![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের বিচিত্র জীবনের প্রতিটি দিন আমাদের জন্য আমরা আমাদের নিকটের কেউ নই.............
তুমি কে আমি কে কেন এত একা
কে যাই কে আসে হয় না দেখা,
নেই নেই কিছু নেই শূন্য কেবল
আমি নেই তুমি নেই মিথ্যা প্রবল,
সত্য মিথ্যা হয়ে মিথ্যাকে সত্য বলি
মনে কি জমেছে পুড়া মাটি পলি,
তুমি কে আমি কে জানে না কেউ
আমি আর তুমি মিলে একটি ঢেউ,
তোমাকে গুনছি তুমিও একা
প্রতিদিন রাতে তাই হয়ে যায় দেখা,
কে যাই আসবে বুঝি না আর
আমি যদি তোমার হই তুমি হবে কার?
মনে মনে বলা কথা গোপন থাক
একা একা চললে যে যাবে যাক,
পথ ভুলে বেপথে যাই পেতে চাই সুখ
তোমাকে দেখতে বন্ধ রাখি চোখ,
তোমাতে আমার মন আমি যে তোমার
আমি তোমার হলাম তুমি হবে কার?
©somewhere in net ltd.
১|
০৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:০১
আকাশ মামুন বলেছেন: পোড়া মাটির পলি পড়েছে