![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে থেকে
বাইরের শুধু অর্ধেকটাই দেখতে পাই...
বৃষ্টির খুব গভীর থেকে ঝরে পরা দৃশ্য,
আর তার অবিরাম রিমঝিম শব্দ....
এই টুকুই প্রাপ্তি আমার।
শান্তির জলধারার একটি ফোঁটাও
আমার অশান্ত প্রানে ছোঁয়াতে পারিনা।
অথচ তুমি, অশান্ত বনের ভেতর
শান্তির জল মেখে অবিরাম হেঁটে বেরাচ্ছো।
আমার বারান্দা থেকে মুক্ত আকাশের
পুরোটা দেখা যায় না,
সামনের বিশাল অট্টালিকায়
বাধা পরে যায় আমার দৃষ্টি।
আমি মেঘের উড়ে যাওয়া দেখতে পাইনা....
শুধুমাত্র গর্জন শুনে আঁতকে উঠি।
অথচ তুমি, খোলা মাঠে বসে
মেঘের খেলা করা দেখতে পারো,
আর ভিজে যাও বৃষ্টির বিন্দু বিন্দু জলে..
বৃষ্টির পরের রংধনু
তোমার আকাশ জুড়ে দাঁড়িয়ে থাকে...
আর আমি শুধু ঝড় শেষের
অন্ধকার দেখতে পাই।
জানালার কার্নিশ ছাড়িয়ে
আমার হাতদুটো খুব বেশিদুর যায় না,
দু'এক ফোঁটা জলই ভাগ্যে জুটে আমার...
শুকনো খটখটে গাল দুটোও ভেজাতে পারিনা।
অথচ তুমি, দুহাত বাড়িয়ে আলিঙ্গন
করতে পারো বৃষ্টিকে...
ভিজিয়ে নিতে পারো সম্পূর্ণ তোমাকে।
আমার আর তোমার মাঝে
এক পৃথিবীর দুরত্ব -
আমি শুধু গ্রিল ধরে দাঁড়িয়ে থাকি,
আর তুমি পুরো পৃথিবী দৌড়ে বেড়াও..."
©somewhere in net ltd.