![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের চার তলার পিচ্চিটা। নাম ফাহিম। দেখলেই মুঞ্চায় গাল দুইটা টাইনা লম্বা কইরা দেই।
সেদিন ও আমার একটা পুরনো প্লাস্টিকের জগ আছাড় মেরে তিন টুকরা করে ফেলছে। ওর আম্মুতো হতভম্ব হয়ে সরি টরি বলে অস্থির অবস্থা। কইলাম আপু সমস্যা নাই বাচ্চা মানুষ ও কিছু বোঝে নাতো। যখন বুঝবে তখন তো আর করবে না।
পিচ্চিটার মাথায় হাত বুলাইয়া দিয়া কইলাম তারাতারি কমপ্লান খাইয়া বড় হও আব্বু।
পরের দিন সকালে ঘুম না ভাংতেই দেখি ওর আম্মু সেইম কালারের নতুন একটা জগ নিয়া হাজির।
#মনে মনে কইলাম, বাবা তুই আমার সব পুরনো জিনিস ভাইংগা টুকরো টুকরো করস না ক্যারে!
#ছবিঃ ফ্রম মাই মোবাইল ফোন
০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ২:১০
এন.আর মাহমুদ বলেছেন: পাঠের জন্য অসংখ ধন্যবাদ।
২| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১:৫৮
মোটা ফ্রেমের চশমা বলেছেন: মোবাইলটা হাতে তুলে দেন
০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ২:০৬
এন.আর মাহমুদ বলেছেন: হা হা হা
নিও ফোন নেয়াই যায়। অবশ্য ফোনটা পুরনো হয়ে গেছে। ভাবছি এখন ফোনটা চেইঞ্জ করলে কেমন হয়।
৩| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ২:১২
মোটা ফ্রেমের চশমা বলেছেন: আপনি অন্যভাবে নেবেন না ব্যাপারটা আশা করি। কারো ছবি; বিশেষত শিশুদের ছবি কোথাও দেয়ার আগে অভিভাবকের অনুমতি নেয়া উচিত আমি মনে করি। আপনার লেখনীর ধরন ভালো। ছবি ছাড়াও ভালো লাগবে পড়তে এই পোস্টটি।
ভালো থাকবেন। আর নিয়মিত লিখে যাবেন।
০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ২:২৬
এন.আর মাহমুদ বলেছেন: না না এখানে অন্য ভাবে নেয়ার কিছু নেই আমি মনে করি। আপনার এই মূল্যবান মন্তব্যের জন্য আপনাকে অশেষ ধন্যবাদ দিয়ে রাখছি। আপনার কাথাটা যুক্তিযুক্ত।
যদিও ছবিটা অনুমতি নিয়েই তোলা হয়েছে। আসলে লিখাটায় ওর ছবি না থাকলে আমার কাছে অসম্পূর্ন মনে হচ্ছিল। সে কারনেই ছবিটা এড করা হয়েছে।
৪| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ২:১২
রাজসোহান বলেছেন: চশমা ভালো বুদ্ধি দিছে। মোবাইল তুইলা দেন, নতুন মোবাইলের চান্স নেয়াই যায়
০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ২:৩০
এন.আর মাহমুদ বলেছেন: হা হা হা হা....।
আবারও ধন্যবাদ।
৫| ০৫ ই এপ্রিল, ২০১৬ ভোর ৬:৩৩
বিজন রয় বলেছেন: হা হা হা হা
০৫ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:৩৮
এন.আর মাহমুদ বলেছেন:
৬| ০৫ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:০৮
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: হে হে হে। বাচ্চা আর বাচ্চার মায়েরে আমার বাড়িত পাঠাইয়া দেন। একটা ফ্ল্যাট খালি আছে।
০৫ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:১২
এন.আর মাহমুদ বলেছেন: খালি ফ্লাটে ভাঙার কিছুই তো পাবেনা,,,,,, ভরা ফ্লাট লাগবে।
যাই হোক মন্তব্যের জন্য ধন্যবাদ।
৭| ০৫ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:১২
ইমরাজ কবির মুন বলেছেন:
হাহাহ!
আমিও মোবাইল তুলে দেয়ার কথা বলতেসিলাম আর কি
০৫ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:০৯
এন.আর মাহমুদ বলেছেন: আমিও সেটাই ভাবছি ভাইজান,,,,,, ধন্যবাদ।
৮| ০৫ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:০৮
নকীব কম্পিউটার বলেছেন: খুব ভালো লাগলো। বিশেষ করে শেষের কথাটা।
০৫ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:২৬
এন.আর মাহমুদ বলেছেন: আপনার ভাল লাগায় আমারও ভাল লাগা ছুয়ে গেল। ধন্যবাদ।
ভাল থাকবেন।
©somewhere in net ltd.
১|
০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১:৩৮
রাজসোহান বলেছেন: