![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গাছের গোড়ায় গর্ত ক’রে ব্যাং বেঁধেছেন বাসা,
মনের সুখে গাল ফুলিয়ে গান ধরেছেন খাসা।
রাজার হাতি হাওদা-পিঠে হেলে দুলে আসে-
“বাপরে” ব’লে ব্যাং বাবাজি গর্তে ঢোকেন ত্রাসে!
রাজার হাতি মেজাজ ভারি হাজার রকম চাল;
হঠাৎ রেগে মটাং ক’রে ভাঙলো গাছের ডাল।
গাছের মাথায় চড়াই পাখি অবাক হ’য়ে কয়-
“বাসরে বাস্! হাতির গায়ে এমন জোরও হয়”!
মুখ বাড়িয়ে ব্যাং বলে, “ভাই, তাই তো তোরে বলি-
আমরা, অর্থাৎ চার-পেয়েরা এম্নি ভাবেই চলি”।।
২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৬
ধ্রুবজ্যোতি বলেছেন: শুভ রাত্রী!
২| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০১
মনোয়ার মিলন বলেছেন: "BORAI"TA JOTIL HOISE BAYNG ER!!! KENO JANINA MONE HOSSE AIROKOM BAYNG BASTOBEO HOR-HAMESHAI DEKHSI/SHUNSI!
VALO LAGLO ONEK. SHARE E DILAM.
২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১১
ধ্রুবজ্যোতি বলেছেন: অনেক ধন্যবাদ মনোয়ার মিলন ভাই!
©somewhere in net ltd.
১|
২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪১
মাহী ফ্লোরা বলেছেন: এত দারুন করে লিখতেন সুকুমার রায়! দিনের শেষ পোষ্ট পড়ে এখন মন ভাল করে ঘুমুতে যাই।