নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হযবরলল

হযবরলল › বিস্তারিত পোস্টঃ

১৯৮৬ ফিফা ওয়ার্ল্ড কাপ আর্জেন্টিনা vs ইংল্যান্ড, Hand of God

০৩ রা জুলাই, ২০১৪ দুপুর ১:৩৩

১৯৮৬ সালের ২২ জুন অনুষ্ঠিত হয় ১৯৮৬ ফিফা ওয়ার্ল্ড কাপ এর আর্জেন্টিনা এবং ইংল্যান্ড এর মধ্যকার কোয়ার্টার ফাইনাল ম্যাচটি। খেলায় আর্জেন্টিনা ২-১ ব্যাবধানে ইংল্যান্ডকে হারায়। এবং ১৯৮৬ এর বিশ্বকাপ আর্জেন্টিনা জিতে ফাইনাল এ জার্মানি কে হারিয়ে।



আর্জেন্টিনা এবং ইংল্যান্ড এর কোয়ার্টার ফাইনাল ম্যাচটি কোনো সাধারণ ম্যাচ ছিল না , ম্যাচটি ইতিহাস এর একটি অন্যতম আলোচিত ম্যাচ। এই ম্যাচ এর মাধ্যমেই দিয়াগো মেরাডোনা Hand of God নাম টি অর্জন করে। ম্যাচটিতে দিয়াগো মেরাডোনা ২ টি গোল করে তার দল কে সেমি ফাইনাল এ নিয়ে যায়। দলের প্রথম গোলটি ৫১ মিনিট এ হয়। এবং এই গোল টি দিয়াগো মেরাডোনা হাত দিয়ে করে Hand of God নাম টি অর্জন করে



Screenshot:





















ডাউনলোড করতে নিচের লিঙ্কে ক্লিক করুন

১৯৮৬ ফিফা ওয়ার্ল্ড কাপ আর্জেন্টিনা vs ইংল্যান্ড

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুলাই, ২০১৪ বিকাল ৩:৫১

rakibmbstu বলেছেন: Hand of God কি ইতিহাসের এক কলঙ্কজনক অধ্যায় নয়?

Hand of God মূলত ১৯৮৬ সালের ২২ জুন অনুষ্ঠিত হওয়া ইতিহাসের এক কলঙ্ক জনক অধ্যায় যেখানে এক নামী খেলোয়ার অখেলোয়ার সুলভ আচরন করে পার পেয়ে যায় ঐ ম্যাচের রেফারীর অদক্ষতা বা নেপোটিজম এর কারণে...... যেখানে এই খেলোয়ারটি হলুদ বা লাল কার্ড পেতো পারতো সেখানে উল্টো তার হাত দিয়ে করা ন্যাক্কারজনক গোলটি রেফারির ভুলে স্বীকৃতি পেয়ে যায়........ এর পরিক্রমায় তারা কোয়ার্টার ফাইনাল হতে ফাইনালে উঠে এবং পরবর্তীতে উক্ত বিশ্বকাপটি নিজেদের করে নেয় ঐ দলটি....... তবে সবাই তার মত ভাগ্যবান নয় উরুগুয়ের এক খেলোয়ার গেলো বিশ্বকাপেই একই কাজ করে প্রতিপক্ষের হতে যাওয়া নিশ্চিত গোল বাচিয়ে নিজের দেশের হিরো হয়েছিলেন যিনি নিজেই আজ বিতর্কিত....... আমি তার সাথে বিশ্বকাপ জয়ী দলের ঐ সদস্যের কোন পার্থক্য দেখিনা, শুধু একজন কোনভাবেই হোক পরবর্তী খেলায় জয়লাভ করে ..... শুধু পার্থক্য এই যে হয়তো তখনকার ফিফার অবস্থা ও কার্যাবলী হয়তো তার বিরুদ্ধে কোন কঠোর অ্যাকশন নিতে সচেষ্ট করেনি........ তখন হাত দিয়ে গোল করে পার পাওয়া যেত এখন হাত দিয়ে গোল না করেও শাস্তির সম্মুখিন হতে হয় এই বাস্তবতা......

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.