![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যুদ্ধবাজ ভারত বারবার প্রমাণ করেছে দুর্বল প্রতিবেশীদের ওপর দমননীতি চালানো, আক্রমণ করা এবং ভূমি দখল করা তাদের স্বভাব। হায়দরাবাদ দখল, সিকিমকে গ্রাস করা, কাশ্মীর দখল ও পাকিস্তানের সঙ্গে একের পর এক যুদ্ধ, এসব উদাহরণই দেখায় ভারতের যুদ্ধবাজ চরিত্র। পাকিস্তানের বিরুদ্ধে নিজেদের শক্তি দেখাতে তারা বহুবার টেলিভিশন চ্যানেলে যুদ্ধের ঘোষণা দিয়েছে। কিন্তু চীন কিংবা যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালীদের সামনে এলে সেই যুদ্ধবাজ ভারত শান্ত ও নম্র হয়ে অবতীর্ণ হয়
পরিস্থিতি বদলেছে। সাম্প্রতিক অপারেশন সিন্দুরে ভারত ৫–৬টি রাফালে হারিয়েছে বলে প্রচারিত হয়েছে এবং পাকিস্তানের সঙ্গে সংঘর্ষে ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সৌদি–পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি পাকিস্তানকে আরও শক্তিশালী করেছে; চীন, মুসলিম বিশ্ব এবং যুক্তরাষ্ট্রও তাদের কৌশলগত অংশীদার। আর ভারত এখন মায়ানমার, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল কিংবা ভুটানে কোনো দুঃসাহস দেখাতে পারছে না কারণ প্রতিটি জায়গাতেই চীন সরাসরি বা পরোক্ষভাবে উপস্থিত।
অতএব যুদ্ধবাজ ভারতের নজর পড়েছে বাংলাদেশের দিকে। রাষ্ট্রীয় নিয়ন্ত্রিত ও ঘনিষ্ঠ মিডিয়া এএনআই পডকাস্ট, পালকি শর্মা, এনডিটিভি ইত্যাদিতে বাংলাদেশকে ঘিরে আক্রমণাত্মক বর্ণনা তৈরি হচ্ছে। সাবেক ভারতীয় কূটনীতিকরাও প্রকাশ্যে বলছেন, ভারতের আশপাশে কোনো দেশের অভ্যন্তরীণ ব্যাপার বলে কিছু নেই, যা কার্যত সরকারি মনোভাবেরই প্রতিফলন। এমনকি ট্রিপুরার কথিত রাজাও প্রকাশ্যে বলেছেন, ভারত চট্টগ্রাম দখল করে উত্তর-পূর্বের সঙ্গে যুক্ত করা উচিত।
বাংলাদেশ দুর্বল রাষ্ট্র নয়, বাংলাদেশের সেনাবাহিনী একমাত্র বাহিনী যারা যুদ্ধ করে বিজয় এনেছে। যদি যুদ্ধবাজ ভারত চট্টগ্রাম আক্রমণ করে, তবে তারা শুধু ব্যর্থই হবে না, নিজেদের উত্তর-পূর্ব অঞ্চল হারানোর ঝুঁকিও তৈরি করবে। তবুও বাস্তবতা হলো, এখনই বাংলাদেশকে যুক্তরাষ্ট্র ও চীনের সঙ্গে ঘনিষ্ঠ সামরিক মহড়া, প্রতিরক্ষা চুক্তি এবং মধ্যপ্রাচ্যের সঙ্গে কৌশলগত সম্পর্ক দৃঢ় করতে হবে। মিথ্যা প্রচার ও তথ্যযুদ্ধ মোকাবিলায় সক্ষমতা গড়ে তুলতে হবে।
এটি আর কোনো কল্পনা নয়। যুদ্ধবাজ ভারত একদিন বাংলাদেশে আক্রমণ করবে । আর সেই আক্রমণ ভারতের ভেতরেই ভাঙনের সূচনা ডেকে আনতে পারে, কারণ ব্রিটিশরা না করলে ভারত এতদিন একসঙ্গে টিকে থাকত না।
২৪ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১২:১৭
নুর-এ-আলম বলেছেন: আপনি শোনাগাজীতেই থাকুন; সীমান্ত পার হওয়া বন্ধ করুন
২| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১১:১৬
জেনারেশন একাত্তর বলেছেন:
এখন বাংলাদেশের যেই সেনাবাহিনী আছে, উহা কোন কোন দেশের সাথে যুদ্ধ করে জয়ী হয়েছে; আমেরিকা, রাশিয়া, চীন?
২৪ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১২:১৭
নুর-এ-আলম বলেছেন: আপনার কাজিন একাত্তরে, আপনি রৌমারী আর সিলেটে
৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১১:১৮
সৈয়দ কুতুব বলেছেন: ইমরান খান আজকে কি বলেছে দেখেছেন ?
২৪ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১২:১৭
নুর-এ-আলম বলেছেন: হ্যাঁ দেখেছি
৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১১:১৯
জেনারেশন একাত্তর বলেছেন:
একমাত্র পাকিস্তানই ভারতকে পরাজিত করতে পারবে, ওদের ভলনটিয়ার দরকার; আপনি যোগ দিবেন?
২৫ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১:২৩
নুর-এ-আলম বলেছেন: আপনি তো "জয় হিন্দ" বলে দাঁড়াচ্ছেন।
৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১১:২০
জেনারেশন একাত্তর বলেছেন:
আপনি খেয়াল রাখেন, কখন ভারত বাংলাদেশ আক্রমণ করার প্ল্যান করে! আমরা তার ১ মিনিট আগে আক্রমণ করবো।
২৪ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১২:১৮
নুর-এ-আলম বলেছেন: আপনি তো ওই পারেই আসেন। চিন্তার কিছু নেই, নিজেই জানবেন।
৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১১:৩৩
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: বাংলাদেশ দুর্বল রাষ্ট্র নয়,
........................................................
এমন ধারনা আপনি কোথায় পেলেন ???
না আছে আমাদের আধুনিক প্রতিরক্ষা ব্যবস্হা
না আছে আধুনিক বিমান বহর
না আছে সেনাবাহীনির আধুনিক প্রজন্মের যুদ্ধ সরন্জাম ।
আমরা যুদ্ধের জন্য মিয়ানমারের সমকক্ষ নই ।
...............................................................................
দিবাস্বপ্ন না দেখে
বাস্তবচিত্র কি জানতে চেষ্টা করুন ।
২৪ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১২:১৮
নুর-এ-আলম বলেছেন: বাস্তবচিত্র খুবই খারাপ। আমাদের প্রধান শক্তি geography and human। এর পরের লাইন পড়েন..
৭| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১২:০৮
জেনারেশন একাত্তর বলেছেন:
আপনি পরীক্ষার দেয়ার আগে প্রশ্নপত্র কিনেছিলেন?
২৪ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১২:২০
নুর-এ-আলম বলেছেন: এটা তো বট মনে হচ্ছে… একই মন্তব্য বারবার করছে
৮| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১২:৩৩
এইচ এন নার্গিস বলেছেন: "ভারত দখল ভারত দখল" কি দিয়ে ভারত কে দখল করবেন ? ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখেন? ভারত কত শক্তি শালী জানেন ? একটু রিসার্চ করুন । দিবা স্বপ্ন দেখা বাদ দিন।
২৪ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১:০২
নুর-এ-আলম বলেছেন: ভারত দখল আপনি করছেন, আমি না। লেখাটা বুঝতে পারেননি।
৯| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১:৩৫
কলিমুদ্দি দফাদার বলেছেন:
ভারতীয়রা কোন "মার্শাল রেস" না। মার্শাল রেস বলতে বুঝানো হয় আরব, পারস্যে, মঙ্গল এবং রোমান, আফগানদের; যাদের সাম্রাজ্য দখল বা যুদ্ধ জয়ের ইতিহাস আছে। ভারতীয়রা নিজ উপমহাদেশের বাইরে যুদ্ধ জয় বা কোন সাম্রাজ্য বৃদ্ধির ইতিহাস নেই। উল্টো উপমহাদেশের বাইরে থেকে এসে তাঁদের পরাস্ত করেছে কয়েকবার। ভারতীয়দের যুদ্ধবাজ ট্যাগ দিয়ে প্রকৃত যোদ্ধাদের অপমান করলেন।
২৪ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ২:৪৬
নুর-এ-আলম বলেছেন: আপনার কথা বিষয়গতভাবে ঠিক আছে। কিন্তু বলব, বীরের জাতি বা যোদ্ধা জাতি এক পাশ, আর যুদ্ধবাজ অন্য এক পাশ। বাংলাদেশিরা বীরের জাতি।
১০| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ২:৩১
মাথা পাগলা বলেছেন: শিশুসুলভ গাঞ্জাখুড়ি কথা-বার্তা। চাপে না পরলে ভারত ইচ্ছা করে কখনো যুদ্ধ করে নাই। ৭১ এ চাইলে যুদ্ধে প্রথমেই অংশগ্রহন করে বাংলাদেশকে ভারতের প্রদেশ বানানোর চেষ্টা করতে পারতো। ৭১ যুদ্ধের পর ৩ মাসের মধ্যে ভারত ধাপে ধাপে সেনা প্রত্যাহার করে যা ইতিহাসে বিরল।
ভারত কোন কোন দেশ দখল করেছে বলতে পারলে ভালো ছিলো।
কাশ্মীরের ইতিহাস ভালো করে পড়বেন - রাজা হরি সিং ১৯৪৭ সালে ভারতের Instrument of Accession সই করেন।
অপারেশন সিন্দুর পাক্কিদের সন্ত্রাস হামলার বিরুদ্ধে প্রতিবাদ ছিলো যে ক্লাস ৫ এর বাচ্চাও বলতে পারবে।
১৯৪৮-এ অপারেশন পোলো হায়দরাবাদ-সংযোজন হয়েছিল। ভারত জোর করে যুদ্ধ করে দখল করেনি বরং রাজনৈতিক আর নিরাপত্তার চাপের ফলে হয়েছে।
ট্রিপুরার চট্টগ্রাম দখল দাবি - কারো ব্যক্তিগত মতামত কি কোন দেশের কেন্দ্রীয় নীতির প্রতিফলন করায়? তাও আবার এমন রাজা যার পপুলারিটি নাই। নাম কি সেটাই জানি না।
সৌদি-পাক প্রতিরক্ষাসমঝোতা পাকিস্তানকে একেবারে শক্তিশালী করেছে - পাকিস্তানের সবচেয়ে বড় চ্যালেঞ্জ তাদের অর্থনীতি আর রাজনৈতিক অস্থিরতা, যেটা শুধু প্রতিরক্ষা চুক্তি দিয়ে সমাধান হবে না। একেবারে শক্তিশালী বললে বাস্তব জটিলতাকে পাতলা করে ফেলা হয়।
@কলিমুদ্দি দফাদারঃ
সহমত।
-----------
ব্যারিস্টার ফুয়াদ, পিনাকি, ইলিয়াসের শিষ্যরা যতোদিন ইতিহাস বিকৃত করে ফ্যালাসি ছড়াবে, কথা বলবো।
২৪ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ২:৫১
নুর-এ-আলম বলেছেন: আপনার ইতিহাস পড়া স্পষ্টতই ‘ভারতীয় টেক্সটবুক এডিশন’। হায়দরাবাদে অপারেশন পোলোকে আপনি ‘রাজনৈতিক চাপ’ বললেন, অথচ ৪ দিনেই ৪০ হাজার মানুষ নিহত হয়েছিল, এটাকে কি শিশুসুলভ গাঞ্জাখুরি বলে উড়িয়ে দেবেন? কাশ্মীরে হরি সিং-এর সইয়ের গল্পে সুবিধামতো UN রেজুলিউশন আর রেফারেন্ডামের প্রসঙ্গ এড়িয়ে গেলেন। অপারেশন সিন্দুরকে ক্লাস ৫-এর ব্যাখ্যা বলার আগে নিজে অন্তত ক্লাস ৮-এর ইতিহাস বইটা আবার পড়ুন। আর বাংলাদেশকে ভারতের প্রদেশ বানানোর ‘সদিচ্ছা’ ছিলো না এটা ভারতের মহানুভবতা নয়, আন্তর্জাতিক চাপ ও ভৌগোলিক বাস্তবতার কারণে সেনা প্রত্যাহার করতে হয়েছে। একপেশে ব্যাখ্যা দিয়ে ইতিহাস বিকৃত করলে, সেটাই আসল শিশুসুলভ গাঞ্জাখুরি।”
১১| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ৩:১১
মাথা পাগলা বলেছেন: লেখক বলেছেন: আপনার ইতিহাস পড়া স্পষ্টতই ‘ভারতীয় টেক্সটবুক এডিশন’। কাশ্মীরে হরি সিং-এর সইয়ের গল্পে সুবিধামতো UN রেজুলিউশন আর রেফারেন্ডামের প্রসঙ্গ এড়িয়ে গেলেন।
সরি ব্যারিস্টার ফুয়াদ, পিনাকি, ইলিয়াসেরদের বয়ান শুনি না। জাতিসংঘর কথা বললে কোনদিক দিয়ে মনে হয় ভারত কাশ্মীর দখল করেছে?
পিনাকি, ফুয়াদরা আপনারে কি বুঝাইসে জানি না। তবে ভারতের যুক্তি: হরি সিংয়ের সই মানে কাশ্মীর আইনগতভাবে ভারতের। পাক্কিরা মানতে চায় নাই। পাকিস্তান জাতিসংঘের পা ধইরা ইনাইয়া-বিনাইয়া কাণ্ণা-কাটির পর জাতিসংঘ বলসে গনভোট হবে কিন্তু পাকিস্তান অনুপ্রবেশকারীদের সরানোর পর। পাকিস্তান শুনে নাই, তাই গনভোট হয় নাই। ভারত উদার না হলে গনভোটে সায় দিতো না। ভারত ভোট চাইসে মাগার আপনাগো পাক্কিরা হইতে দেয় না।
লেখক বলেছেন: আর বাংলাদেশকে ভারতের প্রদেশ বানানোর ‘সদিচ্ছা’ ছিলো না এটা ভারতের মহানুভবতা নয়, আন্তর্জাতিক চাপ ও ভৌগোলিক বাস্তবতার কারণে সেনা প্রত্যাহার করতে হয়েছে। একপেশে ব্যাখ্যা দিয়ে ইতিহাস বিকৃত করলে, সেটাই আসল শিশুসুলভ গাঞ্জাখুরি।
একদিকে কইবেন ভারত যুদ্ববাজ, গুন্ডা আবার কইবেন আন্তর্জাতিক চাপে পরে কিছু করতে পারে না
২৪ শে সেপ্টেম্বর, ২০২৫ ভোর ৪:০৭
নুর-এ-আলম বলেছেন: একবার বললেন “বয়ান শুনি না”, আবার বললেন “কথা বলবো” কি করবেন, ঠিক করে নিন।
ইতিহাস-জ্ঞানটা অনেকটাই বিকৃত। ঠিক করার আশা নেই।
আপনার মনে হয় পায় ধরে চলাই ভালো লাগে, তাই প্রথমেই সেটাই মনে পড়ে।
গুন্ডাদের তো লাঠি-পেটা করে ভদ্র লাইনে রাখতে হয়।
কি যে অবোল-তাবোল কথাবার্তা বলছেন!
১২| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ৩:২০
জেনারেশন একাত্তর বলেছেন:
ব্লগে ভারতীয় লোকজন আছেন, আপনার পোষ্ট পড়ার পর, ওরা ভয় পেয়ে যাবে। আপনি আমাদেরকে রক্ষা করলেন; আপনি জন্ম থেকেই ফিল্ড মার্শাল।
২৪ শে সেপ্টেম্বর, ২০২৫ ভোর ৪:০৮
নুর-এ-আলম বলেছেন: স্বাগতম
১৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৫ ভোর ৪:০১
আমি নই বলেছেন: লেখকের সাথে একমত, ভারত আক্রমন করবেই। ওরা হচ্ছে শক্তের ভক্ত নরমের জম। তাদের মনে অখন্ড ভারতের স্বপ্ন যতদিন থাকবে ততদিন বাংলাদেশ নিরাপদ নয়। যত দ্রুত সম্ভব বাংলাদেশের বাহিনিগুলোকে আধুনিক করা উচিত।
@এইচ এন নার্গিস ভারত অনেক শক্তিশালী এজন্য ওদের পা চাটতে হবে? নাকি নিজেদের দুর্বলতা কাটানোর চেষ্টা করতে হবে। আর ভারত এত শক্তিশালী তাহলে চীনের সাথে বিলাই হয়ে যায় কেন? চীন অরুনাচলে ১৫০ কিলোমিটার এর বেশি ভুমি দখল করে আবাসন গড়ে তুলেছে, কিন্তু মুদি কোনো কথাই কয়না কেন?
১৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৫ ভোর ৪:৩৩
মাথা পাগলা বলেছেন: লেখক বলেছেন: একবার বললেন “বয়ান শুনি না”, আবার বললেন “কথা বলবো” কি করবেন, ঠিক করে নিন।
কোন টেকসই প্রতিউত্তর পেলাম না।
বয়ান শুনি না বলতে বুঝিয়েছি, গুরুত্ব দেই না। ভারতের ২~৩ টা সামরিক ঘটনা বললেন যেগুলার সাথে দেশ দখলের কোন সম্পর্ক নাই। কোন কোন দেশ দখল করেছে জিগাস করলাম, বলতে পারলেন না।
যাচাই-বাছাই করতে চাইছেন ভারত যুদ্ধবাজ, গুন্ডা কিনা? আমাকে দেখে আপনার কি মনে পড়লো বা আমি কি মনে করলাম এগুলো দেখে আপনার লাভ কি? আপনি ইতিহাস নিয়ে ফ্যালাসি ছড়ান আর কিছু জিগাস করলে বলবেন আপনি সব জানেন - আমরা কিছু জানি না কারন আমারা টেক্সট বুক এডিশন পড়ি। এটাই আপনার লজিক আর কোন লজিক নাই। জাতিসংঘ-কাশ্মীর নিয়ে এড়িয়ে যাবার কথা বলাতে আপনার কথা ডি-বাংক করে দিলাম এখন আপনি উত্তর দিতে না পারলেন না। যাই জিগাস করা হোক কিছু বলতে না পারলে চক্রাকারে ঘুরে ফিরে আজগুবি কথা বলতে থাকেন, যার সাথে বিষয়-বস্তুর কোন সম্পর্ক নাই।
২৫ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১:২৫
নুর-এ-আলম বলেছেন: আগে তথ্যগুলো সঠিক করে নিন, তারপর যুক্তি দিতে পারবেন।
১৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৯:০৭
মেঠোপথ২৩ বলেছেন: ''ভারত বাংলাদেশ আক্রমন করবে'' , এই জুজুর ভয় সেই আদ্যি আমল থেকেই শুনে আসছি। অনেকে আবার ইজরাইলের গাজা আক্রমনের মত বাংলাদেশ আক্রমনের ভয়ও দেখাচ্ছে। অথচ প্যলেস্টাইন তথা জেরুজালেম এলাকার যুদ্ধের ইতিহাস হচ্ছে সহস্র বছরের পুরানো । এই পৃথীবি যতদিন থাকবে , ঐ অঞ্চল অশান্তই থাকবে। ধর্মকে কেন্দ্র করে এই ক্রুসেডের সাথে অন্য দেশকে তুলনা করা নেহাৎই আহাম্মকি।
ভারত কি বলছে না বলছে সেদিকে কান না দিয়ে বাংলাদেশে যেটা দরকার সেটা হচ্ছে নিজেদের উন্নতির দিকে মনোযোগ দেয়া। বাংলাদেশের ভেতরে বসে যেসব বাংলাদেশী দেশের বিরুদ্ধে কাজ করছে, তাদের চিহ্নিত করা। চীন, জাপানের মত কাজপাগল জাতিরা বসে আছে অন্য দেশের উন্নয়নে অংশিদার হবার জন্য। তাদের সাহায্য নিয়ে বাংলাদেশ যদি শুধু মালয়েশিয়া হবার চেষ্টা করে , তবেই হবে। ডক্টর ইউনুস শুরুটা করে দিয়েছে, বাকিটা এগিয়ে নিতে হবে এই দেশের জনগনের।
২৫ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১:২৫
নুর-এ-আলম বলেছেন: ভারত বাংলাদেশে আক্রমণ করবে বলে কেউ ভয় পাচ্ছে না। তারা বাংলাদেশে আক্রমণ করবে এবং উপযুক্ত প্রতিক্রিয়া পাবে। এটাই বার্তা।
১৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৯:৫৫
রাজীব নুর বলেছেন: মনে হয় রাতে আপনার ঘুম হয় না। কোষ্ঠকাঠিন্যও আছে।
২৫ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১:২৬
নুর-এ-আলম বলেছেন: আপনার পাইলসের রক্তপাত এখনও ঠিক হয়নি।
১৭| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১:১০
আমি নই বলেছেন: @মেঠোপথ২৩, ভারত কখনই আক্রমন করে নাই কারন এযাবত তারা যা চেয়েছে কোনো না কোনো ভাবে পেয়েছে। যতক্ষন পর্যন্ত পাবে ততক্ষন পর্যন্ত কিছু করবেনা এটাই স্বাভাবিক। কিন্তু বাংলাদেশ যদি শক্তভাবে চাহিবা মাত্রই দেয়া বন্ধ করে দেয় তখন?
সবচাইতে বড় কথা রাষ্ট্র হিসেবে আমাদের সামরিক বাহিনি শক্তিশালী করবনা কেন?? সামরিক বাহিনি শক্তিশালী করার কথা আসলেই ভারত বা ভারতের এদেশিয় দালালদের (যেমন রানু) মাথা গরম হয় কেন?
ভারতের মানসীকতা ভাল হলে আমাদের সামরিক ভাবে উন্নত হতে সাহায্য করুক। রাশিয়া থেকে ৪র্থ-৫ম প্রজন্মের বিমান, এস৪০০ এর মত বিমান প্রতিরক্ষা নিতে সাহায্য করুক।
২৫ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১:২৭
নুর-এ-আলম বলেছেন: ভারত রাশিয়ার অস্ত্র ব্যবহার করে। বাংলাদেশকে চীন ও যুক্তরাষ্ট্রের তৈরি সরঞ্জাম নিতে হবে।
১৮| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ২:১৬
বিজন রয় বলেছেন: সুযোগ পেলে সবাই যুদ্ধ করে।
বাংলাদেশ পাকিস্তানের সমান হলে এতদিন ১০ বার যুদ্ধ বেঁধে যেত।
২৫ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১:২৭
নুর-এ-আলম বলেছেন: আলোচনার বিষয় হচ্ছে: ভারতের স্তর এখন পাকিস্তানের নিচে, তাই তারা অতিরিক্ত সাহস দেখিয়ে বাংলাদেশে আক্রমণ করবে এবং কঠোর শিক্ষা পাবে।
১৯| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:০৭
পুরানমানব বলেছেন: খোলা জায়গায় হাগে ওরা এখনো।
২০| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:২১
সৈয়দ মশিউর রহমান বলেছেন: ভোটের সময় আসলেই ভারত পাকিস্তানের সংগে যুদ্ধ বাধিয়ে পোঙ্গামারা খায়।
২১| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:২৪
সৈয়দ মশিউর রহমান বলেছেন: @মেঠোপথ২৩
একটা মোটাতাজা বলদ দেখতে পাচ্ছি সেটার নাকি মাথা প্যারালাইজড হয়েছে তাই এখন মাথা পাগলা।
২২| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৪৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পুরানমানব বলেছেন: খোলা জায়গায় হাগে ওরা এখনো
২৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:২৮
নতুন নকিব বলেছেন:
পুরানমানব বলেছেন: খোলা জায়গায় হাগে ওরা এখনো।
২৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১:২৯
নুর-এ-আলম বলেছেন: দুর্ভাগ্য হলেও সত্যি ভারতে বহু মানুষ দরিদ্রতার অতিরিক্ত কষ্ট যাপন করে। আমি এই বিষয়ে আপনাদের সংযত ও সচেতন থাকতে বলছি। মজলুমদের টার্গেট করবেন না; তারা নিরপরাধ মানুষ।
২৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ২:১৩
রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন, সেটা জানতে।
২৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৪২
মাথা পাগলা বলেছেন: লেখক বলেছেন: আগে তথ্যগুলো সঠিক করে নিন, তারপর যুক্তি দিতে পারবেন। [/sb
আমার তথ্য সঠিক আছে। আপনি আগে ইতিহাস ভালো করে পড়ুন তারপর যুক্তিতে আসবেন। আপনি তো আবার টেক্সট বই পড়ে ইতিহাস জানেন না। পিনাকি-ইলিয়াসদের ভিডিও শুনে ইতিহাস জানলে এরকম প্রোপাগন্ডাই ছড়াবেন।
২৭| ০৪ ঠা অক্টোবর, ২০২৫ ভোর ৪:১০
নুর-এ-আলম বলেছেন: আপনার RSS-এর টেক্সটবুকে মাথা পাগলা হয়ে গেছে, তাই আপনার তথ্য আর যুক্তির কোনোটাই ঠিক নেই। একেবারেই হোপলেস।
©somewhere in net ltd.
১|
২৩ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১১:১৪
জেনারেশন একাত্তর বলেছেন:
আপনার উচিত লস্করের তৈয়বা থেকে ট্রানিং নিয়ে বাংলাদেশ রক্ষা করা; নাকি ট্রেনিং পেয়েছেন গত আমেরিকান ক্যু'এর আগে?