নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনুভুতি প্রকাশক।

এন.আর মাহমুদ

নিঃশব্দ কথার ভাষা প্রকাশেই আমার এই ব্লগ।

এন.আর মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

একমুঠো শান্তির খোঁজে

১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৪১




বিশাল আকাশে অদূর থেকে
হঠাৎ ভেসে চলে আসে
এক টুকরো কালো মেঘ।
অঝোড় বৃষ্টি হয়ে ঝরে পরে
অজানা কোন শান্তির দূত হয়ে।
ঘন কালো ওই মেঘের ভাজেও
লুকানো থাকে এক পসলা শান্তি।
অথচ একমুঠো শান্তির খোঁজে
পার করেছি সহস্র বছর।
খোঁজে তবু পাইনি শেষে।

কোন এক চৈত্রের প্রখর রৌদ্রে
জলের পিপাসায় ক্লান্ত মরিয়া প্রায়।
অদূরে যেথায় পথ গিয়েছে বটের ছায়া ঘেষে।
সেথায় বসেও পথিক খুঁজে পায় এক পসলা শান্তি।
অথচ একমুঠো শান্তির খোঁজে
পার করেছি সহস্র বছর।
খোঁজে তবু পাইনি শেষে।

চলতে চলতে জীবনের বাকে
হঠাৎ তোমার দেখা মেলে।
আলোহীন চোখে দেখালে স্বপ্ন।
বিচরনে বিস্তৃত হলে হৃদয়ের ভাজে।
হঠাৎ দমকা হাওয়ায়
ঘুম ভাঙে কাল বৈশাখে।
হারিয়ে যায় এক পসলা শান্তি।
সেই আমি একমুঠো শান্তির খোঁজে,
পেরিয়ে এলাম সহস্র বছর।
খোঁজে তবু পাইনি শেষে।

#ছবিঃ জাহেদুর রহমান রবিন

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৫৩

মুসাফির নামা বলেছেন: কবিতটা মর্মটা অবান্তর মনে হইছে।মাঝখানে তালগোল পাকিয়ে ফেলছেন।

১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৫৫

এন.আর মাহমুদ বলেছেন: আসলে এলোমেলো ভাবনা গুলোর বহিঃপ্রকাশ তো তাই। কোথাও না কোথাও এলোমেলো থেকেই যায়। আমি আমার মত লিখি সেটা কবিতা না হয়ে হয়ত বগের ঠ্যাং ও হয়ে যায় মাঝে মাঝে। যাই হোক মন্তব্যের জন্যে অসংখ ধন্যবাদ।

২| ১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:২৯

বিজন রয় বলেছেন: সুন্দর।
+++

১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৫৫

এন.আর মাহমুদ বলেছেন: অশেষ ধন্যবাদ ভাইয়া।

৩| ১৮ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:০৯

এম এস আরেফীন ভুঁইয়া বলেছেন: খুব সুন্দর লিখেছেন। পাঠে মুগ্ধ হলাম। শুভ কামনা কবি।

১৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:৩১

এন.আর মাহমুদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। অনেক আনন্দিত ও অনুপ্রানিত হলাম আপনার মন্তব্যে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.