![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের বিচিত্র জীবনের প্রতিটি দিন আমাদের জন্য আমরা আমাদের নিকটের কেউ নই.............
(ওখানে প্রতারণা থাকে, তার কিছুই মানতে পারলাম না আমি)
কাঁচের জানালার ওপারে বৈদ্যুতিক বাল্ব জ্বেলে
একাকীত্বের স্বাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকে সবুজ বৃক্ষ
ঠিক তার বামেই রাত্রির চিহ্নহীন মাঝবয়সী যুবতী
মন পূর্ণিমার জোয়ারে ক্রমাগত বাড়াচ্ছে সংঘাত
নদীবর্তী মানুষের মতো প্লাবিত হয়ে হারাচ্ছে ঠিকানা,
জানালার এপারে আদিমতার অভিন্ন কৌশল প্রকৃতি
নিষ্ঠুর দ্বন্ধের অভিজাত আলো আর নর্তকীর উৎসব।
ওইসব কিছুই বেমালুম ভুলে কেউ যদি এঁকে দেয়
বাল্যকালিন রূপকথার ‘ঘোড়ার সোনার ডিম’
তবে তুমি রাজা হবে বিপন্ন কাশিমের উজ্জ্বলতায়,
কপালের ভাঁজে ভাঁজে উড়ে যাবে প্রিয় কবুতর
সহস্র রজনীর অপরাধ বন্ধি হবে বিলাসীর দালালে,
ভিনদেশীর পুঁজির নি:সঙ্গ আশ্রমে জুটবে বন্ধু
ভয়াল সাইক্লোনও ফিরে যাবে নিরাপদে।
©somewhere in net ltd.
১|
১৯ শে জুন, ২০১৪ দুপুর ১২:০৯
সুমন কর বলেছেন: পোস্ট করেছেন: ৭১টি
মন্তব্য করেছেন: ২০টি
মন্তব্য পেয়েছেন: ১৯২টি
আপনার ব্লগিং পরিসংখ্যান !!! মন্তব্য করেছেন ২০টি !!! পোস্ট ৭১টি !!
ভালো লাগেনি।