নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাষ্ট্রধর্ম নয়, রাষ্ট্রনীতি হোক ইসলাম

এই ব্লগটি নোমান বিন আরমান'র দায়িত্বে প্রবর্তিত। এখানে মাঝেমধ্যে তিনি আসেন। [email protected]

নুবিয়া

অনেকেই বলেন, 'রাজনীতি করি না'। এর মানে যদি ঘুনেধরা গণতান্ত্রিক ফাজলামোকে অপছন্দ করেন; তাহলে ঠিক আছে। কিন্তু একজন নাগরিক কোনোভাবেই 'রাজনীতির' বাইরে থাকতে পারেন না। রাষ্ট্রে বসবাসের জন্য নাগরিক দায়িত্ব পালন তার কর্তব্য। একটা উদাহরণ দিই। হযরাত আলী রা. এর সময়ে এক ব্যক্তিকে দুজন ব্যক্তির সামনেই হত্যা করা হয়। এদের একজন হত্যাকারীকে আটক করে এবং আইনের হাতে সোপর্দ করেন। বিচার হত্যাকারীসহ হত্যার দর্শক দুজনকেও শাস্তি দিলেন। স্বভাবিকভাবেই হত্যাকারীকে দেওয়া হলো কেসাসের শাস্তি। এবং ওই দুজনের মধ্যে যে তাকে আটক করে আইনের হাতে দিয়েছে, তাকে দিলেন আজীবন জেলদণ্ড। কারণ, এই লোকটি হত্যাকারীকে আগে নিবৃত করার চেষ্টা করেনি। যেটা তার 'রাজনৈতিক' (নাগরিক) দায়িত্ব। এ দায়িত্ব পালন করলে, নিহত, মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজনেরই জীবন রক্ষা হতো। এটি যখন সে করতে পারেনি, তাহলে মুক্ত থাকার দরকার কী, কারাগারই তার জন্যে শ্রেয়। যে লোকটি শুধু হত্যার দর্শকই হলো, হত্যাকারীকে তো নিবৃত করার চেষ্টা করেনি, তাকে আটকেও সহায়তা করেনি, তার চোখ দুটো উপরে ফেলতে নির্দেশ দিলেন বিচারক। চোখার থাকার পরও, যে নাগরিক (রাজনৈতিক) দায়িত্ব পালন করলো না, এমন চোখের সমাজ ও রাষ্টের দরকার কি! নোমান বিন আরমান। মিডিয়াকর্মী [email protected]

নুবিয়া › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের চলমান গণহত্যা : বিশ্বে যে বার্তা ছড়াচ্ছে

০৬ ই মার্চ, ২০১৩ রাত ২:৫৯

ফিলিস্তিন, ইরাক বা আফগানে 'সেনারা' মুসলমানদের ওপর গুলি করছে, বোমায় তামা তামা করে দিচ্ছে দালান কোঠা, মসজিদ, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান। রক্তে ভেসে যাচ্ছে জমিন। মৃত্যুপথযাত্রীদের আর্তচিত্কারে কেঁপে উঠছে আকাশের বুক। সেই দৃশ্য কম্পিউটার বা মোবাইলফোনের স্ক্রীনে দেখে কাঁপছেন আপনিও, কাঁদছে আপনার চোখ।সুচিন্তা২৪.কম



প্রশ্ন : নির্যাতিত যুবক, রক্তাক্ত নারী আর বোমায় ক্ষতবিক্ষত শিশুর নিষ্পাপ আর্তনাদ শোনার এসময় কি একবারও আপনার মনে হয়, তারা কোন পন্থি, মাযহাবি, সালাফি, শিয়া না সুন্নি? আমি নিশ্চিত, এমন একটি ভাবনাও আপনার প্রতিক্রিয়াকে স্পর্শ করতে পারে না। আপনি তখন স্ক্রীনে দেখেন আপনার বোন, আপনার বাবা, আপনার মা, আপনার সন্তানকে। যাদের একটাই পরিচয় - মুসলমান। আপনার মানবিক হৃদয় তখন আদ্র হয়, নির্যাতিত মুসলমানদের জন্য মমতায় ভিজে যায় চোখ। আর চক্ষু লাল হয়ে ক্ষোভ ছুটে যায় সেনাদের ওপর। এই তো?



কেনো এই ভাবনা : বাংলাদেশে চলমান রাষ্ট্রীয় গণহত্যায় যারা মারা যাচ্ছেন সরকার তাদের দুষ্কৃতিকারী, সন্ত্রাসী বলছে। আপনি বা আমি দেখছি একটি দলের কর্মী-সমর্থকরা নিহত হচ্ছেন। টিভি স্ক্রীনে, কম্পিউটারে সেগুলো দেখে নিজেদের অবস্থান থেকে বেদনা-ভত্র্সনা প্রকাশ করছি। কিন্তু একবার প্রশ্ন করুন, এই ভিডিও বা স্থিরচিত্রগুলো অন্য দেশের লোকেরা যখন দেখছেন, তখন তাদের মধ্যে কী ধরনের প্রতিক্রিয়া হচ্ছে। অন্য দেশের কেউ যখন এসব দেখছেন, তখন তারা কিন্তু এ প্রশ্ন করছেন না, আওয়ামীলীগ, বিএনপি, ইসলামী, জামায়াতে ইসলামী না শিবিরের লোক প্রাণ হারাচ্ছেন। তারা শুধু দেখছেন র‌্যাব-পুলিশ আর বিজিবির গুলিতে বাংলাদেশের মানুষ মারা যাচ্ছেন। তারা দেখছেন, নবীর অবমাননার প্রতিবাদ করতে এসে, ইসলামী দলের কর্মী-সমর্থক হওয়ার অপরাধে 'রাষ্ট্রীয় নিপীড়ন' নেমে এসেছে 'মুসলমান'দের ওপর। মানবাধিকার কর্মীরা দেখছেন, সরকারি বাহিনীর চরম উন্মত্ততায় বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। এতে সারাবিশ্বে বাংলাদেশের কোন ধরণের 'ইমেজ' প্রতিষ্ঠিত হচ্ছে রাষ্ট্র কি একবারও তা ভাববে না!!!



শপথ মানুষের রক্তের! প্রাণের বিনিময়ে কেনা বাংলাদেশকে যারা কলঙ্কিত করছে, বাংলাদেশের হৃদয় তাদের কখনো ক্ষমা করবে না।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই মার্চ, ২০১৩ ভোর ৪:০২

বিশ্বজিত চক্রবত্তী বলেছেন: ঘর না বাঁচিয়ে পর বাঁচানোর কোন যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না। গণহত্যা, ধর্ষণ, লুট-পাট, ধর্মান্তর এগুলো মানবাধিকার লঙ্ঘন করে না? এ ক্ষেত্রে কোথায় থাকে মানোবাধিকার সংগঠন? বিচারের নামে ৪২ বছরের প্রহসন দেখেছি আর নয়।

২| ০৬ ই মার্চ, ২০১৩ ভোর ৪:০৫

কাজী মামুনহোসেন বলেছেন: আপনার এই পোস্টটা সৃষ্ঠি হয়েছে কতিপয় কুচিন্তা থেকে....

৩| ০৬ ই মার্চ, ২০১৩ ভোর ৪:২১

এম. মাসুদ আলম. বলেছেন: shibir

৪| ০৬ ই মার্চ, ২০১৩ সকাল ৭:৫১

আমি আবুল হুসেঈন বলতেছি বলেছেন: বালপুসট

৫| ০৬ ই মার্চ, ২০১৩ সকাল ৮:০৪

কলাবাগান১ বলেছেন: পুলিশের মাথায় রড ঢুকিয়ে হত্যা ....

৬| ০৬ ই মার্চ, ২০১৩ সকাল ৮:১৪

রাফা বলেছেন: গণহত্যার ডেফিনেশন কি? এখন মানুষ আবেগে চলেনা।সবকিছুর ব্যাখ্যা চায়।

৭| ০৬ ই মার্চ, ২০১৩ সকাল ১০:০২

অেসন বলেছেন: নিজেদের ক্ষেত্রে মানবতা! অন্যদের ক্ষেত্রে মানবতা কোথায় থাকে?
বর্হিবিশ্ব আপনাদের ইতিমধ্যে চিনতে পেরেছে। অপপ্রচার দিয়ে বেশীদিন টেকা যায় না।

৮| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ১০:৩৫

কাজী মামুনহোসেন বলেছেন: ছাগু ভাই, এই ছবি গুলা একবার দেখেন...




এটা কি মানবতা ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.