নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাগ্যক্রমে আমি এই সুন্দর গ্রহের এক বাসিন্দা! তবে মাঝেমধ্যে নিজেকে এলিয়েন মনে হয়। তবে বুদ্ধিমান এলিয়েন না, কোন আজব গ্রহের বোকা এলিয়েন!
১. এই মাদারচুদ এতো আস্তে চালাস ক্যান? বামে চাপাস ক্যা বার বার? ডান দিয়া চালা।
খানকির পোলারা ভাড়া নেবে বেশি আর লোকাল এর মত খালি যাত্রী উঠাবে নামাবে।
ভাই মাইরের উপর কোনো ঔষুদ নাই, কানের নিছে দুইটা দিলে ঠিক অইব।
ওস্তাদ ব্রেক ব্রেক...
এই তোর ওস্তাদরে শুদ্দ্যায় ফালায় দিমু গাড়ি যদি ব্রেক করস!
২৫ টাকা ভাড়া দিসে মনে অয় হেগো কাছে আমি বইন বিয়া দিসি....
এই আবার কথা কস, দুইটা দিলে বুঝবি সোজা গাড়ি চালা।
এই নামেন, নামেন আইস্যা গেছি নামেন....
এই মানিক তোর ভাবিরে গিয়া লঞ্চে উঠায়া দেয় আমি গাড়ি ঘুরাইয়া লইতাছি।
"আচ্ছা যাই আপ্নে খাওয়া দাওয়া ঠিকমতো কইরেন"। চোখ মুছতে মুছতে লঞ্চ ঘাটের দিকে হাঁটতে লাগলো শিউলি!
২. বাবা আমায় ঘুরতে নিয়ে যাবে? চিড়িয়াখানায় নিয়া যেও আমি চিড়িয়াখানা দেখবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে নিয়া যাবো মাত্র তো ঢাকায় আসছোস। বল পরিক্ষার রেজাল্ট কেমন হইবো?
অনেক ভালো হইবো। আমি জানি বাবা আমি এ প্লাসই পাবো। তুমি রেজাল্ট নিয়ে ভাইবো না বাবা।
জানিরে বাবা তুই অনেক ভালো রেজাল্ট করবি তোকে নিয়ে আমার অনেক স্বপ্ন।
বাবা তুমি খাবার খাও কোথায়?
দুপুরে বাহিরেই খাই রাতে মালিকের বাসার উপর থেকে খাবার পাঠিয়ে দেয় সেটা খাই।
এই মজিবর তুই কই? দরজা খোল জলদি।
জ্বী স্যার আপনি? আমারে বললেই তো আমি উপরে যাইতাম।
খানকির পোলা তোরে তিনবার ফোন দিসি ফোন রিসিভ করোস নাই কেনো? মাস শেষ না হইতে তো বেতন বেতন করে মুখে ফেনা তুলে ফেলস ছোটলোকের বাচ্চা! তাড়াতাড়ি গাড়ি বাহির কর তোর ম্যাডাম হাসপাতালে যাবে।
আচ্ছা স্যার ঠিক আছে।
বাবা তুমি থাকো আমি যাবো আর আসবো।
দরজা বন্ধ করতে করতে দু'ফোটা চোখের পানি ফেলতে ফেলতে তুহিন বললো ঠিক আছে বাবা!
৩. এই যে তুমি এখানে কি করো? কখন এলে?
এইতো মাত্র এলাম। তোমায় দেখতে ইচ্ছে হলো তাই চলে এলাম। আমি কলেজে তো এই পথ দিয়েই যাই অনেক দিন ঢুকবো বলে বলে ভয়ের জন্য ঢুকি না।
কেনো ভয় কিসের?
না তোমার বস বা কলিগরা কি ভাবে তাই।
আরে কি ভাববে আমার কলিগরা আর বস খুব ফ্রেন্ডলি। ডোন্ট ওরি এভাউট ইট। এখন বলো কি খাবে চা না কফি?
না না কিছু না তোমাকে আজ দেখতে ইচ্ছে হলো তাই আসলাম পরে কথা হবে আমি কলেজে যাবো দেরি হয়ে যাচ্ছে।
আরে কি বলো একটু চা তো খাও প্রথম এলে আমার অফিসে এই শামীম এক কাপ চা দাও তো।
এই যে নিলয়, নিলয়।
জ্বী স্যার।
ঘন্টাখানেক আগে এই ট্রানজেকশন কে করছে তুমি না?
জ্বী স্যার।
তো কম্পিউটারে এন্ট্রি দিলে না কেনো? দিন দিন তো তুমি কাজের অযোগ্য হয়ে যাচ্ছো, ইডিয়েটের মত কাজ করতোছো, ভালো লাগলে থাকো, না লাগলে চলে যেতে পারো। তোমার মত অপদার্থ না থাকলেও আমার অফিস চলবে।
স্যরি স্যার আমি এখনি ঠিক করে দিচ্ছি আর এমন হবে না।
আচ্ছা আমি আসি পরে কথা হবে। কলেজের দেরি হয়ে যাচ্ছে।
ফাইল গোছাতে গোছাতে নিলয় বললো আচ্ছা আমি পরে ফোন দিবো তোমাকে।
২| ২৬ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:০০
চাঁদগাজী বলেছেন:
কজের পরিবেশ দাসত্বের সীমানায়
©somewhere in net ltd.
১| ২১ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:২০
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: গল্পের শুরুতেই অশ্লীল শব্দ