় মানুষগুলোকে আবার একই প্ল্যাটফর্মে দেখতে পাব। এ আনন্দ সীমাহীন।

১৩১| ২৮ শে অক্টোবর, ২০১৯ রাত ১২:৫২

রোকসানা লেইস বলেছেন: আবার জমবে মেলা লেখায় ব্লগারদের সমাগমে হয়ে উঠবে আনন্দ ভূমি।
যদিও আমার কখনো অসুবিধা হয়নি লগইন করতে। কিন্তু ব্লগারহীন নিরব সামু প্রাণহীন লেগেছে।
কর্তৃপক্ষর ধৈর্য ধরে সমস্যার সমাধান করার প্রশংসা করি। শেষ পর্যন্ত সত্যের জয় হলো।
শুভ ব্লগিং

১৩২| ২৮ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:২৯

নয়ন বিন বাহার বলেছেন: অসাধারণ এক ভাল লাগা কাজ করছে। খুব মিস করছিলাম প্রিয় সামুকে।

১৩৩| ২৮ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:৩২

সায়েমুর রাহমান রাফি বলেছেন: যাক, শুনে খুব ভালো লাগছে...

১৩৪| ২৮ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:৫২

রুহুল আমিন রুশদ বলেছেন: বিভিন্ন বিষয়ে পড়তে / জানতে আপনাদের (সামহোয়্যার ইন ব্লগ) ভান্ডারের তুলনা নেই। গত আট মাস তাই হাড়ে হাড়ে টের পেয়েছি আপনাদের অভাব। তাই আপনাদের ফিরে আসাটা আমার জন্য অনেক আনন্দের। আপনাদের স্বাগত জানাই।

১৩৫| ২৯ শে অক্টোবর, ২০১৯ রাত ১:০৬

প্লাবন২০০৩ বলেছেন: দীর্ঘদিন অপেক্ষার পর অবশেষে আবার ফেরৎ পাওয়া। চরম একটা আনন্দময় পরিস্থিতি।

১৩৬| ২৯ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:২৪

অনিন্দ্য অবনী বলেছেন: সত্যের জয় কঠিন হলেও অজেয় নয় ,,,

১৩৭| ২৯ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:১১

Sujon Mahmud বলেছেন: আহা কি আনন্দ আকাশে বাতাসে :-B ;)

১৩৮| ২৯ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৩১

রক বেনন বলেছেন: আহা!! অবশেষে!! কি শান্তি! কি শান্তি!!

১৩৯| ২৯ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:১৪

মাহমুদুর রহমান বলেছেন: আলহা'মদুলিল্লাহ।সত্যের জয় হবেই।

১৪০| ৩০ শে অক্টোবর, ২০১৯ রাত ২:১৩

চাঙ্কু বলেছেন: চমৎকার একটা সংবাদ!! শুনে খুব ভালো লাগল তবে আপনাদের কথাটাই আবার বলি - সবার প্রতি আমার অনুরোধ থাকবে, আমরা যেন মাথা উঁচু রেখেই গণতন্ত্রের চর্চা অব্যহত রাখি এবং স্বাধীনতা ভোগ করার নামে অন্যের কষ্টের বা অসম্মানের কারণ হয়ে না উঠি।

১৪১| ৩০ শে অক্টোবর, ২০১৯ সকাল ৮:৫৬

দীপঙ্কর বেরা বলেছেন: অবশেষে সত্যের জয়।

১৪২| ৩০ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:১৫

কেমন আছেন বলেছেন: সত্যিই খুব আনন্দের...

১৪৩| ৩০ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:৫৯

রুদ্র আতিক বলেছেন: দৈনিক প্রথম আলো সামু বন্ধের খবর বেশ ঘটা করে প্রচার করেছিল । সামু মুক্ত হবার খবর বুঝি তারা এখনো পায় নি !

১৪৪| ৩০ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:৪৫

আলামিন হোসেন বিডি বলেছেন: অপেক্ষায় ছিলাম..।

১৪৫| ৩০ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:২৮

এ.এস বাশার বলেছেন: অবশেষে বিজয়....ব্লগ হয়ে উঠুক উৎসব মুখর......শুভকামনা সকলের জন্য....

১৪৬| ৩০ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:৫৬

আমি স্বপ্নদ্রষ্টা বলেছেন: আমি ভাল লেখক নই তবে ভাল পাঠক । চাকুরি করি বড় বড় বই পড়তে পারিনা তবে জ্ঞানের/অজানাকে জানার ক্ষুধা তীব্র । সামু সেই ক্ষুধা মিটাত । আট মাস ধরে ক্ষুধার্ত এখন অনেক খুশি মনের খোরাক পাব । সামু পুনরায় চালু হওয়ায় অনেক আনন্দিত।

১৪৭| ৩০ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:৫৮

পৌষ বলেছেন: অবশেষে জয়... অপেক্ষায় ছিলাম এই দিনের। শুভকামনা

১৪৮| ৩০ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:১০

সবুজ প্রিথিবী বলেছেন: সাগর রুনির ব্যানারটি কোথায়?

১৪৯| ৩০ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:৩৭

রণজিত্‍ কুমার মহন্ত বলেছেন: অভিনন্দন সামুকে!

১৫০| ৩১ শে অক্টোবর, ২০১৯ সকাল ৮:৪৫

মোঃ ফখরুল ইসলাম ফখরুল বলেছেন: শুভ কামনা :|

১৫১| ৩১ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:৪৯

সেজুতি_শিপু বলেছেন: অনেক অনেক শুভ কামনা, প্রিয় সাম হয়্যার ইন ব্লগ । ভিপিএন ছাড়াই সামু ওপেন হচ্ছে ! উত্কন্ঠা নিয়ে অপেক্ষায় ছিলাম এই দিনের। সত্যিই খুব আনন্দের, ভালো লাগার বিষয় এটি। .....................মুক্তির আনন্দ !

১৫২| ৩১ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:০২

শাহাদাত নিরব বলেছেন: প্রিয় সামু থেকে কালো ছায়া স্বরে গেছে
আর নয় পিছে ফিরা , এবার হবে জয়ের পালা ।
ধন্যবাদ , যাদের অক্লান্ত পরিশ্রমে সামু আজ মুক্ত ।

১৫৩| ৩১ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:৫৯

নক্ষত্র নীড় বলেছেন: খুব ভালো লাগলো । এই ভালোলাগাটুকু ভালোবাসি ।

১৫৪| ৩১ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:০৪

জানা বলেছেন:
একটা বিষয় এখানেও বলে রাখা দরকার বলে মনে করি:

সম্পূর্ন অন্যায়ভাবে মন্ত্রী কর্তৃক সামহোয়্যার ইন ব্লগের বন্ধের দূর্ভাগ্যজনক সময়টিতে ব্লগাররা যাতে এই গ্রুপে তাঁদের লেখাগুলো পোস্ট করে একে অন্যের সাথে সহজে যুক্ত থাকতে পারেন, গঠনমূলক আলোচনা করতে পারেন এবং ব্লগ সংক্রান্ত যাবতীয় সমস্যগুলো জানাতে পারেন সেই উদ্দেশ্যে জাদীদের একটি আন্তরিক এবং গুরুত্বপূর্ণ উদ্যোগ সামহোয়্যার ইন ব্লগ ফেসবুক গ্রুপ। বিষয়টি সুস্থ ও মুক্তবুদ্ধি চর্চাকারী ব্লগাররা অত্যন্ত আনন্দের সাথে এবং দায়িত্বশীলতার সাথে গ্রহণ করেছেন। সরাসরি সামহোয়্যার ইন ব্লগেই হোক বা সামহোয়্যার ইন ব্লগ কর্তৃপক্ষের সরাসরি সম্পৃক্ততায় যে কোন প্ল্যাট ফর্মের যেকোন গ্রুপে 'সুস্থ ব্লগিং নয়' এমন কোন লেখা, ছবি, ভিডিও বা উপকরণ কেউ পোস্ট করলে নীতিমালা অনুযায়ীই উপযুক্ত ব্যবস্থা নেবো। বিষয়ের গুরুত্ব বিবেচনায় বা প্রয়োজনে যুক্তিসঙ্গতভাবেই স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষাকারীর আওতায় আনতে বাধ্য হবো, যেমনটা আমরা সবসময়ই অনুসরণ করে আসছি। বিষয়টি বিশেষভাবে বিবেচনায় রাখতে প্রিয় ব্লগারদের অনুরোধ জানাচ্ছি। মনে রাখুন, এটি সামাজিক মাধ্যম এবং আমরা মানুষ, সামাজিক জীব। বিকৃত রুচীর স্থান অবশ্যই আস্তাকুঁড়ে।

১৫৫| ৩১ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:১১

ফাহমিদা বারী বলেছেন: খুব খারাপ লাগতো ব্লগ বন্ধ থাকাতে। মনে হতো, কী একটা জায়গা ছিল যেখানে মন খুলে অনেক হাবিজাবি বকে যেতাম। সেটা হারিয়ে গেল।

সামুকে অনেক আপন লাগে এখন।

১৫৬| ০১ লা নভেম্বর, ২০১৯ রাত ৯:২৬

কাশফুল মন (আহমদ) বলেছেন: অভিনন্দন! অনেক দিন ধরে মনের জমানো কথা থমকে আছে

১৫৭| ০১ লা নভেম্বর, ২০১৯ রাত ১০:৪৮

ফারদীন নিশ্চিন্ত বলেছেন: দীর্ঘ আট মাস বন্ধ থাকার পর প্রাণের ব্লগ সামহোয়ারইন ব্লগ খুলে দেওয়া হলো। নির্ভেজাল অন্যায় ও গুরুতর মিথ্যে অপবাদ দিয়ে একটি স্বাধীন এবং গণতান্ত্রিক দেশে ইন্টারনেটে বিশ্বের সর্ব প্রথম এবং সর্ববৃহৎ প্ল্যাটফর্ম সামহোয়্যার ইনকে দীর্ঘ আটমাস বন্ধ করে রাখার পর গতকাল মুক্ত করা হয়েছে। ব্লগের দুর্দিনের দুর্বার সাহসে এগিয়ে চলবে আমাদের প্রাণপ্রিয় ব্লগ।
হ্যাপি ব্লগিং।

১৫৮| ০২ রা নভেম্বর, ২০১৯ সকাল ১০:৩৯

প্রিন্স ঠাকুর বলেছেন: সুন্দরের পূজায় দাঁড়িয়ে সুন্দর, লেগেছে সুন্দর।

সামুকে অভিনন্দন। অশেষ ভালবাসা।

১৫৯| ০২ রা নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৪

রঙিনমানুষ বলেছেন: স্বাগতম। শুভ কামনা সামুর নতুন পথ চলায়।

১৬০| ০৩ রা নভেম্বর, ২০১৯ রাত ১২:০৪

সাংবাদিক জুলহাস বলেছেন: সত্যের জয় হলো না মিথ্যের পরাজয় হলো এটা কোন বড় কথা না। কথা হলো যেখানে আমরা আমাদের স্বাধীন চিন্তা চেতনা নিয়ে লেখা লেখি করি, সেই প্লাটফর্মটা বন্ধ করার কতটুকু যৌক্তিকতা ছিল? সামু চালু হলেও আমার মনে হয় বেশ কিছু শর্ত জুড়ে দিয়েছে! দেখা যাক সামনে কি অপেক্ষা করছে!

১৬১| ০৩ রা নভেম্বর, ২০১৯ রাত ১২:১৯

অসংজ্ঞায়িত নিঝুম বলেছেন: কিন্ত গুগল ক্রম ব্রাউজার দিয়ে এক্সেস করতে পারছিনা। অপেরা মিনি থেকে শুধু পারছি।

১৬২| ০৩ রা নভেম্বর, ২০১৯ রাত ১২:৫০

হাসান৭৮৬ বলেছেন: অসম্ভব ভাল লাগছে,,, সত্য সব সময় সুন্দর। সত্যের জয় হবেই.....

১৬৩| ০৩ রা নভেম্বর, ২০১৯ ভোর ৬:২৬

মাটির-মানুষ বলেছেন: খুশির খবর। শুভ কামনা।

১৬৪| ০৩ রা নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৪২

প্রজ্জলিত মেশকাত বলেছেন: সত্যের জয়। মুক্তির পথের অদম্য সংগ্রামীদের রইল রক্তিম অভিনন্দন।

১৬৫| ০৩ রা নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৪২

জনদরদী বলেছেন: রবি ও এয়ারটেলের নেট ইউজ করে এখনো সাইটে আসা যাচ্ছে না । কর্তৃপক্ষকে এয়ারটেল/রবির সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি ।

১৬৬| ০৪ ঠা নভেম্বর, ২০১৯ রাত ১:২৭

আমার গল্প বলেছেন: পথ চলুক এখন বাধাহী।

১৬৭| ০৪ ঠা নভেম্বর, ২০১৯ রাত ৩:২২

পিয়াস মাহমুদ জিসান বলেছেন: কতো মন্ত্রি, নেতা, আইন কানুন, রাজা প্রধান আসবে যাবে।
এই ব্লগ থাকবে মহাকাল, যতদিন পৃথিবীতে অন্তত একটা মানুষ বেঁচে থাকবে।
জয়বাংলা, বাংলাদেশ চিরজীবী হোক।।

১৬৮| ০৪ ঠা নভেম্বর, ২০১৯ সকাল ১১:০০

ইমরান আশফাক বলেছেন: আমাদের দেশে অযোগ্য ব্যক্তিরা সব গুরুত্বপূর্ন জায়গাগুলিতে বসে রয়েছে।

১৬৯| ০৫ ই নভেম্বর, ২০১৯ রাত ২:৪১

দ্য নিশাচর বলেছেন: অবশেষে!

১৭০| ০৫ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৪:২২

লুৎফুর হুমায়ূন বলেছেন: আলহামদুলিল্লাহ! সত্যের জয় আর অসত্যের ক্ষয় হবেই হবে। শুধু সময়ের অপেক্ষা।

১৭১| ০৫ ই নভেম্বর, ২০১৯ রাত ৮:০০

বলেছেন: আমি তো জানতাম না ! কিন্তু আজকে একটা ফেইসবুকের প্রফাইল চেক করতে গিয়ে ক্লিক করা হলো আমার একটা পোস্ট “ফেবুতে এক অপরিচিতার নারীর সাথে আলাপন” নামক পোস্টের একটি পোষ্ট ফেবুতে ছিল ঐটাতে ক্লিক করতেই দেখি ব্লগে ডুকে গেছে, আর আমার খুসি কে দেখে,, আমার অনেক ভাল্লাগছে , এবং পরে দেখলাম ঐ পোস্টটা । বলতে গেলে লেখালেখি খুব একটা করি না কিন্তু ব্লগে পড়তে ভাল লাগে, এবং এই আনন্দ এখন অনেক গুন বেড়ে গেছে, এই ভেবে যে, দীর্ঘ ৮ মাস পর মুক্তি হলো এই আমার পাঠশালার। শুভ হোক ব্লগের অগ্রযাত্রা।

১৭২| ০৫ ই নভেম্বর, ২০১৯ রাত ৮:৪১

ওবাইদুল্লাহ ওবাইদ বলেছেন: ফিরে আসব সেটা কখনও ভাবিনি। প্রিয় ব্লগ ফেরত পেয়ে আমি আনন্দিত। সত্যের জয় হোক।

১৭৩| ০৬ ই নভেম্বর, ২০১৯ রাত ১২:২০

লভো বলেছেন: স্বাগতম। অশেষ অভিনন্দন। সত্যের জয়

১৭৪| ০৬ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৩৫

সাগর শরীফ বলেছেন: ফিরে পেলাম বলার অধিকার!

১৭৫| ০৬ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৪:২৮

লীনা জািম্বল বলেছেন: শুভকামনা

১৭৬| ০৬ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:০০

কিবরিয়া জাহিদ মামুন বলেছেন: আমি সামু ছাড়া বাংলা লিখতে পারিনা । আমার কি হত নগেন এই সামু বন্ধ হলে । সামু বন্ধ হবার পর এদিক বহু কিছু করে বাংলা লিখতে পারি নাই । কি যে একটা খচখচানি ছিল । আর আটকালেই হয় । সামু বাচুক আমরাও বাচি ।

১৭৭| ০৬ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:২৬

আসাদুজ্জামান জুয়েল বলেছেন: মাঝে মাঝেই ঢু মারতাম প্রিয় ব্লগে। যখন দেখতাম এখনও ব্লক আছে মনটা খারাপ হয়ে যেতো। স্বগতম।

১৭৮| ০৬ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:৫৩

না মানুষী জমিন বলেছেন: অবশেষে ফিরে পেলাম....

১৭৯| ০৬ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:২০

না মানুষী জমিন বলেছেন: অবশেষে ফিরে পেলাম...আনন্দলোকে মমঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর

১৮০| ০৭ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:৩২

মোঃ খুরশীদ আলম বলেছেন: বুক থেকে অনেক কষ্ট সরে গেল যেন।

১৮১| ০৭ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:১৫

রাজিব হোসেন পানি বলেছেন: অনেক ভালো লাগছে, ধন্যবাদ ব্লগের টিমকে...

১৮২| ১০ ই নভেম্বর, ২০১৯ রাত ৮:৩৭

বিএম বরকতউল্লাহ বলেছেন: সত্যের জয় হবেই।

১৮৩| ১১ ই নভেম্বর, ২০১৯ রাত ১২:২৬

সেতু আমিন বলেছেন: ভিপিন ছাড়া লগইন করতে পেরে ভালো লাগছে।

১৮৪| ১১ ই নভেম্বর, ২০১৯ রাত ১২:৫৮

মোঃ মহসিন আলম (রনি) বলেছেন: রবি ইন্টারনেট হতে প্রক্সি ব্যবহার করে কমেন্ট লিখছি। রবিতে এখনো ব্লক?

১৮৫| ১১ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:২৩

কৃষ্ণগহ্বর বলেছেন: Good news.

১৮৬| ১৩ ই নভেম্বর, ২০১৯ ভোর ৬:৪৪

ছেড়া পলিথিন বলেছেন: সত্যের জয় বার বার হয় B-) B-) :#)

১৮৭| ১৫ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:৫৭

আরজু পনি বলেছেন: ভালোবাসা রইলো প্র‌িয় ব্লগের জন্য।

১৮৮| ১৫ ই নভেম্বর, ২০১৯ রাত ৮:০৩

দিব্যেন্দু দ্বীপ বলেছেন: জানতে ইচ্ছে করছে, খুলে দেওয়ার পাশাপাশি কোনো শর্ত দেওয়া হয়েছে কিনা .।

১৮৯| ১৬ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:৩৯

নীল বৃষ্টি(রিপন) বলেছেন: খুশির সংবাদ,প্রিয় ব্লগের সাথে আছি ইনশাআল্লাহ থাকবো।

১৯০| ১৬ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:২৮

মোস্তফা কামাল পলাশ বলেছেন:

অবশেষে রাবণের কবল থেকে সীতা মুক্তি পেলো। অভিনন্দন সামহোয়ারইন ব্লগ।

১৯১| ১৭ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫৬

মানুষ বলেছেন: এ সবই মাননীয় মন্ত্রী মহোদয় কে কাগু ডাকার ফল। :|

১৯২| ১৮ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৯

বনসাই বলেছেন: বরিশালে বেড়াতে এসেছি, আজ জিপি দিয়ে আমি ভি পি এন ছাড়া ঢুকতে পারছি না।

১৯৩| ১৮ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০০

নজসু বলেছেন:




খুব খুশি লাগছে।

১৯৪| ১৯ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:৩৩

নির্বাক কাকতাড়ুয়া বলেছেন: এতদিন পর সামুতে বিনা বাঁধায় ঢুকতে পেরে কি যে আনন্দ লাগছে তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় । সামুতে ভালোবাসি, সামুর সাথে আছি সবসময় । ❤❤

১৯৫| ২০ শে নভেম্বর, ২০১৯ রাত ১২:৪৩

শাওন সাফা বলেছেন: সত্য স্বমহিমায়ই উদ্ভাসিত। এটাই বার বার পরিক্ষিত সত্য।স্যামুও সেই নিদর্শন স্থাপন করেই চলছে।মনডা আজি নাচেরে মুক্ত বিহঙ্গে ময়ুরির মত নাচেরে।।ষড়যন্ত্রকারী নিপাত যাক,সত্যের যাত্রী সবাই ঐক্য গড়ি স্যামুর উজ্জলতা বস্তুনিষ্ঠ ব্লগ লিখি।।

১৯৬| ২০ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৭

মি.সিম্পলম্যান বলেছেন: কই আমি তো এখনো ভিপিএন ছাড়া অ্যাক্সেস করতে পারছিনা।

১৯৭| ২১ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৬

উড়ালপক্ষী বলেছেন: ধন্যবাদ সামুকে।

১৯৮| ২১ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪৯

হায়দার কামরুল বলেছেন: I am very happy to hear that... :#)

১৯৯| ২১ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:১৭

মোঃজাহিদুল ইসলাম সবুজ বলেছেন: মোবাইল নেটে তো এখনও উন্মুক্ত না।

২০০| ২৩ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:১৪

বাংলার ডিলান বলেছেন: আবারো ফিরে এলাম। মুক্তির স্বাদ।

২০১| ২৬ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:০২

সোহান বাশার বলেছেন: অনেক অনেক শুভ কামনা

২০২| ২৬ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:২৯

মনির হোসেন মমি বলেছেন: শুভ কামনা ।
এতো দিনে শুভবুদ্ধি হল!!!

২০৩| ২৮ শে নভেম্বর, ২০১৯ সকাল ৮:১৩

এস সুলতানা বলেছেন: প্রিয় এ্যাডমিন, এক মাস পার হয়ে গেছে ব্লাগার হয়েছি অথচ এখন প্রথম পাতায় লেখা প্রকাশ হচ্ছে না কেন বুঝতে পারছি না।

২০৪| ২৯ শে নভেম্বর, ২০১৯ রাত ১২:২৩

সুমনদেশ বলেছেন: কাগুর কুকর্ম ডাস্টবিনে!

২০৫| ৩০ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৯

করিম রেজা বলেছেন: আলহামদুলিল্লাহ!

২০৬| ০১ লা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:১৮

আলমগীর সরকার লিটন বলেছেন: আবার লেখালেখি শুরু
অনেক অনেক শুভ কামনা রইল

২০৭| ০১ লা ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৪৫

সুমন রহমান বলেছেন: শুভকামনা রইলো

২০৮| ০২ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৫৫

আহমেদ আতিফ আবরার বলেছেন: আশা করব, বানান সম্পর্কে আমরা সচেতন হব।
*সম্পূর্ণ *গণতন্ত্র *বাংলাভাষী

২০৯| ০২ রা ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৫৩

MD Habibur Rahman Habib বলেছেন: অনেক ভালো লাগলো। তবে নাস্তিকতা মুক্ত ব্লগ চাই।

২১০| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:১৩

সাহাদাত উদরাজী বলেছেন: আপনারা এগিয়ে চলেন! সাথে আছি আমরা!

২১১| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ রাত ১১:০৭

ঠ্যঠা মফিজ বলেছেন: আরেকবার প্রমান হলো, সত্যের জয় একদিন না একদিন হয়ই । আমরাও এরকম মুক্তির আশাতেই ছিলাম। ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহাদয়কে আমাদের মুক্ত করে দেয়ার জন্য ।

২১২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ রাত ১২:০৪

মুসাফির নামা বলেছেন: শুনেই ভালো লাগল। সত্যে আর ভালোবাসার জয় অবশ্যম্ভাবী।সামহোয়্যার আরো শক্তিশালী হবে আশা রাখি।

২১৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:০৮

ওবাইদুল্লাহ আহমাদ হুসাইন বলেছেন: সত্যের জয় অবধারিত ও অনিবার্য আর মিথ্যা সর্বদায়ই বিতারিত ও অপমানিত।

২১৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৪৪

শরীফুর রায়হান বলেছেন: শুভকামনা রইলো, পথ চলা হোক আগের মতই

২১৫| ১০ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৩২

এম. ইয়াছিন আলী বলেছেন: বর্তমানে মোবাইল থেকে প্রবেশ করতে পাচ্ছি কিন্তু ল্যাপটপ থেকে VPN ছাড়া প্রবেশ করতে পাচ্ছি না । কেন এই সমস্যা হচ্ছে ?

২১৬| ১০ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৫৬

মাইনুল ইসলাম আলিফ বলেছেন: আলহামদুলিল্লাহ

২১৭| ১২ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১২:২৫

এম. রহমান বলেছেন: অনেকদিন পর নিজের প্রোফাইলে প্রবেশ করতে পেরে আনন্দিত হলাম। সত্যের জয় হয়েছে, অপরাধীরা সারেন্ডার করেছে ১৯৭১ এর ১৬ ডিসেম্বরের মতন।

২১৮| ১৪ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৮:৫৩

শুপ্ত বলেছেন: আলহামদুলিল্লাহ অবশেষে সত্যের জয় হলো। সত্য সমুন্নত থাকুক চিরকাল।

২১৯| ১৪ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৫৫

ঠহড়সডড়ৃদ শৃবৃট বলেছেন: Wow this site somewhere in the blog is really amazing. I am a follower of this website. I have read every articles of this site.
This site provides genuine information. I love this site.
I have also a blog website about themobile price in Nepal. you may check it.

২২০| ১৫ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৩৮

উইলভার বলেছেন: বাঁধ ভাঙ্গার আওয়াজ হৃদয়ে! শুভ কামনা নিরন্তর।

২২১| ১৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৩৮

হূতুম পেঁচা বলেছেন: অবশেষে অনেক প্রতিক্ষার পর আবার ফিরে পেলাম তোমায়।

২২২| ১৯ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৩

ছোট সাহেব বলেছেন: শুকরিয়া।
আলহামদুলিল্লাহ্

২২৩| ২১ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১:০৫

ফেরদৌস মাহমুদ বলেছেন: জয় হোক বাংলা ভাষার। শুভ কামনা

২২৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৩৬

নিয়াজ সুমন বলেছেন: অসম্ভব ভালো লাগলো

২২৫| ২৪ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৪৫

ঠহড়সডড়ৃদ শৃবৃট বলেছেন: thank you so much for this amazing post. Keep it up. I got some good infos from here. Keep updationg and best of luck for future. I have also a site that gives you free gift. Please visit: giftcardpack

২২৬| ২৪ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:০০

আজাদ আল্-আমীন বলেছেন: জিপি দিয়ে প্রবেশ করা যাচ্ছে না। প্রক্সি দিয়ে আসতে হল

২২৭| ২৫ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৩৪

আরিফ ই্সলাম বলেছেন: lrbinventiveit

২২৮| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৫৬

এইচএম ফারুক আহমেদ বলেছেন: সত্যের জয় সবসময়

২২৯| ৩১ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৩৯

ইফতি সৌরভ বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা। মোবাইল থেকে Log In করতে এখনো আমার VPN Connect করতে হয় । স্বাভাবিকভাবে Google Chrome দিয়ে page open হয় না। আশা করি সমাধান পাব।
সত্যের জয় হোক

২৩০| ৩১ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:১৭

জহির আসাদ বলেছেন: সত্যের জয় হবেই। অনেকদিন পর অনেক কাজের ব্যস্ততায় ব্লগে আসতে পারিনাই ঠিকই। তবে ব্লগ এর জন্য মনটা নিরবে শুধু ব্যাথাই করতো। হাফ ছেরে বাঁচলাম। ধন্যবাদ মন্ত্রী মহোদয় ও আনন্দিত। সকল ব্লগারকে আবার সক্রিয় পাবো এই আশায় অনেক আনন্দিত।

২৩১| ২৩ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৫২

এম ডি মুসা বলেছেন: vpn ছাড়া প্রবেশ করা যায় না কেনো

২৩২| ১০ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:৫৫

শরীফ আজিম বলেছেন: ভালোবাসা রইলো প্র‌িয় ব্লগের জন্য।

২৩৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:০২

শামস্ সাকী বলেছেন: চুরি করে পড়ার মধ্যে একটা আনন্দ আছে। বন্ধথাকা অবস্থায় ভিপিএন ব্যবহার করে যখন ঢুকতাম, আমার কিন্তু বেশ আনন্দ হতো।
একটা নষ্টালজিয়া ঘিরে ধরত। যেন ছোটবেলায় নিষিদ্ধ বই (মানে বড়দের বই) লুকিয়ে পড়ার সময় এমন রোমাঞ্চিত হতাম, কিন্তু
ব্লগে ভিপিএন ব্যবহার করার সময় যেন আরো রোমাঞ্চকর শিহরন ছিলো। যা হোক খুলে দেয়ার মানে এইনা যে রোমাঞ্চিত হচ্ছি না। এখনকার অনুভূতি আরও রোমাঞ্চকর; এর সাথে তুলনা করা যায় ডিক্টেটর এর; অথবা মাফিয়া গডফাদার।
সামহোয়্যার ইন ব্লগ সবসময়ই নতুনই থাকবে।
সামু চিরজীবী হোক।

২৩৪| ১৭ ই এপ্রিল, ২০২০ রাত ৩:৪৫

রেজা শাহ্‌ বলেছেন: অভিনন্দন ও ভালবাসা। ভাল কিছুর শত্রু সবসময় থাকে।।
এরকম মিথ্যার শিকার যেনো না হয় সে আশা করি; কোন ব্লগারের কোন বিতর্কীত লেখায়, ছবিতে সে কু-সুযোগ যেনো কেউ না পায়, সেদিক সজাগ দৃষ্টি রাখা বান্চনীয়।।

২৩৫| ২৭ শে জুন, ২০২০ বিকাল ৩:৫০

জুয়েল দাশ প্রভাষ বলেছেন: শুভকামনা রইলো

২৩৬| ২৭ শে অক্টোবর, ২০২০ রাত ২:২১

মৃত্তিকামানব বলেছেন: বেশ কয়েকদিন ধরে আমার আইডি থেকে সামু ওয়েবসাইটে প্রবেস করতে পারছি না।Mobile version আসতেছে কিন্তু Full version এ ক্লিক করলে আর আসেনা।ব্যাপক সমস্যায় আছি।এডমিনবৃন্দ একটু দেখবেন

২৩৭| ১৯ শে নভেম্বর, ২০২০ রাত ১২:০৯

মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন: শুভেচ্ছা ও অভিনন্দন রইলো অবিরত।

২৩৮| ১৬ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৩:৫৭

অমল চন্দ শীল বলেছেন: সকলকে ধন্যবাদ
ফিরে আসায়

২৩৯| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:২৯

নূর আলম হিরণ বলেছেন: আমরা সত্যিকার অর্থেই আনন্দিত। শুভেচ্ছা অভিনন্দন সকলকে যারা এই সময়েও বিভিন্ন উপায়ে ব্লগে সময় দিয়েছেন।

২৪০| ০৭ ই মার্চ, ২০২১ দুপুর ২:৩৫

চাঁদগাজী বলেছেন:



আমি বেশ কিছু সময় ধরে জেনারেল হয়ে আছি; ফিডব্যাক মিডব্যাকে ইমেইল করলাম, মনে হয়, যায়নি। দেখেন তো, সফটওয়ারের কারণে আমি জেনারেল হয়েছি কিনা; ধন্যবাদ।

২৪১| ৩০ শে মার্চ, ২০২১ দুপুর ১২:২৩

জিল্লুর রহমান রিফাত বলেছেন: জিপি দিয়ে আসা যায় না ব্লগে।
কিন্তু টেলিটক সহ বাকি সিমের ডেটা দিয়ে আসা যায়।

২৪২| ০২ রা এপ্রিল, ২০২১ সকাল ৯:১০

রাস্তাফুলিশ বলেছেন: 'গনতন্ত্র' --> 'গণতন্ত্র'

আচ্ছা এই বলেছেন অংশ না দিয়ে সরাসরি কোলন দিয়ে মন্তব্যটা দেয়া যায় না?

আর যারা ভিপিএন ব্যবহার করছেন, তাদের অনুরোধ করছি 'অরবট' দিয়ে যুক্ত হতে। বেশিরভাগ ভিপিএন নিরাপদ না বরং জানিয়ে দিতে পারে কি কি দেখছেন, তার চেয়ে অরবট(টর বা TOR) দিয়ে যুক্ত হওয়াই নিরাপদ :)

২৪৩| ২১ শে জুন, ২০২১ রাত ৮:৪০

হিমালয় জনক বলেছেন: একজন ব্লগার হিসেবে বলছিনা। বাংলাদেশের একজন নাগরিক হিসেবে বলছি। অবশেষে লজ্জাজনক অধ্যায়ের সমাপ্তি। সত্যের জয় হয়েছে। সত্য কঠিন, কিন্তু সুন্দর।

২৪৪| ১৪ ই জুলাই, ২০২১ রাত ৯:৩৪

সাবিনা বলেছেন: অসম্ভব ভালো লাগলো

২৪৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৪৮

*আলবার্ট আইনস্টাইন* বলেছেন: ভালো লাগার মত সংবাদ ছিল

২৪৬| ২৪ শে নভেম্বর, ২০২১ রাত ৮:৪৯

দংশন বলেছেন: শুভকামনা রইলো

২৪৭| ০৫ ই জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৪৫

মোহাম্মদ রিদওয়ান আল হাসান বলেছেন: আমি প্রায় দুবছর ধরে টুকটাক লিখার চেষ্টা করছি।কিন্তু এখনও প্রথম পাতায় আমার কোনো ব্লগ প্রকাশিত হচ্ছেনা।দয়া করে,আমার প্রোফাইলটি পর্যবেক্ষণ করুন।
অগ্রীম ধন্যবাদ।

২৪৮| ১২ ই জানুয়ারি, ২০২২ রাত ৯:২৭

গায়েন রইসউদ্দিন বলেছেন: সামু কর্তৃপক্ষ'র প্রতি আবেদন, আমি গায়েন রইসউদ্দিন একজন 'নিরাপদ ব্লগার' হিসেবে নির্বাচিত হয়েছিলাম এবং আমার যে-কোনো লেখা প্রথম পাতায় সরাসরি প্রকাশিত হতো। কিন্তু গতকাল থেকে ঠিক কী কারণে আমার পদভ্রংশ ক'রে 'সাধারণ ব্লগার' করা হ'ল, তা আমার সঠিক জানা নেই। ব্লগার হিসেবে আমি অযোগ্য মনে হলে কর্তৃপক্ষ আমার লেখা ব্লগ সম্পূর্ণ বন্ধ ক'রে দিতে পারেন, আমি তাতে একটুও আশ্চর্য হব না। কারণ, উন্নত মানের ব্লগার আমি নই, তা আমি জানি। কিন্তু পদভ্রংশ বা ডেমোশন করা আমার জন্য অপমানসূচক বলে মনে করি। আজ আমার একটি গুরুত্বপূর্ণ প্রবন্ধ (সব মানুষের ধর্ম এক, স্রষ্টাও এক) প্রকাশিত হয়নি। তাই, সামুর মুক্তির যে আনন্দোল্লাসে, আমার মনে খুশি প্রবাহ থাকলেও, আমি অনেকটা মানসিকভাবে আহত। সামুতে আমার গণতান্ত্রিক ও স্বাধীন মত প্রকাশের অধিকার থাকুক, এই প্রত্যাশা। বাকিটা সামু কর্তৃপক্ষ'র বিবেচনাধীন।

২৪৯| ০৯ ই অক্টোবর, ২০২২ রাত ৮:০০

জহির ডিজিপি বলেছেন: একটি বিষয় আমার কাছে বোধগম্য নয় যে, আমার মোবাইলে ভিপিএন ছাড়া ব্লক পেইজ দেখা যাচ্ছে না কেন?

এটা কি আমার মোবাইলের সমস্যা নাকি অন্য সমস্যা ?

মুক্ত চিন্তার এই প্লাটফর্ম আমার খুব প্রিয়

২৫০| ০৭ ই নভেম্বর, ২০২২ দুপুর ১:৩৮

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সত্যেই জয় হবেই হবে।

২৫১| ২০ শে জুলাই, ২০২৪ রাত ১১:৫৮

েবহেৃ্গৃেৃিডমহে বলেছেন: Know Your Audience: Understand their needs, preferences, and pain points. chicago academic

২৫২| ২০ শে জুলাই, ২০২৪ রাত ১১:৫৮

েবহেৃ্গৃেৃিডমহে বলেছেন: Click This Link Know Your Audience: Understand their needs, preferences, and pain points.
Clear Call to Action: Always include a clear and compelling call to action.

২৫৩| ২১ শে জুলাই, ২০২৪ রাত ১২:০১

েবহেৃ্গৃেৃিডমহে বলেছেন: reak down complicated subjects into manageable parts. [chicago academic https://chicagoacademic.com/]

২৫৪| ২১ শে জুলাই, ২০২৪ রাত ১২:০২

েবহেৃ্গৃেৃিডমহে বলেছেন: Incorporate diagrams, images, and videos to enhance understanding. [chicago academic https://chicagoacademic.com/ ]

২৫৫| ২১ শে জুলাই, ২০২৪ রাত ১২:০৩

েবহেৃ্গৃেৃিডমহে বলেছেন: "Understanding Photosynthesis: Photosynthesis is the process by which green plants and some other organisms use sunlight to synthesize foods with the help of chlorophyll. This process converts carbon dioxide and water into glucose and oxygen." [act test prep Click This Link ]

২৫৬| ২১ শে জুলাই, ২০২৪ রাত ১২:০৪

েবহেৃ্গৃেৃিডমহে বলেছেন: Relatable Stories: Share stories that your audience can relate to. [ap test prep in chicago Click This Link ]

২৫৭| ২১ শে জুলাই, ২০২৪ রাত ১২:০৫

েবহেৃ্গৃেৃিডমহে বলেছেন: "Ever wondered what your spirit animal is? Take our fun quiz and find out if you're a wise owl or a playful dolphin!" [math tutoring in chicago Click This Link ]

২৫৮| ২১ শে জুলাই, ২০২৪ রাত ১২:০৬

েবহেৃ্গৃেৃিডমহে বলেছেন: Creating great content requires understanding your audience and delivering value in an engaging manner. Whether you're writing for marketing, education, or entertainment, these tips can help you craft compelling content. Happy writing! [free act test prep in chicago Click This Link ]

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.