নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিয়াজের ব্লগ ভূবন ( www.niaz.co.uk )

.... তবুও আমি স্বপ্ন দেখি ... (স্বপ্ন, বাস্তব এবং ব্লগের সর্বস্বত্ব ব্লগার কতৃক সংরক্ষিত)

নিয়াজ মোর্শেদ চৌধুরী

বলার নেই তেমন কিছু!

নিয়াজ মোর্শেদ চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

বৃষ্টির দিন

০৫ ই জুলাই, ২০০৮ ভোর ৪:১৪

বৃষ্টি হচ্ছে বাহিরে, চরম বৃষ্টি। এমন বৃষ্টিতে চরম শব্দটা হয়তো বাংলাদেশের প্রেক্ষাপটে খাটে না, তবে আয়ারল্যান্ডের তুলনায় চরম বৈকি। এখানে মানুষ যেমন অফিসে কথা বলে ফিসফিস করে পাছে শব্দ হয়, খাবার সময় যেন শব্দ না হয় সে দিকে কঠিন নজর, হাসি হবে পরিমিত, আর হাঁচির বেলায়তো কথাই নেই, শব্দ হলে ম্যানারে গন্ডোগোল। খোদাই জানে টয়লেটে কি করে এরা কম শব্দ করে! যাইহোক এখানকার বৃষ্টিও তেমন। শব্দহীন। কিন্তু আজ তেমনটা না। রিমঝিম শব্দ হচ্ছে। আমি জানালা খুলে রেখেছি। বৃষ্টির ফোঁটা আমার হাতে এসে পড়ছে। ঠান্ডা বাতাসে অদ্ভুত একটা সোঁদা গন্ধ।



খুব মনে পড়ছে দেশের কথা, পরিবারের কথা। মায়ের কথা। আমার ছোট বোনের কথা। আমার তিনটা ছোট্ট ছোট্ট বেড়ালের কথা। নাহ! গত আট মাসে ওরা অনেক বড় হয়ে গিয়েছে। এখন রীতিমত বাসা অস্থির করে রাখে। আরো মনে পড়ছে আমার ভালোবাসার মানুষটার কথা। শুধু মনে পড়ছে না বাবাকে। কারন বাবা যে আমার মনেই আছে। আমার অস্তিত্বে মিশে আছে। তাই না বাবা?



বৃষ্টির এই এক দোষ। মানুষকে ভাবুক বানিয়ে দেয়। যদিও মাঝে মাঝে খানিকটা ভাবুক হলে ক্ষতি কি? সারাদিন সিমুলেটরে এক নোড থেকে প্যাকেট আরেক নোডে ট্রান্সফার করতে করতে এখন ঘুমের মধ্যেও প্যাকেট দেখতে পাই! বৃষ্টি যদি সেই ক্লান্তি থেকে একটু মুক্তি দেয়, তাহলে সেই মুক্তিতে খারাপ কি?



ধুর ছাই! একে বলে আয়ারল্যান্ডের বৃষ্টি। ব্লগটা লিখে শেষ করতে পারলাম না, তার আগেই বৃষ্টি শেষ। এর কোন মানে আছে? বঙ্গদেশের বৃষ্টিতে যদি একবার পুরো আয়ারল্যান্ডকে চুবিয়ে আনা যেত তাহলে হয়তো এ দেশের আবহাওয়া বৃষ্টির মানে বুঝতো। এরা যখন প্রশ্ন করে আমাদের দেশে ছয় কাল কেন, তখন হেমন্ত আর বর্ষার বর্ননা দিতে হয় আলাদা ভাবে। তবে বর্ননা দিয়েও বোঝানো যায় না। বুঝবে কি করে, যে দেশে বৃষ্টিও এটিকেট-ম্যানার মেনে চলে সেই দেশের মানুষ বর্ষার মর্মার্থ উপলব্ধি করবে, সেটা নিতান্তই দুরাশা। এখানে বর্ষা শব্দটাই ব্যবহার করা উচিত নয়। এতে বরং বর্ষার অপমানই হয়!



৪ জুলাই ২০০৮

ডাবলিন, আয়ারল্যান্ড।

মন্তব্য ২২ টি রেটিং +৬/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুলাই, ২০০৮ ভোর ৪:২৬

রুবেল শাহ বলেছেন: :::: বঙ্গদেশের বৃষ্টিতে যদি একবার পুরো আয়ারল্যান্ডকে চুবিয়ে আনা যেত """"

বুঝলে হিমালের বুকে কখন হেমন্ত আসেনা ------------


ভাল লাগেছে লেখাটা


শুভেচ্ছা থাকল

০৫ ই জুলাই, ২০০৮ ভোর ৫:১০

নিয়াজ মোর্শেদ চৌধুরী বলেছেন: কথাটা জটিল বলেছেন। চমৎকার লাগলো শুনতে।

অনেক ধন্যবাদ।

২| ০৫ ই জুলাই, ২০০৮ ভোর ৪:২৯

হনলুলু বলেছেন: পৃথিবীর সকল বৃষ্টি শব্দহীন হোক আমার হৃদয়ে ..........



ভালো লাগছে লেখাটা ........ :)

০৫ ই জুলাই, ২০০৮ ভোর ৫:০৯

নিয়াজ মোর্শেদ চৌধুরী বলেছেন: অসংখ্য ধন্যবাদ হনলুলু ভাই।

৩| ০৫ ই জুলাই, ২০০৮ ভোর ৪:৫৬

ফারহান দাউদ বলেছেন: রোড ইন্টারসেকশনের উপর ১টা অ্যাসাইনমেন্ট করছি,ঘাড়ে ব্যথা করছে আর চারপাশে মনে হচ্ছে ট্রাফিকের লালবাতি দেখছি,এখন একটু বৃষ্টি নামলে ভাল হত,কিন্তু আজকে বৃষ্টির নামগন্ধ নেই:(

০৫ ই জুলাই, ২০০৮ ভোর ৫:০৬

নিয়াজ মোর্শেদ চৌধুরী বলেছেন: আপনি কোন ইয়ারে আছেন এখন? প্রশ্নটা করার কারন, অন্য একটা ব্লগে দেখলাম আপনি ২০০২ ব্যাচ, নটরডেম। সে জন্য জানতে চাইলাম। আমি ২০০১ ব্যাচ।

৪| ০৫ ই জুলাই, ২০০৮ ভোর ৫:০৮

নিয়াজ মোর্শেদ চৌধুরী বলেছেন: বি.দ্র. আবার বৃষ্টি নেমেছে। রীতিমত উথাল-পাথাল বৃষ্টি। খুব ইচ্ছে করছে ভিজতে। কিন্তু সম্ভব না। এই একটা জিনিস আমার শরীর নিতে পারে না। জ্বর অবধারিত, আর তখন রান্না করার কেউ থাকবে না। অতএব, দেখেই কাটাচ্ছি বৃষ্টির দিন (অথবা বৃষ্টির রাত!)।

৫| ০৫ ই জুলাই, ২০০৮ ভোর ৫:১২

ফারহান দাউদ বলেছেন: আমার বিএসসি শেষ,কাজকর্ম না পেয়ে মাস্টার্সে ভর্তি হয়ে গেছিলাম,কাজটা বেশি সুবিধার হয়নি,জানতাম না এখানে পাশ করতে এত ঝামেলা করা লাগে,এখন বুঝতে পারছি যাওয়ামাত্রই কেন আমার মত ২ নম্বুরি ছাত্রকেও মাস্টারমশাই অত খাতির করে নিয়েছিলেন:)
বৃষ্টিতে ইচ্ছা করে ভিজিনা অনেকদিন হল,ঠেলায় পড়লে ভেজা লাগে,দিনগুলি আসলে চলে গেছে।

০৫ ই জুলাই, ২০০৮ ভোর ৫:২৬

নিয়াজ মোর্শেদ চৌধুরী বলেছেন: ভবিষ্যতে উচ্চ শিক্ষার জন্য এদিকে আসার ইচ্ছে আছে? থাকলে বলেন, পদ্ধাতিগত বিষয়গুলোতে সাহায্য করতে পারবো।

এই ডিপার্টমেন্টটা ইউরোপে বেশ নাম করা। ( http://www3.imperial.ac.uk/civilengineering )

৬| ০৫ ই জুলাই, ২০০৮ ভোর ৬:০৩

সুলতানা শিরীন সাজি বলেছেন: বৃ্ষ্টি ভাবনা ভালো লাগলো................
সবার মনেই বৃষ্টি পুরনো দিন গুলোকে এনে ভিজিয়ে দেয়।
শুভেচ্ছা থাকলো।

০৬ ই জুলাই, ২০০৮ রাত ৩:০৭

নিয়াজ মোর্শেদ চৌধুরী বলেছেন: আসলেই তাই। বৃষ্টি মনকেও ভেজাতে পারে। আপনার জন্যও শুভেচ্ছা রইলো।

৭| ০৫ ই জুলাই, ২০০৮ সকাল ৭:০১

চিটি (হামিদা রহমান) বলেছেন: বৃষ্টির অনুভূতি চমৎকারভাবে ফুটে উঠেছে আপনার লেখনিতে।
খুব ভালো লাগলো, এদেশের বৃষ্টিও মানুষগুলোর মত দ্রুত পরিবর্তন হয়, এই আছে এই নাই।

ভালো থাকুন
শুভেচ্ছা থাকলো।

০৬ ই জুলাই, ২০০৮ রাত ৩:০৬

নিয়াজ মোর্শেদ চৌধুরী বলেছেন: আপনাকেও অসংখ্য শুভেচ্ছা।

৮| ০৬ ই জুলাই, ২০০৮ রাত ২:০২

ফারহান দাউদ বলেছেন: নামকরাগুলোতে অ্যাপ্লাই করি না ভয়ে,রেজাল্ট জঘন্য রকমের খারাপ:( ফান্ডিং না পেলে বাইরে পড়া অসম্ভব,জানেনই।

০৬ ই জুলাই, ২০০৮ রাত ৩:০৬

নিয়াজ মোর্শেদ চৌধুরী বলেছেন: ফান্ডিং না পেলে আমাদের মত মধ্যবিত্ত ঘরের ছাত্রদের জন্য পড়া রীতিমত অসম্ভব। তবে ফান্ডিং-এর ব্যবস্থাতো আছে। তাছাড়া দেশ থেকে মাস্টার্স করে আসলে একটা বাড়তি সুবিধাও পাওয়া যায়।

৯| ২৯ শে জুলাই, ২০০৮ দুপুর ১:৩৪

শিবলী বলেছেন: আপনার লেখা গুলা পড়ছি আর + দাগাচ্ছি।
মন্তব্য লিখার সময় পাচ্ছি না, আপনার সব লেখা -- পড়া শেষ হোক।

একটা প্রশ্ন--
অনার্স -এ কেমন জিপিএ পাওয় দরকার স্কলারশিপ পেতে?

২৯ শে জুলাই, ২০০৮ বিকাল ৩:৩৯

নিয়াজ মোর্শেদ চৌধুরী বলেছেন: অনুপ্রেরনার জন্য অসংখ্য ধন্যবাদ।

অনার্সে হায়ার সেকেন্ড ক্লাস চায় যেটা এখানে ৩.৩ এর উপরে ধরা হয়। তবে ৩.৫ এর উপরে থাকলে সুবিধা পাওয়া যাবে এবং ৩.৮ এর উপরে থাকলেতো কথাই নেই।

১০| ২৯ শে জুলাই, ২০০৮ রাত ১১:২৯

শিবলী বলেছেন: ধন্যবাদ।
আপনার ট্রিনিট্রিতে আসার লেখাগুলা পড়েছিলাম গত মাসে, সাইবার ক্যাফেতে। তখন প্রিয়তে যোগ করতে ভুলে গেসলাম, পরে আর খুজেও পাইনা, আপনার নাম ও ভুলে গেসি। হটাত আপানার লেখা আজ পেলাম মুভি দেখা নিয়ে, তখন চিনতে পেরে খুব ভাল লেগেছিল।
আপনার লেখাটা পড়ে খুব উতসাহ পেয়াছি।
আবারও ধন্যবাদ......

২৯ শে জুলাই, ২০০৮ রাত ১১:৪৩

নিয়াজ মোর্শেদ চৌধুরী বলেছেন: আবারও অসংখ্য ধন্যবাদ। আসলে আমার লেখাগুলো খুব এলোমেলো। সা.ইনে একটা ভালো সূচীপত্র ধরনের কিছু থাকলে ভালো হতো।

এটা ভেবে ভালো লাগলো যে আমি কাউকে উৎসাহ যোগাতে পেরেছি। যোগাযোগ রেখেন, সর্বোচ্চ সাধ্য দিয়ে চেষ্টা করবো সাহায্য করতে।

১১| ৩১ শে জুলাই, ২০০৮ রাত ৯:৩৮

শিবলী বলেছেন: অপ্রাসংগিক কমেন্ট, এর জন্য অনুরোধ করছি ---
২৯ শে জুলাই, ২০০৮ সন্ধ্যা ৬:০৫
৩০ শে জুলাই, ২০০৮ রাত ১২:২৩
এই দুটা কমেন্ট মুছে দেবার জন্য।
খামোকা রেজাল্ট নেটে বলে লজ্জা পেয়ে লাভ কি!:(
সময় আসুক, দরকার হলে অবশ্যই আপনার সাথে যোগাযোগ করব, ধন্যবাদ।

৩১ শে জুলাই, ২০০৮ রাত ১১:৩৮

নিয়াজ মোর্শেদ চৌধুরী বলেছেন: মুছে দিয়েছি। প্রয়োজনে মেইল করতে পারেন আমাকে....

notredamean এ্যাট জিমেইল

শুভেচ্ছা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.