নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনুভুতি প্রকাশক।

এন.আর মাহমুদ

নিঃশব্দ কথার ভাষা প্রকাশেই আমার এই ব্লগ।

এন.আর মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

অপেক্ষা

২৬ শে মে, ২০১৬ রাত ১২:৩০




দূর নীলিমায় লুকিয়ে,
স্বপ্ন মায়ার আড়ালে
খুঁজিনি তোমায়
ঠিক ফিরবে বলে।

দুঃখ এলে হয়তো আমায়
পাবে না কভু পাশে,
অনুভবে ছুঁয়ে দেব
দখিনা শীতল পরশে।

পূর্ণতার ছোঁয়া আজ
শুধুই তাদের অপেক্ষা,
এলোমেলো হওয়া
যত আছে কবিতা।

সঙ্গী আজ ওই আকশের
শেষ বিকেলের রবিটা,
ভাষা হীনও হয়ে গেছে
হৃদয় দেয়ালের ছবিটা।

আড়ালে রয়েছো লুকিয়ে,
কেন তুমি দূর নীলিমায়
আঁধারে আজও আমি
তোমারই অপেক্ষায়

#ছবিঃ কবিতার কারিগর।
ফ্রেমে বন্দি করেছেন এম আর মাসুম।

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৬ শে মে, ২০১৬ রাত ১২:৩৫

শাহরিয়ার কবীর বলেছেন: ফিরে আসুক
ভাল লিখেছেন।

২৬ শে মে, ২০১৬ রাত ১২:৩৯

এন.আর মাহমুদ বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাইয়া

২| ২৬ শে মে, ২০১৬ রাত ১২:৫১

কবি হাফেজ আহমেদ বলেছেন: চমৎকার লেখনি। এগিয়ে যান। শুভাশিস রইল।

২৬ শে মে, ২০১৬ রাত ২:০২

এন.আর মাহমুদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। আনন্দিত ও অনুপ্রানিত হলাম।

৩| ২৬ শে মে, ২০১৬ রাত ২:১৬

রুদ্র জাহেদ বলেছেন: বেশ ভালো লেগেছে।অপেক্ষায় থাকাটা নির্মল আনন্দের ব্যাপার

২৬ শে মে, ২০১৬ রাত ৩:৩৯

এন.আর মাহমুদ বলেছেন: ভালো লাগায় প্রীত ও অনুপ্রানিত। ধন্যবাদ ভাল লাগা জানানোর জন্যে।

৪| ২৬ শে মে, ২০১৬ রাত ২:৩২

বাংলা গান শুনুন বলেছেন: শুধু আশা নয়,দৃঢ় বিশ্বাস -অপেক্ষার প্রহর শেষ হবে,সে ফিরে আসবে... আসবেই।

২৬ শে মে, ২০১৬ রাত ৩:৪২

এন.আর মাহমুদ বলেছেন: অপেক্ষার প্রহর শেষ হবে। হবেই একদিন।

৫| ২৬ শে মে, ২০১৬ রাত ২:৪৯

আহমেদ রাতুল বলেছেন: মন খারাপের এক একটা দিন নিকষ কালো মেঘলা লাগে,
কেউ বুঝেনা এই আমাকে আমারো যে একলা লাগে।

২৬ শে মে, ২০১৬ রাত ৩:৪৬

এন.আর মাহমুদ বলেছেন: মন খারাপের মুহুর্ত গুলোই এমন। একাকিত্ব আরো আষ্টে পিষ্টে ধরে বসে। তবে শুভ কামনা আপনার জন্যে। ধন্যবাদ

৬| ২৬ শে মে, ২০১৬ দুপুর ২:১৯

সুমন কর বলেছেন: ভালো হয়েছে।

২৬ শে মে, ২০১৬ রাত ১০:৪১

এন.আর মাহমুদ বলেছেন: শুনে ভালো লাগলো ভাইয়া... ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.