![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের বিচিত্র জীবনের প্রতিটি দিন আমাদের জন্য আমরা আমাদের নিকটের কেউ নই.............
আমার মৃত্যুর পর ক্রমাগত পরিষ্কার হবে সবকিছু
গোপনে জমা রাখা খতিয়ান পৌঁছে যাবে তোমার হাতে
তুমি জেনে যাবে লম্পট্য-প্রতারণার ইতিহাস সুমহ
পরিষ্কার হতে থাকতে অভিশাপ ও ঘৃণার দূরত্ব,
তুমি জেনে যাবে ওই মৃত্যুর জন্য একজন দায়ী
তার মৃত্যুদন্ডও হতে পারে প্রকাশ্যে,
তার সকল প্রমাণ সমুহ রেখে যাবো তোমার কাছে
তুমি নিশ্চিত জেনে যাবে মৃত্যুর রহস্য সমুহ।
আমার মৃত্যুর পর চাওয়া না চাওয়া হিসেব নিয়ে
তোমার দুয়ারে দুয়ারে ঘুরবে এক ভিক্ষুক
তোমাকে জানিয়ে দেবে চরম আকুলতার দৈর্ঘ্য
ঘৃণা আর অভিশাপের বিপরীতে মৃত্যুর মহানুভাব,
তুমি দেখবে কেউ একজন হাত ধরে বৃষ্টিতে হাঁটছে
বিনা শর্তে তোমার ঠোঁটে-ঠোঁট রেখে বলছে গোপন কথা
অনুমতিহীন হাত রেখে দেবে তোমার বুকে
তুমি ভালোবেসে বলে উঠবে “ফাজিল”।
আমার মৃত্যুর পর কেউ এক ব্যথিত হয়ে আত্মহত্যা করবে
কেউ একজন আনন্দ উল্লাস নিয়ে মিষ্টি বিতরণ করবে
একজন আছে যে কিনা খুব নীরবে কাঁন্না করবে
এমন একজন আছে যে হাসতে হাসতে বলতে পারে-
“গেছে গেছে শালার নুপা গেছে, নিরাপদে থাকবো”।
এসব জানা অজানার মাঝেই চলে যাবো দূরে
যাওয়ার আগে সকল গোপন প্রকাশ করে যাবো
পৃথিবীর সকল মানুষের মুখোশ উন্মোচন হবে।
©somewhere in net ltd.