নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের সম্পর্কে লিখতে গেলে প্রথমে নিজেকে জানতে হয়।কিন্তু আমি তো এখনো আমার আমি কেই চিনি না।
গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে বিভিন্ন জায়গায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলা হয়। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রসঙ্গ টেনে গত বুধবার ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, যিনি পাকিস্তানবিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন তাঁর করুণ পরিণতি ভোগ করেছেন। শেখ মুজিবুর রহমান এই অবিভক্ত পাকিস্তানকে দুই ভাগ করেছিলেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের এমন মন্তব্য শুধু ইতিহাসের সত্যকে বিকৃত করার চেষ্টা নয়, বরং এটি আমাদের জাতিগত মর্যাদাকে আঘাত করার একটি কুরুচিপূর্ণ প্রয়াস। আমরা, বাংলাদেশের জনগণ, এই বক্তব্যকে শক্তভাবে প্রত্যাখ্যান করছি এবং পাকিস্তানের প্রধানমন্ত্রীকে তার এই অযাচিত বক্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানাই।
বঙ্গবন্ধুর প্রতি আমাদের শ্রদ্ধা অটুট, তার অবদান কখনোই ভুলে যাওয়ার নয়। আমাদের স্বাধীনতা সংগ্রাম এবং অর্জনকে অবমাননা করা এমন মন্তব্যের কোনো স্থান নেই। আমাদের দেশের কাউকে নিয়ে বিদেশী কারো নাক গলানোর প্রয়োজন নেই। আমরা তার মেয়ে গণহত্যাকারী শেখ হাসিনাকে ঘৃণা করি, তবে তার প্রতি আমাদের ভালোবাসা ছিলো এবং থাকবে।
২৪ শে আগস্ট, ২০২৪ সকাল ১০:২৫
নতুন পাপী০০৭ বলেছেন: মনে মনে - "মুর্দাবাদ"
২| ২৪ শে আগস্ট, ২০২৪ সকাল ১০:৩৩
বাউন্ডেলে বলেছেন: ব্লগে এখনো তাহলে দেশপ্রেমিক আছে !!!!!!!!!!!!!!!!
২৪ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:৫৩
নতুন পাপী০০৭ বলেছেন: দেশপ্রেমিক কি না জানিনা, কারো প্রাপ্য সম্মান দিতে কার্পণ্য করিনা।
৩| ২৪ শে আগস্ট, ২০২৪ সকাল ১০:৩৯
বাউন্ডেলে বলেছেন: ইতিহাসের সবচেয়ে নিকৃষ্টতম জঘন্য ষড়যন্ত্রের বলি কোটা আন্দোলনে নিহত নিস্পাপ ছাত্ররা। এ রকম ধোকার শিকার হওয়ার ঘটনা দুনিয়ায় বিরল।
ইতিহাসের নিকৃষ্টতম স্থানে থাকবে ভুয়া কোটা আন্দোলনের তথাকথিত সমন্বয়করা । জুলাই-আগষ্টের সমস্ত হত্যা তারা বিভিন্ন উপায়ে ঘটিয়েছে ক্ষমতা দখলের জন্য-
ঘটনা প্রবাহ প্রমান করে সমন্বয়করা নরপশু-
২০১৮ সালে জামাত-শিবির কতিপয় মেধাবী শিক্ষার্থীদের পিছনে প্রশিক্ষনপ্রাপ্ত শিবির কর্মীদের লিপ্ত করে দিয়ে কোটা আন্দোলনের সুচনা করে। এটা অব্যার্থ অস্ত্র ।
১। সবকিছু আঁচ করতে পেরে শেখ হাসিনা সরকার ২০১৮ সালে প্রজ্ঞাপন জারী করে কোটা ব্যবস্থা বাতিল করে ষড়যন্ত্র ব্যার্থ করে দেয়। কোটা বন্ধ হযে যায়।
সরকারের একতরফা সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে কোটার পক্ষে আদালতে যায় অতিতের কোটাসুবিধা প্রাপ্তরা।
২। ২০২৪ সালে আদালত সরকারের ২০১৮ সালের কোটা বাতিলের প্রজ্ঞাপনটি স্থগিত ঘোষনা করে। ফলে কোটা আবার চালু হয়। সরকার আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে এবং ছাত্রদের ধৈর্য ধারন করার আহব্বান জানায়। আদালত অবমাননার দায় এড়াতে সরকার নতুন প্রজ্ঞাপন দেয়া থেকে বিরত থাকে। কিন্তু ষড়যন্ত্র সময় দিতে নারাজ। কারনঃ সাধারন শিক্ষার্থীরা মুল ঘটনা জানতে পারলে ভেস্তে যাবে সব ষড়যন্ত্র। এটা জাতীয় সংসদের বিষয়ও ছিলো না। কোটা তখন সম্পুর্ন বিচার বিভাগের হাতে।
সমন্বয়কদের ১৮ তারিখের শাটডাউন ছিলো ছাত্রদের হত্যা করে সরকার কে সরানোর ষড়যন্ত্রের অংশ। শাটডাউন বা কোটা আন্দোলনের কোন প্রয়োজন ছিলোনা।
বিচার বিভাগ কোটা সংস্কার রায় দেয় ২২ জুলাই।
এ কারনেই ইতিহাসের সবচেয়ে নিকৃষ্টতম স্থানে নাম থাকবে এই কয়েকজন নরপশুর।
ইতিহাসের সবচেয়ে নিকৃষ্টতম জঘন্য ষড়যন্ত্রের বলি কোটা আন্দোলনে নিহত নিস্পাপ ছাত্ররা। এ রকম ধোকার শিকার হওয়ার ঘটনা দুনিয়ায় বিরল।
ইতিহাসের নিকৃষ্টতম স্থানে থাকবে ভুয়া কোটা আন্দোলনের তথাকথিত সমন্বয়করা । জুলাই-আগষ্টের সমস্ত হত্যা তারা বিভিন্ন উপায়ে ঘটিয়েছে ক্ষমতা দখলের জন্য-
ঘটনা প্রবাহ প্রমান করে সমন্বয়করা নরপশু-
২০১৮ সালে জামাত-শিবির কতিপয় মেধাবী শিক্ষার্থীদের পিছনে প্রশিক্ষনপ্রাপ্ত শিবির কর্মীদের লিপ্ত করে দিয়ে কোটা আন্দোলনের সুচনা করে। এটা অব্যার্থ অস্ত্র ।
১। সবকিছু আঁচ করতে পেরে শেখ হাসিনা সরকার ২০১৮ সালে প্রজ্ঞাপন জারী করে কোটা ব্যবস্থা বাতিল করে ষড়যন্ত্র ব্যার্থ করে দেয়। কোটা বন্ধ হযে যায়।
সরকারের একতরফা সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে কোটার পক্ষে আদালতে যায় অতিতের কোটাসুবিধা প্রাপ্তরা।
২। ২০২৪ সালে আদালত সরকারের ২০১৮ সালের কোটা বাতিলের প্রজ্ঞাপনটি স্থগিত ঘোষনা করে। ফলে কোটা আবার চালু হয়। সরকার আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে এবং ছাত্রদের ধৈর্য ধারন করার আহব্বান জানায়। আদালত অবমাননার দায় এড়াতে সরকার নতুন প্রজ্ঞাপন দেয়া থেকে বিরত থাকে। কিন্তু ষড়যন্ত্র সময় দিতে নারাজ। কারনঃ সাধারন শিক্ষার্থীরা মুল ঘটনা জানতে পারলে ভেস্তে যাবে সব ষড়যন্ত্র। এটা জাতীয় সংসদের বিষয়ও ছিলো না। কোটা তখন সম্পুর্ন বিচার বিভাগের হাতে।
সমন্বয়কদের ১৮ তারিখের শাটডাউন ছিলো ছাত্রদের হত্যা করে সরকার কে সরানোর ষড়যন্ত্রের অংশ। শাটডাউন বা কোটা আন্দোলনের কোন প্রয়োজন ছিলোনা।
বিচার বিভাগ কোটা সংস্কার রায় দেয় ২২ জুলাই।
এ কারনেই ইতিহাসের সবচেয়ে নিকৃষ্টতম স্থানে নাম থাকবে এই কয়েকজন নরপশুর।
২৪ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:১৪
নতুন পাপী০০৭ বলেছেন: আপনার এই মন্তব্যকে বিদ্রুপাত্মক হিসেবেই ধরে নিলাম।
৪| ২৪ শে আগস্ট, ২০২৪ সকাল ১০:৫১
রানার ব্লগ বলেছেন: এই পোস্ট টা কে অনুসরণ করছি । দেখার আছে অনেক কিছু !!!
২৪ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:১৬
নতুন পাপী০০৭ বলেছেন: দেখে যান বস।
৫| ২৪ শে আগস্ট, ২০২৪ সকাল ১১:০৮
কিরকুট বলেছেন: চোরের কাতারে কার নাম আগে আসবে ?
হাসিনা না খালেদা ।
মুজিব কে ছেড়ে দিন উনি ওনার কাজ সম্পন্ন করে দেহ মায়া ত্যাগ করেছেন ।
পাকি দের ফাঁক ফাকা ফাঁক কথার কোন দাম নাই ।উহা নিয়ে সময় নষ্ট করার কোন অর্থ নাই ।
২৪ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:২০
নতুন পাপী০০৭ বলেছেন: চোরের নামের লিষ্ট করলে নামের অদ্যাক্ষর হিসেব করলে জনাবা খালেদার নাম আগে আসবে। আর নতুন থেকে পুরাতনের ফিল্টার করলে জনাবা হাসিনার নাম আগে আসবে।
কথায় আছে না, মানুষ বাঁচে তার কর্মের মধ্যে। তাই দেহত্যাগ করলেও, কর্মের কারনে বাঙালী তাকে টানবেই।
ওদেরকে নিয়ে তেমন মাথাব্যথা নেই, তবে আমাদের কাউকে ওদের কথায় না টানলেই হলো।
অসংখ্য ধন্যবাদ মন্তব্যের জন্য।
৬| ২৪ শে আগস্ট, ২০২৪ সকাল ১১:১৬
শিশির খান ১৪ বলেছেন: লেবু বেশি কচলালে তিতা হয় উনার ক্ষেত্রে তাই হইছে ,উনি কিন্তু বাংলাদেশে বহু দলীয় রাজনীতি বাতিল করে বাকশাল শাসন প্রতিষ্ঠা করেছিলো সেটা নিশ্চই জানেন। উনার নির্দেশে রক্ষী বাহিনী নামে একটি আধা সামরিক বাহিনী গঠন করা হয়। এই বাহিনীটি রাজনৈতিক হত্যা, ডেথ স্কোয়াড দ্বারা গুলি ,এবং ধর্ষণ সহ মানবাধিকার লঙ্ঘনের অসংখ্য অভিযোগে জড়িত ছিল।এটি ছিলো ক্ষমতাসীন আওয়ামী লীগের সশস্ত্র শাখা।
২৪ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:২৩
নতুন পাপী০০৭ বলেছেন: হ্যা, তিনি যেটা করেছেন, সেটার জন্য তিনি প্রসংশিত কিংবা তিরস্কৃত হবেই।
মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।
৭| ২৪ শে আগস্ট, ২০২৪ দুপুর ১২:২৮
নতুন বলেছেন: ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, যিনি পাকিস্তানবিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন তাঁর করুণ পরিণতি ভোগ করেছেন। শেখ মুজিবুর রহমান এই অবিভক্ত পাকিস্তানকে দুই ভাগ করেছিলেন।
উনার এতো বেশি বোঝার দরকার নাই। বাংলাদেশের জনগন পাকি প্রধানমন্ত্রীর কথা শোনার জন্য বসে নাই।
পাকি শব্দটাতেই বেশিরভাগ বাংলাদেশীর এলার্জি আছে সেটা উনাকে জানাতে হবে।
২৪ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:২৪
নতুন পাপী০০৭ বলেছেন: সেটাই। আমাদের কাউকে নিয়ে তাদের মাথা ঘামানোর কোন প্রয়োজন নেই।
ধন্যবাদ মন্তব্যের জন্য।
৮| ২৪ শে আগস্ট, ২০২৪ রাত ৮:০১
এস.এম.সাগর বলেছেন: বাউন্ডেলে বলেছেন: ইতিহাসের সবচেয়ে নিকৃষ্টতম জঘন্য ষড়যন্ত্রের বলি কোটা আন্দোলনে নিহত নিস্পাপ ছাত্ররা। এ রকম ধোকার শিকার হওয়ার ঘটনা দুনিয়ায় বিরল।
ইতিহাসের নিকৃষ্টতম স্থানে থাকবে ভুয়া কোটা আন্দোলনের তথাকথিত সমন্বয়করা । জুলাই-আগষ্টের সমস্ত হত্যা তারা বিভিন্ন উপায়ে ঘটিয়েছে ক্ষমতা দখলের জন্য
তাহলে খুনি মফিয়া স্বৈরাচার নরপিচাস হাসিনার স্থান কোথায় হবে?
৯| ২৪ শে আগস্ট, ২০২৪ রাত ১০:৫২
নতুন পাপী০০৭ বলেছেন: বাউন্ডেলে ভাইয়ের কথাগুলিকে আমি Irony হিসেবেই নিয়েছি।
হাসিনার কোন স্থান নেই, তিনি তো স্থান-কাল-পাত্রের উর্ধ্বে।
১০| ২৫ শে আগস্ট, ২০২৪ দুপুর ১২:৫৩
ধুলো মেঘ বলেছেন: শাহবাজ শরিফের এই অর্বাচীন বক্তব্যের প্রতিবাদে কি কোন হ্যাশট্যাগ চালু হয়েছে? ফেসবুক এক্সে এইটার শক্ত প্রতিবাদ হওয়া দরকার।
২৫ শে আগস্ট, ২০২৪ দুপুর ১:৫২
নতুন পাপী০০৭ বলেছেন: আপাতত কোন হ্যাসট্যাগ চালু নেই। শেখ পরিবারের উপরে তৈরী হওয়া রাগ এখনো কমেনি, তাই সবাই আপাতত মৌনভাবে প্রতিবাদ করতেছে। বাঙালীর রাগ থামলে হয়তো এটারও প্রতিবাদ করবে।
১১| ২৬ শে আগস্ট, ২০২৪ দুপুর ১২:১৭
ধুলো মেঘ বলেছেন: এস এম সাগর, বাউন্ডেলে চাইছে ষড়যন্ত্রের বলি শেখ হাসিনাকে হাতে পায়ে ধরে রাজী করে আবার এই দেশের প্রধানমন্ত্রী পদে বসিয়ে দেন, তার কাছে ক্ষমা চান। সব মূর্তিগূলোকে আবার গরে দেন। ৩২ নং বাড়িটি আবার রং টং করে সুন্দর করে গড়ে দিন।
যারা আয়নাঘর থেকে বেরিয়েছে, তাদেরকে আবার ঢুকিয়ে এই রিলেটেড যত নিউজ ছিল - সব ভুলে যান। আর কোটা আন্দোলনে য৩ হাজারখানিক মানুষ মারা গেছে - ষড়যন্ত্র মনে করে সেটাও ভুলে যান।
২৭ শে আগস্ট, ২০২৪ সকাল ১০:৫২
নতুন পাপী০০৭ বলেছেন: আমি বাউন্ডেলে ভাইয়ের মন্তব্যকে আইরনি হিসেবেই নিয়েছি।
©somewhere in net ltd.
১| ২৪ শে আগস্ট, ২০২৪ সকাল ১০:০৭
কাঁউটাল বলেছেন: পাকিস্তান জিন্দাবাদ