![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“এক যে রাজা” – “থাম না দাদা,
রাজা নয় সে, রাজ পেয়াদা।“
“তার যে মাতুল” – “মাতুল কিসে?
সবাই জানে সে তার পিসে।“
“তার ছিল এক ছাগল ছানা” –
“ছাগলের কি গজায় ডানা’ –
“একদিন তার ছাতের ‘পরে” –
“ছাত কোথা হে টিনের ঘরে?”
“বাগানের এক উড়ে মালী” –
“মালী নয়ত? মেহের আলি –“
“মনের সাধে গাইছে বেহাগ” –
‘বেহাগ তো নয়? বসন্ত রাগ”
“থোও না বাপু ঘ্যাঁচা ঘেঁচি” –
“আচ্ছা বল চুপ করেছি।“
“এমন সময় বিছ্না ছেড়ে,
হঠাৎ মামা আসল তেড়ে,
ধরল সে তার ঝুঁটির গোড়া –“
“কোথায় ঝুঁটি? টাক যে ভরা।“
“হোক না টেকো তোর তাতে কি?
লক্ষীছাড়া মুখ্যু ঢেঁকি!
ধরব ঠেসে টুঁটির ‘পরে,
পিটব তোমার মুন্ডু ধরে-
কথার উপর কেবল কথা,
এখন বাপু পালাও কোথা?”
২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৪
ধ্রুবজ্যোতি বলেছেন: দারুণ লিখতেন উনি!!!সহমত!
২| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪০
তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন: আম্মুর মুখে শোনা সব চাইতে প্রিয় একটা ছড়া...।
এখনও অনেক প্রিয় ...
প্লাস ...
২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৬
ধ্রুবজ্যোতি বলেছেন: অনেক ধন্যবাদ!!!
৩| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৭
তামিম ইবনে আমান বলেছেন: আমিও প্লাস দিয়েচিলাম কিন্ত!
২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৪
ধ্রুবজ্যোতি বলেছেন: হা হা...! আপনার প্লাস পোস্ট দাতা হিসেবে সমস্ত হৃদয় দিয়ে গ্রহণ করলাম!
৪| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০১
স্নিগ্ধ শোভন বলেছেন:
সুন্দর ছড়া ।
২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৭
ধ্রুবজ্যোতি বলেছেন: "সমগ্র শিশু সাহিত্য" সুকুমার রায়।
বইটি কিনে ফেলুন! দারুণ সব লেখা পাবেন!!!
৫| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৪
আমিনুর রহমান বলেছেন: বাবুরাম সাপুড়ে,
কোথা যাস্ বাপুরে ?
আয় বাবা দেখে যা,
দুটো সাপ রেখে যা !
যে সাপের চোখ নেই,
শিং নেই নোখ্ নেই,
ছোটে না কি হাঁটে না,
কাউকে যে কাটে না,
করে নাকো ফোঁস ফাঁস,
মারে নাকো ঢুঁশঢাঁশ,
নেই কোন উৎপাত,
খায় শুধু দুধ ভাত-
সেই সাপ জ্যান্ত
গোটা দুই আনত ?
তেড়ে মেরে ডাণ্ডা
ক'রে দেই ঠাণ্ডা ।
আমিও দিলাম আমার একটা পছন্দের ছড়া।
+++
৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১১
ধ্রুবজ্যোতি বলেছেন: এইরকম সাপকেই তো ঠান্ডা করা সহজ!!! অনেক অনেক ধন্যবাদ আমিনুর রহমান ভাই!
৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫১
তুন্না বলেছেন: ছোটো বেলার দিন গুলো খুব মজার ছিল...
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৯
ধ্রুবজ্যোতি বলেছেন: একদম ১০০ ভাগ সত্যি!!!
©somewhere in net ltd.
১|
২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৮
তামিম ইবনে আমান বলেছেন:
সত্যিই উনি একজন বস লেখক