নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগে আমি একদম নতুন মানুষ

ব্লগে আমি একদম নতুন মানুষ

নতুন একজন মানুষ

কি বলব আমার সম্পর্কে । আমি লিখতে ও পড়তে ভালবাসি।

নতুন একজন মানুষ › বিস্তারিত পোস্টঃ

ব্যস্ত শহর ঢাকা

২১ শে এপ্রিল, ২০১৪ রাত ১:৪২

ঢাকার মতো ব্যস্ত শহর আছে কি গো আরো

সেই শহরের নামটি কি ভাই কেউ কি বলতে পারো।

পুরনো সেই আমার শহর নামটি যে তার ঢাকা

সারি সারি উঁচু ভবন যায় না তাতে থাকা।



সকাল বিকেল যানজটে যে নগর হয় যে ভারী

অপেক্ষার প্রহর গুনে পাবলিক সারিসারি।

ইচ্ছে মতো নিচ্ছে ভাড়া যে যার মত করে

বাদুর ঝোলা হয়ে তবু পাবলিক যাচ্ছে ঘরে।



কোটি লোকের আবাস যেথা নামটি যে তার ঢাকা

অলি গলি রাজপথে যে নেই কো কোথাও ফাঁকা।

দিবা রাত্রি ব্যস্ত শহর আমাদের এই ঢাকা

ভবিষ্যতে যাবে কি ভাই এই শহরে থাকা।



শতবর্ষের পুরানো এই ব্যস্ত শহর ঢাকা

সমস্যায় জর্জরিত যায় না ভালো থাকা

শত সমস্যা আছে জানি ঢাকায় আমাদের

বাংলাবাসীর কাছে ঢাকা বড়ই গৌরবের।

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২১ শে এপ্রিল, ২০১৪ রাত ২:৩৩

শাকিল ১৭০৫ বলেছেন: :( :( B:-/

২| ২১ শে এপ্রিল, ২০১৪ রাত ২:৩৬

অণুষ বলেছেন: কোটি লোকের আবাস যেথা নামটি যে তার ঢাকা
অলি গলি রাজপথে যে নেই কো কোথাও ফাঁকা।
দিবা রাত্রি ব্যস্ত শহর আমাদের এই ঢাকা
ভবিষ্যতে যাবে কি ভাই এই শহরে থাকা।

ভালো লাগছে :#)

২১ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:১১

নতুন একজন মানুষ বলেছেন: Thanks

৩| ২১ শে এপ্রিল, ২০১৪ সকাল ৮:৩৭

নতুন একজন মানুষ বলেছেন: শাকিল 1705 ভাল লাগেনি?

৪| ২১ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:২৫

মোমের মানুষ-২ বলেছেন: শত সমস্যা আছে জানি ঢাকায় আমাদের
বাংলাবাসীর কাছে ঢাকা বড়ই গৌরবের।

২১ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৩৬

নতুন একজন মানুষ বলেছেন: থাঙ্কস মোমের মানুষ-২

৫| ২১ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:০১

নতুন একজন মানুষ বলেছেন: Thanks momermanus2

৬| ২১ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:২০

মিছবাহ পাটওয়ারী বলেছেন: শতবর্ষী ঢাকা। মসলিনের ঢাকা। হাল আমলে যানজটের নগরী ঢাকা। ভালো লিখেছেন।

২১ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৩৪

নতুন একজন মানুষ বলেছেন: থাঙ্কস মিছবাহ পাটওয়ারী

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.