নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনুভুতি প্রকাশক।

এন.আর মাহমুদ

নিঃশব্দ কথার ভাষা প্রকাশেই আমার এই ব্লগ।

এন.আর মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

হয়তো নীলচে বিষাদ

৩১ শে মার্চ, ২০১৬ রাত ১২:২১



যদি কারো অপেক্ষায় কাঁথা টার এক
কোণটা টেনে দিয়ে দেহাংশটা ঢেকে,
নিরব তম রাতের শেষ প্রহরের ছোয়া পেতে হয়।
জোসনা বিহীন কালো রাতের সংগী হতে হয়।
ছাদের এক কোনে বসে অদূরে জ্বলে থাকা
ল্যাম্প পোষ্টের আলোর ঝলকানি টাই
সূর্য্যের হাসি ভেবে নিতে হয়।
যে হাসির সৌন্দর্য বেশি সময় পরক করা যায় না।
তার আগেই চোখ ফিরে যায়।
ল্যাম্প পোষ্ট টাকে অপলক দেখতে দেখতে
তেমনি চোখ ফিরে যায়।
চোখ দুটো আর চেয়ে থাকতে পারে না।
বুকের বাম পাশটা বড্ড ভারী হতে থাকে।
নীলচে বিষাদের স্তুপ আরো বড় হতে থাকে।
কিন্তু তারপর ও কেটে যায় এমনি
ভাবে অপেক্ষার মুহুর্ত গুলো।
সেই মানুষটা জানতেই পারে না যে
তার জন্যে এমনি ভাবে কেও একজন
অপেক্ষায় প্রহরের এখান থেকে
শেষ মাথায় চলে যায়।
কালো রাতের পরম কাছের হয়ে যায়।
ল্যাম্প পোষ্ট কে দেখতে দেখতে
চোখ দুটো ক্লান্ত হয়ে যায়।
তবুও তার অপেক্ষার মুহুর্ত বিন্দু মাত্র শেষ হয় না।
যদি কোন দিন কোন অশুভ এলোমেলো
ঝরো হাওয়ায় অপেক্ষায় থাকা অস্তিত্ব টা হারিয়ে যায়,
সে কখনো জানতেই পারবে না যে
এভাবে তার অপেক্ষায় থাকা অস্তিত্ব টা
নিরবে নিশ্চুপে হারিয়ে গেছে।
শুধু ভালবাসার সত্বা তার নিজের জন্যে আফসোস করে যাবে।
যার ভেতর সে বাসা বেধেছিল
তার অস্তিত্ব আর কোথাও নেই।

#ছবিঃ গুগল

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩১ শে মার্চ, ২০১৬ রাত ২:১৪

রিপি বলেছেন: ভালো লেগেছে।

৩১ শে মার্চ, ২০১৬ সকাল ১১:৩৫

এন.আর মাহমুদ বলেছেন: আপনার ভাল লাগল শুনে আমারও ভাল লাগা ছুয়ে দিল। মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

২| ৩১ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:০৪

নীলপরি বলেছেন: বাহ , সুন্দর লাগলো ।

৩১ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:০৬

এন.আর মাহমুদ বলেছেন: আপনার কাছে যতটুকু ভাল লেগেছে, সেটা জেনে তার থেকেও বেশি আমার ভাল লাগলো আপনার মন্তব্য পড়ে। বাঁধহীন ধন্যবাদ মন্তব্যের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.