নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের অনুভুতিগুলোকে চোখের সামনে বর্ণমালার সমষ্টিরূপে দেখতে ভালোবাসি

নৈরীতা

নিজের অনুভুতিগুলোকে চোখের সামনে বর্ণমালার সমষ্টিরূপে দেখতে ভালোবাসি।

নৈরীতা › বিস্তারিত পোস্টঃ

ধর্মের নামে সন্ত্রাস!

০৭ ই মার্চ, ২০১৮ সকাল ১১:২০

আমাদের বাংলাদেশে এখন খুন হওয়ার সংবাদ কোন অবাক করা সংবাদ নয়। কেননা আমাদের জন্য এসব এখন ডাল ভাত।
কয়েকদিন আগেই আমাদের সবার প্রিয় জাফর ইকবাল স্যারের উপর হামলা হয়ে গেল। যে অমানুষদের ইচ্ছা স্যার কে শেষ করে দেওয়া, তাদের একটাই কথা তিনি ধার্মিক নন। তিনি নাস্তিক!
প্রথমত, তারা এত ধর্ম ধর্ম করে অথচ এই ব্যাপারটা তাদের মত গুণীজনের কিভাবে জানা নেই আমি বুঝি না যে আমাদের ধর্মে কাউকে আস্তিক বা নাস্তিক ঘোষণা দেওয়ার অধিকার আল্লাহ কোন মানব জাতিকে দেননি। এটা স্বয়ং আল্লাহ নির্ধারন করবেন কে আস্তিক আর কে নাস্তিক।
দ্বিতীয়ত, আমাদের ধর্মে কোন একজন মানুষকে মেরে ফেলা পুরো মানবজাতিকে মেরে ফেলার সমান। অথচ এই সো কোল্ড ধার্মিক গোষ্ঠী এই ঘৃণ্য হত্যাকেই বেঁছে নিল??
ধর্মের 'ধ' না জানা মানুষ(!?) কি না স্যারকে ধর্ম শিখাতে আসে! :-&
এই পাপীদের দৃষ্টান্তমূলক শাস্তির আশা রাখি!

মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৭ ই মার্চ, ২০১৮ সকাল ১১:৪৫

জুনায়েদ বি রাহমান বলেছেন: মোল্লা সাহেবদের ভুলভাল ব্যাখ্যা ধর্মভীরুদের এসব অপকর্ম করতে ইন্ধন যোগাচ্ছে। সচেতনতা হতে হবে, করতে হবে।

০৮ ই মার্চ, ২০১৮ সকাল ৮:৫২

নৈরীতা বলেছেন: একমত!
ধর্ম পালনে আমিও বিশ্বাসী, তবে ভুলকে প্রশ্রয় না দিয়ে এগিয়ে যাক সবাই!

২| ০৭ ই মার্চ, ২০১৮ সকাল ১১:৪৯

কামরুননাহার কলি বলেছেন: জানিনা যারা এই সব খুনা-খুনি করে তারা আসলে ধার্মিক কি না!!!! নাকি ধর্ম নামে বিশৃংঙ্খলা সৃষ্টি করছে।

০৮ ই মার্চ, ২০১৮ সকাল ৮:৩৪

নৈরীতা বলেছেন: এটাই আপু। এদের খুব ঘৃণা হয়!

৩| ০৭ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:২৫

জাহাঙ্গীর কবীর নয়ন বলেছেন:
মুসলমানদের সমাজের মধ্যেই বহু জঙ্গিবাদের বহু উপকরণ আছে। আর কোনও ধর্মে বোমা হামলা করার আগে সৃষ্টিকর্তার মহিমা ঘোষণা (আল্লাহু আকবার) বলার নজির আছে কি?

জঙঙ্গিবাদ নয়, ভালো শব্দটি হচ্ছে জিহাদী মুসলমান। এবং ধর্মপ্রচারে জিহাদ ইসলামে ফরজ বলে দাবী করা হয়। জঙ্গী এর উৎপত্তি ফারসী জঙ থেকে যার অর্থ যুদ্ধ। জঙ্গী মানে যোদ্ধা। ইসলামের নামে যুদ্ধকারীকে জিহাদী বলা হয়।

০৮ ই মার্চ, ২০১৮ সকাল ৮:৪০

নৈরীতা বলেছেন: ইসলাম শান্তির ধর্ম।
আর জিহাদ অন্য ব্যাপার, একটা পবিত্র ব্যাপার। এর সাথে জাফর স্যারের উপর হামলা কে এক করা মোটেও শ্রেয় নয়। ইসলামের দাওয়াত এর কথা শোনেছেন নিশ্চই? যারা ধর্ম প্রচারের ইচ্ছা রাখে তারা ধর্মের সৌন্দর্য মানুষের কাছে তুলে ধরে। মানুষকে ভয় দেখিয়ে ধর্মের প্রচার হয় না ভাইয়া!

৪| ০৭ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৫৩

জেকলেট বলেছেন: দুই পক্ষের ই ধর্ম জ্ঞানের চুড়ান্ত অভাব রয়েছে।

০৮ ই মার্চ, ২০১৮ সকাল ৮:৫৩

নৈরীতা বলেছেন: বুঝলাম না?

৫| ০৭ ই মার্চ, ২০১৮ দুপুর ১:৩৯

আরিফুল-ইসলাম বলেছেন: ল্যাপটপ অতিরিক্ত গরম হওয়া থেকে বাঁচাতে কী করবেন ?
more this video

৬| ০৭ ই মার্চ, ২০১৮ দুপুর ১:৫৯

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: কতিপয় বদমায়েসের জন্য কেন ধর্মকে দোষারোপ করছেন? পরমানুর আবিস্কার হয়েছিল মানব কল্যাণের জন্য কিন্তু তা এখন ব্যবহার হচ্ছে মানব ধ্বংসে; সেটা কি পরমানুর দোষ না ব্যবহারকারীর দোষ? উত্তর দেবেন আশা করি।

০৮ ই মার্চ, ২০১৮ সকাল ৮:৩২

নৈরীতা বলেছেন: আমি ধর্মকে দোষারূপ করতে চাইনি মোটেও! আমি বোঝাতে চেয়েছি, যারা হামলা করে আর বলে ধর্মের কারণে তারা কারো উপর হামলা করেছে, সেটা কেন বলবে? ওদের এই ব্যাখ্যার কারণে আমাদের ধর্মের ও বদনাম হচ্ছে, এটাই আমি বলতে চেয়েছি।
ধর্মের আড়ালে নিজেদের নোংরা মুখ ঢাকা দিয়ে তারা পুরো সমাজে ধূল ছুড়ছে। এটা মেনে নিতে কষ্ট হয় ভাইয়া। :)

৭| ০৭ ই মার্চ, ২০১৮ দুপুর ২:১০

বারিধারা ২ বলেছেন: ধর্মের জন্যই যে জাফর ইকবালকে হত্যা করার চেষ্টা করা হয়েছে - এই তথ্য আপনাকে দিল কে? আর ঐ গাধার বাচ্চা নয়ন কি সামুর স্পেশাল এসাইনমেন্ট? বার বার রিপোর্ট করার পরেও এডমিন তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেনা কেন?

০৮ ই মার্চ, ২০১৮ সকাল ৮:৫২

নৈরীতা বলেছেন: এই সব রাহাজানির মূলে যে বা যারা আছে তাদের বিনাশই আমরা সবাই চাই!
কারণটা কি ছিল? যদি আমি ভুল হয়ে থাকি জানাবেন আশা রাখি__

৮| ০৭ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:১০

আবু তালেব শেখ বলেছেন: জেকলেট/বারীধারা মন্তব্যে সহমত।

জাহাংগির নয়ন নামের ভাইরাসের বিরুদ্ধে ব্যবস্হা নেয়া সামুর কর্তব্য বলে মনে করি

৯| ০৭ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:০৯

রাজীব নুর বলেছেন: এই সব ভন্ডের বিচার করবেন আল্লাহ।

০৮ ই মার্চ, ২০১৮ সকাল ৮:৫৫

নৈরীতা বলেছেন: আশা রাখি ভাই! :)

১০| ০৭ ই মার্চ, ২০১৮ রাত ১০:৫১

হাসান কালবৈশাখী বলেছেন:
ধর্মের জন্যই যে জাফর ইকবালকে হত্যা করার চেষ্টা করা হয়েছে - এই তথ্য আপনাকে দিল কে?

খুনি নিজেই বলেছে।
আর আপনাদের মত বেহায়া খুনির সমর্থকরা বছরের পর বছর স্যারকে ষাঁড়, সেকুলাংগার বলে গালাগাল করে গেছেন। এখন ভদ্র সাজলে লাভ হবে না।

০৮ ই মার্চ, ২০১৮ সকাল ৮:৪৬

নৈরীতা বলেছেন: "আর আপনাদের মত বেহায়া খুনির সমর্থকরা " - ভালো বলেছেন ভাইয়া।

১১| ০৮ ই মার্চ, ২০১৮ সকাল ৯:৩৭

বারিধারা ২ বলেছেন: হাসান কালবৈশাখী বারবার আপত্তিকর মন্তব্য করার পরেও সামু তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছেনা দুই কারণেঃ
- তিনি সরকার পক্ষের লোক
- উনি সুযোগ পেলেই চেতনার আড়ালে ইসলামী রীতি নীতির ছিদ্র অন্বেষণ করে বেড়ান, সামু উপরে উপরে বিরোধিতা করলেও এ ধরণের ব্লগারদের ক্ষেত্রে স্পেশাল ছাড় (!) দেয়।

বেহায়া খুনি বলছেন কেন? খুনি কি কাপড় খুলে খুন করতে এসেছিল? আর আমি খুনের সমর্থন করেছি - এই তথ্য আপনি কোথায় পেলেন? খুনি কখন বলেছে সে ধর্ম রক্ষা করতে হত্যা প্রচেষ্টা করেছে? যদি বলেও থাকে, তা বিশ্বাস করতে হবে কেন? তার তো অন্য কোন উদ্দেশ্যও থাকতে পারে, যা গোপন করার জন্য ধর্মের উপর দোষ চালিয়েছে!

০৮ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:২১

নৈরীতা বলেছেন: বাইরের দেশগুলোতে মুসলিমদের এখন খারাপ চোখে দেখা হয়, এটা মানেন ত??
ধর্মের উপর দোষ চাপিয়ে, তারা ধর্মের বদনাম করতে সফল ত হচ্ছে। আর প্রতিটা নিউস চ্যানেল এ খেয়াল রাখুন। আশা করি বুঝতে পারবেন কি বলতে চাচ্ছি। ধন্যবাদ...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.