নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনুভুতি প্রকাশক।

এন.আর মাহমুদ

নিঃশব্দ কথার ভাষা প্রকাশেই আমার এই ব্লগ।

এন.আর মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

ডিজিটাল দেশের অতি পরিচিত দৃশ্য

০৪ ঠা মে, ২০১৬ রাত ১০:২৬



ডিজিটাল দেশের একটি অতি চেনা সভ্যতা।
যে সভ্যতা এখন আর আমাদের মানসিকতায় নাড়া দেয় না।
আমরা এই সভ্যতা কে রাস্তারই একটা অংশ মনে করে পেছনে ফেলে চলে যাই।
আসলে এমন দৃশ্য দেখতে দেখতে আমরা অভ্যস্থ হয়ে গেছি এখন। তাই আর
এমন দৃশ্য আমাদের দৃষ্টি আকর্ষন করতে পারে না।
একটু খেয়াল করলেই দেখা যাবে আমাদের আশে পাশেই বা রাস্তার ধারে এমন অসহায়
মানুষ রয়েছে। এদের স্বপ্ন আমাদের মত আঁকাশ ছোয়া নয়। এদের স্বপ্ন বলতে একটাই
সেটা হলো দু-বেলা দু-মুঠো ভাত। আমাদের মত আরাম বিছানাও এদের স্বপ্নে ভর করে
না। দু-বেলা খেয়ে বেঁচে থাকতে পারাটাই এদের বড় পাওয়া।
যে পাওয়া আমি আপনি ইচ্ছে করলেই পূরন করে দিতে পারি।
শুধু প্রয়োজন এমন একটি সুন্দর মনমানসিকতার।
আমাদের এমন মানসিকতাই পারে একটি ক্ষুধার্ত দূর্বলকে একটু প্রাণ দিতে


#ছবিঃ এন আর মাহমুদ
ছবিটি ভোরে বঙ্গবন্ধু সেতু পূর্ব গোল চত্তর থেকে তোলা হয়েছে।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মে, ২০১৬ রাত ১১:০৫

জিয়ানা বলেছেন: ডিজিটাল বাংলাদেশে রোবট হয়ে গেছি যেন আমরা। ভাবলেশহীন,স্বার্থপর চিন্তাভাবনা আমাদের রোবট মস্তিষ্ককে গ্রাস করে ফেলেছে।

০৪ ঠা মে, ২০১৬ রাত ১১:১১

এন.আর মাহমুদ বলেছেন: একদম ঠিক,,,,আর এ জন্যেই আজ আমাদের দৃষ্টি আকাশ পানে। রাস্তার ধারে কে পড়ে আছে সেটা নজরে আসে না। অসংখ্য ধন্যবাদ একটি সুন্দর মন্তব্যের জন্যে।

২| ০৫ ই মে, ২০১৬ রাত ১২:৩১

কলাবাগান১ বলেছেন: আজকেও ওয়াশিংটন ডিসি তে কাজে আসার সময় অন্তত ১০ টা ট্রাফিক সিগন্যালে ১০ জন সাদা আমেরিকান কে ভিক্ষা করতে দেখলাম এর মধ্যে একজন কিশোর (আফ্রিকান আমেরিকান) কে ১ ডলার দান ও করলাম।

০৫ ই মে, ২০১৬ সকাল ৮:২১

এন.আর মাহমুদ বলেছেন: হৃদয় থেকে সম্মান ও শুভ কামনা রইলো আপনার প্রতি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.