![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নীল চাঁদের লন্ঠন হাতে,
দৃষ্টি আমার পশ্চিমাতে।
জোনাক হয়ে উড়ে যেও,
একটুখানি আলো দিও।
নতুন জীবন পাব আমি,
খোঁজে তোমায় অন্তর্জামী।
চাঁদনী ঘাটে থাকব বসে,
ছুয়ে দিলে একটু এসে।
অনাদরের ধুলো দিও মুছে,
হিজল তলায় রবো বসে।
নতুন জীবন পাব আমি,
মুক্তো হাসি দাও গো তুমি।
সেই হাসিতেই মন রাঙ্গাবো,
হাজার বছর বেঁচে রবো।
নাইবা এলে জীবন তটে,
দেখা দিও চাঁদনী ঘাটে।
#ছবিঃ গুগল
©somewhere in net ltd.