![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এত রং থাকতে কষ্টের রং শুধুই নীল!
আকাশের ওই সুবিশাল নীলের মতই কষ্টের বিশালতা।
যে বিশালতা অন্য কোন রংয়ের নেই।
ওই সুবিশাল নীলের যেমন পরিমাপ করা যায় না,
ঠিক তেমনি কষ্টের বিশালতাও পরিমাপ করা যায় না।
এ জন্যেই বোধয় কষ্টের রং নীল।
#ছবিঃ গুগল
০৫ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১৮
এন.আর মাহমুদ বলেছেন: মন্তব্য করার জন্য ধন্যবাদ।
২| ০৫ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:০৯
কালনী নদী বলেছেন: নীল মানে ভালবাসার গভীরে লোকানো একটা রঙ!
০৫ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১৯
এন.আর মাহমুদ বলেছেন: সেটাই খুজে বের করার চেষ্টা করছিলাম আর কি,,,,,,,যাই হোক ধন্যবাদ।
৩| ০৫ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:২৭
গেম চেঞ্জার বলেছেন: ক্ষেত্রবিশেষে আপনার অনুধাবন যথার্থ!
০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:১৩
এন.আর মাহমুদ বলেছেন: ধন্যবাদ
৪| ০৫ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:২৮
ফারিহা নোভা বলেছেন: কষ্টের বিশালতাও পরিমাপ করা যায় না।
এ জন্যেই বোধয় কষ্টের রং নীল।
আসলেই তাই
০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:১৫
এন.আর মাহমুদ বলেছেন: এলোমেলো ভাবনার সাথে একমত হওয়ার জন্য অশেষ ধন্যবাদ।
৫| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৫০
বিজন রয় বলেছেন: কে বলেছে কষ্টের রঙ নীল, কেউ দেখেছে?
কবিতায় ++++
০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:২১
এন.আর মাহমুদ বলেছেন: কেউ দেখেছে কিনা জানি না তবে কোনদিন যদি জানতে পারি তাহলে আপনাকে অবশ্যয় জানাবো।
৬| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৫৪
রাজসোহান বলেছেন: আমিতো জানতাম কষ্টের কালার ঘুটঘুটা কালা
প্লাস!
০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:২৫
এন.আর মাহমুদ বলেছেন: ঘুটঘুটা কালা!!!! হা হা হা
আমার জানার বাইরে ভাইয়া।
৭| ০৬ ই এপ্রিল, ২০১৬ ভোর ৪:৩৩
রিপি বলেছেন:
কষ্টের বিশালতাও পরিমাপ করা যায় না।
এ জন্যেই বোধয় কষ্টের রং নীল।
বাহ। চমৎকার থিওরি। ভালো লেগেছে ভাইয়া। প্লাস।
০৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:৩৩
এন.আর মাহমুদ বলেছেন: আপনার ভাল লাগায় এক গুচ্ছ ভাল লাগা দিয়ে গেল আমায়। খুবই প্রীত ও অনুপ্রানিত হলাম। অসংখ ধন্যবাদ। ভাল থাকবেন।
©somewhere in net ltd.
১|
০৫ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:০৫
নকীব কম্পিউটার বলেছেন: খুব সুন্দর লিখেছেন।