![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"মাঝরাতে ফোনের শব্দে ঘুম ভেঙে গেলো। ধরতে গিয়ে বেরসিক ফোনটা গেলো কেটে। বলেছিলে, অন্ধকার রাতে পাহাড়ের চূড়ায় বসে তাঁরাদের ঝিকিমিকি খেলার গল্প করবে ...ঘুমন্ত আমাকে ঠিক তোমার কাছে এনে বসাবে। আমরা একসাথে বসে অন্ধকার আকাশ দেখবো। তবে কি তুমি ছিলে? সারাটারাত আর ঘুমোতে পারিনি...
মাত্র বাসে উঠলাম। বাড়ি ফিরবো। খুব বাজে গেছে পুরা দিনটি। মনটা ঘুরে বেরাচ্ছে কতদুরের পাহাড় আর জংগলের মাঝে, আর শরীরটা আটকা পরে আছে এইখানে ...একটা বন্ধ বাসে ,বাজে একটা মোটা লোকের পাশের সীটে।চোখ বন্ধ করলেই ফিরে যাচ্ছি তোমার কাছে...কল্পনা কি অদ্ভুত জিনিস! তুমি যখন হাঁটো, আমিও হাঁটি...দুজনেই অবাক হয়ে মেঘের ছুটে যাওয়া দেখি, নুড়ি পাথরে শুয়ে থাকা ক্লান্ত তুমি যখন মুগ্ধ হয়ে ঝরনার বয়ে যাওয়া দেখো, আমি তখন ঠিক তোমার মাথার কাছে বসে তোমার মুগ্ধতা দেখি.....
যতই বলিনা কেনো কল্পনাতে সব অনূভব করি আমি, সব দেখতে পাই....আসলেই কি তা পারি? ভেবে নেয়া আর ছুঁয়ে দেখার ভেতর বিশাল পার্থক্য। মাঝে মাঝে কল্পনাতে নয়, সত্যিকারে দেখতে ইচ্ছে করে, ছুঁতে ইচ্ছে করে...সবাই বলে কেউ যদি প্রচন্ড ইচ্ছে নিয়ে কিছু চায় তবে তা পায়। কিন্তু আমার বেলায় সব উল্টো....
এখানে মাত্র সন্ধ্যা। পুরোপুরি অন্ধকার হয়নি কিছু। তোমার ওখানে নিশ্চয়ই অনেক টুকু অন্ধকার? পাশের মানুষটাকে দেখার মতো আলো কি আছে? আমাকে দেখতে পাচ্ছোতো?"
ইতি
"মেয়েটি"
উড়ো চিঠি - চার
উড়ো চিঠি - দুই ও এক, পড়তে এখানে ক্লিক করুন
উড়ো চিঠি - দুই
উড়ো চিঠি - এক
২২ শে অক্টোবর, ২০১৬ রাত ২:৩৭
নুদরাত নিসা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৬ ই অক্টোবর, ২০১৬ রাত ১০:২৪
মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুন্দর লিখনী। ভাল লাগা রইল।