![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের বিচিত্র জীবনের প্রতিটি দিন আমাদের জন্য আমরা আমাদের নিকটের কেউ নই.............
পরাশ্রিত প্রেমিক বিকল্প মগজের বোধ বৈরী সময়
এখানে খুব বেশি নিরাপদ হবে না প্রেম ও বিশ্বাস,
দিগন্ত ভালোলাগা মুখে স্বপ্নতা শুরু হলে সমাপ্তি থাকে
মনের কঠিন প্রিয়তা সহজে প্রকাশ হয়ে গেলে
মৃত্যুর চেয়ে আর কোন সত্য ফিরতে পারবে না ঘরে,
ঠোঁটের চাদর নোনতা ইলিশের স্বাদ উজানের অতীত
নিষ্পাপ নির্যাতনে হারিয়ে যাওয়া পূর্বের প্রজাপতি
দেয়ালে দেয়ালে যন্ত্রণার করুণ চাপে বিমুগ্ধ শৈল্পিকতা
কাকে যেন বলতে চেয়েছিল ‘শেষ হোক নষ্ট সড়ক,
বোবাদের মুখ থেকে শ্লোগান হোক প্রেম চাই প্রেম’।
যুবতীর স্তনের মতো রাজনীতির কবল মুক্ত বিশ্বাস
হিজল তলের পরীর মতো নৈ:রাজ্যবাদির প্রর্থানা
গ্রাস করতে পারেনি বলে চলে যাওয়ার আকুলতা,
শৈশব ফিরে এলে রাজপথে থাকবে না অরাজকতা
ভন্ডামীর দাবি নিয়ে দাঁড়াবে না কেউ আর ওখানে।
২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:২৭
অপূর্ণ রায়হান বলেছেন: ++++++++++
৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:০৩
জেন রসি বলেছেন: ঠোঁটের চাদর নোনতা ইলিশের স্বাদ উজানের অতীত
নিষ্পাপ নির্যাতনে হারিয়ে যাওয়া পূর্বের প্রজাপতি
দেয়ালে দেয়ালে যন্ত্রণার করুণ চাপে বিমুগ্ধ শৈল্পিকতা
কাকে যেন বলতে চেয়েছিল ‘শেষ হোক নষ্ট সড়ক,
বোবাদের মুখ থেকে শ্লোগান হোক প্রেম চাই প্রেম’।
চমৎকার।
৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৩৪
বাংলার পাই বলেছেন: যুবতীর স্তনের মতো রাজনীতির কবল মুক্ত বিশ্বাস
হিজল তলের পরীর মতো নৈ:রাজ্যবাদির প্রর্থানা
গ্রাস করতে পারেনি বলে চলে যাওয়ার আকুলতা,
শৈশব ফিরে এলে রাজপথে থাকবে না অরাজকতা
ভন্ডামীর দাবি নিয়ে দাঁড়াবে না কেউ আর ওখানে। -----------------চমৎকার লিখেছেন।
৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৩৬
জাহাঙ্গীর.আলম বলেছেন:
ভাল লাগলো ৷
৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:১৬
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: দারুন --- ++++++++
©somewhere in net ltd.
১|
১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:১১
সেলিম আনোয়ার বলেছেন: যথার্থ বলেছেন ।