নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কেই জানিনা, দুনিয়া তো আরো অনেক দূরের বিষয়। তবে কেনো জানি নিজের চেয়ে দূনিয়া সম্পর্কে জানার আগ্রহ বেশী।

নতুন পাপী০০৭

নিজের সম্পর্কে লিখতে গেলে প্রথমে নিজেকে জানতে হয়।কিন্তু আমি তো এখনো আমার আমি কেই চিনি না।

নতুন পাপী০০৭ › বিস্তারিত পোস্টঃ

এইচটিএমএল ডকুমেন্ট(লেকচার-৩)

০৫ ই মে, ২০১৪ রাত ১০:৩১

এটি একটি এইচটিএমএল ডকুমেন্ট বা HTML DOC।ভালো করে খেয়াল করুন।

our html demo heding here

demo content goes here.



উপরের এই কোডটি আপনার নোটপ্যাড ওপেন করে নোটপ্যাডে লিখুন।লেখা শেষে File থেকে save as এ ক্লিক করে ফাইলটির নাম name.html হিসেবে সেভ করুন।সেভ হওয়ার পর ফাইলটি ডাবল ক্লিক করে ওপেন করুন।ব্যাস হয়ে গেলো।

এখন বিস্তারিত দেখুন



প্রথম লাইনটি হচ্ছে ডকুমেন্টটি কি ধরনের তা বোঝানোর (ব্রাউজারকে) জন্য দেয়া হয়। এইচটিএমএল এর কোন ভার্সন ব্যবহার করবেন সেটার উপর ভিত্তি করেই এই ডিক্লেয়ারেশন টি দেয়া হয়। যেমন উপরের ডকুমেন্ট টি এইচটিএমএল ৫ এর একটি ডকুমেন্ট । এরুপ যদি এটা XHTML এর ১.০ ভার্সন হতো তাহলে ডিক্লেয়ারেশনটি দিতে হতো এভাবে

1.

http://www.w3.o rg/TR/xhtml1 /DTD/xhtml1- transitional.dtd">

এটা হচ্ছে ট্রানজিশনাল অর্থ্যাৎ এইচটিএমএল এর সকল কিছু এই্ ডকুমেন্টে লেখা যাবে সাথে সাথে deprecated এলিমেন্টগুলিও ব্যবহার করা যাবে যেমন font। ফ্রেমসেট ব্যবহার করা যাবেনা।

যাইহোক এভাবে "xhtml1-transitional.dtd" এর জায়গায় "xhtml1-strict.dtd" দিলে deprecated এলিমেন্টগুলি ব্যবহার করা যাবেনা।

** এখন HTML5 আসার পর এগুলি আর সাধারনত ব্যবহার করেনা। HTML 5 এর ডিক্লেয়ারেশন দেয়া হয়।

1.



যাইহোক এটা খুব গুরত্বপূর্ন কিছু নয়। কপি করে (X)HTML ডকুমেন্ট লেখার শুরুতে পেস্ট করে দিলেই চলবে। তবে দিতে হবে কেননা না দিলে কিছু কিছূ ব্রাউজারে ঠিকমত আউটপুট আসেনা যেমন ইন্টারন্টে এক্সপ্লোরার (IE)।

বর্তমানে XHTML এই বেশি ব্যবহৃত হচ্ছে তাই এই সাইটেও HTML এর মুরব্বি XHTML এরই টিউটোলিয়াল দেয়া হচ্ছে, যদিও উচ্চারন করছি HTML আসলে সব এইচটিএমএল এর টিউটোলিয়ালগুলিতে আমরা XHTML এরই নিয়ম অনুসরন করেছি। আর একটা দরকারী কথা, HTML এর সর্বশেষ ভার্সন HTML 5 আসার পর এখনতো এটাই বেশি ব্যবহার করা হচ্ছে বিশ্বের ওয়েবজুড়ে।

আমরা এইচটিএমএল ৫ এরও মুল বিষয়াদি পাশাপাশি আলোচনা করে যাব।

এই পোষ্ট টা একটু কঠিন হলো তাই না।তবে এর পরেরগুলি খুব সহজ হবে।

মন্তব্য ০ টি রেটিং +২/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.