![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Child sex abuse (শিশু যৌন নিপীড়ন) আমাদের সমাজের এক জঘন্য সমস্যা।এর বেশির ভাগ ঘটনা আমাদের চোখের আড়ালে থেকে যায়।বেশ কিছুদিন থেকে এই বিষয়টি নিয়ে ঘাটাঘাটি করছি, কিভাবে এর সমাধান করা যেতে পারে বন্ধুদের সাথে এই নিয়ে কথা বলছি।কথা বলতে গিয়ে জানতে পারি আমার এক বন্ধু, আমার সাথে ইঞ্জিনিয়ারিং এ পড়ে, সে এই সেক্স এবিউজ এর মত জঘন্য ঘটনার শিকার।তাকে অনেক বলে কয়ে এই বিষয়ে একটা সাক্ষাৎকার নেই।সেখানে সে তুলে ধরে তার জীবনের ঘটে যাওয়া সেই ঘটনা।আশা রাখি এই সাক্ষাৎকার আপনাদের কিছুটা হলেও সচেতন হতে সহায়তা করবে।সাক্ষাৎকারটি নিচে দেয়া হল …
দোস্ত সেক্স এবিউজের ঘটনাটা তোর জীবনের এক জঘন্য অধ্যায়।যখন তুই এটার শিকার হয়েছিলি তখন তোর বয়স কত ছিল??
___বয়স, ১২ কিংবা ১৩।
সে সময় কি তোর সেক্স সম্পর্কে কোন idea ছিল??
___ছোট হলেও আমি সেক্স সম্পর্কে জানতাম।নিজের শরীর সম্পর্কে ধারনা ছিল।
এখন আসল ঘটনায় আসি। তুই কার দ্বারা এবিউজ এর শিকার হয়েছিল??
___আমার ভাবী।ফুফাত ভাইয়ের বউ।তাদের তখন নতুন বিয়ে হয়েছিল।
সেদিন কি হয়েছিল ঘটনাটা একটু বিস্তারিত বলবি??
___ সেদিন ছিল আমার নিজের দাদার ১ম মৃত্যুবার্ষিকী।গ্রামের বাড়িতে সব আত্মীয়স্বজঙ্কে দাওয়াত করা হয়েছিল মিলাদ-মাহফিল এর জন্য।সবাই এসেছিল।সেই রাতে আমি আর সজীব(সমবয়সী) রাতে খেয়ে দেয়ে টিভি দেখতে যাই। সেখানে দুই চাচুর সাথে আমরা দুজন টিভি দেখছিলাম।কিছুক্ষন পর দুই চাচু ঘুমানোর জন্য চলে যান।আমি আর সজিব টিভি দেখছি। সেই ভাবি তখন এসে আমাদের সাথে টিভি দেখতে বসে। আমি বলি “তুমিও টিভি দেখবে”। ওনি রসিকতা করে বলেছিলেন “মেয়েদের বুঝি টিভি দেখতে নেই”।
কিছু সময় পর আমার ঘুম পেলে আমি আম্মুরে গিয়ে বলি।আম্মু আমাদের দাদুর(দাদুর ছোটভাই-ওনি সেদিন বাসায় ছিলেন না)ঘরে গিয়ে দাদির সাথে ঘুমাতে বলেন। আমরা রুমে গিয়ে দেখি কেউ নেই, মনে করলাম দাদি বুঝি অন্য ঘরে ঘুমিয়েছে। আম্অরা শুয়ে পড়লাম। কিছুক্ষন পর আমার সেই ভাবি এসে উপস্থিত।তিনি আমাদের সাথে ঘুমাবেন।এসে আমাদের দু’জনের মাঝে শুয়ে পড়লেন। লাইট অফ।প্রায় আধা ঘন্টা পর উনি আমার হাত্টা নিয়ে তার বুকে দিলেন।এর মধ্যে সজিব ঘুমিয়ে গেছে।আমি ভাবীরে বললাম “তুমি মানুষ হিসাবে অনেক খারাপ” আমার কথা গ্রাহ্য না করে আমার সাথে সারারাত কিনা কি করল।আমি কিছুই বলতে পারলাম না।মুখ বুঝে সহ্য করলাম।ভোর রাত পর্যন্ত চলল এ অত্যাচার।
পরে কাউকে এই ঘটনার কথা বলেছিলি??
__হুম, শুধু আমার এক ছোট চাচুকে। তার সাথে আমি সব কিছু শেয়ার করতাম।
আমার জানামতে তুই তোর বাবা-মায়ের সাথে অনেক ফ্রি, তারপরও তাদের বলতে পারলি না কেন???
___এমনিতে আমার ভয় করছিল।এছাড়া আমার সেই চাচু কাউকে এঘটনা না বলার জন্য বলছিল।তার তিনটি কারন ছিল…
১)এটা বলে দিলে আমার ভাইয়ের সংসার টিকবে না
২)আমাদের পরিবার ও বংশের বদনাম হবে
৩)আমি নিজে সমস্যায় পড়তে পারি, কেউ আমার কথা বিশ্বাস নাও করতে পারে
আমি তার কথা মেনে কাউকে জানাইনি।
এই ঘটনা তোর জীবনে কি রকম প্রভাব ফেলেছিল??
__প্রভাব কিছুটা ফেলেছিল, তবে তেমন কিছু না। আমার সে চাচুর কাছ থেকে প্রচুর support পেয়েছিলাম আর সেক্স সম্পর্কে আমার আগে থেকে ধারনা ছিল যেটা আমাকে সহযোগিতা করেছে। আমার মনে হয়েছিল যা হয়েছে তা ভুলে যাওয়া ভালো।
আমাদের সমাজের অনেকেই এরকম এবিউজের শিকার হয়।তাদের অনেকের জীবনে বড় হয়েও এর এফেক্ট থাকে।তারা কিভাবে এ থেকে বের হয়ে আসতে পারবে, এ বিষয়ে কোন পরামর্শ???
___জীবনে এরকম ছোট কিংবা বড় বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে।এই গুলো জীবনের পথে কাঁটা বানালে নিজের পথটা আরো কঠিন হবে।নিজের কষ্টকে চেপে রেখে উপরে উঠে দেখিয়ে দিতে হবে আমরাও পারি।এক্ষেত্রে মনবল অনেক মজবুত করতে হবে।
Child sex abuse রোধে আমরা কি করতে পারি, এ ব্যাপারে তোর মতামত কি??
____প্রথমত আমাদের সবাইকে পারিবারিক ভাবে সচেতন হতে হবে, অনেক সজাগ থাকতে হবে। ২য়ত, সেক্স সম্পর্কে শিশুদের ভালো ধারনা দিতে হবে।এরকম ঘটনা থেকে কিভাবে শিশুরা বাচতে পারবে তা গল্পাকারে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা যেতে পারে।শিক্ষকদের এ বিষয় গুলো গুরুত্ব সহকারে পড়াতে হবে। অনেক শিক্ষক গোড়ামীর কারনে এই টপিকগুলো বাদ দেন তাই বললাম। ৩য়ত,পারবারিক বা সামাজিক অনুষ্ঠাণে সন্তানদের নিজেদের কাছাকাছি রাখতে হবে বিশেষত তাদের প্রতি নজর দিতে হবে।আর আমাদের সংবিধান মোতাবেক যে শিশু নির্যাতন আইন আছে তা কার্যকর করার জন্য যথাযথ ব্যাবস্থা গ্রহন করতে হবে।
সবার প্রতি আর কিছু বলবি??
___একটা কথাই বলব শিশুদের না বলা শেখাতে হবে। তার চেয়ে যতই বড় হোক না কেন শিশু যেন অন্যায়ের সময় প্রতিবাদ করতে পারে তার জন্য এটা জরুরি। আর বাবা-মাকে অনেক অনেক সচেতন হতে হবে।
ধন্যবাদ তোকে
___ধন্যবাদ সবাইকে।।
Child sex abuse নিয়ে আমার আগের লেখাটি যারা পড়েন নি তারা নিচের লিঙ্কে গিয়ে পড়তে পারেন
Child Sex Abuse(শিশু যৌন নির্যাতন)ও প্রেক্ষাপট বাংলাদেশ, এর থেকে শিশুকে বাঁচানোর উপায়।
পরিশেষে, Child Sex Abuse(শিশু যৌন নির্যাতন) রোধে আমরা কি করতে পারি, পরিবার, সমাজ, কিংবা আইন কি করতে পারে সে বিষয়ে সবার সুচিন্তিত মতামত আশা করছি।
সবাই ভালো থাকবেন।
২৭ শে জুলাই, ২০১২ রাত ১২:২৫
আমি বন্য বলেছেন: ধন্যবাদ আপনাকে। আমার এই সাক্ষাৎকারের উদ্দেশ্যই হচ্ছে সবাইকে সচেতন করা। এটি রোধে কি করা যায় সে ব্যাপারে মতামত আশা করছি।
ভালো থাকবেন।
২| ২৭ শে জুলাই, ২০১২ রাত ১২:১৯
বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন: হুম বুজলাম ছেলেরা % এ হয় না বলেই চলে এর বেশি শিকার হয় মেয়েরা
আর এর জন্যই তশলিমা নাসরিনের মতো লেখিকার জম্ম হয় ...
২৭ শে জুলাই, ২০১২ রাত ১২:২৯
আমি বন্য বলেছেন: মেয়েরা বেশি শিকার হয় ঠিক আছে তবে ছেলেরাও কম হয় না। মেয়েদের ঘটনাগুলো আমাদের সামনে বেশি ফ্লাস হয় বলে আমরা শুধু মেয়েদের ঘটনা গুলো জানতে পারি।
এক সমীক্ষায় দেখা যায় যে সব শিশু যৌন হয়রানির শিকার হয় তাদের ৫২ ভাগ মেয়ে আর ৪৮ ভাগ ছেলে।
৩| ২৭ শে জুলাই, ২০১২ রাত ১২:২৯
আজব কবি বলেছেন: বাবা মাকে খেয়াল রাখতে হবে এ ব্যপারে । ভাল পোস্ট ।
২৭ শে জুলাই, ২০১২ রাত ১২:৩৫
আমি বন্য বলেছেন: ঠিক বলছেন।মা-বাবাই পারে তার সন্তানকে আগ্লে রাখতে।
ধন্যবাদ আপ্নাকে।
৪| ২৭ শে জুলাই, ২০১২ রাত ১২:৩৮
শ্লোগান মিছিল থেকে বলেছেন: ভাল লাগল এই ব্যাপারে সচেতন হওয়া উচিত
২৭ শে জুলাই, ২০১২ রাত ১২:৪৫
আমি বন্য বলেছেন: ধন্যবাদ আপ্নাকে।
৫| ২৭ শে জুলাই, ২০১২ রাত ১:৪৩
মেকগাইভার বলেছেন: আহারে ১৩ বছর বয়সে আমার যদি এরকম কোন ভাবি থাকতো !!!!
২৭ শে জুলাই, ২০১২ রাত ৩:৫৭
আমি বন্য বলেছেন: এবিউজকারীদের নিয়া মজা লন
৬| ২৭ শে জুলাই, ২০১২ রাত ১:৫৪
ফিউশন ফাইভ বলেছেন: সাক্ষাৎকারটি নিয়ে অসামান্য একটি কাজ করেছেন। শিশু যৌন নিপীড়নের রূপ যে কতোটা ভয়াবহ, সেটা জানে কেবল ভুক্তভোগীরাই। কারণ নিপীড়নের শিকার যে ভুক্তভোগী, তাকে মানসিকভাবে এর দুঃসহ ভার বয়ে বেড়াতে হয় পরবর্তী জীবনেও। এ বিষয়ে আরো লিখুন।
২৭ শে জুলাই, ২০১২ ভোর ৪:০২
আমি বন্য বলেছেন: ধন্যবাদ ফিউশন ফাইভ
আপানার কথার সাথে একমত।শুধু একজন ভুক্তভুগীই জানে তাকে কিরকম কষ্টের মধ্যে দিয়ে চলতে।এটা শারিরীক ও মানসিক দু'দিকে তার জন্য বাধা সৃষ্টি করে। পারিবারিক ভাবে সাপোর্ট পেলে অনেকে এটা কাটিয়ে উঠতে পারে।
৭| ২৭ শে জুলাই, ২০১২ রাত ২:১৭
ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: চমৎকার একটি পোস্ট, সচেতনতাই প্রতিরোধের হাতিয়ার।
২৭ শে জুলাই, ২০১২ ভোর ৪:০৪
আমি বন্য বলেছেন: সহমত সচেতনতাই প্রতিরোধের হাতিয়ার
এই সচেতনতা বৃদ্ধি জন্য আমাদের সচেতন গোষ্ঠীকে এগিয়ে আস্তে হবে, কাজ করতে হবে।
৮| ২৭ শে জুলাই, ২০১২ রাত ২:৩০
নেফেরতিতি বলেছেন: সাহস করে যে কথাগুলো বলছেন,প্রশংসা রইল।
২৭ শে জুলাই, ২০১২ ভোর ৪:০৫
আমি বন্য বলেছেন: ধন্যবাদ
ভালো থাকবেন।।
৯| ২৭ শে জুলাই, ২০১২ রাত ২:৩৩
জিনিয়ো বলেছেন: আপনের পোস্ট সঙ্কলিত পাতায় কেন যাবে??
সঙ্কলিত পাতায় যাইতে হলে(বেশির ভাগ ক্ষেত্রে)
১ ১৮+ লিখতে হয়
২ মালটি নিক দিয়ে কমেন্ট দিতে হয়
৩ সামুর গুন গান করতে হয়
৪ আউল ফাউল পোস্ট দিতে হয়
আমরা সামুর মডারেশন প্যানেল এর মত ছাগল না দেখে প্লাস দিলাম
এই টাইপ পোস্ট সঙ্কলিত হয় না
সঙ্কলিত হয় ১৮+ সুরসুরি দেয়া জোকস
২৭ শে জুলাই, ২০১২ ভোর ৪:০৭
আমি বন্য বলেছেন: পোস্ট সংকলিত না হলে সমস্যা নেই তবে কয়জনকে এই বিষয়ে সচেতন করতে পারলাম সেটাই মুখ্য।
ভালো থাকবেন জিনিয়ো
১০| ২৭ শে জুলাই, ২০১২ ভোর ৪:২০
আমার নাম ছিলোনা বলেছেন: বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন: হুম বুজলাম ছেলেরা % এ হয় না বলেই চলে এর বেশি শিকার হয় মেয়েরা
আর এর জন্যই তশলিমা নাসরিনের মতো লেখিকার জম্ম হয় ...
যদিও ব্যাপারটা অনেক দুঃখজনক কিন্তু বিকারগ্রস্থ এর শেষ লাইন পড়ে হাসি আটকাতে পারলাম না
১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩৩
আমি বন্য বলেছেন: হাসা ভালো তবে সব সময় না.।
১১| ২৭ শে জুলাই, ২০১২ ভোর ৪:২৪
ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: পোস্টতো সংকলিততে গিয়েছে দেখলাম
২৭ শে জুলাই, ২০১২ ভোর ৪:২৯
আমি বন্য বলেছেন: পরে মডু করেছে মনে হয়
১২| ২৭ শে জুলাই, ২০১২ সকাল ৮:২০
ডিগবাজি বলেছেন: আরে মেয়েরা এমন করলে তাকে বলে SEX AMUSE আর ছেলেরা বাচ্চা মেয়েদের সাথে এমনটি করলে তাকে বলে SEX ABUSE.
১৩| ২৭ শে জুলাই, ২০১২ সকাল ১০:২১
কাজী নায়ীম বলেছেন: আপনার বন্ধুকে অসংখ্য ধন্যবাদ তার নিজের জীবনের এমন একটি বিষয় শেয়ার করার জন্য। আপনাকেও ধন্যবাদ এমন একটি বিষয় শেয়ার করার জন্য।
আমার মনে হয় মা-বাবাদের উচিৎ সহজ ভাষায় তাদের ছেলে কিংবা মেয়েদের বুঝিয়ে বলা যে এরকম কোন ঘটনা ঘটলে তাদের বলার জন্য।
আমারা জানি না আপনার বন্ধুটির সেই ভাবী অন্য কোন বাচ্চার সাথে একই আচরন করেছেন কিনা। বন্ধুটি যদি তার মা-বাবা কে ব্যাপারটি বলতেন, হয়তো পারিবারিক ভাবেই কোন ব্যাবস্তা নেওয়া হত এবং পরিবারে অন্য কোন শিশু একই ভাবে আর নির্যাতিত হত না।
২৭ শে জুলাই, ২০১২ রাত ১১:০৬
আমি বন্য বলেছেন: আপনাকেও ধন্যবাদ। আপনার কথার সাথে একমত।
বন্ধুর ভাবিটির ব্যাপারে বলি, তার চরিত্র খারাপ অনেকেই জানে বিশেষত ভাই বাদে। আমার বন্ধু তাই তার থেকে দুরে থেকেছে। এর পরে দেখা হয়েছিল পাঁচ বছর পর।
আপনার শেষ লাইনের উওর, বন্ধু তখন যে পরিস্থিতে ছিল সেটা সে ছাড়া আর কারো বোঝা কঠিন।ও এখন মনে করে যা সিদ্ধান্ত নিয়েছিল তা খারাপ ছিল না।
১৪| ২৭ শে জুলাই, ২০১২ সকাল ১১:৩১
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ভাল লেখা,,,,,সচেতনমূলক পোস্ট।
আমি নিজেও শিশুদের নিয়ে কাজ করি,,,,,,,,,,,
শুধু বলবো শিশুদের সাক্ষাতকার প্রচার করার সময় শিশুর আসল নাম ঠিকানা প্রচার না করাই ভাল।
ভাল থাকেন নিরন্তর
২৭ শে জুলাই, ২০১২ রাত ১১:০৮
আমি বন্য বলেছেন: ধন্যবাদ। শিশুদের নিয়ে কাজ করেন শুনে ভাল লাগল।
আমি নাম ঠিকানা প্রচার থেকে বিরত আছি তো, আমি লেখার কোথাও তা উল্লেখ করি নি।
১৫| ২৭ শে জুলাই, ২০১২ রাত ১০:৩৭
ফারিয়া বলেছেন: পুরো বিষয়টা খুবি যন্ত্রনাদায়ক ভিক্টিমের জন্য!
২৭ শে জুলাই, ২০১২ রাত ১১:০৯
আমি বন্য বলেছেন: আসলেই যে ভিক্টিম সেই একমাত্র বোঝে এটা কতটা কষ্টদায়ক
ভালো থাকবেন
১৬| ২৭ শে জুলাই, ২০১২ রাত ১১:২৪
তৃণ বলেছেন: হুম।
১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩৩
আমি বন্য বলেছেন: হুম
১৭| ২৭ শে জুলাই, ২০১২ রাত ১১:৩৪
অন্ধ দাঁড়কাক বলেছেন: সচেতনতা খুবি জরুরী। অসুস্হ মানুষে সমাজ সয়লাব হয়ে যাচ্ছে
২৮ শে জুলাই, ২০১২ রাত ১২:২৪
আমি বন্য বলেছেন: ঠিক বলেছেন অসুস্হ মানুষে সমাজ সয়লাব হয়ে যাচ্ছে
এখনি সময় সমাজকে বদলে ফেলার।এজন্য আমাদের সচেতন মানুষদের একযোগে কাজ করতে হবে
ভালো থাকবেন
১৮| ২৯ শে জুলাই, ২০১২ রাত ১:৪৯
রুন বলেছেন: সচেতনমূলক পোস্ট। ভালো লাগলো ।
২৯ শে জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:২২
আমি বন্য বলেছেন: ধন্যবাদ
ভালো থাকবেন
১৯| ৩০ শে জুলাই, ২০১২ রাত ১২:২৮
যাযাবর৮১ বলেছেন: চমৎকার একটি পোস্ট+++++
সচেতনমূলক পোস্টের জন্য প্রশংসা রইল।
আছেন কেমন পোকেমোন শূণ্য শূণ্য সাত
শুভকামনা জানাই অসুক নব প্রভাত
২০| ৩০ শে জুলাই, ২০১২ রাত ১২:৩৫
যাযাবর৮১ বলেছেন:
চমৎকার একটি পোস্ট+++++
সচেতনমূলক পোস্টের জন্য প্রশংসা রইল।
আমি বন্য আপনার আগমনে ধন্য
লিখে যান প্রিয় সকলের জন্য
আছেন কেমন আমি বন্য ?
শুভকামনা আপনার জন্য
প্রথম মন্তব্য ভুলে হয়েছে ক্ষমা করবেন
৩০ শে জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:৩৩
আমি বন্য বলেছেন: ধন্যবাদ আপনাকে
কবিতাটি ভালো লেগেছে
সচেতনতামুলক কাজে এগিয়ে আসুন, আমারাই পারি সমাজটাকে বদলে দিতে.।
২১| ৩০ শে জুলাই, ২০১২ রাত ১২:৫১
রুদ্রাক্ষী বলেছেন: ব্যাপারটা খুবই দু্ঃখজনক ।
একটা ১২ বছরের ছেলে ও তার বন্ধুর সাথে সদ্যবিবাহিত একটা মহিলাএকই বিছানায় শুয়ে একজনের সাথে এমন করতে পারে????????
আসলে আমি এখানে সেই মায়েটির পারভারশনের কথাটা বলতে চাইছি,সে সদ্য বিবাহিন জীবনে আশাকরি, যৌনজীবনে অসুখী ছিলেন না যে তাকে একটা ছোট বাচ্চাকে নির্যাতন করতে হবে?
আর যদি তাই হয় তবে বলতে হবে মেয়েটা ভয়াবহ পারভারশনের শিকার যার জন্য সাইকোথেরাপি আছে ।কারন সে যদি বাচ্চা ছেলেদের প্রতি অনুরক্ত হয় তবে আপনার ফুফাত ভাই ,যিনি তার স্বামী তিনি হয়ত বন্চিত হবেন(সে সম্ভাবনাই বেশী)।এখন যেহেতু আপনার বন্ধু প্রাপ্ত বয়স্ক সেহেতু তার ফুফাত ভাইয়ের সাথে কথা বলা উচিৎ।
আপনার বন্ধুর প্রতি রইল সহমর্মিতা ।সেই সাথে বলব যৈন নিপিড়ণ হলে আগেই বলা উচিৎ চেপে না যেয়ে এটা সব ক্ষেত্রেই মংগল। কারন সেই ভাবীর চরিত্র যদি প্রকাশ হত তবে হয়ত আরও অনেকশিশু বেচে যেত অথবা তিনিও হয়ত চিকিৎসার সুযোগ পেত।এখন যদি তিনি ছোট ছোট বাচ্চার মা হয়ে থাকে আর এখনও ওনার সেই স্বভাব থেকে থাকে তবে সেই বাচ্চাদের বন্ধুদেরও তিনি নির্যাতন করতে পারেন।
তাই বলি হয়ত এখনও সময় আছ.............।আপনার বন্ধুর ফুফাত ভাইয়ের সাথে কথা বলুন।
০১ লা আগস্ট, ২০১২ রাত ১:১৩
আমি বন্য বলেছেন: আপনার গুরুত্বপুর্ন মতামতের জন্য ধন্যবাদ
এখানে কিছু প্রশ্নের উত্তর আমার বন্ধুর কাছ থেকে নিতে গিয়ে একটু দেরি হয়ে গেল
প্রথমত আজ থেকে প্রায় ১০ বছর আগে অই ঘটনাটি ঘটে। এখন সেই মহিলার দুটি সন্তান আছে। বন্ধুর কথামতে তিনি স্বামী সংসার নিয়ে সুখে আছে। আমার বন্ধু চায় না তাদের কোন সমস্যায় ফেলতে।
এখন ঘটনাটি ফ্লাস করলে শুধু সমস্যা বাড়বে বলে মনে করে আমার বন্ধু। তাই সে চায় না এটা নিয়ে আর কোন কিছু করতে।
২২| ০১ লা আগস্ট, ২০১২ দুপুর ১:১২
তিথির অনুভূতি বলেছেন: সচেতনমূলক পোস্টের জন্য ++
বিকারগ্রস্থ লোকদের আরোগ্য কামনা করছি
০১ লা আগস্ট, ২০১২ বিকাল ৪:৫৯
আমি বন্য বলেছেন: আপনাকেও ধন্যবাদ
তিথির অনুভূতি বলেছেন
বিকারগ্রস্থ লোকদের আরোগ্য কামনা করছি
২৩| ০১ লা আগস্ট, ২০১২ রাত ৮:৫৬
তাহ্জীর ফাইয়াজ চৌধুরী বলেছেন: চমত্কার পোষ্ট !!!
পারিবারিক ও সামাজিক সচেতনতা বৃদ্ধি পাক!
০২ রা আগস্ট, ২০১২ রাত ১০:৫৯
আমি বন্য বলেছেন: আপনার কথার সাথে কথা মিলিয়ে বলতে চাই
পারিবারিক ও সামাজিক সচেতনতা বৃদ্ধি পাক!
ভালো থাকবেন
২৪| ০২ রা আগস্ট, ২০১২ দুপুর ২:৪৪
চেয়ারম্যান০০৭ বলেছেন: চমৎকার একটি পোস্ট+
০২ রা আগস্ট, ২০১২ রাত ১১:০৬
আমি বন্য বলেছেন: আরে চেয়ারম্যান সাব দেহি, ভালা আছেন নি, আমি তো মনে করলাম ভুলেই গেছেন।
ধন্যবাদ
আর একটা কথা জন্মদিনের খাওয়া তো খাওলেন না, একটা ইফতার পার্টি দেন খুশি হয়
২৫| ০২ রা আগস্ট, ২০১২ রাত ১০:০৩
অচেনা মেয়ে আমি বলেছেন: সচেতনতাই প্রতিরোধের হাতিয়ার।
০৩ রা আগস্ট, ২০১২ ভোর ৫:০৬
আমি বন্য বলেছেন: ঠিক বলেছেন
একমাত্র সচেতনতাই পারে আমাদের সমাজকে এর কালো ছোবল থেকে রক্ষা করতে
২৬| ০৩ রা আগস্ট, ২০১২ রাত ১২:১০
মেহেদী হাসান মানিক বলেছেন: ভাল পোস্ট ।সচেতনতা দরকার।
০৩ রা আগস্ট, ২০১২ ভোর ৫:০৭
আমি বন্য বলেছেন: ধন্যবাদ
ঠিক বলেছেন সচেতনতা দরকার।।
২৭| ০৫ ই আগস্ট, ২০১২ রাত ৮:৫১
যাযাবর৮১ বলেছেন:
বন্ধু দিবসে আপনাকে শুভেচ্ছা....................
--------------------------------------------------------------
আবার বন্ধু দেখা হবে(গীতি কবিতা)
তবে কি বন্ধু আবার দেখা হবে
দেখা হবে কি বন্ধু আবার তবে
প্রাণেতে কিছু কথা সুর আর গান
বেজে উঠে শুধু জেনো তা অফুরান
চায় পেতে আবার সেই হারানো সুখ
মনেতে বন্ধু শান্তি ফিরে আসুক।
তবে তাই হোক
--------------রবে না কোন কষ্ট শোক
তবে তাই হোক
--------------করো না কোন অনুযোগ
তবে তাই হোক
--------------রেখো না কোন অভিযোগ।
তবে কি বন্ধু আবার দেখা হবে
দেখা হবে কি বন্ধু আবার তবে
স্বপ্ন ছুঁয়ে যাবে আজকে প্রাণ
জেনে রেখো বন্ধুত্ব অনির্বাণ
হৃদয়ে হৃদয় রেখে ভুলে যাও দুখ
জীবনে বন্ধু মুক্তি ফিরে আসুক।
---------------------------------------------------------------
পূর্ণতার মাঝে জীবন সাজুক
অপূর্ণতার মাঝে পূর্ণতা আসুক।
শুভকামনা সর্বক্ষণ
থাকুক সুস্থ দেহ মন।
১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩৭
আমি বন্য বলেছেন: পূর্ণতার মাঝে জীবন সাজুক
অপূর্ণতার মাঝে পূর্ণতা আসুক।
শুভকামনা সর্বক্ষণ
থাকুক সুস্থ দেহ মন। B
©somewhere in net ltd.
১|
২৭ শে জুলাই, ২০১২ রাত ১২:১৯
আমি কানিজ বলেছেন: এই স্পর্শকাতর বিষয় নিয়ে আপনার লেখা ও সাক্ষাতকার দুটোই ভালো হয়েছে। আমাদের এ বিষয়টি নিয়ে অনেক বেশি সচেতন হতে হবে।আপনার বন্ধুটিকে ধন্যবাদ তার জীবনের এই ঘটনাটি সবার সাথে শেয়ার করার জন্য।