![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার জন্য কখনও তোমার সময় হলোনা...
আমি সমুদ্রের কোলে একলা বসে থাকি
শুধু তোমারি অপেক্ষায়।
ঢেউগুলি আমার খোলা পায়ে আছড়ে পরে...
তারপর তোমায় না পেয়ে আবার ফিরে যায়,
ভিজিয়ে দিয়ে যায় আমায়, বিশাল অভিমানে।
ডুবন্ত বিকেলের রংগিন আলো
আমার অপেক্ষা ম্লান করতে পারেনা।
আমি ঠায় দাঁড়িয়ে থাকি বিষণ্ণ বটমূলে...
ঘোলা দৃষ্টিতে চেয়ে থাকি দুরের সরু পথে।
সন্ধ্যে নেমে রাত্রি গড়ায়....
তুমি আমায় আঁধারেই একলা বসিয়ে রাখো।
আমি ভীষণ দুর থেকে-
অসপষ্ট ঝিঁ ঝিঁ পোকার ডাক শুনতে পাই,
অথচ সেই কবে থেকে কান পেতে আছি....
তোমার আগমনে সাড়া দেবো বলে ।
আমার অস্থির অপেক্ষা ঘাপটি মেরে পরে থাকে
তোমার দেয়া একাকীত্বের জালে।
আমার রুগ্ন শরীর তোমার পথ চেয়ে রাত্রি পোহায়....
দরজার ওপারে পায়ের শব্দ শুনতে পাই
তুমি দুর থেকে দুরে সরে যাচ্ছো,
আর আমার অবহেলিত অশান্ত আবেগ
মুখ থুবরে পরে আছে ধুলিকনায়....
তুমি ফিরেও দেখোনা।
তোমার আর কখনওই সময় হবেনা
তাই একাই এগিয়ে যাচ্ছি নিরব পথ ধরে....
পেছনে ফেরার আকাঙ্খা গুলিকে
খুব যত্ন করে রেখে এসেছি
আমার একলা ঘরের চিলেকোঠায়।
আমি আর ফিরবনা.....
২২ শে অক্টোবর, ২০১৬ রাত ২:১৬
নুদরাত নিসা বলেছেন: ধন্যবাদ
২| ২৪ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৪:৪৩
ঋতো আহমেদ বলেছেন: ভাল লাগল
২৭ শে অক্টোবর, ২০১৬ রাত ২:২৭
নুদরাত নিসা বলেছেন: ভাল লেগেছে শুনে, ভাল লাগল।
©somewhere in net ltd.
১|
২২ শে অক্টোবর, ২০১৬ রাত ২:০৯
শাহরিয়ার কবীর বলেছেন: শুভ ব্লগিং